কুণাল তুমি আমার ছেলের মত তাই তোমাকে তুমি বলেই সম্বোধন করলাম.. আমার বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন... আমাদের দেশের মহান নায়ক নেতাজীর বীরত্বের কাহিনী শুনে শুনে বড় হয়েছি.. বাবা ওনার কথা বলতে বলতে কেঁদে ফেলতেন..তখন আমার খুব কষ্ট হতো..আজ তোমার এই এপিসোডটা দেখে দুচোখে অনবরত জল ঝরলো.. তুমিও খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলে.. বাবা তুমি এযুগের ছেলে হয়েও নেতাজী নিয়ে এতো সুন্দর কাজ করছো ভেবে ভীষণ গর্ব বোধ করছি একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে... তুমি নুতন প্রজন্মের ছেলেমেয়েদের জানাও মহান নেতা নেতাজী সমন্ধে...ওরা আসলটা জানুক.. খুব ভালো থেকো বাবা.. তোমার সব এপিসোড আমি ফলো করি... অনেক শুভকামনা রইলো..
উচ্চকোটির বীর এর প্রাণ মহাত্মা মহা মহীয়ান নেতাজী লহ প্রণাম, লহ প্রণাম। অসামান্য অবদান আর অসাধারন বীরত্বের কাহিনীর বুননে ঠাসা এক অনন্য জীবন কাহিনী। আপন দীপ্তিতে ভাস্বর হয়ে থাকবে এমন বর্ণময় অথচ শিহরন জাগানো ইতিহাসশ্রেষ্ঠ গৌরবময় ব্যক্তিত্ব। এসকল লিখিত আকারে প্রকাশিত হোক বেশি করে, হারিয়ে যাবে মিথ্যে ,স্বমহিমায় উজ্জ্বল হয়ে থাকবে প্রকৃত সত্য নেতাজীর ...... কী গভীর দেশপ্রেম.........!!!
@lakshmimalakar24952 жыл бұрын
কী করবো খুব কান্না পাচ্ছে । কতো গুলো নোংরা মানুষের জন্য এই মহান নেতাকে দেশ আজ যোগ্য সম্মান ও যোগ্য আসনে দেখতে পেলো না 🙏🙏🙏😭😭😭😭😭
@radhachatterjee98742 жыл бұрын
এই মহাপ্রাণ দেশনায়ককে শতকোটি প্রণাম । এমন অনুষ্ঠান চলতে থাকুক । শুভেচ্ছা রইল
@mitabaishya49842 жыл бұрын
শুনে স্তব্দ, জাস্ট স্পীচ লেস। সশ্রদ্ধ শতকোটি ভক্তি পূর্ণ প্রণাম জানাই।বুকের ভিতর গুমরের ওঠে কান্না।ছোটো থেকেই ওনাকে বই এর মাধ্যমে জেনেছি, তাতেই ওনার স্থান অন্তরের মনি kothay সযত্নে লালন করি। জয় মা জয় স্বামীজী জয় নেতাজি।
@subhendusnai65962 жыл бұрын
👍
@sudipsachatterjee20076 ай бұрын
আজ হঠাৎ আপনার চ্যানেলটি পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে, অনেক ভিডিও দেখলাম, আরও দেখবো আর এই নমস্য মানুষটির সম্বন্ধে জানবো। অজস্র ধন্যবাদ 🙏🙏
@pksg2k22 жыл бұрын
এক কথায় অপুর্ব ।।। এই যে ওনাকে সাধু সেজে থাকতে হোল সেটা আমাদের সবার ব্যর্থতা ।।।
@golammahiuddinkazi45102 жыл бұрын
ঠিক আছে সাধু সেজে থাকা টা ছিল তার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ঐ সাধু বাবার ঘরের ভিতর জিনিস পত্র গুলো মিউজিয়ামে লুকিয়ে রাখা হয়েছে তার কোন কথা উঠে না। এখন মানুষ জানতে পেরেছে তাহলে ঐ জিনিস গুলো বের করে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ঐ জিনিস গুলো কি। বা কার। লুকানো আছে যখন তখন ভাবতে হবে ঐ জিনিস গুলো নেতাজি সুভাষের পরিচিত এবং পরিচয় পত্র জমা আছে। কোনো সন্দেহ নেই। সাংবাদিক ভাই রা সবাই কৌতুকের ছলে একটু কথা বল। আর ঐ জিনিস গুলো কে ছবি করে দেখিয়ে বুঝিয়ে দিন ভারতবাসী দের জন্য খুবই উপকৃত হবে মানুষ সত্যকারের কথা মানুষ বিসশাষ করে নিজেকে ধন্য ধন্য মনে করবো।
@subhajit02 ай бұрын
ওনি "সাধু সেজে" থাকেন নি : স্বেচ্ছায় সন্ন্যাসী হয়ে গেছিলেন।
@indranisengupta15112 жыл бұрын
আমি ১৯৭৬ সনে জন্মেছি, আমার বাবা জন্মেছিলেন ১৯৩৬ সনে, আমার বাবা ভারতীয় নৌসেনা বিভাগের সদস্য ছিলেন, উনি ছোটবেলা থেকে নেতাজীর আদর্শ নিয়ে বড় হয়েছিলেন, ছোটবেলাতে বাবার কাছে শুনতাম নেতাজী মারা যাননি, উনি এই দেশেই কোথাও আছেন, কেউ জানে না। জানি না কেনো ভীষন কষ্ট হতো ওনাকে দেখতে ইচ্ছে করতো, বাবা আমাকে নেতাজীর অনেক গল্প শুনিয়েছিলেন তার মধ্যে একটা বিশেষ ভাবে দাগ কেটে যায়, ১৯৬০ এর দশকে বাবা ইংল্যান্ডে গিয়েছিলেন, সেখানে একটা সিনেমা হলে নেতাজীর উপর ডকুমেন্টারি মুভি চলছিলো যা বাবা পুরো বসে দেখেছিলেন। বাবা বলেছিলেন ব্রিটিশরাও নেতাজীকে অনেক সন্মান করে, কিন্তু নিজের দেশের লোকজন আর নিজের আত্মীয়স্বজনদের থেকে উনি কি পেলেন? কেউ কি ভাবে বিশ্বাস করলো উনি মারা গেছেন? আজ আপনার ভিডিও দেখে বুঝতে পারছি বাবা যা যা বলতো সব সত্যি, আর আমিও এই সত্যি নিয়েই বেঁচে আছি, নেতাজী আজও হয়তো বেচেঁ আছেন। আপনাকে অনেক শুভেচ্ছা জানাই কুণাল বাবু এই সত্য উদঘাটনের জন্য, আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান
@tapasdutta29892 жыл бұрын
হয়তো নয় দিদি। তিনি সত্যিই আছেন।
@bikashgoswami72502 жыл бұрын
অনেক কিছু জানতে পারলাম। আবেগপ্রবণ হয়ে যাওয়ার মতো গুরুত্ব পূর্ণ এপিসোড। সুভাষ বোস আর যাই হোক ক্ষমতা লোভী ছিলেন না। আরো অনেক কিছু জানার অপেক্ষায় রইলাম. ধন্যবাদ।
@PUBGLover-xv6kw10 ай бұрын
অনেক সময় ধরেই শুনলাম । অনেক দেরি হয়ে গেছে । চোখের জল রাখতে। পারছি না শ্রদ্ধা নিবেদন করলাম
@rajeshchatterjee22562 жыл бұрын
সমস্ত ঘটনাবলি শোনার পর চোখে জল এসে যায়।উনি বহু অভিমান নিয়ে পরবর্তী জীবন টা কাটিয়েছেন। সত্যি আমাদের এই নেতাজি কে ছেড়ে নেতাদের পিছনে ছুটি,এটাই দুর্ভাগ্য।
@kanikamukherjee995 Жыл бұрын
তোমার কাছে নেতাজী সম্পর্কে কত কিছু জানতে পারছি। উনি দেশের স্বার্থে কত কষ্ট সহ্য করেছেন। জয় হিন্দ।
@kakandatta2881Ай бұрын
ভাই আমি একজন রাংলাদেশি। এই এপিসোড দেখার পর আপনাদের আমি শুধু এটুকু বলব এই যুগের মহান মানুষের কোন কিছুরই অভাব নেই। অভাব শুধু নিরাপত্তার আর আমরা তাদের কে বুঝতে না পারার অক্ষমতার।আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই আমাদের। ভালো থাকুক নেতাজী পরপারে এই প্রার্থনা করি।
@sishirroychowdhury4 ай бұрын
মুগ্ধ হলাম আপনার মতো দেশপ্রেমিকের কথা শুনে এবং ঐতিহাসিক তথ্যটাও খুব মূল্যবান মনেহলো, নমস্কার জানাই আপনাকে, জয় হিন্দ বন্দেমাতরম 🙏🌹🙂🎉❤
@bapi268202 жыл бұрын
কিছু বলার মতো অবস্থায় নেই। শুধু ভেবে চলেছি, কি শুনছি, কি মহান মানুষ 🙏🙏🙏🙏🙏তার যোগ্য সম্মান টুকু পেলেন না। আরো শুনতে চাই, জানতে চাই আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং দাদু র কাছে শুনেছি উনি নেতাজির সান্নিধ্য পেয়েছিলেন, তাই, যখন কুম্ভ মেলায় ঐ সাধুবাবার কথা হয়েছিল দাদু না কি বলেছিলেন যদি তিনি একবার গিয়ে দেখতে পেতেন তাহলে বলতে পারতেন উনি সে মহান মানব আমাদের নেতাজি। ওঁনার চলা, ফেরা, কথা সব দাদু দেখেছেন,যখন ওঁনার সান্নিধ্যে ছিলেন।আপনার সব ভিডিও দেখি,তাকিয়ে আছি আরো কিছু অজানা কে জানার জন্য। এইভাবেই এগিয়ে চলুন, শুভকামনা রইলো সবসময়....
@golammahiuddinkazi45102 жыл бұрын
ভাই আপনার দাদু যদি নেতাজী কে চিনতেন তাহলে কেন ঐ গুমনামি বাবার সাথে দেখা করতে পারলো না কেন সেই সাথে কুম্ভ মেলায় গিয়ে দেখতে পারত। আজ আর বলে কি লাভ। বাঁশি হারিয়ে চ্যঁটে ফু দিলে যেমন হয় ঠিক তেমনি হলো। সবাই সব কিছু জানে বুঝে তবুও অবুঝের মতো কথার সৃষ্টি করতে ছাড়ে না।
@mamataghosal844 Жыл бұрын
আসল সত্য টা জানার খুব খুব ইচ্ছে ছিল, জানতে পেরে খুব খুব ভাল লাগল। আর কষ্ট ও পেলাম খুব। কারণ কি নিদারুণ যন্ত্রনা আর অপমান নিয়ে তিনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন। সেই মাহাত্মর শ্রীচরণে জানা ই আমার কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আর আসনাকে অসংখ্য ধন্যবাদ।
@somenathhajra13272 жыл бұрын
আপনার কথা শুনে আমি কথা হারিয়ে ফেলেছি। নেতাজী আছেন আমাদের হৃদয়ে। জয় হিন্দ।
@goldisold3612 Жыл бұрын
নেতাজী সুভাষ চন্দ্র বসু আমাদের কাছে চিরজীবী,ওনার মৃত্যু কোনোদিন হতে পারে না।।পুরোটা শুনে শুধু কান্না পাচ্ছে, অসহায় লাগছে।।দেশনেতা সহস্র সেলুট❤❤❤
@arupbhattacharyya6 Жыл бұрын
দাদা আপনাকে কোনো ধন্যবাদ দিয়ে নিজেকে ছোটো করবো না যত আপনার নেতাজি তথ্য সমৃদ্ধ ভিডিও দেখি মুদ্ধ ও অশ্রু সিক্ত হয়ে যায়, ঈশ্বরের নিকট আপনার দীর্ঘায়ু কামনা। 🙏🙏🙏
@dinkydbbvideography.25812 жыл бұрын
মন প্রাণ সব জুড়িয়ে গেলো এক অভূতপূর্ব শান্তি জল ধারায় l তবু শেষ হয়েও হইল না শেষ... সত্যি অসাধারণ লাগলো | এই মহাপ্রাণ দেশনায়ককে শতকোটি প্রণাম ।জয় হিন্দ🙏
@anjalijotobarshunitotobari88065 ай бұрын
সম্পুর্ন ভিডিও টা দেখলাম এবং শুনলাম বন্ধু। গায়ে কাঁটা দিয়ে উঠলো আমার। দুচোখ ভরে জল গড়িয়ে পরলো বন্ধু। কি অসামান্য সত্যের তথ্য গুলো। উনি চিরকাল মানুষের বুকে চির অক্ষয় হয়ে থাকুন এই প্রার্থনা করি 😢😢🙏🙏🙏🙏। কত অভিমান বুকে চেপে তবুও তিনি দেশের মাটিতে ফিরে এসেছিলেন। খুব কষ্ট হচ্ছে আমার। উনি আমার কাছে একজন ঈশ্বর তুল্য মানুষ। 🙏🙏🙏🙏
@smondal42062 жыл бұрын
অনন্য সাধারণ, মন প্রাণ সব জুড়িয়ে গেলো এক অভূতপূর্ব শান্তি জল ধারায় l তবু শেষ হয়েও হইল না শেষ... জয় হিন্দ🙏
@sanjuktabagchi24042 жыл бұрын
এই দেশপ্রাণ স্বাধীনতা নায়ক কে শতোকোটি প্রনাম। এই ঘটনা গুলো চলতে থাকুক অনেক শুভেচ্ছা রইল কুণাল বাবু।
@debjanisamanto68282 жыл бұрын
যত শুনি তত কান্না আসে। কোন দেশের জন্য এই প্রাণ । মাতৃ ভূমি , না কি মায়ের ভালো সন্তানদের প্রতি অবহেলা। যে সন্তান কাঁদেনা তাকি নাকি মা কোলে নে না। হায় রে পড়া কপাল। কুলান বাবু আমি আরো জানতে চাই
@যেমনপারিতেমনিগাই2 жыл бұрын
Thank you very much!
@golammahiuddinkazi45102 жыл бұрын
বাবা মার কাছে ছিল গর্ভ করা সন্তান। তার জীবন নিয়ে এই রকম ভাবে ভারত ভাগ করবে। মা বাবা ভাবতে ও পারে না। এই কান্ড দেখে উনাদের আঁতে খুব জোর লেগেছে। তাই তারা অভিমান করে ঐ ধরনের আচরন করে নিজের কে বাচান। কথা বলতে গেলে বা সুনতে গেলে চোখে জল আসে। বসে বসে উপর আলার কাছে দম ছেড়ে বন্ধ ঘরে বসে কাঁদে। এর বেশি আর কোনো উপায় নাই।
@sribashchakraborty612911 ай бұрын
শতকোটি প্রনাম নেতাজি তোমর চরণে, I am Bose ধন্যবাদ দিয়ে ছোট করব না,বিশাল কাজ করে যাছো,এগিয়ে যাও,দেশবাসী সঙ্গে আছে।
@NewsAllTimes2 жыл бұрын
কোনো ভাষা নেই...শুধু চোখের কোণ থেকে নেমে আসা বস্তুটি কোনো বাঁধ মানছে না দাদা..🙏🏽🙏🏽🙏🏽
@manjusribose6843 Жыл бұрын
অনেক অভিনন্দন কুনাল ভাই।নেতাজী সম্পর্কে অনেক তথ্য জানতে পেরে।
@ritamukherjee89022 жыл бұрын
তুমি এগিয়ে চলো ভাই।তোমার ঐকান্তিক প্রচেষ্টা বিফলে যাবে না।সত্যিই খুব বেদনাদায়ক যে মানুষটা এই দেশের জন্য আত্মনিয়োগ করলেন ,তাঁকেই তাঁর পরিচয় দিতে হবে ,,,তিনি কে!আমরা কতখানি স্বার্থপর না,স্বাধীনতা পেয়েই কিভাবে তাঁকে অস্বীকার করে বহাল তবিয়তে রাজ করে চলেছি? নিজেদেরকে মানুষ বলে ভাবতেও লজ্জা করে।আমরা ভীষণ ভাবে তাঁকে চাই।চাই তিনি স্বদর্পে ফিরে আসুন আর মুখোশধারী বেইমানদের মুখোশ খুলে যাক্।,, ,,জয় হিন্দ।
@golammahiuddinkazi45102 жыл бұрын
তিনি যে ফিরে আসবে। তিনি কি এমন ও বেঁচে আছে বিস্ময়কর ব্যপারটা কখনই মানুষ বিসশাষ করতে পারে না। তার মানে নেতাজীর বয়স এখন কত হবে তার হিসাব করতে হবে আগে। তার পর সামনে এসে কথা বলে নিজেকে ধন্য করবেন। কথার কথা বলে কমিনডব্যকসে ভর্তি করে লিখে দিলে হবে না।
@rajib2962 жыл бұрын
দাদা খুব ভালো লাগলো, জয় হিন্দ, বন্দে মাতেরম 🌹🌹🌹🌹🌹🌹❤❤❤, লোকটাকে বড্ড ভালোবাসী, আজ আর আগের ভারতের নেতা নেই, এখন শুধুই পদের আকাঙ্খা, হে মোর দুর্ভাগা দেশ পরশ পাথর ছোঁয়া আর পাওয়া হলনা 🙏🙏🙏
@TheSunlight12 жыл бұрын
আমার আইকন... মহাপুরুষ... দেশনায়ক...জয়তু নেতাজী ।।
@subrotaroy37642 жыл бұрын
কুণাল, ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। কাজটা এগিয়ে নিয়ে যাও ।
@kanudebroy71982 жыл бұрын
ভাষা হারিয়ে ফেলেছি ! শুধু মনে হচ্ছে, যে মানুষটি এই দেশের জন্য নিজেকে নিয়ে এত কিছু করে গেলেন আমরা যে সেই দেশেরই সন্তান !
@amarnathchattaraj8293 Жыл бұрын
কুনাল বাবু আপনার এই মহৎ প্রচেষ্টা সাফল্য কামনা করছি। বর্তমান প্রজন্ম জানুক নেতাজী সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে।
@kartickpramanik425611 ай бұрын
অপুর্ব একটি পর্ব।শুনতে শুনতে এক অন্য জগতে চলে গেলাম। অনেক ধন্যবাদ ।
@apupadhiar20682 жыл бұрын
Sir My mother tongue is Gujarati but I can understand and speak fluent Bangla, the reason being I am born and raised in Kolkata I earnestly request you to upload more videos on Netaji so that whole Nation will know and understand especially younger generation who this great soul was and what he has done for the country
@sukumarsilroy5002 жыл бұрын
Exactly so
@sukumarsilroy5002 жыл бұрын
In the year 2010 in kumba mela at Haridwar I came to know Barfani BABA said Netaji still alive.
@paritoshsarkar2293 Жыл бұрын
@@sukumarsilroy500 😢
@saratchandrakhatua8906 Жыл бұрын
আমি অতি সাধারণ মানুষ। আপনাদের চেষ্টায় সত্য উদ্ঘাটিত হোক । নেতাজিকে দেশের বড় প্রয়োজন ছিল ।
@somnathghosh92072 жыл бұрын
অরূপ বাবুর প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি।🙏
@souviksarkar3232 жыл бұрын
সুভাষ বাবু আমাদের মঠে 2 রাত ছিলেন তার ব্যবহার করা চেয়ার টেবিল এখন আছে উনি চলে যাবার পর মঠের মহারাজ কে পুলিশ অ্যারেষ্ট করেছিলেন সেই স্মৃতি এখন আমরা গৌরবের সঙ্গ বহন করি
@prithamaity306 Жыл бұрын
খুবই বেদনাদায়ক নেতাজিকে আশ্রয় দেওয়ার জন্য মঠের মহারাজকে অ্যারেস্ট করা হয়েছিল এটা ভাবতেই পারছি না
@rajatsen748611 ай бұрын
কোন মঠ?
@souviksarkar32311 ай бұрын
Kalna gananda matha
@souviksarkar32311 ай бұрын
Burdwan jalar ambika kalnai abosthito
@subhamseven6387 ай бұрын
Kon year e dada?
@binoykumardas41532 жыл бұрын
Excellent. I'm proud for My best Hero Netaji Subhash Bose. Why come in tears? More and more I listen about Netaji Subhash Bose.
@saumyasarkar44892 жыл бұрын
আগেও শুনেছি। এবার শুনে আরো আবেগপ্রবণ হয়ে পরলাম। দারুন ভিডিও। জয় হিন্দ ❤️❤️❤️
@GOBINDASARKAR-lw3zp2 жыл бұрын
অসাধারণ, আমি সব সময় এই রকম কিছু ভিডিও দেখতে চাই?
@rupachakraborty55022 жыл бұрын
যখন ই নেতাজির কথা শুনি চোখে জল চলে আসে, মনটা কেমন হু হূ করে ওঠে ,মনে হয় আমার নেতাজি আবার ফিরে আসুক। জানি না কিভাবে নেতাজির পরিবার অমন ব্যাবহার করে .............
@prahladdas3687 Жыл бұрын
Kunalda apnar kotha vison valo laglo joy hind joy netaji joy varotmata joy modiji joy desbasir joy ♥️🙏🙏🙏🙏
@aroopraychaudhury53522 жыл бұрын
আমার দেওয়া তথ্যে একটি ত্রুটি সংশোধন করে দিতে চাই। আমাদের মাঝিমামা, মা মাসিদের মাঝিদা এবং বিমল নন্দীর মেজদা র নাম ছিল সুধীর নন্দী। তিনি বিমল নন্দী র আপন খুড়তুতো দাদা ছিলেন। একই যৌথ পরিবারে থাকা সদস্য। সুকোমল নন্দী ছিলেন বিমল নন্দী র আপন দাদা। তথ্যগত এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যটি যথাযথ সত্যে প্রকাশিত হোক। কুণাল কে দেওয়া আগের তথ্যে নামটি ভুল বলার জন্য দুঃখিত।
@RohitSadhuBanerjee2 жыл бұрын
শুদ্ধ চিন্তা ভাবনা কুনাল দার 🙏🙏 এভাবেই এগোয় ভারতের আমাদের নেতাজী কে নিয়ে😊
@ashisdebnath58982 жыл бұрын
এই মহান দেশের বীর সন্তানের আজকে খুব প্রয়োজন ছিল। 🙏🙏🙏💐💐💐
@britterbaireybengaliaudio20002 жыл бұрын
কুনালদা আপনার সাথে আমরাও এই পথের পথিক হয়ে পড়েছি।যেন আমরাও অবিরত ঘুরে চলেছি সেই সুভাষ নামের মহাকালের সন্ধানে। মাঝেমধ্যে মনে হয় যেন ভারতবাসীর দুঃখ দূর করতে স্বয়ং মহাকাল এসেছিলেন নেতাজীর বেশে।তাকে অনুসন্ধান করা মানে আত্মার অনুসন্ধান করা, যা আমরা করে চলেছি 🙏🙏🙏
@ritamukherjee89022 жыл бұрын
ঠিক তাই।
@sumitaroy7302 жыл бұрын
Sudhu e chokher jol alo , bhasha stabdha
@golammahiuddinkazi45102 жыл бұрын
ঠিক কথা বলেছেন ধন্যবাদ বন্ধু চমৎকার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।
@avirajghosh79422 жыл бұрын
দাদা সত্যিই তুমি সত্যিই তোমার রিচার্স ধন্য তুমি ধন্য তুমি তুমি এই রিচার্জটা চালিয়ে যাও আর তোমার কথাগুলো শুনে চোখে জল এসে গেল । 😥💙🤍💚❤😢 জয় হিন্দ 💙🤍💚❤❤❤❤❤❤ জয় সুভাষ 💙🤍💚❤❤❤❤❤❤ জয় বাংলা
@debubanerjee94382 жыл бұрын
Kunal বাবু, এই সব কথা শুনলে বুকের মধ্যে বেজায় একটা কষ্ট হয়! যে মহামানব আমাদের এতোটা দিয়েছেন, তাঁকে আমরা কিছুই দিতে পারি নি, দিতে চাই নি... এ আমাদের জাতীয় লজ্জা! কলঙ্ক! এ কোনো দিনই ঘুচবে না।
@supriochoudhury37502 жыл бұрын
Apni ekdom thik boleche Amra eto onake shroddha janate pare ne .. unni Desh er jonne eto koreo nijer jonne sob taaj kore chilen
Aro boro video ta hole ei rokom min diye suntam. Mone hochee video ta ses jano na hoy..... Uffff osadharon
@amitra15072 жыл бұрын
Please continue. Every real indian wants to know more more about our hero The Legend Netaji .
@swapankumarnagchowdhury39212 жыл бұрын
নেতাজী মতন নেতা, আর শেখ মুজিবুর রহমানের মতন নেতা আর আসবেনা, এ ভুবনে। প্রনাম রইল। মুক্তিযোদ্ধা স্বপন নাগ । কুষ্টিয়া /বাংলাদেশ।
@debarshibagchi69912 жыл бұрын
শেখ মুজিব ধর্মের ভিত্তিতে ভারত ভাগের মুলকারিগর ছিলো এই বাংলায়। শেখ মুজিব একজন ঘৃনিত মানুষ।
@haridaschakraborty28402 жыл бұрын
এমন সন্তানের জন্য ভারত ভূমি আজো উন্মুখ। জয় নেতাজী।
@mousumidutta32152 жыл бұрын
Thank you sir. শুভেচ্ছা রইলো,এমন এক অসাধারণ কাজের জন্য।
@GautamkumarBera-g7e2 ай бұрын
কুনালবাবু নেতাজিকে নিয়ে এই অজানা কথা জানানোর জন্যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই প্রচেষ্টা আমার জীবন স্বার্থক করলো।
@manasmandal83322 жыл бұрын
ধন্যবাদ দাদা এই সত্য তথ্য জানানোর জন্য। 🙏🙏🙏🙏🙏
@prithwirajroy13442 жыл бұрын
Jai hind. Being a soldier I satute my idols. Please tell us more unknown mysterious facts. Awesome presentation
@goutammajumder5302 жыл бұрын
Khub valo lagche dada Netaji bapare eto ajana tathya gulo sunte gaye Kanta diye uthche ! Ek Bangali hisabe nijeke garbo bodh kori. Gumnami baba je asole Netaji chilen tomar ei documentary dekhe seta nischit ! Kintu keno jani na mone hoy uni ekhono beche achen hoyto ! sasadhra Pranam Maharaj ji ke 🙏 Joy Hind 🇮🇳 Subho kamona railo tomar proti ei rakom onek Aro vedio banao ami tomar vedio gulo follow kori sobsomay ❤️
@jhumabag7218 Жыл бұрын
Khub valo laglo, monta akta onno jagote chole giyache, amar 🙏 netaji k r sadhinota songami sobai k, 🙏🙏🙏🙏 anok kichui janlam r dada tomake dhanobad.
@dibyendumitra12432 жыл бұрын
কত বার কেঁদেছি জানিনা, কে আমরা কেউ তো না ওনার, না দেখেছি স্বাধীনতার যুদ্ধ , তবু ওই নামটাই যথেষ্ট ওই একটা নাম...
@arundhatibhattacharya54232 жыл бұрын
কুনাল আপনি কিভাবে যেন আমার ফোন থেকে হারিয়ে গেছিলেন l হঠাৎ আজ আপনাকে পেয়ে খুব ভালো লাগছে l কারণ আপনি আমার কাছে যে কি অমূল্য তা বুঝিয়ে বলতে পারবো না l তার কারণ হলো নেতাজি l আপনার তৈরী সব কিনা জানিনা তবে অনেক ভিডিও নেতাজিকে নিয়ে যা দেখিয়েছেন তা আমার কাছে অমূল্য সম্পদ l ৮৫ সালে যখন গুমনামিবাবার পরকালে যাত্রার কথা কাগজে ছাপা হয়েছিল তখন আমার বাবা বলেছিলেন উনি নেতাজি ই ছিলেন l এবং সেই বলার মধ্যে যথেষ্ট জোর ছিল l যেহেতু আমার বাবা একসময় মিলিটারিতে ছিলেন l আমরা দুর্ভাগা তাই এই দেবতাকে আমরা হেলায় হারিয়েছি l আমরা দেশবাসী নেতাজিকে কিছু দিতে পারিনি শুধু চোখের জল ছাড়া , তাঁর কাছ থেকে আসলটা তো নিয়ে নিয়েছি l দিয়েছি ঠগবাজ কিছু শয়তান কে ভোট দিয়ে সিংহাসন টা l আমরা ভারতবাসী স্বার্থপর l তাঁর মতো মানুটাকে দুঃখ আর যন্ত্রনা দিয়েছি আমরা l আপনার প্রত্যেক টা ভিডিও দেখে কান্না আর আফসোস ছাড়া কিছু করার থাকে না l হাত কামড়াতে ইচ্ছা করে l গান্ধীজি এবং নেহেরুর ফ্যামিলিকে পুরো ধ্বংস করে দেওয়ার মতো মানুষ জন্মালো না ?ভগবান কেন এমন করলেন ?কিছুদিন আগে একটা ভিডিও তে জেনেছিলাম নেতাজি আধ্যাত্মিক জীবনে যোগ সাধনার বলে সেই জায়গায় আজও বেঁচে আছেন যেখানে বড় বড় ঋষি রা সাধনা বলে বেঁচে আছেন l জায়গাটা তিব্বতের সাংরিলা এলাকা যেখানে কোনো সাধারণ মানুষ যেতে পারেনা l নেতাজী তো কোনো সাধারণ মানুষ ছিলেন না তাই বিশ্বাস করতে মন চায়
@deeplaskar5541 Жыл бұрын
The most beautiful video with a lot of important and vivid information about Netaji mystory
@s.sghosh35392 жыл бұрын
আমি বাঙালি আমি বাংলার গর্বে গর্বিত।জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রাহে🙏😭
@manabendrajana7096 Жыл бұрын
Omor rohe tu tar jonno, jar mrityu hoy.....vogoban ar mrityu hoy na 🙏♥️
@banibanerjee57472 жыл бұрын
জয় হিন্দ।জয় মহারাজ। ভক্তি পূর্ণ প্রণাম ভগবান নেতাজিকে।জয় জয় ভারত মাতা।
@aditimukherjee8142 Жыл бұрын
❤অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই kunal বাবু কে.. 🙏
@indranideb395 Жыл бұрын
অত্যন্ত বেদনাদায়ক এই মহা মানব কে শতকোটি প্রণাম জানালেও কম হবে 🙏🌹❤️🙏
@waitforend80792 жыл бұрын
সত্য সবার মাঝে তুলে ধরার জন্য 🙏
@srimatimukherjee9593 Жыл бұрын
Kunal babu yourr episode on Netaji helps us to know how a great freedom fighter turned into a spiritual man by his choise. Netaji didn't want to be a political leader with power and wealth with fan followers. He loved the country so much to make it free. When this was done he had no craze for political power to enjoy. He selected life of saint as influenced by Swamiji from childhood days. You are doing yeo- man service to aware young generations to know more about Netaji who sincerely wanted people of free India must have good moral character, which we are lacking. Thank you Kunal babu for your relentless effort to create interest to know about Netaji which our historians has forgotten to write.
@GobindaRoy-m3e4 ай бұрын
নেতাজী র কথা শুনে আমার খুব ভালো লাগে মনে হয় এত মহান মানুষ থেকে ও আজ আমাদের এই অবস্থা,ধন্যবাদ❤️❤️❤️❤️❤️
@prabirchatterjee84342 жыл бұрын
কুনাল বাবু, এই আসল মহাত্মার সন্ন্যাস জীবনের প্রতিটি ঘটনা শুনে মন বেদনায় ভরে ওঠে। উঁনি যে আমার মত কোটি কোটি মানুষের কাছে ভগবান। তাই ওঁনার এই জীবনের গল্প মেনে নেওয়া ভীষণ কষ্টকর।
@Thekolkatasoul2 жыл бұрын
তোমার এই গল্প বলার পদ্ধতিটা এতটাই সুন্দর যেন আমি পুরো ভিজিওলাইজ করতে পারছি পুরো ঘটনাটা.একটা অসাধারণ প্রস্তাবনা। এরকম আরো অনেক গল্প শুনতে চাই তোমার কাছে
@sarmisthamandal6164 Жыл бұрын
Asadharon
@madhabdas41332 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🌺🙏🌺🙏🌺🙏 জয় হিন্দ। বিমল বাবুকে আমার সহস্র প্রণাম, নেতাজী সম্বন্ধে এত কিছু জানতে পারছি তাতেই আমার জীবন ধন্য, আমি বড় অসহায় আমি তাঁকে ভালোবাসি,💞💞💞💞 কুনাল বাবু---- আমি আরো কিছু জানতে চাই ---- আরো -- আরো। জয়ন্ত বাবু অম্লান বাবু এবং চন্দ্রচুড় বাবুকে আমার প্রণাম জানিও তোমার প্রতি আমার অনেক আশা ভরসা ও আশীর্বাদ রইল।
@arpanjana39342 жыл бұрын
Tumi egiye jao........ salute to you
@bithikasarkar40202 жыл бұрын
Mahakaal *** We fateless people could'nt recognize him. I believe he is in our mind and encouraging us to know the truth. So Kunal Sir , you are one of those researcher who is trying to give us the true information. Great job.
@amitghosh5948 Жыл бұрын
কুণাল শুধু এটুকুই বলব সত্যিই আজ চোখে জল চলে আসছে।আমি তুমি না জানালে আমরাও জানতে পারতাম না এত তথ্য।এই মানুষটাকে যে দেশ এত কষ্ট দিয়েছে সে দেশের উন্নতি আর কী হবে?শুধু পাপে ভরে গেছে এ দেশ যা হওয়ের ছিল তাই হয়েছে।তুমি মান আর নাই মানো আমি তোমার পরম বন্ধু এটুকুই বললাম।❤
@sameeranray53722 жыл бұрын
Hi Kunal, I am not at all a regular visitor in you tube but i had seen some of your videos of Kunal's Diary and needless to say, i was/am very pleasantly surprised and proud of your great work on Netaji. Today, suddenly when i tried to get back to your channel (after a longtime), i could not find it... I realised, something happened to your channel & finally could find your this new channel.... Kudos to youu.......uu !!! I know, you will not give up, do keep your superb work on Netaji going... You have brought to light/revealed many covered up aspects about Netaji 👏👏👏 🙏🙏🙏... All the best 👍
@jayantirajwar7460 Жыл бұрын
জয় হিন্দ , সত্যি ই মহাপুরুষ এই সত্য র সন্ধান চালিয়ে যান ,
@GobindoChakraborty-t7s3 ай бұрын
অনেক ভালো লাগলো ধন্যবাদ
@ritasarkar2382 Жыл бұрын
Netaji amar adorsho.kunal tumi ato sundor ekta apisode sonale , chokhe jol chole elo ,tumi besi kore Netaji r kormokando prochar koro ,🙏🙏🙏
@mridulapaul20112 жыл бұрын
Osadharan apni egia jan
@pradippal6987 Жыл бұрын
অপূর্ব
@sumonmohonto6290 Жыл бұрын
Very nice story, love form Bangladesh ❤️🇧🇩
@a733662 жыл бұрын
Beautifully narrated - caused goosebumps at different stages! What a character? Are we these treacherous people born on the same soil? Looks like an impossibility - how can it be that the same soil could give birth to such a gigantic personality interspersed with such horrible characters that we Indians are generally comprised of?
@indirasinha4133 Жыл бұрын
কুনাল, ভীষণ রকম আপ্লুত হয়ে যাচ্ছি!!! ১৯৮৫ তে মহারাজের মৃত্যু মানে আমি তখন একাদশ শ্রেণীর ছাত্রী!! মানে আমার জন্মের সময় এবং তার পর থেকে ১৯৮৫ অব্দি উনি নিজের দেশেই বেঁচে ছিলেন!!!! গায়ে কাঁটা দিচ্ছে!! চমকে যাচ্ছি!!! অনেক আশীর্বাদ জানাই তোমায় এই পূণ্য কর্মের অগ্ৰগতির জন্য। ভালো থেকো ভাই ❤জয় হিন্দ ❤❤
@deepikanath3442 жыл бұрын
Episode ta সম্পূর্ণ শুনলাম আগের গুলো ও শুনেছি.. বাকরুদ্ধ.. চোখের জল ধরে রাখতে পারলাম না.. অনেক ধন্যবাদ আপনাকে.. এগিয়ে যান
@panchforon92992 жыл бұрын
Amar choto bela thekei Netaji amar jiboner adorsho chilen , achen, abang thakbeno, ami onake vison valobasi,o shrdha kori, apnar vdo guli dekhe bes kichu ajana tattho jante pere amra khubi upokrito hochchi, Abhijit Roy er vdo ti ba ei vdo ti dekhte dkhte chokhe jal ese geche, apnake dhonnobad janabo na, sudhu bolbo plz apni amader ke aro Onar samporke notun notun tathho janan, amar o ekti Utube channel ache 'Panch Foron' bole,but apnar kache ami chiro kritaggo Karon apni swyong Netaji r samporke amader samne asol sotti ta niye aschen.🙏
@debaratihajra56242 жыл бұрын
Apnar ei channel amader kachhe inspiration.
@dr.subhasishthakur80762 жыл бұрын
Mr Bimal Nandi was our teacher of Bengali in St Patrick's School, Asansol. We knew that he was a freedom fighter, although we were never told that he had been a close associate of Netaji.
@TapanNayak-tq6iz3 күн бұрын
I agree with you&carry on Netaji life
@debrajsongs86082 жыл бұрын
লেখর মাতো কোন ভাসা নেই। কোটি কোটি প্রনাম জানাই ওনার চরণে।
@sadiyanoor592611 ай бұрын
Wow 😮Absolutely great here no doubt. Wish you all the best brother 🎉🎉
@alokemukhopadhyay2662 Жыл бұрын
very sad ..... Thank you so much for the informations ..... great work kunal.... keep it up 🙏🙏
হয়তো এসব তথ্য তুমি ছাড়া কারুর পক্ষে জানা সম্ভব ছিলোনা। তুমি এগিয়ে যাও। সাথে আছি। 🙏
@subhasishbasak56412 жыл бұрын
Kunal da.. hats off to you.. Amder barite NETAJI bhogoban er moto... tumi amader bhogoban er ato kichu kotha samne niye ele ai jonno onk onk dhonnobad tmk.🙏❤️
@MrBiman222 жыл бұрын
এই ভগবান তুল্য মানুষ টি কে সত্যিই দেশের মানুষের খুব দরকার ছিল বলে মনে করি, উনি এখন আর নেই এটা ভাবলেও বুকের ভেতর টা মুচড়ে ওঠে।
@tapasdutta29892 жыл бұрын
তিনি এখন নেই, তার প্রমাণ কি?
@RonoGhosh-ir3um Жыл бұрын
Dada ami tomaka salut kori....onak kichu janta parlam bola
@meetamukherjee53672 жыл бұрын
Netaji Subhash Chandra Bose is our inspiration Jai Hind salute to you our great ànd brave leader 🙏🏿
@tapaschakraborty46912 жыл бұрын
আপনাকে নমস্কার জানায়। সাধু,সাধু।দারুন কিছু পেলাম।মহামানবের সম্পর্কে যেটুকু জানলাম তাতেই খুব তৃপ্তি লাভ করছি। জানিনা আজকের প্রজন্ম উনাকে কি ভাবে দেখে,তবে নিজ উদ্দেশ্য সাধন করতে রাজনীতবিদগণ কতটা নিচে নামতে পারে সে ত আজ চাক্ষুষ করতে পারছি। আপনি আপনার কাজ করে যান।আমরা তৃপ্ত হয়। সর্বান্তকরণে আপনার সফলতা কামনা করি। আজকের দিনে ওই মহামানব কে আড়ম্বরে নয়,অনুভবের সাথে আমার অন্তঃস্থল থেকে সাত কোটি প্রণাম জানায়।ভারত মা এর কাছে প্রার্থনা করি এখনকার এই দুঃসময় এ আর এক জন্য " সুভাষ" এর জন্ম দেয়। প্রণাম। বন্দে মাতরম ।
@tapaschakraborty46912 жыл бұрын
' শত কোটি ' পড়বেন ।
@NituBera-z2m5 ай бұрын
স্থির থাকতে পারছিনা। প্রিয় নেতাজি ... জয় হিন্দ 🇮🇳
@dipakroy60912 жыл бұрын
চোখে জল চলে আসে,,,,,, ভাবলেই কেমন যেন মন টা হা হুতাশ করতে থাকে,,,,,,,,,,,,,,,,,,
@jalypal75472 жыл бұрын
খুব খুব খুব ভালো লাগলো। কতদিনের অপেক্ষা,কত অজানা তত্ত্ব কত ইতিহাস কত গভীর ভালোবাসা, নিজের দেশে নিজের পরিচয় নতুন করে দেওয়া,তাও আবার সবাই মেনে নেবেন কিনা সেটাও এক ঘটনা সব মিলিয়ে মনে হচ্ছে আর ও শুনি আরও শুনি। অপেক্ষা থাকলাম আরও অনেক নুতন কথা জানবো বলে।