পাখিকে মিনারেল ব্লক খাওয়ালে কি হয় | পাখি পালন পদ্ধতি ও মিনারেল ব্লক এর ব্যাবহার

  Рет қаралды 47,687

grow life

grow life

Күн бұрын

পাখিকে মিনারেল ব্লক খাওয়ালে কি হয় | পাখি পালন পদ্ধতি ও মিনারেল ব্লক এর ব্যাবহার
আপনি যদি আপনার বাজরিগার পাখিকে ব্রীডিং করাতে চান এবং তাদের থেকে ডিম বাচ্চা উৎপাদন করতে চান তবে এই ভিডিওটি আপনার পাখির জন্য খুবই জরুরী। কারণ আজকের এপিসোড এ আমরা জানবো বাজরিগার পাখিকে মিনারেল ব্লক খাওয়ানোর নিয়ম কি। তাছাড়া পাখিকে মিনারেল ব্লক খাওয়ালে এটা পাখিকে ডিম বাচ্চা করতে এবং ব্রিডিং করতে কিভাবে সহায়তা করে।
প্রথমে আসুন জানি মিনারেল ব্লক কি
মিনারেল ব্লক হচ্ছে পাখির জন্য ব্যবহৃত এক ধরনের সম্মিলিত খনিজ উপকরণের সমষ্টি। এর মধ্যে একই সাথে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস আয়রন জিংক মলিবডেনাম সহ আরো অনেক গুলো খনিজ পুষ্টি উপাদান। যেগুলো পাখির দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে। পাখির পেটে ডিম তৈরি ও বিশেষ করে ডিমের খোসা তৈরিতে খনিজ সরবরাহ করে। আমরা জানি প্রকৃতিতে পাখি বিভিন্ন রকমের প্রাকৃতিক উপকরণ ঘুরে ঘুরে সংগ্রহ করে খায়। কিন্তু খাঁচার ভেতরে পালন করা পাখি গুলো। শুধুমাত্র খাবারের বাইরে আর কোনো কিছু পায় না। আর অধিকাংশ পাখির খাবারেই খনিজ উপকরন থাকে খুবই সামান্য পরিমাণে। তাই খাঁচার পাখি কে সুস্থ সবল রাখতে এরকম খনিজ উপকরণের ব্যবস্থার খাচার ভেতর এই করে দিতে হবে। আর এ কারণেই প্রকৃতিতে পাওয়া বিভিন্ন খনিজের মাধ্যমে পাখির হজমযোগ্ মিনারেল ব্লক তৈরি করা হয়।
এবারে আসুন জানি মিনারেল ব্লক পাখির কে কিভাবে খেতে দিবেন।
মিনারেল ব্লক আসলে এরকম দানাদার ফরমেটে কিনতে পাওয়া যায়। এই ব্লগটা 20 টাকা দাম নিয়েছে। আপনি পাখি বিক্রি করে এরকম যে কোন দোকান থেকে বাজরিগারের জন্য এরকম মিনারেল ব্লক বা টনিক ব্লক কিনে নিতে পারেন। পাখিকে এ ব্লক খাওয়াতে হলে আস্ত অবস্থায় পাখির খাঁচায় ঝুলিয়ে দিতে হবে। সে ক্ষেত্রে আপনি একটা সুতা অথবা গুনার সাহায্যে খাঁচার উপরের দিকে এ ব্লক টা তুলে দিতে পারেন। এটা কিভাবে দিতে হয় দেখুন। প্রথমে ব্লগটাকে এর প্যাকেট থেকে বের করে নিতে হবে। এরপর এটাকে সুতা অথবা গুনার সাহায্যে শক্ত করে বাধতে হবে। পরবর্তীতে পাখি জেহেন একটার মধ্যে বসে ঠিক সেটার উপরে বরাবর মিনারেল ব্লক ঝুলিয়ে দিতে হবে। অনেকে মনে করে মিনারেল ব্লক পাখির অন্যান্য খাবারের মতো খাবে। কিন্তু বিষয়টা এরকম নয়। এটা পাখির কোন পার্মানেন্ট খাবার না। আপনার কাজ হচ্ছে খাঁচার উপর মিনারেল ব্লক টাকে ঝুলিয়ে দেয়া পাখিতার প্রয়োজনমতো এবং তার কতটুকু এক্সট্রা মিনারেল এর প্রয়োজন সে অনুপাতে এটাকে খাবে। বেশিরভাগ নষ্ট করবে ভেঙে ফেলবে। কিন্তু সে ক্ষেত্রে কিছুই করার নেই। একটা ব্লক শেষ হয়ে গেলে আবার নতুন করে একটা ঝুলিয়ে দিতে হবে।
এবার আমরা জানবো এ ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হলো বাজিগার পাখিকে মিনারেল ব্লক না খাওয়ালে কি হয় এবং মিনারেল ব্লক এর উপকারিতা কি কি। মনে করুন পাখি গতিতে কোনদিন ডিম বাচ্চা করে না। সে নতুন করে ডিম পাড়া শুরু করছে। এক্ষেত্রে পেটে ডিম তৈরি হতে তার মধ্যে বিভিন্ন রকমের কনিষ্ঠপুত্র উপকরণের অভাব সৃষ্টি হতে পারে মিনারেল ব্লক এগুলোকে দূর করবে। আবার যে পাখি গুলো রেগুলার ডিম দিয়ে যাচ্ছে এবং রিডিং পেয়ার তাদের ক্ষেত্রেও মনের ব্লকটা একইভাবে জরুরি। ডিম দেয়া মেয়ে পাখিগুলো শরীর থেকে অতিরিক্ত ডিম পারার ফলে বিভিন্ন পুষ্টি উপকরণ বিশেষ করে ক্যালসিয়াম বের হয়ে যায়। এসময় এদেরকে যদি সঠিক মাত্রায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দেয়া নাচায় তবে তারা ডিম পাড়া বন্ধ করে দিতে পারে এবার ডিমের খোসা নরম হয়ে যেতে পারে। ডিম পারার সাথে সাথে সেগুলো ভেঙে যেতে পারে। আবার অনেক সময় এগ বাইনডিং এর সমস্যাও হতে দেখা যায়। আপনি যদি আপনার পাখির কাছে সবসময় মিনারেল ব্লক দিয়ে রাখেন তবে এই ধরনের কোন সমস্যাই আর হবে না।
এই ভিডিওটি বিভিন্নভাবে সার্চ হয়ে থাকে
পাখি পালন, মিনারেল ব্লক কি, মিনারেল ব্লক এর দাম, পাখিকে মিনারেল ব্লক খাওয়ার নিয়ম, বাজরিগার পাখিকে মিনারেল ব্লক খাওয়ানোর নিয়ম, পাখিকে মিনারেল ব্লক খাওয়ালে কি হয়, বাজিগর পাখিকে মিনারেল ব্লক খাওয়ার উপকারিতা, পাখির ক্যালসিয়ামের অভাব পূরণে মিনারেল ব্লক এর ব্যবহার, বাজরিগার পাখি পালন,

Пікірлер: 103
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 2,3 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 96 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1,1 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН