সোনালী সময়। ভালো, রুচিশীল স্রোতা ছিলো বলেই এইসব অসাধারণ গান হতো সে সময়। মানুষ চোখ বুঁজে বুদ হয়ে শুনতো। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। আবেদন ফু্রাতোনা এতোটুকু। ধন্যবাদ সাউন্ডটেককে। আপনাদের সানিধ্যে আমাদের স্বর্নালি শৈশব কৈশোর গড়ে উঠেছে।
@yugalmondal52842 жыл бұрын
সুন্দর বলেছেন 💙❤️।
@delwarhussain13743 жыл бұрын
বাংলার শিল্পীরা অসাধারণ গান গায় । আমি কলকাতা থেকে ।।
@delwarhussain13743 жыл бұрын
খালিদ হাসান মিলুর কন্ঠের কোনো তুলনা পৃথিবীতে নেই ।
@sayem88502 жыл бұрын
প্রণব ঘোষ মানেই হৃদয়ের সমস্ত আবেগ 🌺🌺🌺 অডিও ইন্ড্রাস্ট্রির সর্বশ্রেষ্ঠ সুরকার ও সংগীত পরিচালক ✨✨✨
@AmitMal-xh1wp Жыл бұрын
Lak kothar ak kotha
@angelashumonashova2 ай бұрын
রাইট ❤❤
@razibkhan70544 жыл бұрын
সাউন্ডটেক কে অনেক অনেক ধন্যবাদ,আমার খুবই প্রিয় একটি এলবাম।সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল।
@BangladeshViewers4 жыл бұрын
টাইটেল সং টা অনেক বেশী টাচি, এখানে সব গান দেয়া হলেও একটি গান মিসিং তাই আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। নিজে নিজেই শুনি শুভ্রদেব এবং ডলি সায়নন্তির "অন্তরে আছো তুমি আমার"
@monirhossain42357 ай бұрын
গানগুলি আমার খুব পছন্দের। সেই ৯০দশক থেকে শুনে আসছি এবং এখোনো শুনি। একেবারে হৃদয় নিংড়ানো অনুভুতি জাগিয়ে তোলে। ওনারা সবাই আমার প্রিয় শিল্পী।
@chowdhurymumith25224 жыл бұрын
স্কুল জীবন কাঠিয়ে দিলাম সেই গান গুলো শুনে বেবি নাজনীন রবি চৌধুরী, ডলি সায়ন্তনি, বাদশাহ বুলবুল এবং রিজিয়া পারভীন, খালিদ হাসান মিলু
@angelashumonashova2 ай бұрын
ধন্যবাদ আপনাকে ❤❤
@shanumondal50906 жыл бұрын
বাংলাদেশের শিল্পী দের ভীতরে আবেগ আছে খুব ভালো লাগে গান গুলো।
@MA-ki1du3 жыл бұрын
Just Awesome
@BangladeshViewers4 жыл бұрын
এই এ্যালবাম এর সবগুলো আপলোড করলেন অথচ একটি গান বাদ রেখে, "অন্তরে আছো তুমি আমার" শুভ্রদেব এবং ডলি সায়নন্তির। কারন আমার কাছে এখনো এই এ্যালবামটির ফিতার ক্যাসেট রয়েছে খুব যত্ন করে রেখেছি। আশা করছি ৯০ দশকের এই রকম এ্যালবাম আপলোড করলে সম্পূর্ন এ্যালবাম আপলোড করবেন। ধন্যবাদ সাউন্ডটেক
@rofiuddinahammed66733 жыл бұрын
বাংলাদেশ বেতার রাজশাহী সেন্টারে প্রতিদিন দুপুর ১ টার পর এই এ্যালবামের গান গুলো বাজাতো।বিশেষ করে এক কবিতা ও শেষ বিকেলের আলোয় এই গান দুটো বেশি দিত। ছোট বেলার গান গুলো খুব মিস করি এখন।ইস যদি ফিরে পেতাম সেই স্বর্নালী সময়টা! কত যে মধুর স্মৃতি ভেসে ওঠে এই গান গুলো শুনলে! ❤️❤️❤️❤️❤️ ২৭/০৮/২১ বগুড়া।
@Bhaijan-gx6zt2 жыл бұрын
Ha vai majhe modde rat 10 tai dito amio suntam
@asadujjamanasad-k4j Жыл бұрын
আকাশের বুকে চাদ, ওটাও দিত
@asadujjamanasad-k4j Жыл бұрын
অন্তরে তুমি এটাও
@mdsiddique9392 Жыл бұрын
ঠিক বলেছেন। আমিও শুনতাম
@motindigital75525 жыл бұрын
অতিত মানুষকে কাদায়, হোক সেটা দুখের কিংবা সুখের। এই এ্লবামটি সেই অতিতকে মনে করিয়েদিল , সেই স্কুল জীবন, প্রথম প্রেম, প্রথম লুকিয়ে কাঁদা। আর এই এলবামের গানগুলো শোনা। আহা, সেই দিনগুলো যদি ফিরে পাওয়া যেত ...। ইতি আঝো আছে রিদয়ে খোকন দাস
@chowdhurymumith25224 жыл бұрын
Amaro same mone char gelo shei purono diner school Jibon er Kotha
@chowdhurymumith25224 жыл бұрын
Protidhin school thakey eshey
@chowdhurymumith25224 жыл бұрын
Amar onek onek bhalo lagtese
@chowdhurymumith25224 жыл бұрын
Amar kub Priyo singer Badsha Bulbul bi, rezia parvin Doly shayontoni shuvro deb Robi Chowdhury baby Naznin Kumar Bishwajit
@chowdhurymumith25224 жыл бұрын
Amar shei purono dini firey jethey icchey kortese
@amirhossainmunna7730Ай бұрын
এই গানগুলোর সাথে কত-শত সৃতি জরিয়ে আছে।গান গুলো শুনতাম আর ডায়েরিতে/খাতায় লিখে রাখতাম।ওহহ,,কি সুন্দর ছিলো সেই সোনালি সময় গুলো.....
@fuadprince61566 жыл бұрын
অতিত মানুষকে কাদায়, হোক সেটা দুখের কিমবা সুখের। এই এলবামটি সেই অতিত কে মনে করিয়েদিল , সেই হাইস্কুল জীবন, প্রথম প্রেম, প্রথম লুকিয়ে কাদা। আর এই এলবামের গানগুলো শোনা। আহা, সেই দিনগুলো যদি ফিরেপাওয়া যেত ...।
@Bhaijan-gx6zt6 жыл бұрын
Fuad Prince হা
@md.ibrahimkholilullahibrah286 жыл бұрын
just so
@heronmiha28616 жыл бұрын
nice
@princessrabeya79735 жыл бұрын
আমার,মোনের,কথা
@MdMoin-wy4gq5 жыл бұрын
Fuad prince. Thik bolechen Bhai
@biplabsaha98322 жыл бұрын
সেই 1995 সাল থেকে আজকে 2022 এ শোনার পর মনে হয় সেই সব দিনেই আছি মুহূর্তের মধ্যেই আবার এই বাস্তব জীবনে চলে আসি। এই তো জীবন
@চাঁদবিহীনরাত5 жыл бұрын
বহুদিন পর আজ আবার তোমার নাম শুনলাম, কিছু সময়ের জন্য, অল্প কিছুক্ষণের জন্য যেন সময় থমকে গিয়েছিল, সহসা বুকে জমে থাকা অনেক অনেক পুরনো কথা মনে পরে গিয়েছিল । মনে হয়েছিল পিছে ফেলে আসা অতীতের সেই পুরনো স্মৃতিময় পৃথিবীতে আবার, আর একবার ফেরা গেলে যখুব ভাল হত, কিন্তু এতো কাছাকাছি এসেও আমাদের দুজনের মাঝে আজ লক্ষ আলোক বর্ষের যোজন যোজন দূরত্ব । মানুষ বদলে যায় সময়ের সাথে । জীবন বদলে যায় নিয়তির বাঁকে । নতুন পুরানো হয়, হারিয়ে যায় প্রবাহমান সময়ের হাতছানিতে, প্রতিনিয়ত জীবনের পুরনো গতিপথ বদলে যায় বহমান নদীর গতিধারা বদলের মতো । কিন্তু সে নদীর কি ফেলে আসা পথের জন্য কষ্ট জমা হয়ে থাকে মানুষের ফেলে আসা জীবনের মতো ? যে কুল একদা ভেঙ্গে গেছে তার অভাব বোধ কি না থাকার শূন্যতায় ভরে রাখে আগামীর পথ চলা ?
যাদের বয়স ৩০ এর উপরে তাদের ভিতর কেউ যদি এই গানগুলির কোন একটি গান যদি না শুনে থাকে তাহলে তারা হয়ত পাগলা গারদে ছিল নয়ত জেলখানায় ছিল
@biplabsaha98322 жыл бұрын
একদম
@shahidislam10182 жыл бұрын
Biplab Saha 🤣🤣🤣🤣
@sumiislam32736 ай бұрын
ছোটো বেলা শুনেছি এই গান এখানো শুনি
@tapanmandal16465 ай бұрын
Ar koto Kosto pabo a jibonay ami india thekay Bol6i ar pari na o keno bujlo na ami ok valo basi please tumi firay aso tumi sudu amk valo baso ami to tumaki baray baray chai tumi 6ara amer apon k asa bolo
@kamalfarbaz60775 жыл бұрын
২০ বছর জাবৎ এই এল্যাবামটা মনে মনে খোঁজতাছি,ধন্যাবাদ আপনাদেরকে
@rahmantanvir60565 жыл бұрын
২৪ বছর আগের এলবাম, আমিও মনে রেখেছি
@shimulk14 жыл бұрын
Amio
@nushratloreen64994 жыл бұрын
ওয়াও..... খালিদ হাসান মিলু!
@khurshidakhatun7286 жыл бұрын
এই গান গুলি অনেক খুজেছি কিন্তু এ্যালবামের নাম মনে না থাকায় খুজে পাইনি। অনুদিন পরে গানগুলো শুনতে খুবই ভাল লাগছে। ধন্যবাদ পুরোনো দিনের গান আপলোড দেওয়ার জন্য।
@tamimtalukdar90155 жыл бұрын
😭😢
@nazmulsumon41972 жыл бұрын
Relly 22 bocor picone mone hay
@jahangirhossain1474 жыл бұрын
অনেক ভালো লাগলো। ২০ বছর আগের ভালো লাগার গান।
@lizasultana76435 жыл бұрын
আমি এই গান গুলো শুনলে ইমোসনাল হয়ে যাই ছোটো বেলায় খুব শুন তাম 👍👍❤❤😭😭🍀🍁🌻👌👌
মিক্সড ডুয়েট এলবামের মধ্যে বাংলাদেশের সর্বকালের সেরা এলবাম ”অন্তরে তুমি ”💙💞💛
@niketandatto98952 жыл бұрын
সেই ৯৬সালে যখন প্রথম প্রেমে পড়ি,যখন দশম শ্রেনীর ছাত্র ছিলাম তখন প্রথম এই এলবামের গানগুলো শুনি।আবার প্রায় বাইশ বছর এই গানগুলো খুঁজে পেলাম,সেই সাথে বাইশ তেইশ বছর আগের সেই দুষ্টুমিষ্টি প্রেমের স্মৃতিগুলোকেও যেন ফিরে পেলাম।
@samiulhoquetipu7325 Жыл бұрын
প্রণব ঘোষ এর প্রত্যাকটা এলবাম হৃদয়ে নাড়া দিয়ে যায়... সেই সময় থেকে এখন পর্যন্ত গান গুলো হৃদয়ে গেঁথে রেখেছি
@shishirmunshi5849Ай бұрын
আজ এখন আবার পিছনের সুন্দর দিনগুলোতে ফিরে যাচ্ছি। মনে হচ্ছে সত্যিসত্যিই ফিরে গেছি।
@rabiulstation1875 жыл бұрын
গানগুলোর মাঝে পুরনো অনেক স্মৃতি জড়িয়ে আছে।
@asfenterprise1443Ай бұрын
শুধু প্রেমিকাকেই নয় এই অতীতের গানগুলো শুনলে মা-বাবাকেও ফিল করি।
@tarapalma-uj9cn Жыл бұрын
❤❤কিশোরী বয়সের এ এলবাম গুলো শুনলেই অতীতে ফিরে যাই।মিস করি সেই সব দিন গুলো।৯০ দশক আর ফিরে পাবনা,কিন্তু গান গুলো চিরদিন আমাদের মতো শ্রোতার হৃদয়ে বেঁচে থাকবে। ২০২৩ সালে এসে আবারো সার্চ দিয়ে দিয়ে শুনতে মন চেয়েছে।তাই শুনলাম।শিল্পীদের জন্য শুভেচ্ছা ও ভালবাসা অবিরাম। 🌷🌷
@itzcrazy67482 ай бұрын
আরো কতবার যে শুনবো তার কোন হিশাব নাই এত শান্তি পাই বলার বাইরে
@nihalfamily59633 жыл бұрын
অনেক ভালোলাগার গানগুলো❤কিশোরী বয়সের সেই সময় মনে পরে যায়♥♥
@sumaiyaali17673 жыл бұрын
Hm
@ইলহামআহমেদ-শ২স4 жыл бұрын
২০২০ সালে এই গান শুনে মনে পরে জায় পুরনো সৃতি 😢😢😢😭
@kohinooraktar3415Ай бұрын
সেই ৯৫ সালের কথা মনে পড়ে গেছে কি সুন্দর সেই দিন গুলো
বাদশা বুলবুল লোকটা হারিয়েই গেলো! খুব ভাল গান করতো। এই ক্যাসেটের সমসাময়িক সময়ে "একটু ছোয়া" নামের আরেকটা এলবাম ছিলো, যার প্রত্যেকটা গানই খুব শ্রুতি মধুর ছিলো। অনেক খুজেছি এলবাম টা কিন্তু পাইনি কোথাও। আহ! গুড ওল্ড ডেজ!
@soumendranathdas31102 жыл бұрын
বাদশা বুলবুল হল ডলি সায়ন্তনীর ভাই।
@newtonnewton55552 жыл бұрын
@@soumendranathdas3110 সত্যি সত্যিই কি তাই।
@monsurahmedmonsur3128 Жыл бұрын
Akon usa rakhen Maximum bd singer akon usa takhen.
@bijoychandradas5476 күн бұрын
😢😢😢কুমার বিশ্বজিৎ বেবী নাজনীন কম্বিনেশন 😭😭💙
@NazrulIslam-fr8tx2 жыл бұрын
ভীষণ ভালো লাগার একটি এলবাম। ধন্যবাদ আপলোডের জন্য। শুনলে স্মৃতিকাতর হই।
@ড্রিমটাচমুভি2 жыл бұрын
খুব মিস করি সেই সব দিনগুলি। এই গানগুলো শুনলে ফিরে যেতে মন চায় সেই সব দিনে। এই অ্যালবামটা কিনে আমার বড় ভাই তার প্রেমিকাকে গিফট করেছিল। তার সাথে বিয়ে হয়েছে বিয়ের পরে তাদের বাড়ি থেকে আবার আমি অ্যালবামটা চুরি করে এনে শুনেছি বহুদিন। অনেকদিন পর গানগুলো শুনে মনে পড়ে গেল সেই চুরি স্মৃতি। ধন্যবাদ সাউন্ড টেককে।
@MohammadRafiq-b4b2 ай бұрын
যখন এই ক্যাসেট টা নতুন বের হইছে তখন থেকে আমার কাছে এই ক্যাসেট টি ছিল, এমনকি বিদেশে আসার পরেও সংগ্রহ ছিল। এই ক্যাসেট এর প্রতিটি গান আমার পছন্দের।। প্রায়ই সময়ই আমি গুনগুন করে গাইতে থাকি,,"অন্তরে তুমি, নিঃশ্বাসে তুমি, মিশে আছো থাকবে, সারাজীবন "।❤❤
@shitolislam39454 ай бұрын
❤ অনেক অনেক সুন্দর গান গুলো এই এলবাম যখন হয় তখন আমি ছোট ,,,,,,
@akashkushum4545Ай бұрын
হঠাৎ সামনে এলো ভিডিও টি। গান শুনে সেই ছোট বেলা চলে গেলাম। ২৫/২৬ বছর পর মনে হয় শুনলাম😊
@shirinsultana56403 жыл бұрын
Wow!!! Amaging song.I like Baby Najnine and Bisho jit.
@MdusmanUsman-q5o6 ай бұрын
হারিয়ে গেলাম সেই 9টি তে অনেক কিছু মনে পড়ে গেল হায়রে পৃথিবী অদ্ভুত
@itzcrazy67482 ай бұрын
এই গানটা রাত দুইটার দিকে একশ বার শুনলাম
@adoriraj16204 жыл бұрын
আমি তখন ছোট আমার চাচ্চু শুনত এই গানগুলো খুব ভাল লাগত,আজ আমি এই গানগুলো পেয়ে খুব খুব খুশি ,অসংখ্য ধন্যবাদ
@monirhossan75842 жыл бұрын
এখানে আরো দুইজন শিল্পীর গান বাকি আছে, তারা হচ্ছে শুভ্রদেব এবং মৌটুসী।
@AdilRaj-f5d Жыл бұрын
আমি যখন ছোট ছিলাম তখন আমার চাচা এই গান গুলো শুনত খুব ভালো লাগতো, গানের কথা সুর কন্ঠ সব মিলিয়ে অসাধারণ, গান গুলো খোজার চেষ্টা করি পাইনা, আজ এলবাম এর নাম মনে পড়ে সার্চ দিলাম দেখি সত্যিই পেয়ে গেছি, দুঃখের বিষয় গান গুলো ডাউনলোড দেওয়ার অপশন নেই, অনেক দিন পর গান গুলো শুনে খুব ভালো লাগলো
@chowdhurymumith25224 жыл бұрын
ছেলে বেলা থেকে খুব প্রিয় একটি এলবামের ♬ সবগুলো গান শুনতে অনেক বেশি বেশি ভালো লাগতো এখন সেই গান সুর গুলো অবশ্য শুনতে পেরে পুরনো দিনের চলে গেলাম
@chowdhurymumith25224 жыл бұрын
সেই স্কুল জীবন থেকে খুব পছন্দ বেশি ভালো লাগতো এই গান গুলো
@nushratloreen64993 жыл бұрын
মিলুর "এক কবিতায়"গানটায় কলিজা ঠান্ডা।
@lalchanbadsha67045 жыл бұрын
এক কবিতা মিলু এবং ডলি অসাধারণ
@mdshipuhasan Жыл бұрын
গান গুলো মন ছুঁয়ে যায় আর সেই মানুষটার কথা ভেবে অতীতে চলে যায়। সেই ছোট বেলায় শুনেছি আর ২০২৩ সালের ফেব্রুয়ারির ১৭ তারিখে রাত ২ টায় শুনলাম গানগুলো খুব ভালো লাগছে💞💞💞💞🥰🥰🥰🥰
@Md.FarukHossain-k5tАй бұрын
এস গান শুনে মনটা আবেগেভেসে যেত!
@hamidulislam19242 жыл бұрын
INDIA, West Bengal, Murshidabad, Domkal- থেকে আমি হামিদুল ইসলাম ও দেলোয়ার হোসেন নাইফ ছোটবেলায় রেডিওতে গানগুলো শুনেছি এখনো এই গানগুলো শুনলে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে শ্রদ্ধেয় খালিদ হাসান মিলুর গান গুলো মিস করি ওনার মত শিল্পী আর হয়তো হবে না ওপারে ভালো থাকে যেন এই দোয়া করি.........
@antoraansary44712 жыл бұрын
Nice
@khaledmosarof51793 жыл бұрын
এই গানগুলো শুনলে হারিয়ে যাই সেই ছোট বেলায়। আমাদের বাড়িতে বড় ভাইয়েরা এই গানগুলো টেপ রেকর্ডার বাজিয়ে শুনতো।
@nomanmainul61362 жыл бұрын
সেই ১৯৯৫ সালের স্রিতি, সাকিল, চট্টগ্রাম ♥♥♥♥♥♥♥
@mohasinalam65016 жыл бұрын
এক কথায় অসাধারন
@ShahAlam-wl4qn5 ай бұрын
জীবনে যখন তাপ আসে তখন এই গানগুলো শুনতাম আর আজ এই হৃদয়ে ঝড় তুলে ভয়ে সত্যিই চমৎকার
@sadhanrajbanshi6321 Жыл бұрын
আমার জীবনের প্রিয় বসন্তের গান সেই দিনে ফিরে দেখা
@jeffa74603 жыл бұрын
Once upon a time I was having really good time with these songs!!
@chowdhurymumith25224 жыл бұрын
আমি বয়স ১০ থেকে এই এলবামের ♬ সবগুলো গান শিল্পী কুমার বিশ্বজিৎ দাদা, শাকিলা জাফরের ♬, রবি চৌধুরী, ডলি সায়ন্তনি বেবি নাজনীন, খালিদ হাসান মিলু, রিজিয়া পারবিন
@BangladeshViewers4 жыл бұрын
টাইটেল সং টা অনেম বেশী টাচি, তাই আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। নিজে নিজেই শুনি শুভ্রদেব এবং ডলি সায়নন্তির "অন্তরে আছো তুমি আমার"
@SAMAJIKMEDIAONIK Жыл бұрын
আর হবে না এমন এলব্যাম বাংলার বুকে
@khanzahidulislam55645 жыл бұрын
স্কুল লাইফের সেই পুরনো গান, স্কুল থেকে বাসায় গিয়ে প্রতিদিন শুনতাম। ইচ্ছে করে আবার সেই স্কুলে ভর্তি হই।
@alamgirhussain15794 жыл бұрын
ঠিক বলেছেন
@chowdhurymumith25224 жыл бұрын
Amaro
@chowdhurymumith25224 жыл бұрын
Amaro bela aki
@chowdhurymumith25224 жыл бұрын
Amar onek onek priyo gaan
@chowdhurymumith25224 жыл бұрын
Badsha Bulbul bi amar kub Priyo singer Rezia
@MdNazrul-k8r5 ай бұрын
৯০ দশকের সেই সোনালী দিনের মানুষগুলো বিনোদনমূলক ছিল তারা বিনোদন পছন্দ করত বিভিন্ন ধরনের গান যার যেরম পছন্দ তারা শুনতো ইয়ং সিলোনরা মিলে কোন দোকানে বা কোন খবিশপের আড্ডায় বিভিন্ন ধরনের গান শুনত আনন্দের সহিত এখনকার যুগে ছেলেমেয়েরা তারা চার পাঁচ জন মিলে অ্যান্ড্রয়েড সেট হাতে নিয়ে ব্যস্ত হয়ে যায় ফ্রী ফায়ার খেলায় কেউ কারো সাথে কথা তারা শুধু খেলা নিয়ে ব্যস্ত আর ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের কার্টুন দেখে ও গেম খেলে প্রতিবন্ধীর মত হয়ে যায় এই হলো আমাদের বর্তমান সমাজ
@CTSBPasha4 ай бұрын
আজ থেকে ৩০ বছর আগে অডিও ক্যাসেট কিনে কতবার শুনেছি বলতে পারবোনা।
@md.shihaduzzamanshohagh54473 жыл бұрын
Extraordinary Khalid Hassan Milu.
@mizanbscic42174 жыл бұрын
সেই দিনগুলো যদি ফিরে পাওয়া যেত.............kostoooooooooooo
@naibbd41683 жыл бұрын
সেই ৯০ দশকে ফিরে গেলাম
@Urbi374Ай бұрын
গানগুলো বারবার শুনি।
@sohaghussen16933 жыл бұрын
অসাধারণ গান গুলো খালিদ হাসান মিলু চাচার গান বেশি ভালো লাগে
@mouradhossain57022 жыл бұрын
এই গান গুলি সুনেছি ফিতের কেছেটে অডিও প্ল্রোরে খুব মনে পড়ে সেই দিন গুলির কথা প্রেমের বয়স ছিল তখন কেছেট কিন্তে না পারলো রেকডিং করে আনতাম।গান গুলি চাই চাই প্রায় ১৮ বছর পর গান খুজে পেলাম সুনতে পেলাম ইউটিবের ম্যাধমে ধন্যবাদ আপনাদের।মুরাদ কষ্ট।
@SohelRana244168 жыл бұрын
সাজিয়ে দেবো ভালোবাসা।। শিল্পী মনির খান এন্ডু কিসোর এসডি রুবেল এই এ্যালবাম টা খুজি কিন্তু পাইনা যদি পারেন প্লিজ ছারবেন
@IslamKhan-ex5hp Жыл бұрын
সেই সময়টা মনে হয় কত ভালো ছিল
@mdazizmdaziz36477 ай бұрын
অসাধারণ গান শুনে পুরনো দিনের কথা মনে পড়ে যায়
@anaardil26345 жыл бұрын
সোনালী দিনগুলি হারিয়ে গেছে😢
@mahbubulhoquedipu714 Жыл бұрын
মনে পড়ে যায়। দীপু+্্্্্ম
@AyraTajbiAyzel4 ай бұрын
Amar posonder akti album.
@mukulmohonto9872 Жыл бұрын
এখনকার দিনের শিল্পী দের এই গান গুলো শুনে শেখা উচিত, সেই সংগে সুরকারকেও,তাইতো এখন আর কেউ গান শুনতে চায় না,
@flyingkite51832 жыл бұрын
একটা সময়ে আম্মু এই গান গুলো শুনতো তখন খুব বিরক্তবোধ করতাম আমি 😅 আর এখন নিজেই এই গান গুলো শুনছি 😅