আন্দামানে সবকিছুই কস্টলি | Kolkata to Port Blair | Ross and North Bay Island | Andaman Part1

  Рет қаралды 511,505

Explorer Shibaji

Explorer Shibaji

Күн бұрын

Пікірлер: 905
@tathagatadasgupta
@tathagatadasgupta Жыл бұрын
যে সব স্থান আমার মধ্যে শিহরণ স্মৃষ্টি করে আন্দামান নিকোবর তাদের অন্যতম। ১৯৭৯ সালে প্রকাশ পেয়েছিল তপন সিন্হার প্রথম কাকাবাবুর ছবি - সবুজ দ্বীপের রাজা। আমি তখন ক্লাস ২ এর ছাত্র কিন্তু সেই ছবির প্রথম দর্শন আমার আজও মনে আছে । পৃথ্বী বাবুর মতন আমারও সেই প্রথম দেখা আন্দামানের বিভিন্ন অংশ । আমি একবারই কর্মসূত্রে আন্দামান গেছি । শিবাজী ও পৃথ্বী বাবুর এর চোখে আন্দামান দেখা এক বিশাল সৌভাগ্যের ব্যাপার । এই সিরিজ যে কতখানি উপভোগ্য হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না । আজ প্রথম পর্বে তার নিশ্চয়তা পেয়ে গেলাম । অসাধারণ লাগলো Ross এবং North Bay Island । অধীর আগ্রহে অপেক্ষা করব পরের পর্বে সেলুলার জেল ও অন্যান্য দ্রষ্টব্য দেখতে । অনেক নমস্কার ।
@sekharroy7878
@sekharroy7878 Жыл бұрын
দশ বছর আগে সপরিবারে আন্দামান গিয়েছিলাম। দুর্ভাগ্যবসতঃ সেই সময় আন্দামানে একটা দুর্ঘটনা ঘটার জন্য কিছু জায়গা বন্ধ ছিল - দেখা হয় নি। এই পর্বটা খুব উপভোগ্য লাগল। আগামী পর্বগুলো দারুণ লাগবে আশা করছি। অপেক্ষায় রইলাম।
@gharoaranna4553
@gharoaranna4553 Жыл бұрын
দুর্দান্ত একটি এপিসোড দেখলাম। মন ভরে গেল। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ভাল থাকবেন।
@pritambiswas2095
@pritambiswas2095 Жыл бұрын
এখন আমি ক্লাস 12 এর ছাত্র । ক্লাস 7 এবং 8 পর পর দু- বছর little andaman (hutbay) গেছিলাম । জীবনে প্রথম প্লেনে চড়া, প্রথম island 🏝 সব মনে পরে গেলো । ধন্যবাদ শিবাজী sir.... 💙
@mahuaislam3588
@mahuaislam3588 9 ай бұрын
Little Andaman আমিও যেতে চাই
@mahuaislam3588
@mahuaislam3588 9 ай бұрын
করবিন্স কোভ ভালো লাগে নি
@tumpabaluitampadalui5253
@tumpabaluitampadalui5253 Жыл бұрын
মনে পড়ে গেলো। ❤ কাকাবাবু এবং সন্তু সেই সাথে সবুজ দ্বীপের রাজা 😊
@budhadityadas_babu
@budhadityadas_babu Жыл бұрын
আপনাদের বাংলার ডিসকভারি চ্যানেল বলা যাক এবার। আফ্রিকার জঙ্গলের পর আন্দামানে জলের নিচের দৃশ্য, খুব সুন্দর। ভালো থাকবেন দাদারা ❤️🙏
@sunetra1000
@sunetra1000 Жыл бұрын
অসাধারণ ! Egypt, Africa, Sri Lanka, Bhutan- এতগুলো বিদেশের ভিডিও দেখলাম কিন্তু আপনাদের দেশের ভিতরের ভিডিও গুলো best. খুব আনন্দ পেলাম। আপনাদের সাথেই আছি, থাকব।
@arnabchakrabortyofficial
@arnabchakrabortyofficial Жыл бұрын
Fantastic video Shibaji da & Prithwi da.
@sandipdas5815
@sandipdas5815 Жыл бұрын
অপূর্ব অসাধারণ। খুব ভাল থাকবেন শিবাজী মহারাজ আর শ্রীমান পৃত্থিরাজ দাদারা ।
@sanatmandal4216
@sanatmandal4216 Жыл бұрын
দুর্দান্ত ভ্রমণ। খুবই ভালো লাগলো এত সচ্ছ ছবি এবং সরলভাবে স্পট গুলি বুঝিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ।
@rashmibhattacherjee6206
@rashmibhattacherjee6206 Жыл бұрын
অসাধারণ বললেও কম। আজকে আমার জন্ম দিনের ঘোরা আপনাদের এই ভিডিওর দ্বারাই সম্ভব হল। অজস্র ধন্যবাদ জানাই ❤
@saikatroy3318
@saikatroy3318 Жыл бұрын
আগে Port Blair এবং Andaman গেছি তবে আবার Explorer Shibaji channel লের মাধ্যমে নতুন করে দেখে খুব ভালো লাগল।❤
@avikmajumder7034
@avikmajumder7034 Жыл бұрын
অনেক দিন বাদে আবার আমাদের শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা। ❤❤ ২০২২ ডিসেম্বরে আমরা সপরিবারে মোট ১৬জন আন্দামান গেছিলাম। Port Blair থেকে শুরু করে Havelock, Neil island, diglipur সব ঘুরেছিলাম। শুধু তাই নয়, north bay তে snorkeling আর Havelock এ scuba activity ও করেছিলাম। দারুন অভিজ্ঞতা ছিল। দারুন আনন্দ করেছিলাম। ❤❤❤❤ (বেলঘরিয়া নিমতা থেকে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার অভিক মজুমদার বলছি)
@sanjuktaghosh1760
@sanjuktaghosh1760 7 ай бұрын
Apnara kono doler songe giechilen ta hole phone no deben jodi osubidha na hoy
@swapanchanda7758
@swapanchanda7758 11 ай бұрын
অপূর্ব । আপনার বর্ণনার ❤কাছে অন্য কোন ইউটিউবার ছুতে পারবে না । তার ওপর আপনার কন্ঠস্বর ঈশ্বর প্রদত্ত প্রশংসনীয় ।বাংলা সিনেমার নির্মল কুমারের কন্ঠস্বর ( রেডিও তে নেফা সুন্দরী নেফা নাটকে) অদ্ভুত মিল আছে।
@dilipsarker9030
@dilipsarker9030 Жыл бұрын
প্রথমেই, আপনাকে ধন্যবাদ এই সুন্দর ভিডিওটির জন্য। আন্দামানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার চোখ জুড়িয়ে গেল।খুব ভাল থাকবেন শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা।
@santanuchatterjee8278
@santanuchatterjee8278 Жыл бұрын
শিবাজীদা আমি আপনাদের extended পরিবারের সদস্য। আমি কর্মসূত্রে ২০১১ থেকে ২০১২ একবছর আন্দামানে ছিলাম এবং চষে বেড়িয়েছি। আবার সেই জায়গা গুলো দেখতে অসম্ভব ভালো লাগছে। স্মৃতিমেদুর হয়ে পড়ছি। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
@manas_4138
@manas_4138 Жыл бұрын
শিবাজিৎ জুটির আরো একটা ছক্কা। আগের মতো অনেক সমৃদ্ধ হলাম । ধন্যবাদ। এইভাবেই চালিয়ে যান।
@abhishekghoshal6053
@abhishekghoshal6053 Жыл бұрын
asadharon samudrer shobha, apurbo narkol gaacher sari, biman theke bangoposagor o megher apurbo shobha, darun samudrer nicher jagot
@1998MA
@1998MA Жыл бұрын
কর্মসূত্রে Port Blair এ থাকি. প্রকৃতির মাঝে এ এক সুন্দর শহর... For common people also, Port Blair খরচের দিক থেকে কলকাতার চেয়ে অনেক costly, আবার সেই line ধরে মানুষের average income ও একটু বেশি।। Flag point to jetty যে রাস্তা রয়েছে ওখানে একটা সন্ধ্যা কাটান বেশ ভালো লাগবে ।।
@mezbahulislam786
@mezbahulislam786 10 ай бұрын
Can you give your mobile please.
@1998MA
@1998MA 9 ай бұрын
@@mezbahulislam786 Sorry, Online platform এ mobile number share করা isn't safe. তাছাড়া আমি এখন আন্দামান থেকে return করে গেছি
@muktipadamanna543
@muktipadamanna543 7 ай бұрын
Hii upnar number ta paowa jabe
@1998MA
@1998MA 7 ай бұрын
@@muktipadamanna543 Port Blair কে বিদায় জানিয়েছি বেশ কিছু দিন হলো, এখন নিজের রাজ্যে।। আর sorry, এমন open public forum এ phone number দিতে পারবো না, কোনো প্রশ্ন থাকলে এখানেই করুন, সাধ্য মত উত্তর দেবো
@svenljunga-bq1pf
@svenljunga-bq1pf Жыл бұрын
আপনাদের দেখে কিভাবে সম্মানের সাথে যে কোনো কাজকে একটা প্রতিষ্ঠান তৈরি করা যায় সেটা অন্যদের কাছে উদাহরণ। রিসেন্টলি যা সব দেখছি JIM BROWNING , pierogi এবং আরো অন্যদের চ্যানেলে খুবই দুঃখের। আপনাদের মতন সৎ শিক্ষিত লোকদের থেকে অনেক কিছু শেখার আছে। Hats off!🥇🥇🥇🥇🥇
@ajitandyokothakur7191
@ajitandyokothakur7191 Жыл бұрын
A beautiful VLOGG. Learnt things about the Andamans that did not know before. Thanks Shibaji and Prithvijit. Dr. Ajit Thakur (USA)
@avikchattopadhyay7786
@avikchattopadhyay7786 Жыл бұрын
এ তো শুধু ভ্রমণ নয়, পুরোপুরি Adventure tour... সমুদ্রগর্ভে নেমে হাত নেড়ে অভিবাদন জানানো, একইসঙ্গে রোমহর্ষক ও অনবদ্য। এরকম সবকিছুতে এগিয়ে যাবার মানসিকতার জন‍্যেই শিবাজী-পৃথ্বিজিৎ জুটির Explorer Shibaji তুলনাহীন!! আজকে নেতাজির জন্মদিন। সেই পবিত্র দিনেই ঐ বীরসন্তানের বীরগাথার অন‍্যতম ক্ষেত্র পোর্ট ব্লেয়ারের রস আইল‍্যান্ডের চিত্র ফুটে উঠে, আপনাদের ভিডিওকে এক অন‍্য মাত্রা দিয়েছে। এই আন্দামান ভ্রমণে আরও কত রোমাঞ্চ অপেক্ষা করছে, তার নমুনা প্রথম পর্বেই নিশ্চিত হয়ে গেছে। ভালো থাকুন। এগিয়ে চলুন। Explorer Shibaji আরও আরও বর্ণময় হয়ে উঠুক।
@PrithwijitOMonerManus
@PrithwijitOMonerManus Жыл бұрын
Thank you ❤
@subhrasengupta5189
@subhrasengupta5189 2 ай бұрын
দারুণ লাগল আন্দামানের ভিডিও ।অসাধারণ ।👌🏻👌🏻👌🏻👌🏻
@tanushreemitra7
@tanushreemitra7 Жыл бұрын
Explorer Shibaji is not only a youtube channel but also an emotion to the hearts of the people who love to travel❤❤❤❤❤❤❤
@arabindananda6031
@arabindananda6031 Жыл бұрын
চাকরি জীবনে ইচ্ছা ছিল কিন্তু যাওয়া না হলেও আপনারা ঘুরিয়ে আনলেন বেশ ভালো লাগলো।
@mahbubkhan1357
@mahbubkhan1357 Жыл бұрын
I visited the Andaman Island on 14-21 December 2014 as an official program. Beautiful landscape!!
@Vloggerkartick
@Vloggerkartick Жыл бұрын
বাঁচলাম 🫣শেষ পর্যন্ত ভিডিও পেলাম, অনেক অপেক্ষার পর❤ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👍👍👍
@Shri_creation13
@Shri_creation13 Жыл бұрын
দাদা দের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।‌👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏 শিবাজী দা, আমার মায়ের কাছথেকে জানা কথা---যে নারিকেলের চোখ আছে ,তাই কখনও মানুষের মাথায় পড়েনা! আন্দামান প্রথম দিন খুব সুন্দর লাগলো।👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏💐💐💐💐💐
@sandeepsaha6888
@sandeepsaha6888 Жыл бұрын
Darun ro ekta series suru holo 😍😍
@bimankumarchakraborty9545
@bimankumarchakraborty9545 Жыл бұрын
We visited Andaman in 2012. Now more new recreation programs came into being.As far as I remember sea walk was not available. But we did Snorkelling which was very very interesting.Airport was not so modern as of now. Learned that state animal of A&N is sea cow.Andaman is undoubtedly a nice touring spot.Thanks to both of you for sharing a nice video.❤❤
@sudeshnabanerjee1613
@sudeshnabanerjee1613 Жыл бұрын
আন্দামান দ্বীপপুঞ্জের কথা শুনলেই মনে হয় ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক জায়গা যেখানে এক সময় স্বাধীনতা সংগ্রামী দের নির্বাসিত করা হতো। আন্দামান যেখানে মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে, তারপর মূল ভূখণ্ডে প্রবেশ করে। ভাল লাগল শিবাজী দা আপনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সহ আন্দামান ভ্রমনের প্রথম পর্ব। পৃথ্বীজিৎ দার অসাধারণ রসবোধ এর প্রমান, ইডলী খাওয়া হল পিত্ত নিবারন। আমার যতবার মনে পড়ছে ততবার হাসি পাচ্ছে।👍👍
@syedmosharof7685
@syedmosharof7685 Жыл бұрын
দারুন সুন্দর দুনিয়া কাঁপানো আমাদের ভারত বর্ষের সবকিছু সবসময় ইতিহাস অসাধারণ আর ভ্রমণ তোমাদের সাথে তুলনা হীন যুগ যুগ জিও
@AminulIslam-n3h
@AminulIslam-n3h 5 ай бұрын
এত সুন্দর করে কথা বলেন হেসে হেসে, আমার খুব ভাল লাগে। আপনার প্রায় প্রতিটি কন্টেন্ট আমি দেখার চেষ্টা করি। আপনার কন্টেন্টে অনেক কিছু দেখা যায় এবং শেখা যায়। আপনি ভাল থাকবেন এই প্রত্যাশা করি।
@Exlporerprosanta
@Exlporerprosanta Жыл бұрын
শিবাজীদা সত্যিই মনটা ভরে গেল তোমাদের এই অসাধারণ পর্বটা দেখে, পরের পর্বের জন্য অপেক্ষাই রইলাম। দাদারা তোমরা খুব ভালো থেকো আর এইরকম সব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিও❤❤❤
@patralikadeb5000
@patralikadeb5000 Жыл бұрын
আন্দামানের জলের রং ও জলের নীচের দৃশ্য দারুন লাগলো,জলের নীচে তোমাদের অসাধারণ অভিজ্ঞতা।👌👌👍👍
@tapemaj
@tapemaj Жыл бұрын
Lovely episode once again . Well done ! Sea walk unfortunately won’t suit me 😢 . High blood pressure 😊
@soumamitra3949
@soumamitra3949 Жыл бұрын
অসাধারণ ব্লগ। খুব ভালো লাগলো
@debpratimpaul-fg4sh
@debpratimpaul-fg4sh Жыл бұрын
Been to Andaman like 4 times and every time it feels new and romantic destination ❤
@triptighosh5470
@triptighosh5470 Жыл бұрын
আন্দামান সিরিজ শুরু হয়েছে,এখন শুধুই দেখতে থাকলাম। শুরুতেই সুন্দর সুন্দর জায়গা খুব ভালো।👌👌👌।
@mrinmoydeb4383
@mrinmoydeb4383 Жыл бұрын
Khub sundor laglo 😊😊
@tiyashanandy2355
@tiyashanandy2355 Жыл бұрын
২০১৬ তে আন্দামান গিয়েছিলাম। এই সিরিজ এর মাধ্যমে আবার সেগুলো মনে পরে যাবে আশা করি।😊😊😊
@sudipchakravarty7268
@sudipchakravarty7268 Жыл бұрын
Prithvijit 3 things: 1. Andaman & Nicobar islands have been renamed as Sahid & Swaraj islands. 2. There was a old lady called Anuradha who offered free guide services in Ross islands. She used to feed the dears from whatever tourists donated her. Is she still alive? 3. Adi Bengali Hotel in Port Blair is a must try for Bengalis. Very good Bengali food and fish.
@buddy_IN
@buddy_IN Жыл бұрын
1. Shaheed and Swaraj Dweep , are new names of Neil and Havelock Islands , not Andaman and Nicobar. 2. I have seen her in my last trip in Oct'23 . 3. Yes , That restaurant is a hidden gem for Bengalis . :D
@kunalbiswas2669
@kunalbiswas2669 Жыл бұрын
আন্দামান ও নিকোবারে ৫৭৮টা দ্বীপ আছে, যার মধ্যে খুব পপুলার দুটো দ্বীপ - হ্যাভলক ও নীল। এদের নাম যথাক্রমে শহীদ ও স্বরাজ দ্বীপ নাম হয়েছে। গোটা আন্দামান ও নিকোবারের নয়।
@sudipray1462
@sudipray1462 Жыл бұрын
Dada ek kothai osadharon...seawalk ta durdanto laglo....seawalk er video ta ar ektu besi hole r o bhalo lagto..mukjiye achi ei trip ta upobhog korar jonno.
@goutamchatterjee9441
@goutamchatterjee9441 Жыл бұрын
শিবাজী দা আর পৃথি দা আপনারা দুইজনেই গোটা সিরিজের সবুজ দ্বীপের রাজা 😊
@explorershibaji
@explorershibaji Жыл бұрын
😊😊😊🙏🙏🙏
@prabirbiswas7694
@prabirbiswas7694 Жыл бұрын
Khub sundar andaman o tar drisha gular upasthapan.jarowa.der dekar cbesta korben. Anek dhannyabsd.
@jayantighosh7463
@jayantighosh7463 Жыл бұрын
Maldives r Lakshadweep er comparison choluk... But Andaman undoubtedly has a separate fan base and beauty❤
@Abir-o8q
@Abir-o8q Жыл бұрын
Lakshwadeep is nothing in front of Maldives.
@raj2487
@raj2487 Жыл бұрын
​@@Abir-o8qhow does it matter? Indians with little dignity & self respect won't visit Maldives.
@BirdHouseCountry
@BirdHouseCountry Жыл бұрын
Outstanding Fantastic video. Must watch over and over again.
@indrajitdebnath1179
@indrajitdebnath1179 Жыл бұрын
Darun ekta episode upohar dilen amader. Next episode r jonno opekha roilo
@arupchakraborty9288
@arupchakraborty9288 Жыл бұрын
আগেও গেছি -- 2013 তে । তখন সেলুলারে Light &Sound show ছিল অপুর্ব এবারও দেখলাম --- পুরটাই রাজনৈতিক রঙে রাঙ্গা ,,,,, সাভারকারের ভজনা --- আমার ব‍্যক্তিগত মতামত // ক্রুজে চড়ে যাতায়াত,,,, সমুদ্র ভ্রমনের আনন্দ অনেকটাই কম পেলাম,,,, উড়ুক্কু মাছ দেখলাম না।
@kausikbanerjee967
@kausikbanerjee967 Жыл бұрын
2020 te Andaman giechilam. Apner video dekhe abar notun kore bhalo laglo.
@sanjaykumardatta3767
@sanjaykumardatta3767 Жыл бұрын
সত্যি কথা বলতে কি আপনাদের ভিডিয়ো দেখলে ঘোরার পরিকল্পনা নিয়ে ভাবতে হয় না। প্রয়োজন শুধু আপনাদেরকে অনুসরণ করা।
@explorershibaji
@explorershibaji Жыл бұрын
আন্তরিক ধন্যবাদ
@Dipannita-o-bondhura
@Dipannita-o-bondhura Жыл бұрын
যথার্থ বলেছেন।
@77avijit
@77avijit Жыл бұрын
And credit card or lots of CASH to have 5 star experience...
@Radio_Lovers_World_Wide
@Radio_Lovers_World_Wide Жыл бұрын
যথার্থ বলেছেন
@subhajittravelfilms
@subhajittravelfilms Жыл бұрын
Banglay ektai top travel film channel ache boss @subhajit travel films
@ArundhatiBhowmik
@ArundhatiBhowmik Жыл бұрын
Khub khub bhalo deklam darun sundor photography mon bhore galo balo thako tomra ❤❤❤
@spc3461
@spc3461 Жыл бұрын
প্রথমেই, আপনাকে ধন্যবাদ এই সুন্দর ভিডিওটির জন্য। আন্দামানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার চোখ জুড়িয়ে গেল। আপনি যে বলেছেন আন্দামানে সবকিছুই ব্যয়বহুল, তা একদম ঠিক। বিশেষ করে খাবার এবং থাকার খরচ খুবই বেশি। তবে, আমি মনে করি আন্দামানের সৌন্দর্য এই খরচের তুলনায় অনেক বেশি। আপনার ভিডিওটি দেখে আমি আন্দামানে ভ্রমণের ইচ্ছা আরও বেশি করে জাগ্রত হয়েছে। আমি আশা করি, একদিন আমিও আপনার মতো আন্দামানের সৌন্দর্য উপভোগ করতে পারব। আপনার ভবিষ্যতের ভিডিওগুলির জন্য শুভকামনা রইল।
@shuklachakraborty6273
@shuklachakraborty6273 Жыл бұрын
Daruuuuuun laglo Prithwijit and Shibaji....sob theke bhalo holo sea walk....ekdom Gupi and Bagha....khub bhalo stay blessed
@crakaodankalu
@crakaodankalu Жыл бұрын
Instead of saying Ross Island you should have always mentioned it in the new name that would have been a tribute to one of the greatest son of the country. Salute Netaji Subhas Chandra Bose.
@artislife8103
@artislife8103 9 ай бұрын
আন্দামানের নাম শুনলে কাকাবাবু আর সন্তুর কথা মনে পরে । 😊 বেশ ভালো লাগলো । উপস্থাপনা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই।
@musharratzahan1311
@musharratzahan1311 5 ай бұрын
কে কে মিরচি বাংলার কাকাবাবু গল্প শুনে এসেছো?
@swatichakraborty1396
@swatichakraborty1396 Жыл бұрын
প্রথমেই সুপারহিট এপিসোড 👌👌👌 দারুণ ! দারুণ ! ❤
@simachakraborti8985
@simachakraborti8985 Жыл бұрын
অপূর্ব ভিডিও, দারুণ উপভোগ করলাম 👌👌👍👍
@amitghosh5170
@amitghosh5170 Жыл бұрын
অনবদ্য সুন্দর ভিডিও পরিবেশনা করছেন,, দারুণ তথ্য জানালেন শিবাজী দা ❤❤❤❤❤
@aranyadutta2006
@aranyadutta2006 Жыл бұрын
Khub bhalo laglo. Kal Ayodhyar inauguration dekhte dekhte upnader srilanka videos gulo mone porlo, tai abar dekhte shuru korlam. Excellent videos. Ayodhya video future e dekhar ashay roilam.
@bidishachakraborty2746
@bidishachakraborty2746 Жыл бұрын
দারুন দারুন দুর্দান্ত।, বিশেষ করে sea walk 😊।
@kishorechaudhuri9180
@kishorechaudhuri9180 Жыл бұрын
অপূর্ব প্রাকৃতিক দৄশ্য। যেমন ফটোগ্রাফি তেমনই smart উপস্থাপনা। সত্যিই অনবদ্য।
@santabhattacharya4764
@santabhattacharya4764 Жыл бұрын
দুর্দান্ত লাগলো ভিডিও....আগের বছর ডিসেম্বর মাসে গেছিলাম।ভিডিও দেখতে দেখতে সেই সময় তে চলে যাচ্ছিলাম।অনেক জার্নি র মধ্যে এটা একটা মনে রাখার মত জার্নি।seawalk সত্যি বড়ো সুন্দর অভিজ্ঞতা।এখন থেকে সব ভিডিও তে আগের অভিজ্ঞতা ফিরে ফিরে পাবো।❤❤❤❤❤
@jhumadeb7569
@jhumadeb7569 Жыл бұрын
দারুন.... দারুন ভালো লাগলো আন্দামান পর্বের প্রথম ভিডিও..... Sea walk পুরো স্বপ্নের মত..... খুব ইচ্ছে করছে ঘুড়ে আসতে.... পরের পর্ব গুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম.....
@anindachanda2080
@anindachanda2080 Жыл бұрын
Darun darun laglo episode ta Shibaji Da o Prithwijit Da.Best of Luck.anek subhokamona.❤🙏
@srirupamukherjee2295
@srirupamukherjee2295 5 ай бұрын
মরিশাসে এই অভিজ্ঞতা হয়েছিল। আন্দামানে অনেক আগে গিয়েছিলাম, তখন এই ব্যবস্থা ছিল না। এই ভিডিও দেখে আবার আন্দামান যেতে ইচ্ছে করছে।
@RadhaDey-p8s
@RadhaDey-p8s Жыл бұрын
Tomar blog dekhe sundorbon e ghure Elam W BTC r sathe.. Darun enjoy korlam, perfect guidance chhilo.Thanks.
@avisekghosh6375
@avisekghosh6375 Жыл бұрын
Ato detailed information,ato sundor bhabe sob dekhan,khub bhalo
@arundhatighosh7429
@arundhatighosh7429 Жыл бұрын
Darun laglo Apnar video r jonyo sagrohe opekkha kore thaki
@mousumslyfstyle
@mousumslyfstyle Жыл бұрын
অসাধারণ একটি এপিসোড দেখলাম। মনটা পুরো ভরে গেলো।পরের পর্বের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন ❤❤
@rinakitchen
@rinakitchen Жыл бұрын
Very nice কোনো কথা হবে না সুধু দেখতেই হবে।
@malasaha3488
@malasaha3488 Жыл бұрын
Anek din pare tomader video dekhlam, mon vore galo, Andaman sambondhe ja shunechhi, mone holo jeno ami nijei chokher samna sab dekhlam, thank you so much Shibaji & Prithwijit.
@tamaltasan9625
@tamaltasan9625 Жыл бұрын
Dada upnar vedio jonno wait kore sob somoy. Khub valo lage upnar vedio.
@arundatta2423
@arundatta2423 Жыл бұрын
আপনাদের ভিডিও ফুটেজ খুবই ভাল লাগল, বিশেষ করে sea walking excellent/অনবদ্য লাগল, তবে খুবই costly. অনেক অনেক শুভেচ্ছা জানাই।
@1009sm
@1009sm Жыл бұрын
Thank u sir! - শিবাজি-দা! আবার একটা সুন্দোর travel vlog/video উপহার দেওয়ার জন্ন্য! 👍🙏 Eagerly waiting for your next soon! Plz.....
@monersapno4413
@monersapno4413 Жыл бұрын
Darun laglo 1st day protebleyer journey khub valo laglo parer parbor apekhay roilam Khub valo thakben apnara
@sankardebnath354
@sankardebnath354 Жыл бұрын
Khub e sundor video. Ae tour ta ses hobar por andaman tour korar jonno ekta sompurno tour guide banie debar anurodh roilo
@manishdeb2240
@manishdeb2240 Жыл бұрын
একজন ভাষা রসিক আর অন্য জন স্বল্প ভাষী দার্শনিকের প্রতিটি পরিবেশনা আমাদের যান্ত্রিক জীবনের যন্ত্রনা থেকে কিছু সময়ের জন্য মুক্তি দেয়।
@ruchiritaroy7446
@ruchiritaroy7446 Жыл бұрын
এত ভালো লাগলো যে কিছু তেই ভাষায় প্রকাশ করতে পারছি না। খুব খুব খুব ভালো থেকো। ❤❤
@topurahman4521
@topurahman4521 Жыл бұрын
ভালো লাগলো ভিডিওটা। আন্দামান দেখার ইচ্ছা অনেক দিনের। ধন্যবাদ আপনাকে । এরপর একবার ভিয়েতনাম যাবেন।
@arnabkumarkanji2347
@arnabkumarkanji2347 Жыл бұрын
Khub bhalo laglo video ta. Bhalo thakben.
@Dipayan605
@Dipayan605 Жыл бұрын
দারুণ লাগলো আঙ্কেল ❤ ।পরের পর্বের অপেক্ষায় রইলাম
@abhishekbose8107
@abhishekbose8107 10 ай бұрын
Dada, to be honest, all your blogs are stunning. It push an human soul to explore and touch nature and feel it. ❤
@sauparnamanna2968
@sauparnamanna2968 Жыл бұрын
Khub valo❤ opekkhay baki episode er
@chandrasen9744
@chandrasen9744 Жыл бұрын
আপনাদের করা এই সুন্দর ভিডিও আমার খুব ভালো লাগছে, আমার তরফ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই।
@gamingtushar5621
@gamingtushar5621 Жыл бұрын
ভিডিও টা খুব ভালো লাগলো এবং 500k সাবস্ক্রাইব এর অগ্রিম অভিনন্দন রইলো।🎉🎉❤❤❤
@surojitdaspal5838
@surojitdaspal5838 Жыл бұрын
Dada osadharon laglo ei adventurous video!😁 Andaman Nicobar e sea adventure onek bochor er icha.. Future plan list e due roilo.. 😌
@tiyashasarkar2976
@tiyashasarkar2976 Жыл бұрын
অপূর্ব লাগলো sea walk র স্বাদ ঘরে বসে অনুভব করলাম ধন্যবাদ আপনাদের এত ভালো একটা experience share করার জন্য
@rookiecam247
@rookiecam247 Жыл бұрын
Oi cinema te Sentinel Island ke potrait Kora hoyechilo kichuta. Video darun laglo. 2 joner jonno ❤❤
@Rsuranjana
@Rsuranjana Жыл бұрын
দূর্দান্ত episode.. আজ কে খুব আনন্দ করে মিয়া বিবি দেখলাম.. আপনাদের সঙ্গে ঘুরতে বেশ লাগলো
@TanmoyGiri-vj4nd
@TanmoyGiri-vj4nd Жыл бұрын
Intresting akta jurney suru holo..moja hobe
@sumitaghosh3524
@sumitaghosh3524 Жыл бұрын
Ashadharan laglo,bhalo thakben apnara
@sanjuktabagchi2404
@sanjuktabagchi2404 Жыл бұрын
খুব খুব ভালো লাগলো ভিডিও টা দাদা। জয়তু নেতাজী। জয় হিন্দ।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@omorfarukrial6573
@omorfarukrial6573 10 ай бұрын
Masha Allah 😊❤ koto shundor 😊❤ donnobad apnak eii rokom ekta video upohar deoar jonno 😊❤ 🌸 Bangladesh thake vlobhasa niben 🇧🇩 ❤🎉
@rejaulkhan5772
@rejaulkhan5772 Жыл бұрын
Apnader k onek miss korchilam ❤ apnader video dekhe mon valo hoye gelo ❤ apnara dirgho jibi hon
@thebongvisitors7554
@thebongvisitors7554 11 ай бұрын
অসাধারণ লাগলো❤️ sea walk mainly, আর congratulation 500k পেরিয়ে গেছে subscribers😊
@sampadas7861
@sampadas7861 Жыл бұрын
ছোট ছোট তথ্যগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর জরুরী 🙏
@sarojbose6015
@sarojbose6015 Жыл бұрын
অসাধারণ ❤ খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের
@sangitadas2230
@sangitadas2230 Жыл бұрын
খুব ভালো লাগলো দুবার গেছি আবার যাওয়ার ইচ্ছে আছে, তবে এতো কস্টলি ছিল না,❤
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН