মন ভালা না রে তোর পিরিত ভালা না রে বন্ধু। তোর প্রেমে পাগল হইয়া হইলাম কূলহার।। আগে কতো কইতি কথা দেখাইতি স্বপন, ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন। এখন ছাইরা গেলি আমারে বুকে আগুন জ্বালাই রে একটুকি হয়না রে তোর দয়া।। স্বপনে আসিস বন্ধু সুখের ভেলায় ভাসি, চোখ মেলিয়া পরে সারা দিবাও কাঁদি। আজো বুকের মাঝে স্বপন বাঁধি দিবা রাতি তোরে ডাকি চাতকীর মতো থাকি চাইয়া।।
@MyChannel-h4l3 жыл бұрын
@সিদরাতুল মুনতাহা মাহ্জাবিনআপনার মতামতের জন্য ধন্যবাদ
@md.hasanrahman83103 жыл бұрын
Nice
@AbdullahAbdullah-ss9yg3 жыл бұрын
এঊ
@jayantakumarbiswas90283 жыл бұрын
@@MyChannel-h4l নতুন স্বাদের উপস্থাপনা। ভালো লাগলো।
@yeasinarafat93183 жыл бұрын
আগে কতো কইতি কথা দেখাইতি স্বপন, ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন। এই দুই লাইনে যথার্থ
@raulthere2 жыл бұрын
আমি কোলকাতায় থাকি। শিল্পীর গান এই প্রথম শুনলাম। কতবার যে গানটি শুনলাম ! অসম্ভব দরদ দিয়ে গেয়েছেন শিল্পী। কন্ঠস্বরের বৈশিষ্ট্য লক্ষনীয়। গীত রচনা নিজস্ব জেনে শিল্পীর প্রতিভার ধারনা করা যায়। বাংলাদেশের সজ্ঞীত অত্যন্ত শক্তিশালী। আপনাদের বিভিন্ন শিল্পীদের গান শোনার চেষ্টা করি। অবশ্যই ইউ টিউবে। আমার কাছে এখন বাংলাদেশের নতুন একজন শিল্পীর সংযোজন হোল। শিল্পীকে অজস্র অভিনন্দন।
@ibrahimmiah74112 жыл бұрын
Amio bhai kotu bar je sonlam kintu sonte oi mon chai
@TimePass-jk2to2 жыл бұрын
Coke studio banglar or ganta shunen bujben animesh ki jinish 🙌
@PlayRyd2 жыл бұрын
অবশ্যই প্রতিভা আছে,,কারন তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ময়মনসিংহের ছেলে।
@sumonghosh30762 жыл бұрын
এক দম ঠিক বলেছেন আমি ও অনেক বার শুনলাম
@mdbasiruddin83842 жыл бұрын
Vai ami protidin akbar kore shuni ❤️🥰
@qazifaisal53562 жыл бұрын
সুর টা যেন তার কণ্ঠ থেকে আসে না, চেহারা আর ভঙ্গি দেখে মনে হচ্ছে যেন, একদম হৃদয়ের তলানি থেকে সুর তুলে এনে মাইকের সামনে জাস্ট ছেড়ে দেয়। বেস্ট অফ লাক অনিমেষ দা❤️ তুমি বাংলাদেশের একটা রত্ন, যত্ন করতে হবে আমাদের এই যা🥰🥰
@tamzidahmed87912 жыл бұрын
Coke Studio Bangla এর সূচনা ই হলো তাকে দিয়ে। ❤️
@shafyetullah65992 жыл бұрын
দারুন।
@kzamnarif71082 жыл бұрын
Ha vai bangali Jara muslim ase Tader are kisu Kora lagbe na..shob onno dhormer lokerai korbe..are muslimra boshe boshe khabe...ar 2 bela 2 ta accha Kore Gali dibe.
@saddamhossien62972 жыл бұрын
ওটাই দরদ
@rubeldas74562 жыл бұрын
Good
@umadatta9615 Жыл бұрын
আমি ত্রিপুরা থেকে বলছি এত হৃদয় ছুঁই এ যাওয়া গান.. কি আর বলবো ভাষা নেই আমি কত বার যে শুনেছি এই গানটা..শিল্পী কে অসংখ্য ধন্যবাদ।
@MyChannel-h4l Жыл бұрын
আপনাদের কাছ থেকে প্রশংসা পেয়ে তিনি অত্যন্ত খুশি হবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
@umadatta9615 Жыл бұрын
Welcome.
@mehdihasan8968 Жыл бұрын
গত ৫০ বছরে হারিয়ে যাওয়া সকল উস্তাদদের সব দরদ নিয়া পয়দা হইছে অনিমেষ ভাই❤
@saumendas13 ай бұрын
Ekdom thik ... osadharon koisen ♥️👍
@saumendas13 ай бұрын
Ekdom thik ... osadharon koisen ♥️👍
@sohagsomon29473 жыл бұрын
কি কম্পোজিশন রে বাবা। অসাধারণ অসাধারণ অসাধারণ। কি ভাষায় লেখলে আইপিডিসির প্রশংসা করা হবে তা বলতে পারব না। তবে আইপিডিসির গান মানেই অন্য জগতে হারিয়ে যাওয়া। অসংখ্য ধন্যবাদ পার্থ স্যার কে।
@kmrashel62123 жыл бұрын
নিয়ে হড়জ
@MyChannel-h4l3 жыл бұрын
ধন্যবাদ আপনাকে
@rakibulhasan40283 жыл бұрын
প্রশংসা শিল্পীর করেন ভাই৷ আইপিডিসির কেউ গায় নাই৷
@RanaBhaiOfficialYT3 жыл бұрын
animes roy r Channel theke sune asen real gaan ta.ai version ta amar akdom valo lageni.ota akdom hridoy nigrano cilo.
@mohammadlukman82253 жыл бұрын
অনিমেষ দাদা একদিন এই জায়গায় আসতে পারবে আমি আগেই ধরে নিয়েছিলাম ❤️ অনিমেষ দাদা একটা গানকে কিভাবে হৃদয় থেকে গাইতে হয় সেটা জানে মন থেকে সুর আসে ❤️ ধন্যবাদ পার্থ বড়ুয়া স্যারকে এই প্রতিভাবানকে উপস্থাপন করার জন্য ❤️❣️
@MyChannel-h4l3 жыл бұрын
ধন্যবাদ আমাদের গান এর সাথে থাকার জন্য
@mohammadlukman82253 жыл бұрын
@@MyChannel-h4l ❤️❤️
@digantakhepa3 жыл бұрын
💚🧡💛❤️
@mohammadlukman82253 жыл бұрын
@@durjoyraja7871 ❤️❤️
@mr.hoichoi47342 жыл бұрын
kzbin.info/www/bejne/fqvUk2mfaM16Z5Y
@rkkhan78433 жыл бұрын
এতোদিনে সত্যিকারের বাউল সাধক দিয়া গান করালেন। যে জন্মগত বাউল প্রতিভার অধিকারি
@AnimesRoy3 жыл бұрын
দাদা❤️🙏
@sakilhasan90962 жыл бұрын
Joss bolsen
@sjsamiulaslam39242 жыл бұрын
🥰🥰🥰
@mdrohomotkhan2636 Жыл бұрын
@@AnimesRoy valobasa obiram dada
@MFINIXRAB8 ай бұрын
Tume shudu lilabujo mon bujona atar sur nokhol
@poornimakabiraj95962 жыл бұрын
অসম্ভব বিনয়ী একটা ছেলে। বড়দের দেখলে বসে থাকলে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে থাকে। বহু আগেই ওকে আশীর্বাদ করে দিয়েছি।
@MyChannel-h4l Жыл бұрын
আপনাদের কাছ থেকে প্রশংসা পেয়ে তিনি অত্যন্ত খুশি হবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
@MDARIFULALAM-z2r7 ай бұрын
অসধারন কণ্ঠ এবং আবেগ দিয়ে গানটি গেয়েছেন যা সত্যি প্রসংশার দাবি রাখে
@A1PRODUCTION20243 жыл бұрын
বড় একটা প্লাটফর্ম আশা করেছিলাম। যদিও নিজেই নিজের সেরাটা আগেই প্রমাণ করেছিস। এগিয়া যা....... তুই পারবি বাউল সত্ত্বা ঠিকিয়ে রাখতে। দারুন অনিমেষ... 💗💗
@TheChandrajit3 жыл бұрын
Bhalo gaan holey Kaan hoye hridoy e thik pouchey jaay.. Chinta korben na.. Love to the Singer. Regards from 🇮🇳 Chandrajit B
@nurajowel18903 жыл бұрын
মাসুম ভাই। উনি কি আমাদের এলাকার??
@sheikhamjadhossen74593 жыл бұрын
Nice
@APON683 жыл бұрын
মন জুড়িয়ে যাওয়ার মতো একটা গান?
@islamandhistory24953 жыл бұрын
@@nurajowel1890 হুম
@utpaldebnath9602 жыл бұрын
আহা! মোহময় গলা। এই গায়কের গান প্রথম শুনলাম। অপূর্ব লাগল। হুগলি, পশ্চিমবঙ্গ থেকে বলছি।
@সুজনতালুকদার-ষ২ণ2 жыл бұрын
🥰🥰
@tutulroy5692 жыл бұрын
অনিমেষ এর গান...... kzbin.info/www/bejne/h5DZo3p5r56Hjtk
@Khalid92-y8v2 жыл бұрын
❤️🇧🇩
@arponmajumdar60472 жыл бұрын
আমাদের বাংলাদেশে এক অনিমেষ রায় দাদা আছে, যাকে নিয়ে আমাদের গর্ব হয়।।।❤️❤️❤️আর উপার বাংলার মানুষের ভালবাসা দেখে তাদের উপর শ্রদ্ধা টা আরো বেড়ে গেলো ❤️❤️
@yousufimam81102 жыл бұрын
কলিজায় লাগলো গানটা💞🥺
@officialbanglachanel29232 жыл бұрын
এমন গান আমার খুব ভালো লাগে
@GopalganjBirdHouse2 жыл бұрын
💕💕💕💕💕💕💕
@devbrothodas5413 Жыл бұрын
L
@rafiulislam70085 ай бұрын
জীবনে অনেক শিল্পীর গান শুনেছি,তবে অনিমেষ দাদার গলায় আশ্চর্যজনক মায়া রয়েছে❤️অসম্ভব অদর দিয়ে গান গায় যা সবার দ্বারা সম্ভব নয়❤ভালোবাসা অবিরাম দাদা❤❤
@shuvrohahmed5403 жыл бұрын
ধন্যবাদ IPDC কে এমন একজন প্রতিভাবান শিল্পী কে খুঁজে বের করে তাঁকে প্রকৃত সম্মান দেয়ার জন্য। অসাধারণ গায়কী তাঁর। মূহুর্তেই হৃদয় ছুঁয়ে যায়। অনিমেষের উত্তোরত্তর সফলতা কামনা করি।
@Saddamranase32 жыл бұрын
Right
@shaymolray6433 жыл бұрын
এই গানটা অনিমেষদার ভবিষ্যতের সব সৃষ্টির মধ্যে অন্যতম হয়ে থাকবে, আমার মনে হয়। গানটা প্রথমেই আরেকবার রিলিজ দিয়েছিলো সেবারই গানটা নিয়ে দাদার সঙ্গে অনেক কথা হয়েছিল।আজকে Ipdc আমাদের গান আবারো নতুন করে সাজিয়ে তুলে ধরেছে,অসাধারণ। গানটার কথা ও সুরের জ্বালা যে কেউ সহ্য করতে পারবে বলে মনে হয় না। অসাধারণ সঙ্গীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া স্যার। IPDC আমাদের গান পরিবারের জন্য শুভ কামনা। বেঁচে থাকুক লোকসঙ্গীত বেঁচে ফিরুক সকল প্রত্যাশা। শান্তি শান্তি🙏🍂
@munmundatta23353 жыл бұрын
একদম/সহমত
@MyChannel-h4l3 жыл бұрын
ধন্যবাদ আপনার শুভকামনা'র জন্য
@SamirDas-gx7kc3 жыл бұрын
জাত শিল্পি।। অসাধারণ,, এক কথায় অনবদ্য।। কোলকাতা থেকে ভালোবাসা নিও।।🙏🙏
@MamunAhmed-ww5mr2 жыл бұрын
যে মনে এত আবেগ, যে কন্ঠে এত দরদ সে গান কি হৃদয়কে ভালবাসায় ডুবাবে এইটাই স্বাভাবিক। অসাধারন কন্ঠ আবেগ গায়কী। ❤️
@MyChannel-h4l2 жыл бұрын
আশা করি তার গানের গলা পরবর্তীতে দর্শকদের আরও বেশি মুগ্ধ করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।
@mdsohelkhan61783 жыл бұрын
আত্মার সাথে সুরের মিলন যখন হয় , তখন গান আর গান থাকেনা , হয়ে ওঠে শিল্প । পরম করুণাময়ের কৃপা এভাবেই আপনার শিল্প এবং আপনার শিল্পী সত্বা- কে অনন্তকাল বাঁচিয়ে রাখুক এই কামনা করি
@MyChannel-h4l3 жыл бұрын
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
@rocksterjubail91992 жыл бұрын
Anek valo
@Meha-jq3tj2 жыл бұрын
@@MyChannel-h4l 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@RJJOY-ic9jp Жыл бұрын
🎉😂😂
@chotan3 жыл бұрын
যেমন গানের কন্ঠ তেমনি গানের পরিবেশনা! অসাধারণ! সকল কলা-কৌশলীকে ধন্যবাদ।
@atonubiswas20173 жыл бұрын
অনিমেষদা একজন জন্মগত শিল্পী। অমিত প্রতিভার অধিকারী। অনিমেষদার গান বরাবরই ফেসবুকে দেখি, শুনি... এই প্লাটফর্মে আধুনিক যন্ত্রসংগীতের সাথে শুনে, দেখে ভালো লাগল। অপেক্ষায় থাকলাম ওয়াজকুরুনি ফকির বা ফকির সাহেবের গান এই প্লাটফর্মে শোনার, দেখার। জন্মগত প্রতিভাবান শিল্পীদের মেইনস্ট্রিমে নিয়ে আসার জন্য আইপিডিসি ও পার্থ দা কে অসংখ্য ধন্যবাদ।।
@siyamsheikh67832 жыл бұрын
২০৫০ সালের জন্য কমেন্ট টা রেখে গেলাম সে সময়ের মানুষগুলো এই কমেন্ট পড়ে বুঝবে আমরা তখন কোন ধরনের গান শুনতাম আর অনিমেষ দাদা মনের মাধুরি মিশিয়ে গান টা গাওয়ার জন্য ভালোবাসা রইলো 💝
@ImranH993 жыл бұрын
অনিমেষদার গান বরাবরই সুন্দর। এটিও তার ব্যতিক্রম নয়। গ্রেট জব। ♥
@rupansaha64693 жыл бұрын
সাবাশ অনিমেষ ❤️❤️❤️❤️❤️ আমি তোমার অনেকদিনের গুণগ্রাহী। অনেক ভালোবাসা ভারত থেকে।❤️❤️❤️❤️❤️
@atikullahatik77963 жыл бұрын
আপনার মতো খুব কম শিল্পী ই গাওয়ার সময় গানের ভেতর এভাবে ঢুকে যেতে পারে,,আপনার ভঙ্গি অসাধারণ। আপনি ই সেরা
@MSK_-hl7sk6 ай бұрын
আহা কি মন উজাড় করা গায়কী! সাথে যেমন কথা, তেমনি সুর। গায়ক সহ গোটা টিমকে অসংখ্য অভিনন্দন। কি বাজিয়েছেন এক এক জন! মাঝেমধ্যে হঠাৎ করে সামনে আসা কোনো গান মনকে নাড়িয়ে দিয়ে যায়। এই গানটিও তার মধ্যে অন্যতম হয়ে থাকবে। ভারত থেকে শুনছি।
@FaridulIslam-xy9dc3 жыл бұрын
আহা,,,কি গান,কি সুর,পুরাই যন্ত্রনা। যার কষ্ট নাই সেও কিছু সময়ের জন্য কষ্ট পাবে
@moniraniroy65852 жыл бұрын
আমরা বাংলাদেশি আমরা গর্বিত ❤️ কারণ এতো সুর এতো দরদ দিয়ে গাওয়া শিল্পী একমাত্র বাংলাদেশেই আছে। তোমার জন্য ভালোবাসা অবিরাম। আরো নতুন কিছু উপহার দিও আমাদের। অভিনন্দন তোমাকে ❤️
@mhchoudhury79342 жыл бұрын
I think 🤔 Indian Animes Roy
@RamitKumarRoy2 жыл бұрын
@@mhchoudhury7934 না, অনিমেষ রায় বাংলাদেশের ময়মনসিংহ জেলার
@mhchoudhury79342 жыл бұрын
@@RamitKumarRoy ooo tai neki ami bhabsi indian
@pollobroy87672 жыл бұрын
Thik bolesen
@mdraihansiddeky96062 жыл бұрын
@@mhchoudhury7934 bangladeshiii
@greatfreelance65202 жыл бұрын
কলিজা স্পর্স করা গান, কতবার যে শুনছি নিজেও জানিনা, অসাধারণ কথা ও সুর এবং গায়কী । ধন্যবাদ অনিমেষ দাদা কে যিনি তার অসাধারণ গায়কী দিয়ে প্রমাণ করেছেন তার অসাধারণ প্রতিভা।
@debopritichakraborty23746 ай бұрын
অনিমেষ বাবু যেনো ওনার হৃদয় কে নিঙড়ে তুলে ধরেছেন শ্রোতার কাছে, ভাষার কমতি পরে গেলো ওনার বিশেষণে
@anamitralahiri76743 жыл бұрын
অনিমেশ বাবু অভিনন্দন। দারুন গেয়েছেন। 👍🙏 কলকাতা থেকে।
@riponmia79063 жыл бұрын
খুবই অস্তির লাগে কবে আবার আমাদের গানে,,,,, গান পাবো,, অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকি,,,,অসাধারণ,,,
@rokiyabegum17943 жыл бұрын
Lu
@toufiqualahi76763 жыл бұрын
গানটা আগেই অনেকবার শুনেছি, কিন্তু আজ মনে হচ্ছে এটাই প্রথম শুনছি,,😲😲😲 অসাধারণ
@ninitatv2 жыл бұрын
অসাধারণ দরদ নিয়ে গেয়েছেন শিল্পী। অনিমেষ একজন প্রকৃত শিল্পী। গান গাইলেই গায়ক হওয়া যায় কিন্তু শিল্পী হওয়া যায়না।
@MyChannel-h4l2 жыл бұрын
ধন্যবাদ। সাথেই থাকবেন।
@pompybarua45033 жыл бұрын
আহা গানের কথা আর সুরে এতো যে আবেগ😢 বুকটা কেঁপে উঠলো। অতীতের ভয়ংকর স্মৃতি গুলো চোখের সামনে ভেসে উঠলো। নিজের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পরলো😢😢
@shaimmollik77392 жыл бұрын
😔😔😔😔
@daliakhandoker15392 жыл бұрын
আসলেই এমন হৃদয় করা সুরে মনে টা অজান্তেই অতীতে হারিয়ে যায়।
@PathshalaG23 жыл бұрын
অসাধারণ।হৃদয়ের তন্ত্রীগুলিকে নাড়িয়ে দিয়ে যায়।একরাশ ভালোবাসা অনিমেষ দা ও গোটা টিমের জন্য,এতো ভালো একটা গান উপহার দেওয়ার জন্য।পশ্চিমবঙ্গ থেকে💐
@rianulhoquetajrian8003 жыл бұрын
অনিমেষ দাদা এর কন্ঠের মত কন্ঠ বাংলার মাটিতে খুবই কমই আছে।মোস্ট আন্ডাররেটেড সিঙ্গারদের একজন।
@golammuktadir82053 жыл бұрын
tik
@rabbikhan9571 Жыл бұрын
কি বলবো ভাষা খুজে পাচ্ছিনা... এত দরদী মাখা কণ্ঠ ...এত চমৎকার কম্পোজিশন এক কথায় সব মিলিয়ে অসাধারন...।
@MyChannel-h4l Жыл бұрын
দর্শকদের হৃদয়ে স্থান করে নেওয়াতেই আমাদের স্বার্থকতা। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
@mdshovo73919 ай бұрын
শায়েখ দিমুনি
@thedesignhouse26732 жыл бұрын
সরকারি ভাবে এই শিল্পীকে আজীবন পৃষ্টপোষকতা করা উচিত যাতে শিল্পীর জিবিকার চিন্তা করা না লাগে। আর তখনই সে সংগীতের প্রতি মনোনিবেশ করতে পারবে। যেহেতু সে ত্রিশালের নজরুল একাডেমির সংগীত বিভাগের একজন ছাত্র।
@md.abubakursiddik79822 жыл бұрын
দুঃখিত ভাই! নজরুল একাডেমির নয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্র।
@Brahmanbaria_media Жыл бұрын
ধন্যবাদ ভাই,,, ❣️
@galibfahad43888 ай бұрын
বাংলাদেশে সংগীত বিভাগ থেকে পাশ করা ছাত্ররা সবচে অবহেলিত। এনটিআরসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগ সার্কুলারে মিনিমাম পরীক্ষা দেওয়ার যোগ্যতাটুকুও দেওয়া হয় নাই সংগীতে পাশ করা ছাত্রদের। বাকিসব কথা বাদ দিলাম। আপনি সরকারি কি পৃষ্ঠপোষকতার কথা বলেছেন?
@The_Traitor013 жыл бұрын
গান টা শোনার পর মনে হলো দারুণ কিছু গুপ্তধন হঠাৎ আবিষ্কার করে ফেলেছি। 😊 এতবার শুনছি,তবুও সন্তুষ্টি আসছে না,মনে হচ্ছে আরও বেশ কয়েকবার শুনি।😍 এককথায় অসাধারণ।💛 ভালোবাসা নিও দাদা!!!❤️
@mdasadulhabib13613 жыл бұрын
ইন্ডিয়ান গানের চেয়ে আপনাদের গান অনকে ভালো,,, ভালবাসা ইন্ডিয়া থেকে❤️❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@linkonnath62833 жыл бұрын
তোমার ভালো লাগতেই পারে তাই বলে নিজের দেশকে নিচে নামাইতে একটুও বাঁধলো না???
@kforce76463 жыл бұрын
@@linkonnath6283 গানের কোন বাউন্ডারি নাই ব্রো।সব দেশেই ভাল ভাল শিল্পী আছে,গান আছে।আমরা বাংলাদেশীরাও হেমন্ত,সতীনাথ,লতা,মান্নাদে প্রমুখের গান প্রচুর শুনি।
@linkonnath62833 жыл бұрын
@@kforce7646 হুম,ব্রো।আমি তো বলছি না যে গানের বাউন্ডারি আছে!!! আমি তো এও বলছি না যে ভারতের হয়ে বাংলাদেশের গান শোনা অন্যায়!! আমি শুধু ভারতের নাম ধরে প্যাচ মারাটার প্রতিবাদ করলাম।। সে ভারতের হয়ে কিভাবে বলতে পারলো এটা!!
@kajalsdiary91233 жыл бұрын
All is well.....don’t compare any other country..... Music is music. It has no boundary... So don’t compare India.
@kdhasdgv3 жыл бұрын
এই হালা বাংলাদেশী🤣🤣
@dipulroy6146 Жыл бұрын
কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিনা,,, শিল্পী তার নিজের সবটুকু উজাড় করে দিয়ে গানটি গেয়েছেন,,, অসম্ভব ভালো লাগছে 💔💔
@lifelineSRE3 жыл бұрын
অনিমেষ রায় একজন ভালো মানের শিল্পী আমি মনে করি।সে তার নিজের যোগ্যতার প্রমান দিয়ে আসছে অনেক দিন থেকেই।
@mrsamir3 жыл бұрын
অনেক বছর পরে গানের মতো একটা গান শুনলাম। কি দরদ, কি বিরহ ! অনিমেশ, বেঁচে থাকো যুগের পর যুগ এভাবেই ! চলতে থাক সুরের সাধনা !
@lajmiawaj80933 жыл бұрын
আমি পশ্চিম বঙ্গ থেকে । গানটি সত্যি অসাধারণ। এই ধরনের আরও অনেক গান যেনো দেখতে পাই, সেই অপেক্ষায় রইলাম।
@AnimesRoy3 жыл бұрын
দাদা❤️🙏
@শেষশব্দ3 жыл бұрын
দাদা আগে থেকে ভালো গাইতে পারেন। আমিও শুনি অনেক গান ইন্ডিয়া গেছিলাম যখন দেখেছি অনেক বাংলাদেশের গান বাজে হাটে বাজারে এটা দেখে ভালো লাগে। ❤️❤️❤️❤️❤️
@shohagrana57222 жыл бұрын
গুগলে গামছা পলাশ লেখে চার্চ করলে তার চাইতে ভালো ভালো গান পেতে পারেন
@arbabaida4179 Жыл бұрын
হাজার গানের মধ্যে সেরা একটি গান। যা একবার শুনলে দ্বিতীয়বার শুনতে বাধ্য হয়ে যাবে যে কেউ। অনেক অনেক ধন্যবাদ এমন গান উপহার দেওয়ার জন্য।
@MyChannel-h4l Жыл бұрын
ঠিক এভাবেই আরও হাজার হাজার বছর ধরে আপনাদের মনে গানের মালা গেঁথে রাখতে চাই আমরা। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। ❣️
@opuahmed90573 жыл бұрын
গান টি এ পর্যন্ত ৫০ বারের বেশি শোনা হয়ে গেছে। গানের কথা,সুর আর কন্ঠে যে মায়া আহা। হৃদয়ে জাগোক বাংলা গান
@shahnazruhi20222 жыл бұрын
বাংলাদেশের রুনা লায়লা, ছাবিনা ইয়াসমিন, মুজিব পরদেশী, মমতাজ বেগমের মতোই এই অনিমেষ রায় খুব অল্প সময়েই ভারতীয় উপমহাদেশের বাঙালীদের হৃৎস্পন্দন হয়ে গেছে। ভালোবাসা রইলো আসাম থেকে ❤️❤️
@RiponAli-bf6bp2 жыл бұрын
Thanks
@shorifhaque71062 жыл бұрын
মমতাজ কিসের ডিমের শিল্পী। উনাদের নামের সাথে এই নামটা বেমানান।
@mdruvel1222 Жыл бұрын
Ho ra boin
@tahsinulmahin Жыл бұрын
অনিমেশ দাদা জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের স্টুডেন্ট
@fluid2326 Жыл бұрын
Amra gunider kodor korte jani.
@r3az4u3 жыл бұрын
চোখ বন্ধ করে শুনতে ছিলাম মনে হচ্ছে বারী সিদ্দিকি স্যার আওয়াজ কানে বাজতেছে 😍 অসাধারণ পরিবেশনা #অনিমেষ দাদা 👌😍 অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্যে 🤘 ধন্যবাদ জানাই #IPDC_ আমাদের_গান কে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্যে 👉🌷🌷
@beautyheavenrbd54022 жыл бұрын
অনিমেষ রায়ের নিজস্ব রচনায় দিনেদিনে বাঙলা গানকে আরো সমৃদ্ধ করছে। নাসেক নাসেক যেমন হিট, মন ভালা না রে বন্ধু গানটাও সুপারহিট। সবসময় ভালোবাসা রইলো অনিমেষ রায়ের প্রতি।
@MyChannel-h4l2 жыл бұрын
আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করব আমরা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
@susmitroy51423 жыл бұрын
অশেষ ধন্যবাদ জানাই IPDC কে এতো সুন্দর একটা পরিবেশে এই সঙ্গীতায়োজনের জন্য। অপেক্ষায় ছিলাম কবে অনিমেষ দাদা কে বড় মঞ্চে দেখতে পারবো!! আমি ভীষণ আপ্লুত। অনিমেষ দাদার সঙ্গে মেসেঞ্জারে বেশ কয়েকবার কথোপকথন হয়েছিল তাতে আমার যেটুকু মনে হয়েছে তিনি একজন শুধু গুণী শিল্পী ও গীতিকারই নন , তিনি একজন অসম্ভব রকম ভালো মানুষও বটে। দাদার কাছ থেকে আরও অনেক সুন্দর সুন্দর গান উপহার পাবো বলে আশা করি। দাদা আপনার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।🙏🙏
@sawondas73222 жыл бұрын
অনিমেষদা গানে যে মায়া দিয়ে গানটা করল মন মুগ্ধ হয়ে যায়। এক কথায় অনিমেষদার গানের জন্য এই মনে হয় জন্ম হয়েছে। লাভ ইউ অনিমেষদা ❤️
@ashrafuddin5273 жыл бұрын
ধন্যবাদ IPDC আমাদের গানের আয়োজকদের প্রকৃত শিল্পী দের ( যাদের অন্তরে গানের প্রতি প্রেম আছে) তুলে আনার জন্য।আমাদের এরকম একজন শিল্পী হলেন ফকির সাহেব,,ওনাকে আমরা IPDC আমাদের গানে দেখতে চাই।
@habibullah66753 жыл бұрын
মনের কথা বলেছেন। ফকির সাহেবকে আমন্ত্রণ জানানো উচিত।
@CHANDANDAS-xb3pt3 ай бұрын
Dil nichod ke rakh deta Hain aise singers apna .... Kuch bolna baaki nhi rehta.... This is beyond this realm ❤❤❤
@tomshelby37263 жыл бұрын
আহা অনিমেষ দাদা 😍 "নিতাই চান্দের বাজারে" গান শুনে সেদিন মনে মনে বলেছিলাম আপনে একদিন বাংলা জয় করবেন দাদা ❤️
অনিমেষ দা কি গাইলেন! মনে হল যেন কন্ঠস্বর ভেদ করে হৃদয় থেকে প্রত্যেকটি লাইন উঠে আসছে আর এই শ্রোতা হৃদয়ে তা স্পর্শ করেছে। গানটিতে মুগ্ধতা ছড়িয়েছেন.. মন ভরে গেল।💗🌸
@MyChannel-h4l2 жыл бұрын
দর্শকদের মনে জায়গা করে নেওয়াতেই আমাদের স্বার্থকতা। আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।
@shangeetaadhar29272 жыл бұрын
কোন এক ভীষণ অপ্রিয় সত্য কে মেনে নিতে অনিমেষ দাদার গান টা যেন এক অদ্ভুত জাদুকরী আবেশ তৈরী করল প্রবল বিষন্নতায় ডুবে থাকা আমার মনে... ❤️
@exploresque952 жыл бұрын
কি সুর আর কি আকুলতা ! অনিমেষ অনেক দূরে যাবে ❤️
@ashikrayhanroby51013 жыл бұрын
গানটা হৃদয়ে ছুঁয়ে গেলো।এতো সুন্দর কথা,সূর,এতো আবেগ ওয়ালা গান খুব বেশি শোনা যায় না। অনেক অনেক অভিনন্দন অনিমেষ দাদাকে এতো সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য।আরো ধন্যবাদ জানাই এই চ্যানলকে এতো সুন্দর একটা গান শোনার সুযোগ করে দেয়ার জন্য।
@Abirdas-kx3gy3 ай бұрын
বহুদিন পর একটা গান শুনে আবেগতারিত হলাম৷ কথা,সুর,গায়কি, মিউজিক অসাধারন ৷ বহুবার শুনলাম৷ আরও শুনব৷
@power57912 ай бұрын
এই গান শত বার শুনলেও মন ভরে না দাদা❤❤
@Shajjadshagor3 жыл бұрын
গান তো সেটাই যেটা মনে দোলা দেয়, আর সুর তো সেটা যেটা বাংলার ঐতিহ্য কাপাই দেয়। অনিমেষ দা পারবে সেটা ইনশাল্লাহ । দোয়া ও ভালবাসা রইলো দাদার জন্য।
@pritammajumdar1133 жыл бұрын
অসাধারণ গান ❤️❤️❤️ Love from INDIA 🇮🇳🇮🇳🇮🇳
@sagorsagor42292 жыл бұрын
কেমন আছেন ভাইয়া। আমি বাংলাদেশ থেকে বলছি।
@pritammajumdar1132 жыл бұрын
Valo bondhu.
@rabbaninoman3 жыл бұрын
সারাদিন Coldplay, Slipknot কিংবা Pinl Floyd শুনে দিন কাটাতাম, হঠাৎ একদিন অনিমেষ দা'র গান শুনে ভালো লেগে যায় ফলো করি উনার বাজনা আর গানগুলো। কিন্তু বিশেষ করে এই গানটা যখন উনি গাইলেন তার কিছু ঘন্টা পর আমি গানটা শুনি। পরে আমার ভাইরে শুনাই। এরপর আমি আর আমার ভাই টানা তিন-চার মাস খালি এই গানটাই শুনেছি বারবার । আমার বন্ধুমহলে অনিমেষ দা একরকম একটা সুপারস্টার এখন। খুব ভালো লাগছে দাদা, আপনাকে এখানে দেখে। ভালোবাসা নিবেন।
@sujanshil8238 Жыл бұрын
পৃথিবীর আর কেউ এই গান এমন গাইতে পারবে না। অসাধারণ অনিমেষ দাদা।
@daliakhandoker15393 жыл бұрын
কিছু বলার নাই!! এত দরদ,আবেগ তার গায়কী তে!!আর পার্থ স্যার কে অসংখ্য ধন্যবাদ এত অসাধারণ, কিছু আমাদের উপহার দেয়ার জন্য।
@aaratrikastationer24572 жыл бұрын
Singer isn't just singing the song.. Singing from the core of the heart💜❤. Love from 🇮🇳
@mdrockymdrocky1717 Жыл бұрын
N I c.e 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@FarjanaShipa-l2m Жыл бұрын
Nice 👍
@safwantv419853 жыл бұрын
খুবই সুন্দর পরিবেশনা। মন ভাল না হলেও কোরাস শিল্পী মন’ এর পারফরমেন্স এক কথায় Excellent.. অসাধারন !!! শুধু ওর performance দেখার জন্য প্রতিটা গান কয়েকবার দেখি… Lots of Love and blessings to মন.
@md.rakibulislam-k1oКүн бұрын
খুবই অস্তির লাগে কবে আবার আমাদের গানে,,,,, গান পাবো,, অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকি,,,,অসাধারণrakibul
@rhtv19993 жыл бұрын
গান দিয়ে কিভাবে মানুষের হৃদয়ে হিট করা যায় তা দেখিয়েছে এই গীতিকার। শুভকামনা ভবিষ্যতের জন্য।
@natureworld12803 жыл бұрын
গানটা ছোট মিয়া দারুণ গাইছিস। IPDC er set টাও অসাধারণ। পুরাই natural একটা পরিবেশ। গানেও মুগ্ধতা।
@susmitasom56623 жыл бұрын
Hmm
@saifulislamrifat53183 жыл бұрын
আমার প্রিয় একজন গুণী শিল্পী অনিমেষ দাদা। উনার প্রতিভা আছে বটে। আরো বহুদূর এগিয়ে যাওয়ার শুভকামনা রইলো দাদার জন্য।
@enitabanerjee26288 ай бұрын
অসাধারণ। এই শিল্পীর গান প্রথম শুনলাম। অভিভূত হয়ে গেছি। অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@soumyajitkarmakar20093 жыл бұрын
ইন্ডিয়া থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য খুব খুব ভালো গান দেন আপনারা...
@rabindranathsarkar95422 жыл бұрын
'ভালা না রে বন্ধু' অংশে এসে মন গলে যায় শুধু যেন! ভাল থাকো অনিমেষ! কলকাতা থেকে অনেক অনেক ভালবাসা তোমার জন্য!
@tazulislam15072 жыл бұрын
এত দরদ ভরা গলা, যা মনের ভীতর ভিষন দাগ কেটে যায়! বরাবরই অনিমেষ বাবুর গান আমি সব গুলো শুনি। আমার মনে হয় অনিমেষ বাবু ঐশ্বরিক সুরের অধিকারী! ভালো থাকবেন প্রিয় সুরেলা গায়ক!
@LisaRion Жыл бұрын
IPDC আমাদের গান,, প্রতিষ্ঠানকে বলব,,,, অনিমেষ ভাইয়ের আরো অনেক গান চাই❤️❤️❤️🙏🙏🙏 আমিতো হিসাব বিহিন সুনেছি তার গানগুলো,,, সেরাদের সেরা গায়ক🥰🥰
@saddamhussainjitu15373 жыл бұрын
পুরো টিম ও পার্থ দাদাকে ধন্যবাদ এমন প্রোগাম এর জন্য,গানটা পুরো কলিজায় লাগলো,সব মিলিয়ে অস্থির,ভাশায় প্রকাশ করার মতন না।
''জিবনের চাইতেও বেশি ভালোবাসি যারে" একবারও দেখেনি তারে" আমার ভালোবাসায় কি আছে ভুল "একবার হলেও দেখা দাও''"" প্রিয় হে রাসুল (সাঃ) ❤️❤️
@musiclyric9284 ай бұрын
😂😂😂😂
@naimstu22923 ай бұрын
Hadish pitassi sala @@musiclyric928
@shajahankobir9456Ай бұрын
❤❤❤
@arnabazadavro76911 күн бұрын
বলে বুঝানোর মত নাহ! কতটা ভালো লাগে আপনার গান টি। 😮
@গৌতমবুদ্ধ2 жыл бұрын
একে বলে শিল্পী,একে বলে গান।মন জুরিয়ে যায়।কি অসাধারণ কথা,সাথে সুর এবং মিউজিক কম্পোজিশন।
@bethisharma62513 жыл бұрын
অনিমেষ দাদা,অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য,,একেই বলে প্রকৃত বাউল,যার নিজস্ব সুর হয়🙏🙏🙏🙏
@rebelsojibtalukder44193 жыл бұрын
ভাই, গানের কথা গুলো পুরোটাই আমার জীবনের সঙ্গে মিল আছে🙏😭🙏😭💕 শুভকামনা রইল ভাই 🥀💕🥀
@Tasnim_orni2 күн бұрын
সব ধরনের গানই এনার কন্ঠে মানায়। He gives perfection in every song.. নাসেক নাসেক থেকে মন ভালা না..ভাবা যায়?!!!! Genius singer 💥🔥
@mdsalauddinrana20423 жыл бұрын
সত্যি গানের কথা গুলো আমার হৃদয় দুমড়ে মুচড়ে ভেঙ্গে চুরমার করে দেয়।।।সত্যি অসাধারণ
@sumanmridha46193 жыл бұрын
আমি পশ্চিমবঙ্গ থেকে, গানটি যতবার শূনি , প্রশংসা না করে পারি না ।
@shadin94923 жыл бұрын
ছয় দিনে প্রায় একশত বার শুনে ফেলছি তাও বার বার শুনতে ইচ্ছে করে একটু সুযোগ পেলেই গানটা শুনি গানটা একদম জীবনের সাথে মিলে গেছে
@skrayhan25182 жыл бұрын
অসম্ভব একটা সুন্দর প্রেমের গান হয়েছে অসাধারণ লাগলো যেটা বলে বোঝাতে পারবোনা ধন্যবাদ পার্থদা কে এবং অবিরাম রইল সমস্ত mind blowing exclusive musicians দের কে
@MyChannel-h4l2 жыл бұрын
আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করব আমরা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
@shohagalibd40783 жыл бұрын
এই গান নিয়ে কিছু বলার মত যোগ্যতা আমার নেই, শুধু এটুকুই বলবো যে গানের মত গান একটি যথেষ্ট,অনেক ভালোবাসা রইল দাদা আপনার জন্য। ভালো থাকবেন আর অনেক সুন্দর সুন্দর পরিবেশনা আমাদেরকে উপহার দিবেন।
@বরবাদহিমু3 жыл бұрын
এই নিয়ে ৩৫ বার শুনছি, সারাজিবন শুনলেও মন ভরবে না 🙂 ধন্যবাদ অনিমেশ দা - ধন্যবাদ IPDC আমাদের গান টিমকে, এতো সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য ❤️ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিলাম মিস হবেনা IPDC এর কোন এপিসোড গান
@madhurimamukherjee25752 жыл бұрын
Listening repeatedly.. একটা মাদকতা আছে সুরে। love from India 🇮🇳and best wishes for your future.. 😍
@farzanaaktar Жыл бұрын
যখন কোন গান শরীরে কাটা তুলে তখন কথা বলার মতো কোন ভাষা থাকেনা শুধু এতোটুকু বোঝা যায় গানটা হৃদয়ের কোথায় ছুঁয়েছে
মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে, কত অসহায়ের মতো কেঁদেছিলাম সেদিন। একটু ও দয়া হয়নি তার। ভালো থাক তুই।😭💔💔
@MdNirob-yo9nf2 жыл бұрын
💔💔
@mdhasim6582 жыл бұрын
🙂💔
@jahidabintynoor44312 жыл бұрын
😓😓😓
@hridoykhan36412 жыл бұрын
@@jahidabintynoor4431 🙄😁
@ferojalam5662 жыл бұрын
এমনি হয়
@engrsoheltanvir64473 жыл бұрын
সমসাময়িক কাপলদের জন্য বিশেষ একটা গান,আর দাদার পরিবেশনা অসাধারণ, হৃদয়ে কাপন দিল।
@Heartbroken13260 Жыл бұрын
কাউকে অসম্ভব ভালোবাসলে, তাকে পাওয়াটাও অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ অসম্ভব ভালোবাসার ভাষাটা খুব কম মানুষই বুঝতে পারে, যতো দেখেছি আজ পর্যন্ত, খুব করে যারা একটা মানুষকে চেয়েছে তারাই হেরে গিয়েছে শেষ পর্যন্ত..!🖤🌸
@MasudRana-ob1os5 ай бұрын
হা
@marufhossainhridoy71733 жыл бұрын
খুবই আন্তরিক সহিত গানটা গেয়েছে। সত্যি শুনে অনেক ভালো লাগছে। এভাবেই নজরুলীয়ান রা এগিয়ে যাক❤️❤️
@aparnachakrabortyshampasha13443 жыл бұрын
অসাধারণ বার বার শোনার ইচ্ছে হয়.... কী দরদ...আহা....সাধুবাদ..💐
@monirahaque84802 жыл бұрын
এই গানটি আমাকে ডুবিয়ে দিচ্ছে অতল বেদনার নোনা জলে। যতোবার শুনছি ততোবারই ভেংগে যাচ্ছি, মনের ভেতর ভাংচুর হচ্ছে অজানা কষ্টে! চাইছি আর না শুনতে, তবু ও ক্রমাগত নেশাগ্রস্থের মতো শুনে যাচ্ছি।