কাজী নজরুল ইসলাম বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে চিরদিন
@MdSohel-xt9bh3 жыл бұрын
কাজী নজরুল ইসলাম চিরকাল বেচে থাকবেন মানুষের হৃদয়ে
@masudmasudchoudrei71672 жыл бұрын
স্যার সলিমুল্লাহ খান আমার খুব প্রিয় ব্যক্তিত্ব জীবনকে উনি যে এত সুন্দরভাবে ব্যাখ্যা দেন এরকমভাবে অনেকেই পারেনা
@palashrashed79352 жыл бұрын
সলিমুল্লাহ খানের দীর্ঘ যুগ থাকা উচিত।
@salimullah6260 Жыл бұрын
❤ best kobi nujrol islam
@studycare773 Жыл бұрын
যারাই জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের সংস্পর্শে এসেছেন তারা এমনই মহান।।
@aduck33522 жыл бұрын
কবি নজরুল ইসলাম আমার দৃষ্টিতে কবিদের কবি।
@mizanurrahman-nv3dk2 жыл бұрын
শিল্প সাহিত্য নিয়ে এমন অনর্গল বক্তব্য আমি শুনিনাই। ঘন্টার পর ঘন্টা লাগাতার কথা বলবেন, যা যুক্তি ও প্রমাণ দিয়ে। অবেক ভাল লাগে উনার বক্তব্য।
@mehaidarbinquasem2 жыл бұрын
I love najrul
@moslehuddin94712 ай бұрын
শুভকামনা শ্রদ্ধেয়
@shahedulislam60992 жыл бұрын
ড: সলিমুল্লাহ আপনার এই জ্ঞান দ্বারা আমরা উপকৃত হতে পারলাম না। দুর্ভাগ্য আমাদের। হয়তোবা মৃত্যুর পর আমরা বুঝতে পারবো। মহান আল্লাহ আপনাকে হায়াত বৃদ্ধি করুন সুস্থ জীবন দান করুন।
@RajuGopalMandal2 жыл бұрын
বুদ্ধদেব বসুর সমালোচনা নিরপেক্ষ ।।
@sheikhmahmudullahrony5514 Жыл бұрын
❤ sir
@abusayemhimo20103 жыл бұрын
আমার স্পষ্ট মনে আছে চতুর্থ শ্রেণীতে পড়ার সময় আমার দাদা আমাকে জিজ্ঞেস করেছিলো তোর প্রিয় কবি কে??? তখন এতো বুঝতাম না, বলেছিলাম রবীন্দনাথ ঠাকুর। দাদা বলেছিলেন! যখন বড় হবি এরা দুইজন নিয়ে যখন পড়াশোনা করবি তখন দেখবি তোর প্রিয় কবি হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। আরো বলেছিলেন, রবীন্দ্রনাথ সহ সমসাময়িক যারা কবি ছিলেন কেউ আবেক আর স্বার্থ থেকে বের হতে পারেন নি কিন্তু নজরুল আবেক থেকে বের হয়ে স্পষ্টতা রচনা করেছেন। তার কথা কার বিরোদ্ধে যায় সেটা তিনি দেখেন নি। তার লেখা ব্রিটিশের কোপোকাত করে দিয়েছিল। এই একটি জায়গায় নজরুল রবীন্দ্রনাথের বড় পার্থক্য।
@kamalesdas69313 жыл бұрын
নজরুলের শ্যামাসঙ্গীত গুলি গাইবেন কী যে ভালো লাগবে। সত্যি নজরুল রবীন্দ্রনাথের চেয়ে অনেক বড়ো। কৃষ্ণ কৃষ্ণ গানটি শুনবেন।
@governmentjob6316 Жыл бұрын
নজরুলের সাথে রবি ঠাকুরের তুলনা করে লাভ নাই পৃথীবির যত উত্তম বিশেষণ সব নজরুলের সাথে যায়।
@garygeorge-wi7co Жыл бұрын
সত্য বটে, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন প্রমুখ কবি কাব্যের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। একটু তলিয়ে দেখলেই ধরা পড়বে, উভয়েরই রচনায় চিন্তার চাইতে আবেগের অংশ অধিক। তাছাড়া এই দুই কবির প্রথম পৃষ্ঠপোষক ও গুণগ্রাহী ছিল হিন্দুসমাজ, মুসলমান সমাজ নয়। আহমেদ ছফা
@garygeorge-wi7co Жыл бұрын
@@kamalesdas6931 সত্যি নজরুল রবীন্দ্রনাথের চেয়ে অনেক বড়ো। Definitely a million times better. শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌরলোকের লয় বাঙলার রবি নিভে গেল আজ আর কাহারো নয় বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না আর বাঙলা ছাড়া এ পৃথিবীতে এতো উঠিবে না হাহাকার মোদের আশার রবি চলে গেলে নিরাশ আঁধারে ফেলে বাঙলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জ্বেলে ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাঙলার তরে আকাশের রবি কেমনে আসিল বাঙলার কুঁড়েঘরে এত বড়, এত মহৎ, বিশ্ববিজয়ী মহামানব বাঙলার দীনহীন আঙিনায় এত পরমোৎসব স্বপ্নেও আর পাইবো কি মোরা তাই আজি অসহায় বাঙলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাহি পায় আমরা তোমারে ভেবেছি শ্রীভগবানের আশীর্বাদ সে আশিস যে লয় নাহি করে মৃত্যুর অবসাদ বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিয়ো মনে । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণে কবি কাজী নজরুল ইসলামের শ্রদ্ধার্ঘ্য
@JK-gf4jo2 жыл бұрын
সত্যি আপনি অনেক জানেন, অসাধারণ তথ্য পূর্ণ আলোচনা। কিন্তু আপনি নিজেও সব্যসাচী লেখক বুদ্ধদেব বসুকে বিনয়ী বললেন আবার অহংকারী বলার চেষ্টা করলেন!!! যা আপাতবিরোধী ...
@habibrahman97742 жыл бұрын
God bless your parents
@salimullah6260 Жыл бұрын
❤❤❤
@mdmohsen70084 жыл бұрын
সার ইসলাম নিয়েআরো গবেষনা করবেন এই আমার আশা।
@habibrahman97742 жыл бұрын
MAY ALLAH SAVE AND PROTECT YOU DR.SALIMULLAH KHAN SIR
@s.m.mazidulislam31842 жыл бұрын
Nice.
@mraa-y4l2 жыл бұрын
A certain fawn eyed damsel, fascinated by passionate love, approached Krishna and kissed his lotus like face. Catching hold of the hand of Govinda, the first cause of the worlds, a certain girl who was deluded by his Maya, took him to her own house. Assuming multifarious forms sportively, the lotus-eyed Lord Krsna fulfilled their desires.(Kurma Purana 1.26.14-16) কিছুটা শৌখিন চোখের মেয়ে, কামুক ভালবাসায় মুগ্ধ হয়ে কৃষ্ণের কাছে এসে তাঁর পদ্মকে মুখের মতো চুমু খেল। গোবিন্দের হাত ধরে, পৃথিবীর প্রথম কারণ, তাঁর মায়ার দ্বারা বিভ্রান্ত হওয়া একটি নির্দিষ্ট মেয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। বিবিধ রূপকে স্বতঃস্ফূর্তভাবে ধরে নিয়ে পদ্মচক্ষু শ্রীকৃষ্ণ তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করেছিলেন। (কুরমা পুরাণ ১.২৬.১৪-১৬)((কুরমা পুরাণ পড়তে চাইলে আপনার ইমেল আপলোড করুণ)
@MDArman-te9gv2 жыл бұрын
ছাতার মাথা বুদ্ধদেব কবি নজরুল জাতীয় কবি
@Pinakiপিনাকীভট্টাচার্য Жыл бұрын
১৭ মিনিটের ১০ মিনিট ই অপ্রাসঙ্গিক। নিশ্চয়ই সলিমুল্লাহ খান একজন জ্ঞানী মানুষ। তার আলোচনা অনেক তথ্যবহুল মনমুগ্ধকর কিন্তু আলোচনার ক্ষেত্রে অনেক সময় ই আলোচনার ধরন দেখে মনে হয় আসলে তিনি এ নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে চাচ্ছেন নাকি আলোচক হিসেবে নিজের জ্ঞানের পরিধি জাহির করতে চাচ্ছেন , এই প্রশ্নটিই বারবার মনে উঁকি দেয়।
@garygeorge-wi7co Жыл бұрын
আলোচক হিসেবে নিজের জ্ঞানের পরিধি জাহির করতে চাচ্ছেন That is exactly what I think.
@abdulmatin3119 Жыл бұрын
তাঁর একজন ভক্ত হিসেবে আমরা তাঁর ভুলভ্রান্তি তুলে ধরে সংশোধনের জন্য অনুরোধ করার অধিকার থেকেই একথা বলছি।
@syedfaisal34953 жыл бұрын
স্যার, আপনি নজরুল সমন্ধে বলতে গিয়ে বুদ্ধদেব সম্পর্কে বেশি বল্লেন,
@abdulmatin3119 Жыл бұрын
সলিমুল্লাহ খান এর এইটিই বড় দোষ যে তিনি যে বিষয়ের ওপর তাকে আলোচনা করতে বলা হয়, সেটার ওপর বক্তব্য সীমাবদ্ধ না রেখে বিভিন্ন বিষয়ের অবতারণা করেন,ফলে আলোচ্য বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা শোনা থেকে বঞ্চিত হই। তাঁর প্রতি বিনীত অনুরোধ নির্দিষ্ট বিষয় এর ওপর আলোচনা সীমাবদ্ধ রাখার জন্যে। তাহলে আমরা সেই বিষয় সম্পর্কে সম্যক ধারণা পাবো। এই বিষয়টি তাঁর গোচরীভূত করার জন্যে অনুরোধ করছি, তাহলে তাঁর আলোচনা আরও মনোগ্রাহী হবে এবং আমরাও উপকৃত হবো।
@md.israilhoque84402 жыл бұрын
কবি নজরুল ইসলাম তুলনা হীন।
@garygeorge-wi7co Жыл бұрын
How do you know কবি নজরুল ইসলাম তুলনা হীন? Have you ever read others?
@Alif05-052 жыл бұрын
ব্যবহারিক জীবনে কবিতার প্রয়োজন কোথায়?
@FatemaTuzZohraBGS Жыл бұрын
জীবনের কথা গুলো ইতো কাব্যে ছন্দে ছন্দে, রসে, আনন্দে তুলে ধরা হয়েছে।যা পড়ে মানুষ আনন্দ পায়।