প্রণাম মহারাজ। আপনি স্বয়ং ভগবান। অনেকেই বলেন অনেক কিছু কিন্তু আপনার মুখোসৃত সবকিছুই অমূল্য হয়ে যায় আসল আমিকে দেখায়। আপনাকে শতকোটি প্রণাম মহারাজ। আপনি সত্যি আমাদের প্রকৃত গুরু প্রকৃত মহারাজ।
প্রনাম মহারাজ। বিচারে একবার স্থির হলে পর মুহূর্তে আবার বিচার হারিয়ে যায়। বারে বারে বিচারে কাঠগড়ায় দাঁড়াই, আবার পথ ভুলি এ যেনো মায়াবী ছল।তবু মহারাজ বিশ্বাসের আভাস পাচ্ছি আপনাদের জ্ঞানময় আলোচনা দেখে নিজের মনে থাকা ভাবনার কিছুটা হলে ও মিল দেখে।কৃতজ্ঞ আমি মহারাজ আপনার কাছে।