"আমি ভালো থাকতে চাই না!" | Sohini Sarkar | Arunava Khasnobis | Soul Connection Podcast - EP 48

  Рет қаралды 230,617

Sondesh. tv

Sondesh. tv

Күн бұрын

Пікірлер
@antararoy687
@antararoy687 5 ай бұрын
এত মন খুলে নিজেকে উজাড় করে সব কথা বলল... শ্রদ্ধা হাজার গুণ বেড়ে গেলো। এত স্পষ্ট ভাবে জীবন এর মানে বোঝালো!. সত্যি ওনাকে শ্রদ্ধা জানাই!!🙏
@urmisthasaha9052
@urmisthasaha9052 7 ай бұрын
প্রশ্নদাতার বেশির ভাগ প্রশ্নই পরিষ্কার মনে হয় নি..বরঞ্চ একটু বেশিই এলোমেলো লেগেছে....কিন্ত সোহিনীর বুদ্ধিমত্তা... সততা ....প্রশ্ন- উত্তর পর্ব টাকে অনবদ্য করে তুলেছে...দুর্দান্ত
@papiagupta1525
@papiagupta1525 8 ай бұрын
অপূর্ব ইন্টারভিউ। উনি প্রথম থেকেই ভীষণ প্রিয়, ওগো বন্ধু সুন্দরী র সময় থেকেই। এমন প্রাণের বিস্তার, মনের সতঃস্ফূর্ততা, আমাদেরকেই যেন প্রাণ দেয়!! এমনি থাকুন আপনি, এমনি সাদামাটা বাহ্যিক সৌন্দর্য নিয়েও চূড়ান্ত আত্মবিশ্বাসী হয়ে। আসল সৌন্দর্যের আভাস দিয়ে চমকিত করুন দর্শককে নানা চরিত্রে। 🙏
@shilpakastha2207
@shilpakastha2207 8 ай бұрын
গত দু দিন ধরে এই converstion শুনলাম. শুধু মাত্র শেষ হয়ে যাবে তোমাদের আলোচনা এই ভয়ে আমি pause করে করে শুনছিলাম. She is too intelligent!!
@shubhamghosh9651
@shubhamghosh9651 8 ай бұрын
খুব প্রকৃত কথা। আমরা সব মূর্খের স্বর্গে বাস করি। আমাদের জীবন ধারণ, মুখের ভাষা, পরিধান সব দিনের শেষে ভাঁওতা। যদি সত্যি জীবন যাপন করতে হয়, এক মুহুর্ত থমকে দাঁড়াতে হয় জীবনে। চারিপাশ দেখার জন্যে। নিজেকে বোঝার জন্যে।
@prithamodak005
@prithamodak005 8 ай бұрын
আমি এই ইন্টারভিউ দেখে এতো happy হলাম কি বলবো। জানি না সোহিনী দি তুমি এই reply টা দেবে কি না কিন্তু তুমি আমার ভীষণ পছন্দের ♥️
@Amit4073
@Amit4073 8 ай бұрын
😊❤
@piyaliganguly4032
@piyaliganguly4032 7 ай бұрын
​@@Amit4073😅😅😅😅😅😅😅 33:28
@piyaliganguly4032
@piyaliganguly4032 7 ай бұрын
33:36 33:37 33:37
@punimamandol3490
@punimamandol3490 7 күн бұрын
​@@piyaliganguly4032কি বোঝাতে চেয়েছেন? কিছু বুঝতে পারলাম না।
@moumitasengupta
@moumitasengupta 8 ай бұрын
দুর্দান্ত লাগলো। আজকের date এ এত genuine, honest conversation আর এত সুন্দর শব্দচয়ন 👏👏👏👏
@sarthak.chatterjee1
@sarthak.chatterjee1 8 ай бұрын
৩২ ছুঁই ছুঁই একজন 90s kid-এর সবকটা কথা ও ভাবনা এত সুন্দর ভাবে বলার জন্য thank you সোহিনীদি! ভালো থেকো! ❤ What a beautiful episode!
@biplabdasgupta
@biplabdasgupta 8 ай бұрын
This is the most candid and realistic talk in your podcast. Her perspective towards life is an astounding revelation.
@mondiraghoshgolpo
@mondiraghoshgolpo 8 ай бұрын
I just completed hearing the whole podcast. Sohini Sarkar's way of thinking has really impressed me. I never heard any of her interview or podcast before. I feel she just opened up exactly like what she is. There is no fallacy and fakeness inside her. Absolutely loved the whole conversation.🌸💫
@kalijakhtar6167
@kalijakhtar6167 8 ай бұрын
She is very intellectual and her way of talking is beautiful ❤❤❤
@Theatre.Artist
@Theatre.Artist 8 ай бұрын
Thank You So Much আমার প্ৰিয় অভিনেত্রীকে নিয়ে আসার জন্য।
@piyankimukherjee1838
@piyankimukherjee1838 8 ай бұрын
আমার ফুল টাইম দেখা দ্বিতীয় পডকাস্ট এটা।মৃণাল চক্রবর্তীকে শুনেছিলাম প্রথম। দ্বিতীয় শুনলাম সোহিনীকে। ঠিক কী বলব বুঝতে পারছি না অথচ অনেককিছু যেন বলতে ইচ্ছে করছে। সোহিনীর প্রতিটি শব্দের সাথে আমি যেন একদম নিজেকে পেয়ে গেলাম। ওঁর অভিনয়ই যেন আমার লেখা কবিতা।। আজ যেন আরও বেশি করে বুঝলাম যে oneness এ আমি বিশ্বাস করি, সেটি প্রমাণিত হল আবার। একই জেনারেশনের বলে হয়ত ওর চাউমিন খাওয়া আর আবৃত্তি করতে যাওয়া সব,সবটুকু মিলে গেল সোহিনীর প্রতি রইল আরও বেশি সম্মান আর ভালবাসা❤❤
@malayadhikary5578
@malayadhikary5578 8 ай бұрын
যারা মুখোশ নয় মুখ, যারা জীবন ও সমাজের প্রতি কৃতজ্ঞতা দেখায়, জীবন বোধ যাদের আতলন্ত সঙ্গে আপনার বুদ্ধিদৃপ্ত কথা বলা , অভিনেত্রী হিসেবে অনন্যা। বড়ো ভালো লাগলো আজকের কথপোকথন, ধন্যবাদ।
@saswatigangopadhyay1985
@saswatigangopadhyay1985 7 ай бұрын
ভালো ভালো কথা তো অনেক শুনি মন ভোলানোর জন্য --- মন ছুঁয়ে যাওয়া এমন আন্তরিক কথোপকথন এর জন্য দুজন কেই অনেক কৃতজ্ঞতা জানাই
@deepsikharkobitaogolpo
@deepsikharkobitaogolpo 8 ай бұрын
এত honest conversation খুব কম হয়! উপভোগ করলাম আগাগোড়া ❤❤
@rimpanaskar9876
@rimpanaskar9876 8 ай бұрын
তোমার চিন্তা , ভাবনা , মনন..... সব টাই ভীষণ মাটির কাছের। নিজের negative দিক গুলো ও বড় সুন্দর ভাবে accept করে নাও তুমি...ভীষণ ভালো লাগলো❤❤❤
@ImPanchali
@ImPanchali 5 ай бұрын
খুব পরিস্কার চিন্তা ভাবনার প্রতিফলন পেলাম সোহিনী র কথায়। ঋতুপর্ণ ঘোষকে মিস করলাম, তিনি থাকলে তার প্রশ্ন এবং সোহিনীর উত্তর নিয়ে অত্যন্ত উপভোগ্য একটা interview দেখতে পেতাম। মনে হলো উপস্থাপকের উপস্থাপনার দক্ষতা অনেক বাড়াতে হবে।
@nilanjanroy6620
@nilanjanroy6620 8 ай бұрын
অভিনেত্রীর অভিনয়বিহীন সহজ ও সরল কথাগুলোর জন্য খুব ভালো লাগলো।। এটাই আমার প্রথম পুরো এপিসোড শোনা আপনার চ্যানেলের।। সন্দেশ T.V এর জন্য ও অনেক ভালোবাসা।।
@roopkathadasgupta3662
@roopkathadasgupta3662 8 ай бұрын
Unapologetic, compassionate, soft, truthful yet beautiful. An amazing person and a wonderful podcast, as usual.
@pulakdasgupta548
@pulakdasgupta548 8 ай бұрын
Standing in different contexts of life, we face many kinds of questions, which life brings before us. But I have to admit that if I had not seen this interview of such a talented artist (Sohini Sarkar), then I would not have been able to understand the answer to that small question so easily.
@koushiksinha5543
@koushiksinha5543 8 ай бұрын
Honestly I started watching this episode with less than usual attention and expectation (classic case of unconscious bias😊) … had given multiple pauses throughout the day and now when I could finally reach the end, I think every pause worth it … these pauses made me put due attention to the conversation and as an audience I feel like I am having a resonance. The points that touched me most are - 1) the inner training of an artist or for that matter the inner growth and journey that anyone goes through while excelling in their own field and most of the time it cannot be explained in words 2) the perspective that we actually don’t know how to comprehend and respond in this age of information flood 3) the example of a school teacher in her different spheres of life are like multiple truths co-existing and we as society may get confused which one to respond to … like a paradox
@arpitabhattacharya9522
@arpitabhattacharya9522 6 ай бұрын
Same here
@TapashMukherjee-i8n
@TapashMukherjee-i8n 6 ай бұрын
এত সুন্দর এত বুদ্ধিদীপ্ত কথা অনেক দিন পর শুনলাম বা দেখলাম সোহিনী একজন অভিনেত্রী এত সাবলীল অভিনয় আমার খুব প্রিয় অভিনেত্রী কোন ভনিতা বা ন্যাকামি নেই। আপনি অনেক অনেক ভালো থাকুন।
@nripendranathghosh4410
@nripendranathghosh4410 7 ай бұрын
খুব ভালো লাগলো। নিজেকে নিজের সঙ্গে কথা বলে ও universe এর সম্বন্বে যা বললেন ও আসল বন্বুদের না ভুলে যাওয়া, ভালো সময় এলেও-এর জন্য ধন্যবাদ।অহং ভাব যতটা নিজেকে দমিয়ে রাখা। আপনি এরকষম ভাবেই থাকুন। আপনার ভবিষ্যৎ ভালো হবে।🙏
@debanjalihota4382
@debanjalihota4382 7 ай бұрын
The film she was referring to is a famous Kannada film 'Cheluvi', ( 1992) directed by the great Girish Karnad Sir. It is an amazing film.
@sbyoutube092
@sbyoutube092 8 ай бұрын
my favourite actress ❤ every characters she played always mezmerized me💗 God Bless Sohini 🙏
@soumyasadhukhan8323
@soumyasadhukhan8323 8 ай бұрын
মন ভরে গেল সাক্ষাৎকার দেখে। খুব ভালো লাগল এটা শুনে যে তুমি ট্রাফিকে দাঁড়িয়ে থাকা ভিখারি, শিক্ষক নিয়োগ, মন্ত্রীর বান্ধবী থেকে শুরু করে শিক্ষিকার বিকিনি পরা ছবি এবং শাড়ীর আঁচল নিয়ে এত স্পষ্ট সোজাসাপ্টা কথা বললে। সোহিনী সরকারের অভিনয় খুব ভালোলাগে মানুষ সোহিনীকে আরও অনেক বেশি ভালো লাগল। অরুণাভ দা অনেক ধন্যবাদ তোমায় আবারও।
@kabitaroy3372
@kabitaroy3372 5 ай бұрын
এত ছটফটে একটা মেয়ে কি সুন্দর এত বড় একটা interview দিলি। খুব ভাল থাকিস❤️❤️।
@suklamajumdar8837
@suklamajumdar8837 8 ай бұрын
সব অভিনেতা,অভিনেত্রীর চরিত্র চিত্রন দর্শকের মনেও তার নিজের মত করে থাকে...এই interview এ সোহিনীর অনেকাংশেই তা মিলে গেলো, শ্রদ্ধা বেড়ে গেলো । তার জন্য যিনি podcast টি বানিয়েছেন তাঁর কৃতিত্ব তো অনস্বীকার্য 😊, খুব ভালো লাগলো...
@sunandasen5119
@sunandasen5119 7 ай бұрын
সোহিনীর প্রতিটা কথা অত্যন্ত বিশ্বাসযোগ্য। এটা ঠিক, জীবন যেভাবে চলতে চায় তাকে সেভাবেই চলতে দেওয়া উচিত তবেই তা আপনা থেকে সমাধানের পথে হাঁটে।
@abose2276
@abose2276 8 ай бұрын
Apnar acting talent very bright, apni Sorbo Bharatio khetre chesta korun..dorshok opekhya korbe.Suvechcha roilo.
@alokacharjee6926
@alokacharjee6926 5 ай бұрын
অসাধারণ। আমার জীবনের প্রতি চিন্তা ভাবনা একইরকম। তাই এই আড্ডা তা সত্যি ভীষণ ভালো লাগল। তাছাড়া আপনার আড্ডা দেয়াটাও সব সময় দুর্দান্ত লাগে।
@SaradaGupta-nb5zk
@SaradaGupta-nb5zk 8 ай бұрын
খুবই ভালো লাগলো এই conversation টা.এতো স্পষ্টভাবে এতো সুন্দর কথাবার্তা ভীষণ ভালো লাগলো
@madhumitabhattacharyya7256
@madhumitabhattacharyya7256 8 ай бұрын
তুমি সুন্দরী হও বা না হও সত্যবতী তোমাকে ছাড়া ভাবাই যায় না অভিনয় টাই আসল ❤❤❤❤❤❤ তুমি আমার খুব প্রিয় অভিনেত্রী
@somnathdutta2118
@somnathdutta2118 8 ай бұрын
সোহিনী অনেক পরিণত। দারুন বলেছে প্রতিটা উত্তর।
@soumyasadhukhan8323
@soumyasadhukhan8323 8 ай бұрын
ভীষণ খুশি হলাম সোহিনী কে আনার জন্য। ❤❤❤
@dmukherjee134
@dmukherjee134 8 ай бұрын
It was such an enlightening conversation to hear. It was almost unbelievable to hear such a down to earth discussion about the futile and unending pursuit of happiness, power and success. Please do convey my regards to Sohini if you remember this comment Arunava. Keep it up!
@agnibhadas
@agnibhadas 8 ай бұрын
Thoroughly enjoyed the candid conversation. For me the highlight of this conversation was the discussion around pursuit of happiness.
@indrajit2paul07
@indrajit2paul07 8 ай бұрын
Sohini is real person I believe. Hope in future she will remain same way in this kalyug where people are forced to change everyday
@debjitbera
@debjitbera 8 ай бұрын
খুব genuine একটা সাক্ষাৎকার উপহার দেবার জন্যে ধন্যবাদ Soul Connection .......দুজনেরই এতটা খোলামেলাভাবে এবং in depth বিষয় নিয়ে আলোচনা , অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে । সোহিনী দেবীর সাথে আপনার আরও এমন সাক্ষাৎকার দেখার অপেক্ষা রইলো। ধন্যবাদ ।
@sandipansaha9520
@sandipansaha9520 3 ай бұрын
Sohini Choke jol chole elo. Tumi khub practical straight cut and clear on your thoughts and work
@milichakraborty2250
@milichakraborty2250 8 ай бұрын
ভালো লাগলো ইন্টারভিউ,,, বেশ সাধারণভাবে খোলামেলা আলোচনা ❤
@tanusreechowdhury389
@tanusreechowdhury389 5 ай бұрын
darun laglo Sohini r kotha gulo...I can relate with her statements. she did not sound like she is making any fake statement. she is genuine.
@bsuchi
@bsuchi 8 ай бұрын
Khub bhalo laglo, very direct and the conversation is straight from the heart.
@dreamgardening8743
@dreamgardening8743 8 ай бұрын
সোহিনী আমার খুব পছন্দের, খুব ভালো লাগে ওর অভিনয় । ওর কথা গুলোও এত সচ্ছন্দ ওর অভিনয়ের মতো।খুব ভালো লাগলো।ধন্যবাদ অরুনাভ,এত সুন্দর একটা ইন্টারভিউ করার জন্য ।🙏 ____ রুমা
@shethundebnath3286
@shethundebnath3286 3 ай бұрын
Purotai dekhlam. One of the best Episode in Soul Connection Podcast. Sohini prem e pore jachi.
@kausikpats3629
@kausikpats3629 5 ай бұрын
দারুণ দারুণ একটা অনুষ্ঠান শুনলাম, অনেক অনেক দিন মনে থাকবে! এত অকপট স্বীকারোক্তি, জীবনের প্রতি এত পরিষ্কার চিন্তাধারা খুব কম মানুষের মধ্যে দেখা যায় আজকের দিনে!! খুব ভালো থাকুন, শুভেচ্ছা রইলো
@anupgupta162
@anupgupta162 8 ай бұрын
Bhalo laglo maane ??? Darun laglo ❤️❤️❤️ Sohini k emnite bhalo lage 👍🏼 Khub matir kachakachi mone hoy
@pratitidas
@pratitidas 6 ай бұрын
খুব ভালো লাগলো সম্পূর্ণ কথপোকন টা শুনে। বিশেষ করে যিনি সঞ্চালক তার প্রশ্নের চয়েস খুব ভালো ছিলো এবং অযথা উনি একজন পাবলিক ফিগার বলে ওনার ব্যাক্তিগত জীবন নিয়ে কার স্যাথে প্রেম করছে, আগের প্রেমিক এর কি হলো ব্লা ব্লা এগুলো যে জিজ্ঞেস করেনি তার জন্য অসংখ্য ধন্যবাদ।
@chayanikakar8412
@chayanikakar8412 8 ай бұрын
সত্যি এত্ত ভালো একটা কথপকথোন শুনলাম অনেক কিছু নিয়ে কথা হল এবং প্রথম এমন একজন অভিনেত্রী দেখলাম যিনি সমাজ পরিস্থিতিকে গুরুত্ব দিলেন সেটা অনেক মানুষের কাছে পৌছাল। এই চ্যানেল অনেক জনপ্রিয় হোক পার্থনা করি।
@MintuMaiti
@MintuMaiti 8 ай бұрын
সোহিনী'র সাথে দার্শনিক আলাপ শুনে মুগ্ধ হলাম। আপনার চ্যানেলে চলচিত্র বিষয়ক সমস্ত সাক্ষাৎকার আমি শুনি।আপনার সম্মুখে যে সব ব্যক্তিত্ব রা থাকেন তাঁদের কাছ থেকে আপনার গভীর মননশীল প্রশ্নে যে অমূল্য অভিজ্ঞতার কথা উঠে আসে তা নবীনদের কাছে রত্ন ভান্ডার।আপনি সাক্ষাৎকার নেওয়ার একটা নতুন ভাষা শেখালেন।অপেক্ষায় থাকলাম আরো নতুনের জন্য।
@arundhatibasu4965
@arundhatibasu4965 7 ай бұрын
নতুন শুনছি আপনার পডকাস্ট, অরুনাভবাবু সব থেকে ভালো লাগছে যে আপনি শ্রোতাদের কথা ভেবে প্রশ্ন নির্বাচন করছেন না, আপনার নিজের জানার আগ্রহে প্রশ্ন করছেন আর। সেটাই আপনার উপস্হাপনকে মনোগ্রাহী করে তুলেছে। ধন্যবাদ আপনাকে।
@tanusreesarkar6522
@tanusreesarkar6522 5 ай бұрын
Khub e porinoto Sohini ke dekhlam.... Thank you Arunava da... Tomar podcast aj prothom dekhlam... Sudhu dekhlam noi onek kichu sikhlam ebong janlam... Asha rakhi tomar agami diner kaj e onek sofolota asuk...😊😊
@soumya.official
@soumya.official 8 ай бұрын
আমার মনে হয় এটা আপনার channel এর best podcast 🔥 আরো ভালো ভালো content ভবিষ্যতে পাবো এটা আমার বিশ্বাস। ভালো থাকবেন, আপনার fan meet up এর অপেক্ষায় রইলাম।❤
@swnazneen7847
@swnazneen7847 6 ай бұрын
অদ্ভুত ভালো লাগলো! এতো সহজ করে জীবনকে সবাই দেখতে পারেনা। ৩০ এ এসে এভাবে জীবনকে দেখতে পারা অনেক বড় ব্যাপার! আমি এই বিষয় গুলোকে ৪০ এ বুঝতে পেরেছি। আর আমার আশেপাশের মানুষকে বুঝাতে গিয়ে নিজেই অপদস্ত হয়েছি। মানুষ কিভাবে ভালো থাকে সারাক্ষণ এটাই বুঝাতে ব্যর্থ! চমৎকার সোহিনী সরকার! তোমার অভিনয়ের মতো বাকি জীবনটাও সুন্দর হোক!
@ayanphani9361
@ayanphani9361 8 ай бұрын
You r brutally honest. Thank you.
@FILMYPRITAM
@FILMYPRITAM 8 ай бұрын
দারুন enjoy করলাম অনেক কথা শিখলাম তোমাদের ২ জনের থেকে আরো চাই episode দাদা 🙏❤ অনেক ভালোবাসা সোহিনী দি আর তোমাকে শিক্ষা মূলক মূল্যবান কথার যে কি অভাব আমাদের দুনিয়াই সেটা এই episode টা দেখে অভাব টা পূরণ হলো 🤝এগিয়ে চলো
@kheya_4721
@kheya_4721 7 ай бұрын
Amr darun lglo. Eta ekta darun conversation chilo. Connect krlm. Realize krlm. Sikhlm. Thanks for making it happen.
@mayankbosevines7821
@mayankbosevines7821 5 ай бұрын
Mam, Ur "Organic Thoughts" regarding "Sucess" & "Faith" is simply Awesome ...
@Yeheyy3jdjdy
@Yeheyy3jdjdy 5 ай бұрын
My humble pranam to her,astonished to see her openness about the reality.
@NabarunBhattacharjee
@NabarunBhattacharjee 8 ай бұрын
The best part of the podcast is the story she shared about the South Indian film.. even I remember that amazing film where the girl converted into a big tree and the consequences. Really enjoyed the podcast ❤
@Ruuu156
@Ruuu156 8 ай бұрын
Amar priyo abhinetri ❤.tumi manush hisebe aro besi priyo karon ar 5 jon abhinetrider moto nijeke ba nijer jibon ke perfect dekhanor kono chesta nei thik jeno amder mato sadharon ❤.
@suklabasu3805
@suklabasu3805 5 ай бұрын
সত্যি একটা ভীষণ সুন্দর কথোপকথন শুনলাম, এবং অপার আনন্দ পেলাম। দুজনকেই অনেক ধন্যবাদ।
@satyajitbhattacharjee4916
@satyajitbhattacharjee4916 8 ай бұрын
Oshadharon ekta podcast, amar pochonder podcast gulor moddhe ekta hoe thakbe....❤
@rinkughosh90
@rinkughosh90 8 ай бұрын
Definitely agree with you #sohinimadam ❤ success holo end of the day poribarer sathe sby mile hasi mukhe ghumote jawa..😊
@debashisghosh3269
@debashisghosh3269 5 ай бұрын
সোহিনীর জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। খুব ভালো লাগলো। ধন্যবাদ।
@snitighosh7172
@snitighosh7172 7 ай бұрын
She is so real. Love her perspective.❤ I can relate myself with her thought process…
@debojyotibhadra9685
@debojyotibhadra9685 7 ай бұрын
সত্যি সোহিনী দির এই সাক্ষাৎকার টা খুব মন ছুঁয়ে গেলো।
@suchismitaslife2136
@suchismitaslife2136 7 ай бұрын
Moner moto ekti interview.. Njer jibon er sathe nijer chinta dhara sathe onek khani mil pelam.. ❤ Request:- Ananya Chatterjee k anun please🙏
@AmaderAiChillKothay0369
@AmaderAiChillKothay0369 5 ай бұрын
Darrrrruuuuuunnnnn... Oshadharon...sothik vabe baykkha dewa nijosso chinta vabnar. Obhinoy o sohini, chotobela o sohini, kisori o sohini, balikabela o sohini, obhinoy ar suru o sohini,otit ar sohini o bortoman sohini, bortoman sohini o bhobisshoter sohini Proti ta khetro k ato sundor kore bekkha... Jiboner ato sundor upolobdhi jar jonno onek bodher prowojon jeta obhinetrir moddhe biddo man...valo thakun..ai bodh k aro chorcha korun,jibon k aro oneereek besi upolobdhi korun.valo thakun.samriddhosali hon,unnoto hon....❤❤❤
@debikamukherjee5994
@debikamukherjee5994 5 ай бұрын
Mon valo hoe gyalo, ei conversation dekhe. Sohini, Arunava , 2 joner interaction asadhron.
@theambivertaadrita4864
@theambivertaadrita4864 5 ай бұрын
Ami onek din dhorei bhabhchilam ei podcast ta dekhbo, participants eita Sohini ke internally janar jonno, jar acting dekhe mone hoye se khoob intelligent and seta e aaj prokash pelo. But notun jeta laglo je Sohini acting niye je serom kono porasona nei sudhu obhiggota, seta amar kokhono oi mone hoy ni screen e. Ami bhabtam je khoob e sikhe eseche and natok khoob e koreche. Ete ekta jinish proman holo she is a very intelligent artist. It was a wonderful talk ❤
@paramachatterjee6384
@paramachatterjee6384 8 ай бұрын
Sohini Sarkar khub thoughtful ar deep ekjon manush❤
@chinmoychakraborty5639
@chinmoychakraborty5639 5 ай бұрын
The conversation was simply amazing. As a interviewer you can take out the actual self of an individual. Sohini is a wonderful actress no doubt. But her real self too is so warm and nice. Enjoyed the episode thoroughly. Thank you so much dear. ❤❤
@bhaswatiroychowdhury9002
@bhaswatiroychowdhury9002 6 ай бұрын
ইনি ভবিষ্যতে অবশ্যই একজন বড় পরিচালক হয়ে উঠবেন।অনেক শুভেচ্ছা জানাই।❤
@dritaban
@dritaban 8 ай бұрын
Prochondo bhalo ekta conversation. Khub bhalo laglo.
@lifewithphilosophy5391
@lifewithphilosophy5391 8 ай бұрын
সোহিনীর introspection টা বেশ ভালো লাগলো বিশেষত নামী অভিনেত্রী হয়েও সাধারণ মানুষের প্রতি সহানুভূতি আছে শুনে ভালো লাগল
@haimashreeroychowdhury1232
@haimashreeroychowdhury1232 8 ай бұрын
Ato honest akta podcast dekhe khub bhalo laglo .
@gourisaha8805
@gourisaha8805 5 ай бұрын
খুব ভালো লাগলো তোমার interview । তোমার justice দেখে আমার এতো ভালো লেগেছিল বলে বোঝাতে পারবো না। আমি বিদেশে থাকি অতটা জানতে পারিনা ওটার কিপরে আরো episode হবে বা হয়েছে? হলে খুব ভালো লাগতো। খুব ভালো থেকো।
@mousammukherjee7297
@mousammukherjee7297 8 ай бұрын
Khub bhalo lage apnar onusthan. Silpider moner kotha bar koriye ana eto eto sundor aalochana r modhe diye etai sonchaloker credit.
@souvik5560
@souvik5560 5 ай бұрын
I have always believed acting is one of the toughest art forms. There are instances where people have lost their sanity(or we are insane is a different discussion). Really enjoyed the chat !! There are very few like Sohini who talks so honestly. Thank you Arunava for the initiative
@valolagargachh
@valolagargachh 8 ай бұрын
Amar khub priyo sohini, apna k dhanyabad. Asadharan laglo ❤
@subhaschandrabag
@subhaschandrabag 8 ай бұрын
She looks so natural and truthful. Thanks
@tapasigoswami7140
@tapasigoswami7140 Ай бұрын
Sotti Sohini jibon k ki govir bhabe observe koreche ei bayasei...really apreciable...enriched hoam....r ekta katha... Sohini tumi khub e sundor, sreemoyee...khub valo go.
@bhattacharyya13
@bhattacharyya13 8 ай бұрын
Sohini Sarkar prochondo intelligent ebong sensitive manush ebong obhinetri. Onake amar bhalo lage, lagbeo ebong je depth niye uni protiti kotha bollen khub rare manush jon ajkal ebhabe bhabe ebong public platform e seta present kore. Ami mone kori onar modhye 'National award' paowar moto potential royeche. Konodin uni nischoi paben.
@SKDas-zv1gx
@SKDas-zv1gx 5 ай бұрын
Intelligent and expressive. Discovered her qualities.
@varshabhattacharjee7656
@varshabhattacharjee7656 7 ай бұрын
Thank you for the podcast sir.thank you for calling mam..i am not so fan of movies..but i do watch mam's movies..thank you for this deep conversation and many lessons to be learned and applying to the daily life..from mumbai
@mallikapal6656
@mallikapal6656 8 ай бұрын
আলোয়- ভালোয় এই আলাপন---মন ভূমিতে প্রাণের সৃজন---আপনারে আপনি দেখে, এগিয়ে চলার নামই জীবন।❤
@debjanibiswas9849
@debjanibiswas9849 4 ай бұрын
খুবই ভাল লাগল। মনের কথা আর মুখের কথা এক হলে যে ভাল লাগা তৈরি হয়, সেরকম।
@pijushchatterjeephotography
@pijushchatterjeephotography 8 ай бұрын
Khub valo laglo ei podcast ta Sohini etota mon theke kotha Bollo sune sotti valo laglo Etogulo podcast er modhe ei 1st sohini emon akjon j chardik er baje baper gulo kotha Bollo Sohini r upor respect ankta bere gelo
@md3567
@md3567 8 ай бұрын
Darun laglo❤ such a lovely honest and fresh podcast❤
@aarrchanmajumder7830
@aarrchanmajumder7830 7 ай бұрын
Valo laglo Sohini Sarkar'er vabnagulo, dristivongita.. onek sundor samoy katlo podcast ta dekhe.❤
@SagarDas-yk2ro
@SagarDas-yk2ro 5 ай бұрын
অসাধারণ লাগলো বিশেষ করে সোহিনীর কথা অনেকটাই পরিনত সোহিনী আজ। আমাদের খড়দহ অন্চলের মেয়ে আজ প্রতিষ্ঠিত গর্বিত আমরাও।
@ratnamitra1837
@ratnamitra1837 4 ай бұрын
সফল মানুষ সেই হতে পারে, যে প্রকৃত মানুষ হয়।অবশ্যই শুভবুদ্ধি সম্পন্ন সৎ মানুষ। তুমি তাই সোহিনী। তোমার হাত ধরে সমাজ এগিয়ে যাবে এই আশা রাখি। দীর্ঘজীবী হও, সুস্থ থাকো।❤
@surabh63
@surabh63 5 ай бұрын
আমি একজন ষাঠোর্ধ মানুষ,তবে সোহিনীর এই কথোপকথন থেকে আজ অনেক কিছু শিখলাম। ধন্যবাদ সোহিনী।
@sumonagupta8146
@sumonagupta8146 8 ай бұрын
Khub matured lady. Thought process ta bhalo laglo.
@rainbowjellytheband3248
@rainbowjellytheband3248 8 ай бұрын
Ai interview ta dekhe khub bhalo laglo.Beshi bhalo laglo eta dekhe je erokom boka boka questions gulor o koto chalak chalk uttor dewa jay.Sohinir khub dhoirjo achhe. nahole erokom dhoper inteview te atokhon keu thakbe na. Sohinir kotha gulo shune khub bhalo laglo.khub bhalo manush Sohini sheta aj jante parlam
@pampamukhopadyay5062
@pampamukhopadyay5062 6 ай бұрын
Bhishon bhalo laglo interview ta. Sohini r eta khub thik kotha boleche, je, amader charidike e je ghotona gulo ghotche, tate sotti bhalo thaka jay na. Samoyik bhabe bhalo thakar chesta kora jay. Hoito seta boyosh hobar indication. Asha korbo Sohini tumi amader r o bhalo kichu obhinoy dekhar sujog kore debe.
@ritadas3408
@ritadas3408 7 ай бұрын
Amar khub bhalo laglo ae adda as I am a great fan of Sohini,as the presentation was also very nice, really enjoyed the open hearted conversation, keep it up
@pankajmunshi5548
@pankajmunshi5548 7 ай бұрын
খুব সহজভাবে বলার জন্য খুব ভালো লাগলো। আমি আপনার একজন গুণগ্রাহী
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Episode 6:  Lights, Camera, ACTION!- with Mohamed Hany
1:02:32
Traffic
Рет қаралды 1,7 М.
Scary Stories of Mount Everest & Kanchenjungha | Arijit Chakraborty ft. Debasish Biswas - Podcast
1:32:04
Podcast with Arijit Chakraborty (Bengali Version)
Рет қаралды 226 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН