Lyrics by Imtiaz Khan Full lyrics - কথা ছিল ভোরের স্নিগ্ধতায় মন রাঙাবে আলতো ছোঁয়ায় চাঁদনি রাতে নীল জোছনায় গান শোনাবো তোমার চাওয়ায় কথা ছিল হিমেল কুয়াশায় সিক্ত হব কিছু উষ্ণতায় ছুটির দিনে শ্রাবণ বরষায় সারা দুপুর ভিজব দুজনায় আজ কথা সব দূর বহুদূরে হারায় মন মানে না কিছুতে এই চির বিদায় দৃষ্টি আমার দূরের ওই তারায় তারে আগলে রাখি মনেরই খাঁচায় নীরবতায় কত ছবি ভেসে যায় কত কথা উঁকি দেয় মনেরই ভাবনায় শূন্যতায় নির্ঘুম নিরালায় কে যেন ছুঁয়ে দেয় আঁধারে না দেখা যায় মন কেন রে আঁধারেই পড়ে রয় ও সে মানে না কিছুতে এই চির বিদায় কথা ছিল রঙিন কল্পনায় গল্প সাজাব শত ব্যস্ততায় কথা ছিল গোধূলি বেলায় থাকবে তুমি আমার অপেক্ষায়
@aninditabanik39552 жыл бұрын
🥰🥰🥰
@moniruzzamanuzzal84302 жыл бұрын
❤️❤️❤️❤️
@atiaalvi75972 жыл бұрын
💝💝💝💝💝❤️❤️❤️❤️❤️
@naziaalam77092 жыл бұрын
মিফ্তাহ, তোমার এই গানের সুরকার কে? তুমি নিজে?
@tulizebunnaharnoor69852 жыл бұрын
❤️☘️
@nazmul6551islam2 жыл бұрын
গতকাল জীবিকার তাগিদে কম্বোডিয়া এসেছি, আজ আবার আমার জন্মদিন মিফতাহ স্যারের এই সৃষ্টি বোধ হয় আমার উপহার হয়ে থাকবে।
@nazmul6551islam2 жыл бұрын
আমি যখন প্রথম প্রেমে পরেছিলাম তখন একটা গান লিখেছিলাম সৃষ্টিকর্তা আমাকে তো আর সেই সুযোগ দেননি, আপনাকে আমার সেই কাজটা দিতে চাই। যদি আপনার আমার লেখা ও সুর ভালো লাগে ট্রায় করে দেখতে পারেন। আশা করি আপনার গড গিফটেড গলায় ভালোই মানাবে।
@travelstorybynaeeim2 жыл бұрын
যখন আপনার গানগুলো শুনি তখন অন্যরকম একটা অনুভূতি হয়, শব্দগুলো হৃদয়ে গিয়ে আঘাত হানে এবং মস্তিস্ক তার এস্ট্রোজেন হরমোন সিক্রেশন শুরু করে দেয়। এমন আরো সৃস্টির জনক হয়ে বেঁচে থাকুন মানুষের হৃদয়ে। ❤️
@northstar69882 жыл бұрын
E ek odvut onuvuti...shitol shundor ❤️
@AdiptaSuchayon Жыл бұрын
আপনার সব গান গুলোর একটা সংকল পেলে খুব খুশি হতাম। একটা পর একটা শুনতে শুনতে অন্য জগতে হারিয়ে যেতাম❤️❤️❤️❤️
@atikhasanador4459Ай бұрын
অসাধারণ অসম্ভব সুন্দর গান ❤ তা ছাড়া অসম্ভব সুন্দর করে গাইছে 😮
@sharminakter20182 жыл бұрын
গানের প্রতিটা কথা যেন আমাকে নিয়েই লেখা.. বাস্তবের নিষ্ঠুরতায় সত্যি মানতে পারছি না এই চির বিদায়...আজ কথা অনেক অনেক অনেক দূরে..কত কথা বলতে চেয়েও বলতে পারছি না..পারছি না বলতে অনেক অনেক অনেক ভালোবাসি রিদু তোমায়,ভালোবাসব তোমায়... যত দিন বাচঁবো আগলে রাখব তোমায় আমার মনে,আমার অনুভবে
@RajuAhmed-bl7pg2 жыл бұрын
দুঃখিনী দুঃখ করোনা 💔💔💔
@shahriar_prohor2 жыл бұрын
গত একটা মাস ধরে শুধুমাত্র আপনার গান গুলোর মধ্যে ডুবে আছি। অবশেষে, চির অধরা, অতঃপর, ভ্রান্তি, প্রাপ্তি শূন্য এই গান গুলো না শুনলে দিন টাই অশুভ মনে হয়। আপনার এই অনবদ্য সৃষ্টিগুলো আজীবন আমাদের মাঝে আপনাকে বাঁচিয়ে রাখবে। বর্তমানে শিল্পীর কোনো অভাব নেই। কিন্ত আপনাদের মত এমন শিল্পী শত বছরেও একবার জন্ম হয় না। আরো অনেক দোয়া ও শুভ কামনা আপনার প্রতি যেনো আপনি আরো সুন্দর সুন্দর সৃষ্টি আমাদের দিয়ে যেতে পারেন।
@udayaroy90442 жыл бұрын
A criminally underrated singer...
@victorychannel2804 Жыл бұрын
ভাই এ এক অন্যরকম অনুভূতি। অসাধারণ অসাধারণ। এককথায় লা জবাব।
@dehan977 Жыл бұрын
miftah you never disappoint me. Amr bicchiri golai take r gan sonano holo nah 😓😢
@Nbdyknow2 жыл бұрын
হায়রে বাঙালি! নিজেদের সম্পদকে বুঝতে আর কতদিন লাগবে জানিনা...সত্যিই অনেক আক্ষেপ হয়।।
@shahriar26532 жыл бұрын
ভাইয়া আপনার গানগুলো মৌলিক এবং সুন্দর। বর্তমানে খুব কম শিল্পীর এরকম সুন্দর গানের কথা আছে। এগিয়ে যান। আপনার গানগুলো আমার প্লে লিস্টে সর্বদা উপরে থাকে।
@sampadasgupta7512 жыл бұрын
শুধুই মুগ্ধতা।
@prodyoutkanjilal5433 Жыл бұрын
মন ভরে গেলো। অসাধারণ পরিবেশন।
@araratdecor952 жыл бұрын
Kalker tekhe shudu sarakkhon ay gaan ta suntesi ..oshadharon composer oshadharaon lyrics r miftah zaman just awesome...
@riadhossain864911 ай бұрын
শেষের সলোটা দারুণ ভাই। হয়ত একদিন দেখা হবে আপনার সাথে , আশা করি। সামনাসামনি দেখা হলো ...ইচ্ছা পূরণ
@mohammadjahedulislam99922 жыл бұрын
হৃদয় ছুয়ে গেলো। ভার্সিটি লাইফে যে এই মিফতার গানের প্রেমে পড়েছিলাম। ভাল থাকুন আমাদের মিফতা।❤️
@fkhan8465 Жыл бұрын
অসাধারণ একটা সৃষ্টি। ধন্যবাদ ভাই। এই গানের প্রেমে পড়েছি, কম্পোজিশন অসাধারণ ছিলো।❤️❤️❤️❤️❤️
@wgkalana2 жыл бұрын
All Sri Lankans are waiting to enjoy your new song.❤️❤️🇱🇰🇱🇰
@MuhammadAbid00-yd2qm5 ай бұрын
কালকে থেকে আবার শুনতেছি এটা,রিপিটেডলি🌸
@chhandabhattacharjee5059 Жыл бұрын
অসাধারণ! কথা সুর ও গানের গলা মনটা সত্যিই ছুঁয়ে গেলো... আরও গান শুনতে চাই..
@allarrangedhere2 жыл бұрын
প্রিয় মানুষটার কথা মনে হলেই আপনার গান শুনতে আসি আপনার গানগুলো শুনলে অজস্র স্মৃতি চোখের সামনে ভেসে উঠে
@abusayeed902 жыл бұрын
৫ মাস ১৮ দিন পরে নতুন গান শুনছি , ব্যস্ততায় এখনো ঈদের শপিং করতে পারিনি কিন্তু আপনার নতুন গান ঈদের উপহার হয়ে এসে গেল। নীল রঙের চশমাতে যা মানিয়েছে না আপনাকে,আর আমার পছন্দের নেভীব্লু শার্ট । শুভকামনা ।
@MiftahZaman2 жыл бұрын
So sweet to see that you have counted! Much love. Eid Mubarak. ❤️
@sheikhmeherabhossain30562 жыл бұрын
আমিও আপনাকে আগলে রাখি.... প্রিয় শিল্পী, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ❤
@নাড়িনক্ষত্র2 жыл бұрын
আপনার গানগুলো অসাধারণ।
@NazrulIslam-ch8hf2 жыл бұрын
আরেকটা মাস্টার পিস্ মিফতা স্যারের!🖤
@tenobislucit409210 ай бұрын
নিভৃতচারী কিংবদন্তী মিফতা ভাই❤
@cloudnonine36442 жыл бұрын
প্রতিদিনের প্লেলিস্টে 'তাকে আগলে রাখি' এড হলো ❤️
@abusayeed902 жыл бұрын
পাখির মত নতুন নতুন পালক যোগ হচ্ছে গানের তালিকায় ।
@pollabpolash22992 жыл бұрын
Tui dekha korsot na ekhno? Bhai to dhaka
@soumikpal97822 жыл бұрын
মুগ্ধ হয়ে গেলাম ❤️😍 পশ্চিমবঙ্গ থেকে অনেক ভালোবাসা আমার অন্যতম প্রিয় গায়ককে.... সৌমিক ☺️
@aakashkabir35432 жыл бұрын
❤️
@mohammadjiad4592 жыл бұрын
আহ!আপনার গানের মর্মাথ অনেকেই বুঝে না।যারা বুঝবে তারা আপনার সারাজীবনের ফ্যান হয়ে যাবে!ভালোবাসা❤
@rshuvo2 жыл бұрын
Apnar gaan chara ami ekti din o kolpona korte pari na. Oshadharon
@washiuddindollar2 жыл бұрын
Khub sundor Bhaijaan ❤️
@anamulhasanrafi46592 жыл бұрын
Miftah zaman has a legit fan base
@sampadasgupta7512 жыл бұрын
অসাধারণ, মুগ্ধতা অপার ভাইয়া।
@oniketudashin9132 жыл бұрын
এক কথায় অসাধারণ! মিফতাহর গান একেবারে বুকে জমে যায়। অনেক শুভকামনা রইল। বারে বারে শুনছি। শুনতে থাকব।
@mamunurroshidrubel25362 жыл бұрын
দৃষ্টি আমার দূরের ঐ তারায় তারে আগলে রাখি মনেরই খাঁচায়। সব সময়ের মত অনন্য অসাধারণ!🌼
@sampadasgupta751 Жыл бұрын
মিফতাহ চিরকালীন। অসাধারন অসাধারন
@asthakhan3652 Жыл бұрын
গতরাতে হঠাৎ করে এই গানটির কয়েকটা lyrics শুনে KZbin এ গানটি শুনতে আসলাম ভীষণ ভালো লাগলো, অবশ্য কাল রাতেই আন্দাজ করেছিলাম ভয়েস টা আপনারি ছিলো 😄 অনেক বড় একজন ফ্যান আপনার স্যার ভালো থাকুন সব সময় ❤
@Careless26102 жыл бұрын
আপনার প্রতিটি গানের কথা ই আমার নিজের অব্যক্ত অনুভূতির বহিঃপ্রকাশ মনে হয়...❤️
@jobayerahmed47142 жыл бұрын
আপনার গান প্রথম আমাকে শোনায় আমার প্রাক্তন। তখন প্রথম শুনেই আমি যে কথাটা প্রথম বলেছি আপনার গান আগে কেনো শুনি নাই আমি তারপর থেকে রেগুলার আপনার গান শুনি এতো মনোমুগ্ধকর আমি নির্বাকচিত্তে শুধু শুনতেই থাকি। আমার মনে একটাই প্রশ্ন এতো জোস গেয়েও এতো আন্ডাররেটেড কিভাবে?
@salmanahmed97762 жыл бұрын
you’re the best miftah zaman sir - এসব গান শুদু measure মানুষদের জন্য unmeasured মানুষ এসব গান মরম বুজবে না ওরা শুদু পরে আছে হির আলম এবং কাচা বাদাম নিয়ে -কবে বাংলাদেশের মানুষ talent য়ের মরজাদা দিবে 🙂 Ilove you sir 🖤🌸
@nasimahmed53942 жыл бұрын
মিফতাহর গান মানেই ভালোবাসা 🥰
@yeasminrumi83962 жыл бұрын
বরাবরই অসাধারণ!!! আমার প্রিয় শিল্পীর হতে পাওয়া যেন একটা আস্ত বাস্তব উপহার। অশেষ অশেষ শুভকামনা ও ভালবাসা জানাই প্রিয় শিল্পীর প্রতি...... ❤️❤️❤️
@farhanamunni91132 жыл бұрын
সুন্দর কথা, দারুণ সুর, দারুণ গায়কী! অসাধারণ!
@zehadyt4716 Жыл бұрын
অসম্ভব সুন্দর একটা গান🥰
@arjubaba72652 жыл бұрын
মিফতাহ ভাই আপনার গান গুলো অসম্ভব সুন্দর। এই একটা গান আমি টানা দুইদিন শুনেছি। প্রতিদিনই এই গানটা শুনি।
@tasbirzunayed3203 Жыл бұрын
Khub bhalo lagce mon choye gache love u bro
@mahbub36652 жыл бұрын
বাংলা সংগীতের মরুভূমিতে যেনো পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের এক পশলা ঝুম বৃষ্টি হয়ে গেলো। শুভ কামনা রইলো ভাই। 💞
@alpanachoudhury41138 ай бұрын
Onek din por notun gan shunlam. Bhalo laglo
@mrtarek49642 жыл бұрын
অনেক অপেক্ষার পর আপনার নতুন গান পেলাম। মনে শিহরণ জাগানো সেই মেলোডিয়াস ভয়েস। সত্যিই কিছু বিদায় চিরবিদায় নয়। কিছু অপূর্ণ ইচ্ছে চিরকালের। আপনার আরেকটি মাস্টারপিস নিশ্চিতভাবেই। চির অধরার মত এই গানের ও অনেক অনুরোধ পাবেন লাইভে ভবিষ্যতে । ধন্যবাদ প্রিয় ইমতিয়াজ ভাইকে এত সুন্দর অন্ত্যমিল করার জন্য।
@wm2000wm2 жыл бұрын
এতো ব্যস্ততার মধ্যে এত্তো স্নিগ্ধ একটা গান আমার মনকে শীতল করেছে। এমনই আরও অনেক অনেক নতুন আর রুচিসম্মত গান শুনতে চাই আপনার কন্ঠে। আমার খুবই ভালো লাগে। ☺️ আচ্ছা আপনি আবার কবে ভ্লগ আপ্লোড করবেন?? 🤗
@SAHRIAR_HOSSEN2 жыл бұрын
প্রতিটা গান ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ের
@shuvomajumder34802 жыл бұрын
অপেক্ষায় ছিলাম নতুন গানের জন্য
@cutout98992 жыл бұрын
ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে বোধহয় এতো সব সুন্দর গান শুনতে পেতাম নাহ🙂🙃 Another masterpiece 💜 Raw Voice 💝 Tnq vai @miftah zaman❤️
@minionsaif87522 жыл бұрын
সবসময়ই আপনার গানের অপেক্ষায় থাকি
@threadder00762 жыл бұрын
অসাধারণ ❤️
@sukantopramanik13962 жыл бұрын
আহা হৃদয় ছুঁয়ে গেলো। ❤️
@safitheyoungerbro072 жыл бұрын
এতো ভালো গান views হয় না কেন??? 😇😇🥰❤️
@taslimabegum8947 Жыл бұрын
গানটা শুনে তার কথা মনে পড়ে গেল
@benjamindip64862 жыл бұрын
আপনার নতুন নতুন গানগুলোর জন্য সদা সর্বদা অপেক্ষায় থাকি। আপনার গানগুলো জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি আপনার একজন অন্ধ ভক্ত সেই ২০১০ থেকে। ভালো থাকবেন, অনেক ভালো। আর হ্যাঁ এই গানটাও মারাত্মক লেভেলের মাদকতায় ভরা। #লাভ_ইটস। ❤️
@MiftahZaman2 жыл бұрын
Thank you so much. Much love! 😊❤️
@tawhidulislam45632 жыл бұрын
প্রতিটা লাইন মন ছুঁয়ে যাচ্ছে। অনেক অনেক ভালোবাসা আপনাকে স্যার❤️❤️
@SumonaMuheet2 жыл бұрын
ভাই আপনার প্রতিটি গান এবং গায়কি সত্যি সত্যিই অসাধারণ! 💖 আপনাকে নিয়ে আমরা গর্ব বোধ করি। এখনকার সময় এতো সুন্দর রুচিশীল গান উপহার দেয়ার জন্য। আরও ভালো লাগে, যখন মনে করি আপনি JCC এর আমার পরিবারের ২ জন JCC এর তো তাই হয়তো এই ভালোলাগা ভাই আপনি ভালো থাকবেন সবসময়
@tonaykar51732 жыл бұрын
ভালোবাসা 😍😍😍 অসাধারণ ভাই 😍😍😍
@sharifislamgazipur2 жыл бұрын
অনেক দিন, অনেক দিন পর মৌলিক কিছু, অপেক্ষায় ছিলাম।❤️❤️❤️❤️
@arghodas86822 жыл бұрын
আপনার প্রত্যেকটা গান, একএকটা মাস্টারপিস। 💚
@subratanath93052 жыл бұрын
oshadharon oshadharon,. Miftah vai.
@rumanaferdousy22772 жыл бұрын
Arijit sing of Bangladesh. ❤
@mustafiz0122 жыл бұрын
কি কণ্ঠ পেয়েছেন আপনি ❤❤
@adityaroy58232 жыл бұрын
আহহ 🥺🖤, আপনি যে এত সুন্দর গান করেন 🖤✨
@mdtito10812 жыл бұрын
এ বেলায় এসেও তোমায় পাবো শুধূ তোমায় আলতো করে একটু ছোঁয়ে দেখা'র জন্য তা যেমন অকল্পনীয়। ঠিক তার চেয়েও বেশি অকল্পনীয় তোমার কাছ থেকে এমন নিকৃষ্ট ভাবে অপমানিত হতে হবে ভেবে😭 বিদায় টা এমন ভাবে হবে ভাবিনি😭🙏🙏 ভালো থেকো😭
@shimuldev79352 жыл бұрын
বাহ! এতো সুন্দর
@abdulmubinimran6299 Жыл бұрын
কমেন্ট করে গেলাম ২০৪০/৫০ সালের ছেলেদের মেয়েদের জন্য জানি না তোমরা কী রখম গান শুনো কিন্তু আমাদের সময় একজন সুর কন্যা মিপ্তা ভাই ছিলো ❤
@aninditabanik39552 жыл бұрын
তারে আগলে রাখি মনের খাঁচায় 🖤
@hasnahena6590 Жыл бұрын
গান শুনে শিহরিত হয়ে যায়।
@bishwanathchaudhari52072 жыл бұрын
মিফতা স্যার অনেক অনেক ভালোবাসা রইলো❤️।আপনাকে সামনাসামনি শোনার খুব ইচ্ছা। যদি কখনো বরিশাল বেড়াতে আসেন তাহলে আমার বাসাতে আপনার দাওয়াত❤️।ভালো থাকবেন স্যার, আর এরকম গান আমাদের উপহার দিবেন😊
@rabeyabasri80072 жыл бұрын
আর কিভাবে প্রকাশ করলে বলতে পারব যে ভাইয়ের কন্ঠ, ভাইয়ের গান আমার কি পছন্দ কি ভীষণ পছন্দ!!! এটা বলে বোঝানো আমার জন্য বড় দায়। অফুরন্ত ভালোবাসা আর শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।
@nahianzaman66472 жыл бұрын
Another heartmelting from the gentleman
@somnathmondal6276 Жыл бұрын
❤❤❤❤ seraaa
@hsnuruddin13642 жыл бұрын
শুধু অপেক্ষা করি আপনার নতুন গানের, আপনার প্রতিটা গান আমার মন ছুয়ে যায়, আর এই গান টার ট্রেলার দেখছিলাম 2 লাইন এর তখনি ভালো লেগে গিয়ে ছিলো গান টি, ধন্যবাদ আপনাকে ভাইয়া এমন একটি গান উপহার দেওয়ার জন্য ♥🌚💙
@asifiqbaljitu26232 жыл бұрын
Valobasi vai apnk oh apnr gulo kae❤️🥰
@minturohoman18592 жыл бұрын
অসাধারণ
@MdSakib-ph5sq2 жыл бұрын
মিফতা মানেই আগুন🌹🌹❤️❤️
@marufhasanrabbi85732 жыл бұрын
আমি একজন ব্যার্থ মানুষ এটাই আমার সবচেয়ে আপন ও সফলতার গল্প।
@mazidulislam062 жыл бұрын
সব গান সবার জন্য না ☺️ আহ্ শীতলতা.......
@zahidulislamshakil44372 жыл бұрын
"ভ্রান্তি" গানটা যদি Remastered রিলিজ দিতেন ভাই?! আমার অনেক ফেবারিট আপনার গাওয়া গানটা।
@shaheenkhan1262 жыл бұрын
Oshadharon! 💚
@raficious4007 Жыл бұрын
one of my big wishes is to listen to this magical man in an open concert and bless myself.
@geetanjolypreet76422 жыл бұрын
Miftah bhai rocks
@raselhosenbiplob7652 жыл бұрын
শুনলেই শুনতে ইচ্ছে করে বারবার 💗💗💗
@rubayatparvin66242 жыл бұрын
Such a magical voice you have. MashaAllah. I have been listening ur music since my clg life back in 2013.. those days were just magical with ur musics. God bless you and ur family
@zobayerahmed33542 жыл бұрын
mind blowing...this is not a song, this is complete feelings of incomplete love
@zobayerahmed33542 жыл бұрын
🥰
@zakiasultana43312 жыл бұрын
Vai, khub shundor akta gaan
@mr.probir45142 жыл бұрын
অসাধারণ, ধন্যবাদ।
@sartazislam68942 жыл бұрын
Again! Another masterpiece.!! ❤️😍
@sheikhmohammadadiluddin98642 жыл бұрын
অসাধারণ হয়েছে।
@afiaety99442 жыл бұрын
জাদুকরী গলার সুর♥
@mustafamhafuzhira1072 жыл бұрын
old school lyrics. The guitar solo was good
@rabiulislamshine66582 жыл бұрын
চিরো অধরা শুনার পর থেকে আপনার প্রেমে পড়ে যাই ভাই, বেশী দিন হয় নাই 2017 থেকে আপনার গানের প্রেমে আমি
@informativeguy1652 жыл бұрын
ভাই গান ভালো লাগলে নিচের লিংকে গানটি শুনতে পারেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন👇😊 kzbin.info/www/bejne/bpKvm5-Qd5aAl6c