বাইবেল বলে " এক পক্ষের প্রতি আমরা মৃত্যুমূলক মৃত্যজনক গন্ধ আর অপর পক্ষের প্রতি আমরা জীবনমূলক জীবনদায়ক গন্ধ ।আর এই সকলের জন্য উপযুক্ত কে ? আমরা সেই অনেকের ন্যায় যে ঈশ্বরের বাক্যে ভঁাজ দিই তাহা নয় কিন্তু সরলভাবে , ঈশ্বরের আদেশক্রমে।আমরা ঈশ্বরের সম্মুখে খ্রীষ্টে কথা কহিতেছি।" আমেন।