আমি সাত মাসের গর্ভবতী, আপনার সমস্ত ভিডিও খুব মনোযোগ দিয়ে শুনি, আর আশা করি নিজের সন্তানকে ছোট বয়স থেকেই খুব ভালো করে সংস্কৃত ভাষা শেখাবো এবং সেও বড় হয়ে আপনার মতই ভারতীয় শাস্ত্রে পারদর্শী হয়ে উঠবে। গুরুদেব আপনি এটাই আশীর্বাদ করুন। 🙏🕉️🙏
@LalitaChattopadhyay2 ай бұрын
ছোটবেলায় গল্প পড়তাম "শিবাজী" যখন মাতৃগর্ভে ছিলেন শ্রদ্ধেয়া "জিজাবাই" রামায়ণ - মহাভারত ও পুরাণ ও তার অন্তর্গত বীরদের কাহিনী খুব পড়তেন। পরিণাম স্বরূপ আমরা "শিবাজী" কে পেয়েছি ।বর্তমান সময়ের এই ঘোর অন্ধকারেও আমার দেশ "জিজাবাই" শূন্য হয়ে যায় নি। অতীত-বর্তমানের এই মহীয়সী জননীদের আমার সশ্রদ্ধ প্রণাম। ঈশ্বরের চরণে আন্তরিকভাবে প্রার্থনা করি গর্ভবতী মায়ের গর্ভ যেন সার্থক হয়।
@PrasantaChakrabarty-gz3ulАй бұрын
অভুতপুর্ব্ব আলোচনা ,অনেকিছু শিখলাম, প্রনাম রইল।
@mistibose42193 ай бұрын
প্রতি এপিসোড অসাধারণ অনবদ্য। আপনার সুস্বাস্থ্য একান্ত কাম্য। প্রণাম
সুস্থ দেহে আরও অনেক দিন আমাদের আরও কিছু সমৃদ্ধ করবেন আশা করছি। আপনাকে প্রণাম।
@joytirmoychowdhury6354 Жыл бұрын
ঘট হলো ভক্তের প্রতীক। ঘট=শরীর। ঘটের মধ্যে জল = মন (mind)। ঘটের মুখে আম পাতা = ইন্দ্রিয়। আর জলের নীচে রাখা সোনা (gold) = জীবাত্মা। অর্থাৎ সমবেত ভক্তদের প্রতীক এই ঘট।
ক্ষমা করবেন, বিসর্জন র ছবি গগন ঠাকুরের আঁকা,সশ্রদ্ধ প্রণাম নেবেন
@dibyendupanda4742 Жыл бұрын
in my maternal Dadu's place DADATHAKUR used to worship Narayan SILA, I used to see in the beginning how passionately he used to prepare the GHAT with flower, chandan, with the full scale hyme. The memory is immensely bright. AMAZING DEPICTION by GURU. NAMAMI.
@kishalaymukherjee9657 Жыл бұрын
🙏🙏🙏
@milibhattacharya7081 Жыл бұрын
খুব সুন্দর ব্যাখ্যা করলেন স্যার " ঘট" এর প্রতীক। আমরা যেন জন্ম জন্ম সু সংস্কারের দ্বারা আমাদের দেহ ঘটের জলের শোধন করতে পারি। খুব সুন্দর symbolic ব্যাখ্যা স্যার।🙏🙏👍
ধৃষ্টতা নেবেন না,ঘটই শুধু স্থির ও চলমান বুঝায় না।এরূপ আরও রয়েছে যেমন: পট,নট ইত্যাদি।
@nupurbose3061 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sajalroychowdhurybaban8108 Жыл бұрын
🙏
@hridybarman2200 Жыл бұрын
বাপরে কি নিখুঁত ও সংযুক্ত আলোচনা
@dollymallik3292 Жыл бұрын
"কতো অজানারে জানাইলে তুমি"🙏
@oikantiksomaddar4617 Жыл бұрын
ঠিক তাই❤
@kathakahini3885 Жыл бұрын
স্যার একদিন আরতি নিয়ে বলুন প্লীজ
@kheyaghosh3224 Жыл бұрын
🌞🌝⭐🌞🌝⭐🌞🌝⭐🌞🌝⭐🌞
@chaitalisardar5479 Жыл бұрын
প্রবীরদা যবে থেকে অনলাইন নাটক বাজী শুরু হয়েছে তখন থেকেই সাধারণ মানুষের কিছু গোপনীয়তা আছে বলে মনে হয় না , তার সঙ্গে আরো একটা বড় সমস্যা হচ্ছে কেন্দ্র সরকার মানুষ কে যত সুবিধা দেওয়া দেখাতে চাইছে তারচেয়ে বেশি কিছু অসাধু ব্যবসায়ী কে সুবিধা করে দিচ্ছে তাই কি না ,গুগুল দেবী জানে কোন মানুষ কি চায় আর না চায় এটাই একটা দেশের মানুষের কাছে বড় সমস্যা ।
@bappa75in Жыл бұрын
Kumbro rashi r adhipoti shoni.
@gitadas3734 Жыл бұрын
Raja Ganesh er chele Jadu. Pore Jalaluddin.
@souravkar6688 Жыл бұрын
Sir ebar ektu medieval to modern history cover korun na?
@pratimasarkar1659 Жыл бұрын
এত কিছু জানা আপনি ছাড়া সম্ভব হত না ।পড়ে জানার সংগে মুখে শোনা বুঝতে সাহায্য করে ভাল ভাবে ।প্রণাম ।
@debashissengupta2396 Жыл бұрын
Eto baro baro byapar khnutie pora jayena . Kichhu khetre heading ta help kore , Tobe beshir bhag e korena .
@advocatemajumdar Жыл бұрын
Sir, According to both Indian and Western Schools of Astrology, Kumbha (Aquarius) is the positive house of Saturn. And Makar (Capricorn) is the negative house of Saturn. Whereas Brihaspati /Jupiter has two houses in cosmosphere 1) Dhanu (Sagittarius) as positive house and 2( Meena (Pisces) as negative house respectively. Anyway, I have an unfulfilled desire in my life - just to touch your feet and bathe in your blessings. . 🙏
@BikiSouvik8 ай бұрын
স্পর্ধা হয়ে যাবে স্যার, তবুও বলি রাজা গণেশের পুত্র যদু যিনি জালালুদ্দিন নামে ধর্মান্তরিত হয়েছিলেন, তিনি কালাপাহার ছিলেন না, কালাপাহার বিক্রমপুরের রাজিবলোচন ভাদুড়ী বলে এক ব্রাহ্মণ সন্তান যিনি সুলেমান কররানীর রাজকর্মচারী ছিলেন ।।ধর্মান্তরিত হয়ে মন্দির ভাঙেন।।🙏।। আপনি আমাদের সম্পদ স্যার ।।।প্রণাম নেবেন।।
@asimthakur2748 Жыл бұрын
Pratima ke ? Ke bhava alo? Para jodi bolan bhalo hoy.
@debapomdas5895 Жыл бұрын
ঘট ছাড়া পুজো উদ্ধোধন করা যায় ?কারন প্রতিমাতে তো ত্রুটি থাকতে পারে ?
@pradipmullick2852 Жыл бұрын
In Hinduism who is fast and women.
@sudipbanerjee3055 Жыл бұрын
Sir... Apni onnonno ...advut..ghot er hindi motka... motka gorom..bapok procholito.
@ankanpramanik9362 Жыл бұрын
Sir; Arati niye ekti video chai. Arati keno kora hoy, bibhinno rokom jinish keno byabohar kora hoy and ki tar significance. Opekkhay roilam Sir
@Rick-xc2jm Жыл бұрын
বাঙালি স্বস্তিক আর সাধারণ স্বস্তিকের কি কোনো পার্থক্য আছে?৷ থাকলে সেটা কেন আছে? বাঙালি বাড়িতে ঘটে সিঁদুর দিয়ে যে মানুষের মত চিহ্ন টা আঁকা হয় সেটা কি স্বস্তিক?
@matilalbhakat469 Жыл бұрын
প্রণাম জানাই। ঘটের কথা শুনে একটু জানতে ইচ্ছে করছে যে ঘটের উপর একটা যে মানুষের আকৃতি আঁকা হয় সেই পুরুষ মূর্তিটি কে এবং কেন? যদি জানান খুব ভাল হয়।
@swastikdev8908 Жыл бұрын
ওটা বোধয় পরম পুরুষ কে represent করে, পুরুষ শব্দের অর্থ ,যিনি এই দেহ রূপি পুর এ নিবাস করেন। পরমেশ্বর এর প্রতীক