Рет қаралды 6,632
"মানব মুক্তির দর্শন"
ইউটিউব চ্যানেলের পক্ষ্য থেকে আপনাদের প্রতি রইল সহস্রাধিক ভক্তি,সালাম।
প্রতিটি মানবের উচিত মুক্তির পথ অন্বেষণ করা, শুধু তারাই মুক্তির পথ অন্বেষণ করে যারা বুঝতে পেরেছে যে আমি বন্দি অবস্থায় রয়েছি। সত্যিকারের মোহাম্মদি আদর্শ আজ মিথ্যার যাতাকলে নিষ্পেষিত।
মোহাম্মদি আদর্শ মানবতাবাদের কথা বলে, শান্তির কথা বলে, মানুষকে বাঁচতে শেখায়, ভোগ নয় উপভোগের শিক্ষা দেয়, মানুষকে সম্মান করতে শেখায়..........জীবনকে সার্থক এবং সুন্দর করে গড়ে তোলার জন্যই পৃথিবীতে এত নবী রসূল ওলী গাউস কুতুবদের আগমন, তারই ধারাবাহিকতায় ভারতীয় উপমহাদেশের একজন আলোকিত মহাপুরুষ
🫴সূফিকুল শিরোমনি শাহ সুফি সদর উদ্দিন আহমদ চিশতী। 🙏
তিনি প্রায় ১৪০০শত বছর পরে পবিত্র কুরআনুল কারীমের বঙ্গানুবাদ এবং তফসির করেন যাহা তিনটি খন্ডে (কোরান দর্শন) নামে বর্তমানে প্রকাশিত হয়েছে। এবং তিঁনার লেখনীতে ইহাই মুর্ত হইয়া উঠিয়াছে যে কোরানের বানী সার্বজনীন ও সর্বকালীন এবং ইহা মানুষের জীবন দর্শন।।।।।
এই চ্যানেলে সেই কালজয়ী মহাপুরুষ শাহ সূফী সদর উদ্দিন আহমদ চিশতীর,🙏🙏🙏🙏 একজন ভক্ত শাহ সূফী শামসুল হুদা চিশতী (মোমিন মাস্টার) সাহেব।
যাহার আলোচনা আপনারা এই চ্যানেলে ইতিমধ্যে শুনতে পাচ্ছেন।
বিষয় মানেই বিষ প্রতিটি বিষয়ের প্রতি মোহ বা আকর্ষণ কম বেশি তার গাঢ়ত প্রমাণ করে। বিষয়ের প্রতি আসক্তি যার যত বেশি সে তত বেশি জাহান্নামের গভীরে বাস করে। বিষয়ের প্রতি আসক্তিই বন্ধনী,এই বন্ধনী থকে মুক্তির পথ অন্বেষণ করা উচিত,। ইহা প্রস্ফুটিত করাই আমাদের লক্ষ্য।
সকলের হৃদয় হৌক সুন্দর।।।।। কারন কুল বুল মোমেনিনা আরশে আল্লাহ ।।
দয়াল বাবা শাহ্ সুফি সদর উদ্দিন আহমদ চিশ্ত্রী প্রায়ই বলিতেন “সারাটা কোরানই সালাত ও গুরুবাদে ভরপুর।" আল্লাহর স্বভাবে স্বভাববান ব্যক্তিসত্তা আল্লাহর গুণে গুণান্বিত ব্যক্তি তিনি নফসানী খাদ মুছিয়া ফেলিয়া ইন্দ্ৰিয় জয় করিয়া ইন্দ্রিয়জিৎ হইয়াছেন এবং মানবীয় স্বভাব আত্মিকভাবে অতিক্রম করিয়া অভিমানবে পরিণত হইয়াছেন; এমন মাবনীয় শারীরিক অবকাঠামোগত মানুষ যিনি God's hood ও God's head-এর সম্পূরক তিনিই গুরু তাঁহারাই দৃশ্যমান 'ছামাদ' সত্তায় মানব সমাজে বিচরণ করেন। তাঁহাদের মাধ্যমেই কেবলমাত্র সৃষ্টি রহস্য জ্ঞাত হওয়া পূর্বক মুক্তির ব্যবস্থাপত্র (Prescription) পাওয়া যায়। তাঁহারাই চরম ও পরম লা-শারিক আল্লাহর সন্ধানদাতা ও নূরে মুহাম্মদের পৃষ্ঠপোষক (Patroniser) আমার মুর্শেদ কেবলা আলোচনা প্রসঙ্গে আমাকে বলিলেন- "মাস্টার সাহেব, আমাদের Duty হইল 'আহাদ' হইতে ছুটাইয়া 'ছামাদ' বানাইয়া দেওয়া।
You can hear more....
• শামসুল হুদা চিশতী (মোম...