ভাই তোমাকে একটা উপদেশ দেই। এই ঠুনকো বক্স গুলোর পিছনে টাকা খরচ না করে। এই 10,000 তুমি ভালো মানের একটি কারাওকে স্পিকারই বানিয়ে। সবচেয়ে ভালো কারাওকে এমপ্লিফায়ার দিয়ে তোমার বানাতে খরচ যাবে মিলে 5000 টাকা। আর বাকি 5000 টাকায় তুমি ভালো মানের স্পিকার টুইটার আর একটা বক্স অনায়াসে বানাতে পারবে। ওগুলার ভিতরে কিছু নষ্ট হলে ঠিক করা যাবে কিন্তু এগুলোর সার্কিট গুলো যদি একবার নষ্ট হয় তো গেছে। শুধুমাত্র বানিয়ে নিলে একটা জিনিস পাবে না সেটা হলো ওয়ারলেস মাইক। তবে ইন্ডিয়াতে ওয়্যারলেস মাইক সার্কিট বিক্রি করে। কবে বাংলাদেশে এটা পাওয়া যায় না আর যদি তুমি। 7000 টাকার মধ্যে বানাতে চাও তাহলে বানাতে পারবে তবে কোয়ালিটি একটু😅 তবে খারাপ হবে তাও বলছি না 200 জন মানুষের মধ্যে কাজ চালাতে পারবে। বিশ্বাস না করলে সাউন্ড সিস্টেম অনলাইন চ্যানেলটা থেকে ঘুরে আসো। কাস্টমারের আসা প্রত্যেকটা অর্ডার তারা ভিডিও করে।😊😊