Now 29weeks running... Badly needed this advice. thanks❤
@momlifemukta Жыл бұрын
শুভকামনা থাকলো হবু মা আর অনাগত বাচ্চার জন্য ❤️
@moynaaktermoynaakter1544 Жыл бұрын
Amar jonno duya korben Amar 3 manth...r Apu ai khobor janar por theke apnake Suni Tnx apii
@momlifemukta Жыл бұрын
শুভকামনা থাকলো হবু মা আর অনাগত বাচ্চার জন্য ❤️
@moynaaktermoynaakter1544 Жыл бұрын
Accha koto mashe Dr. Er kache jawa uchith bole mone koren plz bolben
@momlifemukta Жыл бұрын
৬-৮ সপ্তাহের দিকে একবার দেখিয়ে আসলে ভালো হয়। কোনো কমপ্লিকেসি থাকলে ডাক্তার সঠিক দিকনির্দেশনা দিতে পারবেন।
@rahulbav3995 Жыл бұрын
Mem ami to bam dike suite parina....... Atate ki kono problem hobe.. Ar akhn amr 8 mas seser dike.. But akdom gumate parina..... Akhn ami ki korte pari
@momlifemukta Жыл бұрын
এই ব্যাপারে অবশ্যই আপনার গাইনি ডাক্তার বা বা পেশাদার স্বাস্থ্যকর্মীর কাছ থেকে নির্দেশনা নিবেন। অবশ্য প্রেগন্যান্সির শেষ দিকটায় এসে ঘুমের সমস্যা হওয়াটা স্বাভাবিক, রাতের ঘুম কিছুটা ভাল হওয়ার জন্য তাই এই ভিডিওতে 4:56 মিনিটের দিকে কিছু টিপস দিয়েছি।
@rahulbav3995 Жыл бұрын
Tnx mem....
@nujhatjahan9011 Жыл бұрын
আমার তিন মাস শেষ হয়ে চার মাসে পড়েছে। কিন্তু আমার চিত হয়ে শুইলে কেন জানি খুব আরাম হয়। এক কাত হয়ে শুইলে আামার ঘুম হয়না।কি করবো বুঝতে পারছি না।
@momlifemukta Жыл бұрын
প্রথম ৩-৪ মাসে যেহেতু বেবি বাম্প সেভাবে দেখা যায়না, এসময় ঘুমের সমস্যা তুলনামূলক কম হয়। পরে আস্তে আস্তে বাড়তে থাকে।
@adatunispassion1167 Жыл бұрын
আপু আপনার কত সপ্তাহে ডেলিভারি হয়েছে? আর সিজার নাকি নরমাল?
@momlifemukta Жыл бұрын
৩৯ সপ্তাহে হয়েছে ডেলিভারি। নর্মাল ডেলিভারির জন্য ভর্তি হয়েছিলাম, তবে কিছু কমপ্লিকেশনের জন্য সি-সেকশন করতে হয়েছে পরে।
@sumisfamily1680 Жыл бұрын
আমি আপনাকে কিছুদিন আগে এ প্রশ্নটা করে ছিলাম। তখন আপনি বলেছিলেন এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিতে। তাহলে এই ভিডিও বানানোর মানে কি। আপনিতো তখনই আমাকে উত্তর দিতে পারতেন।
@momlifemukta Жыл бұрын
এই বিষয়ে নিয়মিত প্রশ্ন আসছে দর্শকদের কাছ থেকে, তাই এই ভিডিওটা বানানো। এরপরেও অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন। এই ভিডিওতে আমি বলেছি, আমার ডাক্তার আমাকে কী ধরনের সাজেশন দিয়েছেন। আমরা কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ নই এবং নিজেদেরকে এমন দাবীও করি না। তাই, আমাদের ভিডিওতে যদি কোনো ওষুধ বা পরামর্শ দেওয়া হয়েও থাকে, তাও অবশ্যই আপনার ডাক্তারের কাছ থেকে সেই বিষয়ে নির্দেশনা নিবেন। মনে রাখতে হবে, প্রতিটি শিশু এবং প্রতিটি মা একদমই আলাদা। একেকজনের চাহিদা এবং শারীরিক গঠনও ভিন্ন ভিন্ন। তাই এই চ্যানেলে দেওয়া পরামর্শগুলো আপনার বা আপনার বাচ্চার জন্য উপযুক্ত নাও হতে পারে। এসব ভিডিওকে তাই কখনোই বিশেষজ্ঞ ডাক্তার বা পেশাদার স্বাস্থ্যকর্মীর সাথে পরামর্শ করার বিকল্প হিসাবে দেখা একদমই উচিত নয়।
@mimakter-zq7dr Жыл бұрын
আপু আমি ডান আর বাম কাথ হয়ে ঘুমাই কিন্তু বাম কাথ হয়ে ঘুমাতে আমার একটু কষ্ট হয় তখন মনে হয় যে পেটের ভিতর যা কি আছে সব বাম দিকে চলে আসছে বাট ডান কাথ শুতে আমি আরাম বোধ করি
@momlifemukta Жыл бұрын
আপনার যেদিকে আরাম হয় সেদিকে শুতে পারেন। তাও আপনি এই ব্যাপারে কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা পেশাদার স্বাস্থ্যকর্মীর সাথে পরামর্শ করে দেখতে পারেন।
@anikaakterkeya Жыл бұрын
আপু আমার ৩২ সপ্তাহ চলতেছে কিন্তু তাও আমার চিত হয়ে শুয়ে থাকতেই ভালো লাগে এক্ষেত্রে আমি কি করব?
@momlifemukta Жыл бұрын
আপনার যেদিকে শুতে আরাম হয়, আপনি শুতে পারেন। তবে ডাক্তাররা বলেন এই সময় বামদিকে কাত হয়ে শুলে মায়ের কাছ থেকে বাচ্চার শরীরে পুষ্টি প্রবাহ সবচেয়ে ভালো হয়, মায়ের শরীরে রক্ত সঞ্চালন সবচেয়ে ভালো হয় আর কিডনির কার্যকারিতা বৃদ্ধি পায়।