অসাধারণ প্রাকৃতিক দৃশ্য মন জুড়ানো মনোরম দৃশ্য অসাধারণ গানের বাশির সুর অনেক ভালো লাগলো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ
@alamgirkabir31044 жыл бұрын
অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে খুব ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সেই কামনাই করি।
@labaram5664 жыл бұрын
বনিদা অনেক ধন্যবাদ ।আমি আসাম থেকে বলছি ।আপনি একজন বাংলাদেশের মানুষ ।এখনকার অস্ট্রেলিয়া দেশের নাগরিক ।আর সেই ভদ্রলোক জনের জন্ম ভারতের পান্জাব রাজ্যের জলন্ধর চহরে ।কোথার মানুষ কোথায় আছেন ! হায় রে বাবা ।আমি আসাম রাজ্যের বরপেটা চহর থেকে ফিজির এত কথা জানলাম ।অনেক ভাল লাগলো ।অনেক অনেক ধন্যবাদ ।নমস্কার ।
@navkumarsinha81633 жыл бұрын
মনোরম দৃশ্য, খুব ভাল লাগল, অনেক অনেক ধন্যবাদ 👌👌👌👌
@minhaz90sec5 жыл бұрын
গভীর আগ্রহ নিয়ে দেখলাম। মনে হচ্ছিল ফিজিতে আপনার সাথে আছি! জিয়ো প্রিয় বনি ভাই এভাবে দুনিয়ার এপার ওপার দেখানোর জন্য।
@ramdevghosh58043 жыл бұрын
খুবই সুন্দর উপস্থাপনা।বণি আমিন কে অনেক অনেক ধন্যবাদ জানাই।
@HAMTVHAMTV5 жыл бұрын
আপনি একজন ভালো মানুষ, আপনি পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকেন এটাই কামনা করি,
@monirhusseia15673 жыл бұрын
অসাধারণ খুবই সুন্দর চমৎকার লাগছিল
@matirmanush54043 жыл бұрын
এই প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দেশটি বনি আমিন ভইয়ের ভিডিওতে দেখে আমরা সত্যি সত্যিই অভিভূত হয়েছি। বনি ভাইয়ের ভিডিওতে অস্ট্রেলিয়ারও বিভিন্ন স্থান প্রত্যক্ষ করেছি অনেক অনেক বার। অস্ট্রেলিয়ার সবুঝ আর ফিজির সবুঝের মধ্যে একটা দারুণ পার্থক্য রয়েছে। উভয়ই সুন্দর। কিন্তু এই দুই সুন্দরের মধ্য কতইনা ব্যবধান। তদ্রুপ ভাবে অস্ট্রেলিয়ার মানুষ আর পৃথিবীর অন্যান্য স্থানের মনুষের মধেও একটা আকাশ পাতাল পার্থক্য বিদ্যমান। আমাদে কাছে মনে হয় অস্ট্রেলয়ার মানুষরা যেন খাঁটি সোনার চাইতেও খাঁটি। আমদের বনি ভাই একজন খাঁটি অস্ট্রেলিয়ান তাতে কোনই সন্দেহ নাই। কিন্তু অস্ট্রেলয়াতে থেকেও যদি কেহ এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান হতে পারেননি তারা আর সময় নষ্ট করবেন না। এখনই বনি আমিন ভাইকে অনুসরণ করার চেষ্টা করুন।
@logbook71753 жыл бұрын
খুব সুন্দর ভিডিও আপনার মাধ্যমে ফিজি দেখতে পারলাম
@khaledahmed-ob6rq5 жыл бұрын
অসাধারন, সত্যিই আপনার প্রতিটি ডকুমেন্টারি দেখে মুগ্ধ হই
@smsumon695 жыл бұрын
অসাধারণ,,,,, ধন্যবাদ বনি আমিন ভাই সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য।
@zantoshil99774 жыл бұрын
অনেক সুন্দর ভিডিও ধন্যবাদ দাদা
@NoMad_ZiYaN5 жыл бұрын
মনোমুগ্ধকর দৃশ্যায়ন, অসম্ভব ভালোলাগা রেখে গেলাম। ভালো থাকুন,ভালো রাখুন।
@nanigopalmandal7984 жыл бұрын
বাজনা টা অদ্ভূত । প্রাণকাড়া বাজনা। জনাব বমি আমিন কে অসঙখ্য ধন্যবাদ বিরল কিছু দেখানোর জন্য।
@mousumichowdhury73833 жыл бұрын
Bajna ta na thkele valo hoto
@ziaahmed37003 жыл бұрын
জিয়া লন্ডন 🇬🇧 সালাম বনি আমিন ভাই , nice video on ফিজি . এই ভিডিওর ১০ মি ২ সে এ একটি মিউজিক দিয়েছেন তোমারও লাগিয়ারে fantastic, তারচেয়েও বেশী ভালো লাগে যখন আপনি গান ঐ গানটি সিডনি harbour এর পাশে খোলা যায়গায় দাডিয়ে । ঐ গানটা যদি শোনান আপনার গলায় অন্য যে কোন একটা video তে । ধন্যবাদ ।
@ziaahmed37003 жыл бұрын
কি ভাই বললেন না তো ঐ গানটি দিয়ে একটা ভিডিও করবেন , আপনার গলায় হলে কথাই নেই ।
@mdjohirulislam21713 жыл бұрын
ধন্যবাদ বনি আমিন ভাই সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য ♥️
@md.nazrulislam82755 жыл бұрын
আমাদের দেশে অসংখ্য অমানুষের ভীড়ে আপনি একজন সত্যিকারের সৎ মানুষ। শ্রদ্ধা অহর্নিশ ভালোবাসা অবিরাম ।
@Prakriti20225 жыл бұрын
বনি ভাই আপনার জন্যই এই দেশের মানুষ প্রকৃতির অপার বিস্ময় ও মহিমা উপভোগ করতে পারলাম....সঙ্গে অবশ্য আবাহ সঙ্গীত পরিবেশন...... অত্যন্ত মধুর.......অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি.....আগরতলা, ত্রিপুরা, ভারত
@mohammadhanifbhuiyan90733 жыл бұрын
A very nice and enjoyable feature. Many thanks boni Bhai for this nice presentation.
@starsatar98664 жыл бұрын
অতি সুন্দর খুব চমৎকার লাগলো ধন্যবাদ।।
@MdMamun-ik7zj5 жыл бұрын
ভাই যতই বিদেশি বাঝনা শুনি, আমার দেশের বাঁশির সুর অসাধারণ মন টানে ভাই। মন টানে।
@ilovenature43703 жыл бұрын
ব্যাকগ্রাউন্ড মিউজিক দুটো কোন কোন গান থেকে নেওয়া? আশা করি গান দুটো জানাবেন।
@SultanMahmudOpu5 жыл бұрын
আমি প্রতিনিয়ত দেশভ্রমন নিয়ে ভিডিও বানাতে বানাতে যে আপনার মত একজন মানুষ কে খুজে পেয়ে যাব সেটা বুঝতে পারিনি। আমার লক্ষ হল প্রথমে বাংলাদেশের প্রতিটি জেলা ভ্রমন করা এবং এরপরই এ পৃথিবীর সকল দেশে ভ্রমন করা । তবে এটা সত্য যে সৃষ্টিকর্তা কোন না ভাবে খুঁজে পাওয়ার একটি মাধ্যম রেখেছে। আপনি যে এ পৃথিবিতে অভিজ্ঞতা নেওযার জন্য এসেছেন তা আপনার কথার মাঝে উপলব্দি করা যায়। আর গুরুত্বপুর্ন বিষয হল - আমি আপনার কথার মাঝে অভিজ্ঞতার এমন সব ভান্ডার খুঁজে পেয়েছি যা আমার কল্পনা বা চিন্তার বাহিরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
@ashrafulislam79065 жыл бұрын
@@kashemsahebkohin3106 .
@Diamond-Tour_Behala3 жыл бұрын
বনি ভাই, অনেক দিন পরে আপনাকে দেখে খুব ভালো লাগলো। আপনার কাছে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাই। ফিজি দ্বীপের এই ভিডিওটি অসাধারণ। যদিও আমি কোনোদিন বাংলাদেশে যাইনি, তবুও বলছি যে, আপনার প্লেন থেকে তোলা ভিডিও দেখে মনে হলো যে ফিজি দেশটা যেন বাংলাদেশের মতোই সুন্দর সবুজ একটা দেশ।
@moni90335 жыл бұрын
আপনি একজন ভাল মানুষ! আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি! আরো অনেক অনেক ভিডিও বানিয়া যান
@MdMonir-on4eb5 жыл бұрын
বনি আমিন ভাই মরিসাস থেকে দেখলাম, এখানেও অনেক আখের চাষ হয়,অনেক ভাল লাগল ফিজি র সাথে মরিসাসের অনেক মিল আছে,ধন্যবাদ ভাই
@onemillion23495 жыл бұрын
আবারও বলতেই হলো আপনার শিশুর মত আচরণ আমার অনেক, অনেক ভালো লাগে। (এই যে ভেরনীকার কথা মনে আসাতাই গান ধরলেন) অনেক ভালো লাগলো
@dalowerhossain83885 жыл бұрын
ভিডিওটি সব বয়সের মানুষের (মানে আদম এর) জন্য উন্মুক্ত ছিল তাই খুব ভালো লাগলো। এতটাই ভাল লাগল যে কিবোর্ড গুতিয়ে গুতিয়ে কষ্ট করে দ্বিতীয় বার একই ভিডিওতে ( অমানুষের ভিডিওতে) কমেন্ট( মতামত) দিলাম। আহা কি ভিডিও এক কথায় অসাধারণ এর আগের অসাধারণ ভিডিও গুলোও আমি দেখেছি। বারবার দেখতে মনে চায,,,,,,,,,,,,,🔛⌚🏪🐽
@sentoacharjaj14355 жыл бұрын
অনেক সুন্দর একটা দেশ ,,,,, খুব ভালো লাগলো দেখে, আপনাকে অনেক ধন্যবাদ জানাই এত কষ্ট করে ঘোরে ঘোরে দেখানোর জন্য ,,,,,,,, ভালো থাকবেন সবসময় ,,,,,,,,,,❤
Boni Amin ji Zindabad. " 18+ Age I don't understand " . Very nice video dear sir take care and God bless. Indian Panjab Fujian people also very nice... Thankyou very much all 🇦🇺🇧🇩🇫🇯🇮🇳
অনেক ভাল লাগল আপনার ভিডিওটি দেখে অনেক কিছু দেখলাম শিখলাম
@mohammadabdulalim48155 жыл бұрын
আমিন ভাই,আপনি আসলেই একজন উন্নত রুচিবান লোক।
@masudulkarim85133 жыл бұрын
বনি আমিন গ্রেড! ফিজিতে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
@vobogure51425 жыл бұрын
ধন্যবাদ স্যার এত কষ্ট করে সুন্দর ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য।
@MdSumon-uf3gy4 жыл бұрын
বাজনা টা খুব খুবই।ভালো লেগেছে অমাইক
@BoniAmin5 жыл бұрын
Jhuntu Adhikary@চিরদুঃখী প্রিয় ঝন্টু অধিকারী আমি বার বার তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমার জন্মভূমি বাংলাদেশি জাত ভাইদের (মুসলিম-কাফের-জালিম) অমুসলিম-বিদ্বেষী ওয়াজ ও পাশবিক আচরণের জন্যে। হিন্দু হিসেবে তোমার ভারী বুকের আর্তনাদ, তোমার অন্তঃক্ষরণ আমি উপলব্ধি করতে পারি, আমার কষ্ট হয়। বুলবুলে বাগদাদ মার্কা এই হাদিয়ে-আব্বাস ও শয়তানুল মাখলুকাত এই 'আলহাজ ওয়াজি' হুজুরগুলো ইসলাম-বিরোধী ওয়াজে আজ সারাদেশ পাপে ছেয়ে গেছে। পুরো দেশটি ধীরে ধীরে একটি ইসলামিক-সোনাগাছি হতে চলেছে। আবারো ক্ষমা চাইছি ওই 'বাংলাদেশী মুসলিম কাফেরদের' হিন্দু-বিদ্বেষী আচরণের জন্যে। বন্ধুঃ মনে রেখো আমাদের প্রিয় নবী মোহাম্মদ (সঃ) তার প্রকৃত ইসলামে এমন শিক্ষা দেয়নি, তবে বাংলাদেশী এই ৮০% জালিম মুসলিমগুলো আজ আমাদের ইসলাম ধর্মকে ধ্বংস করছে। এই 'জালিম-কাফের-মুসলিম'গুলো নামাজের জন্যে ওয়াসার দূষিত জলে ওজু করে কর্মক্ষেত্রে তখন আর হাতে ঘুষের টাকা ধরে না, কিন্তু ভুক্তভোগীকে তখন টেবিলের উপর ঐ 'কাফের মুসলিম' ঘুষের টাকাটা রাখতে বলে, অতঃপর নামাজ শেষে তিনি জ্বেনা-ব্যাভিচার কাজে নিয়োজিত হয়ে শক্তি খর্ব করে ওই ঘুষের টাকা দিয়ে তখন বাজারে 'হালাল মাংস' কিনতে যায় এবং সেখানে গিয়েও দরিদ্র কসাই বা দোকানিকে কিভাবে কম টাকা বা কৌশলে ধমক দিয়ে ঠকানো যায় তাই ভাবতে থাকে। হতদরিদ্র এবং শত সহস্র সমস্যায় নিপতিত বর্তমান বাংলাদেশের দিকে তুমি নজর দিলেই দেখতে পাবে, পুরো দেশটি যেনো আজ একটি "হালাল-সোনাগাছি' হয়েগেছে, পুরো জাতিটি যেন আজ অনারোগ্য-জটিল-যৌনরোগে আক্রান্ত হয়ে বিশ্ববাজারে মুখ থুবড়ে পড়ে আছে, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে স্বাভাবিক মৃত্যুটাই যেনো এখন অস্বাভাবিক, এ যেনো একটি ৫৬হাজার বর্গমাইলের একটি বৃহৎ 'মৃত্যুফাঁদ'। বন্ধু ক্ষমা করো 'ইসলাম বিরোধী' ঐ জালিম-কাফের-মুসলমাগুলোকে। তোমাকে হাত জোড় করে মিনতি করবো ভারতে চলে যেও না, অপেক্ষা করো সুশাসনের জন্যে, সুদিন আসবেই ইনশাল্লাহ। ধন্যবাদ।
@mitalichakraborty85545 жыл бұрын
Apurbo bislason,thanks dada.
@NomanNoman-gw5fb5 жыл бұрын
আখ ক্ষেত পুরিয়ে দিলে আমাদের পসুর ক্ষাদ্যের ঘাটতি পরবর্তীতে আখের মাথা তেকে চারা গজানোর সম্বাবনা খুবই কম বিশেষ করে জায়গা সংঙ্কিন্ন ধন্যবাদ।
@rakibmymoona23125 жыл бұрын
Apni sotto bolechen, kintu er protikar ki? K er protikar korbe ? K korbe , k korbe ? Akas theke feresta nambe, se korbe, ? Naki ami , apni o amra korbo?
@BanglaGojolTube5 жыл бұрын
omg! বনি আদম ভাই আপনার বিরুদ্ধেও অনেক পাজিদের (ওয়াজিরা) অনেক কিছু বলতে শুনেছি আজ বুঝলাম আপনি আসলেই একজন সত্যবাদী মানুষ।
@ddad60115 жыл бұрын
Thank you.
@NahidaRose5 жыл бұрын
Chokh jurie gelo.. er Bangladeshi ganer shur ta eto valo laglo... kotokkhon dekhchi mone nai harie giechilam... thank you so much bhia...
@subirkumarde13125 жыл бұрын
সত্যি দাদা মন ভরে গেল ! কি সুন্দর সব জায়গা গুলো ! আপনার সঙ্গে এই ইন্টারনেট এর মাধ্যমে যোগাযোগ না হলে এই জীবন টায় ব্যর্থ হয়ে যেতো ! ভগবান আপনার মঙ্গল করবে ! খুব ভালো থাকুন সুস্থ থাকুন ! নমস্কার নেবেন ॥
@BoniAmin5 жыл бұрын
Subir Kumar De @ I am simply honoured by your lovely comment. Please stay in contact
@subratashil93944 жыл бұрын
ভিডিও টা দেখে বেশ ভালো লাগলো।
@moktarkuwait42205 жыл бұрын
বনি আমিন আনেই অজানাকে জানা অ দেখাকে দেখা অসাধারন লাগলো।
@mohammednazrulislam72104 жыл бұрын
ভিডিওটি দেখে খুব ভালো লাগলো। অসাধারণ অসাধারণ অসাধারণ।
@growingupgarden36495 жыл бұрын
মহোদয় সপ্তাহ খানেক আগে ইউটিউব ঘাটতে গিয়ে আপনার একটি ভিডিও দেখে আপনার ভক্ত হতে হলো। বিশেষত ‘অমানুষ’ শব্দটি আমাকে ভীষণ আকৃষ্ট করেছে।আমার বাড়িতে ইন্টারনেট সংযোগ না থাকায় আমি অফিসে বসেই এই কাজটি করি। ইতিমধ্যে আপনার বেশ কয়েকটি ভিডিও আমি দেখেছি। বাংলার এবং বাঙালীদের বিষয়ে রূঢ় বাস্তবের যে কতগুলি কথা বলেছেন কিংবা বলেন আপনার সাহস দেখে আমি অবিভুত; আপনাকে প্রশংসা না করে পারছি। তাই, আজ আপনার চ্যানেলে সদস্য হলাম। আপনি এগিয়ে যান অন্তত আমি আছি আপনার সাথে।
@BoniAmin5 жыл бұрын
Thank you my dear. Welcom aboard. Please stay in touch.
@mizankhan9716 Жыл бұрын
সত্যি ভাই আপনার ভিডিওগুলো এত ভালো লাগে এত সুন্দর করে উপস্থাপন করেন যে জায়গায় আপনি যান সবার সাথে ভালোভাবে মিশেতে পারেন
@nirmalyaonwheels55255 жыл бұрын
খুবই ভালো লাগলো। অসাধারণ videography.
@tuhinchakdar2695 жыл бұрын
Khob valoLaglo Onek ojana bisoy janlam vi Thanks
@asimpal33255 жыл бұрын
আমি কোলকাতায় থাকি। ফিজির ভিডিও দেখলাম।মনে হচেছ এখন ও ফিজিতে আছি। ধন্যবাদ।
@KhursadAlam-hq1lm8 ай бұрын
তাহলে কি B F Dakla ki amarika ta colagao
@Halim-mm4ys5 жыл бұрын
ভিডিও টা দেখে খুবিই ভাল লাগলো
@smrahman73395 жыл бұрын
এই একটা ভিডিও দেখেই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম। অসাধারণ
@salimsohorab13544 жыл бұрын
স্যারের প্রতিটা প্রগ্রাম আমার কাছে খুব ভাল লাগছে।ভালো থকোন।
@Dalim_Tv5 жыл бұрын
বনি আমিন ভাইয়া, বিদেশ বিভুই সুদুর অস্ট্রেলিয়ায় অবস্থান করে আপনি যে পৃথিবীর বিখ্যাত এলাকাগুলো ঘুরে ঘুরে তার বিভিন্ন ভিডিওগুলো তৈরী করছেন তা আমার জন্য এক পরম উপহার পাওয়া! ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনা। বেচে থাকুন হাজার বছর এই আর্শীবাদটুকু করি অবিরাম! ভাবীকেও আমার শুভেচ্ছা জানাবেন!!
@farukahmed72505 жыл бұрын
খুবই মনোরম সুন্দর দৃশ্য আর ড্রোন ক্যামেরার দৃশ্য গুলো আরোও সুন্দর
@amrit51794 жыл бұрын
আপনার ভিডিও গুলো দেখে আপনাকে বোঝার চেষ্টা করছি। আজ এই ভিডিও দেখে আপনাকে বুঝলাম আপনার ভিতর একটি বাংলাদেশ আছে যার সীমানা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা দেয়নি অসীম দেশপ্রেমিক এবং অপরকে কিছু দেয়ার অসাধারণ মানসিকতা। আর আপনার বয়স তারুণ্যে থেমে গেছে, অদম্য উচ্ছাস আপনাকে চিরকাল যুবক বয়স হিসেবে মানব কল্যানে বেশি করে নিবেদিত থাকুন আমিন।
@BoniAmin4 жыл бұрын
AMR@ Thank you, loved your comment.
@ashrafzaman70354 жыл бұрын
বনি আমিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ওইসব স্থানের কালচার যেগুলো আমরা পয়সা খরচ করে কখনও দেখার সুযোগ পেতাম না।
@bdmusic58625 жыл бұрын
Once again. I heard the fragrance of my mother Bangla in the sound of my beloved bashi Thanks you Love you 😘 BOSS
@SaleemSaleem-gm4zz3 жыл бұрын
অনেক গুরুত্বপূর্ণ ও সুন্দর ডকুমেন্টারি
@030abhi5 жыл бұрын
Bony Sir.. Greetings from IIT Kanpur (India).. I am a Bengali from West Medinipur district (West Bengal). I am your big fan.
@julfikar98974 жыл бұрын
ঘু.............রে, ঘুরে দেখলাম ভিডিওটা😁। খুব মজাপেলাম☺। Thank you Bosssss!
@ahmedtaher62705 жыл бұрын
Thank you Boni Amin for your awesome vedio.
@ApurbaMahata3185 жыл бұрын
অমানুষ....... এরকম একটা প্রাকৃতিক, অকল্পনিয়, মনমোহিক,আন্তরিক,প্রবাসিক দৃশ্য সৌন্দর্য আমাদের নিকট উপহার দেওয়ার জন্য ভারতীয়দের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আমার মনে হয়, আপনার এই ভিডিওটি "ফিজি কে নিয়ে একটি ডোক্যুমেন্টরি" তৈরী হয়েছে। এগিয়ে চলুন ভাই, আপনার জন্য প্রশংসার দুয়ার প্রসারিত আছে।
@BanglaGojolTube5 жыл бұрын
বরাবরের মতোই খুব সুন্দর ভিডিও বানিয়েছেন। প্রসংশা না করলে কিপ্টেমি হয়ে যায় তাই কমেন্ট না করে থাকতে পারলাম না।
@jobayerahmed66705 жыл бұрын
খুব খুব ভালো লাগলো बोहोत खूब
@tuhinahmed52675 жыл бұрын
I love you boni Amin sir Apnaka Amar anak valo laga sir Apne anak valo manush
@alamgirmiya27573 жыл бұрын
ভাই আপনি আমার কাছে এক অসাধারণ ভালো মানুষ খুব মজা করে সত্যি কথা বলেন♥️♥️🇧🇩
@anindyamusic81925 жыл бұрын
চলে যেতে যেতে দিন বলে যায় আধাঁরের শেষে ভোর হবে, হয়ত পাঁখির গানে গানে,কিন্তু কবে হবে ভোর? আসে দিন যায় দিন বিরাম বিহীন, পাওয়া না পাওয়ার ব্যাথা নিস্তব্দ কত কথা, বুকে ফোটে মূখে ফোটে না।
@sbkhankhan49375 жыл бұрын
অনেক ভাল লাগল আপনার লেখা পড়ে।
@hamichadebbarma54425 жыл бұрын
অসাধারণ আমিন সাহেব , আপনার সৌজণ্যে অনেক দেখতে পাই , তাই অনেক অনেক ধন্যবাদ ।
@sohelaman68845 жыл бұрын
Your presentation , discussion is very nice . Thanks my brother for upload this video .
@gopalmondal69073 жыл бұрын
খুব সুন্দর খুব সুন্দর উপস্থাপনা দাদা।আমি অভিভূত এই রকম ভিডিও দেখে।ধন্যবাদ।ভারত থেকে
@nokibislamicmedia50465 жыл бұрын
আজ সারাদিন খুব ব্যস্ত ছিলাম একটি কাজে। সকালেও সময় পাইনি দেখার মাত্র দেখলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন।
@md.saifulislam85745 жыл бұрын
Boni amin vayer fan hohe gelam.......sotti nice video tnx...
@saifulislam91815 жыл бұрын
এই রকম চমৎকার ভিডিও উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ
@tie75464 жыл бұрын
Boni Amin Vai, apnar dharonkrito pratiti driswai monomugdhakar. Thank you very much for presenting these scenes to us.
@anilkumardasghosh25375 жыл бұрын
আজ আপনার ভিডিওটি অবশই দেখব কলকাতা থেকে । আমি আপনার গুনগ্রাহী । নমস্কার থাকল।
@devkumarghosh89674 жыл бұрын
Bony sir you are very good human and a good anchor,stay healthy and well. Please comment.
@bhabanidasbose31194 жыл бұрын
আপনার এই ভিডিওটি দেখে আপনাকে একজন মরমী মানুষ বলে মনে হল।ভাষ্য খুবই ভাল।ব্যবহার করা মিউজিক বাঙালির, বিশেষতঃ গ্রামে বাসকরা বাঙালিদের হৃদয় নাড়িয়ে দেবে এতে কোন সন্দেহ নাই।একটি সুন্দর ভিডিও উপহার দেবার জন্য ধন্যবাদ।তবে 18 Plus কথাটা এই সুন্দর ভিডিওটির ক্ষেত্রে কেন ব্যবহার করেছেন বোঝা গেলনা।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভবানীদাস বোস
@sharifmanshi78634 жыл бұрын
Boni amin bhai emon sundor sundor video amader upohar dewar jonne aapnake asonghkho dhonnobad
@mansurrahman71435 жыл бұрын
I love ❤️ your dress 😁👍🏻
@mohammadkabir9213 жыл бұрын
মিউজিক অসাদারন ভাল লেগেছে
@k.m.alaminbaqee5 жыл бұрын
আখ কাটার আগে আগুন দিয়ে পোড়ালে সুকরোস কন্টেন্ট(চিনি) কমে যাবে, লেবার কষ্ট কমাবার জন্য এটা করলেও এটা ভালো ফল বয়ে আনে না।এতে চিনি উৎপাদন অনেক কমে যাবে।আমার জন্ম সুগার মিলে হবার কারনে আমি এটার সাথে জন্মের পর থেকেই পরিচিত।আধুনিক জামানায় মেশিনেই জমি থেকে আখ পরিস্কার করে কাটা যায়। নিরন্তর শুভ কামনা
@imranhussain91195 жыл бұрын
Bangladesh er chini muke debar 1 minute por mita lage 1 cup cha a 3 chamoch chini lage ....r agun dia puria hole o south Africa te 1 chamoch chini dile more then enough
@shishirpaul40174 жыл бұрын
khub valo laglo apnar ai video dekha, india & bangladesh nia kotha bola.I am so proud of U sir
@asitdas44705 жыл бұрын
Your video is exceptional and very lovely. Also interesting in every aspect. Thanks a lot 🙏🙏🙏🙏👏👏👌👌👍👍
@jibonrahmanbabu24244 жыл бұрын
ভাই , আসলেই আপনি একজন genius ! আপনার কথায় সত্যের দাবানল ছড়িয়ে আছে !
@nehafoundationcharitabletr57965 жыл бұрын
Boni Bhai ashadharon laglo apnar sathe dekha howar kamonai roilam Kolkata theke . Allah bless you
@সুস্থবিনোদন-ণ৮ঠ3 жыл бұрын
অনেক ভালো লাগলো দেখে।আপনাকে অনেক ধন্যবাদ।
@zillur0505 жыл бұрын
ভাই আপনার ভিডিও আমার হৃদয় ছুঁয়ে যায় কেন জানি না যদি সময় হত আর এরকম যদি সিস্টেম থাকতো আপনার সাথে 2-4 টা দিন কাটাতাম ভাই আপনার মনটা মনে হয় অনেক ভাল দোয়া করি আপনার জন্য
@balaramvlogs69714 жыл бұрын
আপনার ভিডিও সবসময় দেখি। খুব ভালো লাগে তাই পুরো ভিডিও দেখে বেল বাজিয়ে আপন করে নিলাম। আশা করি আমাকে সহায়তা করবেন।
@tekmobiletechnician47595 жыл бұрын
very nice music and your voice
@moynapakhi17224 жыл бұрын
হায় বনি ভাই,, দারুন লাগছে,,,, আর আপনার এই background music গুলো ভাই পাগল করে দেয়, এতো সুন্দর সুন্দর বাংলা মিউজিক সাউন্ড আপনি কোথায় পান,,,,, খুবই সুন্দর ভাই,,, চালিয়ে যান,,❤❤❤❤❤❤❤
@MoinuddinHassan5 жыл бұрын
আপনার এই ভিডিওটি খুব সুন্দর হয়েছে আপনাকে ধন্যবাদ।
@litonsaha37294 жыл бұрын
Best wishes for MELODIOUS TUNES THANKS FOR DADABHAI
@SaidulIslam-vj3nl5 жыл бұрын
My Favorite channel.
@jomserali48783 жыл бұрын
স্যার আপনার ভিডিও গুলো এক কথায় অসাধারণ ❤️❤️❤️
@ahmedlennin97435 жыл бұрын
সবে মাত্র ৩টি ভিডিও দেখে আপনার সাথে পরিচয় হলো, অসাধারন লেগেছে। অপনাকে অসংখ্য ধন্যবাদ Boni Amin।