আমার মাঝে বসত করে, আরো অনেক অন্য আমি একটা আমি সস্তা আবার, আরেক আমি ভীষন দামী। একটা আমি খুব সামাজিক, গুটিয়ে থাকি নিজ ঘরে একটা আমি বাউল হয়ে, ঘুরি মনের পথটা ধরে। সেই আমিটা কোথায় থাকে, কোথায় গেলে পাই তারে যে আমিটা সন্ধ্যা হলে, নিত্য ফেরে তোমার ঘরে। একটা আমি গানের মানুষ, সুর তুলি আড় বাঁশীতে একটা আমি বোহেমিয়ান, একলা হাটি উল্টো পথে। জলের রঙে তেলের রঙে, একটা আমি গল্প আঁকি কালির দোয়াত উপুড় করে, একটা আমি কাব্য লিখি। একটা আমি কলের শ্রমিক, ঘামের দামে খাদ্য কিনি সাম্যবাদ আনবো বলে, একটা আমি যুদ্ধে নামি। একটা আমি ঋষি-পুরুষ, ইশ্বর খুঁজি মগ্ন ধ্যানে একটা আমি ব্যর্থ-প্রেমিক, মৃত্যু চাই অভিমানে গান - অন্য আমি কথা - শামীম রেজা সুর ও কণ্ঠ - লুৎফর হাসান সংগীত - আমজাদ হোসেন
@AsadullahSetu35323 жыл бұрын
দারুণ ভাই❤️❤️
@sajjad.mafia863 жыл бұрын
চমৎকার ❤️
@nahidparvinnipa34703 жыл бұрын
অসাধারণ ! কথা/সুর/কন্ঠ 👌❤️
@md.raufur42353 жыл бұрын
কি সুন্দর গানের কথা, সুর, গায়কী, আহা!! ভাই
@arnanalmahmud57643 жыл бұрын
সুন্দর ♥️
@টেস্টিটিভি-ল১র3 жыл бұрын
কানে হেডফোন দিয়ে শুনলাম জাস্ট অসাধারণ গান
@nilantohasan70713 жыл бұрын
গান অনেক দিন বেঁচে থাকবে।। সহজ ভাষায় একটা অসাধারণ গান হয়েছে
@abdurrabrana.munshi87443 жыл бұрын
"একটা আমি সস্তা আবার, আরেক আমি ভীষণ দামী”।
@salimtelecom78193 жыл бұрын
একটা আমি, মনে হয় আমার মাঝে নাই, আমার মঝে বসত করে অন্য আমি..অনেক সুন্দর কাব্য কথা... অসাধারণ দৃশ্য... অনেক ধন্যবাদ আপনাকে।
@AbedinStudio793 жыл бұрын
অনেক ভালো লেগেছে গানটি , গানটি উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে
কথা ও সুর দুটোই চমৎকার, অসাধারণ। গায়কীও মুগ্ধকর।শুভকামনা রইলো।
@babulrezaofficial78483 жыл бұрын
বাহ্,,,,, শুনে মুগ্ধ হলাম। সংস্লিস্ট সকলের জন্য শুভকামনা অন্তহীন, 💤❤️
@sumonpal29793 жыл бұрын
সুন্দর লিরিক্স
@zannatulferdous82173 жыл бұрын
"একটা আমি সস্তা আবার, আরেক আমি ভীষণ দামী” কথাটা একদম ঠিক। সবাই বুঝি এমনই হয় 🙂🙂
@MrMojaffor3 жыл бұрын
গানের মধ্যে আমিত্বের একটা দর্শন আছে। ভালো গান।
@abidurrahman24843 жыл бұрын
ওয়াও! আপনারা আছেন বলে সুস্থ,সুন্দর গান এখনো পাই আমরা। পরিবারে অসুস্থতা হানা দেয়ায়,দেরি হয়ে গেলো এই সুন্দর সৃষ্টি উপভোগ করতে।দারুণ প্রিয় লুৎফর হাসান ভাইয়া।❤
@niharahmed41063 жыл бұрын
দারুণ সুন্দর লিরিক্স।
@ishaqal-rammah4543 жыл бұрын
অন্যরকম ফিলিংস লুৎফর ভাই ❤️
@ajamfaruk3 жыл бұрын
অসাধারণ গানের কথা এবং সাথে দরদী কন্ঠ ❤️❤️ ধন্যবাদ গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে❤️👏👏
@99Biddut3 жыл бұрын
Lutfor Hasan ভাই----- অসাধারণ - যেমন সুর আর গায়কী তার সাথে মন ছুঁয়ে যাওয়া কথা- কোথাও কোথাও নিজের সাথেই মিলে যাচ্ছে ----- বিদ্যুৎ
@faruqmbd3 жыл бұрын
কথা, সুর আর পরিবেশন বেশ দারুণ। মনকাড়া। ভালোবাসা জানবেন ভাই।
@md.anisurrahman33483 жыл бұрын
ভালো লাগছে ভাই
@iamtalash3 жыл бұрын
গানটা ভাল হইছে ভাই। অনেক সুন্দর কানে বাজছে।
@md.alamin88983 жыл бұрын
আহা! বেশ সুন্দর❤️ ভালো লাগলো #LutforHasan
@rashidulislamtuhin30773 жыл бұрын
অসাধারণ লিরিক ভাই
@giaslax43063 жыл бұрын
অসাধারণ ঘুড়িওয়ালা👍💓 মালোশিয়া থেকে শুনছি।
@avijitsarkar38543 жыл бұрын
ভালবাসা ভাই...
@glimpseofnature3883 жыл бұрын
অসাধারণ হয়েছে লুৎফর ভাই। টানা তিনবার শুনেছি। ❤️ লিরিক্স আর লোকেশন বেশি সুন্দর।
@Jonayed8103 жыл бұрын
চমৎকার
@robiussanirajon76953 жыл бұрын
দারুণ কথা, দারুণ সুর...
@tarunmunshi45483 жыл бұрын
অনেক শুভ কামনা
@diptysarker61643 жыл бұрын
অসাধারণ 🌹🌹ভালো কিছু সহজে সৃষ্টি হয়না।এই গানগুলো ই আমাদের কে ভবিষ্যতে বাঁচিয়ে রাখবে।অনেক অনেক শুভকামনা ভাইয়া🙏🙏
@md.raufur42353 жыл бұрын
খুব ভালো হয়েছে ভাই। ভালোবাসি আপনাকে আর আপনার গান
@amithasan5173 жыл бұрын
আহ কত্ত সুন্দর 👌🥰🥀
@kazidalim69833 жыл бұрын
অসাধারণ 🙂।
@hossainshakhawat65943 жыл бұрын
বেশ ভালো লাগলো গানটা। ধন্যবাদ দাদা। 💚💚🇧🇩🇫🇷
@aktarishifa77293 жыл бұрын
চমৎকার গানের কথাগুলো। কথাগুলো অসাধারন হয়ে উঠলো -- সুর ও কন্ঠ পেয়ে। শামীম রেজা ভাইয়ের লেখা প্রতিটি গানই আমার মন ছুঁয়ে যায়। লুৎফর ভাই, দারুন হয়েছে। এগিয়ে যান। পাশে আছি।
@shopnokolpomusic3 жыл бұрын
Thanks a lot for your inspiration
@arunbiswas25853 жыл бұрын
অসাধারণ কথা মালা।খুবই ভালো লাগলো। দোয়া রাখি ভাই।
@jewelmallik97173 жыл бұрын
চমৎকার গানের কথা, সুর ও গায়কি।
@JohnRockerSong3 жыл бұрын
Lutfor Hasan Bhai ❤️
@atiquebabu59673 жыл бұрын
Very good song. Awesome singing and others are very good. ❤️❤️❤️
@faridafarhana72493 жыл бұрын
সুন্দর কথার গান।।
@রুপন্তিরআবৃত্তি3 жыл бұрын
খুব ভাল লাগলো, ভাই। অবিরাম ভালবাসা।
@fanf61673 жыл бұрын
মাশাল্লাহ চমৎকার গেয়েছেন। আর লিরিক পুরাই আগুন😍। আপনার জন্য শুভকামনা ভাইয়া।
@nirakobita20053 жыл бұрын
ভাবছি অন্য মানুষ আর শুনবো না প্রতিষ্ঠিত শিল্পীদের গান এমনিতেই জনপ্রিয় হয়। এখন থেকে নতুন উঠতি শিল্পীদের গান শুনবো। তাদের গান সেয়ার দিবো। নতুনদের অনুপ্রাণিত করবো। আমরা ক্ষুদ্র গান পাগল হলেও শ্রোতা বটে। আর এই শ্রোতারাই শিল্পীকে জনপ্রিয় করার কারিগর।
@ISMAIL7SHK3 жыл бұрын
সেই আমিটা কোথায় থাকে, কোথায় গেলে পাই তারে যে আমিটা সন্ধ্যা হলে, নিত্য ফেরে তোমার ঘরে।