প্রথমেই দুঃখিত সবাইকে এত অপেক্ষা করানোর জন্য, এই গানের সাথে সংশ্লিষ্ট সবাই আমরা অনেক কষ্ট করেছি। আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা।♥️🙏
@imababy577 Жыл бұрын
Spotify te gaan chharbe na?
@melodiusseowty Жыл бұрын
ভালো কিছু পেতে হলে তো একটু অপেক্ষা করতেই হয়,যাই হোক গানটি শোনার পর মনে হলো সব দুঃখ যেন নিমিষেই উড়ে গেল। ধন্যবাদ দাদা, এতো সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য❤️
@noyonnobi3321 Жыл бұрын
আপনার এই গানটা এভাবে রিলিজ দেওয়ার সবচেয়ে ভালো দিক হচ্ছে মানুষ জন নিজেদের নামে এই গান ছাড়াটা এবার বন্ধ করবে।
@kamalikabhattacharjee336 Жыл бұрын
অপেক্ষা সার্থক ❤ সবুরের মধুর ফল 🤍💯
@priyasarkar990 Жыл бұрын
কি সুন্দর হয়েছে দা ভাই যেমন গান তেমন ভিডিওগ্রাফি।।।। সামনে আরও শুনতে চাই🥰🥰
@anishbhattacharjee176511 ай бұрын
আমার সাতপুরুষের ভাগ্য বাঙ্গালী হয়ে জন্মেছিলাম। তাই এরকম শব্দে লেখা গান, এরকম সুরে সুর করা গান, এরকম দৃশ্যে দৃশ্যায়িত গান মন ভরে উপভোগ করতে পারলাম।
@hillolghosh38079 ай бұрын
আপনার সাথে সহমত ❤
@promiseroyrahul40289 ай бұрын
😆😆😆
@jijijijijjjiijijijjjjj9 ай бұрын
আপনি ভট্টাচার্য....মানে ব্রাহ্মণ। এমনেও আপ্নারা বাঙালি না।
@sayemkhan78868 ай бұрын
Aktu beshi hoye gelo na?
@uttamranjan74077 ай бұрын
Ami protek muhurte anubhab kori ami gorbito ami bangali. Google bole world er sabtheke sweetest language holo bengali ar ei bhasar sab theke sundor word abhiman.
@moontakimrohan22535 ай бұрын
আমি ভেবেছিলাম অনেক পুরনো কোনো লেখকের লেখা গান হয়ত হবে এটি, কিন্তু যখন গীতিকারের জায়গায় আপনার নাম পেলাম বেশ অবাকই হলাম। আমরা বাঙালিরা আসলে এখনো আমাদের শিকড় ভুলে যাইনি। মিষ্টি মিষ্টি সব শব্দ জুড়ে আপনার এই সৃষ্টি বেঁচে থাকুক আরো ক'হাজার বছর
@sandhyachowdhury2344 ай бұрын
Darun
@fahadnevil35749 ай бұрын
কালকেই গানটা প্রথম শুনলাম। এটা শুনার পর থেকেই এটাকে একদম খাঁটি দেশী গাওয়া ঘি বলে মনে হচ্ছে। আর এযাবৎ যে ওয়েস্টার্ন, হিন্দি, ইংরেজি, তামিল যে গানগুলো শুনেছি সেগুলো কে এই গানের সামনে সফ্ট ড্রিংকস্ মনে হচ্ছে
@mdalifahmedali2575 Жыл бұрын
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
@hayatkhizir7029 ай бұрын
আপনি ঠিকই বলেছেন। ইউটিউব বা অন্য এপস গুলোতে বাংলাদেশের কন্টেন্টগুলো সাজেশন হিসেবে আসে না অথচ আপনি ভীনদেশী একটা কন্টেন্ট একবার দেখবেন সেখানে প্রতিনিয়ত ঐ ধরনের জিনিস বা ঐ দেশের কন্টেন্টের সাজেশন আসতে থাকবে। বিশেষ করে ভরতিয় সব কন্টেন্ট৷ বারবার" Don't Recommend this channel" দিয়েও লাভ হয় না।
@sultanparvezmdparvez96879 ай бұрын
Right
@rumkig2649 ай бұрын
Ekdom...hok kotha koisen apni😄🤭😊
@rrstudyhelpbd27889 ай бұрын
But আমাকে youtube recommend করসে এই গানটা
@natureslove19859 ай бұрын
Apni ki koira janlen ..konto aktu🤔
@arnabdas7352 Жыл бұрын
বাঙালি হয়ে না জন্মালে এত মিষ্টি একটা lyrics এর আনন্দটা বুঝতেই পারতাম না... বাংলা ভাষার কোন তুলনা হয় না... গর্বিত বাঙালি...🥰🥰
@mdaslamsharif6112 Жыл бұрын
Asolei vai
@Originalmen0007 Жыл бұрын
রুচি খোর মানুষদের গান 🎉
@chottopakhi Жыл бұрын
একদম মনের কথা💚
@mizanurrahman-kl7mm Жыл бұрын
@@mdaslamsharif6112can
@NoishiXzenTM Жыл бұрын
@@Originalmen0007kzbin.info/www/bejne/nnXWpYF7lq93ndksi=zUJcvk1EF5HErStz Apnio sunen ektu eta onnorokom
@abdullahmahmudapu6558 Жыл бұрын
'আমি জল ভরিবার ছল করিয়া, দেখবো নয়ন ভরিয়া..' This line hits different 🥺💙.
@chotunsaha9831 Жыл бұрын
Asoleii onek joss line taa❤
@emonmoharer456 Жыл бұрын
❤
@ahmedashik3303 Жыл бұрын
আমি জল ভরিবার ছল করিয়া, দেখবো নয়ন ভরিয়া
@ijaz.a.bhuiyan.1 Жыл бұрын
তাই বলতে আসছিলাম, কেমন ভেতরে নাড়া দিলো ঠিক ওই যায়গাটুকু শোনার সময়।
@tatarunacharjee879111 ай бұрын
Lllllpppooi🎉 Andrew😊😅😅😅
@nirajacharya79889 ай бұрын
I'm not a Bengali ...I can't even understand a single word in this song but I feel this ..the music, the tone ..the voice...what a wonderful artist you are. I feel like this song is made for me and I've heard this song like over 100 times now.
@arnabmondal99409 ай бұрын
❤
@NazimUddin-sp9zp9 ай бұрын
ishaan added English Lyrics in the description box.
@ShreosriGhosal8 ай бұрын
❤❤
@Shuaib_Islam-30738 ай бұрын
You are invited to learn Bangla.❤
@mdzayedorrahman12668 ай бұрын
I have chosen your post beacuse inspite of you being a other country,s person you hve undastood what is the benifit of this song
@mariamafrin4612 Жыл бұрын
ঈশান ভালো গায় জানতাম, তবে এতো ভালো গান লেখে জানতাম না। গানের কথা গুলো এতো সাবলীল যা হৃদয় ছুঁয়ে যেতে একটুও সময় নেয় না। অনেক অনেক শুভকামনা ঈশানের জন্য।
@AS.Shikha Жыл бұрын
আধুনিক যুগের গানের ভিড়ে এই গানটি ই একমাত্র হৃদয় ছুঁতে পারলো.... গত নয় দিনে বহুবার শুনেছি আর উপলব্ধি করেছি... অসাধারণ lyrics, অসাধারণ সুর আর এই গায়কের কণ্ঠের প্রশংসা করার মতো ভাষা আমার নেই... শুধু একটা কথাই বলতে চাই মনোমুগ্ধকর❤❤❤
@efrataranirjona69675 ай бұрын
আমার Favourite গান আজ অনেক দিন পরে শুনলাম ১৯/৬/২০২৪ ★ ( ময়মনসিংহ) ❤❤❤🎉
@tanimasaha1761 Жыл бұрын
আমার দুই বছরের কন্যা আপনার গান আজ প্রথমবার শুনে খেলা ছেড়ে উঠে এসে বললো " মায়ের পায়ের জবা"...শিল্পী আপনি ধন্য..আপনার অনবদ্য কণ্ঠ আরো অনেক অনন্য শিল্পের সৃষ্টি করুক..❤
@purnimadutt12258 ай бұрын
আমি বাঙালি বলে নিজেকে গর্ব বোধ করি। বাংলা ভাষার কি মাধুর্য, না হলে এতো সুন্দর গান, এখনকার সময়ে ও এই গান ভাবা যায় ও লেখা যায়, আর সুরের কথা, উফফফ!! গায়ে কাঁটা দেয়!
@ahomedredowan431710 ай бұрын
শরৎচন্দ্র বলেছিলেন, "বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়।" মানুষকে সবসময় পাশে পেলেই, ভালোবাসা কিন্তু হয় না। একাকিত্ব সময়ে কারো স্মৃতি বয়ে বেরানো ও ভালোবাসা। আমাদের চলার পথ আলাদা হলেও, সুখে অনেকটা পথ হেঁটেছি একসাথে। হয়তো আবার হারিয়ে যাবো, কিন্তু তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো সারাজীবন।💝
@prappodatta7492Ай бұрын
Kotha ta hoito apni tike bolacen….because amr life a o same jinis tai hoica ags onak dura sora asce😢
@rahulshikdar534125 күн бұрын
Subdor
@Shorol-sur Жыл бұрын
অনেকেই প্রথম শুনে মনে করবেন এই গানটা অনেক আগের বিখ্যাত কোন গীতিকবির লেখা। এখনকার সময়ের একজন এমন হৃদয়ছোয়া একটা গান লিখবেন ভাবা যায়। উনি তো এক গানেই অমরত্ব লাভ করলেন। উনি আরো লিখুন, গান। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করুন। শুভকামনা ওনাকে। 🙏
@jayantagiri1202 Жыл бұрын
জানিনা কারুর sathe eta hocche naki, কিন্তু গান ta sune চোখের জল আটকাতে পারলাম না, শিল্পী তোমায় কোটি কোটি প্রণাম।
@AlAmiN-xl1zm Жыл бұрын
সহমত
@antornautiyal2846 Жыл бұрын
আমি তো তাই ভাবছি
@MariyaJannat-js2yc Жыл бұрын
@@jayantagiri1202 আমিও আপনার দলের🤭🥰
@jayantagiri1202 Жыл бұрын
@@MariyaJannat-js2ycস্বাগত ❤️
@shrabontybairagi5730 Жыл бұрын
মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন! সেই প্রিয় সুর যেন নতুন রূপে আবার ফিরে পেলাম! খুবই শান্তিপূর্ণ!🤍
@kmbdkmm1721 Жыл бұрын
wow. nice❤❤
@joydipdewanjee993 Жыл бұрын
exactly !! ami bhabchi... koi jeno shunechi eta 🤔🤔
@sdshovn3338 Жыл бұрын
Amio boli kisher sathe jeno mil pai.. tmr comment dkhe mathai ashlo
@BJha-bc2li Жыл бұрын
Dekho Ashiya - I thought it's Ekbar birajo go Maa's tune.
@Alam_Khan521 Жыл бұрын
Bangladeshe bohu gaan royeche ei shyama shangeet tir adole...
@hosnearashapla50947 ай бұрын
অনেক অনেক ভাইরাল গানের মাঝে এই গানটি শান্তির জায়গা।যেন তিলোত্তমা নগরীর মাঝে মাটির দোচালা ঘর।
@daydreamer2653 Жыл бұрын
এই মডার্ন যুগে মাটির গান গাওয়া, সাপোর্ট করা মানুষ খুবই কম...ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই মাটির গানগুলো যেন আরো বেশি করে পৌছায় সবার কাছে...তাহলেই মানুষ নিজের শেকড় চিনতে পারবে...অনেক ধন্যবাদ আপনাকে এই গানের মাধ্যমে এভাবে মাটির কাছাকাছি নিয়ে আসার জন্য❤
@dinasarker1112 Жыл бұрын
আমি অধরার মা।এতো সুন্দর করে গেয়ছো বাবা। কতবার যে শুনছি তার হিসেব নেই। তোমার দিদা সারাদিনে অনেক বার তোমার গাওয়া গানটা শুনেন।অনেক বড় হও বাবা।
@pritomdewanjee1608 Жыл бұрын
❤
@alamin.a2i Жыл бұрын
❤
@soheltechzone5660 Жыл бұрын
Adhora ke😅
@alamin.a2i Жыл бұрын
@@soheltechzone5660 Amar Friend
@ankitabanerjee2645 Жыл бұрын
@@soheltechzone5660😅😅😅😅😅😅😅😅
@MariamRauti-ej4wv Жыл бұрын
একজন কে অসম্ভব ভালোবাসি কিন্তু সেই মানুষটা আমার ভালোবাসার গুরুত্বপূর্ণ মনে করে না ! আপনার এই গান শুনার পরে তারে দূরে থেকেই ভালোবাসতে ইচ্ছে করে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর গান শুনার সুযোগ করে দেওয়ার জন্য ❤
@istiakkhanakash2187 Жыл бұрын
কথা কইও না লাইভ কন্সার্ট এর গান শুনতে kzbin.info/www/bejne/nn2zlHmJl7R8rqsfeature=shared
@NazimUddin-sp9zp9 ай бұрын
ভাবা যায় এই ছেলেটা এমন একটা গান নিজেই লিখেছে এবং গেয়েছে! আসলে আমরা এখনো শেকড়ের টান ভুলিনি। শুভকামনা রইলো 🙂
@huntertanmoy1349 Жыл бұрын
সুর টা শ্যামা সঙ্গীত থেকে অনুপ্রেরিত "মায়ের পায়ের জবা" গান টা খুবই সুন্দর। নিসানের এখানে কিছু ক্লাসিকাল কাজ খুবই ভাল লেগেছে ❤ এমন ধরনের গান আরো চাই তোমার থেকে ভাই 😢
@imbiswastonoy Жыл бұрын
অসাধারণ দাদা, আমার সুরটা কেন জানি মনে হচ্ছে, "আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন" এই শ্যামা সঙ্গীতের সাথে মিলে। গানটা এইজন্য আরো বেশী ভাল লাগে।
@roja1234-gc9tt Жыл бұрын
Right
@229RahatBinAlam-mf3cu10 ай бұрын
Tune inspired from traditional shyama sangit
@souravdutta13779 ай бұрын
eta kibhabe শ্যামা সঙ্গীত?? eta to prem er gaan....শ্যামা সঙ্গীতে erokom gaan hoy ?? বন্ধু চিকন কালিয়া mane ki ??
@imbiswastonoy9 ай бұрын
@@souravdutta1377 আপনি কি বাংলা বুঝেন? এটা কি শ্যামা সংগীত একবারও বলেছি? বলেছি যে এটার সুরটা শ্যামা সংগীত থেকে অনুপ্রাণিত। এই গানের ডেস্ক্রিপশন দেখেন, টিউন ইন্সপাইরড বাই ট্র্যাডিশনাল শ্যামা সঙ্গীত লেখা। কোত্থেকে যে আসেন আপনারা?
@souravdutta13779 ай бұрын
@@imbiswastonoy are bhai apnake jiggesh korchi jani na bole...uttejito hochchen kano ?? Ajob public to....keu na janle jiggesh korle bola jaye na bhalo bhabe. ??
@MahfuzurRahman037 ай бұрын
নিজেকে বাঙালি হিসেবে খুব ভাগ্যবান মনে হয় এইসব গানের জন্য❤।
@tigerhunters6621 Жыл бұрын
"আমার মায়ের পায়ের জবা হয়ে...." এর সুর 😊 এমনিতেও এই শ্যামা সঙ্গীতটি আমার অনেক প্রিয় । আপনার গানটায় এই সুর যেনো প্রাণ এনে দিয়েছে ❤❤❤❤❤
@SurerMohona Жыл бұрын
RIght...........
@rouhinbanerjee8539 Жыл бұрын
কিন্তু এই গানটি শ্যামাসঙ্গীত নয় - শ্যামসঙ্গীত বলা যায় :-) চমৎকার গেয়েছেন
@sushanthosarkarshantho3385 Жыл бұрын
@@rouhinbanerjee8539apni besi bujen kno
@pinkydutta49 Жыл бұрын
অসাধারণ
@Nursaif-b1y Жыл бұрын
Wow ❤❤
@mrakib Жыл бұрын
আমি মুগ্ধ। একাধিকবার শুনেও কেন যেন মন ভড়ছে না। গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমি সাধারণত কোন কমেন্টস করি না, কিন্তু গানটা শুনে না করে পারলাম না।
@Nidhi-Ridhi Жыл бұрын
প্রথমে আধুনিক গানের কম্পোজিশন পরে বাউয়াল গানের কম্পোজিশন গানটিকে অসাধারণ সৃষ্টি বানিয়েছে,সাথে ঈশানের সাবলীল উচ্চারণ এবং মিষ্টি কন্ঠ আর অসাধারণ করেছে গানটিকে❤
@Prayas_NITDGP7 ай бұрын
শ্যামা সঙ্গীত টা তো আমার কাছে One Of The Best ছিলই তারপর সেই একই tune এ এই অপূর্ব অসাধারণ সংগীতটা just 👌🥹🥹।।।।
@jayashreechakraborty9738 Жыл бұрын
অনেকবার শুনলাম তাও ঘোর কাটছে না.....এত সুন্দর সুর আর এত মায়া দিয়ে গেয়েছেন গানটা....যত বলবো ততই কম হবে.....মা সরস্বতীর বরপুত্র 🙏
@ripansaha5339 Жыл бұрын
যতবার শুনি, ততবার মুগ্ধ হয়ে যাই। অসম্ভব সুন্দর lyrics ❤। Note : Comment টা রেখে গেলাম, যতবার like পড়বে এসে শুনে যাবো।
@tanvirrahman50798 ай бұрын
❤❤
@urja7242 Жыл бұрын
আমি সুর টা কোথায় যেন শুনেছি ভেবে পাচ্ছিলাম না । পরে “আমার মায়ের পায়ের জবা হয়ে “ শ্যামা সঙ্গীত টার কথা মনে পরলো। সত্যিই মায়াবী সুরটা । সাথে গানের কথা গুলোও খুব ভালো লেগেছে । ❤ বার বার শুনছি ❤
@Bongtraveller317 Жыл бұрын
Amar mon cholo jai bhomore khisno anu rag er bagane.. Ay gaan er sur
@ganerchoa9498 Жыл бұрын
Na uni bole dhiyechen eta traditional shyama Sangeet er Sur eta mayer paye joba hoyer sur
@taposhdas9751 Жыл бұрын
Right❤
@kpnone94 Жыл бұрын
লোকসংগীত এক সুরে ভিন্ন কথা অনেক আছে।
@evan.has118 ай бұрын
"আমার নিঠুর মনোহর, যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরানের খবর" - These lines never fail to shatter my heart. Inside me, there's a flood of emotions and conversations and i wish i could atleast meet her once to express it all. 💔
@amitasclasses83305 ай бұрын
আহা সত্যি
@Jourdersj10 ай бұрын
এই কমেন্টটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেলাম।এই গানটি নতুন প্রজন্মের জন্য একটি সেরা ক্লাসিকাল গান।গানটিকে আমাদের মনে বাঁচিয়ে রাখতে হবে।ভবিষ্যত প্রজন্মও যেনো এত শ্রুতিমধুর গান থেকে বঞ্চিত না হয়।
@susmitachakraborty2589 Жыл бұрын
শিল্পী হিসেবে আপনি কেমন এটা বলার অপেক্ষা রাখে না,,তবে এই যে হাত ছড়িয়ে,বুক ফুলিয়ে প্রকৃতির সাথে মিশে যাওয়া দেখে নিজেও কোথাও শান্তি পেলাম,,সবকিছু ছুটি দিয়েছিলো কিছুক্ষণের জন্য। আরও নতুন ভালো ভালো লিখুন আপনি, আবার আপনার গানের প্রেমে পরবো 🤍
@arban1979 Жыл бұрын
হৃদয় টা পুরো গলে গিয়ে চোখের কোনা দিয়ে বেরিয়ে এল। বহু বছর পর কান্নাটাকে বড় আপন, বড় আনন্দের মনে হলে। last 3 ঘন্টা ধরে loop এ শুনছি..তাও মন ভরছে না। মনে হচ্ছে কান্নাটাকেই বুকে japte ধরে কাঁদতে থাকি। May God always sing from within you ভাই...like this always..God bless you..
@lizuarrazofficial607010 ай бұрын
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।😇 স্মৃতি রেখে গেলাম।🙃 যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা😊😊
@muradtheoz Жыл бұрын
বর্ষার বিকেল, আমার খোলা জানালা দিয়ে জল ছোয়ে আসা বাতাস গায়ে মাখছি আর এই গানটা শুনছি। মোহনীয় গানের গলা সাথে এতো চমৎকার সিনেমাটোগ্রাফি একদম মন ছুয়ে গেলো।
@nilaghosh4029 Жыл бұрын
একটা মেয়ের মনের কস্টের অভিমানের প্রতিটি বিন্দু ফিল করে গানটা গেয়েছেন। অসাধারণ লিরিক অসাধারণ অনুভূতি...
@MinugcccAbdullah11 ай бұрын
আমি একজন রুচিখোর হিসেবে বলতে পারি আপনার গানের কথাগুলো হৃদয় ছুঁয়ে গেলো হে মহাগায়ক। আহারে😢 আমি জল ভরিবার চল করিয়া দেখবো নয়ন ভরিয়া....প্রিয় প্রতি গভীর টান ও মানুষের হৃদয়ের অতল প্রেমের গ্রাণ পাওয়া যায় এই গানে😞
@SelinaShila-q6v9 ай бұрын
এই গানে নাচ করে আমার মেয়ে ইস্কুলে ১ম স্থান অধিকার করেছে, 💕
@skmin.36477 ай бұрын
Congratulations
@DebojitDas-j2l7 ай бұрын
Congratulations🎉
@susantachakraborty68317 ай бұрын
Bravo
@bigaristotle93087 ай бұрын
Very good job
@AkashMandal-go8ly6 ай бұрын
Congratulations 👏🏻🎉
@armanhossenanik9860 Жыл бұрын
এত সুন্দর কথা কলমে ফোটালেন কিভাবে? আপনার কন্ঠ আর লিরিক্স ২ মিলে মন কেড়ে নিয়েছে। কষ্ট একটাই আপনার গান অথচ স্পটিফাই -তে এটা নেই। আছে অন্য কয়েকজনের করা কাভার। 🥲
@monirahaque1355 Жыл бұрын
এ কেমন স্বর? দেখতে আধুনিক আর শুনতে মনে হচ্ছে বহু পুরনো আদরে মাখামাখি একটা সুর ভেসে আসছে! অদ্ভুত লাগলো! অনেক শুভকামনা!
@arifrabbani9436 Жыл бұрын
দারুন বলেছেন . . . যেটা মনে আসছিলো কিন্তু লিখে প্রকাশ করতে পারছিলাম না . . . ধন্যবাদ 💜
@soumichatterjee6038 Жыл бұрын
😊
@soumichatterjee6038 Жыл бұрын
😊😊😊
@soumichatterjee6038 Жыл бұрын
😊😊😊!😊
@soumichatterjee6038 Жыл бұрын
😊😊
@aparajitadey2706 Жыл бұрын
অনেক গান শুনি কিন্তু যখনই একটু অন্য রকমের গান শুনতে ইচ্ছা হবে এইটা শুনবো।বেশ সুন্দর ❤
@momandadibsАй бұрын
কি মধুর সুর আহা কি যাদু মাখা কন্ঠ যতই শুনি অবাক হই কত পরিস্কার গলা, একটা গান যে মানুষকে কতটা তৃপ্তি আর মনকে শান্ত করতে সক্ষম তা আবারো প্রমাণ হলো
@Mishal0621 Жыл бұрын
"নিঠুর মনোহর" গানটি আমি কোনো এক সন্ধায় আপনার থেকে শুনেছি। গানটির সাথে আনন্দের বাতাসের এক আঘাত অনুভব করেছি। অনেক চেষ্টা করেছি আপনার মতো করে গাইতে, কিন্তু বারবার অসফল হয়ে মাটির স্বাদ দেখেছি। ধন্যবাদ!আপনার জন্য এই রূপ শব্দের মিলন উপভোগ করতে পেড়েছি আবারও আনন্দের বাতাসের আঘাত পেতে অপেক্ষা করছি।
@_nirvana_674 Жыл бұрын
বাঙালি হয়ে জন্মানোর সার্থকতা এখানেই, তুমি ঈশ্বরের একজন বরপুত্র বাঙালি, এই বাংলার কদরের অপেক্ষায় না থেকে নিজেই নিজের কদর নিও, এই দেশ গুণী চিনে না, কদরতো অনেক দূরের কথা!! সেকেন্ডে সেকেন্ডে জন্ম নেওয়া আলমের দেশে, তোমার মতো শিল্পী পাওয়া পরম সৌভাগ্য। সবে শুরু, যেতে হবে অনেক দূর, অনেক শুভকামনা রইল দাদাভাই ❤❤❤।
@piyabiswas9264 Жыл бұрын
সহমত
@piyabiswas9264 Жыл бұрын
@@AnnaAkter-eh4kr: উনি আলেমের কথা বলে নাই, আলমের কথা বলেছেন।
@AnnaAkter-eh4kr Жыл бұрын
@@piyabiswas9264 Tahole problem nai...
@ammumeme57899 ай бұрын
alom ke?
@যমদূত7 ай бұрын
আলম কে?!
@ritudey4414 Жыл бұрын
সত্যি নিজেকে ভাগ্যবান মনে হয়, বাঙালি হয়ে জন্মে। কি যে মধু আছে। অনেক অনেক ধন্যবাদ এরকম গান কম্পোজ করার জন্য। আহা যত শুনি মনটা যেমন ভালো হয়ে যায় আবার উদাস ও হয়ে যায়। ❤
@payelchakraborty55959 ай бұрын
আহা..! এত সুন্দর করে গেয়েছেন কীভাবে! যেমন কথা, সুর,তেমনি গায়কী....। কতবার যে শুনলাম আর কতবার যে শুনবো..! আরো এগিয়ে চলুন.....।
@mrsiam_01 Жыл бұрын
গান টা শুনে প্রথমে ভেবেছিলাম এইটা কোনো পুরাতন গানের রিমেক ভার্সন,,,,কিন্তু এই জেনারেশন এ এমন একটা গান,,,, সুর,,লিরিক্স সব ই মনোমুগ্ধকর,,,,একেকটা সুর,,,, অসাধারণ 💜
@sb.anupom Жыл бұрын
মায়ের পায়ের জবা - গানটা শুনে আসেন। তারপর বলেন।
@229RahatBinAlam-mf3cu10 ай бұрын
Tune traditional shyama sangit er but lyrics singer er nijeri banano
কণ্ঠ সুন্দর! গানও সুন্দর! আধুনিক যুগে এমন শ্যামা সঙ্গীত কেউ লিখতে পারে এবং ভিতর থেকে এভাবে মন দিয়ে গাইতে পারে -এই গান শুনার আগে ভাবিওনি। অনবদ্য এক সৃষ্টি! 🤍
@jhornakolom9 ай бұрын
Shayma Sangeet kintu noi- Radha Kesto r prem’er katha gaan e
@jonydatta2475 ай бұрын
ভাই এইটা শ্যামা সঙ্গীত নয়। শ্যামা সঙ্গীত "আমার মায়ের পায়ের জবা" এই গানের সুরে করা তাই সে ঐটার ক্রেডিট দিয়েছে।
@trinomoysen79522 ай бұрын
এই গানের সবচেয়ে বড় ফ্যান আমার 10 মাসের মেয়ে। গত মাস তিনেক থেকে রোজ অন্তত পাঁচবার করে গানটা ইউটিউবে চালাতে হয়। নিঠুর মনোহর না শোনালে খাবার মুখে তোলেন না তিনি। আরও কত গান আছে কিন্তু এটাই চালাতে হবে। অগত্যা কী আর করা! সুতরাং গানটা আমি, আমার স্ত্রী আর মেয়ে থেকে বেশি যে কেউ শোনেন নি এটা হলফ করে বলতে পারি। আর হ্যাঁ আমরা নাচিও এটাতে, এক্কেবারে নিজস্ব ভার্সনের ড্যান্স।
@shamadas9489 Жыл бұрын
You know what, my 2 year kiddo is looped at your piece. She is literally humming non stop, dancing in her own mind! স্বর্গীয় একটা সুর! সুরের, গায়কীর ব্যাথাটা যেন মনে আবিষ্ট করে রেখেছে! যেন সত্যিই কালীন্দির তীরে বসে কলসী ভাসিয়ে একা বসে বুক ভাসাচ্ছি!
@familyman1670 Жыл бұрын
Blessings for the kid ❤️ Generations to learn, to create and to carry on ❤️
একটা মানুষের মন কতটা সংস্কৃতিপরায়ন তা প্রকাশ পায় তার ভাষার মাধ্যমে, একটা লেখনির মাধ্যমে। আপনি হৃদয় দিয়ে গানটি গেয়েছেন। এভাবেই আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যন। 👍👍👍❤️🇧🇩
@deepakkhatrinews234311 ай бұрын
I'm from Nepal. first time, I listen Bangla song. yours voice is mind blowing ❤️❤️just wow😮😮
@sreejoyeedas321011 ай бұрын
😊😊
@osmanfahad922110 ай бұрын
Do you know bangla languege?
@deepakkhatrinews234310 ай бұрын
@@osmanfahad9221Alpo alpo
@farhanarahaman488210 ай бұрын
Yes... He know Bengali very well....
@osmanfahad922110 ай бұрын
@@farhanarahaman4882 💘💝
@musafirnahid248 ай бұрын
যখন গানটা প্রথম শুনছি মনে হয়েছিল এটা পশ্চিমবঙ্গের কারো গাওয়া গান কিন্তু এটা যে বাংলাদেশের গান কখনো চিন্তাও করি নাই! সত্যি অসাধারণ।
@joybaine4884 Жыл бұрын
আমার এই গানটা শুনে প্রথমবারই মনে হয়েছে এখানে কৃষ্ণের প্রতি রাধার অভিমান প্রকাশ পেয়েছে। আমি যেদিন প্রথম শুনেছি সেদিনই খুব ভালো লেগেছে 😍 আর এখনো অবধি বহুবার শুনে ফেলেছি। যেমন অসাধারণ লেখনী তেমনি অসাধারণ কন্ঠ ♥️ সুরের সাথে যেনো অন্তরের একাত্বতা অনুভব করা যায়। পুরো টিমের প্রতি শ্রদ্ধা 🌼 এমন অসাধারণ সব গান আরো উঠে আসুক বাংলায় ❤️❤️❤️
@common_sense_supreme Жыл бұрын
বাংলা ফোক সঙ্গীতে চিকন কালিয়া দ্বারা কৃষ্ণকেই বুঝানো হয়।
@abidmolla-u5q Жыл бұрын
গানটা ৩০ বার শুনছি মন ভরে না করে গেলাম কেউ যদি লাইক দেয় তাহলে আবার ফিরে আসবো গানটি শুনতে 😇😇😚😚
@MdYeakubaliMdYeakubali-hj5mp Жыл бұрын
ভাই আসছেন
@AbidMollah-ld1rz11 ай бұрын
@@MdYeakubaliMdYeakubali-hj5mpহ্যা ছোট ভাই 😢😢
@mdarifuzzamanswapnil8158 Жыл бұрын
আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, দেইখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেইখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরানের খবর। আ রে, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরানের খবর। আমি প্রেমফাঁসি লইয়া গলে যাইগো যদি মরিয়া, প্রেমফাঁসি, আমি প্রেমফাঁসি লইয়া গলে যাইগো যদি মরিয়া, দেইখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, দেইখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আসিয়া। ❤❤
@returrazzak4058 Жыл бұрын
❤
@md.jalalsk8083 Жыл бұрын
❤
@rssumon-yk3ko Жыл бұрын
❤❤❤
@MampiMondal-w2b6 ай бұрын
❤
@kumkummitra39615 ай бұрын
Mind blowing ❤️👌👌
@hello1251008 сағат бұрын
আনুপম দা আপনি বেঁচে থাকুন। আপনি আমার ডাক্তার। আপনার গান, আপনার কন্ঠ আমার ইনার্জি যোগায়। ঈশ্বরের কাছে প্রার্থণা করি আপনার আগে যেন আমার মৃত্যু হয়। ঈশ্বর আপানাকে দীর্ঘজীবী করেন।
@puspendas2181 Жыл бұрын
প্রথমে আপনার গলা মনে সুধা ঢাললো আর তারপর ঢোল এসে মনে জ্বালা ধরালো। সাধু সাধু।❤❤❤ পশ্চিমবঙ্গ থেকে।
@nirjharsarker7492 Жыл бұрын
কতবার শুনলাম নিজেও জানি না। কিন্ত প্রতিবার ই ২ঃ৩০ মিনিটের পর আমার শরীর একাকি গানের তালে দুলতে থাকে। 🤩 Thanks for this feelings @IshaanerGaan.😍
@efu_sikder Жыл бұрын
আমার ও
@murshidanoor5968 Жыл бұрын
Amar o
@ashikrahman433 Жыл бұрын
একটা ভালোবাসার মানুষকে রেখে পর মানুষে এসে একটা মেয়ের নিরব আর্তনাদ গানে গানে প্রকাশিত হয়েছে। ধন্যবাদ ইশান ভাইয়া
@saikatdas32322 күн бұрын
কালিন্দীর ও ঘাটে আয়সো দুপুরের সময় হৃদয় নিড়ানো ভালোবাসা❤
@souravroy487 Жыл бұрын
Request to the new generation... "Don't let this masterpiece to die" ❤
@arupbiswas201610 ай бұрын
Sob jagay ek e comment copy paste na korle ki Peter vat hojom hocche na 😑
@hasanahmmed566310 ай бұрын
Ol@@arupbiswas2016
@kaulkbandyopdhyay300810 ай бұрын
@@arupbiswas2016ekdom...
@fahadnevil35749 ай бұрын
বাংলা গানে ইংরেজিতে কমেন্ট করেছেন কেনো? তাও আবার ব্যাকরণভাবে ভুল ইংরেজিতে..
@hafizulislam46358 ай бұрын
1:58
@MeghlaBristy-iq1zf Жыл бұрын
যে মানুষটা তার প্রিয় মানুষটাকে দেখার জন্য বহু প্রহর অপেক্ষা করেছে সেই জানে প্রিয় মানুষটিকে এক পলক দেখার মধ্যে কি প্রশান্তি অনুভব হয় ❤✨
@onlinetips2.0. Жыл бұрын
Right ❤
@haimontyhowlader14 Жыл бұрын
আহা কি চমৎকার সুর দাদা,,,,,,পরাণ জুড়িয়া যায়। এমন গান হাজারো বছর বেঁচে থাকুক 🙏
@suranjitsaha7624 Жыл бұрын
Shyamasangeet theke onupranito
@taijulislam423412 күн бұрын
অনেক সুন্দর হয়েছে গান টি অনেক ভালো লাগলো ❤❤
@rajotmajumder6282 Жыл бұрын
আহা! " মায়ের পায়ের জবা হয়ে" গানের সুরের নতুন রূপ বেশ ভালো লাগলো❤
@munnamunna1737 Жыл бұрын
আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাসরিয়া...... কি অসাধারণ লিরিক আহহ চোখ দিয়ে পানি গড়িয়ে পরে আসলে মন কে কি কখনো আমরা প্রশ্ন করেছি আমরা পরের ঘরে কেমন আছি। আমার নিঠুর মনোহর তোমার প্রেম ফাসি নিয়েই মরতে চাই।
@f4tesports Жыл бұрын
এত স্পষ্ট ভাষার গান যে, কারো SubTitle লাগবে না, লিরিক্স বোঝার জন্য 😍 মারাত্মক 🔥🔥
@afroza2975 Жыл бұрын
তাহলে আপনি আমাকে গানটির মর্মার্থ বুঝান।কারণ আমি বুঝি নাই গানের মর্মার্থ। প্লিজ😊
@poulomiaich650510 ай бұрын
Radharani Sri Krishna er kache obhijog onujog korchen. Radharani r jaigai kono Krishna bhokto o gaan ti onar jonne gaite paren. Chikon Kalia, Sri Krishna r sei bhubon bholano rup. Asha Kori ebar kichuta bujhben gaan er bhab.
@srdurjoy39783 ай бұрын
গানটার বয়স কিন্তু বছর পেরোলো আমার কেনো যেনো হচ্ছে ১ ঘন্টা আগে রিলিজ হলো এটা ভেবে শুনেই যাচ্ছি কিন্তু অপূর্ণ রয়ে গেলো ভেতরটা মনে হয় হাজার কোটি বার শুনলে কিছুটা তৃপ্তি মিটবে।
@srabanidebnath.9966 Жыл бұрын
Facebook থেকে শুনে, এখানে এসে পুরোটা শুনলাম,,,,, খুব ভালো লাগলো ❤ 17/09/2023
@Md.NizamBinShobhan Жыл бұрын
সত্যি কথা বলতে আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো কভার করা গান, কোনো বিখ্যাত গীতিকারের সুর করা এবং লেখা, কমেন্ট পড়ে বুঝলাম এটা একান্তই উনার নিজের লেখা এবং গাওয়া গান। এরকম গানের অপেক্ষায় থাকবো, আপনি আরো লিখুন এরকম গান এবং আমাদের কে আরো সুন্দর সুন্দর গান উপহার দিন। এক কথায় অসাধারণ ❤❤
@sadiyaleva..723 Жыл бұрын
হাজার বছর পার হয়ে যাবে কিন্তু এই সুর, এই গান কখনো পুরনো হবে না।🥰🥰
@letsfun-gj3ybАй бұрын
এই সময়ে এসেও কেউ কি এত সাবলীল ভাষায় গান লিখতে পারে? হৃদয় জুড়িয়ে গেলো। ভালোবাসা নেবেন হে মহাণ শিল্পি।
আমি সত্যি কেঁদে ফেলেছি দাদা!❤ কি করে গাইলে তুমি এভাবে!
@smsaddamhossain649 Жыл бұрын
এত চমৎকার একটা গান! অথচ আমি রিলিজ হবার ২ মাস পর শুনলাম!! দ্যাট হেভেনলি ভোকাল! কী চমৎকার লিরিক্স!! লিখতে থাকুন, গাইতে থাকুন, বাংলা সংস্কৃতি কে এগিয়ে নিয়ে যেতে থাকুন। ❤
@abmshahalam20002 ай бұрын
প্রথমে reels এ গানটা শুনে এতো ভালো লাগলো ইউটিউবে ২৫/৩০ বার গানটা শুনলাম। গানের রচয়িতার সন্ধান করে পাইলাম আমাদের ঈশান মজুমদার❤ অসাধারণ সৃষ্টি। বার বার শুনতে ইচ্ছে করে ❤️❤️❤️
@rahatmia2832 Жыл бұрын
এক কথায় অসাধারণ ভাই, বললে বিশ্বাস করবেন না, এই গানটা শোনার পর শরীরে যেন একটা শিহরণ খেলে গেছে। আপনার কণ্ঠের মধ্যে কেমন একটা মায়া আছে, গানটা যত শুনছি ততোই ভালো লাগতেছে, ভাই পরের গানের আশায় রইলাম
একাকীত্ব সুন্দর ❤ যখন আপনি বুঝে যাবেন সব মায়ার পিছনে শুধু একটা মোহই তাড়া করে বেড়ায়, তখন একা হয়ে সেই মোহের পিছনে ছন্নছাড়া হয়ে দেশ দেশান্তরি এবং নিঠুর মোনহাড়া🍀
@sudiptaroy56078 ай бұрын
সত্যিই আমিও মনে করেছিলাম এটা কোন পুরনো গান। কিন্তু যখন জানলাম যে এই গান আপনার মস্তিষ্কপ্রসূত তখন অবাক হয়ে গেলাম এই ভেবে যে এই যুগেও এমন সুর, মাটির গন্ধ এবং এমন সরলতা সম্পন্ন লিরিক্স ও সুর কেউ করতে পারে।
@pritampb Жыл бұрын
কি সুন্দর গান,🥰 তাল ,সুর,গায়কী সব মিলে এক অনবদ্য সৃষ্টি💝
@taifanoor-yr3jz Жыл бұрын
যত শুনি ততই ভালো লাগে এই গান টা। আমার ২বছরের মেয়েটাও এখন গুন গুন করে এই গান টা গায়। ভাইয়া টা অসাধারণ গেয়েছেন❤️
@armankhan-wt2fq Жыл бұрын
Meyetake aigula na shuniye valo kichu shunan!
@rashedanwar2489 Жыл бұрын
কালিন্দীর ও ঘাটে আইসো দুপুরের বেলায়, এই লাইনটা যেন হৃদয় ছুয়ে যায় বার বার.....
@চাঁদনীমনি-ল১ব Жыл бұрын
ঠিক
@Avishek-Narayan14 күн бұрын
আবার আসিব শুনতে মনটা যখন থাকবে ভাবাক্রান্তে🥰
@niluferfouzy3252 Жыл бұрын
আহা !!! মনটা ঠান্ডা হয়ে গেলো....!!! বাবা... ঠিক এভাবে গাইতে থাকো... !!!! অসাধারণ গেয়েছো !!!!!
@murchanasangeetniketan.8167 Жыл бұрын
অসাধারণ,,১৫ বার শুনবার পর ও মনে হয় ১বার আরো শুনি.... দারুন ভোকাল, দারুন কথা , মন ভরে গেলো... 🙏
@surabhijit_das Жыл бұрын
এক কথায় মুগ্ধ হয়ে গেলাম! ❤ A pure justice to this great Composition! যেমন অপূর্ব সুর তেমন অসাধারণ কথা... কতোবার যে শুনলাম তার হিসেব নেই! ❤
@sofiqulislam29278 ай бұрын
প্রশংসা সেটা তো আপনার প্রাপ্য, যদি আপনার গান কথা ও সুরের প্রশংসা না করি,নিজেকে সংগীত প্রিয় ভাবতেও খারাপ লাগবে।সত্যি অসাধারণ দাদা❤❤❤❤❤
@nibedita5179 Жыл бұрын
প্রথমে "দাড়ালে দুয়ারে মোর" and now "নিঠুর মনোহর" just amazing..fan hoye gelam..carry on❤
@sushavansantra3648 Жыл бұрын
I am listening this song first time , this song is just mind blowing, on our childhood we just hate this type of folk songs but in this age between 19-20 just wow , just love it . Thanks to give us such a beautiful song .😍😍😍
@mariyaaktar692910 ай бұрын
প্রতিদিন কয়েকবার করে শুনতে হয়❤আমার পনেরো মাসের মেয়ে এই গানটা শুনে নাচে।আমার বন্ধু চিকন কালিয়া এই গানের কলিটা শুনলে বুকের মধ্যে হাত দিয়ে নাচে। গানটা আসলেই অন্য রকম সুন্দর💕 কে কে আমার মত প্রতিদিন একবার হলেও গানটা শুনেন।
@nhagromoheshkhali86429 ай бұрын
শাহ আবদুল করিমের লেখা ও সুর মনে করেছিলাম, তথাকথিত আধুনিকতার ভিড়ে এরকম হৃদয় মোচড়ানো কথা ও সুর এককথায় অনবদ্য।শিল্পীও খুব দরদ দিয়ে গেয়েছে, সুন্দর।
@SaifZohan Жыл бұрын
ভাই, আপনার কণ্ঠ বেশ মনে ধরেছে। ইউটিউবে এভেইলেবল আপনার প্রায় সব গানই অনেক বার করে শুনেছি। অনেক অনেক ভালোবাসা রইলো আপনার ও আপনার গানের জীবনের জন্য
@gmtazulislam8185 Жыл бұрын
আপনার গানও অসাধারণ ভাই
@chirashreebanerjee8158 Жыл бұрын
আহা অপূর্ব অপূর্ব
@mewwmeaw2292 Жыл бұрын
খুবই সুন্দর!❤️❤️ বাংলা ভাষা যে কি মধুর!! শুনলেই মনটা জুড়িয়ে যায়।
@mayurakshideysfunworld40239 ай бұрын
গুনতে গুনতে count হারিয়ে ফেলেছি ক'বার শুনলাম। শুনেই চলেছি !! যতবার শুনছি.... My heart is melting.... It is taking me away and away from everything, দুশ্চিন্তা, খারাপ লাগা সবকিছু থেকে দূরে নিয়ে যাচ্ছে। অনেকদিন পরে সবকিছু, everything feels so beautiful, happy, charming ....এই সৃষ্টি তুলনাহীন।
@JahangirAlom-nu8yq Жыл бұрын
প্রতিদিন যেহেতু গানটি শুনি তাই কমেন্ট করে রেখে দিলাম।লাইক পড়লে বুঝতে পারব কয়জন গানটি শুনেছে
@MDSAWONAHMED-ct7pu8 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@isratrajuana13178 ай бұрын
আমিও প্রতিদিন শুনি
@anikbiswas7418 ай бұрын
😅😅😅😅😂😂😂
@bandanasadhukhan1187 ай бұрын
Amio
@ManameeBhattacharjee-mm1yo7 ай бұрын
C@@MDSAWONAHMED-ct7puchup thak 😂 Kela beshi
@MRubelJnu Жыл бұрын
এসব গানের কমেন্ট বক্সে আসলে মানুষের রুচির গভীরতা বোঝা যায় অনবদ্য 💚💜