মিলিবাগ রাসায়নিকের প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে নিম্ফ দশায়। তাই টবের গাছে মে মাসের পর দানাদার কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। ফল ও সব্জীর ক্ষেত্রে অবশ্যই ফুল আসার আগে চারা অবস্থায় গাছের গোড়ায় দানাদার কীটনাশক প্রয়োগ করা উচিত। বাহারি ও ornaments এর ক্ষেত্রে কোন বাধা নেই। কারটাপ ৪ জি (পাদান, ক্রিটাপ) বা ক্লোরোপাইরিফস ১০ জি (লেথাল, রাডার, ডার্সবান) বা কার্বফুরান ৩জি (ফুরাডন) যেকোন একটা ১/২ - ১ চামচ হিসাবে টবের মাটিতে ছড়িয়ে দিতে পারেন।
@dyingphage33165 күн бұрын
Darun darun... Asadharon detailing
@mrigendranathjana21157 күн бұрын
খুব ভালো লাগলো। এই বিষয়ে আরও সমৃদ্ধ হলাম। শুধু চাষি ভাইরা নয়, যাঁরা বাড়িতে বা ফ্ল্যাটে সখের বাগান করেন তাঁরাও খুবই উপকৃত হবেন। তোমার এই ধরনের পরবর্তী ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবো দাদা।