খুবই সুন্দর আলোচনা বার বার শুনতে ইচ্ছে করে অসংখ্য প্রনাম জানাই আপনাকে
@TheUttamkumarbagchi Жыл бұрын
প্রণাম স্যার । আপনার গঠণমুলক ও সহজ আলোচনা সনাতন ধর্মীদের মন -মন্দিরে স্পর্শ করুক এই প্রত্যাশা!
@justaseeker2850 Жыл бұрын
আমি সাত মাসের গর্ভবতী, আপনার সমস্ত ভিডিও খুব মনোযোগ দিয়ে শুনি, আর আশা করি নিজের সন্তানকে ছোট বয়স থেকেই খুব ভালো করে সংস্কৃত ভাষা শেখাবো এবং সেও বড় হয়ে আপনার মতই ভারতীয় শাস্ত্রে পারদর্শী হয়ে উঠবে। গুরুদেব আপনি এটাই আশীর্বাদ করুন। 🙏🕉️🙏
@Ujjwal4452 ай бұрын
Apnake dhanyabad
@deepsikharkobitaogolpo Жыл бұрын
আপনি যে বিষয়কে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এবং appreciation পাচ্ছেন সেটাই বড় কথা। সস্তা বিনোদন দিয়ে যখন মানুষ মিলিয়ন মিলিয়ন views এবং silver play button পাচ্ছেন তখন আপনার মত বিষয়বস্তু সম্বলিত channel যে এই অল্প সময়ের মধ্যে এই জায়গা অর্জন করতে পেরেছে তাতে আমরা আশাবাদী। আপনি ভালো থাকবেন স্যার । 🙏
@sumitravlog3722 Жыл бұрын
প্রনাম স্যার ঈশ্বর আপনাকে দীর্ঘায়ু করুন সুস্থো রাখুন।
@Sanghamitra97Ай бұрын
অসাধারণ অনুভূতি ! এই প্রশ্ন গুলির উত্তর বহুদিন ধরে খুঁজছিলাম 🙏🙏 প্রণাম আপনার শ্রী চরণে 🙏🙏
@youhan5y Жыл бұрын
প্রণাম নিবেন স্যার,,আমার বয়স ২২ বছর। ধর্ম, ঐতিহ্য খুব ভালো লাগে আমার,, আপনার কথা গুলো খুব ভালো লাগে স্যার। আপনার সব গুলো ভিডিও দেখি।। ভগবান আপনাকে ভালো রাখুন। বাংলাদেশ থেকে
@anjalidattagupta8012 Жыл бұрын
স্যার,আপনি সুস্থ্য থাকুন।আর এই ভাবেই আমরা ঋদ্ধ হই।প্রণাম নেবেন।
@GRAMERLOK Жыл бұрын
প্রণাম নেবেন স্যার। আপনি আগামী প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ রেখে চলেছেন। স্যার আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন স্বাভাবিক ভাবেই তার দর্শক /শ্রোতা কম হবে ।সেটা আপনার মত গুণী নিশ্চয়ই জানেন। কিন্ত আপনার এই জ্ঞান (ভিডিও) অমর ।
@jayantimondal5587 Жыл бұрын
স্যার প্রণাম নেবেন স্যার সৌভাগ্য আপনার নয় সৌভাগ্য আমাদের মতন লোকেদের আমি তো আপনার ভিডিও প্রতিদিন দেখি এই যে দেখছি আপনার মতন গুনি ব্যক্তির একটা ভিডিও এটা তো মনে করি আমাদের এই সৌভাগ্য আর খুব ভালো লাগে আপনি আমাদের মতন অধমের কথা মাথায় রেখে প্রতিদিন ভিডিও দেন খুব উপকার হয় আমাদের❤❤ হরে কৃষ্ণ আমি আমার কৃষ্ণ কে খুব ভালোবাসি
@jayantimondal5587 Жыл бұрын
সরি একদিন গীতায় থেকে বলুন না খাওয়ার নিয়ম কি আছে কি নেই যারা প্রচন্ড খেতে ভালোবাসে মাংস তারা একটু রেগে যাবেন কিন্তু স্যার আমাদের জন্য একটু ভিডিও করুন আপনার ভিডিও আমি সব সময় দেখি আপনার সব কথাই আমার ভালো লাগে খুব
@23DEBLINADAS Жыл бұрын
সত্যিই আপনি জ্ঞানের ভাণ্ডার।🙏🏼 যত শুনি তত সমৃদ্ধ হয়। আমার প্রণাম নেবেন।🙏🏼
@ratanduttagupta50354 ай бұрын
কঠিন বিষয় গুলোকে এত সহজ করে পরিবেশন করার ক্ষমতা আমায় মুগ্ধ করেছে, আমি আপনার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি।
@nirmaldutta9339 Жыл бұрын
কি ভালো লাগে আপনার মুখ নিঃসৃত কথা ❤️❤️❤️ মন্ত্র মুগ্ধ হয়ে শুনি সময় পেলেই 💐💐🙏🌹🌹❤️❤️
@amalendumukherjee5614 Жыл бұрын
আমি গত ৩০ বছর ধরে আপনার লেখা পড়ছি। এখন আপনাকে দেখতে পেয়ে খুব ভাল লাগছে।
@taposhipalit2104 Жыл бұрын
প্রণাম নেবেন🙏।আমি সামান্য একজন মহিলা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলাম। আপনার সহজভাবে কঠিন বিষয়কে ব্যাখ্যা করাকে আমার কাছে খুবই মনোগ্রাহী। আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি। ভালো থাকবেন স্যার।❤
@hirakkar-z5c2 ай бұрын
Apnar video lecture gulo khub valo hay .roj suni . Pronam janai
@sayantanbanerjee4602 Жыл бұрын
স্যার আপনাকে এই channel শুরু করার জন্য কীভাবে ধন্যবাদ দেব জানিনা। এই channel যেন চলতেই থাকে, কখনও বন্ধ নাহয়, এই কামনা করি 🙏
আমাদের এই অমূল্য শাস্ত্র গুলো আপনার মাধ্যমে জানতে পেরে ধন্য।
@arunasarkar6383 Жыл бұрын
আপনার বিভিন্ন রকমের ভিডিও অতি সাধারণ মানুষ কে ও সমৃধ করেছে ! অশেষ ধন্যবাদ , নমস্কার !! 💖🙏🙏🙏
@রাইবিনোদিনী১ Жыл бұрын
নমস্কার 🙏 আপনার সমস্ত আলোচনাই আমার খুব প্রিয় ।আজ আহার সমন্ধে আপনি যে কথা বললেন, সে সব শুনে আমার মন কিছু বলল , যদিও আমি ভুল করলে আমাকে ক্ষমা করবেন। আমার বোধ হয়,একজন ভক্ত ভগবানকে আহার করেন । কেনোনা তহার চোখে তহার দেবতা সর্বসূন্দর , তাই তিনি চান তহার দেবমূর্তিও যেন সুগঠিত সর্বসূন্দর হন । যদিও ব্রহ্ম সত্য ,সত্যই সূন্দর। তবুও ভক্ত শারীরিক সৌন্দর্যকে প্রাধান্য দেন কারণ তিনি তহার চক্ষুইন্দ্রিয় দিয়ে আহার করছেন। উদাহরণস্বরূপ দেবী কালী, তার আদি রুপ বর্ণনা অনুযায়ী।যা আপনার কাছে শুনেছি ,দেবী শুষ্ক শরীরা ,লহিত জিহ্বা, সদা লক লক করছে ,রক্ত নয়না ,ভয়ঙ্করি রুপা। কিন্তু আজ আর দেবী ভয়ঙ্করি নেই, তাহার শরীর উন্নত, তাহার জিহ্বা লক লক করে না,তাহার নয়ন রক্ত বর্ণ নেই। তিনি এখন সূর্দশনা।
@BithiGanguly76o.-_ Жыл бұрын
অপূর্ব সুন্দর বলেন আপনি স্যার। মন্ত্রমুগ্ধের মতো শুনি। 🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
@ratnam.755 Жыл бұрын
আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।আপনার কথা গুলো আমি একবার নয়, বারবার শুনি মনে রাখার জন্য। এগুলো নোট করে রাখার মতো।আপনি যে জ্ঞান দান করে চলেছেন তাতে আমার তো মনে হয় সকলের অজ্ঞানের আবরণ কেটে যাচ্ছে, বিশেষ করে আমার। 🙏
@asifiqbal9003 Жыл бұрын
আপনার বক্তব্যগুলি ও জ্ঞানগর্ভ আলোচনাগুলি আমাকে বারবার সমৃদ্ধ করেছে।আপনাকে ঈশ্বর দীর্ঘায়ূ প্রদান করুন।
@manishanath113811 ай бұрын
অপূর্ব !! মুগ্ধ হয়ে শুনলাম।
@ratanduttagupta50354 ай бұрын
অসাধারণ, এর থেকে সহজ ব্যাখ্যা হতে পারে বলে ভাবাই যায় না।
@souvicknaskar8799 Жыл бұрын
ভালো লাগলো,জগৎ গুরু শঙ্করাচার্য এর আহারের কথা শুনে। জয় শ্রী রাম।❤❤❤❤🎉
আপনার মুখ থেকে শোনা প্রতিটি কথা প্রতিটি পরামর্শ আমাদের কাছে অতি মূল্যবান উপহার । আপনি ভাল থাকুন ।প্রণাম ।
@tapasdhali69769 ай бұрын
আমি কিছু দিন যাবত আপনার ধর্মীয় আলোচনা শুনছি। শুনতে ভালোই লাগছে। জানান আগ্রহ ক্রমশ বাড়ছে..
@shuklapaul42 Жыл бұрын
আমি ব্যক্তিগত ভাবে আপনার লেখা র ভক্ত।। এখানে আপনার উপস্থাপনা বিভিন্ন প্রসঙ্গে আমার জ্ঞান সুধা বাড়াতে সাহায্য করে। আপনি খুব সুস্থ ও ভালো থাকুন আর্্।আরো
@TANMOYMANNA-df1pw Жыл бұрын
স্যার,অসাধারণ গলার আওয়াজ, ধারাভাষ্য, উপস্থাপনা। একটা অনুরোধ *মহাভারতের ছয় প্রবীণ এঁদের নিয়ে যদি কোনো বক্তব্য রাখেন* ❤❤❤❤❤
@kalyanisadhukhanlaha3 ай бұрын
সত্ত্ব ও রজ গুণের নতুন ব্যাখ্যা শুনে ধন্য হলাম। তম গুণ সম্পর্কে কিছু বললেন না। এটা জানার আগ্রহ রয়েছে। আর একটা ব্যাপার -অনেকে বলেন, মসুর ডাল আমিষ। এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানার ইচ্ছা রইলো। প্রণাম নেবেন।
@ashiskundu1148 Жыл бұрын
প্রণাম গুরুদেব .....জীবনের মূল্যবান সময়ই অন্ধকার এর মধ্যে দিয়ে গিয়েছি কিন্তু আলো খুব কম জনের কাছে পেয়েছি....আপনার মতো মানুষের শিক্ষা মন্ত্রী হওয়া উচিত...কিন্তু বাংলা র দুর্ভাগ্য
@rekhamukherjee8281 Жыл бұрын
প্রনাম নেবেন।আপনার প্রায় সব আলোচনা শুনিখুব ভাললাগে।ঠাকুর আপনার মঙ্গল করুন।
@santoshsarkar65699 ай бұрын
এ কথা সত্যি যে ব্রাহ্মণ এখন বিরল যারা আছে তারা তথা কথিত ব্রাহ্মন - আর যা বলেছেন সবই ঠিক প্রনাম জানাই-
@anjalibhattacherjee24389 ай бұрын
আপনার আলোচনা সব সময়ই সমৃদ্ধ করে। প্রনাম নেবেন স্যার। 🙏
@ashimsadhukha557711 ай бұрын
অপূর্ব আলোচনা, আহার শব্দের ব্যাখ্যা শুনে আমার পঞ্চ ইন্দ্রিয়ে শিহরণ খেলে গেল। আমার সশ্রদ্ধ নমস্কার নেবেন।
@himadrisarker3706 Жыл бұрын
প্রনাম । ভগবান আপনাকে দীর্ঘায়ু করুন ও ভাল রাখুন।
@sojibbiswas7719 Жыл бұрын
ছোট বেলায় দাদুর মুখের এমন শুনতাম। আপনারা মতো দেখতে আমার দাদু💝 সামনে বসে আপনার মুখে সত্য শুনার বড়ো ইচ্ছে আমরা 💝
@kajalrakshit587911 ай бұрын
এতো সুন্দর করে বিস্তারিত ভাবে আপনি বোঝান যে, অতি কঠিন ব্যাপারগুলোও আমি খুব সহজে বুঝি! প্রণাম গ্রহণ করবেন স্যার! 🙏❤️❤️
@kishalaymukherjee9657 Жыл бұрын
Apnake onek onek obhinondon janalam👍👍
@barendraray869610 ай бұрын
We are enlightened.
@dastipu19865 күн бұрын
You are a gift for us.❤❤❤
@alokdas855811 ай бұрын
কি বলে প্রশংসা জনাব তার ভাষা আমার জানা নাই। আপনার জ্ঞান আহরণ করে বড় আনন্দ পেলাম। আপনার কাছ থেকে আরো অনেক কিছু শোনার অপেক্ষায় রইলাম। আপনার প্রতি আমার শত কোটি প্রণাম রইলো।
@usharanimishra503910 ай бұрын
We always wait for your invaluable videos.They are feast for our ears and minds 🙏
@sudipbanerjee3055 Жыл бұрын
Sir...apnar uddog ...osadharon..please keep it up.
@shyamalipaul584610 ай бұрын
খুব ভালো বলেন আপনি বুঝতে চেষ্টা করি অগাধ শ্রদ্ধা জ্ঞাপন করছি
Aami regular suni..khub valo lage. Kato notun bisay jante parchhi. Khub informative n researched. Thank you, Sir.🙏
@archanachakraborty311120 күн бұрын
কত কিছু যে জানতে পারলাম। আমার বেদ বেদান্তে ঋষিরা কী বলেছেন এই বিষয়ে জানার খুব আগ্রহ। আপনার আলোচনা শুনে খুবই সমৃদ্ধ হই। প্রণাম নেবেন ।
@shuklapaul42 Жыл бұрын
আরো বেশি করে আপনার বিভিন্ন ধরনের উপস্থাপনা চাই।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mithunnetcoden2375 Жыл бұрын
আমাদের মত তরুনদের জন্য, আপনি দারুন ভূমিকা রাখতে চলেছেন।
@bobbychakraborty1682 Жыл бұрын
আপনার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, খুব মনোগ্রাহী তথ্য সমৃদ্ধ ও ঐতিহ্য পূর্ণ আলোচনা, আপনি সুস্থ থাকুন আমাদের আর ও অনেক বিষয় জানতে সাহায্য করবেন এই প্রার্থনা করি,
@binabhattacharjee2442 Жыл бұрын
আমার আপনার কথা শুনতে খুব ভালো লাগে। সময় পেলেই শুনি। আমার প্রনাম থাকলো। 🙏🙏🙏🙏
@anjalisunil2667 Жыл бұрын
Khub valo laglo Pranam naben
@argharaha2097 Жыл бұрын
অপূর্ব বিশ্লেষণ। অপূর্ব কন্ঠস্বর। প্রণাম নেবেন।
@tapaschakraborty6240 Жыл бұрын
প্রণাম 🙏। এরকম একটা আলোচনার দরকার ছিলো। অসাধারণ।
@debalmazumdar Жыл бұрын
Darun sir....osadharhon....
@krishnamanna507311 ай бұрын
প্রণাম স্যার।আপনার প্রত্যেকটি বক্তব্য পরিপূর্ণ ও যুক্তিযুক্ত।আমি আপনার জ্ঞান ও স্পষ্ট বক্তব্য শুনতে শুনতে কবে থেকে এবং কিভাবে যে আপনার একজন ভক্ত হয়েগেছি জানিনা তবে প্রতিদিন আপনার জ্ঞানের represention উপভোগ ও জ্ঞান লাভ না করতে পারলে মনে হয় কতটা পিছিয়ে পড়ছি।আমি পেশায় একজন advocate।সময় ও সুযোগ করে উঠতে না পারার জন্য বই বা শাস্ত্র পড়ার মতো সৌভাগ্য আমার হয় না।কিন্তু মুঠোফোনে সময় সুযোগ পেলেই অন্য কিছু না দেখে সারাদিন অপেক্ষা করি আপনার vdo কখন দেখব।ধন্যবাদ স্যার অশেষ অশেষ ধন্যবাদ।
I'm a Muslim but I like your every video to learn , I've every respect your topic, from Gazipur, Bangladesh
@ujjwaldas6452 Жыл бұрын
স্যার আপনার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে।
@srihori9799 Жыл бұрын
অনেক অনেক সুন্দর আলোচনা ।
@siddharthaghosh283 Жыл бұрын
এই ক্রান্তিকালে আপনার বাচিক পরিবেশনে আমরা যে কী পরিমাণ রিদ্ধ হচ্ছি তা বলার অপেক্ষা রাখে না। আপনার এই জ্ঞানের পরিষেবাকে কুর্নিশ জানাই। প্রণাম নেবেন স্যার।
@arupchakrabarty73099 ай бұрын
Sir, you are a wise man. Pranam.
@subirsarangi6000 Жыл бұрын
Khub sundor bolechhen apni
@ahijitghosh2306 Жыл бұрын
স্যার, মনু ও মন্বন্তর, তার সময়কাল, এই নিয়ে একটা এপিসোড করুন। অনুরোধ রইল।
@sumitasaha5861 Жыл бұрын
Ami apnar video te anek jinesh sikhte parche… aami apnake anek anek Pranam Janai.. 🙏🙏🙏🙏
@aparnasaha5472 Жыл бұрын
Pranam sir.khub khub bhalo lage apner katha,anaik jante pari
12:14 আপনার আলোচনা গুলি খুবই মনোগ্ৰাহি। মহর্ষি বাল্মীকির লেখা রামায়ন মহাকাব্যটি নিয়ে আলোচনা করেন।
@laxmichatterjee46110 ай бұрын
প্রণাম স্যার ব্রাহ্মণ বলে আমার খুব ভাল লাগছে ব্রাহ্মণ ছাড়াও যাদের ভাল লাগছে তাদের ধন্যবাদ এটাও একটা জানার বিষয় আমাদের এত জানা সম্ভব না আপনাকে ধন্যবাদ আরও চাই আমার দারুণ লাগে
@sulatamajumder876311 ай бұрын
অসাধারণ উপস্থাপনা 🙏 স্যার এর চরণে প্রণাম কোথাও যেনো ভগবান বুদ্ধের মজঝিম পন্থা মনে পড়ে গেলো আমার প্রণাম গ্রহণ করবেন স্যার 🙏
@goutamchatterjee4738 Жыл бұрын
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
@soumyabhattacharya167911 ай бұрын
আমি আপনার বাচনভঙ্গীর একজন গুণগ্রাহী। দূর থেকেই প্রণাম জানাই❤। আপনার সুস্বাস্থ্য কামনা করি।🙏
@anabilchakraborty662611 ай бұрын
প্রণাম নেবেন স্যার।
@monika78165 Жыл бұрын
Apnar lekhao pori, r ei session gulo follow kori.
@jeweldas4095 Жыл бұрын
আপনার আলোচনা শুনলে নিজেকে একজন সনাতন ধর্মের অনুসারী হিসেবে গর্ববোধ হয়। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ও শ্রেষ্ঠ ব্যক্তি ও মহাপুরুষদের সৃষ্ট ধর্ম হল একমাত্র সনাতন।
@tkr114512 күн бұрын
Quantitatively you are lagging much behind but quality wise you are MUCH above, Sir! Humble 🙏 Regards
@SubhenduMandal-vb4ru3 ай бұрын
আপনার চরণে আমার প্রণাম। আপনার আলোচনা আলোর মতো সবকিছুকেই পরিষ্কার করে দেয় কিন্তু তাও যেনো উষ্ণতা নেই । তবু কেও কেও পেঁচার মতো চোখ না খুলে আপনাকে দোষ দেয় । আসল কথা কারো দোষ থাকলে সে সেই দোষ অন্যকে আরোপিত করে । ভালো থাকুন । জয় গুরু ।
@ranjankundu7110 Жыл бұрын
শুধু আহার নয়, কোনও আচরণেরই সীমা লঙ্ঘন করা উচিত নয় । 'সর্ব্বমত্যন্ত গর্হিতম্।'
@thorapyarthoramuskan5338 Жыл бұрын
❤অজস্র প্রণাম জানাই স্যার।❤
@subirsarangi6000 Жыл бұрын
Apurbo bisleson
@UEESohamSengupta Жыл бұрын
Amar mon somriddho apnar kotha shune. Eto sohoj kore kothin bhasha bojhanor jonno. Apni sustho thakun, valo thakun