আসসালামু আলাইকুম, কিছু মিলিটারি ওয়ার্ডস এর বানান কারেকশন করে নিলে আরও সুন্দর হবে, প্যারাট্রুপার, আরজেএস এসব। আমি আপনার একজন ভক্ত আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুভকামনা ❤
@NatureNookbd4 ай бұрын
@@Mahbubur_Rahman_Tunu ভাই দুর্দান্ত! অনবদ্য! পুরো আবৃত্তিতে শুধুমাত্র 'সোশ্যাল' শব্দটায় একটু খটকা লেগেছে।
@raisul.creationАй бұрын
খুব ভালো হয়েছে
@tollyupdatestory Жыл бұрын
আমি বার বার শুনতে চাই কবিতাটা। যতবার লাইক আসবে তাই ততবার ফিরে আসব হৃদয়ের রক্তক্ষরণকে সতেজ করে তুলতে
@Mahbubur_Rahman_Tunu Жыл бұрын
❤️🌿
@raisul.creation Жыл бұрын
❤
@raselsm60662 жыл бұрын
মেঘবালিকা, আমার ভুল হয়ে যায়, অত ভোরের কথা ভুলে যাওয়ারই কথা, এই ভুলে যাওয়ার জন্য কি শাস্তি হয়েছিল জানেন? আমৃত্যু মন খারাপের অসুখ। আমি কিভাবে ভুলে গিয়েছিলাম, তা একমাত্র আমি জানি। নদীর ঐ পাড়ে ছিলেন আপনি, আমি পার হইনি। এখন আমার সপ্তম নৌবহর আছে, সুপার সনিক মিসাইল আছে, পেরাটুপার আছে, আছে সি আই এ, কিন্তু লাইব্রেরির পাশে কেউ নেই। জানেন, আজকেও আমি আমার বুলেটপ্রুফ আরমার গাড়ি করে সাই করে চলে গেলাম এখানটা দিয়ে, কিন্তু কই আমার যাকে পাওয়ার কথা, তাকে তো পেলাম না! সে কোথায়! উত্তর কোরিয়া না ইরান জানি না, কোনো গোয়েন্দা তথ্য নেই ২৫ বছর আগে এক ভোরে লাইব্রেরির পাশে তাকে না বলার জন্য, কি শাস্তি হয়েছিল জানেন? আমৃত্যু দীর্ঘশ্বাস । আপনি জানেন এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রোফাইল লক করলেও নিজেকে লুকিয়ে রাখা যায় না। যে আপনাকে ২৫ বছর মনে রাখলো, সে তো চোখ দেখলেই চিনে ফেলবে! এই চিনে ফেলা, খুনীকে চিনে ফেলার মত! এই চোখ এখন আরজিএস গ্রেনেডের মত আমাকে আমার সুখের বাংকারে হাজার ডিগ্রি সেলসিয়াসে পোড়াচ্ছে মানুষেরা নিজের মাঝে বাঁচে, আর আমি বেঁচে আছি। ঐ লাইব্রেরির ধুলিকনায়!
@arifzuberi69122 жыл бұрын
সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে তোমার আবৃতি করা কবিতা শুনছি। কিন্তু কেন জানিনা তোমার আবৃতি শুনে আমার হৃদয়ে কম্পন হচ্ছে।
@sumonsutradhar60029 күн бұрын
কিভাবে সম্ভব। এর চেয়ে ভালো আর হতে পারে না।❤❤❤
@nilamajumder7382 Жыл бұрын
একটা একটা করে শুনছি। অসাধারণ, কতো সাবলীল ♥️
@Mahbubur_Rahman_Tunu Жыл бұрын
অশেষ ধন্যবাদ আপনাকে
@abdullahmamun7781 Жыл бұрын
অসাধারণ লাগছে,,বাস্তব জীবনের প্রতিফলন।।
@Mahbubur_Rahman_Tunu Жыл бұрын
ধন্যবাদ জানবেন
@raisul.creation Жыл бұрын
❤
@deshamishra24752 жыл бұрын
Ki darun laglo abritti apnar kontho sposto o bhishon sundor🙏🙏
@imrulkayes50202 жыл бұрын
আর কতোদিন কষ্ট পাবো। আর কতো, না পাওয়ার বেদনা আমার হৃদয়কে ব্যথা দিবে!
@sharminakther81652 жыл бұрын
Koto bar shunechi ta bolar baire ❤️❤️ apnar abriti r sb theke sundor kobita megh balika amr vul hoiye jai 🖤
@raisul.creation Жыл бұрын
❤
@tanvir.rayhan11s2 жыл бұрын
আহা কবিতা মন ছুঁয়ে যায় নিরবে
@sayeedbabu5872 Жыл бұрын
এটা শুণে অনেক ভালো লাগলো❤
@mdmosharafhossain57182 жыл бұрын
যখন থেকে আপনার কবিতা শুনতে শুরু করেছিলাম, তখন থেকে মিউজিক শুনতে কেমন যেন বিরক্ত বোধ করছি।আপনার কবিতা আর সুরে যেন জাদু আছে ❤️
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
Means a lot bhai. Take love ❤️
@muhammadsalauddin60812 жыл бұрын
@@Mahbubur_Rahman_Tunu ভাই ❤️ আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি জানতে পারি।
@nooromar53332 жыл бұрын
কেমন যেন অস্বাভাবিক কষ্টের মধ্যে দিয়ে শান্তি খুঁজে পাওয়া যায়
@borsonmunshi64662 жыл бұрын
নিজে শরৎচন্দ্রের শিষ্য হয়েও,,,অনেকের মুখেও অনেক ধরনের কবিতা শুনেছি,কিন্তু এটা অসলেই অসাধারণ আবৃত্তি দাদাভাই 🙏🏻
@jannatunnesa66912 жыл бұрын
অনেক অনেক ভালো লেগেছে,,,,, সত্যি কণ্ঠে আপনার জাদু আছে,,,
@s....s69242 жыл бұрын
অসাধারণ, অসাধারণ,,,,,,,?
@HmBiplob2 жыл бұрын
প্রায় ১০০ বার শুনে ফেলেছি এটা😥
@sidratulmuntaha36052 жыл бұрын
Mindblowing, heart touching speech and recitation. Eyes wet with tears.
@parvejhassan17 Жыл бұрын
আজ ৩ বছর হয়ে গেলো থাকে ভুলে গেছি...! তবে ২৫ বছর হলে এই আবৃত্তি অবশ্যই পৌঁছে যাবে তার কাছে...!প্রিয় মানুষটার ভীতরে যেটুকু অবস্থান আমার আমি তার অস্তিত্বেই মৃত্যু আঁকালাম...?
@nomanabdullah14542 жыл бұрын
এই আবৃত্তিটি সারাজীবন শুনলেও বোধহয় তৃপ্তি বিষাদচূড়ায় থেকে যাবে। মাদলের ছন্দে বেজে যাবে, বেজে যাবে, অন্তহীন শূন্যে ভেসে বেড়াবে।❤️💔
@WasimAkram-dh3kd2 жыл бұрын
আমি প্রতি রাতেই ভাবি আজকে যদি আপনার নতুন কোনো আবৃত্তি শুনতে পেতাম। আহ্
@FerdousiRakhee-hv3mk Жыл бұрын
তোমার কন্ঠের প্রেমে পড়ে গেছি
@rubinarubisdaily2 жыл бұрын
আপনার বলিষ্ঠ গলাটা ভীষণ ভালো লাগলো। কি দারুন মমতা দরদ দুঃখটা ধারণ করলেন নিজের গলায় ❤️
@sakib63212 жыл бұрын
এই কন্ঠের মায়া য় আটকে গেছি। 🖤🌼
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
♥ 🌿
@souravmondal62252 жыл бұрын
❤️
@RashedulIslamRasel12 жыл бұрын
অনবদ্য লেখনি অসম্ভব সুন্দর আবৃত্তি শুভকামনা রইল লেখক ও আবৃত্তি শিল্পীর জন্য 😍
@ROWNAK20122 жыл бұрын
ধন্যবাদ আপনাকে
@nsshohagvlogs2 жыл бұрын
আর কতোদিন কষ্ট পাবো। আর কতো, না পাওয়ার বেদনা আমার হৃদয়কে ব্যথা দিবে! কবিতা আবৃত্তি শুনে আরতো থাকতে পারি না। 😭
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
কষ্ট উপভোগ করুন। বিষে বিষক্ষয়।
@lifehacks0to9minutes932 жыл бұрын
পুরুষ পুরুষই।মেয়ের কন্ঠেও আবৃতি শুনলাম আর আপনার টাও শুনলাম, আকাশ পাতাল ব্যবধান।আপনি সেরা সেরা।
@deshamishra24752 жыл бұрын
Kobita ta darun laglo🙏
@alaminvai35942 жыл бұрын
প্রিয়তমার স্মৃতি নিয়ে এক জায়গায়(লাইব্রেরির পাশে) আটকে থাকার গুমট অনুভূতিটা লেখক এতটা গভীর, এতটা নিজের করে উপস্থাপন করেছেন যে তার নিজের কল্পনায় গড়া এই উপস্থাপনের প্রতিটি অনুভুতিকণা আমাদের প্রত্যেকের হৃদয়ে আছড়ে পড়ছে। লেখকের প্রকাশভঙ্গী অনেক সুন্দর। ধন্যবাদ ভাই আপনাকে🌺 আর টুনু ভাইয়ের কন্ঠ মানেই তো পূর্ণতা দেওয়ার এক অনবদ্য মাধ্যম। আপনার বিষয়ে নতুন কিছু বলার নাই। অলওয়েজ লাভ🌺
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
অনবদ্য লিখলেন। এরকম মনযোগী শ্রোতা/পাঠক নিঃসন্দেহে একজন লেখক বা শিল্পীর জন্য অনুপ্রেরণার। আমার বিশ্বাস কবি আপনার মন্তব্য জেনে অনুপ্রাণিত হবেন। ধন্যবাদ জানবেন। ❤️🌿
@ROWNAK20122 жыл бұрын
ধন্যবাদ সবাই কে,এই ভাবে সাথে থাকলে আরো ভালো কিছু লিখতে পারবো মনে হয়।
@parurahman2 жыл бұрын
হৃদয় দুমড়ে মুচড়ে যায় এমন আবৃত্তি শুনলে….
@mdshakhawat2 жыл бұрын
গানের চেয়ে অনেক গুণ বেশি মন শীতল করার মত এক উপাদান। ❣️❣️❣️
@safiarrahaman4479 Жыл бұрын
Khub vlo lage apnar abbriti
@hasinishraqanik66792 жыл бұрын
এটা না শুনলে ঘুম আসেনা, কি মায়া যে আছে এটাতে জানিনা 🙃 ধন্যবাদ মাহবুবুর ভাই ❤️
Ki darun kobita likhoni tar sathe chomotkar abrity ❤️
@Asfanamim1792 жыл бұрын
সত্যি অসাধারণ
@minhazsabbir78122 жыл бұрын
৫০ হাজার দেখলেই ভাল্লাগে!সেই এক হাজার থেকে কিভাবে কিভাবে ৫০ পেরিয়ে যাচ্ছে!শুভকামনা টুনু ভাই।
@bijoychandraroy71282 жыл бұрын
Wow... স্যালুট ভাই।।। আমি এক বিরহের প্রমিক। আপনার প্রত্যেক কবিতার কন্ঠ আমার মন জয় করছে। ভগবান আপনার মঙ্গল করুক।
@jannatulferdausstudent50822 жыл бұрын
Ami apnr kobitha sonte onek posondho kori🤗🤗🤗
@naturendlife2 жыл бұрын
প্রিয় রাইছুল ইসলাম ভাই, আমিও এমন এক না বলতে পারার রোগে ভুগছি। যার শাস্তি শুধুই দীর্ঘশ্বাস। এতদিনে সে হয়ত অন্য কারো হয়ে গেছে। এই কবিতাটা মনে হয় আমার জন্যই লেখা হয়েছে। অসংখ্য ধন্যবাদ প্রিয় রাইছুল ইসলাম ভাই এমন একটি কবিতা লেখার জন্য এবং মাহবুবুর রহমান তনু ভাইয়ের আবৃত্তি এবং বিজিএম যেন হৃদয়কে আরো ছিন্নভিন্ন করে দেয় 💔 আপনাদের জন্য অফুরন্ত ভালোবাসা 🤍🤍🤍
@ROWNAK20122 жыл бұрын
ভালোবাসা নিবেন
@simabagchi1653 Жыл бұрын
খুব সুন্দর খুব সুন্দর
@raisul.creationАй бұрын
খুব ভালো হয়েছে ভাই
@sumonsarker19062 жыл бұрын
সত্যি অসাধারণ ❤️ মন ছুঁয়ে গেল।
@সন্ধারদীপ্ততারা2 ай бұрын
অপূর্ব ❤❤
@sagorbarua63562 жыл бұрын
এতোদিনে আপনার কবিতা আরো ভালো মজা পাওয়া যাচ্ছে শুনে। কারণ, কবিতার লাইনগুলি পড়তে না পারলে শুনে তেমন ফিল পাইনা।
জীবনের প্রতিটি পর্যায়,পরিস্থিতিই অসম্ভব সুন্দর। সেই সুন্দর্য্যকে উপভোগ করতে লাগে সুন্দর একটা মানসিকতা। আপনি সেই মানসিকতার রূপকার🥺
@mdferdous78112 жыл бұрын
রাইসুল ইসলাম, যদি আমার কমেন্টটা দেখে থাকেন তাহলে জানবেন এই কবিতাটা আমার অসম্ভব প্রিয়৷ এরকম থীমের আরো কবিতা লিখবেন আশা করছি।
@ROWNAK20122 жыл бұрын
অবশ্যই লিখবো,লিখতেছি,লিখে যাবো।কবিতা বেদনার আর সত্যের কথা বলে,অনেক ভালোবাসা নিবেন।
@ahmedfoysal73802 жыл бұрын
আপনি সব সময় শেরা ❤️
@nurulislam-wl8sd2 жыл бұрын
প্রিয় আবৃতিকার
@skparvezislam49592 жыл бұрын
এত সুন্দর কবিতা,,,, মাশাল্লাহ!!!!
@speech_by_johan2 жыл бұрын
কেনো জানিনা এই কবিতা গুলো শুনার জন্য কেমন যেনো তৃষ্ণার্ত বোধ করি
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
শুভকামনা সবসময়। 🌿
@speech_by_johan2 жыл бұрын
@@Mahbubur_Rahman_Tunu আমি নিজেও অল্প কিছু লিখার চেষ্টা করি অতটা ভালো হয় না হয়তো কোনদিন যদি দিতে চাই আপনার তালিকায় আমার কোনো লিখা জায়গা পেতে পারে কি?
@Sandyzcreation2 жыл бұрын
আহা গো কি কন্ঠ,কন্ঠের প্রেমে পড়ে গেলাম,সাথে রইলাম।
@kobircreation922 жыл бұрын
খুব সুন্দর
@rajeshbasu18302 жыл бұрын
ভাই অসাধারণ আপনার গলা,,, শুনতেই ভালো লাগে
@hosensaddam58032 жыл бұрын
মুগ্ধতা হে বাচিক শিল্পী
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
Thank you 🌿
@skmujibar64532 ай бұрын
❤❤❤ ধন্যবাদ দাদা ❤❤❤
@HmBiplob2 жыл бұрын
আপনার সকল আবৃত্তির সেরা এটি। অসাধারণ 💕
@ArafinJuthy.2 жыл бұрын
মুগ্ধতা মুগ্ধতা শুধুই মুগ্ধতা
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
অশেষ ধন্যবাদ। 🌿
@ittayedaikarupannyo55832 жыл бұрын
অশেষ ভালোলাগা
@dreamdream25272 жыл бұрын
আজ আপনার কবিতা শুনে সাবসক্রাইব না করে পারলাম না
@sumaiajolly79812 жыл бұрын
খুবই ভালো কাজ ❤️
@taniakhushi27822 жыл бұрын
আপনার আবৃতি শোনার পর আর কারো আবৃত্তি শুনতে ভালো লাগে নাহ,,,, 💚💚💚❤️❤️💚💚💚
@parulyouthtubedutta4159 Жыл бұрын
উফ অসাধারণ আবৃত্তি
@HaafiZ.OfficiaL2 жыл бұрын
খুব ভালো লাগলো ভাই 👍💕💕💕
@sstajia2 жыл бұрын
বরাবরের মতোই চমৎকার!
@Mahbubur_Rahman_Tunu2 жыл бұрын
ধন্যবাদ জানবেন। ❤️🌿
@rihadsview58302 жыл бұрын
আপনি অসাধারণ ভাই।
@farzanayesmin17452 жыл бұрын
Onk sundor😒😒
@souravmondal62252 жыл бұрын
দাদা আপনার ভয়েস সত্যিই খুব অসাধারণ বড়ো মায়ায় ভরা ❤️❤️❤️❤️
@tanzilhossainjhilan3722 жыл бұрын
সেরা দাদা💜💜❤️
@HimikaNawmeeKotha2 жыл бұрын
অসাধারণ ছিল❤️
@wasimahammad199311 ай бұрын
Darun❤❤
@munmunkhan19422 жыл бұрын
মন গলে চোখ ভিজে আসে!এমন কেন!
@mohammadabulbashar83882 жыл бұрын
ভালো লেগেছে ভাই ❤️
@MdRahim-xb4vy2 жыл бұрын
অসাধারণ ভাই ❤️
@nusratfarzana79522 жыл бұрын
অসাধারণ 😘
@শেখরবজেলহোসেনেরকবিতা2 жыл бұрын
চমৎকার!
@hasibulhasan5512 жыл бұрын
অসাধারণ হয়েছে ভাই,আমি আপনার ফ্যান হয়ে গেলাম।🥰
@swarupvlog10112 жыл бұрын
মেঘবালিকা- লাইব্রেরিতেই তোমার সাথে প্রথম দেখা। সময়ের সাথে সাথে জডিয়ে গেলাম চলতে চলতে। কত সুন্দর সময় কাটলো আমাদের... আজ ভোরে তোমার সাথে সব সম্পর্ক চুকে গেল। একটু বাদেই লাইব্রেরীতে রওনা হবো। এভাবে কেটে যাবে দীর্ঘ সময়। তোমাকে আর দেখতে পাবোনা। সব থাকবে, কিন্ত লাইব্রেরির মাঝে শুধু তুমি নেই। আশেপাশে তাকাবো, তোমাকে হয়ত খুঁজবো কিছুদিন। তারপর তোমার শুন্যতা ভুলে যেতে যেতে শাস্তি হবে শুধু আমৃত্যু মন খারাপের অসুখ! 😢 “মানুষেরা নিজের মাঝে বাঁচে আর আমি বেঁচে থাকবো ঐ লাইব্রেরির ধূলিকণায়!”