Рет қаралды 1,321,317
স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আবারও নতুন একটি পর্বে। আজকের টিউটোরিয়ালটি বাংলাদেশ ডাক বিভাগের নগদ ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নগদ বিকাশ এবং রকেটের মত নতুন কিন্তু খুবই জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস। আমাদের দেশে বর্তমানে বিকাশ এবং রকেটের অনেক ব্যবহারকারী আছে। এজন্য মোটামুটি সকলেই বিকাশ এবং রকেটের মাধ্যমে কিভাবে টাকা পাঠাতে হয়, ক্যাশ আউট করতে হয়, মোবাইলে টাকা রিচার্জ করতে হয়, কিভাবে ব্যালেন্স চেক করতে হয় এ সকল বিষয় গুলি জানে। এছাড়াও অনেকেই মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করার জন্য যেই USSD কোডটি রয়েছে সেটি ও জানে না। কিন্তু মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করার জন্য এই কোডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই কোডটি ছাড়া আপনি মোবাইল ব্যাংকিং এর কোন সেবাই ব্যবহার করতে সক্ষম হবেন না। এছাড়াও বন্ধুরা প্রত্যন্ত এলাকায় অনেক সাধারণ মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী রয়েছে যারা ঠিক মত মোবাইল ফোনটিও ব্যবহার করতে পারে না। এজন্য তাদের কাছে ইউএসএসডি কোড ডায়াল করে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা একটি দুঃসাধ্য ব্যাপার। যেখানে তারা ঠিকমত মোবাইল ব্যবহারই করতে পারে না সেখানে মোবাইল ব্যাংকিং এর মতো একটি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা তাদের কাছে অসাধ্য একটি ব্যাপার।
বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদ এর ব্যালেন্স চেক করবেন। বন্ধুরা আমি আপনাদেরকে খুব সহজেই বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব নগদ এর ব্যালেন্স কিভাবে চেক করতে হয়। নগদ এর ব্যালেন্স মূলত আপনারা দুইভাবে চেক করতে পারবেন। প্রথমত আপনারা আপনার মোবাইল থেকে ইউএসএসডি কোড ডায়াল করে আপনার মোবাইলের ব্যালেন্স চেক করতে পারবেন। আর দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে আপনারা আপনার মোবাইল যে অ্যান্ড্রয়েড অ্যাপসটি রয়েছে সেই অ্যাপস এর মাধ্যমে আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক করতে পারবেন। ইউএসএসডি কোড ডায়াল করে মোবাইলের ব্যালেন্স চেক করার জন্য আমাদের মোবাইলের ডায়াল প্যাড থেকে *১৬৭# এ ডায়াল করতে হবে। বন্ধুরা এখানে একটা উল্লেখ্য বিষয় যে, আপনার যে মোবাইল নাম্বার থেকে নগদ একাউন্ট খোলা সেই মোবাইল নাম্বার থেকে আপনাকে এই কোড এ ডায়াল করতে হবে। বিষয়টি কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। *১৬৭# এ ডায়াল করার পর আপনারা নগদ এর সকল সার্ভিস এর একটি লিস্ট দেখতে পারবেন। এখান থেকে আমাদের ৭ নম্বরের My Nagad এ যেতে হবে। এরপর আমাদেরকে এখান থেকে ১ নম্বরের Balance Enquiry তে যেতে হবে। তাহলে আমাদেরকে পরবর্তী পদক্ষেপে নগদের যে পিন কোড টি আছে সেটি প্রবেশ করিয়ে সাবমিট করলেই আমরা আমাদের নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবো।
#নগদ_মোবাইল_ব্যাংকিং #নগদ_একাউন্ট_চেক #নগদ_ব্যালেন্স_চেক
Stay Connected with Us On 😊😊😊-
===================================
⚫Website- www.techmaster...
⚫Facebook Page- techmas...
⚫Instagram- / ariful_photography
⚫Facebook Group- groups/...
⚫Email- ariful8965@gmail.com