Рет қаралды 14,275
#boier_feriwala
#বইয়ের_ফেরিওয়ালা
#বইএর_ফেরিয়ালা
#Boyer_feriwala
মিশেল ফুকো : সৃষ্টিশীল জীবনবেত্তা
সার্ত - পরবর্তী সময়ে ফ্রান্সে কয়েকজন মনীষী চিন্তাজগতের শিখরবর্তী হন। এদের মধ্যে সাহিত্য সমালোচনায় রোলা বার্থ, র্যাডিকাল মনস্তত্ত্বে জাক লাঁকা, গাঠনিক নৃ - তত্ত্বে ক্লঁদ লেভিস্ট্রাস এবং বিবিধ শাস্ত্রের তদন্তকারী মিশেল ফুকো। জ্ঞানের জগতে তাঁর রয়েছে বিচিত্র অভিঘাত। তাঁর জ্ঞানের পরিসরে যেমন রয়েছে কলাবিদ্যা ও সমাজবিজ্ঞান, তেমনি বিভিন্ন প্রায়োগিক ও পেশাদারী অধ্যয়ন। ইতিহাসের প্রতি রয়েছে তাঁর বিশেষ আগ্রহ। ফুকোর চিন্তার বিস্তার বহুমাত্রিক, ফলে তাঁর রচিত গ্রন্থগুলো বৈচিত্র্যময়। যদি কোনো পাঠাগারে তাঁর বই অনুসন্ধান করা হয়, তবে দর্শন, সমাজবিজ্ঞান, ইতিহাস, মনস্তত্ত্ব, ভেষজ, জেন্ডার ও সংস্কৃতি সমালোচনা প্রভৃতি বিভিন্ন বিষয়ে তাঁর গ্রন্থাদি পাওয়া যাবে।
তাঁর বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে, Madness and Civilization, The Order of Things : An Archaeology of the Human Sciences, The Archaeology of Knowledge, The Birth of Clinic, Discipline and Punish : The Birth of the Prison, The History Of Sexuality ইত্যাদি।
মহান এই মনীষী ১৯২৬ সালের ১৫ অক্টোবর ফ্রান্সে জন্মগ্রহণ করেন আর ১৯৮৪ সালের ২৫ জুন ফ্রান্সেই মৃত্যু ঘটে তাঁর।
Madness and Civilization : এই গ্রন্থে ফুকো পাশ্চাত্য সমাজ - কাঠামোয় পাগলদের প্রতি মনোভাবের বিবর্তনের ইতিহাস অনুসন্ধান করেন। তিনি মধ্যযুগ থেকে বিশ্লেষণ শুরু করেন, বিবৃত করেন কুষ্ঠরোগীদের বন্দিদশা। সেখান থেকে তিনি দৃষ্টি নিবন্ধ করেন পনের শতকের ' the ship of fools) ধারণার ইতিহাসে এবং হঠাৎ করে ১৭ শতকের ফ্রান্সে ঘটমান ব্যাপক কারাবন্ধনের প্রতি আগ্রহী হন। পাগলামীর আত্মার অসুখ ধারণা থেকে ফ্রয়েড কতৃক উত্থাপিত মানসিক অসুস্থতা ধারণা পর্যন্ত সময় পরিসরে ফুকো ইতিহাসগতভাবে পরিভ্রমণ করেন।
The Birth of the clinic : এটি ফুকোর স্থান - বিষয়ক, ভাষা - বিষয়ক, মৃত্যু - বিষয়ক, সর্বোপরি নজরদারি - বিষয়ক গ্রন্থ। চিকিৎসা প্রতিষ্ঠান সম্পর্কে ফুকোর ধারণার পরিচয় এতে। একজন রোগী কীভাবে রোগে বা বস্তুতে রূপায়িত হয়, তাইই রূপায়িত হয়েছে এখানে। ফুকো এখানে দেখিয়েছেন যে, কোন প্রক্রিয়ায় হাসপাতাল ও ভেষজ কেন্দ্রগুলো হয়ে ওঠে নবীন চিকিৎসকদের শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান।
তথ্যসূত্র : 1. Foucault : 1971, Madness and Civilization : A History Of Insanity in the Age of Reason, Tavistock, London
2. Foucault : 1973, The Birth of the Clinic : The Archaeology of Medical Perception, Vintage, NY.
3. Cooper, Barry : Michael Foucault : An Introduction to His Thought, Toronto, 1981
4. পারভেজ হোসেন সম্পাদিত, মিশেল ফুকো : পাঠ ও বিবেচনা, ঢাকা, ২০০৭
Subscribe Our Channel : bit.ly/boierfer...
#সাহিত্য #বাংলা #বয়ের_ফেরিয়ালা
গ্রুপ: / 288488661939010
পেজ
/ boier.feriwala