সত্যি বলতে কি ভাইজান আল্লাহর কাছে জীবন নিয়ে অনেক অভিযোগ ছিল আপনার এই গ্রামীন ভিডিও গুলো দেখে মনে আর আল্লাহর কাছে কোন অভিযোগ নেই।
@zamanvloges4 ай бұрын
একদমই
@FarihaJahan-w3y3 ай бұрын
কি অভিযোগ ?
@BlackBerryOnly3 ай бұрын
আল্লাহ এতো খারাপ কেন,এটা ছিলো হইত@@FarihaJahan-w3y
@Nixonhamid3 ай бұрын
আহ! মন ভরে গেল আপনার কমেন্ট দেখে।
@NoorNobi-x7s3 ай бұрын
Khub sundor comnt
@mimynulislam75814 ай бұрын
আহ তবুও আমাদের কত অভিযোগ, আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রেখেছো, সমস্তা প্রসংশা তোমার।
@Mdpolash334454 ай бұрын
আসলে আল্লাহর দুনিয়াটা যে কত সুন্দর না ঘুরলে বুঝা যায় না❤
@DoyelFarm3 ай бұрын
ভালো রাখা মানে এই না যে কারিকারি স্বর্ণ, দালান কোঠা, আরাম-আয়েশে ঘুমানো, আসল সৌন্দর্য জীবন হইছে এইটা যেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবনযাপন করা যে কতটা সুখের সেটা আমি বলে বোঝাতে পারবো না হয়তোবা সবার কাছে এক না, বাট আমার মনে হয় আমার এই দালান বাড়ি ছাইড়া আমি চড়ে অথবা যেখানে শুধু সবুজ আর সবুজ,, এই বিল্ডিং এর এই গাড়ির এই রাস্তার যানবাহনের কোন আনাগোনা নেই সেখানে চলে যেতে ইচ্ছে করে।
@aktaribanu50943 ай бұрын
❤
@lutfarrahman43853 ай бұрын
এরকম মার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল,,,,সন্তানের প্রতি কত ভালোবাসা,,
@parthamitra16833 ай бұрын
প্রকৃতির মাঝেই সুখ আর দুঃখ দুই আছে । কেউ খোঁজ পান কেউ পান না । কিন্তু এই মানুষ গুলো শুধু সুখের খোঁজ পান। অনেক শুভেচ্ছা জানাই আপনাকে ।
@STP_Lifestyle4 ай бұрын
কত আরামে থেকেও কত আফসোস আমাদের! আর ওনারা অল্পতেই কত সুখী! আল্লাহ আমাদের তোমার শোকর গুজার করার তৌফিক দান করো😢
@gg187gamen24 ай бұрын
আজিজুল ভাই অনেক ভালো মানের একটি মানুষ ❤️এতো কষ্টের মধ্যে ও সব সময় খুশি থাকেন 🥹😥😥
@islamzahir4524 ай бұрын
আমার বিশ্বাস এই মানুষ গুলো কে দিয়েই আল্লাহ জান্নাতের ঘর গুলো ভরে দিবেন।
@Mdpolash334454 ай бұрын
ভাইয়া আসলে অনেক একটা সুন্দর কথা বলেছেন❤
@margubniyaz2874 ай бұрын
আল্লাহর কাছে গরিব ও দুর্বলের মর্যাদা অনেক বেশি।
@margubniyaz2874 ай бұрын
রাসুল (সা.) বলেন, ‘আমি জান্নাতে উঁকি মেরে দেখলাম যে এর বেশির ভাগ অধিবাসী হলো গরিব-মিসকিন। আর জাহান্নামে দেখলাম যে এর বেশির ভাগ নারী। ’ (মুসলিম ও মিশকাত, হাদিস : ৫২৩৪) যারা দারিদ্র্যকে নিজের দুর্ভাগ্যের কারণ মনে করেন, আশা করি হাদিসগুলো তাদের লালিত বিশ্বাসে চিড় ধরাতে পারবে। দুনিয়াতে সম্পদের দীনতাই আপনাকে অগ্রগামী জান্নাতি হতে সহায়তা করবে, ইনশাআল্লাহ। ৩. ধনীদের ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ: দুনিয়াবঞ্চিত এই গরিব অসহায়দের জন্য সুখের বিষয় হলো, ধনীদের আগেই এরা জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে মূল্যহীন থাকলেও আখিরাতের চিরস্থায়ী জীবনে সবার আগে জান্নাতে প্রবেশের মহা সম্মানে ভূষিত হবে। রাসুল (সা.) বলেন, ‘দরিদ্র মুহাজিররা তাদের ধনীদের চেয়ে ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর তা হলো (আখিরাতের) অর্ধদিনের সমান। ’ (তিরমিজি, হাদিস : ২৩৫৩)
@fishkhamarbd3 ай бұрын
নামবার দেন দাদা
@Nixonhamid3 ай бұрын
বাহ খুব ভালো বলেছেন ভাই। দোয়া রইল আপনার জন্য।
@subratachakraborty48364 ай бұрын
অপূর্ব অতুলনীয় নয়নাভিরাম চমৎকার কষ্ট আছে তবুও তাদের সুখের সংসার। মাটির ঘর যেন এক একটা শান্তির নীড় মাটির সন্তান মাটিকে ভালোবেসে বেঁধেছে নীড়। খুব ভালো লাগলো মানুষের সংগ্রামী জীবন শান্তির নীড়ে মনে হয় কাটিয়ে আসি কিছুক্ষণ। ধন্যবাদ সুমন ভাই ।ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।
@Nixonhamid3 ай бұрын
বাহ! ভাই আপনার কমেন্টস।
@ibrahimhossain99484 ай бұрын
কথাটা ভালো লাগছে চর ছাড়লে নাকি মরে যাবে কি এক অতভুত অনুভূতি অসাধারণ সুমন ভাই।
@Nixonhamid3 ай бұрын
জি ভাই আমিও একমত
@hillncer14 ай бұрын
ইতিপূর্বে মুন্সী এনায়েতের ভিডিওতে দেখেছিলাম মিডলচরের প্রতিবেদন, আবার সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওতে দেখে খুবই ভালো লাগলো। সত্যিই চর যেন শিল্পীর তুলিতে আঁকা এক অপরূপ তৈলচিত্র! এখানকার সাদাসিধে মানুষগুলোও যেন কতটা সুখী মনের দিক দিয়ে! কোনো দুঃখ ক্ষোভ নেই তাদের কারণ তারা আছে তাদের মায়ার বাসস্থানে! সবশেষে ওই বৃদ্ধাকে যে সুমন ভাই সামান্য কিছু সাহায্য করতে আগ্রহী হলেন সেটা দেখে বেশ প্রশান্তি লাগলো মনে
@Nixonhamid3 ай бұрын
ধন্যবাদ ভাই আপনাকে। আপনার কমেন্ট আমার অনেক ভালো লেগেছে।
@sumonmostafiz45113 ай бұрын
চোখের পানি চলে আসল ; মুরব্বি মায়ের দৃশ্য টা দেখে।
@HABIBURRAHMAN-nu3of4 ай бұрын
এসব ভিডিও দেখে আমার জীবনে আর কোন অভিযোগ নেই লাভ ইউ বাংলাদেশ আলহামদুলিল্লাহ
@SM_Entertainment_Bangladesh3 ай бұрын
অনেক মায়া হল এই মা, বাবা দের দেখে সাথে চড়ের কথাও অনেক বেশি মনে পরে গেল।। আল্লাহ ভাল রাখুক পৃথিবীর সকল মা বাবাকে।।। সেই সাথে ধন্যবাদ আজিজুল ভাইকে
@FarjanaSarker-qy5jm4 ай бұрын
আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর,,, আপনার ভিডিও আমাকে সত্যি অনেক মুগ্ধ করে ❤️
@Mdpolash334454 ай бұрын
জি আপু আসলে সত্যি কথাই বলেছেন আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর ❤
@Nixonhamid3 ай бұрын
আপু আপনি ভালো মনের মানুষ তাই,,,,,,,,,,
@mohammadmosharafhossan74873 ай бұрын
সুমন ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় প্রায় যেতাম এই চরে। আজ আপনি আবার দেখালেন। ধন্যবাদ সুমন ভাই।
@HridoyKhanHridoy-f4w4 ай бұрын
খুবই প্রানবন্ধকর ভিডিও দেখে মুগ্ধ হয়ে গিয়েছি গ্রামীন ভিডিও আহারে কতই না সুন্দর প্রকৃতির রূপ, সোলাইমান ভাই আপনাকে ধন্যবাদ ❤
@MDSujonakanda-r1b4 ай бұрын
মায়ার চাদরে আগলে রাখা সুখ দুঃখ হাসিকান্না আনন্দ বেদনা বিদ্যমান আছে বলেই চরবাসী আজো ও স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সত্যিকার অর্থেই অসাধারণ সুন্দর একটি সময় এবং ছবি। আপনার কথাগুলো মধুর আলাপ চারিতায় মুখরিত হয়ে উঠেছে অসাধারণ সুন্দর একটি ভিডিও ফুটেজ এর মাধ্যমে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই সালাহ্ উদ্দিন সুমন সাহেব ভাই।
@shafikulislam89603 ай бұрын
বৃদ্ধার কথাগুলো শুনে খুব কষ্ট লাগলো। আল্লাহ তায়ালা এদের কষ্টের বিনিময়ে বিনা হিসাবে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ।
@MdmijanRm-d2g4 ай бұрын
ভাই ও বৃদ্ধ মহিলা কথা শুনে আমার চোখ দিয়ে পানি বানাইছে
@sarahbergse67434 ай бұрын
😂😂😂
@M5Intertainment6093 ай бұрын
সুমন ভাই আপনি মিডিল চরের ভডিয় দেখে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ চালিয়ে যান ভাই দোয়া রইলো
@alliswell4623 ай бұрын
আহা কি জীবন কি সুন্দর সহজ সরল মানুষ গুলা। অনেক ভালোবাসি সুমন ভাইকে। দোয়া রইলো ভাইয়ের জন্য সবসময়।।
@kabirmondal94133 ай бұрын
এদের দেখে আমার অনেক কষ্ট হচ্ছে এদের অনেক কষ্টের জীবন দেখে খুব মন খারাপ করছে । সুমন ভাইয়ের ভিডিও দেখে মন ভরে না যতই দেখি ততই ভালো লাগে যতই দেখি ততই ভালো লাগে। চর খান পুরের ভিডিও আমার অনেক ভালো লাগে
@mrrahul49573 ай бұрын
গ্রামের দৃশ্য আর আপনার কাব্যিক কথাগুলো শুনার জন্য চ্যানেলটি সার্চ করে আজ ঢুকলাম, সত্যিই খুব ভাল লাগে এই ভিডিও গুলো সালাউদ্দিন সুমন ভাই, মাতৃ টান খুজে পাই ❤
@sumanislam24293 ай бұрын
মা সত্যিই অন্যরকম একটা ভালোবাসার জায়গা। এত কষ্টের পরও সন্তানের প্রতি কোনো অভিযোগ নাই।❤❤❤
@abusayim16003 ай бұрын
একটি বাড়ির ঘটনা কেন্দ্র করে চোখে টলমল পানি সেই সাথে শরিরের লোম দাড়িয়ে গেল আমার।
@fardousatik82083 ай бұрын
Amaro vai😢🙏🏻🤲
@mohammadbiplob54913 ай бұрын
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা তাদেরকে পরপারে ভালো কিছু রেখেছেন মনে হয়। সে হচ্ছে উওম কারি
@PKTTV8483 ай бұрын
আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর,,, আপনার ভিডিও আমাকে সত্যি অনেক মুগ্ধ করে
@hawladarecobricks40203 ай бұрын
এখন পর্যন্ত চরখানপুরের অনেক ভিডিও দেখেছি। কিন্তু এ গ্রামীন পরিবেশের, গ্রামীণ জীবন যাপনের দৃশ্য দেখার তেষ্টা কখনো মেটেনি। যতই দেখি আরো দেখতে মন চায়। সরাসরি গিয়ে দেখার হয়তো সুযোগ নেই। তাই সুমন ভাইয়ের প্রতি অনুরোধ, এমন আরো নতুন নতুন গ্রামীণ জনপদের বাস্তব চিত্র তুলে ধরবেন।
@ABED46074 ай бұрын
আলহামদুলিল্লাহ এরকম লোকেরা তয় জান্নাতে যাবে
@SharifulIslam-et8ew4 ай бұрын
সুমন ভাই সকলের সহযোগিতা নিয়ে এই পরিবারের জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করবেন। আল্লাহ আপনার অনেকে ভালো করবেন। পরে যখন এখানে আসবেন আমরা যেন ওনাদের ভালো একটা ঘর দেখতে পায়।
@GmArif-ew7nq3 ай бұрын
ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। গ্রামীন পরিবেশ যে কত সুন্দর তা আবার দেখালেন। ধন্যবাদ
@Musfiqfarazee3 ай бұрын
মহান আল্লাহ আমাদের জে কত সুখে রাখছে তার শুকরিয়া আদায় করে শেষ করা জাবেনা।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সুমন ভাই এমন সুন্দর জীবনযাএা দেখানোর জন্য।
@rosnarabibi96953 ай бұрын
সুন্দর ভিডিও দেখালেন সুমন ভাই মনটাই ভোরে উঠলো খুব ভালো থাকবেন সবাই ধন্যবাদ
@mdabushama9994 ай бұрын
মাশাআল্লাহ অনেক সুন্দর দৃশ্য ❤
@Mdpolash334454 ай бұрын
জি ভাইজান আসলে সত্যি বলেছেন❤❤
@rifatahmed32273 ай бұрын
কি সুন্দর দৃশ্য ,কি সুন্দর মিউজিক ,কি সুন্দর উপস্থাপনা!! ধন্যবাদ ভাইজান , প্রবাসে সারাদিন কর্মব্যস্ততার পরে বাসায় এসে আপনার ভিডিও দেখলে মন ভরে যায়!! কি সুন্দর মায়ায় ঘেরা আমার সোনার বাংলা ❤
@armangemer95283 ай бұрын
ধন্ন্যবাদ সালাউদ্দিন ভাই,,,আমার বাড়ী রাজশাহি হলেও দেখা হয়না যাওয়া হয়না এমন দৃিশ্য দেখার জন্ন্য,,, যা আপনার ক্যেমেরার মাধ্য সেই আমাদের দেখা এমন মনোরম দৃিশ্য,,,
@AbdurRohim-iz5fl3 ай бұрын
আহারে কতো কষ্টের জীবন তাদের 😢 ইনশাআল্লাহ মৃত্যুর পরে আল্লাহ এদের খুব ভালো রাখবে,দুনিয়ার না পাওয়া সুখ আখিরাতে পাবেন❤
@md.farukhosen88213 күн бұрын
আলহামদুলিল্লাহ ভাই জীবন নিয়ে আমার আর কোন অভিযোগ নাই। আল্লাহ যেন এদের আরো ভালো রাখেন আমিন
@Masum24-ln1uy4 ай бұрын
গ্রাম দেখলেই পরানটা জুড়িয়ে যায় এরকম একটা ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগে ভাই আপনার ভিডিওগুলো সব সময় দেখি।😊
@SalahuddinSumon4 ай бұрын
অনেক ধন্যবাদ❤️
@rimonmohonto27173 ай бұрын
ভাই,,ভিডিও টা দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম,,, 😢😢
@razasmr76113 ай бұрын
@@SalahuddinSumonভাইজান চরখানপুর,মিডিল চর এই জায়গাগুলো কোন জেলায়?
@Gameing-bo7zq3 ай бұрын
rajshahi@@razasmr7611
@M10000-x3 ай бұрын
সালাউদ্দিন সুমন ভাই এই ভিডিওটার জন্য অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ ভালো থাকবেন
@ABED46074 ай бұрын
আল্লাহ এই মায়ের অনেক কষ্ট আল্লহ তুমি তাকে সাহায্য কর
@BlackBerryOnly3 ай бұрын
মনোমুগ্ধকর জায়গা যা দেখলে,দেখে থাকতে ইচ্ছা করে।ধন্যবাদ সুমন ভাই 😍😍
@marufhossain93823 ай бұрын
প্রবাসে থেকে আপনার ভিডিও দেখে মনে প্রশান্তি পাই। আমার বাংলাদেশ সত্যি বিচিত্রময় 🥰
@mehedimasud1304 ай бұрын
আহা আজিজুল ভাই, আল্লাহর কাছে দোয়া করি।
@abdhullaalchoton97813 ай бұрын
ধন্যবাদ ভাই, আপনার চোখ দিয়ে খুব সুন্দর সুন্দর যায়গা দেখে ফেললাম
@shadikasblogandcooking0094 ай бұрын
চোখের পলকেই ভিউজ মাশাল্লাহ। ❤❤❤❤❤
@rohitrabidas84103 ай бұрын
ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছি,😢 মায়ের অসহায় অবস্থাটা দেখে চোখে জল 😢😢এসে গেলো
@MdAkhterhamid-m2o2 ай бұрын
এমন জীবন খুব করে পাওয়ার ইচ্ছে জাগে। যেখানে ব্যাংক ব্যালেন্স, টিভি ফ্রিজ, এক কথায় নাম মাত্র আধুনিকতা থাকবেনা। থাকবে শুধু আত্বীয়সজন পরিবার আর প্রশান্তি। আহ ❤
@dnablogs71814 ай бұрын
আমাদের গ্রামের বাড়ি জলঙ্গি india। আপনার চর এর মানুষের ভাষা জীবনযাপন অনেক মিল আছে আমাদের সাথে।
@bizli2iАй бұрын
Hey.,,plz give me your WhatsApp numbar
@bizli2iАй бұрын
Hey.,,plz give me your WhatsApp numbar
@bizli2iАй бұрын
আমার বাড়ি জলঙ্গি
@masrulalam6173 ай бұрын
অসাধারণ একটি ভিডিও, সাধারণ মানুষের জীবন যাত্রার বাস্তব চিত্র
@krishnakumar-sk17974 ай бұрын
জীবন নামের রেল গাড়ি টা পায়না খুজে স্টেশন, ঠিক এমনই এই ভিডিওটি, আমি শিহরিত হয়ে গেছি ওই মায়ের প্রতি, আমি সুমন ভাইয়ের ভিডিও খুব মনযোগ দিয়ে দেখি - জানি ভিডিওতে কোনো না কোনো মেসেজ থাকবেই - আর আমি চাইবো সালাউদ্দিন সুৃমন ভাইয়ের ভিডিও গুলো সবাই মনযোগী হয়ে দেখবে - কারণ এই ভিডিও গুলো থেকে আমাদের প্রত্যকের বোঝার ও জানতে এবং শিখতে। প্রকৃত সুখ তারায় পায় যারা প্রকৃতিতেই মগ্ন, মায়াঘেরা.. -
@md.rassel-al-mamun31703 ай бұрын
শিক্ষিত মা।এই মায়ের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। ধন্যবাদ মা।
@mousumiaktar93864 ай бұрын
যতই দেখি ততই মুগ্ধ হই মাশাল্লাহ ।
@KalponaSouthKorea4 ай бұрын
অসাধারণ সুন্দর,, love from South Korea ❤❤❤❤
@tauhidshake23893 ай бұрын
কি বলবো সুমন ভাই,,,ভাষা খুজে পাচ্ছি না,,,,আল্লাহ আপনার সহায় হোন,,,,
@sadiafarhana83924 ай бұрын
সত্যি সত্যিই অসাধারণ....
@ShahinwithReality3 ай бұрын
মনোমুগ্ধকর দৃশ্য খুব ইচ্ছা জাগলো মিডিল চরে একটা বাড়ি করার। একদিন বেড়াতে যাবো ইন্সাআল্লাহ্
@raselhossen39414 ай бұрын
মাশাআল্লাহ অসাধারণ ভিডিও সুন্দর দৃশ্য ) মালেসিয়ার থেকে খুব ভালো লাগলো সুমন ভাই
@MD_Alamin_Hossain1020-4 ай бұрын
আমার কমেন্টে রিপ্লাই দিয়েছেন, এরজন্য অসংখ্য ন ধন্যবাদ সুমন ভাঈকে
@ohiduzzaman-fm4lu4 ай бұрын
এত কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও মানুষ গুলো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে কখনও ভুলে যান না
@melonmia25613 ай бұрын
সত্যি অসাধারণ একটা ভিডিও ভাই এই সব মানুষের মধ্যে অহংকার নেই
@MdEliasReaz4 ай бұрын
খুবই ভালো আপনার ভিডিও
@Manikruidas-l2h4 ай бұрын
আপনার প্রতিটি ভিডিও অতুলনীয় ধন্যবাদ, সুমন বাবু।
@BannyHowes4 ай бұрын
আস্ সালামু আলাইকুম,,, আমার সেই সাধ্য নেই থাকলে আমি ওনাদেরকে একটা ঘর বানিয়ে দিতাম,,,আল্লাহ তুমি আমার রিযিকে বরকত দান করুন,,, দোয়া করি যাদের সাধ্য আছে তারা যেন তাদেরকে একটা ঘর বানিয়ে দেয়,,,,
এইটা একমুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রাচীর সুন্দর্য ধরে রেখেছে ছনের ঘর আর সহজ সরল মানুষের বসবাস এইখানে মনটা ভরে গেল দেখে।🥰🥰🥰
@Badalayub44883 ай бұрын
দেশ বিদেশে যান্ত্রিক জীবনে আপনার ভিডিও দেখে মনের মধ্যে অনেকটা স্বস্তি পাই, চর খানপুরের ভিডিও দেখলে মনে হয় স্বপ্নের মতো সুন্দর, কি সহজ সরল তাদের জীবন জীবিকা, মন চায় গিয়ে ঘুরে আসি একবার ।
@akpath2.0254 ай бұрын
মানুষ সৃষ্টির সেরা জীব । পৃথিবী ভোগের দাবীদার ।
@PannuChokder2 ай бұрын
আমার সবচেয়ে প্রিয় চ্যানেল এটা। বলে প্রকাশ করতে পারব না আপনার এই গ্রামীণ ব্লগ গুলা কি যে ভাল লাগে আমার। অনেক অনেক ভালবাসা ও দোয়া রইল সুমন ভাই আপনার জন্যে।
@আওয়াজ-BD4 ай бұрын
মিডিল চরের ভিডিও, দেখে ভালো লাগলো, আর তাদের কথাবার্তা ও খুব ভালো লাগলো।
@hdmedia60512 ай бұрын
আল্লাহ তোমার প্রশংসা. কত যে ভাল মানুষ এরা দেখেই বোঝা যাই । সুমন ভাই আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আপনার রিযিক বৃদ্ধি করে দিক ।যেন এই মানুষ গুলোর জন্য কিছু করতে পারেন। ইনশাল্লাহ
@MdJunaid-ey1ek4 ай бұрын
কতোটা কষ্ট করে মানুষ আল্লাহ তায়ালা তাদেরকে ভালো রেখো সব সময়
@Mdpolash334454 ай бұрын
জি ভাইয়া এদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন এরাই হচ্ছে আমাদের দেশের খাঁটি মানুষ
@mdhridoykhan2334 ай бұрын
আমার যেতে ইচ্ছে করে বাড়ি করতে সেই সুন্দর চরে❤ অসাধারণ ভাই ❤❤❤❤
@NirobPrithibiEshana4 ай бұрын
ভাই আমারও ভিষণ ভালো লাগে চর,গ্রাম এগুলো।যদিও শহরে থাকি।
@LITAN-z6x4 ай бұрын
সম্পূর্ণ ভিডিও দেখলাম,অনেক ভালো লাগলো,দেখতে দেখতে কখন যে ভিডিও শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না।
@sharminsimran44264 ай бұрын
আল্লাহ তুমি কাউকে রাখো দশ তলায়,,আর কাউকে রাখো গাছ তলায়,, অনেক কষ্ট লাগে,,, কত বড় লোকের দেলান পড়ে আছে থাকার মতো কেউ,, অথচ আমাদের গরীব মানুষের থাকার জায়গা নেই 🥲🥲🥲
@nuralamkhan56613 ай бұрын
পৃথিবীতে একমাত্র বাবা-মাই নিঃস্বার্থ ভালবাসে। স্যালুট মা আপনাকে। আল্লাহ যেন আপনার সুদিন ফিরিয়ে দেয় আমিন।
@prasanjeetbiswas3954 ай бұрын
সুমন ভাই চাচার দোকান টি খোলার ব্যবস্থা করে দিন...
@sohagahmed83753 ай бұрын
আপনি একটি ব্যাংক নাম্বার দিন। যাতে দেশ-বিদেশের যে যেখানে আছে, আপনার ভিডিও যারা দেখে, তাদের সবার সাহায্য-সহযোগিতা নিয়ে, এই বৃদ্ধ বাবা-মায়ের জন্য একটা সুন্দর ঘরের ব্যবস্থা করা গেলে খুব ভালো হতো ভাই। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো❤
@hdmedia60512 ай бұрын
ঠিক বলেছেন ভাই এটা করা যায়
@RafiqMiah-j8w2 ай бұрын
Hmm "" Vai apnar personal bikash number ta Deben please 🙏
@ArifIslam-fx1oe3 ай бұрын
Sumon vhai ar video gula dekle mon pran juriye jai..vlo thakun shusto thakun duwa roilo apner jonno
@mdnahidhossain97034 ай бұрын
গ্রামের ভিডিও দেখলে মনটা ভরে যায় খুব ইচ্ছে সুমন ভাই এর সাথে দেখা করার যদি কপালে থাকে হবে একদিন,, আমি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা থেকে মোঃ নাহিদ হোসেন
@abdulhadee38563 ай бұрын
জয়পুরহাটের ক্ষেতলাল ভাই
@Mdharun-y6m1m4 ай бұрын
আমি মনে করি বাংলাদেশের বাহিরে যে সব VDOকরেন তার চেয়ে অনেক সুন্দর আমাদের গ্রাম বাংলা
@bidyutroy60013 ай бұрын
দারুন জায়গা....সত্যিই অসাধারন...
@mdbayazidislam-x2q4 ай бұрын
এক কথায় অসাধারণ এই জায়গাটা ❤
@sureshbiswas97692 ай бұрын
বৈচিত্র্য জীবনের খন্ড চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ।
@SuboAhmed-nv1vw3 ай бұрын
আমার পাগলিটাকে নিয়ে যদি এই এই মিডিল চরে সারাটা জীবন কাটিয়ে দিতে পারতাম নিজেকে পৃথিবীর সবথেকে সুখী মানুষ মনে করতাম
@soniasarkar2413 ай бұрын
এটার বাস্তবতা অনেক কঠিন
@AtiqulIslam7542 ай бұрын
ভাই বাস্তবতা অনেক কঠিন। কমেন্ট অনেক ভালো লাগলো আপনারা আশা পূরণ হোক
@JUBAYERMAHAMOD-l1j2 ай бұрын
চলে জান
@abujahid32462 ай бұрын
ওখানে থাকতে গেলে, আপনার পাগলিটা,নির্ঘাত ৩ দিনের মাথায় আপনাকে ডিভোর্স দিতে বাধ্য হবে,ওখানকার জীবনটা অনেক কঠিন ভাই।
@NabilaNasir-j4c13 күн бұрын
আবেগে জীবন চলে না।
@RabiulHasan-f8h4 ай бұрын
আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তবে আমার একটা প্রশ্ন পদ্মা নদীতে পানি বেশি হলে এই চরগুলো ডুবে যাই না?
@mishorymubarak18424 ай бұрын
বিশ্বাস করেন আঙ্কেল আপনার ভিডিও বিশেষ করে আজিজুল আঙ্কেলের ভিডিও অনেক ভালো লাগে 😅😊আমার প্রিয় মানুষ একজন আঙ্কেল 😊ভালোবাসা নিয়ে বগুড়া থেকে
@mdsimanto1174 ай бұрын
ওরা ই প্রকৃত সুখে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওদের কে উত্তম কিছু উপহার দিবেন ইনশাআল্লাহ 🤲
@billalhosan66544 ай бұрын
চরখানপুর মানেই সুন্দর 😊
@md.balayethussainrubel12093 ай бұрын
Vai thikana dite parban ami jate cai chorkhanpur middle gram a
@billalhosan66543 ай бұрын
@@md.balayethussainrubel1209 vhai ami chorkhanpurer na,sudu video te dekhi
@mdyahayaha50143 ай бұрын
আলহামদুলিল্লাহ দুই চোখের কোনে পানি চলে আসলো মায়ের কথা শুনে।
@shadikasblogandcooking0094 ай бұрын
আল্লাহ সবাই কে সঠিক পথে চলার তৌফিক দান করুন। (আমিন)
@ujjalahmad44423 ай бұрын
চমৎকার ভিডিও সবার জন্য দোয়া রইলো
@abdullaemon97324 ай бұрын
চাচির ছেলে আমাদের পুঠিয়া তারাপুরে থাকে সুনে ভালো লাগলো❤❤কিন্তু বাবা মার খোজ খবর রাখা জরুরি ফরয ❤❤❤❤
@nuralamkhan56613 ай бұрын
আপনারা তাদের ছেলেদেরকে বোঝান যাতে তার বাবা-মায়ের দিকে একটু লক্ষ্য রাখেন। বাবা মা মায়ের ঘরের সংস্কার জরুরী এবং তাদের সাথে সব সময় যেন যোগাযোগ রাখেন। সম্ভাব হলে তাদের কাছে নিয়ে যেন রাখা হয়।
@MdTaijul-py2qz4 ай бұрын
সালাউদ্দিন সুমন ভাই তোরে চরখানপুর যত ভিডিও দেখি কিন্তু মন ভরে আমি সিরাজগঞ্জ শহর থাকি আপনি কেমন আছেন জানতেচাই
@bdzahir420ch74 ай бұрын
আপনার প্রতিটি ভিডিও আমি দেখি কমেন্টস এর রিপ্লাই দিলে খুব খুশি হব
@RuhulAminRRR-nd9xc4 ай бұрын
আমি কমেন্টের রিপ্লাই পেয়েছি
@PrasantaSen-he7vt4 ай бұрын
আমি তো পাযনি কোনদিন ।
@mmicommedy22762 ай бұрын
দিলাম😂
@lemonvlogs4724 ай бұрын
I love you Bangladesh i love you all Muslim bhai maa bon baba from IND
@sahebmondal60704 ай бұрын
❤❤❤
@nipponbarman32784 ай бұрын
দাদা কেমন আছেন
@ahfahim70293 ай бұрын
চোখে পানি চলে আসলো ভাই সুখে আছি বলেও অনেক সময় নিজেকে অনেক দুঃখী মনে হয় উনাদেরকে দেখে আমার ধারণাটাই পরিবর্তন হয়ে গেল আল্লাহ পাক অনেক ভালো রেখেছে
@mehadimeraz79184 ай бұрын
যতই দুর্ভোগ থাকুন না কেন,,,, জন্মভূমির মায়া কেউ ছাড়তে পারে না,,,,
@salimreza-l5eАй бұрын
ভাই আমি আপনার নতুন দর্শক। এরকম গ্রামীণ সোন্দর্য চর এলাকার আপনাকে তুলে ধরার জন্য অসাধারণ ভিডিও
@wizforest65083 ай бұрын
You really deserve a cordial thanks for bring this kind of reality to us. We have a lot of thinks to learn. May Allah solve all of their crisis.