সুনীল তুলনাহীন, অদ্বিতীয়। বাংলাদেশের পাঠক তাঁকে ভালোবেসে হৃদয়ে স্থান দিয়েছে।
@tapaspal5454 Жыл бұрын
খুব রসিক মানুষ ছিলেন। একসময় কলকাতা বইমেলায় ইউবিআই অডিটোরিয়ামে বিশেষ করে বুধসন্ধ্যার অনুষ্ঠানে ওনার কথা বা গল্প শোনার জন্য একবেলা ধৈর্য্য ধরে অপেক্ষা করতাম। আজও বইমেলায় গেলে ওনার স্মৃতিমেদুর নীরব উপস্থিতি অনুভব করি! 💐🙏
@dr.sanjoysarder1435 Жыл бұрын
সুনীল অনন্য সাধারণ প্রতিভাধর। নি:সন্দেহে ক্ষণজন্মা!
@RownokAhmed Жыл бұрын
অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। ধন্যবাদ বিবিসি কে।
@Rupam-91 Жыл бұрын
দুই বাংলা মিলিয়ে সবথেকে প্রিয় লেখক ❤️❤️❤️
@navaarunbhattacherjee4511 Жыл бұрын
কি সুন্দর গুছিয়ে কথা বলেন!! আগে তাঁকে ভালো লেখক হিসেবে জানতাম, আজ আবিষ্কার করলাম ভালো বক্তা হিসেবে। ধন্যবাদ BBC Bangla কে পডকাস্ট-টি আপলোডের জন্য! সাক্ষাৎকারটি আরেকটু লম্বা হলে মন্দ হতো না। বেশ ভালোই লাগছিলো শুনতে।
@lazywind9328 Жыл бұрын
পাঠকের চিঠি বা প্রতিক্রিয়া এক অসাধারণ ব্যাপার। কবি সুনীল গাঙ্গুলী চমৎকার গদ্যও লিখতেন। বিশেষ করে তার প্রবন্ধ ছিলো সুখপাঠ্য। ঝরঝরে। তাকে খুব মনে পরে।
@ismailabedin Жыл бұрын
কী অসাধারণ উচ্চারণে কথা বললেন কবি!
@rajibsarker7061 Жыл бұрын
❤প্রিয় কবি, লেখক❤ ❤❤ভালোবাসা❤❤
@jhangirsikderjoton9742 Жыл бұрын
সাহিত্যের দার্শনিকের শ্রেষঠ বই "ইতিহাসের সপণ ভঙ" অসাধারণ।। চমৎকার মানুষ।
@ahmedrubel9579 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলা
@the6strings Жыл бұрын
আমার প্রিয় সাহিত্যিক 🙏
@freelife2346 Жыл бұрын
তখন টেলিভিশন এর মাধ্যমে কোথায় কি হচ্ছে তা দেখতে পেত,এখন স্যোসাল মিডিয়ার মাধ্যমে কার ঘরের ভিতর কি হচ্ছে তা ও দেখতে পাওয়া যাচ্ছে।
@jahangirshepon9940 Жыл бұрын
ধন্যবাদ বিবিসি
@abdullatifbd.1974 Жыл бұрын
বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হওয়ার কথা শোনে দম বন্ধ হওয়ার মতোপ্রায়, কারণ শোনা আর ডিজিটাল প্লাটফর্মে পড়ার মধ্যে তফাৎ টা যে কত ফারাক সেটা সকলের কাছে বড় প্রশ্ন ?
@Protimonride Жыл бұрын
কখনো পড়িনি,একদিন পড়বো হয়তো আপনাকেও!🖤
@singairtcf7463 Жыл бұрын
আমাদের লেখায় দর্শন নেই, আমরা উপনিবেশিক দাসত্বের মধ্যে আছি,লেখক রা ও তাই।