দু চোখের পানি কোনভাবেই আটকে রাখতে পারছিলাম না ভিডিওটি দেখার সময়। আমার মা নেই তাই বুঝতে পেরেছিলাম এত বছর পর মা কে পেয়ে মিসেস কুলসুম কতই না খুশি হয়েছেন। দোয়া রইলো মন থেকে, মহান আল্লাহ্পাক যেন তার মাকে জীবিত রাখে এবং সে এসে যেন তার মাকে জড়িয়ে ধরে আনন্দের কান্না কাদতে পারে। সেই সাথে তার পুরো পরিবারের কল্যাণ কামনা করছি।
@mdrashedulislamrashed96532 жыл бұрын
আমারও চোখে পানি ধরে রাখতে পারিনি।
@mainuddin81422 жыл бұрын
আমার দু'চোখ থেকে অঝোরে পানি ঝরেছে এই মহামিলন দেখে আর মা মা ডাক শুনে। অবিরাম ভালোবাসা মঞ্জুরুল করিম ভাইয়ের জন্য।
@shovadailylife97382 жыл бұрын
Rj kebria vaia ar apon tikana onustan ta aktu dakban onurote taklo. aro bujban manusar haha kar nijar ojantai coka pani cola asba
@Pallabiiii_Nath2 жыл бұрын
আল্লাহু আকবর🌻kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@sumon63252 жыл бұрын
Right
@sumaiyaislam17172 жыл бұрын
Amro
@MDKamal-pc6mi Жыл бұрын
আসসালামুয়ালাইকুম ভাই,কুলসুম কে খুজে পাওয়ার র্পব গুলো আমি বহু বার দেখেছি এখন ও দেখি,যখন ই দেখি আমার চোখ দিয়ে পানি চলে আসে,আপনার মাধ্যমে উনার পরিবারের খোঁজ পাওয়ার পর কতটা যে খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো না'
@mdsohanmia2682 жыл бұрын
কুলসুম এর কান্না আর মায়ের প্রতি ভালোবাসা দেখে কি লিখবো লেখার ভাষা হারিয়ে ফেলেছি, বেঁচে থাকুক সবার মা, মাদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা,।।।
@sheolysheoly45232 жыл бұрын
আমিন😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲
@sumaiyasultana6992 жыл бұрын
চোখের পানি ধরে রাখতে পারলাম না
@Pallabiiii_Nath2 жыл бұрын
আল্লাহু আকবর🌻kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@ZakirKhan-rf3qn2 жыл бұрын
@@sumaiyasultana699 qq
@bmmmmm1228 Жыл бұрын
@@Pallabiiii_Naththank you
@chandonaairfin30632 жыл бұрын
আমি অনেকে খুশি কুলসুম তার মা কে পেয়ে ছে। মা সবার জীবনে অ-মূল সম্পদ। আমার চোেখের পানি ধরে রাখতে পারি নাই।
@Pallabiiii_Nath2 жыл бұрын
আল্লাহু আকবর🌻kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@showrabahmed68142 жыл бұрын
Vai next part kulsum ashar por diben plz
@rajibrajib33082 жыл бұрын
হেরে গেলাম চোখের কাছে
@as..5082 жыл бұрын
I doubt it, because it is the people............
@dhshakib2 жыл бұрын
Right
@alfoys2 жыл бұрын
চোখের পানি কার না আসবে এমন কাহিনি দেখলে, ভাগ্য ভালো মা জীবিত আছে।
@taslimatumpa28962 жыл бұрын
অসাধারণ অনুসন্ধান। তবে মা সাথে মিলনের সেই মধুর সময় আমরাও উপভোগ করতে চাই। দোয়া রইলো সবার জন্য 💖💖
ALHAMDULILLAH LA E LAHA ELLALLAH ALLAH HU AKBAR SUBAHAN ALLAH
@Pallabiiii_Nath2 жыл бұрын
ভারতীয় মুসলমানদের দুরবস্থা😌kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@tasmiahtahsin13452 жыл бұрын
এই মা কে আগের পর্বে সুস্থ দেখেছিলাম,কেমন সুন্দর করে কথা বলছিলো। আল্লাহ আপনি এই মা কে হায়াত দান করে কুলসুমকে বুকে নেওয়ার শক্তি দিন,রাব্বুল আলামিন
@as..5082 жыл бұрын
.I doubt it, because it is the people............
@sbegum83232 жыл бұрын
আলহামদুলিল্লাহ, এই মহা মিলন দেখে চোখে পানি চলে এসেছে। ধন্যবাদ মনজুরুল করিম , আপনার অক্লান্ত পরিশ্রমে সফল হলো ।
@as..5082 жыл бұрын
.I doubt it, because it is the people............
@SAWBD Жыл бұрын
Sister kulsum & all family is very lucky 100'/, ! Allah help us !!!!
@shakibmd72562 жыл бұрын
আজ মায়ের স্থানে নিজেকে রেখে অনুভব করলাম সত্যি এত কষ্টের ছিল এই মায়ের প্রতিটি দিন। আমার একটা ছেলে সন্তান 11 বছরের রেখে দুরের দেশে তিন বছর ছিলাম কত কষ্ট আমি জানি সন্তান ছাড়া এক মায়ের জীবন চলা
@সুরেভাষাপালক2 жыл бұрын
যেকোনো সিনেমাকেও হার মানাবে এই ঘটনা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া হারানো পরিবারকে ফিরে পেয়েছো তবে সবচাইতে বেশি পরিশ্রম করেছেন ভাইয়া আপনি
@Pallabiiii_Nath2 жыл бұрын
ভারতীয় মুসলমানদের দুরবস্থা😌kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@priyarahman53912 жыл бұрын
কুলসুম কে বাংলা শেখানো হোক দেশে আসা পর্যন্ত,, তাহলে মা কুলসুমের কথা বুঝতে পারবে, এতে বেশি শান্তি পাবে🥰🥰🥰
@as..5082 жыл бұрын
.I doubt it, because it is the people............
@LifeofBangladesh2 жыл бұрын
আল্লাহ মহান। প্রিয়জন থাকুক প্রিয়জনের সান্নিধ্যে। এই জটিল প্রক্রিয়াটি সহজ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
@bedanabegam83012 жыл бұрын
Alhamdulillah.ami.o.kadisi.ato.kosto
@mamtazbegum22672 жыл бұрын
Alhamdulilla
@Mohammad-uw1tz2 жыл бұрын
আলহামদুলিল্লাহ। অশ্রু ধরে রাখতে পারিনি। আল্লাহ্ তায়ালা বাঁচিয়ে রাখুন মা সন্তানদের মিলনের পরেও অনেক দিন। আমীন ছুম্মা আমীন।
@MunzurulKarimTV2 ай бұрын
আমিন
@suraiaakter78102 жыл бұрын
আপনার উপস্থাপনা আমার অনেক ভালো লাগে।আপনাকে আল্লাহ পাক এই সুন্দর গুণটা দিয়েছেন।আলহামদুলিল্লাহ।
@Pallabiiii_Nath2 жыл бұрын
ভারতীয় মুসলমানদের দুরবস্থা😌kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@shopna47522 жыл бұрын
ইসসসস, ভিডিওটা দেখে অজান্তেই কাঁদতে কাঁদতে আমি। আল্লাহ মাকে সুস্থ রাখুন এবং ভালো রাখুন আমিন।
@shamimshikder58822 жыл бұрын
ভিডিওটি দেখছিলাম আর গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিলো, অঝোরে পানি পড়তেছিলো চোখের। প্রিয়জন নিয়ে বেচে থাক মানুষ। অন্তহীন ভালোবাসা ভাই আপনার জন্য❤️❤️❤️।
@kabirhossain82672 жыл бұрын
অনেক বড় একটি কাজ , অনেক বড় একটি সাফল্য। হারিয়ে যাওয়া পরিবার ও নিজের মাকে ফিরে পাওয়ার মতো আনন্দ আর কিছুই হতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে জনাব মঞ্জুরুল সাহেব।
@mohammadsuman25362 жыл бұрын
মহান রবের কৃপায়, মুনজুরুল করিমের অক্লান্ত চেষ্টায় বিজয় অর্জিত হয়েছে, এ বিজয় ১৮ কোটি মানুষের আলহামদুলিল্লাহ
@Pallabiiii_Nath2 жыл бұрын
ভারতীয় মুসলমানদের দুরবস্থা😌kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@as..5082 жыл бұрын
.I doubt it, because it is the people............
@mohammadsuman25362 жыл бұрын
Yes that's really
@as..5082 жыл бұрын
@@mohammadsuman2536 I'm sorry for my comment, we usually have a lot of corruption and fraud here so I thought
@shamimreza54512 жыл бұрын
সত্যি বলতে ভাষায় প্রকাশ করতে পারছি না। আনন্দে চোখে পানি চলে আসলো। যে বা যারা এই মহতি কাজের সাথে জড়িত, মহান আল্লাহ তায়ালা যেন তাদের উত্তম বদলা দান করেন।
@Gazi_Arial_ceiling_fan2 жыл бұрын
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই সু-খবরের অধীর অপেক্ষায় ছিলাম। না জানি এই বোন আর মা টার মধ্যে এই আপেক্ষার মুহূর্ত টা কি ভাবে কেটেছে। ৪৫ বছরের থেকেও দীর্ঘ মনে হয়েছে এই কয়টা দিন। মঞ্জুরুল ভাই, সরাসরি সাক্ষাতের মধুর দৃশ্যটা দেখার অপেক্ষায় থাকবো। আপনার কাছে অনুরোধ রইল আমার আপনার মধ্যে সেই আনন্দের অনুভূতি মুহূর্তের শরীক হতে চাই।
@ZakirHNobab2 жыл бұрын
আপন নয়, রক্তের কেউ নয় তবু কেন জানিনা আমার চোঁখে জল এসে গেলো। বাংলাদেশের বলে হয়তো সকলের জন্য অন্তস্থল থেকে ভালোবাসা রইলো.........................
@Hafiz.Sheikh2 жыл бұрын
মঞ্জুরুল ভাই, আপনি আসলেই অসাধারণ। আল্লাহ আপনাকে জীবনে আরো ভাল রাখেন সেই দোয়াই করি। আমার চোখে পানি চলে এসেছে এই শেষ পর্বটা দেখে। ভাই আপনার এই ঋণ কখনোই শোধ করা যাবে না। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক, আমীন❤️❤️❤️❤️
@hasemkhan99142 жыл бұрын
আমি অপেখায়,ছিলাম ভালো খুব ভালো লাগতাছে আমার
@sohelsheke4952 жыл бұрын
আমিন
@Pallabiiii_Nath2 жыл бұрын
আল্লাহু আকবর🌻kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@JamalAli-ij8nb2 жыл бұрын
Amin
@as..5082 жыл бұрын
.I doubt it, because it is the people............
@fountainsofparadise22252 жыл бұрын
অনেক ভালো লাগলো। মঞ্জুরুল ভাই কে আল্লাহ অনেক সওয়াব দিবেন অনেক ভাল একটা কাজ করেছেন অনেক বড় উপকার করেছেন।
@shahshabab97652 жыл бұрын
চিনি না তাদের তাও দুই চোখে ভিজে গেলো ☺️ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ❤️
@mirhusain52592 жыл бұрын
💐💐💐 thanks you so much monjurul Karim Bai 💝💝💝
@Pallabiiii_Nath2 жыл бұрын
ভারতীয় মুসলমানদের দুরবস্থা😌kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@villagelifewithbristy82832 жыл бұрын
প্রথমে যখন খবর শুনেছি মাকে খুঁজে পেয়েছে তখন আনন্দে বুকটা ভরে উঠেছে। কিন্তু যখন পুরো পরিবারের সাথে দেখা হয়েছে তখন আমাদের সবার চোখ দিয়ে পানি এসেছে। এটা হল আনন্দের পানি। আল্লাহতালা যেন কুলসুম আপুকে তার মায়ের সাথে দেখা করিয়ে দেয়। আল্লাহ যেন তার মাকে পবিত্র হায়াত দেয়।
@matirdeho69142 жыл бұрын
হৃদয়টা বারবার থমকে যাচ্ছে।আল্লাহ্ তায়ালার কাছে আকুতি তিনি যেন কুলসুমের মা কে হায়াত দান করেন। যাতে কুলসুম ও তার বোন সরাসরি মাকে জড়িয়ে ধরতে পারে।আমীন।
@theushacraft39422 жыл бұрын
জানার পরে কুলসুমের দেয়া অনুভুতি টুকু নীচে সাবটাইটেল করে দিলে ভালো হয়। আল্লাহপাক আপনার এই সৎ কর্মের উত্তম প্রতিদান নান করুন। এক অসাধারন অনুভুতি নিয়ে দেখলাম পুরোটুকু।কুলসুমের মায়ের জন্য অনেক অনেক দোয়া, আল্লাহপাক মা-মেয়েদের মিলন দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করুন।
ভারতীয় মুসলমানদের দুরবস্থা😌kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@as..5082 жыл бұрын
.I doubt it, because it is the people............
@isratjahanemu5212 жыл бұрын
@@as..508 sorry maam. Kulsum or Mario Simon Vermo's DNA 99.9999% match with Mafiya Begum. It's scientifically proved that Mafiya Begum is the Biological mother of Kulsum or Mario Simon Vermo.
@as..5082 жыл бұрын
@@isratjahanemu521 I'm sorry for my comment, we usually have a lot of corruption and fraud here so I thought
@sahanajakter57292 жыл бұрын
একমাত্র আল্লাহ চাইলে সব সম্ভব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
@zakirmadhu26552 жыл бұрын
আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করলাম। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে একটি পরিবারকে খুঁজে পেতে সাহায্য করেছেন।
@rjsalim64362 жыл бұрын
ভিডিওটা দেখে আমার চোখের পানি আর ধরে রাখতে পারতেছি না বাংলাদেশি মিডিয়াকে অনেক ধন্যবাদ জানাই এরকম একজন মা হারা মানুষকে পরিবারের সন্ধান দেওয়ার জন্য
@farukhossain10112 жыл бұрын
ভিডিওটা দেখে কোন ভাবেই চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহর দরবারে লাখও কোটি শুকরিয়া,, তাদের শেষ পযর্ন্ত পরিচয় হলো।
@Pallabiiii_Nath2 жыл бұрын
আল্লাহু আকবর🌻kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@tanminahasan35382 жыл бұрын
Amin Alhamdullha sobhanallah Masallha Amin
@tamejudinsheik63342 жыл бұрын
Yah to Pata pata hai bhai Mila Nahin ki video dikhao
@as..5082 жыл бұрын
.I doubt it, because it is the people............
@mdshahnawaz7487 Жыл бұрын
Alla hu Akbar
@অরন্যেরপাখি2 жыл бұрын
বলার কোন ভাষা নেই, শুধু চোখের পানি ফেলছি। অনুভূতি গুলো ভিতরে করা নারছে। ছবির কাহিনি কেও হারমানায়।
@bristyrozario6302 жыл бұрын
শুধু কাঁদছি,কেঁদেই চলেছি,😭😭😭,,মনে হলো যেন আমিই জয়ী হলাম,,,সত্যি তাই....সকল বাঙালির আবেগ আর দোয়া জয়ী না হয়ে পারে না,,,মহামিলনের অপেক্ষায়,,, ভালবাসা অবিরাম 😭❤️❤️❤️❤️
@as..5082 жыл бұрын
.I doubt it, because it is the people............
@salehabegum99492 жыл бұрын
Yes bhslobasa obiram! Hi KULSUM you're the great child in this earth🤗❤, God bless to you 🤲 (l'm from dhaka Bangladesh). we are waiting for you, please come as soon as possible 🤗. KULSUM Please In the meantime learn bengoli language, for talk to mom🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤.
@manasroy18932 жыл бұрын
Absolutely Right
@nafijaakter84022 жыл бұрын
@@salehabegum9949 দদ
@mmhasanmadraji3282 жыл бұрын
সহমত
@JasimUddinJakirOfficial2 жыл бұрын
Osadharon Vai................Ki Bolbo Vasa Hariye Felechi. Many Many Thanks To You.
@abulhasan-nx4zq2 жыл бұрын
Thanks, শান্তি পেলাম ভাই। ইনশাল্লাহ কুলসুম তার মাকে সরাসরি দেখতে পাবে। আর আমরা আপনার মধ্যে তাও দেখতে চাই।🌍🌎🌏🧭
@golamkabir3195 Жыл бұрын
All the praises goes to Almighty Allah ❤ It's a heart touching story. Thanks a lot to Monjurul Karim arrange this reunion. 👌💖👌
@azizalipi14352 жыл бұрын
কান্না আটকানো সম্ভব না।আলহামদুলিল্লাহ মালিকের। এমনিভাবে সব নীড়হারা সন্তান গুলো ফিরে পাক নীড়।
@kamalnil29872 жыл бұрын
♥💖💖💖
@JahidHassan-ch2lj2 жыл бұрын
আমার চোখ কখনো পানি আসে না কিন্তু এটা দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না হে আল্লাহ এই পরিবারকে সবাইকে ভালো রেখো
@mesojanbepari10892 жыл бұрын
ভাই কী বলবো বলার ভাষা নেই সুধু দুই চোখে পানি ঝড়ছে ভিডিওটা দেখার পর ....আর মার জন্য অন্তরের অন্তর থেকে দোয়া ও শুভকামনা রইলো
@Pallabiiii_Nath2 жыл бұрын
আল্লাহু আকবর🌻kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@MdAli-vv1pu2 жыл бұрын
মনজুরুল ইসলাম ভাই কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি কুয়েত থেকে
@afrozamalek27112 жыл бұрын
আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামীন আপনি এই মাকে নেক হায়াত দান করুন আমিন তাওয়াক্কালতু
@Pallabiiii_Nath2 жыл бұрын
ভারতীয় মুসলমানদের দুরবস্থা😌kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@globalinfotube2 жыл бұрын
মা এমনই !!! চোখের পানি ধরে রাখতে পারলাম না। হে আল্লাহ মা-মেয়েকে দেখা করার সুযোগ দিও।
@lovehelp18672 жыл бұрын
মাগো আমিও যে আসবো আবার ফিরে তোমারই বুকে.... দেশের ভিতরে থেকেও চাকরির কারণে মাকে ছেড়ে থাকতে হয়,অনেক মিস করি,তাইতো কুলসুমের কষ্টটা বুজতে পারছি।
@ytube40052 жыл бұрын
ভাই আপনি করে দেখালেন ! আমি USA বসেও Countdown করছিলাম আদোও কি সে তার মায়ের দেখা পাবে।খুব দোয়া করেছিলাম যেন কুলসুমের মা বেঁচে থাকে। কান্না ধরে রাখতে পারি নি, আনন্দের কান্না, ভালো লাগার কান্না। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো টিমের সবার জন্য। May Allah keep your team under his blessings.
একজন সত্যিকারের সাংবাদিক ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন । আপনি তার বাস্তব প্রমান । আপনার প্রতি দোয়া ও ভালোবাসা রইলো ।
@shahadat.bdvillagevlog14282 жыл бұрын
আলহামদুলিল্লাহ ভাই খুব খুশি লাগতেছে কুলসুম পরিবার ফিরে পেলে, আপনাকেও ধন্যবাদ এমন একটা মহত কাজ করার জন্য 🙏🙏❤️❤️🇧🇩।
@shahanazgudgu47402 жыл бұрын
কুলসুমের বাড়ী কোথা
@shahadat.bdvillagevlog14282 жыл бұрын
কুলসুমের বাড়ী কোথায় আমি এখনো সঠিক টা জানি না, তবে বরিশালে হতে পারে।
@NurulAmin-rt1mu2 жыл бұрын
অনেক আবেগ আপ্লূত হয়েছি।কুলসুম যেন তার পরিবারের সঙ্গে তাড়াতাড়ি সাক্ষাৎ করতে পারে। সাক্ষাৎ এর ভিডিও আপডেট দিলে দর্শক আরো খুশি হবে। ধন্যবাদ মঞ্জুরুল করিম ভাই কে🤲🤲🤲।
@MdAlamgir-hg3bb2 жыл бұрын
আলহামদুলিল্লাহ অনেক খুশী হলাম আল্লাহ পাক তাদের কে মিলিয়ে দেওয়ার জন্য ❤️❤️🥀
@as..5082 жыл бұрын
.I doubt it, because it is the people............
@khalilmiah96222 жыл бұрын
আসলে চোখের পানি ধরে যায় না। আপন জনকে পাওয়া কত যে আনন্দের। ধন্যবাদ ভাই পুরো ভিডিও টা কাবার করার জন্য। thank you.bra.....
@roniraj34422 жыл бұрын
না চাইতেও চোখ দিয়ে পানি ঝরেছে। সত্যি অনেক আনন্দ লাগছে। দুয়া রইলো সবার জন্য।
@mdtuhin6662 жыл бұрын
কুলসুম আপু যখন বাংলাদেশে এসে বলে মা আমার মাকে আমি খুঁজতে এসেছি নিউজিল্যান্ড থেকে তখন ভিডিওটা দেখে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিলো কোন ভাবে চোখের পানি ধরে রাখতে পারছিলাম না সত্যিই মা ডাকটা কত মধুর আজ খুশি হলাম কুলসুম আপু তার পরিবারকে খুঁজে পেয়েছে তারপরও চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে আজকের চোখের পানি টা খুশির,,,,
@AbulKalam-vv8uy2 жыл бұрын
ধন্যবাদ বাদ দিয়ে ছোট করতে চাইনা মনজুরুল করিম ভাই কে❤️❤️❤️❤️
@JafranMomLiza76982 жыл бұрын
আসসালামু আলাইকুম ভাই। আপনার জন্য অনেক দোয়া ও ভালো রইল। আপনার মত নেকার সন্তান প্রতিটি মায়ের গর্ভে দিক মহান আললাহ তায়ালা। আপনার জন্ম সার্থক।আপনার মায়ের জীবন ধর্ন। ভাই আপনি আমাদের সবার জন্য গর্ব।যারা মিস কুলসুম ম্যাম ও তার পরিবারকে মিলিত করার জন্য অনেক সাহায্য করেছেন তাদের কে জানাই অনেক অনেক ধন্যবাদ। পৃথিবীতে এখনো ভালো কিছু আছে তার জন্য পৃথিবী এত সুন্দর ও সুন্দর আললাহ তায়ালার পৃথিবীর সৃষ্টি মানুষ। দোয়া করি দুঃখী মা জননীর কোলে তার নারী ছেড়া ধন খুব তাড়াতাড়ি চলে আসুক। মাকে মহান আললাহ তায়ালা অনেক সুস্থ ও ভালো রাখুন। আমিন।
@nahidmahmud43542 жыл бұрын
salut bai আপনাকে আপনাদের সকলের সহযোগিতা র কারনে কুলসুম ফিরে পেলো তার মাতৃত্বের স্বাদ মা সকলকে
@expatriatelifekajolrekha_21712 жыл бұрын
কুলসুমের বিষয় নিয়ে যে কটা ভিডিও প্রকাশ হয়েছে আমার বিশ্বাস যারা যারা এই ভিডিও গুলো দেখেছে তারা না চাইলেও মনের অজান্তে তাদের চোখে জল চলে আসেছে।
@habibaskitchenuk6672 жыл бұрын
Right
@mubarak27622 жыл бұрын
আল্লাহর দরবারে লাখও কোটি শুকরিয়া,,ভিডিওটা দেখে কোন ভাবেই চোখের পানি ধরে রাখতে পারলাম না। তাদের শেষ পযর্ন্ত পরিচয় হলো
@nageebalam6732 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে এমন একটা অসম্ভব কে সম্ভব করেছেন আপনি, একজীবনে এটা অনেক বড় অর্জন। অনেক শুভকামনা কুলসুম আর তার পরিবারের জন্য, প্রত্যাশা তার প্রতিক্ষার সুন্দর একটা সমাপ্তি হোক। অটুট থাক পারিবারিক বন্ধন।
@Zakiasultana82 жыл бұрын
অনেক কান্না করলাম আর আপনার চ্যানেল সাবস্ক্রাইব না করে পারলাম না কারন আপনি অসাধারণ কাজ করেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমিন।
@as..5082 жыл бұрын
.I doubt it, because it is the people............
@Unknownvlog-w6n2 жыл бұрын
আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে কুলসুম তার পরিবারকে খুঁজে পেয়েছেন। অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম ভিডিওর জন্য। যারা এই কাজে অত্যন্ত আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
@jolfikerali49242 жыл бұрын
খুব বেশী ভালো লাগলো। ধন্যবাদ, মনজুরুল করীম ভাই❤️ ভালবাসা রইল আপনার জন্য😘
@Pallabiiii_Nath2 жыл бұрын
ভারতীয় মুসলমানদের দুরবস্থা😌kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@rizwankorim58182 жыл бұрын
কুলসুমের মা বাবার ছবি দেখতে চায়
@opohasan41112 жыл бұрын
সত্যি এক কথায় অসাধারণ হয়েছে নতুন একটি অলৌকিক বাস্তব ঘটনা একদম ইমোশনাল হয়ে গেলাম। পরবর্তি আপডেটের জন্য অপেক্ষায় রইলাম ইনশাল্লাহ এবং সেই মুহূর্ত দেখার জন্য কুলসুম তার মা কে বুকে জড়িয়ে নেবে এবং তার পরিবারকে
@ruksanaparvin43752 жыл бұрын
আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া কুলসুম তার পরিবারকে ফিরে পেয়েছে ।
@kamalnil29872 жыл бұрын
💖♥♥💖💖
@as..5082 жыл бұрын
.I doubt it, because it is the people............
@ShamimAhmed-bb1nk2 жыл бұрын
মুনজরুল করিম ভাই কি অসাধারণ অসম্ভব কাজ করেছেন । আপনাকে অভিবাধন জানানোর ভাষা জানা নেই ৷
@Shohel.Rana901712 жыл бұрын
থ্যাংক ইউ মঞ্জুরুল করিম ভাই আপনার এই ভিডিওটা দেখে আমাকে অনেক ভালো লাগছে । ভাই আপনি অসম্ভবকে সম্ভব করে রেখেছেন ।
@Pallabiiii_Nath2 жыл бұрын
ভারতীয় মুসলমানদের দুরবস্থা😌kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@roxnabadhon52882 жыл бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটি প্রতিবেদন করার জন্য এতো বছর ওই মা ই যানে তার সন্তানের জন্য কতো টা না কষ্ট পেয়েছেন তার চোখের পানির মূল্য আল্লাহ দিয়েছেন এভাবে আল্লাহ সব মায়েদের বুকটা ভোরে রাখুক
@tanbhirhasan82432 жыл бұрын
ফেইসবুকে তাদের স্বাক্ষাত দেখে চোখে পানি। খুবই আবেগ প্রবন হয়ে গেলাম😪😪
@rafeyachowdhury83012 жыл бұрын
লিংক দিয়েন
@voiceofummah57422 жыл бұрын
কুলসুম এবং তার মায়ের মিলনের মুহূর্তটা পৃথিবীর সব আবেগ, অনূভুতির উর্ধে। এই অনূভুতি কোন ভাষা দিয়েই প্রকাশ করা সম্ভব না। এভাবেই পৃথিবীর প্রতিটি হারিয়ে যাওয়া সন্তান তার আপন ঠিকানার সন্ধান পাক।
@mdanwarhossainkhan77252 жыл бұрын
অতপর, অপেক্ষা শেষ হলো। অনেক কাঁদলাম। মহামিলনের পর্বটা সম্পূর্ণ দেখানোর আবেদন রাখলাম।
@NomanOfficial3602 жыл бұрын
আমি আমার অন্তরের অন্তস্তল থেকে আমার সবটুকু ভালোবাসা ও সম্মান জানাই সেই ট্রিম কে যাদের অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে আজ কুলসুম পেল তার মা কে। তার পরিবার কে। চোখে পানি আটকে রাখতে পারি নি আমি। এই ঘটনা দেখে। আমার যদি অর্থ সামর্থ্য থাকাতো আমার সব টুকু অর্থ সামর্থ্য দিয়ে। আজ এই তদন্ত কমিটি বা ট্রিম কে পুরস্কার দিতাম । তারা এতো সুন্দর করে কষ্ট করে কুলসুম এর পরিবার কে খুঁজে বের করে দিয়েছে। কুলসুম এর পরিবার এর জন্য রইল অফুরন্ত ভালবাসা।
ভারতীয় মুসলমানদের দুরবস্থা😌kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@mostakimbillahsumon59972 жыл бұрын
এই আবেগ প্রকাশ করলাম অবিরাম চোখের পানি দিয়ে ।আপনার ও সংশ্লিষ্ট সকলের এই চেষ্টা ও পরিশ্রমের কারণে ঋণী হয়ে গেল কুলসুম আপু ও তার পরিবারের সকল সদস্য ।আমিও উত্তর বঙ্গের মানুষ হিসেবে আপনার প্রতি ভালোবাসা আরও অনেক বেড়ে গেল ।আপনার জন্য শুভকামনা রইল ।
ভারতীয় মুসলমানদের দুরবস্থা😌kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@mrstv15152 жыл бұрын
জনাব মঞ্জুরুল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মা- মেয়ের মহামিলন দেখে অঝোরে কেঁদেছি। আপনি অসম্ভবকে সম্ভব করেছেন।
@pintostravels21792 жыл бұрын
আলহামদুলিল্লাহ..মাশাআল্লাহ..❤️👌👏 ধন্যবাদ করিম ভাই..চোখে পানি চলে আসছে..😔
@MrmiraHossin3 ай бұрын
আপনাকে আল্লাহ হাজার বছর বাঁচিয়ে রাখুক ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🤲🤲🤲🤲
@MunzurulKarimTV3 ай бұрын
দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে
@imdadtota76222 жыл бұрын
কি মন্তব্য করব ভাষা খুঁজে পাচ্ছি না।। কুলসূম কাদলেন এবং আমাদের কে ও কাঁদালেন। আল্লাহ আপনাদের হেফাজত করুন ।আমিন
@jobayerbhuiyanjb14222 жыл бұрын
আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি আপনার সব এপিসোড দেখেছি। তাদের চেহারার অনেক মিল আছে।
@saifurrahman94662 жыл бұрын
মানবতার আর এক ফেরিওয়ালার খোঁজ, মাশাআল্লাহ। বেঁচে থাক মানবতা বাংলাদেশ থেকে বিলুপ্ত হোক সব হিংসা।
@mdkamrul63622 жыл бұрын
আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখে আমার কমেন্ট করা ভাষা হারিয়ে ফেলেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবিরাম ভালোবাসা রইলো কুলসুমের ফ্যামিলির জন্য
@bdmyekatturtv66622 жыл бұрын
Nothing impossible in the warld . মনজুরুল করিম ভাই চোখের পানি ধরে রাখতে পারলাম না,শুকুরীয়া আল্লাহ পাকের নিকট,কবুল হোক আপনার প্রোচেষ্টা আল্লাহ কাছে
@tahmidkhan40722 жыл бұрын
স্যালুট মনজুরুল ভাই আপনাকে। অসাধারণ কাজ করে যাচ্ছেন।
@alsakibmamun40822 жыл бұрын
ঐ দিন মা খুব ভাল ছিল কথা সুন্দর বলেছে। আজ অনেকটা দুর্বল,,আল্লাহ আপনি মাকে সুস্থ রাখেন ।
@shofikahmed7912 жыл бұрын
অশ্রু দরে রাখতে পারিনি। বেশ কিছু দিন আগে কুলসুম আসছিলেম বাংলাদেশে উনার মা কে খুঁজতে। মন থেকে দোয়া করেছিলাম যাতে উনি উনার মা এবং পরিবার কে খুঁজে পান।
@abubakkersiddique1632 жыл бұрын
মাকে মনে হয় আল্লাহ বাচিয়ে রেখেছেন আল্লাহ এই বোনের জন্য আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন
@arafatbhuiyan25032 жыл бұрын
৪৫ বছর পরে মা ডাক,সত্যিই এই অনুভূতি প্রকাশ করার মত না,,,মা আর সন্তানের মাঝে কি এক রহস্যময় মায়া ভালোবাসা আল্লাহ দিয়েছেন তা বুঝানো সম্ভব নয়,,,আল্লাহ তুমি আমার মা বাবা কে আরও অনেক বছর হায়াত দিও..❣️❣️♥️♥️
@moziburrahman52922 жыл бұрын
আলহামদুলিল্লাহ ভাল লাগছে।আশা ছিলাম। শোনার জন্য
@mdsafi99822 жыл бұрын
Alhamdulillah 💗💗💗 apnake & CID team k ank ank tnx... Allah apnader help kruk sobsmoy...
@farukhossain97142 жыл бұрын
আমার দু'চোখ থেকে অঝোরে পানি ঝরেছে। তাদের পরিবারে মিলন দেখে। মনজুরুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য
@Pallabiiii_Nath2 жыл бұрын
ভারতীয় মুসলমানদের দুরবস্থা😌kzbin.info/www/bejne/hWfFdnymnbZljrM
@MDSaifulIslam-gl3mz2 жыл бұрын
তোমরা আমার দেশের কি বলব আমি ভাষা খুজে পাচ্ছি না। তোমাদের এই টিমকে আমার হাজার ছালাম, স্যালুট তোমাদের ও তোমাদের বাবা মাকে। ধন্যবাদ।
@NasirUddin-jr9qp2 жыл бұрын
কুলছুম তার পরিবারের সকল কে দেখছে।এক হৃদয় বিদারক ঘটনা।আল্লাহ যেন ওর মাকে যেন সুস্হ করে দেন।
@mdatiar80552 жыл бұрын
আপনার লাইফের ভালো কাজের মধ্যে এটি একটি বড় উদাহরণ, আপনাকে অনেক বেশি ধন্যবাদ।
@azizahmed46072 жыл бұрын
দেখিলে মায়ের মুখ, মুছে যায় সব দুঃখ। মা- মায়ের মতো আপন কেহ নেই।
@abdullahsorder5392 жыл бұрын
এমন ভিডিও দেখার সময় কেন যেন চোখের পানি বেরিয়ে গেলো আমার কিছু বুঝতে পারলাম না,হে মহান আল্লাহ তুমি এই বৃদ্ধ মা কে সুস্থা ও দীর্ঘ হায়াত দান করো আমিন
@ukibabu2 жыл бұрын
কুলসুমকে তারাতাড়ি দেশে আসতে বলুন, মা-এর অবস্থা মনে হয় বেশি ভাল না।
@ferdousjahan81832 жыл бұрын
Very good video
@tubeme0012 жыл бұрын
First police officer truly educated, proper language skills, and brilliant answers to questions!extremely informative with kindness human being.