Рет қаралды 714
সমুদ্র বা নদী ভাঙ্গন রোধ করার জন্য যেই জিও কাপড় ব্যবহার করা হয় সেই জিও কাপড় দিয়েই আমরা তৈরি করেছি এই AIR-pot বা জিও ব্যাগ গুলো।
বাজারে নিম্নমানের যেই টব অথবা ড্রাম গুলো পাওয়া যায় সেগুলোর তুলনায় এগুলো ২ গুন বেশি টেকসই এবং ২০-২৫ বছর আনায়েসে ব্যাবহার করতে পারবেন।
মাটি যেহেতু সব সময় ভেজা থাকে তাই বাজারে সাধারন যেই জিও ব্যাগ গুলো পাওয়া যায় এগুলো ব্যাবহারের ফলে আপনার ছাদ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের তৈরি AIR-POT বা জিও ব্যাগ গুলোর তলা উন্নত মানের প্লাস্টিক ব্যাবহার করে water proof করে দেয়া হয় এবং পানি নিস্কাশনের জন্য ফুটো করে স্টিলের আইলট লাগিয়ে দেওয়া হয় যার ফলে পানি নির্দিষ্ট যায়গা দিয়ে বের হয়ে যায় এবং আপনার ছাদও ডেমেজ হয় না।
☘️ আমাদের তৈরি AIR-POT গুলো গ্রে কালার হয়ে থাকে তাই অতিরিক্ত তাপেও ব্যাগ গরম হয় না, যার ফলে মাটির ময়েশ্চার ঠিক থাকে এবং মাটিতে দেয়া সার নষ্ট হয়ে যায় না।
☘️কাপড়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে অক্সিজেন সরবারহ হয় এবং অতিরিক্ত পানিটাও ব্যালেন্স হয়ে বের হয়ে যায়।।যার কারণে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হয় এবং মশা জন্মানোর কোন ভয় থাকে না।
☘️ব্যাগের দুই পাশে সরাসরি মোটা ফেব্রিক্স হাতল হিসেবে ব্যবহার করা হয়েছে,যা টেনে ছেঁড়া একেবারেই অসম্ভব। শুধুমাত্র কাটা ছাড়া এর হাতল ছিঁড়বে না।
জিও ব্যাগের দাম
উচ্চতা ১০ ইঞ্চি রাউন্ড ৩০ ইঞ্চি ৩ গ্যালন ৯০ টাকা
উচ্চতা ১২ ইঞ্চি রাউন্ড ৩৬ ইঞ্চি ৫ গ্যালন ১৩০ টাকা
উচ্চতা ১৫ ইঞ্চি রাউন্ড ৫২ ইঞ্চি ১৫ গ্যালন ২০০ টাকা
উচ্চতা ২০ ইঞ্চি রাউন্ড ৬০ ইঞ্চি ৩০ গ্যালন ২৮০ টাকা
উচ্চতা ২০ ইঞ্চি রাউন্ড ৭২ ইঞ্চি ৪০ গ্যালন ৩৫০ টাকা
তো দেরি না করে এখুনি অর্ডার করুন
আমরা ঢাকা সহো পুরো বাংলাদেশে হোমডেলিভারি দিয়ে থাকি
ঢাকাতে ডেলিভারি চার্জ ৬০ টাকা ঢাকার বাইরে ১৫০ টাকা যেটা বিকাশে অগ্রিম পে করতে হবে।
জিও ব্যাগ কিনতে কল করুন 01706941427