No video

মহাবিশ্বের বেশির ভাগ হাইড্রোজেন (H) ও হিলিয়াম (He) তৈরী হয়েছিল মাত্র ১৭ মিনিটে!!!

  Рет қаралды 6,463

The Genius

The Genius

Күн бұрын

মহাবিশ্বের জন্মের প্রথম এক সেকেন্ডের জীবন বৃত্তান্ত- • মহাবিশ্বের জন্মের প্রথ...
মহাবিশ্বের জন্ম বৃত্তান্ত- • মহাবিশ্বের জন্ম বৃত্তা...
Big-bang পরবর্তি এক সেকেন্ড পর শুরু হয়েছিলো lepton epoch বা লেপটন যুগ। হ্যাড্রন যুগের শেষের দিকে বেশির ভাগ হ্যাড্রন এবং এন্টি হ্যাড্রন কনা ধ্বংস হলে।জন্মের এক সেকেন্ড পর থেকে মহাবিশ্বে আধিপত্য বিস্তার করে লেপটন কনা।
মহাবিশ্বের সম্প্রসারোণের ফলে তাপমাত্রা কমতে থাকায় নতুন করে হ্যাড্রন কনা তৈরী হতে পারেনা। তবে এই তাপমাত্রায় হালকা লেপটন কনা তথা ইলেকট্রন, নিউট্রিনো এবং অন্যান্য হালকা কনার জোর উৎপন্ন হয়।
স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী ইলেকট্রন এবং ইলেকট্রন নিউট্রিনো, মিওন এবং মিওন নিউট্রিনো, টাও এবং টাও নিউট্রিনো, এই ছয়টি লেপটন তিনটি পর্যায়ে সাজানো। যেখানে ইলেকট্রোন; মিওন, এবং টাও ইলেকট্রিক চার্জ এবং ভরযুক্ত। অন্যদিকে নিউট্রিনোস গুলো ইলেকট্রিক্যালি নিরপেক্ষ এবং স্বল্প ভর যুক্ত।
লেপ্টন যুগের শেষের দিকে বেশির ভাগ লেপটন এবং এন্টি লেপটন কনা সংঘর্ষের ফলে ধ্বংস হতে হলেও সামান্য কিছু লেপটন কনা অবশিষ্ট থেকে যায় যা বর্তমান মহাবিশ্বে বিদ্যমান।
এই সমস্ত ম্যাটার এবং এন্টি ম্যাটারের পারস্পরিক সংঘর্ষের মাধ্যমে বিনাশের ফলে মহাবিশ্বে তৈরী হয়েছিলো উচ্চ-শক্তি সম্পন্ন গামা ফোটন কনা। যা পরবর্তী প্রায় ৩,৭০,০০০ বছর ধরে মহাবিশ্বে আধিপত্য বিস্তার করে।
লেপটন যুগের যখন অবসান ঘটে আমাদের এই মহাবিশ্বের বয়স তখন ১০ সেকেন্ড। আর তাপমাত্রা ছিলো প্রায় এক বিলিয়ন ডিগ্রি কেলভিন।
মহাবিস্ফোরন পরবর্তি দশ সেকেন্ড থেকে মহাবিশ্বে শুরু হয় photon epoch বা ফোটন যুগ। এ যুগে মহাবিশ্বে ফোটনের আধিপত্য এতটাই বেশি ছিলো যে, ধারনা করা হয় প্রতিটি নিউক্লিওনের জন্য প্রায় এক বিলিয়ন পরিমান ফোটন কনা বিদ্যমান ছিলো।
এ যুগের শুরুতে মহাবিশ্ব ছিলো সম্পূর্ণরূপে ফোটন প্রোটন নিউট্রন ইলেকট্রন এবং নিউট্রিনো এর উষ্ণ তরল প্লাজমা দ্বারা পূর্ণ।
মহাবিস্ফোরন পরবর্তী ৩ থেকে ২০ মিনিট পর্যন্ত সময় কালে মহাবিশ্বে ঘটে অন্যতমো গুরুত্বপূর্ণ ঘটনা।
ফোটন যুগের শুরুতে মহাবিশ্বের তাপমাত্রা বেশি থাকায় এটোমিক নিউক্লিয়াস গঠন করা ছিলো অসম্ভব। তবে কয়েক মিনিটের মধ্যেই মহাবিশ্বের তাপমাত্রা কমে আসে।
মহাবিস্ফোরনের ৩ মিনিটের মধ্যেই মহাবিশ্ব তাপমাত্রা এমন পর্যায়ে নেমে আসে যা ছিলো এটোমিক নিউক্লিয়াস গঠনের জন্য উপযুক্ত। এসময় প্রোটোন যা মূলত হাইড্রোজেন নিউক্লিয়াস, নিউট্রনের সাথে সংযুক্ত হয়।
মহাবিশ্ব প্রবেশ করে Nucleosynthesis epoch বা নিউক্লিও সংশ্লেষন যুগে। নিউক্লিও সংশ্লেষন হলো নতুন পরমানু নিউক্লিয়াস তৈরীর একটি প্রক্রিয়া। প্রোটোন ও নিউট্রন ফিউশন বিক্রিয়ার মাধ্যমে মিলিয়ে হয়ে তৈরি করতে থাকে নতুন পরমানু নিউক্লিয়াস। এসময় প্রোটোন ও নিউট্রন মিলে তৈরী করে একটি প্রোটোন এবং একটি নিউট্রন দ্বারা গঠিতো হাইড্রোজেনের স্বাভাবিক আইসোটোপ H-1 বা ভারী আইসোটোপের হাইড্রোজেন নিউক্লিয়াস ডিউটেরিয়াম। একটি নিউট্রন ও দুটি প্রোটোন দ্বারা গঠিতো হিলিয়াম আইসোটোপ He-3 এবং দুটি নিউট্রন ও দুটি প্রোটোন দ্বারা গঠিতো He-4। তিনটি নিউট্রন ও তিনটি প্রোটোন দ্বারা গঠিতো লিথিয়াম আইসোটোপ Li-6 এবং চারটি নিউট্রন ও তিনটি প্রোটোন দ্বারা গঠিতো Li-7।
এছাড়াও কিছু অস্থির বা তেজস্ক্রিয় আইসোটোপ ও তৈরী হয়েছিলো এই সময়। যার মধ্যে ছিলো একটি প্রোটোন ও দুইটি নিউট্রন দ্বারা গঠিতো হাইড্রোজেন থ্রি বা ট্রিটিয়াম আইসোটোপ। তিনটি নিউট্রন ও চারটি প্রোটোন দ্বারা গঠিতো বেরিলিয়াম আইসোটোপ বেরিলিয়াম সেভেন। এবং চারটি নিউট্রন ও চারটি প্রোটোন দ্বারা গঠিতো বেরিলিয়াম এইট আইসোটোপ।
মহাবিশ্বের তাপমাত্রা শূন্য দশোমিক শূন্য তিন মেগা ইলেকট্রন ভোল্ট এর নিচে নেমে গেলে মহাবিস্ফোরন পরবর্তি বিশ মিনিটে নিউক্লিও সিনথেসিস প্রক্রিয়া অথাৎ নিউক্লিও ফিউশন বন্ধ হয়ে যায়। যদিও পরবর্তি সময়ে এই ফিউশন আবার শুরু হবে তবে তা সমগ্র মহাবিশ্বে নয়। কেবল নক্ষত্রের কেন্দ্রে।
নিউক্লিও ফিউশন মাত্র সতেরো মিনিট স্থায়ী হলেও মহাবিশ্বের বেশির ভাগ হাইড্রোজেন ও হিলিয়াম নিউক্লিয়াস এই সময়ের শেষের দিকেই তৈরী হয়েছিলো। আমরা এভাবেও বলতে পারি পর্যায় সারোনীর প্রথম দিকের মৌলগুলো তথা হাইড্রোজেন হিলিয়াম ও লিথিয়ামের মতো মৌল ফিউশন বিক্রিয়ার মাধ্যমে মহাবিস্ফোরন পরবর্তী তিন থেকে বিশ এই সতেরো মিনিটের মধ্যেই তৈরি হয়।
নিউক্লিও ফিউশন পরবর্তী মহাবিশ্বে চলছে বিকিরনের আধিপত্য। এ সময় মহাবিশ্বের এনার্জি ডেনসিটি বা শক্তির ঘনত্বের অধিকাংশই ছিলো ফোটনের আকারে। বিগ ব্যাং পরবর্তী বিশ মিনিট থেকে প্রায় সত্তুর হাজার বছর পর্যন্ত সময় কালে মহাবিশ্বে বিকিরনের শক্তি ঘনত্ব পদার্থের শক্তি ঘনত্বের চেয়ে বেশি ছিলো।
তবে, মহাবিশ্ব প্রসারিতো হওয়ার সাথে সাথে ফোটন এবং পদার্থের ঘনত্ব হ্রাস পায়। মহাবিশ্বের সম্প্রসারোণের ফলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায় আর এর ফলে শক্তি কমতে থাকে। তবে পদার্থের ক্ষেত্রে তা ঘটেনা। এসময় মহাবিশ্বের আকার এতটাই বড়ো হয়ে গিয়েছিলো যে বিকিরনের ঘনত্ব কমতে কমতে পদার্থের ঘনত্বের নীচে নেমে আসে। যার ফলে মহাবিস্ফোরন পরবর্তি প্রায় সত্তুর হাজার বছর সময়কাল থেকে মহাবিশ্বে বিকিরণের আধিপত্যের পরিবর্তে পদার্থের আধিপত্য শুরু হয়। অথাৎ মহাবিশ্বে "বস্তু আধিপত্য" যুগের সূচনা হয়। যা চলবে পরবর্তি কয়েক বিলিয়ন বছর ধরে।
‪@MohakashTv‬ ‪@BigganPiC‬ ‪@bigganchintajoy‬ ‪@OnnoRokomBigganBaksho‬ ‪@KiKenoKivabe‬ ‪@mayajaalbangla‬

Пікірлер: 11
@MimJaal
@MimJaal 5 ай бұрын
ভিডিওটি খুবই ভালো হয়েছে।।❤❤❤❤❤
@TheGenius.1
@TheGenius.1 5 ай бұрын
ধন্যবাদ। পাশে থাকবেন ❤❤❤
@SujonMardi-f12
@SujonMardi-f12 2 ай бұрын
Wonderful Amazing video well done.
@EMONSardar-st4yo
@EMONSardar-st4yo 5 ай бұрын
Apnar talent ase khub druto e shofolota paben.asa kori valo kono university theke porasona korcen.amr nijer o amon video bananor issa ase.From du
@anowarhossain12
@anowarhossain12 5 ай бұрын
এগোলার কি প্রমান আচে
@asifalim8636
@asifalim8636 5 ай бұрын
👍👍👍
@gulgarahmed7674
@gulgarahmed7674 5 ай бұрын
কখনো সৃষ্টির সঙ্গা বহির্ভূত আল্যা কাহিনী জুড়ে দিয়ে নিজের অজ্ঞতা জাহির না করে ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ।।
@khaliqurrahman9760
@khaliqurrahman9760 3 ай бұрын
Bolod
@NazmulHaque55
@NazmulHaque55 3 ай бұрын
বিরক্তিকর কেকো শব্দের জন্য ভিডিওটা আর দেখা হলো না।
@bonggojbihonggo991
@bonggojbihonggo991 5 ай бұрын
👌👌 🇧🇩
@DebasishChatterjee-fg2hg
@DebasishChatterjee-fg2hg 3 ай бұрын
এই মহাবিশ্বে মোটামুটি কি কি ধরনের গ্যাস থাকতে পারে ?
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 56 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 50 МЛН
what will you choose? #tiktok
00:14
Анастасия Тарасова
Рет қаралды 6 МЛН
ALL Nuclear Physics Explained SIMPLY
12:28
Arvin Ash
Рет қаралды 138 М.
How Physicists Created a Holographic Wormhole in a Quantum Computer
17:05
Quanta Magazine
Рет қаралды 2,3 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 56 МЛН