No video

সেরা ইঞ্জিন অয়েল কোনটি? বিস্তারিত জানুন | Best Engine Oil for Bike | Explained in Bangla

  Рет қаралды 14,945

Ojana Express

Ojana Express

Күн бұрын

সেরা ইঞ্জিন অয়েল কোনটি? আপনার মোটরসাইকে বা বাইকের জন্যে সব থেকে ভালো ইঞ্জিন অয়েল কোনটী? Best Engine Oil in Bangladesh? Explained in Bangla. Lubricant Oil for motorcycle and bike ইঞ্জিন অয়েল, ভাল মবিল, বাইক, mobil, মোটরসাইকেল। Motovlog with TVS Apache rtr 160 4v. Engine oil change time period.
বিস্তারিত জানতে যুক্ত থাকুন আমাদের সাথেঃ
Follow and Like Our Page: / ojanaexpress
Join Our Group: / ojanaexpress
এছাড়া, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন রাখুনঃ
Subscribe: www.youtube.co...
TIMESTAMPS:
0:00 কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ভালো?
1:09 ইঞ্জিন অয়েলের গ্রেড
2:12 ইঞ্জিন অয়েল কত প্রকার?
2:22 মিনারেল, সেমি সিন্থেটিক, ফুল সিন্থেটিক
2:44 Mineral, Semi Synthetic, Full Synthetic
3:06 ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় বা ড্রেন আউট (Drain out)
3:17 ভালো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল বা সেরা ব্র্যান্ড
4:17 ইঞ্জিন অয়েল দ্রুত নষ্ট হওয়ার কারণ
5:13 আসল নকল ইঞ্জিন অয়েল, ভেজাল।
5:40 ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করা উচিত?
7:21 ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন সম্পর্কে
7:57 শেষ কথা
ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন বা পরিষ্কার এবং Motorcycle Servicing Part 1: • মোটরসাইকেল সার্ভিসিং -...
নতুন বাইক চালানোর নিয়ম (Bike Brake in Period): • নতুন বাইক চালানোর নিয়ম...
ইঞ্জিন অয়েল কত প্রকারঃ
ইঞ্জিন অয়েল মূলত ৩ প্রকার পাওয়া যায়। যেমনঃ
১। মিনারেল
২। সিন্থেটিক / ফুল সিন্থেটিক
৩। সেমি সিন্থেটিক
1. মিনারেলঃ মিনারেল ইঞ্জিন অয়েল হলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে উৎপাদন করা হয়। সাধারণত বাইকের ব্রেক ইন পিরিয়ড এ এই ধরণের ইঞ্জিন অয়েল ব্যবহার করা ভালো। তবে এটি দ্রুত পরিবর্তন করতে হয়। এই ধরণের ইঞ্জিন অয়েলের দাম কম হয়ে থাকে।
2. সিন্থেটিকঃ সিন্থেটিক বা ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল এ বিভিন্ন কেমিক্যালস ব্যবহার করা হয় যা বাইকের ইঞ্জিন থেকে সর্বোচ্চ পারফর্মেন্স দিতে সক্ষম এবং এটি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায়। তবে এই ধরণের ইঞ্জিন অয়েলের দাম খুব বেশি হয়ে থাকে।
3. সেমি সিন্থেটিকঃ মিনারেল এর সাথে সিন্থেটিক ইঞ্জিন অয়েলের মিশ্রণে তৈরি করা হয় সেমি সিন্থেটিক ইঞ্জিন অয়েল। তবে এতে সিন্থেটিক ইঞ্জিন অয়েলের পরিমাণ অনেক কম থাকে। তাই এটি কোনোভাবেই সিন্থেটিক এর মতন ভালো পার্ফরমেন্স দিবে না তবে, মিনারেল ইঞ্জিন অয়েলের থেকে কিছুটা ভালো পার্ফরমেন্স দিবে। আবার খরচটা সিন্থেটিক ইঞ্জিন অয়েলের থেকে কম।
সবার বুঝার সুবিধার্থে একটু সহজ করে এবং সংক্ষেপে বললাম। তাই এরপরেও কোনো প্রশ্ন থাকলে জানাবেন।
ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করা উচিতঃ ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করবেন তা বিভিন্ন পরিস্থিতির উপরেই নির্ভর করবে। অর্থাৎ আমি যদি এখন বলি, দেড় হাজার কিলোমিটার চালানোর পর পরিবর্তন করবেন। তাহলে এ কথাটি সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অনেক সময় বাইকের সাউন্ড এবং বিভিন্ন লক্ষণ দেখে বুঝতে নিতে হবে যা আমি ভিডিও তে উল্লেখ করেছি।
ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর পর পরিবর্তন করা উচিত?
এটা অনেক কিছুর উপরে নির্ভর করে। নতুন বাইকে দ্রুত ইঞ্জিন অয়েল পরিবর্তন করা লাগে। সঠিক নিয়মে বাইক না চালালে এটা দ্রুত পরিবর্তন করা লাগতে পারে। খারাপ ইঞ্জিন অয়েল হলে দ্রুত পরিবর্তন করা লাগে। সাধারনত মিনারেল ইঞ্জিন অয়েল গুলো দ্রুত পরিবর্তন করা লাগে। এর বাইরে সেমি সিন্থেটিক এ আরেকটু বেশি এবং সিন্থেটিক এ আরো বেশি চালিয়ে তারপর পরিবর্তন করা যায়। সুতরাং, আপনি এর মধ্যে কোন পরিস্থিতিতে রয়েছেন তার উপরেই নির্ভর করবে। অর্থাৎ আমি যদি এখন বলি, দেড় হাজার কিলোমিটার চালানোর পর পরিবর্তন করবেন। তাহলে এ কথাটি সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অনেক সময় বাইকের সাউন্ড শুনেও বুঝে নিতে হয়। তবে এক কথায় বললে, ইঞ্জিন অয়েল যত দ্রুত পরিবর্তন করা যায় ততই উত্তম, কিন্তু তার মানে এই নয় যে আপনি প্রতিদিন পরিবর্তন করবেন। একটা নির্দিষ্ট পরিমাণ চলার পর এবং আপনার সামর্থ্য অনুযায়ী পরিবর্তন করবেন। স্বাভাবিকভাবে একটি প্রাপ্তবয়স্ক বাইকের ক্ষেত্রে মিনারেল ইঞ্জিন অয়েল অর্থাৎ, ৩৫০-৪৫০ টাকার মধ্যে যে সব ইঞ্জিন অয়েল পাওয়া যায় তা দিয়ে অন্তত দেড় হাজার কিলোমিটার চালানো সম্ভব। এর বেশিও চালানো যেতে পারে আবার বিভিন্ন কারণে এর কমও চালাতে হতে পারে। ঐ যে বললাম, অনেক কিছুর উপরে নির্ভর করে। তবে আপনি কিছুদিন ব্যবহার করতে থাকলে একটা আইডিয়া করে নিতে পারবেন যে, আপনি যে ইঞ্জিন অয়েলটি ব্যবহার করছেন তা আপনার বাইকে কত কিলোমিটার পর পরিবর্তন করলে ভালো হচ্ছে।
- Md Saifur Rahman Saif.
মোঃ সাইফুর রহমান সাইফ
অজানা এক্সপ্রেস - Ojana Express

Пікірлер: 367
Synthetic vs Mineral Engine OIL Explained in Bangla ।। Curious Mind Bangla
9:59
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 6 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 129 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН