"গান দিয়ে দ্বার খোলাবো" - কথাটি যথার্থ প্রমাণ করলেন আপনি। "চাঁদের মতো অলখ টানে জোয়ারে ঢেউ" তোলালেন। ♥️
@arpitabiswas93292 жыл бұрын
এখানে মুগ্ধতার শেষ নাই,প্রশান্তির পরিসীমা নাই, আছে শুধু শান্তি আর শান্তি, স্নিগ্ধতায় ভরা মুহূর্তে ভেসে যাই খানিকক্ষণ 🙂🙂💗💖
@angshumanrudra88612 жыл бұрын
আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব। আমি হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব॥ ভরাব না ভূষণভারে, সাজাব না ফুলের হারে-- প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব॥ জানবে না কেউ কোন্ তুফানে তরঙ্গদল নাচবে প্রাণে, চাঁদের মতো অলখ টানে জোয়ারে ঢেউ তোলাব॥
@haripadapramanik62043 жыл бұрын
মধ্যরাত, চারিপাশে নিস্তব্ধতা, আকাশে ভাঙা চাঁদ, সাথে যাদুকরের সারদের সুরের যাদু। সকল কষ্ট এক লহমায় দূর করে দিল যেন!
@anannyabaral37803 жыл бұрын
দাদাভাই অসাধারণ সুন্দর হয়েছে। ঘোর এর মধ্যে কিছুক্ষণ কাটালাম। রবির ঠাকুর এর প্রতিটা সৃষ্টি আমাকে বার বার প্রেমে পড়তে বাধ্য করেছে।
@VNSMusic3 жыл бұрын
@ Our version of "Ami rupe tomay bholabo na" Please feedback.
"গান গেয়ে দ্বার খোলাবো" এমন সুরে সুরলোকের সব দ্বার খুলে যায়
@soumoshreeghosh3 жыл бұрын
মনটা প্রশান্তিতে ভোরে গেল..❤️❤️
@asheshsaha31072 жыл бұрын
সেতার, সরোদ শুনতে ভাল লাগে কিন্তু এভাবে হৃদয় জুড়ে ঝড় তোলা বাদন ভঙ্গি অসাধারণ
@indrayudhpaul12033 жыл бұрын
❤️ Emni kore preme pora jay na...valobasa jay ❤️
@manabimondal27893 жыл бұрын
সত্যিই মনে ছুঁয়ে যায় প্রত্যেকবারই... অসম্ভব ভালো লাগে
@arnab_speaking3 жыл бұрын
Aami Rupe Tomaye Bholabo Naa - will always have a favourite version for me in Ganer Opare's rendition by Samantak Sinha. And for instrumental Yours Have secured the parallel space. ❤️
@puspensarkar39842 жыл бұрын
দাদাভাই রাত বারোটা বেজে গেছে। তুমি আমায় জোড় করে জাগিয়ে রেখেছো তোমার অসাধারণ সরদ বাদনের ঝংকারে। তুমি ঈশ্বরের এক অনবদ্য সৃষ্টি।
@anusreekar41873 жыл бұрын
আমার অন্যতম প্রিয় গান ❤️ খুব সুন্দর লাগলো চোখ বন্ধ করে মুগ্ধ হয়ে শুনলাম শুধু❤️❤️
@bublikundu52013 жыл бұрын
মুগ্ধতায় বুঁদ হয়ে গেছি।
@mrigankabiswas77783 жыл бұрын
সম্ভবত সরোদে এর জন্য একটি অন্যতম কঠিন রবীন্দ্র সঙ্গীত। ভীষণ ভালো বাজিয়েছেন, অপ্রতিম।
Ashadharon! Eta je ki kothin bajano seta ami onudhabon korte parchi. Adbhut bhalo hoeche. Onobodyo procheshtha!
@chandrimamukherjee35513 жыл бұрын
অতুলনীয়!প্রতিবারের ন্যায় এবারও অসম্ভব সুন্দর এক মুগ্ধতায় আচ্ছন্ন হলাম,ভালো থাকবেন।❤️
@tamannaporna33563 жыл бұрын
অপূর্ব পৃথ্বী, এটা শুনবার খুব অপেক্ষায় ছিলাম
@aindrilaghosh69723 жыл бұрын
ব্যক্তিগত ভাবে এই গানটা আমার অসম্ভব পছন্দের ❤️❤️ ভীষন ভীষন ভালো লাগলো 🥰🥰 সম্ভবত প্রথম instrumental শুনলাম এই গানটির
@indraniraha75563 жыл бұрын
অসাধারণ 💓 এমন কঠিন একটা গান কি অবলীলায় বাজিয়ে গেলেন...
@ratulabhattacharyapupe3 жыл бұрын
অসাধারণ ! আপনার হাতে সরোদ কথা বলে...আমার ভীষন প্রিয় একটা গান❤ !
@oninditaabandyopadhyay72282 жыл бұрын
অন্যগুলোর মত এটাও বলার অপেক্ষা রাখে না যে বেশ সুন্দর পরিবেশনা। তবে এটার রেশ অনেক্ষণ থেকে যাবে।
@payepaye87123 жыл бұрын
Ahhhha amarrr ottttonto priyo gan , r tar sathe tomar sarod mon jurie gelo💞💞💞💞
@ananyachakravorty80633 жыл бұрын
Aaahaaa...... ki opurbo.....
@arnabmallick22243 жыл бұрын
অনেকদিন ধরে ভাবতাম যে সরোদে প্রিয় গান গুলো শুনবো । পেয়ে যাবো ভাবিনি।
@shiulim19993 жыл бұрын
অসাধারণ ভাবে একটা ভালো লাগা শুরু হল চারিদিকে
@whoami69773 жыл бұрын
চাঁদের স্নিগ্ধ আলোর মতো সুরের জোয়ারে যেন ঢেউ তুলে দিয়েছেন।। সত্যিই অসাধারণ।।
@VNSMusic3 жыл бұрын
@ Our version of "Ami rupe tomay bholabo na" Please feedback.
@abhijitdey26413 жыл бұрын
ভীষণ সুন্দর। এই রকম প্রচেষ্টার প্রতি সশ্রদ্ধ প্রণাম। God bless you.
@nairitascreativity87643 жыл бұрын
আহা প্রাণ মন জুড়িয়ে দিলে গো।
@antaramanna14543 жыл бұрын
আহা.. অসাধারণ অসাধারণ... মুগ্ধ হয়ে কেবল শুনি কেবল শুনি 😌❤😌
@nonymous663 жыл бұрын
বারবার মুগ্ধ হই, আজও ব্যাতিক্রম হল না
@firegaming75963 жыл бұрын
Speach less ...mind blowing 😘😘😘 love u dada..❤️❤️❤️
@bharatbarman35683 жыл бұрын
Sera 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@baisakhiganguly69783 жыл бұрын
Ei gan ta amar sobche prio thank you
@pranaakhanda91543 жыл бұрын
✨🙏✨ cheers from Goa , Davy here , 18 months here continuous . Ur music is definitly wonderfull ! thanks
@monideepadas96552 жыл бұрын
Excellent! Immaculate presentation
@dev03713 жыл бұрын
My day starts with your music. I am so glad i subscribed to your videos. May music be the healing touch we all need. 🙏
@lightup98733 жыл бұрын
ki sundor laglo!! ei okaler kale eituku proshanti khub proyojon chilo
@kausanibanerjee1573 жыл бұрын
Apnar hate jadu ache... outstanding...👏👏
@paturi.nilanjana3 жыл бұрын
প্রিয় গান।খুব ভালো লাগলো। গান দিয়ে দ্বার খোলাবো🌼❤️
@baishaligoswami4932 Жыл бұрын
Asadharon
@debanjalideb31203 жыл бұрын
That's mesmerizing ❤❤🙏🙏
@pratyushajana36143 жыл бұрын
Ashadharon.....mon chhuye gelo
@rudradiba31953 жыл бұрын
একরাশ স্নিগ্ধতায় মন ভরে যায়।।
@EshaSen15063 жыл бұрын
Osadharon ❤❤Jonaki ki shukhe oi dana duti melecho gantir onurodh roilo 🙏🏻
@sirhsamaiti77863 жыл бұрын
JOI MAA HORA KRISHNA JOI GURUDEV
@surajitpandit29403 жыл бұрын
khub sundor bhai, mon halka hoye gelo. subtle tone gulo khub bhalo esechhe
@souravigoswamichowdhury9043 жыл бұрын
ভীষণ ভালো লাগলো। খুব ভালো থাকুন আপনি দাদা।
@indiraroysarma15903 жыл бұрын
Mon juriye gelo!! 🌷
@aditighosh-hf4ph2 ай бұрын
Apurba
@shatadeepadas84422 жыл бұрын
KZbin a webseries Malhaar a pratham shuni. tarpor title card a sarod a Prithwidev er nam peye eikhane asa. Anabadyo! a jno mortye bose swargosukh bhog kora! Ato osadharan ekti gaan k sarode tola, swargiyo pratibha byatito samvab e noy. apnar sarbotovabe samriddhi ghotuk, ei prarthana kori. Malhaar chhobiti te er proyog-o otibo sundar.
@avantikarecitations30713 жыл бұрын
এটার অপেক্ষায় ছিলাম....
@nandinibasu3 жыл бұрын
Ki Sundor ❤️❤️❤️❤️
@ripanghosh53373 жыл бұрын
There is nothing more beautiful than making people sing along with you and giving voice to these strings to sing. ♥️🌻
@swatibasu32733 жыл бұрын
Khub sundor.. osadharon laglo. Thank you 😊
@suhanislibrary49583 жыл бұрын
অতূলনীয়
@sharifsheak63663 жыл бұрын
কি সুন্দর আহা...🌸🌸❤️❤️
@rabindrasangeetdr.mihirniy75033 жыл бұрын
Terrific and so courageous Sarod play of a pretty difficult track for Sarod! Really appreciate your continued enrichment of Rabindrasangeet in instrumental way. Amazing. You are going to go a long way- let me tell you
@subarnamandal72953 жыл бұрын
অদ্ভুত এক মুগ্ধতা রয়েছে এ বাদনে...❤️
@ganerbhuban23563 жыл бұрын
Khub sundor laglo
@sayantansarkar33273 жыл бұрын
Just spellbound আর কিচ্ছু বলার ক্ষমতা নেই এর মধ্যেই বহু বার শুনে ফেললাম ❣❣ অনেক শুভেচ্ছা রইল
@bhaskarpaul34323 жыл бұрын
অসম্ভব সুন্দর! অভিনন্দন!👍
@শুভচক্রবর্তী-য৭ব3 жыл бұрын
খুব সুন্দর
@lakshmikantadasdas84483 жыл бұрын
বলার ভাষা নেই, অসাধারণ
@adrishmodak78303 жыл бұрын
অপূর্ব সুন্দর ❤️❤️❤️🙏🏻
@pushpitasarker79223 жыл бұрын
দারুণ।
@Fromfuture563 жыл бұрын
তোমার video দেখার আগেই like দিয়ে দি.. কারণ আমি জানি তুমি সেরা 💗
@pushanbasu71923 жыл бұрын
Wow 🔥❤️
@piu95013 жыл бұрын
আমি বিস্ময়ে আবিষ্ট হলাম
@ajoydutta153 жыл бұрын
ভাল লাগল
@anweshadas37433 жыл бұрын
Morning and this .. oh...Perfect combo..
@avikboral54003 жыл бұрын
Aha❤️
@subratabaidik14943 жыл бұрын
Love u dada. Fantastic.
@santanubiswas70373 жыл бұрын
আসাধারণ।।।।।।।
@sadiarahmannowshin1073 жыл бұрын
কি শান্তির ❤️
@ripanghosh53373 жыл бұрын
আপনার গুনে অমরত্বের ছবি দেখতে পাই ♥️
@Lima.....6983 жыл бұрын
শান্তি 💜💜💜💜💜
@Rahul963 жыл бұрын
শান্তি 😌😌😌
@shreyosworld2 жыл бұрын
❤️❤️❤️❤️
@sibajidas49853 жыл бұрын
আমি একজন সামান্য শিল্পী হিসেবে এটুকুই বলতে চাই এইধরনের পরিবেশনা আমাদের একটা নতুন কিছু ভাবতে বাধ্য করে🙏🙏🙏
@VNSMusic3 жыл бұрын
@ Our version of "Ami rupe tomay bholabo na" Please feedback.
@alokparnasamadder57143 жыл бұрын
অনেক দিনের ইচ্ছা ছিল এই গানটা শোনার,thank you 🌸
@Kongorbidisha3 жыл бұрын
☮️ peace on every second.. bless you
@sathibiswas98643 жыл бұрын
অসাধারণ♥️
@ExplorerShantnu3 жыл бұрын
kubi sundor
@zubairislam83473 жыл бұрын
Please open a channel in Spotify 💜 Excellent works. Eases the mind Thanks you. Much love
@mithilamedha63853 жыл бұрын
অসাধারণ ❤💛
@BoshudharaBanerjee3 жыл бұрын
সাধু... সাধু।
@suravisengupta72113 жыл бұрын
One of my favorite song ❤
@anweshaacharjee83993 жыл бұрын
"চোখের আলোয় দেখে ছিলেন চোখের বাহিরে " এই গানটা plz বাজাবেন 🙏🙏
@shreyabhattacharya13693 жыл бұрын
আমি খুব কম ভিডিওতে লাইক দি, তার কারণ আমার liking videoes এর লিস্ট এ খুব সিলেকটিভ কিছু ভিডিও থাকে যেটা আমি মাঝে মধ্যেই দেখি। এই প্রথম কারুর প্রত্যেকটি ভিডিও তে লাইক করে আমার selective videoes এর লিস্টে রাখলাম। ভীষন সুন্দর বাজান আপনি। যতবার শুনছি যে কটা শুনলাম ভীষন ভালো লাগলো। ❤️
@soumiksau46483 жыл бұрын
বাজালেন কি করে? এই গান টা গাওয়াটাই কি কঠিন। Hat's off to you.
@swarupaghosh82203 жыл бұрын
আহা!!!
@namrataroy81993 жыл бұрын
aha aha
@amvrini97893 жыл бұрын
Ekta song request..khelaghor bandhte legechi.. R ei gan ta just opurbo..bhasa nei tulona r..