অসাধারণ লাগল মুখের মাসল্ নিয়ে ওনার এক্সপ্ল্যানেশনটি , খুব ভালো লাগল ।
@supriyadas15535 ай бұрын
এই হলো পড়াশুনো র সুফল। এরা আমাদের গর্বের। শ্রদ্ধার। ভালো থাকুন স্যার।
@bananiroy90485 ай бұрын
খুব সুন্দর অভিনয় করেন। এবং খুব ভালো লোক।
@AnjanDutta-dq7kk5 ай бұрын
Arun da akjon sotikarer jentilman
@joydebsasmal33149 күн бұрын
অরুণ বাবুর অনেক অভিনয় মঞ্চে এবং সিনেমায়, দেখেছি। খুব ভালো লেগেছে।সুন্দর interview. খুব ভালো লাগলো। যিনি interview নিলেন তিনি ও বেশ চমৎকার interview নিয়েছেন।
@subhadipb8675 ай бұрын
এই হল সেযুগের কনভেন্ট শিক্ষিত মানুষ। বাংলাটাকে বাংলার মতনই বলেন, ইংরেজিটাকে ইংরেজির মত। দুটোকে মিশিয়ে খিচুড়ি ভাষা বলেননা।
@Shukla_B5 ай бұрын
Thik bolechhen.
@debabratachakraborty14665 ай бұрын
Mr Arun Banerjee r ভয়েস আমার খুব ভালো লাগে। অভিনয় ও ভালো লাগে। শ্রদ্ধা রইলো
@SouvikMitra-x3y5 ай бұрын
অরুন বাবু যেমন অসাধারণ অভিনেতা মিঠুন লেজেন্ড হয়েছেন অরুন বাবু দের মতো মানুষের ভালোবাসা পেয়েছেন বলেই।
@biswanathpaul83825 ай бұрын
আপনার পরিশীলতা সত্যিকারের প্রসংসার এবং শ্রদ্ধার দাবী রাখে,, খুব পুরানো দিনের অভিনেতা অনেক পুরোনো স্মৃতি মনে পরে যাচ্ছে,, যাইহোক খুব ভালো থাকবেন ❤️
@sumitradas38175 ай бұрын
অরুণবাবু ,আপনার কণ্ঠস্বর ,অভিনয় , শব্দক্ষেপন খুব পছন্দ করি ৷আজকের এই ইন্টারভিউ থেকে অনেক কিছু পেয়ে সমৃদ্ধ হলাম ৷
@mohammedazad37405 ай бұрын
Mind blowing, এত সৎ ও সুন্দর ব্যাক্তিত্ব, সত্যিই প্রশংসিত।
@sriharibarman26435 ай бұрын
অসাধারণ অভিনেতা... আপনি সুস্থ থাকুন...ভালো থাকুন...ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই।
@manojitchakraborty22845 ай бұрын
অত্যন্ত বড় অভিনেতা আর তার সঙ্গে অনেক গুণী ব্যক্তি
@dr.abhashkumarbasu4255 ай бұрын
স্যার, আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে। আপনার স্নেহ আমার জীবনে অমূল্য প্রাপ্তি, ঈশ্বরের আশীর্বাদ। আপনি দীর্ঘজিবী হোন। আরো অনেকদিন আপনার কথা শুনতে পাওয়া আমার কাছে অনেক পাওয়া হবে।
@pankajmunshi55485 ай бұрын
বহুকাল পরে আপনাকে দেখতে পেলাম। ভালো থাকবেন।
@subratasarkar26865 ай бұрын
Asadharan abhinoy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahabubalamkaji5 ай бұрын
একদম ঠিক কথা বলেছেন খুব দারুণ লেগেছে আপনার কথা শুনে মনটা ভরে গেল
@skgganguly13305 ай бұрын
অরূনবাবু খুব মাজিত এবং শিক্ষিত বাক্তিতমান পুরূষ। ওনার অভিনয় খূব ই গ্রহণ যোগ্যতা র মান রাখে।
@PRADIPKUMARMADHU-nf9jh3 ай бұрын
অরুণবাবু খুব মার্জিত এবং শিক্ষিত ব্যক্তিত্ববান পুরুষ । ওনার অভিনয়ের মান খুবই গ্রহণযোগ্যতার দাবি রাখে ।
@tapashchakraborty5223 ай бұрын
অরুণ স্যার খুব ভালো লাগলো আপনার কথা শুনে। এখনো এরকম শিল্পী আছেন, যারা নিজের ব্যক্তিত্ব বজায় রেখে কাজ করেছেন। কানামাছি সিরিয়াল খুব জনপ্রিয় হয়েছিল। ভালো থাকবেন।
খুব ভালো লাগে অরুন বাবুকে, অসাধারণ অভিনয় এবং মার্জিত ভাষা।
@debaprasadmukherjee93975 ай бұрын
আপনার মনোজ্ঞ সাক্ষাৎকারটি পরিচ্ছন্ন ও বুদ্ধিদীপ্ত। নমস্কার রইল। ভালো থাকবেন।
@AsitKoley-h1f3 ай бұрын
ওনার কন্ঠস্বর শুনলে চোখ বুজে বলা যায়।ইউনিক কন্ঠস্বর।
@surrealoffspring5 ай бұрын
আপনার অবসর জীবন সুন্দর হোক সুখের হোক, এই শুভকামনা রইল। 💐👍
@ashishmoydey17483 ай бұрын
আপনার মূল্যবান অনেক কথা শুনে সমৃদ্ধ হলাম স্যর, ভালো থাকুন🙏🙏🙏
@raajenterrtainments49385 ай бұрын
অরুনমামার সাথে আমি শশীবাবুর সংসার গল্পে অভিনয় করেছিলাম। আমি অসুস্থ হয়ে পরেছিলাম। প্যাক আপ এর পর অরুনমামা নিজের গাড়ি করে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। অরুনমামা বড় মনের মানুষ। 🙏🙏🙏
@prithwibatabyal27505 ай бұрын
Sahityer Sera Somoy e hoyechilo tai na??
@gourabdeb8955 ай бұрын
Kanamachi namee akta bengali serial hoto onar .Khub popular chilo 🎉
@harmonicsongit-samitadasgu12765 ай бұрын
দাদা,আপনি খুবই স্মার্ট আর হ্যান্ডসাম।ছিলেন।এখনো আছেন।আপনার এনকারিং খুব ভালো লাগতো আমার।আর আপনার স্মার্টলি প্রেজেন্টেশন ও।নাটক, সিরিয়াল তো ভালো লাগেই ।আপনার পাঠ খুব ভালো লাগে (ঠাকুর মা স্বামীজিকে নিয়ে)।শুধু আর একটু ধীরে পড়লে আরো ভালো লাগতো,শুনে উপলব্দি করতে।তবে যারা বই পড়ার সময় পান না ,গাড়িতে বসেও কানে শোনা যায়।নতুন প্রজন্মের জন্যও খুব ভালো হল এই ব্যবস্থা।প্রণাম নেবেন। সঞ্চালনা ভালো লাগলো।❤
@SasankaBhunia-oo1rm5 ай бұрын
57:47 - মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গ ❤😊
@susmitabanerjee72773 ай бұрын
দারুন, দারুন। মুখের পেশি নিয়ে যা বললেন, তা অনবদ্য। আপনার অত্যন্ত মার্জিত পরিশীলিত বাচনভঙ্গি তথা অভিনয়ের পরম ভক্ত আমি। তাই অসম্ভব ভালো লাগলো সাক্ষাৎকার টি।
@moumitabasak44585 ай бұрын
Great personality. অনেক শ্রদ্ধা আপনাকে।
@UniqueTech20125 ай бұрын
Sir khub bhalo laglo apnake abar dekte paye, valo thakun sustho thakun.
@subhrojyotichatterjee34995 ай бұрын
Darun laglo Sir. Asesh Dhanybad Dada
@nemaichatterjee14575 ай бұрын
ইন্টারভিউ বুঝিয়ে দিল অরুণ বাবু ভালো অভিনেতা ছাড়াও অত্যন্ত পরিশীলিত মানুষ।
@subratabanerjee46455 ай бұрын
Thanks....I am very much pleased to see him.Arun Babu bhalo thakun.
অরুণ বাবু আপনার ভিডিও টা খুব ভালো লাগলো, আমার বাবা ৫০/৬০ দশক এর একজন নাট্য পরিচলাক ও অভিনেতা ছিলেন, আপনার মতোই বাবার এগো ছিল। ভালো থাকবেন সবসময়, প্রণাম নেবেন।
@schatterjee93175 ай бұрын
Sir ke ami ekdin sokher bazare dur theke dekhechilam .Ki sutham chehara .Mone hochhilo chute gie onake ekbar pronam kori .Kintu ami sahos parini .Ami onar ekjon khub boro bhokto .Sir amar pronam neben .❤
@SuperBrotin5 ай бұрын
প্রথম মত অরুন বাবু আমাদের প্রজন্ম এর কাছে এখন ও এ কে বি স্যার, ছিলেন আছেন ও যত দিন উনি বাঁচবেন তত দিন থাকবেন। তারপর তিঁনি আমাদের অভিনেতা। স্যার আমাদের প্রণাম নেবেন।
@maitrayeebhattacharyya70345 ай бұрын
Amaro sir
@bishudas72325 ай бұрын
স্যার আপনাকে দেখে খুব ভালো লাগল। নবগ্রাম কলেজে শুধু আপনাকে দেখব বলে সারাদিন কাটিয়েছিলাম।সেই পুরোনো হীরালাল পাল কলেজের বারান্দা দিয়ে আপনি হেটে ক্লাস নিতে আসছেন। আজও ভুলতে পারিনা। প্রণাম নিবেন স্যার। ভালো থাকবেন।
@SumiKhan-gj4me5 ай бұрын
বাহ,কিংবদন্তি এঁরা🙏🙏🙏
@neilchoudhury75705 ай бұрын
Ami konnagar thaki,ami dekhechilm sir ke rickshaw kore asche,ami just sei moment ta bhulte parina❤
@samirbanerjee20113 ай бұрын
Ideal person and ideal Bangali
@anilkumarbandyopadhyay52355 ай бұрын
Most powerful actor! My regards sir!
@amartya19775 ай бұрын
সাক্ষাৎকারটা খুব ভালো লাগলো! সমৃদ্ধ হলাম।
@subirsanyal24685 ай бұрын
Arun Babu is an outstanding actor. The anchor is also very good.
দাদা অনেক দিন পর দেখলাম, খুব ভালো লাগলো। আমি মায়ের মর্যাদা র সতীনাথ। প্রনাম রইল। ঈশ্বর সুস্থ রাখুন।
@tanushreeneogi5 ай бұрын
আপনি সুদর্নহ সুপুরুষ অধ্যাপক অভিনেতা। আপনার পার্শ্বযাত্রী হয়ে দীর্ঘদিন ডেলি প্যাসেঞ্জারী করেছি সম্ভবত হাওড়া-উত্তরপাড়া।
@tapatibiswas82975 ай бұрын
Howrah to Konnagor
@pintusarkar52465 ай бұрын
দারুণ স্যার... খুব খুব ভালো থাকবেন...
@nillanjannandy78485 ай бұрын
ভীষণ ভালবাসি আপনাকে।
@melodiousAshokghosh5 ай бұрын
একজন শক্তিশালি অভিনেতা,,,
@biswajitghosh27575 ай бұрын
ইন্টারভিউ টা ভীষণ ভাল লাগল।
@panchamsen91025 ай бұрын
খুব ভালো লাগলো বহু দিন পর দেখে। তবে তৃস্না র আপনার চরিত্র র নাম ছিলো 'ধরণী নাথ দত্ত ' বিজন দত্ত নয়।
@namitaroy43643 ай бұрын
He is absolutely right without those we helpless
@Sujit-ee8cs5 ай бұрын
Chotobelay 'Kanamachi' serial dekhtam, darun lagto 😊
@sanjibnath88995 ай бұрын
Ami onake prothom dekhi...Kanamachi serial e...tokhon thekei darun lagto... Bohudin por onake dekhe khub bhalo laglo... Sikkhito obhinetar sonkha to komer dike aajkaal, tai eder dekhte pele, kotha sunte pere, bhalo lage.. Onar susthota kamona kori...Bhalo thakben
@tirthankarchandra34625 ай бұрын
খুব ভালো অভিনেতা
@nillanjannandy78485 ай бұрын
Love you Arun da, my Respects ❤
@AlikeMukherjee-z2z5 ай бұрын
মিঠুনদার. ব্যবহার. খুব. ভালো. ।.
@gobindapradhan30485 ай бұрын
Truely educated person and good actor
@debaprasadmukherjee93975 ай бұрын
আপনি যে খিদিরপুর অ্যাকাডেমির শিক্ষক ছিলেন, তার উল্লেখ করেন নি কেন? আপনি আমার থেকে বেশ কয়েক বছরের ছোটো মনে হয়। আমি সেন্ট বার্নাবাস স্কুলের সহ. প্রধান শিক্ষক ছিলাম। আমার ব্যক্তিগত ছাত্র স্কুলে আপনার ছাত্র ছিল। ওদের কাছে আপনার কথা শুনেছি। একই সময়ে খিদিরপুরের একটি দলে অভিনয় করেছিলেন, মনে আছে।
@bulagoswami77995 ай бұрын
jene khusi holum onake khub bhalo laage amar jodio 4 yrs r kichhu nato or cinema akdomi chere diechi
@dastarun612 ай бұрын
Bhishan bhalo laglo. Onake ami dekhechilam, ekta ghorir dokane adda dicchilen Behala Chorasta i. Khub bhalo, gentleman 🙏🙏
@subhragoswami1965 ай бұрын
প্রণাম নেবেন স্যার।
@shantashreebhattacharya44805 ай бұрын
আলোচনা টা খুব ভালো লাগলো ।
@panchali615 ай бұрын
Sir অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো, আপনার ব্যাক্তিত্ব, পড়ানোর স্টাইল, অপূর্ব, আমার মনে আছে, কেউ আপনার ক্লাস কেউ মিস করতো না , ভালো থাকুন প্রনাম নেবেন
@somamukherjee24065 ай бұрын
Khub bhalo laglo
@tpschelpline16045 ай бұрын
What a personality
@indranilroy72645 ай бұрын
আমি sir কে চিনি যখন আমি konnagar Hiralal Paul Collage এ ক্লাস 12 এ পড়ি sir আমাদের English নিতেন । আমি খুব সৌভাগ্যবান আমি এরকম একজন বিবেকবান মানুষের ইন্টারভিউ দেখছি।
@ctan71605 ай бұрын
Sir, I am tendering my heart-felt respect to you. With respectful regards,
@akhilmalik7395 ай бұрын
অসাধারণ
@sanatchowdhury46235 ай бұрын
Door Doordarshan r Jigaansha anusthan ekhone mone Aache sir Pranam neben
@radhakantakarmakar7585 ай бұрын
প্রণাম গ্রহন করবেন। কোন্নগর কলেজে আপনার কাছে ইংরাজী পড়েছিলাম।
@niveditabhattacharyapaul1025 ай бұрын
A really educated artist
@RISHIRAJGAMING5 ай бұрын
Apner Acting darun
@samapatidutta5 ай бұрын
Ekdam thik korechhen
@samirbanerjee20113 ай бұрын
Sir your opinion and expressions make me very strong on mind
@sushanto015 ай бұрын
OPURBO 🙏🙏🙏 Bhalo Thakben......Sustho Thakben...ei Kamona kori
@sanjibchakraborty20815 ай бұрын
As l live at konnogar l used to meet u during my office hours.sir valo thakben.
আপনাকে আমরা প্রথম সাদাকালো টিভির যুগে কানামাছি সিরিয়ালে দেখেছিলাম ,
@sandipdey10995 ай бұрын
স্যার আপনার , "ডাক্তার মহেন্দ্র লাল সরকার"এর অভিনয় অসাধারণ,
@bulagoswami77995 ай бұрын
amio sohomot
@gargidas49315 ай бұрын
Outstanding interview,,, ❤
@sumitabhattacharyya81185 ай бұрын
Good actor & very smart.
@AbhoyeshPanda5 ай бұрын
Khub bhalo anekdin pare dekhe
@alokroymusicial45565 ай бұрын
কানামাছি অনবদ্য লেগেছিল
@amitmukherjee8282 ай бұрын
আপনার একটা টেলিফিল্ম ভুলতে পারিনা। শ্রদ্ধেয় জ্ঞানেশ মুখোপাধ্যায় এর সাথে "বিলয়বিন্দু"।এছাড়াও আপনার সব সিনেমা, টেলিফিল্ম সবসময়ই ভালো লাগে। প্রণাম নেবেন।
@goutamsarkar49255 ай бұрын
আপনার কানামাছি অসাধারণ
@amitavamaji26445 ай бұрын
You were a professor is not known to maximum audience of Bengali film and serials.You possess a good voice,good pronunciation and definitely sharp acting.You could have become a famous Hindi film villain.
@samsungsam76705 ай бұрын
Excellent interview 👏👏👏👏🙏from Jamshedpur
@TREK_MATE5 ай бұрын
ভালো লাগলো ❤
@shishirgupta2265 ай бұрын
My wonderful excitement and great teacher in konnagar college. I'm ur student.Many many thanks sir.
@kaziripon1665 ай бұрын
প্রকৃত সুশিক্ষিত মার্জিত নিপাট ভদ্রলোক । কি সুন্দর কথা বলছেন । শুনতে এবং দেখতে খুব ভালো লাগল ।
@madandas42185 ай бұрын
স্যার আমার প্রণাম নেবেন। আমাকে নিশ্চয়ই ভুলে গেছেন। আমি আপনার ছাত্র ছিলাম। মাঝে মাঝে আপনার কথা মনে পড়ে।
@asgarhossain99074 ай бұрын
Good actor
@SubrataSardar-d7r2 ай бұрын
Ei Interview Ta 9o's to in 2000 Yr. petam Televission e Amar Career Ta Sundarbhabe Establish Kortam(Professional or Passion ke kibhabe Balance or Preference korte Hoy).Sir apni Sustho thakun ei Shuvechha Roilo.
@prasenjitmandal73565 ай бұрын
কানামাছি থেকে ভক্তি শুরু আমার
@parthade26275 ай бұрын
Powerful actor
@apurbanath74945 ай бұрын
❤❤❤
@arindambhattacharyya46575 ай бұрын
INTERVIEW TA BHALO LAGLO. SIR K ANEKDIN BADAY SOBAR SAMNAY AANAR JONNO DHONNOBAD JANAI. UNI KHUB E POWERFUL ACTOR. AAJKER DINAY ONAR MATHO ACTOR BIROL... SIR BHALO THAKUN, SUSTHO THAKUN, PRONAM
@sujatasarcar76495 ай бұрын
১৯৮০ সালের ২৪শে জুলাই এর সেই ধারাবিবরণী এবং তার সাথে বিভিন্ন ব্যক্তিত্বের বক্তব্য --এই অনুষ্ঠানটা দেখতে পাইনি, আমার খুব আফসোস ছিলো, ভাবতাম পরে নিশ্চয়ই কখনো দেখতে পাবো , পরে মনে হোতো ওটা কেন আর telecast হচ্ছেনা , আজ জানলাম আসল কথা, কি অন্যায়!!!
@asokkumarbhattacharya4083 ай бұрын
সাল ১৯৬৮। স্থান-খিদিরপুর একাডেমি। আমি তখন ক্লাস এইটের ছাত্র। অরুণ বাবু আমাদের ইংরাজীর শিক্ষক ছিলেন এবং আমি ছিলাম ওনার প্রিয় ছাত্র। ওনার নিশ্চয়ই মনে নেই।