Rabindrasangeet instrumental played on Sarod by Prithwidev Bhattacharyya | যন্ত্রে রবীন্দ্রসঙ্গীত, সরোদ বাদনে পৃথ্বীদেব ভট্টাচার্য
Пікірлер: 592
@arjunsikdar64923 жыл бұрын
আজ কতো গুলো দিন হলো আমার মা আমাকে ছেড়ে অনেক অনেক দূরদেশে চলে গেছে।না ফেরার দেশে।অনেক পছন্দ করতেন মা এই গানটা। I miss you ma😭😭😭(১৬-০৫-২০২১) অনেক ভালোবাসি তোমাকে মা।ভালো থেকো মা।😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
@murarikartik77813 жыл бұрын
😥😥😥😥😥
@indiraroysarma15903 жыл бұрын
Ami prarthona kori ei gaan tomar shokti hoye uthuk ...Valo theko
@rimpanaskar98763 жыл бұрын
She will always be there with you...🙏
@sanjoybsk3 жыл бұрын
Can feel you bro. Sending love.
@arjunsikdar64923 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
@alhasibsifat69033 жыл бұрын
একপশলা বৃষ্টি হয়ে গেলো মাত্র! রাত দশটা বাজে! দোতলায় অপরিপূর্ণ রুমের দুটো দরজা খুলে দিয়ে বসে আছি! ঠান্ডা হাওয়া আসছে! পাশের ডোবা থেকে ঝিঁঝি পোকা আর ব্যাঙ এর ডাক! কি অসম্ভব সুন্দর একটা মুহুর্ত! পুরো গ্রাম জুড়ে বিদ্যুৎ নেই কোথাও! এই ঠান্ডা বাতাসের ভেজা গন্ধ নিতে নিতে ভাবি যখন আমি এইখানে থাকবো না! আমার চরন পড়বে না যখন বাটে তখন কি এই সুন্দর প্রকৃতি আমাকে মিস করবে? প্রতিদিনের প্রভাতে কী কোকিল'রা বারান্দায় কারো জন্য অপেক্ষা করবে? এই সৌন্দর্য যদি নাইবা আমাকে মনে রাখে তবে দূরদেশ থেকে আমি নাহয় তারার পানে চেয়ে আজকের এই সুন্দর রাতের মায়ায় ডুব দিবো! যে মায়া কবিগুরুর মন থেকে এতো সুন্দর সব কথা বের করিয়েছিলো! কি অসম্ভব সুন্দর আপনার সুর! ♥️
@arabindachattaraj92793 жыл бұрын
হাসিব ভাই তোমার কলমের হাত আছে, মনের কথা সহজে যায়না বলা । লেখো , এগিয়ে যাও। 💐
@Rahuldas0-t4l Жыл бұрын
আপনার লেখা পড়ে আমি মনোমুগ্ধ
@anusentapu6 ай бұрын
করবেই...কারণ প্রকৃতি আপনার মত মানুষকে ভালবাসে বলে সেও ষোলো কলা পরিপূর্ণ হয়ে এসে ধরা দেয়!
@sudarsanpramanik71846 ай бұрын
❤
@bijorianna35642 жыл бұрын
রবীন্দ্রনাথ না থাকলে কি যে হতো আমার!! হাজারো কষ্টের মুহূর্তে রবীন্দ্র সঙ্গীতই শ্রেষ্ঠ সঙ্গীর ভূমিকা পালন করেছে🤍🤍
@saikatsmiling93983 жыл бұрын
“যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়”, তখনও কিন্ত এই সরোদ এর তারগুলা যেন আদি ও অকৃত্রিম থাকে আমাদের মধুর ধ্বনি শোনানোর জন্য। অসংখ্য শুভেচ্ছা রইল....
@TwoPencils3 жыл бұрын
গত পরশু বাবা কে হারালাম, আর বাবার পায়ের চিহ্ন এই বাড়িতে পাবনা। অসামান্য বাজালে দাদা। 🙏
মনের অনুভূতিগুলো রীতিমত চোখের জল হয়ে ঝরে গেল। কোনো ভাষা নেই বলে বোঝানোর গানটির প্রতি🖤
@nazmusshakib66903 жыл бұрын
Sotty r rate jokhon suni khub kosto lage.
@chotkoochowdhury84583 жыл бұрын
Chilam , nei akhon tabuo achi . Poreo thakbo, hoyto molinata dheke debe mone . Tabuo jano theke jbo amolin manone . Sei sapno e ki mon bunechilo Gurudeb er . 💔💘
@matal67513 жыл бұрын
হুম
@parthaghosh52183 жыл бұрын
আত্মা শরীর পরিবর্তন করে মাত্র।বাবা,মা ও আমার একমাত্র দাদা যেখানেই থাকো,ভালো থেকো।
@cyrusjohnson22453 жыл бұрын
এর থেকে ভালো মনোচিকিৎসা কি আছে... রবীন্দ্রনাথ বেচে থাকলে আমি মেয়েদের থেকে তার প্রতিই আকৃষ্ট হতাম...তারে পাওয়ার জন্য
@dishadalui87282 жыл бұрын
Valo boleachen🌝❤️
@airokib4 ай бұрын
Are you gay?🥴
@samarpitaghosh95133 жыл бұрын
হঠাৎই আপনাকে খুঁজে পেলাম ইউটিউবে । এখন আপনার ফ্যান হয়ে গেছি । অনেক ধন্যবাদ । এত সুন্দর উপস্থাপনার জন্য ❤❤❤
@trinachakrabarty98273 жыл бұрын
এই মধ্যরাতে ঝর ঝর করে চোখের জল ফেললাম এটা শুনে। কিভাবে হলো জানিনা। তবে ভেতরে গিয়ে লাগলো। কিছু প্রিয় মানুষের কথা বড্ডো মনে পড়ে গেল
@photogeniccreationsb37213 жыл бұрын
কিছু গান অন্তরে গিয়ে বাজে। নিজের অজান্তেই চোখের জল পড়ে বালিশ ভেজে। এই গানটি তার মধ্যে একটি।
@soumyabanerjee65253 жыл бұрын
কিছু সময়ে চোখের জলে বালিশ বা ওড়না বা টিসু বা রুমাল ভিজে যাওয়া ভালো। নাহলে আবার মনের ভিতরে ওই কান্না গুলো pandemic বা অতিমারী হাঁকিয়ে বসে থাকবে যেটা আবার CoVID এর চেয়ে বিস্তর ভয়ঙ্কর!
@sanhitakhan56603 жыл бұрын
@@soumyabanerjee6525 akdom thik bolechyen
@sudipcreations9916 күн бұрын
সুর, তার পূর্ণতা পেলো ❤️🤍
@anikaibnatera65103 жыл бұрын
আমার মায়ের খুব পছন্দের গান ছিল এটা, আজ আম্মু নেই ৪ বছর হয়ে গিয়েছে। যখনই এই গান শুনি মনে হয় প্রতিটা শব্দ যেনো আম্মু বলছে আমাদেরকে এমন ভাবে মিলে যায় গান টা। যতবার গান টা শুনেছি চোখের পানি ধরে রাখতে পারিনি অনেক চেষ্টায়ও। আজ অন্য এক মাত্রা যোগ করলেন আপনি, শুনে মনে হচ্ছিল পুরনো দিনের সব সৃতি গুলো দেখতে পাচ্ছিলাম।
@ochenashanu14933 жыл бұрын
rest in peace 🙏
@anikbabu59283 жыл бұрын
I have lost my mom till 2years, it was her favou
@PromaGF9 ай бұрын
এই গানের মর্ম শুধু তারাই বুঝবে।। যারা ২০০৩-০৫ এর পূর্বে জন্ম নিয়েছে।। এইসব গানের মর্ম ভাষায় প্রকাশ করা সম্ভব না। অতুলনীয় চিন্তা ধারা রবি ঠাকুর।।
@adittaroy76925 ай бұрын
আমি ও বুঝি ,যদিও আমার জন্ম ২০০৭
@rajasreebanik5 ай бұрын
আমিও😊@@adittaroy7692
@AshrafunNahar-l7s3 ай бұрын
@@adittaroy7692 আমি যে ২০০৯,যুগের স্রোতে হারায়নি এ-ই ছেলে,ঠিকই আছে আগেরকার স্রোতে ভাসমান
@SumanBiswas-s7oАй бұрын
@AshrafunNahar-l7s আমিও ২০০৬ ভাই
@anikdas28933 жыл бұрын
আমার ঠাম্মা তুমি যেখানে থেকো ভালো থেকে। আমি গিটার বাজায় কিন্তু আপনার সারদ আমাকে মুগ্ধ করল। ঠাম্মা সেই দূর দেশ থেকে আপনাকে নিশ্চিয় আর্শীবাদ করবে। আমার প্রণাম নেবেন। 🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻
@sudiptachowdhury92243 жыл бұрын
গত তিনমাস আগে আমার দিদি কে হারিয়েছি। অকল্পনীয় সত্যির সামনে হঠাৎ পড়তে হয়েছে। বাস্তব হয়তো এতটাই কঠিন। কোনোদিন ভাবিনি এভাবে কোনো গান বা সুর শুনে দিদির জন্য এভাবে চোঁখের জল ফেলতে হবে।
@chaitidutta2975Ай бұрын
অপূর্ব লেগেছে, জীবনের সব মুহুর্তে রবীন্দ্র সঙ্গীত আছে 👍👌
@indranilpahari334 Жыл бұрын
না ফেরার দেশের মানুষরা ভালো থাকুন। অসহায় এই পৃথিবীর ভালোবাসা ও শ্রদ্ধাঞ্জলী সবসময়ই আপনাদের খুঁজে বেড়ায়...
@indiraroysarma15903 жыл бұрын
আপনার বাজনা আমাদের কষ্ট ,দুঃখ ভুলিয়ে দেয় ..এতে healing power আছে !👌
@thearnabsen76083 жыл бұрын
😊 শঙ্খ ঘোষ ও চলে গেলেন... গানটা যেন বড্ড বেশি জীবন্ত।
@swatmasyndhihrid3 ай бұрын
মধ্যরাতে ঘুম ভেঙে গেল! আরো মন ভাঙা উপভোগ করতে এলাম
@avantikarecitations30713 жыл бұрын
অসাধারণ...সকাল-সকাল এগুলো morning motivation হিসেবে কাজ করে...সুপ্রভাত
@dassaptarshi44243 жыл бұрын
Morning motivation 😭😭😭😭
@biswajitsikdar32983 жыл бұрын
দিন দিন বড় হচ্ছি , বেড়ে উঠছি আর পরিচিত হচ্ছি এই সমস্ত গান গুলির গভীর অর্থের সাথে 🖤🖤 হ্যাঁ বড় হচ্ছি সাথে বুঝতেও শিখছি খানিকটা 🖤🖤
@Mysterious-_-Man_133 жыл бұрын
চলে যাবো,যেতে হবে ..তবে কেন শুধুই মোহ মায়া বাড়াচ্ছি এই দুনিয়ায়।
@goes99973 жыл бұрын
Asun amra bhogi theke Tayagi hoi
@debasmitanaskar71843 жыл бұрын
রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ সৃষ্টি এবং আপনার হাতের জাদুতে বারবার মুগ্ধ হই❤
@sumantrabid59033 жыл бұрын
"নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে...বাঁধবে নতুন বাহুডোরে, আসব যাব চিরদিনের সেই আমি..." এর মানেটা উদ্ধার করতে পারলেই, জীবনের অর্ধেক রহস্য উন্মোচন হয় যায়.. আমার মতন এতবার শুনেও পুরানো করতে পারেননি অনেকই এই গানটাকে, এখানেই কবিগুরুর স্বার্থকতা ।। ❤❤ভালোবাসা নেবেন❤❤
@avijitmandal30033 жыл бұрын
“নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-ডোরে” নতুনত্বের স্পর্শই হয়তো আমাদের নতুন ভাবে বাঁচতে শেখায়,ভীষন ভালো লাগলো দাদা।
@ayantikadas22533 жыл бұрын
Aha !!!! Mon bhore gelo ..... Onek valobasa apnake.... Sotii apnar hate jadu achhe....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@gazinur4435Ай бұрын
কি মুগ্ধতা ছড়াচ্ছে চারদিকে 🙏
@maaayisha3 жыл бұрын
কি ভীষণ সুন্দর করে বাজান আপনি... ভেতরে একটা শূন্যতা জাগিয়ে দেয়🍂
@abhijitbasu389128 күн бұрын
Soroder sunder sabde hriday poripurna , apnake pronam janai Ar spnar jonney issorer nikot purthana janai apnar mota sobsomoy khushite vore thakuk .
@rabeebibrat18053 жыл бұрын
রবীন্দ্রসংগীতের জন্য যথার্থ বাদ্যযন্ত্র! perfect!
@sarmisthabiswas87953 жыл бұрын
আমি যখন গীটার বাজাতাম আমার মা পাশে শুনতো। এই গান গুল শুনলে বাবা মার কথা মনে পড়ে সেদিনের কথা আজ তারা নেই।👍💯💯
@tapasdebroy21762 жыл бұрын
এই গানটা একটা ধ্যান , উপলব্ধি ও জীবন দর্শন , মনে হয় এই গান টা রোজ একবার করে মনে মনে গাওয়ার চেষ্টা করলে নতূন নতূন ভাবে সৃষ্টি হবে, যেটা জীবনের পথে খুব খুব মূল্যবান সম্পদ।🙏🏼🙏🏼
@sreeparnadas29292 жыл бұрын
Baba ke haranor smriti mone pore gelo eta shune.. Thank you for bringing soul and music to our broken hearts. You are a gem, Prithwidev sir! 🙏❤️
@somesbhowmick20823 жыл бұрын
akhane million ta like dite parle shanti hoto . really amazing !!!!!!!
@chanchalasen12183 жыл бұрын
কে বলে গো সেই প্রভাতে নেই আমি.... এই অনুভূতি নিয়ে বেঁচে থাকা...অনবদ্য !
@mashudkhalifa77553 жыл бұрын
Sotto.
@ওবাইদুলহকবৈরাগী-ফ২ঠ3 жыл бұрын
মনে হচ্চে গানটা রবী ঠাকুর শুধু আপনার জন্যই লিখে গেছেন🥺 এত মায়া
@nameless34113 жыл бұрын
আহা। আহা। আহা। আহা। সুরটা শুনে মনে হলো জীবনটা মানে এইত্তো।
@somnathaditya35533 жыл бұрын
আহা মনটা শান্তি পেলো। এটা আমার আর মায়ের খুব প্রিয় গান। আর আপনার বাজনা তে যেনো আর ও শান্তি এলো মনে।
মনটা খুব ভারী হলে এই সেতারের সুর মনটা কে আবার হালকা করে দেয়।❤❤
@arpansaha87693 жыл бұрын
Eta Sarod,Setar noi.
@monideepadas96552 жыл бұрын
ভারী সুন্দর,মন ভরে গেল।
@soumopriyasenapati11673 жыл бұрын
Dada tumi sotti darun bajao, protita bit amr heart touch kore
@irfanrahman57253 жыл бұрын
আসে মানুষ চলে যায়, স্মৃতি থেকে যায়৷ কতো কতো দিন হলো নানু নেই, নেই নানা, দাদা নেই, দাদু নেই... তখন আমায় না-ই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে না-ই বা আমায় ডাকলে...
@paromitatarafdar46093 ай бұрын
Asanto mon ta santo hae gelo...asadharan
@mridulaganguly39683 жыл бұрын
আজ থেকে আমিও ভক্ত হয়ে গেলাম
@brishtibrishti92063 жыл бұрын
ভারী মায়াবী সুর এই যন্ত্রটার, মুগ্ধ.......
@amvrini97893 жыл бұрын
Choke jol ese gelo surer murchonay.. opurbo dada..🙏🏻🙏🏻
@ritadhara52633 жыл бұрын
Khuuub bhalo laglo, abar mon tao khub kharap hoye galo.
@traindrilamukherjee16342 жыл бұрын
Eto beautifull sarat bajano shune man bhore gelo 😌😌😌😌
@sksajeeb1632 Жыл бұрын
এত হৃদয়স্পর্শী, আহ!
@debasishsaha27482 жыл бұрын
Asadharon Nibedon.tume ato sunder Rabindra Sangeet Sur soroder modhye futuye tulecho.tomar bajnar modhye Rabindra Sangeet o Rabindra Natha Thakur bache thakbe.amar Shuvecha roilo tume aro bhalo Rabindra Sangeet er Sur bajia sunabe..
@siddharthasadhu60613 жыл бұрын
সরোদ যে এমন সুন্দর কথা কয় , আপনার এই ভিডিও টা না দেখলে হয়ত বুঝতে পারতাম না,,, কোনো দিন সুযোগ হলে আপনার সাথে দেখা করার ভীষণ ইচ্ছা রইল।
@tirtharajbhattacharjee Жыл бұрын
আপনি অসাধারণ পৃথ্বীদেববাবু....সত্যিই অনন্য 🧡
@missiongovtservice98772 жыл бұрын
কি বাজনা মন টা কেপে কেপে উঠছে।এত প্রাণ কি ভাবে আনেন।
@debabrataadhikari1626 Жыл бұрын
কি অপরূপ সৃষ্টি!!
@riteshdas39483 жыл бұрын
আপনি এত দারুন বাজান, just গায়ে কাঁটা দিয়ে ওঠে,,, কি আছে আপনার মধ্যে? কে আপনি? উফফফফ
@somtirthasarkar11073 жыл бұрын
Ki asadharan bajan apni ... hriday chua gelo😄
@siulibar25702 жыл бұрын
গানটা আমার প্রিয় গানগুলির একটা। সুরটি শুনে মনে যে অনুভূতি হচ্ছে সেটাকেই হয়তো পরম শান্তি বলে। অনেক কিছু মনে করিয়ে দেয় গানটা। প্রিয় নাম, প্রিয়জনের ছেড়ে যাওয়া, প্রিয় মুহূর্ত যা জীবনে কোনোদিন আর ফিরে আসবে না ।
@polibagchi55793 жыл бұрын
পুরো মনে বিঁধে গেল ...এই কথাগুলো যেন 😍নিজের অজান্তেই চোখে জল চলে এল
@ParijatBanerjeemedia3 жыл бұрын
সবচেয়ে প্রিয় গান..সুর...আমার মায়েরও ভারী পছন্দের ছিল এই গান খানি...যতক্ষণ সুর খানি শুনছিলাম...মন বলছিল তিনিও আছেন ...বাঁচছেন আজও আমারই অন্তরে...ভালো থেকো পৃথ্বীদেব... এভাবেই তোমার সুরে এমন সকল প্রভাত রাঙিয়ে ভালো রেখো সকলকে...
@mousumidebangshi40883 жыл бұрын
আহা....... মনটা ভরিয়ে তুললো ❤️
@PriyankaGhoshDotaraদোতারা3 жыл бұрын
এই আপনার এত সুন্দর বাজনা, এত মধুর, এত উদাস, চোখ বন্ধ করে শুনছিলাম সত্যি চোখে জল আসতে বাধ্য হলো, এত সুন্দর সরোদের বোল.. উফফফ
@Unknown.120348 ай бұрын
Ai gaan ta amr kub priyo ❤kub valo laglo
@pradippahari54253 жыл бұрын
Tomar sarad bàjano sunle sob dukho kasto kome jai . God bless you
@chaitalidas316 Жыл бұрын
WONDERFUL
@samikchakraborty2133 жыл бұрын
Apurbo. Tribute to my mother Famous artist maya Chakraborty
@subhrasrija3 жыл бұрын
কত বার যে শুনেছি তার ঠিক নেই, শুনে যেতে ইচ্ছা করছে, কি মিষ্টি বাজানোর হাত, 🥰
@AstamBasuJyotish3 жыл бұрын
এই প্রভাতে কিসের টানে শুধু কাঁদতে এলাম। মনের অতল আকুল করে কান্না। শুধু পরিশুদ্ধি পেতে।
@sudiptabhattacharyya13043 жыл бұрын
অসাধারণ ..মুগ্ধ হয়ে গেলাম..👍
@santoshkumar-qh2ii3 жыл бұрын
There was piece, there was soul, there was meaning, I don't know why people ignoring our Indian musical instruments. How sweet to listen such a fantastic music. Thank you bhayya. Teach our young India.
@sayantanadhikary77763 жыл бұрын
Osadharon dada!!!!! Mon ta vore gelo!!!!!
@suchismitanag3 жыл бұрын
Osadharon..ontor chuya galo..
@asitachakraborty43482 жыл бұрын
Bheeshan bhalo laglo. 👌👌❤❤
@aditimukherjee51734 ай бұрын
মুগ্ধতা একরাশ 🙏🙏💐💐
@bibekranjansarkar50943 жыл бұрын
আমি অভিভুত, আপনার এই মধুর বাজনা শুনে। ভালো থাকবেন।
@duyelroy43873 жыл бұрын
যত শুনি ততই মুগ্ধ হই, ততই মনে হয় এক অন্য জগৎে চলে গেছি, পরম এক শান্তি আসে মনে। 😊
@argharaha20973 жыл бұрын
এক কথায় মন ছুঁয়ে গেল। অজস্র ধন্যবাদ আপনাকে।
@protickroy3 жыл бұрын
Ato rate! 1st View. Eta sunte sunte ghumobo 💓💓💓
@rizamostofa67933 жыл бұрын
এতো মন খারাপের মাঝে আপনাকে হটাৎ খুঁজে পেয়ে অনেক শান্তি পেয়েছি খুব বেশি মন খারাপ হলে শুনি ভালো লাগে
@SG-mt3pe3 жыл бұрын
আপনাকে শুনতে শুনতে নিজেকে হারিয়ে ফেলি । আপনার হাতে জাদু আছে । এ জাদু সারাজীবন থাকুক ।
@arindamdebroy72273 жыл бұрын
পুরো উপস্থাপনা শুনে মনে হল কেন এত দেড়ি করে আপনার সন্ধান পেলাম
@ananyadas6300 Жыл бұрын
আমার প্রিয় মানুষের গগান❤
@supritypriya98333 жыл бұрын
অসাধারণ। মন ভালো করে দেওয়ার মতো। ❣️
@purabichakraborty13813 жыл бұрын
আমার ছোট বেলা থেকে আইএ অবধি একসাথে থাকা বানধবী জয়শ্রী চারদিন হল চলে গেল, আজ জানলাম।তাকে এই গান নিবেদন করলাম।
@freelife23463 жыл бұрын
😭😭😭
@debasishghosh88473 жыл бұрын
অসাধারণ, অসাধারণ, অসাধারন। বাকরুদ্ধ। আরো কিছু শোনার অপেক্ষায়।
@chandanachatterjee57813 жыл бұрын
Khub bhalo laglo. Dhonoybad
@lusiyajana15043 жыл бұрын
সবচেয়ে পছন্দের গান .. ❤️ আর এটা শোনার পর গানটাকে আরও অনেক বেশি করে ভালোবেসে ফেলেছি.. ❤️❤️❤️
@nafisiqbal52993 жыл бұрын
Jak, aager video ta dekhe mon ush-khush korto, kokhon abar etar rendition ashbe Love from Bangladesh!
@gust_of_fall2 жыл бұрын
" তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি,,,সকল খেলায় সকল খেলায় করবে খেলা এই আমি "
@railisengupta113 жыл бұрын
শান্তির বারি!❣️ মন কেমনের ওষুধ ❤️❤️
@popysharma39733 жыл бұрын
বাবা নেই আজ ১৬ দিন,,,,ভাবছি আর কান্দব না,,,কিন্তু গানের সুর আবার কান্দিয়ে ছাড়ল🙂
@Indiastory20233 жыл бұрын
Normal গান গুলোর থেকে instumental music gulo jeno besi emotional । মনের onek kosto চোখের জল হয়ে বেরিয়ে যাচ্ছে
@ip-si-ta_13903 жыл бұрын
Petition to get your songs on Spotify and other platforms 🥺🥺👉🏼👈🏼❤️
@rajjaswarikayal73233 жыл бұрын
Badly Need him on spotify, seriously!!!! Please be there