নিজের গ্রামে জন্ম প্রিয় কবির।কখনো ভাবিনি তার সাক্ষাৎকার শুনতে পাবো৷ ধন্যবাদ বিবিসি বাংলাকে
@khairulamin4655 Жыл бұрын
ভাই, কবির বাড়িতে যাওয়ার পূর্ণ ঠিকানাটা দিবেন প্লিজ।
@ronyazizul8930 Жыл бұрын
@@khairulamin4655 ঢাকা থেকে ফরিদপুর জেলায় আসবেন,, ফরিদপুর শহর থেকে যে কোন রিকশা বা অটোকে বল্লে কবির বাড়ি বা অম্বিকাপুর বল্লেই হবে। ১৫/২০ টাকার মতো ভারা নিবে এখন জসীম মেলা চলছে, চাইলে এখন আসতে পারেন সামনে মাাসে ২২ তারিখে শেষ মেলা।
@Ami-xi6mr11 ай бұрын
ভাই কবির বাড়ি ভাংগা থানা রসুলপুর গ্রাম। ভাই আপনার বাড়ি কোথায় ভাই
@ronyazizul893011 ай бұрын
@@Ami-xi6mr কবির বাড়ি ফরিদপুর সদরে,ভাংগা নয়
@Parichay_Bose2 жыл бұрын
বাংলার মাটির কি নাম যেন? জসিমুদ্দিন??? কি নাম যেন জীবনানন্দ??? কি নাম যেন তাঁদের!!? আমার বাংলার কাদায় মাটিতে মিশে গিয়ে যেন বাংলার আত্মা হয়ে অমর হয়ে আছেন তাঁরা ।। 🙏🏻
@fankar-e-azammohammedrafi.9180 Жыл бұрын
দারুণ বলেছেন, দাদা!
@smhaiderhossain62 Жыл бұрын
জসীমউদ্দীন মোল্লা
@smhaiderhossain62 Жыл бұрын
Jasimuddin Mollah
@anirbanghosh3576 Жыл бұрын
'Kobor' kobita ti porechlm, osadharan! Ei sab kobi ar asen na prothibi te. Hyto amra bhalo srota noi!
@sirajulislam72612 жыл бұрын
বাংলার শ্রেষ্ঠ সম্পদ।এর কোন তুলনা হয়না। ধন্যবাদ বিবিসি বাংলা,ধন্যবাদ প্রিয় কবি কে।
@shaonprodhan17652 жыл бұрын
আহা এ যেনো অমৃত। কখনো ভাবিনি প্রিয় কবির কন্ঠে উনার কবিতা শুনতে পাবো
@abir01917Ай бұрын
প্রিয় কবির কন্ঠ শুনে সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেলো
@khukonseikh4942 жыл бұрын
পল্লী কবি জসিমউদদীনের প্রতি বিনম্র শ্রদ্ধা,
@wadudskr2 жыл бұрын
বিবিসি কে ধন্যবাদ। যদিও কবিকে কোনোদিন দেখতে পাবো না তবে কবির এই কণ্ঠ শুনতে পেয়ে অনেক ভালো লাগলো।
@belalhossain80552 жыл бұрын
ধন্যবাদ বিবিসি কে
@junedahmed18052 жыл бұрын
মানুষ বাঁচে না বয়সে, বাঁচে তার কর্মে। আহ! তার এক জীবন্ত প্রমাণ!👍❤️
@manostitu2 жыл бұрын
💙
@Parichay_Bose Жыл бұрын
একদম। ❤️
@MdNazmul-tm2ys2 жыл бұрын
তিনি আমাদের প্রাণের কবি,ধানের কবি,মানের কবি,তিনি ছিলেন গ্রামবাংলার আবহমান নকশীকাঁথার মাঠের কবি❤️❤️❤️
@atonudasgupta8912 жыл бұрын
কবির নিজ কন্ঠে কবিতা শুনতে পাবো, ভাবতে পারিনি! সত্যিই মনোমুগ্ধকর 🙏
@mdmostafizurrahman45672 жыл бұрын
খুব ভালো লাগছে পল্লীকবি জসীমউদ্দীনের সাক্ষাৎকার শুনতে পেয়ে অসংখ্য ধন্যবাদ bbc বাংলাকে সাথে কবি প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
@mastermoshay2 жыл бұрын
পল্লী গায়ের কোকিল কণ্ঠী কবি জসিম উদ্দিনকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য বিবিসি বাংলাকে অসংখ্য ধন্যবাদ,,,
@msmahabur49932 жыл бұрын
কখনো ভাবিনি যে এই কবির সাক্ষাৎকার শুনবো - ধন্যবাদ বিবিসি বাংলাকে
@attaurrahman7860 Жыл бұрын
আহ, কবির কথায় যেন সবুজ বাংলার নয়নাভিরাম চিত্র আবার ফুটে উঠেছে।বাংলার এক রত্ন গর্ভ কবি জসিমউদদীন।
@munshialamin15842 жыл бұрын
আহা কি মার্জিত ভাষা 💙 আমি গর্বিত কবির বাস ঘরে পায় দিয়ে 😍
@sasankasekharadhikary55812 жыл бұрын
আমার প্রিয় পল্লীকবি জসীমউদ্দীনের সাক্ষাৎকার ও তাঁর কন্ঠে নিজ সৃজন 'সোজনবাদিয়ার ঘাট' কবিতা থেকে পাঠ এবং সঙ্গে তাঁর গ্রামজীবনের প্রকৃতি, লোকায়ত সংস্কৃতি, পরিবেশ, মানুষজন ইত্যাদি নিয়ে নানান টুকরো টুকরো অভিজ্ঞতার স্মৃতিচারণ এক অসাধারণ অনুভূতির শিহরণ জাগায়। এজন্য বিবিসি কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
@subratabasu46182 жыл бұрын
স্বকীয়তায় অনন্য। বাংলাদেশের প্রতিবেশী বাঙালির বিনম্র মুগ্ধতা জানানোর সুযোগ পেলাম।
@rejaulkarim43072 жыл бұрын
অনেক ধন্যবাদ বি বি সি কে।এমন একটা দূর্লভ সাক্ষাৎকার প্রচার করার জন্য। আমাদের প্রিয় পল্লী কবি জসিমউদদীন, উনাকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস দান করুন।
@ruthlyradiya35442 жыл бұрын
কি আবেগ, কি ভালবাসা জন্মভূমির প্রতি। তার কন্ঠে কি মায়া বাংলা প্রকৃতির জন্য। মাটির মানুষ , খাঁটি মানুষ। হে কবি পল্লী কবি আল্লাহ তালা আপনাকে ভাল রাখুন , আমিন।
@gourisatpati36382 жыл бұрын
সহজ সরল ভাষায় গ্রামের যে ছবি কবি এঁকেছেন সত্যিই অতুলনীয়। তাঁর এই সাক্ষাৎকার এই নিউ ইয়ারের এক উপহার প্রাপ্তি ।
ধন্যবাদ বিবিসিকে।এমন বিখ্যাত মানুষদের সাক্ষাৎকার নিয়ে রাখবেন যেন আমাদের পরবর্তী প্রজন্ম শুনতে পারে।
@shubhankardas25882 жыл бұрын
পল্লিকবি জসীমউদ্দীনের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা💖
@sabihaakter31022 жыл бұрын
প্রিয় কবি। তাঁর গ্রামীণ কবিতার মাঝে আমি খুঁজে পাই আমার শৈশবকে প্রিয় গ্রামকে🥰।
@rifatofficial94622 жыл бұрын
এরকম কবি যুগে যুগে জন্মায় না , উনার কথা বার্তা শুনলে কি রকম এক ভাল লাগা কাজ করে। বিবিসি কে ধন্যবাদ
@SaifUllah-vt3qt2 жыл бұрын
কবির কথার মাঝে ফরিদপুরের টান শুনেই বোঝা যায় তিনি আসলেই পল্লী কবি। বিনম্র শ্রদ্ধা প্রিয় কবি।
@cutebaby91822 жыл бұрын
দিন যায় চলে রয়ে যায় কর্ম থেকে যায় স্মৃতি মানুষ হয় শুন্য....... ধন্যবাদ বিবিসি.....
@mdmahfuz16132 жыл бұрын
# বাংলাদেশের গর্ব 💙💙💙 # ফরিদপুরের গর্ব ❤️❤️❤️ # আল্লাহ পাক মহান এই কবিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন🤲🤲🤲
@abdullahesha96052 жыл бұрын
কখনো ভাবিনি প্রিয় কবির সাক্ষাতকার শুনতে পাবো। ধন্যবাদ বিবিসি বাংলা।
@AsifIqbal-iw5oc2 жыл бұрын
পল্লী কবি জসিমউদদীনের কন্ঠস্বর শুনতে পেরে খুব ভালো লাগলো ধন্যবাদ BBC বাংলা
@SaifUllah-vt3qt2 жыл бұрын
আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও..... আহ! কী দাড়ুন কবিতা তিনি রেখে গেছেন। ❤️❤️❤️
@wasimhasan58132 жыл бұрын
আমার অসম্ভব প্রিয় একজন কবি।উনার নিজ কন্ঠে এই আলোচনা শুনে চোখে জল এসে গেল। সত্যি তিনি আজ আমাদের মাঝে নেই। ধন্যবাদ বিবিসি বাংলা কে।
@কবিমোহাম্মদআফজালহোসেন2 жыл бұрын
পল্লীকবি জসিম উদ্দিন বাংলাদেশের জাতীয় সম্পদ , তিনি আমাদের এই লাল সবুজের দেশের জ্ঞানীগুণী ব্যক্তিত সমৃদ্ধ শুদ্ধ মানুষ, তার আত্মার মাগফিরাত কামনা করি
@AzharuzzamanLemon Жыл бұрын
কত মহৎপ্রাণ কবি। বিবিসি বাংলাকে কৃতজ্ঞতা আমাদের পূবপুরুষ পল্লীকবির কণ্ঠের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়ায়।
@Parichay_Bose2 жыл бұрын
বাংলার শ্রেষ্ট কবিদ্বয় জসিমুদ্দিন ও জীবনানন্দ ❤️❤️
@mdsumonmdsumon1993-c4o10 ай бұрын
অসম্ভব ভাবে ফুটিয়ে তুলেছে আমার মনের কথা। যা আমি কোনো ভাষা বা লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারিনি। আমার একজন প্রিয় কবি ছিলেন।
@fangirlMITA2 жыл бұрын
একজন Legend কে শুনছি। অনেক আবেগ, অনেক ভালোবাসা, হে কবি তোঁমার জন্য,,,,,,
@pradipkumarhowlader84762 жыл бұрын
বিবিসি বাংলাকে ধন্যবাদ, প্রিয় কবির কন্ঠ শুনার সুযোগ করে দেওয়ার জন্য। 💚🧡❤️❤️
@tanmaymondal45992 жыл бұрын
ছোট বেলায় তার প্রথম বই পড়েছিলাম, বাঙালির শ্রেষ্ঠ হাসির গল্প এখনো মনে পড়ে সে গুলো। অসাধারণ কবির প্রতিভা। বিনম্র শ্রদ্ধা জানাই কবির প্রতি।।
@moniruddin84692 жыл бұрын
পল্লী কবি জসীম উদদীন এর আরেকটি সাক্ষাৎকার শুনেছি। এটি আমার কাছে নতুন এবং কবি কন্ঠে কবিতা আবৃতিও নতুন। ২০১৭ সালে জসীম পল্লীমেলায় কবিকে নিয়ে আমার লেখা কবিতা আবৃতি করে অনেক হাততালি পেয়েছিলাম। পরে কবির ছেলের সাথে যোগাযোগ করে আমার সেই কবিতাটি কবির ওয়েবসাইটে যুক্ত করে দিয়েছেন। আমার অনেক ভালো লাগার অনেক ভালোবাসার কবি।পল্লী কবি বাংলা সাহিত্যে একজনই । আর তিনি হলেন কবি জসীম উদদীন, যাঁর তুলনা হয়না। মহান রাব্বুল আলামিন যেন কবিকে বেহেস্ত নসীব করেন। আমিন।
@rafikalam88892 жыл бұрын
পল্লীকবি জসীমউদ্দিনের অসাধারণ সাক্ষাৎকার সাথে কবির নিজ কন্ঠে কবিতা আবৃত্তি পরিবেশন মনোমুগ্ধকর লেগেছে। বিবিসি বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি।
@SaifurRahman-cm4ld Жыл бұрын
এইজন্যই বিবিসি বেস্ট, লাভ ইউ বিবিসি বাংলা
@prantodecosta89292 жыл бұрын
প্রিয় পল্লী কবি জসিম উদ্দিন আমাদের গর্ব আমারা তাকে শ্রদ্ধায় স্বরন করি ❤️ গ্রাম বাংলার আবহমান রুপ তিনি ফুটিয়ে তুলেছেন🌾🌾
@khalilurrahman4140 Жыл бұрын
আমার প্রাণের কবি , প্রিয় কবি , অসাম্প্রদায়িক কবি , ভালোবাসার কবি ।
আহ্ স্মৃতিবিজড়িত আমার শৈশবের গ্রামীণ দিনগুলো ওনার কবিতার মাধ্যমেই ফুটে ওঠে। আজীবন বাঙ্গালীর হৃদয়ে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত থাকবেন প্রিয় কবি।
@sahinursalafee99292 жыл бұрын
অনেক ধন্যবাদ বিবিসিকে । এই কিংবদন্তির কন্ঠের কবিতা শুনে অনেক ভাল লাগছে ।
@raselrahman99952 жыл бұрын
কবি কন্ঠ শুনে মন ভরে গেলো। ধন্যবাদ, বিবিসি বাংলা!
@EasilyExplainedE3 ай бұрын
7:39 আঃ। বানী দিয়ে যে এমন অসাধারন ছবি আঁকা যায়, তা জসীমউদ্দিন স্যারের কবিতা না পেলে বাঙ্গালীরা হয়ত জানতই না।❤
@mainuddin7514 Жыл бұрын
আহা কি আনন্দ আকাশে বাতাসে আমি 🌹..... কবি জসীমউদ্দিন..... 🌹 উনার নিজের মুখে কবিতা শুনছি
@RownokAhmed Жыл бұрын
এতো ভালো লাগলো। আমি কখনো কবি জসিমউদদীন এর কোন সাক্ষাৎকার শুনানি কি অসাধারণ কবির কথা শুনতে শুনতে কেমন জানি লাগছিলো। ওহ্ কি অসাধারণ অশেষ ধন্যবাদ বিবিসি কে।
@jakariaalam6292 жыл бұрын
গ্রামতো অামার গ্রামের মানুষতো অামার, আমিতো গ্রামে বড় হয়েছি!! অসাধারণ কথা। সত্যিই তিনি পল্লীকবি।
@atefasadpidim55802 жыл бұрын
শ্রদ্ধা ও ভালোবাসা প্রিয় পল্লী কবির প্রতি ৷ আল্লাহ আপনাকে বেহেশতো নসিব করুন ৷
@rummanislam35354 ай бұрын
অসাধারণ এক কবি।ওনার লেখা গানগুলো দেশের সম্পদ
@eyasin30172 жыл бұрын
ধন্যবাদ বিবিসি বাংলাকে
@mainuddin7514 Жыл бұрын
আমি শিহরিত একজন স্বনাম ধন্য খ্যাতনামা কবির......... কন্ঠ শুনছি........। 🍀🍃🌳🌷🌹
@m_ferdaus_raj2 жыл бұрын
মানুষটাকে আমি খুব শ্রদ্ধা করি। মন থেকে ভালোবাসি। এক 'কবর' কবিতা দিয়েই আমার পুরো জীবনের তৃপ্তি আনতে পারতেন। কিন্তু তিনি গান, গল্প, অধ্যাপনাসহ যে ধরনের বহুমুখী কিন্তু খুবই সারল্যমাখা জীবন উপস্থাপন করেছেন তা সত্যিই অনবদ্য। বাংলার মাটিকে, মাটির মানুষকে আমাদের কাছে তুলে ধরেছেন। সত্যি শ্রদ্ধা। বাংলা তো বাঙালিদেরই। একে তো শুধু রাজদরবারে খুঁজলে হবে না। খুঁজতে হবে প্রান্তিকে, মাটির কাছে। ধন্যবাদ আমার গুরু পল্লীকবি ❤❤ পরকালে শান্তিতে থাকুন, আমীন।
@atanurakshit66842 жыл бұрын
অসাধারণ। কবি কে জানাই সশ্রদ্ধ প্রণাম।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AshrafAli-yi3yt2 жыл бұрын
আমার প্রিয় কবির মুখের কথা শুনতে পেরে ভালো লাগল,ধন্যবাদ বি বি সি কে
@md.abdulalim55222 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলাকে এত সুন্দর একটি সাক্ষাৎকার এসময়ে প্রকাশের জন্য
@robindronathmahato93742 жыл бұрын
ধন্যবাদ বিবিসি বাংলা মহান মহান ব্যাক্তিদের কথা শুনতে পারতেছি আপনাদের জন্য।♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
@tareqmahmodnahin2 жыл бұрын
আহ! জসিমউদ্দিন, তুমি জয় করিলে মোর হৃদয়।🌸
@smhaiderhossain62 Жыл бұрын
জসীমউদ্দিন মোল্লা
@smhaiderhossain62 Жыл бұрын
Jasimuddin Mollah
@starlivetv82872 жыл бұрын
প্রিয় কবি পল্লীকবি জসিমউদ্দীন...।।❣❣❣
@বিশ্বসংস্কৃতি10 ай бұрын
কত সৌন্দর্য কথায়,কত সৌভাগ্য আমার তার কথা শুনতে পারতেছি ।
@pinakisen86525 ай бұрын
অসাধারণ । এ সব মানুষগুলো গেল কোথায় !! কে জানে!! প: বঙ্গ ।
@habibajaved97942 жыл бұрын
অনেক ধন্যবাদ BBC কে। অনেক মুল্যবান উপহার দিলেন ! ধন্যবাদ technology কে।
@tutanchandrasaha84362 жыл бұрын
অসাধারণ। দূর্লভ রেকর্ড।
@mridulshongkhochil5129 Жыл бұрын
মানুষের কথাবার্তা এত সুন্দর হয় কি করে? আহা!ভয়ানক সুন্দর! ❤️
@ShakifurRahmanRion28 күн бұрын
ভালো লাগার কবি, ভালোবাসার কবি ।❤❤❤❤❤
@telescope38012 жыл бұрын
আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই।ছোটবেলার সেই সেলিব্রেটি কবিতা সারা জীবন মনে থাকবে।
@sheikhadnan1002 жыл бұрын
খুবই বিরল এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। বিবিসিকে ধন্যবাদ
@rexclusive44222 жыл бұрын
কলমের ভাষা আর হৃদয়ের ভাষা এক অসাধারণ বহিঃপ্রকাশ।
@Arafatrahman-z2 жыл бұрын
ধন্যবাদ বিবিসি বাংলাকে, বাংলার অংশকে নতুন করে তুলে ধরার জন্য।
@riadahsankhan40076 ай бұрын
আমরা নতুন প্রজন্ম প্রকৃতি থেকে দুরে দুরেই রয়ে গেলাম। কয়জন পেরেছি কবির মত করে জ্বিবন প্রকৃতির স্বাদ আস্বাদন করতে, কি আফসোস হায়!!ভালোবাসা নিরন্তর প্রিয় কবি❤😢
@entertainer16782 жыл бұрын
আমাদের কবি। আপন কবি পল্লী কবি।
@parnadas71262 жыл бұрын
অনবদ্য একটি সাক্ষাৎকার। খুব ভালো লাগল
@shihab53672 жыл бұрын
কবির ব্যাখ্যায় যেন রুপকথার গ্রাম চোখের সামনে দেখছি।
@mahbubulislam13322 жыл бұрын
আমার প্রিয় কবি।তুমায় ভালবাসি হে লাল সবুজের কবি।আপনি ফরিদপুর নয় পুরো বাংলাদেশের গর্ব।আপনি বাংলা মায়ের সন্তান। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোত্তম স্থানে অধিষ্ঠিত করুন।আমিন।
@rezaurrahmanrony68232 жыл бұрын
সত্যি কখনো ভাবিনি কবির কন্ঠের কবিতা শুনবো। মনটা ভরে গেল।
@entertainmentbangla161 Жыл бұрын
অসাধারণ, তখনকার মানুষগুলোও ছিল সরল।
@sumantaselim56612 жыл бұрын
ধন্য মুগ্ধ কৃতজ্ঞ হলাম যা কোনদিন ভাবতেও পারি নি এমন দুর্লভ ধন পেয়ে..
@APILmahmud123410 ай бұрын
আমি যতবার কবর কবিতা পড়েছি ততবারই চোখে পানি চলে আসে
@Mahfuz7822 жыл бұрын
BBC বাংলাকে অসংখ্য ধন্যবাদ পল্লীকবি জসিমউদ্দিনের সাক্ষাৎকার আমাদের শুনানোর জন্য 🥀🥀
@AmitDas-oi5qz2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলা কে
@rupkotharrajputra2 жыл бұрын
প্রিয় কবির প্রিয় কবিতা নিজমুখে আবৃত্তি করলেন... জাস্ট অসাধারণ
@siam25612 жыл бұрын
কবিকে ধন্যবাদ! কবির কথাগুলো বেশ মুগ্ধকর!
@abdullahali86752 жыл бұрын
আপনাকে এই জাতি কখনো ভুলে যেতে পারবেন না
@abdulhai84508 ай бұрын
আমার সব থেকে প্রিয় কবি ❤ আল্লাহ তাকে জান্নাত দান করুক তার কবিতা যেন কবিতা নয় যেন কোনো রসে মাখানো ভালোবাসা
@Floralfragrance7752 жыл бұрын
মহান মানুষটিকে আল্লাহ বেহেশত নসিব করুন।আমিন।
@rajibulhaque81542 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা প্রিয় কবি❤️
@dibyadipankarroy2 жыл бұрын
বড় ভাল লাগল, প্রিয় কবি।
@ashrafchowdhury24792 жыл бұрын
এই ধরনের একটি ভিডিও দেয়ার জন্য ধন্যবাদ।
@হেরারজ্যোতি-চ৭য2 жыл бұрын
ভালবাসার প্রিয় কবি।❤️🌹💜। আহা যদি পেতাম তার দর্শন😭😭😭
@kawsaralam40552 жыл бұрын
আল্লাহ ওনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুক। ওনি আমার সবচাইতে পছন্দের কবি।।
@mdnazmulhossain36432 жыл бұрын
ভাবিনি তার সাক্ষাৎকার শুনতে পাবো৷ ধন্যবাদ বিবিসি বাংলাকে
@shyamalsen21732 жыл бұрын
রবীন্দ্রনাথ ঠাকুর, গদ্য দিয়ে গ্রাম বাংলার বর্ণনা করে ছিলেন, ইনি পদ্য র মাধ্যমে বর্ণনা করেছেন. খুবই সুন্দর করে লিখেছেন. 🙏