প্রত্যেকটি ভিডিও থেকে অনেক ভালো কিছুর নির্যাস পাই.... বিজ্ঞান ভিত্তিক প্রতিটি গাছের পরিচর্যা, খাদ্য, আর তার পরিমাণ... এ ছাড়াও অনুপ্রেরণা পাই, অন্যের বাগান দেখে মাঝে মাঝে ভালো লাগলেও হতাশ হয়ে পরি কখনও কখনও.... কিন্তু আপনার ওয়েব গার্ডেন আর সাধের ছাদ বাগান অনেক উঁচু মানের তথ্য দিয়ে সাহায্য করে.... একটি গাছকে কিভাবে সুস্থ, স্বাভাবিক ভাবে বড় করতে। নমস্কার
@webgarden18584 жыл бұрын
😊😊 এত সুন্দর একটা কমেন্ট উপহার দিয়েছেন l ধন্যবাদ দিলে কম হবে l এই কমেন্ট গুলো ভালো কাজ করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয় l ভালো থাকবেন l সবসময় এভাবেই পাশে চাই l
@shewlidey13644 жыл бұрын
@@webgarden1858 amar balcony te jabaphul am gachh achhe kintu phul o phal aschhena ki korte habe pl🙏🙏janaben.apnar advice er apekkhay roilam.
@enamulhasan5726 Жыл бұрын
@@webgarden1858 আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি
@guruprasadbanerjee38258 ай бұрын
ভাই আমি এখন ৭০ এর শিশু অবসরের পর গাছ নেশায় জেরবার ।যাইহোক সবেদার বেশ কিছু vart. এদের pruning time কখোন জানাবে ?
@kalyanisarkar18885 ай бұрын
5:39 @@shewlidey1364
@rajumridha-hq7iu9 ай бұрын
দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি। আপনার ভিডিওতে আপনি অনেক গুরুত্বপুন্ন বিসয়ে আলোচনা করেন খুবই বুজিয়ে বলেন ।
@mrinalinisarkar14634 жыл бұрын
তোমার কোন ভিডিও কারো খারাপ লাগতেই পারে না। এতো সুন্দর করে তুমি বলো আমার তো তোমার কথাগুলো চোখের সামনে ভাসে। আর এতো পরিস্কার করে বলো। আমি তো খুব খুশি।
@webgarden18583 жыл бұрын
Thank you so much 🙂🙂🙂 Onek valo laglo apnar sundor Ekta message peye 💚💚
@greenheart64903 жыл бұрын
বুজি বুজি,খুশি হওয়ার আরও কারন আছে।😁
@itiguha37683 жыл бұрын
Look T Ed Dr
@ajitsahana33423 жыл бұрын
iiiiiiiiiiiiiii IP iii IP I IP IP iiiii up iiii IP i
@gulshahanarashahana85252 жыл бұрын
দাদা আস লে দেখতে খুব সুন্দর। কথা ব লাটাও খুব সুন্দর এবংমুয্যবান মিশ্র সারের ভিভিডিও
@ashnimandal96463 жыл бұрын
আমি সবসময় তোমার চ্যানেল টা দেখে দেখে সব কিছু ই অনুসরন করি, এখন আমাদের ছাদে এখন 167 টার বেশি বিভিন্ন ফল ও ফুলের গাছ ; আর আমি নিজে ও কিছু অভিগ্গতা সন্চয় করছি, ভালো থাকবে আর আশা করি সবার বাড়িতে একটু হলে ও গাছপালা যেন থাকে, best of luck
@habibrahman39784 жыл бұрын
বেশ সুন্দর ভাবে বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য বহুল পোস্ট যা একজন চাষী ও বিশেষ করে সৌখিন চাষীদের অনেক সাহায্য করবে। অনেক ধন্যবাদ।
@arifa41773 жыл бұрын
আপনার সব গুলো ভিডিও দেখি অনেক ভালো লাগে
@webgarden18583 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏🏻
@danyelahi64464 жыл бұрын
আপনার মিস্র সারের ব্যবহার, ভিডিও টি খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@webgarden18584 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ 💚💚 এটার কাজ অত্যন্ত ভালো , ব্যবহার করে দেখবেন
@jagannathsaha8331 Жыл бұрын
দাদা আমি আপনার সব ভিডিও দেখি খুব ভালো লাগে আপনার কথা ❤❤ webgarden আমি জল ছিটিয়ে রেখেছি কিন্তু প্রচন্ড গন্ধ হচ্ছে ?
@saradindujana27073 жыл бұрын
একেবারে সঠিক পদ্ধতি । অনেক শুভেচ্ছাও ভালোবাসা রইল।
@user-deShikhaoBeshibesHi742 жыл бұрын
অসাধারণ ভাবে বলেন। যা বুঝতে কোন কষ্ট হয় না। যে অবুঝ সে ও বুঝবে আপনার ভিডিও। ধন্যবাদ ভাইয়া। আমার মাল্টা গাছে প্রচুর ফল ধরেছে। কিন্তু আমার মাল্টার ফল গুলো ঝড়া শুরু করেছি।তাই আপনার ভিডিও দেখে আজ, এনপিকেএস৩১৯। আরও দুইটা ঔষুধ আনছি। আগামী কাল প্রয়োগ করবো। দোয়া করিও আমার গাছে ফল গুলো যেনো টিকে যায়।
@romaprosadhalder6892 жыл бұрын
এই ধরনের ভিডিও'র মাধ্যমে,আমাদের মত কৃষি অনভিজ্ঞ অথচ গাছ প্রেমীদের সাহায্য করে যেও প্রকৃত বন্ধুর মত। ভাল থেকো।
@webgarden18582 жыл бұрын
মানুষের কাজে এলে ভিডিও বানানো সার্থক 🙂🙂 ভালো থাকবেন , সাথে থাকবেন
@sibubiswas94254 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ। এই সব মূল্যবান তথ্য আমাদের সবার সাথে সেয়ার করার জন্য।
@webgarden18584 жыл бұрын
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ l
@mazharulhuq19454 жыл бұрын
চ মতকার ভিডিও আমার কাজে আসবে।আমার একটি পরামর্শ হচ্ছে ভিডিওর শুরুতেই ইংরেজি অথবা বাংলা মাসটি তারিখ সহ বললে আমার নিজের বাগানের কাজটি আরো সুন্দর ভাবে করতে পারবো।তোমার উপস্থাপনা এমনিতেই বেশ ভালো । তবে ১বস্তা বা ১ বালতি উল্লেখ করলে অবশ্যই তার volume বলা দরকার।
@webgarden18584 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনার দেওয়া পরামর্শ গুলো অবশ্যই মনে রাখবো l সুপরামর্শ দেওয়ার জন্য আরো একবার ধন্যবাদ 🙂
@lilyboruah35364 жыл бұрын
Vary good process
@lilyboruah35364 жыл бұрын
Vary easy and good process
@kusanusasmal99873 жыл бұрын
দাদা,কোন ফল গাছের কোন মাসে এই সার দেওয়া যায় বললে ভাল হয়?
@asitkumarmanna6322 жыл бұрын
আপনার পরামর্শ খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
@sudeepmukherjee67462 жыл бұрын
নমস্কার স্যার । একটি বিষয় জানতে চাই । এই মিশ্রসার তৈরী করার পর সর্বাপেক্ষা কতদিন পর্যন্ত ব্যবহারের উপযোগী থাকে ? ?
@hossienbinakbar35112 жыл бұрын
অনেক কিছু জানতে ও শিখতে পারলাম অনেক ধন্যবাদ
@prosenjitadhikary67984 жыл бұрын
ভিডিও টি সত্যিই অসাধারণ, কিন্তু যারা dislike করছেন, তারা এই dislike এর কারণটা জানিয়ে যাও ভাই ।
@hashimitra9595 Жыл бұрын
ভাই তুমি তো এই সার ফলের গাছে দিলে ফুলের গাছে দেওয়া যাবে? আমাকে অবশ্যই জানাও ইতি দিদি
@Hindu_hain Жыл бұрын
Saar er business thakle Dislike deb
@jasminejamil5589 Жыл бұрын
২০ লিটারের পানির গ্যালনে কি পরিমাণ এই সার দিতে হবে ? গ্রামের হিসাব না বলে অনুগ্রহ করে চা চামচ বা টেবিল চামচের হিসাবে বলে দিলে আমার উপকার হবে। আমি গ্রামের হিসাব ব্যঝিনা।
@shibshankarbiswas9892 жыл бұрын
Tomar channeler videote paribeshan kora information gulo amar kachhe khub prayajonio bole mone hoy.Ami khub mon diye shuni,sei moto kaj korbar utsaho pai.Thanks lot.
@MrRafsany3 жыл бұрын
This is quality content. Love from Bangladesh!
@webgarden18583 жыл бұрын
Thank you so much for your feedback 💚 Love from Webgarden
@Abdullah_Al_Saud3 жыл бұрын
বিশেষ করে ক্যামেরা এবং সাউন্ড, আর ভালো বাংলা এবং উচ্চারণ তো আছেই!
@golamsarwarmazumder16293 жыл бұрын
দাদা আপনার ভিডিও গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন যা আমাদের জন্য খুবই ভাল। আমি আপনার ভিডিও গুলো খুব মন দিয়ে দেখি। সুন্দর উপস্থাপনা ও তথ্য বহুল হওয়াতে আমরা উপকৃত হচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ থেকে বলছি।
@amlandutta32144 жыл бұрын
অনেক কিছু শেখার আছে ভাই তোমার থেকে। আমি তোমাকে আমার শিক্ষক হিসাবে গ্ৰহন করলাম।
@webgarden18584 жыл бұрын
দাদা এই প্রথম কমেন্ট করলে চ্যানেল এ l খুব ভালো লাগলো l যদিও জানি তুমি সবসময় সাথে আছো l💚💚
@ruhulamin22644 жыл бұрын
@@webgarden1858 দাদা, আপনার ভিডিও গুলি অনেক উপকারী। আমার বাড়ি যশোর, বাংলাদেশ। আমি শিং কুঁচি, হাড়ের গুড়া কোন জায়গাতে কিনতে পারবো?
@greenlover1124 жыл бұрын
@@ruhulamin2264 local nersery te khoj nin
@sonalikagorai40003 жыл бұрын
Apnar chenel ti amar khub prio. amar begun gache 4/5 ta valo fol hoar por akhon foler quality valo hochhena ki korbo janale khub upokrito hobo.
@kuntalsarkar21923 жыл бұрын
খুব ভালো লাগলো। রেশিও টা জানতে পেরে খুব উপকার হলো।
@humyunkabir80452 жыл бұрын
তোমার কথাগুলো অত্যন্ত সুন্দর এবং সুস্পষ্ট অতুলনীয় ধন্যবাদ।বাংলাদেশ
@পাঁচবিবিপটেরবিবি4 жыл бұрын
আমি যেসব গাছ লাগিয়েছি!! ১। আঙ্গুর কালো seed less ২। আপেল আন্মা ৩। আপেল হরিমন ৯৯ ৪। মাল্টা ৫। কমলা দেশী ৬। কমলা চায়না ৭। আম্রপালি আম ৮। হাড়িভাঙ্গা আম ৮। ফজলি আম ৯। কাডিমন আম ১০। কিউজয় আম ১১। থাই কাঁচা মিঠা আম ১২। থাই পেয়ারা ১৩। দেশি সাগর কলা ১৪। এলাচ ১৫। হানিডিউ USA ১৬। পিচ USA ১৭। প্লট USA ১৮। ক্যানটালপ USA ১৯। লেটুস রেগুলার USA ২০। মিষ্টি তেঁতুল ২১। আনার দেশী ২২। আনার কাশ্মিরি
@abusazzad96244 жыл бұрын
আপনার বাসা কোথায়?
@sudiptamandol4852 жыл бұрын
এবার বট ও অশ্বত্থ গাছ লাগিয়ে দিন
@kamaleshnaskar62710 ай бұрын
তোমার উপস্থাপনা, কথা বার্তা, এবং অভিজ্ঞতা সবাই এর কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস খুব সুন্দর, তাই তোমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে নিলাম
@souravkoner0074 жыл бұрын
খুব সুন্দর 👍❤️ Rambutan নিয়ে একটা video চাই...অপেক্ষায় রইলাম
@subhankardas64574 жыл бұрын
rambutan নিয়ে video চাই
@webgarden18584 жыл бұрын
ঠিক আছে , করবো
@greenvalleygarden62964 жыл бұрын
@@webgarden1858 dada আলুবোখারা ফল আমাদের এখানে হবে
@asaduddinashik27044 жыл бұрын
রাম্বুটান নিয়ে এ টু জেড ভিডিও চাই✋
@aryansmom28474 жыл бұрын
Apnar v d o gulo bison vidon valo lage. Ami khub upokrito hoi. Ato sundor bolen amra chobir motomone rekhe sikhe korte pari. Thsnks
@webgarden18584 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙂 এরকম পজিটিভ ফিডব্যাক ভালো কাজ করার উদ্যম অনেক বাড়িয়ে দেয় l
@taraniprasadparamanikparam59214 жыл бұрын
বাহ্!খুবসুন্দর একখানা উপযোগী ভিডিও খুব ভাল লাগল ।পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম। আপনার whats app no.পেলেভাল হত অনেক কিছু জানতে পারতাম।
@webgarden18584 жыл бұрын
Thank you so much. Kindly amake webgarden Facebook page e message korun. Description e link dewa ache.
@pabitrapaul42384 жыл бұрын
Valo hoa6e /jante subidha holo. Many thanks vai
@anjanabiswas96394 жыл бұрын
আমার জবা ফুলের কুড়ি ভীষণভাবে ঝড়ে যাচ্ছে। আর লঙ্কা গাছে পুরুষ আসছে ফুল ঝরে যাচ্ছে help please
@webgarden18584 жыл бұрын
Srija Biswas লঙ্কা গাছে জল কম করে দিন l নাইট্রোজেন জাতীয় সার দেবেন না l এক চামচ ফসফেট আর হাফ চামচ পটাশ দিন l একবার অনুখাদ্য স্প্রে করুন জবা গাছে পটাশ দিলেই এই সমস্যা কমে যাবে l সাথে মাসে একবার অনুখাদ্য অবশ্যই দেবেন l
@ahammadhossainsk14624 жыл бұрын
Khub bhalo akta video khub sohwj vabe boja jay o tomar gach gulo khub bhalo thank u frind
@bishnupadabiswas7892 жыл бұрын
খুব ভালোভাবে বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
@kalyansen35714 жыл бұрын
Tomar Kotha guli sune khub valo Laaglo. Tomakeo khub valo laaglo.
@MdRajib-pi3cs4 ай бұрын
ভাইয়া আপনি এতো সুন্দর করে বুঝিয়ে কথা বলেন ভালো লাগে ধন্যবাদ 💖💖💖
@JayantaMondalJM4 жыл бұрын
One of the best video. Khub simple information, but presentation khub bhalo.
@webgarden18584 жыл бұрын
🥰
@sankarmondal43434 жыл бұрын
খুব ভালো লাগলো,,আপনি খুব সুন্দর করে বোঝান
@sohanidas86662 ай бұрын
জয়গুরু ❤❤তবে ফুলকপি চাষ ও পরিচর্যা , সার নিয়ে একটা ভিডিও চাই খুব তাড়াতাড়ি ❤❤❤❤❤❤❤❤❤❤❤ সামনেই শীত আসছে।।। লিলুয়া থেকে
@lunaalam33422 жыл бұрын
প্রতিটি ভিডিও খুব সুন্দর করে বিশ্লেষণ করা।
@dhrubajyotipal46524 жыл бұрын
Gardening er opor amar dakha sob the best chanel...
@webgarden18584 жыл бұрын
Thank you so much. Means a lot to me 😊😊 এভাবেই আগামীতেও পাশে চাই l
@salamatmaulana5400 Жыл бұрын
অসাধারণ ভিডিও, ভাষাগত দিক দিয়েও সুন্দর।
@sikderswapan3274 жыл бұрын
অসাধারণ পোস্ট করেছেন বন্ধু। খুবই উপকৃত হলাম।
@webgarden18584 жыл бұрын
খুব ভালো লাগলো কমেন্ট পেয়ে l 🙂
@sonalikagorai40004 жыл бұрын
Khub valo laglo. Onek idea pelam.
@webgarden18584 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ
@tathagata744 жыл бұрын
তোমার গাছগুলো খুব সুন্দর। ভিডিওটা ভালো লাগলো।
@webgarden18584 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ 😊
@bishakhadas70673 жыл бұрын
@@webgarden1858 in u have time for a sajib Ahmed ami amar ta ki onnay I to ekrokomer I am to ami giyei to get to see the best 👍🏻💜 us use to describe a tui to amar gf na kore tahole ki korto ki rokom kotha bolchis kno jani kintu amar ta bol rahi ho ki kabhi haar gaya tha to wo to sab ko apne sir ki rokom vabe amar ta ki re ja na ki korbo ami ki korlam je ki dekli 😂✨❤️❤️💞💛💛💛💛❤️❤️💞 777Up to you as well to get to see the day before or kotha rakte bol rahi ho pubg ir nei ami amar to kopal e up with a tui valo lage ki hoeche re your e vai jitbo I am i I am a sajib er theke uthe charge
@bishakhadas70673 жыл бұрын
@@webgarden1858 I am to worship the lord 🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️ up with you on hoeche sajib Ahmed up with you to know bolbo o to vul hoeche bol 😭❤️❤️💞💛💛❤️❤️💞💛💛💛💛❤️❤️💞💞❤️❤️ up with a sajib er upore kor bou to porte ❤️❤️💞💛💞💞❤️❤️ up to date and to have time bol rahi ho status and single thakar karone amader o to sobar jonno hi kali your time e you u have time bol raha hu to usne mere saath hi ho ab to ami to 🙏🏻 to get a vai porte hobe ✨❤️❤️💞💛💛💛💛❤️❤️💞💞❤️❤️💞💛💞💞❤️❤️💞💞💞💞❤️💞💛 you can also do we want our own to 4 yu yu yu gi are you going or ma baba re your time e hoy ni kno jani to babai er kach thaka jay hind sir I love it when we were going ok thanks bolar nai to ajke ❤️💞💞💞💞❤️ up to you soon ❤️💞💞💞💞❤️💞💛💛💛💛❤️💞💞 of my resume is coming soon ❤️❤️💞💛💞💞💞💞💞💞💞💞💞💞 in u 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃 up to the lord 🙏🏻❤️🙏🏻❤️🙏🏻 up with my resume is u youcan get the lord 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂 up to date on which to base and see what do we want the day yesterday 😁 your email 😊🙂 😊🙂😊🙂🙂😊😊🙂🙂 I am i are you doing 😊☺️ your e ki hocche re ja iccha korbe naki sudhu tomar kache ki rokom kotha bolte bolbi je sudip valoi lage ei page ta to ami to obak holam na ami jani kintu ami ki korlam or mukher samne madhyamik q what you want the lord 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂 your your email 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉 your u use 🤠 up for our next step 😉 7You will have a sajib Ahmed up with the best of all right if the best regards Michael
@arpita-jk5eh Жыл бұрын
Khub informative vedio khub valo thako.
@lilatelecom72374 жыл бұрын
Khub sudor uposthapona.....All the best
@webgarden18584 жыл бұрын
😍😍
@archanamondal25364 жыл бұрын
Amar khub valo laga6ha tomar episodes .
@mdeidu-jr8fr2 жыл бұрын
ধন্যবাদ আপনাকে উপকারী পরামর্শ দিয়ে ভিড়িত পোস্ট করা জন্য।
@arabindamandal41714 жыл бұрын
🌷🌷 খুব ভাল লাগল। তোমার গুরুত্বপূর্ণ বক্তব্য জানাবার জন্য।🌷🌷
Khuv valo laglo thanks. Amar akti golap khash amm gach boy's 8 gacher gora theke dal guli fete jacche saf fangi cide deoa Jabe ke. Pls janaben. thanks...
@webgarden18583 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ l আম গাছের গোড়া ফাটে রুটস্টক এর জন্য l অনেক জাত এমনিতেই এরকম হয় l যত বয়স হবে তত বাড়বে l আবার রোগ থেকেও হয় l সব জায়গায় যদি সমান ভাবে ফাটে তাহলে চিন্তার কিছু নেই l যদি কিছু জায়গায় ফাটতে থাকে তাহলে ঘন করে blitox গুলে পুরো কান্দে লাগিয়ে দিন l
@swapankumardas53342 жыл бұрын
@@webgarden1858 onek din pore holay o ans paye valo laglo thanks ...
@user-deShikhaoBeshibesHi744 жыл бұрын
অনেক ভালো লাগলো আপনার সারের মিশ্রণ। নতুন বাগান করার চেস্টায় আছি দোয়া করবেন।যেন আপনার বাগানের মত সুন্দর করে ফল ধরে।
@webgarden18584 жыл бұрын
আমার শুভেচ্ছা রইলো l আমার থেকেও ভালো হোক আপনার বাগান l
@user-deShikhaoBeshibesHi744 жыл бұрын
@@webgarden1858 thank you
@flowerfairy87814 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আর এই রকম একটা উপকারী ভিডিও করার জন্য, আপনার ভিডিও গুলো এত সুন্দর যে আমি Subscribe না করে পারলামনা,
@webgarden18584 жыл бұрын
আপনাকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ও এত সুন্দর একটা কমেন্ট লিখে উৎসাহ দেবার জন্য l🙂 আগামীতে আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো l ভালো থাকবেন 💚💚
@stevenmedina8622 жыл бұрын
Onake valo lage apnar video gulo .are apni o khub shundor Kore kotha bolen
@jahangirbadsha30423 жыл бұрын
আপনার ভিডিও অনেক ভাল লাগে।
@webgarden18583 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏🏻
@barnalighosh4207 Жыл бұрын
সত্যি ই খুব খুব উপকারী ও সুন্দর ভিডিও 😊😊❤
@asrafulalam10252 жыл бұрын
Khub valo laglo vdo ta. Thank you Dada
@sutapabanerjee40584 жыл бұрын
Tomar vdogulo khub valo lage।khub sundor kore bojhao tumi।
@asrafulmallik40584 жыл бұрын
বেশ ভালো লাগলো। অনেক কিছু জানলাম।
@webgarden18584 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ 🙂🙂
@satyajittikader98374 жыл бұрын
দারুন দারুন বাক রুদ্ধ হয়ে গেলাম তোমার এই পরিশ্রম দেখে| তোমার এই সুন্দর ভাবে প্রতিটি জিনিস তুলে ধরা আমার খুবই ভালো লাগে| আসা করি আরো ভালো ভালো ভিডিও দিয়ে সবাই কে সমৃদ্ধ করবে আগামী ভিডিও এর অপেক্ষায় রইলাম
@webgarden18584 жыл бұрын
খুব ভালো লাগলো কমেন্ট পেয়ে l 😊😊 এভাবেই আগামীতেও পাশে চাই l ভালো বা খারাপ যেটাই লাগুক , জানাবেন l
@upentosh65134 жыл бұрын
খুব সুন্দর ভাবে বোঝালেন, ধন্যবাদ আপনাকে।
@webgarden18584 жыл бұрын
আপনাকেও অনেক ধন্যবাদ😊🙂
@jakariahossainraju3372Ай бұрын
ভাইজান পার্সেন্ট না বলে পরিমাণ বলে দিলে ভালো হয় খুব
@krishnabanerjee273 жыл бұрын
খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ🙏
@webgarden18583 жыл бұрын
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
@alindeepbiswas43594 жыл бұрын
Khub Valo informative Vedio.
@webgarden18584 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কে ভালো রেটিং দেওয়ার জন্য 💚
@jayasreebhattacharyya22834 жыл бұрын
Mastar ji Tomar video theke onek jinis Jana jay. khub valo lage .......dida
@webgarden18584 жыл бұрын
😁😁
@SkSimon-he5db4 жыл бұрын
দাদা একটা মুল্যবান ভিডিও দিয়েছন।অনেক ধন্যবাদ
@webgarden18584 жыл бұрын
আপনাকেও অনেক ধন্যবাদ
@shahidshahidul38894 жыл бұрын
দাদা ভালো আছেন?আমি বাংলাদেশ থোকে আপনার ওয়েভ গার্ডেন চ্যানেল টি ফলো করে থাকি আমার ছাদবাগানের জন্য।আমার ৩টি HRM 99 আপেল গাছ আছে।এর পরিচর্যা সম্পর্কে আমাকে পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবো।আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@adipbose56803 жыл бұрын
Khub sundor presentation
@farhanahmad91394 жыл бұрын
খুব সুন্দর হয়েছে দাদা।দাদা ভার্মি কম্পোস্ট তৈরি নিয়ে একটা ভিডিও দেন।একেক জায়গায় একেক রকম ভার্মি কম্পোস্ট বানায়।কেউ কিচেন ওয়েস্ট দিয়ে বানায় আবার কেউ গোবর দিয়ে বানায়।আবার কাউকে দেখি কাচা তরকারির খোসা ও কাচা গোবর ব্যাবহার করে আবার কেউ পচিয়ে ব্যাবহার করে।বুঝতে পারছিনা কি করবো।দয়াকরে একটা আদর্শ ভার্মি কম্পোস্ট তৈরি নিয়ে একটা ভিডিও উপহার দেন।
@mazharislamsabuj66444 жыл бұрын
দাদা ড্রামে সুইস লেমন চাষের পদ্ধতির একটা ভিডিও তৈরি করেন।
@webgarden18584 жыл бұрын
আচ্ছা , ইচ্ছা রইল l
@ShahidulIslam-yr5oh4 жыл бұрын
মোঃসহিদুল ইসলাম( বাংলাদেশঃ)এত দ্রুত আমাকে সারের পরিমান জানানোর জন্য অশেষ ধন্যবাদ। আপনার ওয়েব গাডেন এর লিংক টা দিলে প্রয়োজনে যোগাযোগ করা যেত।আাবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
@webgarden18584 жыл бұрын
facebook.com/therooftopgardener ভালো থাকবেন 😊
@sujaypal22214 жыл бұрын
Valo news porte parbe.👍
@webgarden18584 жыл бұрын
😁😍
@srimantamondal61733 жыл бұрын
কিছু নতুন শিখলাম ,দারুন লাগলো বস।
@webgarden18583 жыл бұрын
🙂🙂 Khub bhalo laglo comment peye
@gopamajumder88452 жыл бұрын
Khub sundor video.... Ami sonarpur thaki amar khub chhad bagan korar iccha kintu korte parchi na thik moto ektu jodi guide koren toh khub valo hoy
@shyamaliize4 жыл бұрын
খুবই ভাল লাগলো, খুব উপকৃত হলাম,আমি ব্যাবহার করে ফলাফল জানাবো।ধন্যবাদ।
@semamollik73193 жыл бұрын
তোমার ভিডি গুলো ভালো লাগে অনেক কিছু জানা যায়।আমার টবের লেবু গাছের পাতায় শক্ত স্পষ্ট পড়ছে এবং ফুলে ছোট ছোট কালো পিঁপড়া দিয়ে ভরে থাকে। কি করব জানালে উপকার হতো। ভালো থাকবে দোয়া রইল।
@tapashijoarder19568 ай бұрын
Tomar kach theke onek kichu shikhlam vai.
@eliasfakir26764 жыл бұрын
চমৎকার উপস্থাপনা, অনেক ধন্যবাদ
@webgarden18584 жыл бұрын
আপনাকেও অসংখ্য ধন্যবাদ 💚💚
@krishnapramanick69184 жыл бұрын
দাদা আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আমার একটা প্রশ্ন ছিল আপনি বলেছেন চারঠে মিসরোন২৫ পা্রসেন করে দুই কেজি হোলো ২৫পারসেন মানে কতোটা
@webgarden18584 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ 💚 মোট সার যদি চার কেজি বানান তার মধ্যে দু কেজি থাকবে গোবর সার অথবা ভার্মি কম্পোস্টl 500 গ্রাম হাড় গুড়ো 500 গ্রাম সিংকুচি 500 গ্রাম নিম খোল 500 গ্রাম সরষের খোল । টোটাল হবে 4 কেজি
@krishnapramanick69184 жыл бұрын
@@webgarden1858 thanks dada
@sajaladhikari80334 жыл бұрын
খুব সুন্দর দাদা। উপকৃত হলাম।
@webgarden18584 жыл бұрын
Thank you so much
@ayanghosal32844 жыл бұрын
Sundor video dada.
@webgarden18584 жыл бұрын
Tnank you
@ayantikabanerjee9514 жыл бұрын
খুব ভালো ভাবে বোঝাও ভাই তুমি
@webgarden18584 жыл бұрын
😊😊
@jannatnigar5674 Жыл бұрын
অসাধারণ উপস্থাপনা❤️
@shuklabanerjee13284 жыл бұрын
Khub bhalo laglo...
@webgarden18584 жыл бұрын
🙂 Thank you so much
@azizhasan37484 жыл бұрын
সুন্দর ধন্যবাদ। এর সাথে এপসম সল্ট/ম্যাগনেসিয়াম সালফেট ব্যাবহার করা যাবে কিনা, জানালে কৃতজ্ঞ থাকব।
@webgarden18584 жыл бұрын
হ্যাঁ , এর সাথে কিছুটা মিশিয়ে দেওয়াই যেতে পারে l
@jahangirbhuiyan20493 жыл бұрын
অনেক ধন্যবাদ। অনেক কাজের ভিডিও ।
@jayasreebhattacharyya22834 жыл бұрын
Tomar sar bananota dekhe shikhlam.baganer gachguno khub sundor r sotej kothay thako Tumi ? valo theko.......dida
@webgarden18584 жыл бұрын
😊 Ei comment ta khub special Ami Ranaghati thaki Valo theko , pronan nio , dida 🙏🏻
@parthadas73774 жыл бұрын
khub bhalo laglo.
@webgarden18584 жыл бұрын
Thank you so much 🙂
@greenvalleygarden62964 жыл бұрын
Dada alubokra ki amadar akhana haba. Tumi suasion kara du. Amar bari bonga ta. Mena gach a fol ki ana jaba . Bolo please
@webgarden18584 жыл бұрын
হ্যাঁ হবে , তবে আমাদের এখানকার নার্সারি গুলো সঠিক জাত দেবে কিনা সেটা নিয়ে চিন্তা l বাংলাদেশ এ অনেকের কাছে হচ্ছে এমন কি ছাদ বাগানেও l আমার কাছেও দুটো জাত আছে l গতবার ফুল এসেছিল ফল হয় নি l
@greenvalleygarden62964 жыл бұрын
@@webgarden1858 জিরাট থেকে নেবো? শান্তি নার্শারী থেকে?
@mrschakrabortyarpita4 жыл бұрын
Anek kichhu sikhlam re bhai..😍😍😍
@webgarden18584 жыл бұрын
আরে , কাকে দেখছি 💚💚 খুব ভালো লাগলো তোমায় এখানে পেয়ে দিদি 🙂
@nayon67 Жыл бұрын
Very nice details, dear. Thank you.
@muhammadikbal12844 жыл бұрын
Khb vlo video dada....ro besi kore video banao...tmr video dekhe onk kichu e shikhte pari.
@webgarden18584 жыл бұрын
Thank you so much . Aro video nischoi asbe . Evabei pashe chai 💚💚
@SukalyanC4 жыл бұрын
দারুণ লাগলো
@webgarden18584 жыл бұрын
Thank you so much 🙂
@rotnabhowmick66284 жыл бұрын
খুব ভালো লেগেছে ভিডিও টি অনেক কিছু জানতে পারলাম।
@arijitmanna21764 жыл бұрын
Khub sundor video dada...ai prothom sujok holo first viewer hoyar...sotti tmr videor apekhay thaki....tumi sotti TOPIC guli khub valo nirbachon koro....thanks...
খুব ভালো লাগলো কমেন্ট পেয়ে l 💚💚 Cartap hydrochloride diye dekhte paren ek chamoch. Asha kori kome jabe. Gacher kono khoti hoy na ei osudh e
@sulusharangi89774 жыл бұрын
@@webgarden1858 এক চামচ কি গুঁড়ো ছড়িয়ে দেব না জলে গুলে দিতে হবে? কেনার সময় লেখা ছিল লার্ভা সমেত কেঁচো মরবে। পাওয়ায় পর দেখি এটা injection হিসাবে ব্যবহার করতে বলছে। ভুলproduct কিনলাম? একটু জানিও। ভালো থেকো
@webgarden18584 жыл бұрын
sulu sharangi টবের মাটিতে ছড়িয়ে দিন l
@mdmilonbd43824 жыл бұрын
ভাইয়া তোমার ভিডিও অনেক ভালো লাগলো
@webgarden18584 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাই 🙂
@howimakethings4 жыл бұрын
Thank you for the video. Amar tobe khub choto choto worm dekha jachhe. 1-2inch size. Kichuta kechor moto dekhte. Er protikar ki?
@webgarden18584 жыл бұрын
Sombhoboto nematode hoyeche . Cartap hydrochloride othoba furadan use korun.