অপূর্ব।কতদিন পরে শুনে মনটা ভরে গেল।কম বয়সের কথা মনে পড়ে গেল।এই সব গান শোনার অনুভূতি ভোলার নয়।
@pranabdas34502 ай бұрын
1975 এ সিনেমা টি প্রথম দেখি l তখন থেকে এই সিনেমা ও গানগুলো আমার খুব প্রিয় l কয়েক দিন আগে ও টিভি তে সিনেমা টি পুনরায় দেখলাম l আনন্দে মনটা ভরে গিয়েছিল l আর আজ সবগুলো গান আবার শুনে মনটা ভালো হয়ে গেল l
@GourangaBandyopadhyay4 ай бұрын
"তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ" এই লাইন আজ আরো বেশি করে মনে রাখা দরকার। যেমন কথা, তেমন সুর, তেমন গান, তেমনি সিনেমা, সত্যিই অসাধারণ।
@mostafizurrahman57262 жыл бұрын
ফুলেশ্বরীর এই গান গুলো তো গান নয় যেন এক একটা কাব্য। কোন কিশোর বয়সে শোনা গান, আজও এই উত্তর প্রৌঢ়ত্বে পৌঁছেও শুনি আর শিহরিত হ'ই। যতবার শুনি ততবার নতুন মনে হয় । " আআআআমি দেখতে ভালোবাসি / আমি নয়ন ভরেএএএএএ দেখতে ভালোবাসি .... " কী সুর, কী কথা , কী গায়কী সব যেন স্বর্গীয় মনে হয় ! তরুন মজুমদার-হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি। এই ধরাধামে বাংলা ও বাঙালির অস্তিত্ব থাকবে যতদিন ততদিন বাঙালি মননে অনুরণিত হবে এই সুর চেতনে অবচেতনে । ধন্যবাদ তাঁকে যিনি একসঙ্গে গানগুলোকে আপলোড করেছেন
@RajlaxmiChakraborty-hu5xi Жыл бұрын
অসাধারণ। হৃদয় ছুয়ে গেল। মনে বড় কষ্ট লাগে এমন গানের কথা ও সুরের স্বরবিন্দুতে। মহাসমুদ্রের অতল ঢেউ যেন উত্তাল পাতাল। শুভকামনা।
@rabindranthghosh2427 Жыл бұрын
অনবদ্য সুরের মূর্ছনায় মনটা ভরে যায়।সুরের সুন্দর এই রূপকার কে শতকোটি প্রনাম জানাই।যুগ যুগ ধরে মনকে আনন্দে ভরে রাখবে।
@gitabhattacharya4782 жыл бұрын
অপূর্ব ভীষণ ভীষণ আপ্লুত হলাম এই গান গুলো শুনে। স্মৃতিতে ভেসে এলো আগেকার দিনগুলো।❣❣
@GopalGope-k5f8 ай бұрын
সার্থক গীতিকার ,সুরকার ও সঙ্গীত শিল্পী এই অনন্য গান গুলোর জন্য অসংখ্য ধন্যবাদ।সশ্রদ্ধ প্রণাম এই ত্রয়ী কে আর যিনি এই গান গুলো ইউটিউবে পোস্ট করেছেন তাঁকে অসংখ্য ধন্যবাদ।
@MChakraborty-tk1db6 ай бұрын
Nicely done with more blessings of the almighty ❤❤
@SHYAMAPRASAD-d8q10 ай бұрын
কৈশোরে কতবার এই বইটি দেখেছি। প্রত্যেক দেখাতেই নতুন নতুন অনভূতি নিয়ে এসেছি। যেমন অভিনয় , তেমন গান , তেমনি গ্রাম গঞ্জের জীবনের ছবি সেলুলয়েডে।
@somenmaitra40983 жыл бұрын
মনে হয় এই বাস্তব পৃথিবী যতদিন থাকবে ততদিন এই সব গান থাকবে।এই সব গান অমর
@titlighosh2983 жыл бұрын
Ha
@debasishbiswas22472 жыл бұрын
এত সহজ সরলভাবে যে সিনেমা তৈরি করা যায় ۔۔۔۔۔۔যেন হৃদয় দিয়ে দেখা চোখ দিয়ে নয় ۔
@prasadhalder3921 Жыл бұрын
কৈশোর কেটেছে আমার এইসব গান শুনে। অসাধারণ সব গান শুনে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল।
@dipabhattacharya3338 Жыл бұрын
কতদিন পরে এই গানগুলো শুনলাম..... আহা.. মন ভরে গেল। সিনেমাটা চোখের সামনেরভেসে উঠছে।❤❤
@nikunjalalkundu26423 жыл бұрын
একটি সাধারণ গল্পকে চিত্র নাট্য রূপ দিয়ে এমন ভাবে রূপালী পর্দায় ফুটিয়ে তুলতে পারেন যা কল্পনাতীত শ্রী যুক্ত তরুণ মজুমদার মহাশয়ের অনবদ্য উপস্থাপন এ র স্বার্থক সৃষ্টি
@tapanbikashsaha42543 жыл бұрын
ফুলেশ্বরী বাঙলা চিত্র জগৎএ এক অবিস্মরণীয় ও অনবদ্য সৃষ্টি। প্রতিটি মূহুর্তে ই ভরপুর শিল্পকলা র অসাধারণ স্ফুরণ ঘটেছে।
@sandipbiswas73272 жыл бұрын
Most appropriate feeling
@SamarDas-ws2nd10 ай бұрын
Good.
@sushilchowdhury4320 Жыл бұрын
আমার সঙ্গে অনেকেরই পছন্দের ছবি এবং এই ছবির গান গুলো অত্যন্ত জনপ্রিয়।আমাদের এই গানগুলো একত্রে এলবামে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
@ashokekumarsadhukhan1562 жыл бұрын
অতুলনীয় হেমন্ত মুখোপাধ্যায়
@ashutoshnath93952 жыл бұрын
এই গানগুলি শুনতে শুনতে এক অতুলনীয় আনন্দে মন ভরে যায় ।
@ankitgaming28725 жыл бұрын
Asadharan emon gan ar kothai sona jai.Mon bhore gelo.Dhannyabad.
@erdwien_bg4 жыл бұрын
Amer priya cinemer gan chotobela mone koriye dilo
@bandanasen49553 жыл бұрын
চিরদিনের চিরকালের অতি প্রিয় গান, মন ছুঁয়ে গেল।
@papiyabanerjee11665 жыл бұрын
অনেক ধন্যবাদ। একত্রে সব গান শোনার সুযোগ করে দেওয়ার জন্য আবার ধন্যবাদ। অনবদ্য সুর ও বাণীর সহযোগে অসামান্য পরিবেশনা - - মন ভ'রে গেল!!! 💕💞💕