ওয়ারিশ সম্পত্তির মূল্য ও গুরুত্ব তারতম্যের কারণে আপোষ মিমাংশার মাধ্যমে ওয়ারিশণণের মধ্যে সম্পত্তির পরিমাণ বেশি বা কম দিয়ে বন্টন করা যাবে কি না? যদি এরূপ করা হয়, পরবর্তীতে নামজারি বা বন্টননামা দলিল রেজিস্ট্রেশন করতে অসুবিধা হবে কি না? আমাদের মধ্যে উল্লেখিত কারণে একজনকে তিন শতাংশ জমি বেশি দিয়ে আপোষ নামায় সকলে স্বাক্ষর করেছে। এখন নামজারিতে ঐ বেশি অংশ টিকবে কিনা? জানালে উপকৃত হব। ধন্যবাদ।
@MouKuri-u7d13 күн бұрын
হিন্দু আইনে মেয়ের অধিকার দেয়া হোক পিতার সম্পত্তিতে
@mdmojibulislam-q6h4 күн бұрын
বাবার খাস জমি থাকলে মেয়েরা কি ভাগ পাবে প্লিজ দয়া করে জানাবেন স্যার
@abuhanif28676 ай бұрын
ধন্যবাদ স্যার
@SibbirAhmed-v9t20 күн бұрын
যে বিচারক / লয়েরা মেয়েরা বাবার ভিটের বাড়ি পাবে না বলে তাদের বোন নেই। তাদের একটু ও আঘাত লাগে না। আধার ঘরে আপনারা যাবেন না মনে হয়। গভীর ভাবে চিন্তা করে দেখুন।
@T.HSULTANটি.এইচসুলতান2 ай бұрын
মেয়েরা সামীর বাড়িতে যাওয়ার পরে, সম্পত্তির অংশ পাবেনা। এটা কেমন আইন😊
@deskoflawyer2 ай бұрын
আপনি ভুল বুঝেছেন। এটা কোনভাবেই সত্যি না । অবশ্যই বাবার সম্পত্তিতে মেয়েরা অংশীদার হবে । তবে বাবার বাড়িতে সাধারণত পায় না যদি অন্য জায়গায় সম্পত্তি থাকে। অন্য জায়গায় না থাকলে বাবার বাড়িতে অবশ্যই পাবে।
@NirenRoy-f9h3 ай бұрын
দাদা বাড়ি কি বোন /দিদি ভাগ পাবে ??
@akramhossain99986 ай бұрын
মেয়েরা বসত বিটার অংশ হিসাবে যে সম্পদ পেতো সেই সম্পদের হিৎসা বা হারি অন্য ক্ষেতি বা ফসলের জমি হতে পাবে। এ ধরনের হিডিং দিয়ে একটি বিডিও দেন।
@masudparbez96464 ай бұрын
সার আমার নানা দুটি বাড়ি রেখে মারা গেছেন,এখন আমার মামা একটি বাড়িতে থাকেন। বাকি বাড়ি টা আমার মামা বিক্রি কের দেবেন এখন আমার মা কি বিক্রি করছে সে বাড়ি থেকে তার হিস্যা দাবি করতে পারবেন? দয়া করে জানালে অনেক উপকৃত হতাম
@deskoflawyer4 ай бұрын
আপনার মা যদি তার হিসাব অনুযায়ী অন্য জায়গা থেকে জমি বা সম্পত্তি নিয়ে থাকেন তাহলে আপনার মা দাবি করতে পারবেন না। তবে দাবী করে একটি মামলা করতে পারেন। বিজ্ঞ আদালত যদি আপনার মায়ের অংশ দিয়ে থাকেন ওই বাড়িতে তাহলে আপনার মা ঐ বাড়ির অংশ পাবেন।
@masudparbez96463 ай бұрын
সার আমার মা মামার কাছে থেকে কোন জমি নান নাই্ মার ওয়ারিশও বুঝিয়ে দান নাই। মামা বলিতেছে বোন বাড়ি থেকে কোন অংশ পায়না চকে থেকে কমদামের জমি দিতে চায়। এখন আমার মা কি দুটি বাড়ির কোন অংশই পাবেনা? বাড়ির জমির মুল্য চার থেকে পাচ লাখ শতাংশ। আর চকের জমি দশ থেকে বিশ হাজার শতাংশ। দয়া করে বলবেন প্লিজ
@masudparbez96463 ай бұрын
স্যার একটু বলবেন প্লিজ
@masudparbez96462 ай бұрын
ripley place
@rubinayeasmin20333 ай бұрын
বাবার সম্পত্তি অনেক থাকলে বাড়ির মূল্য কি অন্য কোন জমি থেকে পাবে??? এবং অন্য জমির ভাগ ও পাবে দয়া করে জানাবেন মনে হয় বিচারক বুঝাতে চাইছে বারির দামমূল্য অন্য কোন জমি থেকে দেওয়া হোক এবং অন্য জমির ভাগও দেওয়া হোক, কিন্তু কিছু মিথুক এডভোকেট মাথায় গোবর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তবে আপনি সত্য কথা বলেছেন
@deskoflawyer3 ай бұрын
ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য।
@rubinayeasmin20333 ай бұрын
@@deskoflawyer আমি তো উত্তর পেলামনা শুধু ধন্যবাদ দিলেন অন্য কোন জাইগাই ভিটার দাম কি পাবে???
@deskoflawyer3 ай бұрын
@@rubinayeasmin2033 আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি অর্ধেক পাবেন আর আর ছেলে হলে আপনি আপনার বোনের ডাবল পাবেন তো সে ক্ষেত্রে আপনি যদি মেয়ে হন তাহলে আপনি বাবার সম্পত্তিতে তখনই পাবেন না সম্পত্তি যখন যখন বাবার বাইরে পর্যাপ্ত পরিমাণে সম্পত্তি থাকবে এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমার ভিটার জমির অনুসারে দাম পাব কিনা এটা আপনাদের ভাইবোনদের মধ্যে মিউচুয়াল ম্যাটার আপনারা করে নিতে পারেন আপনার ইচ্ছা হলে ছেড়ে দিতে পারেন কারণ ভাই বোনের মধ্যে কার ব্যাপার।
@rubinayeasmin20334 ай бұрын
বাবার তিন তলা বাড়ি থাকলেও কি পাবে নাকি অন্য কোথা আল্প জমি থাকলে সেগুলো ঝারফুক করে দিবে এবং অধিকার থেকে বন্চিত করবে একটা মেয়ে যেকোনো সময় ডিভোর্স হয় আবার স্বামি মারা যাই কিম্বা একাধিক সন্তান থাকে কিম্বা অত্যন্ত গরিব থাকে সে কিম্বা কেউ ইচ্ছাকৃত ভাবে বাবার বাড়ি ঘর জামাই থাকে তাহলেও এবং মেয়েরা বাবার বাড়ি বানাতে টাকা ইনভেস্ট করে এবং বাবাকে দেখাশুনা করে তাহলেও কি পাবেনা, না পেলে মেয়েদের মাইরা ফালান মেয়ে না নেওয়াই ভালো