আল্লাহ এমন বিচ্ছেদ পৃথিবী থেকে তুলে নেও,,যে বিচ্ছেদ মৃত্যুর আগপর্যন্ত কাঁদাবে
@mdtonu39813 жыл бұрын
কবিতা, গান তখনই বেশি ভালোলাগে যখন নিজের জীবনের সাথে মিলে যায়।
@debasreeroy621 Жыл бұрын
বাইশ বছরের বিচ্ছেদ শেষে আজও ভুলতে পারিনি। আজও সেই অবুঝ বয়সের অনুভূতি গুলো বড়ো কাঁদায় 😢😢 এই কবিতাটা অনেক কিছু মনে করিয়ে দিলো 😢😢 ভালো থাকুক সে।
@BanglaChrisiChannel9 ай бұрын
আসলে ভালো বাসা এমনি!!!
@goodboysajeeb-wj3tr7 ай бұрын
same to
@RiktaDutta-rf9wv5 ай бұрын
চোখের জল ধরে রাখতে পারলাম না।বিচ্ছেদেরর যন্ত্রনা আমৃত্যু মনে হয় থাকে
@goodboysajeeb-wj3tr5 ай бұрын
@@RiktaDutta-rf9wv right
@sharabanimaiti47074 ай бұрын
আঘাত সহ্য করার ক্ষমতা ভগবান দিয়ে পাঠিয়েছে
@purkayasthalipika4 жыл бұрын
বাক্-রুদ্ধ আমি.. বড়ো কাছের এই কবিতা।বেঁচে না থাকলেও একবার ছুঁয়ে দিয়ে যেও..
@sumaiyasultana8873 Жыл бұрын
কেমন জানি থমকে গেছিলাম, প্রতিটা শব্দই হৃদয় স্পর্শ করে গেছে বেশ কষ্ট পেয়েছি আর নিজেকে বুঝিয়েছি সময় বহমান নিজেকে শক্ত হতে হবে
@nandinibhar8152 Жыл бұрын
Kothin somoy kete jabe..
@shakilahamed98465 жыл бұрын
বয়স টা আমার ১৯ কি ২০, আমি এই ৭ মিনিটের কথায় ৫০ বছরের বুড়ো হয়ে গিয়েছিলাম,অসাধারণ দিদি😍ভালবাসি😍
@mdsohag87345 жыл бұрын
দাদা তখন কি মোবাইল ছিলো দিদি বললো যে ফোনের অপেক্ষায় ছিলো
@rajarshibhattacharyya9874 жыл бұрын
Md sohag ...besi chudio na.
@brototichatterjee48444 жыл бұрын
Sotti tai...
@abutaherchowdhury6384 жыл бұрын
@@mdsohag8734 হয়তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল। আর কবিতা তো হলো কল্পনায় আবেগ অনুভূতির খেলা।
@স্বপ্নলিপি4 жыл бұрын
@@abutaherchowdhury638 kzbin.info/www/bejne/ioHWfIasibRnqpo আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল;ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊
@gaytrhyranysuttrodhar82124 жыл бұрын
কেমন জানি ,,থমকে গেলাম ।।।ভালোবাসার মানুষকে ছেড়ে থাকার মতো কষ্ট আর দ্বিতীয়টি নেই .....ভালো থাকুক ভালোবাসা 💚
@rubaiyasrecitation82724 жыл бұрын
ভালো থাকুক পৃথিবীর সব মানুষ।
@saifhasanrobin42264 жыл бұрын
মনে পড়ে গেলো সেই ১৯৯৯ সালের প্রথম প্রেমের প্রেমিকা'কে হারিয়ে ফেলা’র মুহুর্তগুলো। ২৯/১২/২০২০
@fiya88503 жыл бұрын
বলবেন কি ওনার কোন খোজ আছে কিনা
@polydas42214 жыл бұрын
দূরত্ব বাড়ানো সহজ! বিচ্ছেদ সহজ! জটিল ছিল শুধু তোমার শূন্যতা টা একেবারে মুছে ফেলা,,,, 😭
@nandinibhar81524 жыл бұрын
my most favourite lines ❤
@parorrakomari49004 жыл бұрын
Realy most touchable line ..
@rubaiyasrecitation82724 жыл бұрын
সুন্দর বললেন।
@soniajebin33424 жыл бұрын
লাইনটা খুব কস্টের😥
@tithichakraborty35624 жыл бұрын
Priyanka Didi🙂
@shaondey384610 ай бұрын
প্রিয় প্রিয়া দাশ, হয়তো এভাবেই একদিন একে অপরের মুখোমুখি হবো কিন্তু তখন আর কোনো অধিকার থাকবে না কথা বলার। হয়তো আমাদের শেষ দেখাটাও হয়ে গিয়েছে সেটা অস্বাভাবিক কিছু নয়। 💔
@rupshaacharjee53043 жыл бұрын
কবিতাটা " রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার " লাইনটির সাথে মিলে গেল !!!!
@Ashikur982 жыл бұрын
কেন জানিনা কবিতাটি শোনার সময় বুকের মধ্যে কেঁপে কেঁপে ওঠে!!! পুরা কবিতা সাথে এত চমৎকার আবৃত্তি সত্যি অবাক করার মত। ❤️
@manashimishra59675 жыл бұрын
নির্বাক করে দিল এই কয়েক মিনিটের কবিতাটা, হৃদয় স্পর্শ করে গেল
@pen-77064 жыл бұрын
আমি একটা তুই চাই কন্ঠ : এরেনা kzbin.info/www/bejne/bGnRiHSqetmVbLM
@rubaiyasrecitation82724 жыл бұрын
সত্যিই হৃদয়স্পর্শি।
@soumidey6934 жыл бұрын
একদম ঠিক।
@evanaislamdisha47823 жыл бұрын
প্রচন্ড মন খারাপ হয় যখন তখন এই কবিতাটা শুনি। প্রচন্ড করে কাঁদি তখন। আসলে অনিমেষরা ভালই থাকে সবসময়।
@yeashinshaik6181 Жыл бұрын
সব সময় অনিমেষ রা ভালো থাকে না।
@akhiaklima25704 ай бұрын
Thik
@BIMOIK3 ай бұрын
কতজন তো অনিমেষ হতেই পারেনা!
@sunandasen51195 жыл бұрын
আপনার বাচিক মেধায় আপ্লুত হলাম। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। জীবনের সাথে কবির ভাবনা মনকে এমনভাবে ভাসিয়ে নিয়ে যায় সে তো ধন্যবাদের উর্দ্ধে। চোখের জলে বাঁধ দিতে পারলাম না।
@nandinibhar81525 жыл бұрын
অনেকটা সাহস দিলেন। আপনাদের এই উৎসাহই আমার পাথেয়। ভালো থাকবেন। 😇😇😇
@neelnirjon40844 жыл бұрын
কিভাবে এতটা মোহাবিষ্ট আবৃতি করা যায় আমি জানিনা.... কিযে করতে ইচ্ছা হচ্ছে, কিযে দিতে ইচ্ছা হচ্ছে আপনাকে বিনিময়ে, কোনভাবেই বোধে আসছে না........!!!
@@nandinibhar8152 আমার ভাঙ্গা চুড়া চ্যানেলটা একটু ছুঁয়ে আসলে কৃতজ্ঞ থাকব আর পাশে থাকলে তো কোন কথাই নেই.....!!
@shiladityasaha64353 жыл бұрын
... কান্না অনিমেষের ও পায়.. শুধু তার বলার কোনো কথা থাকে না, তার জন্যে অপেক্ষা করে অপ্রকাশিত কবিতা..
@nandinibhar81523 жыл бұрын
Hoyto...
@msnierjhorshak86384 жыл бұрын
সত্যি ,ভসলোবাসা হয়তো কখনো ভোলা যাই না, আমি আবার তার কথাই কল্পনা করলাম.. হয়তো আমার জীবনেও একদিন হঠাৎ মাঝপথে তার দেখা পাব.. কিন্তু তখন হয়তো.... দৌড়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরার অধিকারটা থাকবে না আর... ভালো থেকো প্রিয়😢💔
@BanglaChrisiChannel9 ай бұрын
সত্যি বলেছেন।
@tanishatasrin74444 жыл бұрын
"দুরত্ব বাড়ানো সহজ!বিচ্চেদ সহজ!" জটিল শুধু তোমার শূন্যতা ভুলে যাওয়া।
@স্বপ্নলিপি4 жыл бұрын
kzbin.info/www/bejne/ioHWfIasibRnqpo আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল,ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊
@mahmodasultanaorni26523 жыл бұрын
কবিতার প্রতিটা লাইন,প্রতিটা শব্দ হৃদপিণ্ডে ছুয়ে গেল... "আমি হাজারবার টের পেয়েছি " দূরত্ব বাড়ানো সহজ,বিচ্ছেদ সহজ! জটিল ছিল শুধু তোমার শূন্যতাটা একেবারে মুছে ফেলা... এই কথাটা যে কতটা সত্য,,তা আমি খুব ভালো করে জানি... সত্যি বলতে ভালোবাসা মানুষটাকে চিরতরে মুছে ফেলা কখনো যায় না...এতটা শক্তি বিধাতা আমাদের দেয়নি...
@nazmulhasanfaruk86723 жыл бұрын
খুব সুন্দর কবিতা এবং আবৃত্তি ,দুটোই মনোমুগ্ধকর । আজকে আমার জন্মদিন, আমার ছেলেবেলার বান্ধুবির সাথে অনেকদিন পর আজ দেখা করব । তাকে কল্পনা করে টুকটাক লেখালেখি করতাম । কিন্তু আজ তার জন্যে কিছু লিখিনি বলে খারাপ লাগছিল । আপনার আবৃত্তি মন কেড়ে নিল, আপনার সম্মুখীন যদি হতে পারতাম তবে শিষ্যত্ব গ্রহণ করতাম । ভাল থাকবেন দিদি 🤍
@simpamaity84765 жыл бұрын
যেমন লেখা , ঠিক তেমন ই উপস্থাপনা । সত্যি ফিরে গেলাম ঠিক 15 বছর আগে
@diptamodak7393 Жыл бұрын
প্রচন্ড মন খারাপ নিয়ে যখন কবিতাটা শুনছিলাম বুকের ভেতরটায় যেন কেমন একটা করে ওঠলো! এই খরখরে রোদের শহরে বৃষ্টি নামলো চোখের কোনায়।কখনো কখনো কান্নাতেও সুখ আসে।আপনার কন্ঠে কবিতাটা বড্ড নাড়া দিলো ভেতরটায়।
@nandinibhar8152 Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ স্যার। মন খারাপ ভালো হয়ে যাক, এই কামনাই রইল আমার তরফ থেকে।
@UllahMohd4 жыл бұрын
দেখা হবে বলে ভেবো না, কথাও হবে! অপরিচিত যখন হয়েই গেছি, অপরিচিত থেকেই যাব! - অনিমেষের জবাব! মজা করলাম। তবে এ কন্ঠের প্রেমে না পড়ার মতো ক্ষমতা অামার নেই! অসাধারণ!
@nandinibhar81524 жыл бұрын
সুন্দর জবাব। আন্তরিক ধন্যবাদ স্যার।
@স্বপ্নলিপি4 жыл бұрын
kzbin.info/www/bejne/ioHWfIasibRnqpo আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল,ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊
@rubaiyasrecitation82724 жыл бұрын
একেবারেই সঠিক বলেছেন।
@Shilpi_9064 жыл бұрын
অজান্তেই চোখের কোনটা ভিজে গেল, বাক্যহারা হয়ে গেলাম, সত্যিই সময় মানুষকে একেঅপরের থেকে কতো দূরে সরিয়ে দেয়, তবে এই পৃথিবীটা গোল, তাই না চাই তেও অতীত কে সে সামনে তুলে ধরে।।।
@nandinibhar81524 жыл бұрын
Ekdom ee taii
@sayantanibanerjee84474 жыл бұрын
অসাধারণ, যদিও এই শব্দটি যথেষ্ট নয় এটা শোনার পরের অনুভূতি বোঝানোর জন্য। সবার জীবনেরই কোনো না কোনো বাঁকে কোনো "অনি" থেকে যায় আর সাথে সম্পর্কের এমন কিছু অনুভূতি যা মনের গভীরে স্মৃতির পাতায় খোদাই হয়ে থাকে আমৃত্যু।
@nandinibhar81524 жыл бұрын
খুব সুন্দর করে বললেন ম্যাডাম। ভালো থাকবেন
@swastikadey23993 жыл бұрын
জানি না কেনো তবে নিজের অজান্তেই চোখ দিয়ে জল বেরিয়ে গেল। এতো মোহময় কন্ঠ! মনে হচ্ছিল চোখের সামনে আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। অসাধারণ বললেও কম বলা হবে। আর আপনার বাচিক প্রতিভা নিয়ে কিছু বলার ঔদ্ধত্য আমার নেই সত্যিই নেই। ভালো থাকবেন আপনি। সুস্থ থাকবেন। আর কন্ঠকে যত্নে রাখবেন।
@supriyosinha63993 жыл бұрын
kzbin.info/www/bejne/hZWmlZuMq8dgjdk
@dinislam66575 жыл бұрын
২১ এ থেকে ৫০ এর ওপার গিয়ে ২১ এর স্বাদ টা সত্যিই অমাইক ছিলো.. যাস্ট অসাধারণ মনে হচ্ছে দূরে যেতে দিনে নেই প্রিয় মানুষ নামের সেই অন্য একটা পৃথিবীকে
@bulbulhasan97874 жыл бұрын
এই কবিতাটা আবৃত্তি শুনতে শুনতে আমার দম বন্ধ হয়ে আসছিলো । খুব কষ্ট পাচ্ছিলাম মনে হয় এই মুহূর্তে শেষ নিঃশ্বাস বের হয়ে যায়। তোমাকে হারানোর ভয় পাচ্ছিলাম।
@sahinssb97502 жыл бұрын
Aj ache bhai se ☺️
@25jannatul5 жыл бұрын
কি অদ্ভুত তাইনা কবিতা জীবনের সাথে মিলে যায় 😥😥
@স্বপ্নলিপি4 жыл бұрын
kzbin.info/www/bejne/ioHWfIasibRnqpo আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল;ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊
@rubaiyasrecitation82724 жыл бұрын
হুমমম।
@sampadebnath53334 жыл бұрын
কোথাও না কোথাও অদৃশ্য শিশিরের মতো অনিমেষদের স্পর্শটা লেগেই থাকে...ভাবনারা যখন ছুঁয়ে দেয়,আবেগের সমুদ্রে কাফন দেবার শক্তি থাকেনা কেবল...
@nazninakternazia31654 жыл бұрын
কবিতা শুনতে শুনতে কখন যে চোখের জল ঝরতে শুরু করেছে বুঝতেই পারিনি। হৃদয় ছুয়ে গিয়েছে আপু।
@metropoem68112 жыл бұрын
Hmm
@Mintu-62911 ай бұрын
হঠাৎ চোখে জল এলো.......😥 অসাধারণ আব্বৃতি ❤ ও লেখাটাও Just অসাধারণ ❤
@nandinibhar815211 ай бұрын
অসংখ্য ধন্যবাদ। 🙏
@sarnalimk45463 жыл бұрын
অনিমেষ ও হয়তো সেদিন একবার পিছনে তাকিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশতঃ মুহূর্তটা মিলে যায়নি। একইভাবে সেও হয়তো একই কথাগুলি ভেবেছিল যা মৃন্ময়ী ভেবেছে। কিন্তু মুখ ফুটে বলতে পারেনি। এই না পারার কারন ব্যাখ্যায় না হয় নাই গেলাম। তবে কি জানেন তো, কারণ গুলো দূরে সরিয়ে রেখে, যদি কোনো একজন এটা পারতো...তাহলে হয়তো এই চিরন্তন দূরত্বটা আর আসতো না।🙂 জীবনে যদি সিনেমার মতো দুই তরফের মনের অবস্থাই পর্দায় ফুটিয়ে তোলা যেত, আর দেখা যেতো তাহলে এতো ভুল বোঝাবুঝি হতো না।😂 মাঝেমধ্যে চরম নির্লজ্জ হতে ইচ্ছে করে। কিন্তু অনেক অনেক কারণ সামনে বাঁধা হয়ে দাঁড়ায়। সেই কারণ ব্যাখ্যায় না হয় নাই গেলাম 🙃।
@nandinibhar81523 жыл бұрын
একদম ঠিক বলেছেন। কিন্তু সব জানা সত্ত্বেও আমরা সেই অদৃশ্য বাধার পাঁচিল ডিঙিয়ে যেতে পারি না। তাতে ক্ষতি নিজেদেরই। সব যেন উপরওলার খেলা। খুব খুব ভালো লাগল আপনার কমেন্ট পড়ে। ভালোবাসা নেবেন❤️
@sarnalimk45463 жыл бұрын
@@nandinibhar8152 ধন্যবাদ দিদি।🥰
@swastikadey23993 жыл бұрын
একদম ঠিক বলেছেন।
@akr76004 жыл бұрын
ভাবছি প্রেম এর দিকে এগোবই না । কত কষ্ট অনুভব । এখন এটাই ভাবছি সে কি এখনো আসবে আমার জীবনে ।সেই1 মাস এর মেলামেশা আর ভোলা যায়না।,,,😔
পরিবেশ মানুষকে অনেক দূরে ঠেলে দেয়। জীবনকে করে তুলে এক দূঃভিসহ এক যনএনার আবেশ্্
@ManimalaRudra5 жыл бұрын
আমার লিঙ্ক টা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ । *kzbin.info/www/bejne/m5mtdn59eKaajrc*
@masudmasud89175 жыл бұрын
ভালো লাগলো কবিতাটি। জীবন বসন্তোকে শীতের হীমেল হাওয়া আর কুয়াশার আধারেই ঢেকে রয়েছে যে!হারিয়ে গেছে জীবন থেকে চবিবশটি বসন্তো। ঝরে গেছে অনেক অজানা অশ্রুর অফোটা কলি।তাই হতাশায় এখন জীবন চলার পথের সঙী্্্্
@ছন্দলিপি-হ৩গ4 жыл бұрын
তুই কি আমার দুঃখ হবি? একবার আমার কবিতাটি শুনবেন। আশা করি আপনাদের ভাল লাগবে kzbin.info/www/bejne/pV6xonSmjbFoe6s
@skmojammelhossain25093 жыл бұрын
বাকরুদ্ধ,,,,,,কোনো ভাষা নেই । এক মুহূর্তের জন্য হারিয়ে গেলাম ফেলে আসা সেই পুরোনো দিনে । যদি একবার,,,,,,
@iffatjahan33472 жыл бұрын
এমন কেউ নেই,হয়ে ওঠেনি এখনো। তবে কবিতা খুব পছন্দ বরাবরের মতোই এই কবিতা টাও বুকের বা'পাশে গিয়ে বিঁধল। ১৭ বছর বয়সী আমি😊
@nazimahmed329911 ай бұрын
এই কবিতার মতো না হওয়াই ভালো। সুন্দর হোক সমস্ত কিছু
@nandinibhar815211 ай бұрын
Ekdom... Sob tuku sundor hok
@sruti597 Жыл бұрын
কিছু বলার মতো ভাষা নাই.....ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে 🩷অনেক সুন্দর হয়েছে কবিতা টা
@nandinibhar8152 Жыл бұрын
থ্যাঙ্কিউ সো মাচ গো
@thinking20413 жыл бұрын
যারা কাউকে মন থেকে ভালোবেসেছে কিন্তু ভালোবাসার মানুষটি কে পাইনি তারা এই গল্প টা শুনলে সবাই কাঁদবে 😭😭😭😭
@kantauzzal58564 жыл бұрын
কয়েক মিনিটের জন্য নির্বাক হয়ে গিয়েছিলাম।দূরত্ব, বিচ্ছেদ আর শূন্যতার মাঝে যেন হারিয়ে গিয়েছিলাম।অসাধারণ.....
@nandinibhar81524 жыл бұрын
অশেষ ধন্যবাদ স্যার
@ayeshaafrin94565 жыл бұрын
কথা এবং সুর অসাধারন! মনের অবচেতনে কোথায় যেন স্পর্স করে যায়! ছুয়ে যায় হৃদয়!
@Jinkhu.jinkhu Жыл бұрын
আমার ব্রেকআপ হয়নি।আমি কবিতা শুনতে এবং লিখতে ভালোবাসি।তাই শুনছিলাম।কিন্তু শেষে যে কখন চোখে জল চলে এলো বুঝতেও পারলাম না।screen এর উপর টপ করে একফোঁটা জল পরে গেলো। সত্যি অসাধারণ লাগলো।
@aminurroshid95424 жыл бұрын
দিদি,, আমি বাংলাদেশ থেকে বলছি আপনার আবৃত্তি আমাকে কেমন জানি স্তম্বিত করে দিল,,,, খুব ভালো হয়েছে দিদি
@nandinibhar81524 жыл бұрын
অনেক ভালোবাসা
@ArmanKhan-xv7hj Жыл бұрын
অনেকবার শুনেছি কবিতাটা। একা থাকলেই শুনি। রাতে যখন ঘুম আসে না, জানালা দিয়ে চাঁদ দেখি আর এই কবিতা শুনি। শুনতে শুনতে ভিতরে কেমন একটা আঘাত লাগে। বুকের ভিতর শূন্যতা অনেক বেশি যায়গা নিয়ে নেয়। আসলেই পুরাতনে ফিরতে ইচ্ছে হয়, খুব ইচ্ছে হয় কিন্তু সেটা আর যে সম্ভব নয়। শুধু এখন সেই স্মৃতি গুলোই আছে। বেচে থাকুক ভালোবাসা। ভালো থাকুক ভালোবাসা।
@nandinibhar8152 Жыл бұрын
Onk din por dekhchi comment gulo.. Antorik dhonyobad
@কিংকর্তব্যবিমূঢ়-ব৭দ3 жыл бұрын
হৃদয় ছুঁয়ে গেলো আমার - শুভ কামনা জানাচ্ছি কবি এবং আবৃত্তিকার দু'জনকে...
@shahanasultanaasst.teacher74864 жыл бұрын
কবিতা আমি খুব একটা শুনিনা বা শুনা হয়না কিন্তু আজকে আপনার এই পরিবেশনায় আমি এতোটাই মুগ্ধ হয়েছি যে তা বলার ভাষা নেই।সত্যি অসাধারণ!
@nandinibhar81524 жыл бұрын
Thank u thank u thank u so much... Plzzz pashe thakben. Doya korben..
@anweshatiwari93424 жыл бұрын
বুকের ভেতর টা কেমন জানি চিন চিন করে উঠল তোমার এই কন্ঠস্বর শুনে, অনবদ্য ।।
@somabiswas12753 жыл бұрын
অঝোরে কাঁদলাম। সত্যি মনে হলো চোখের সামনে আমার ভবিষ্যতের একটা প্রতিচ্ছবি ভেসে উঠলো। 😊
@animeshnandy73785 жыл бұрын
আমিও এক কালে একজনের অনি ছিলাম । কিছুটা এমন ভাবেই আমরা একে অপরের থকে দূরে সরে যাই।এটা শোনার পর পুরোনো স্মৃতি টা কিছু ক্ষণের জন্য সব থামিয়া দিয়েছিল। জানি এখন র পুরোনো দিন গুলোতে ফিরে যাবার সুযোগ নেই কিন্তু তাও .........যদি আরো একবার সুযোগ পেতাম.......
@ManimalaRudra5 жыл бұрын
তাইতো, কিন্তু তা আর হয় না বন্ধু । আমার লিঙ্ক টা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ । *kzbin.info/www/bejne/m5mtdn59eKaajrc*
@MOUMITADAS-dj7eh5 жыл бұрын
Please Jodi r ekbar chesta Kore dekhte,may be oke fire Pete....
@donachakraborty80292 жыл бұрын
এত relate করি নিজের সাথে বলে বোঝানো যাবে না। হয়তো ২২বছর না কিন্তু মনে গেঁথে আছে সবটা। দূরত্ব বাড়ানো সহজ, বিচ্ছেদ সহজ, জটিল ছিলো শুধু তোমার শুন্যতাটা একেবারে মুছে ফেলা, কি অপূর্ব প্রতিটা লাইন😌🍁........অপূর্ব হয়েছে দিদিভাই❤😊☻
@papiaislam7763 жыл бұрын
অসাধারণ এক লেখার মধ্যে মুগ্ধ হয়ে গেলাম,,,ভালো লাগলো!
@gobindaruidas54664 жыл бұрын
সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল।।।। অপূর্ব বাক ভঙ্গিমা।। অপূর্ব কণ্ঠ।। অপূর্ব অপূর্ব।। আমি খুব। কম কমেন্ট করি কিন্তু না করে পারলাম না।।। আমি আপনার ভক্ত হয়ে গেলাম।।
@nandinibhar81524 жыл бұрын
এই এতটা লিখলেন.. আমার জন্য কতটা মূল্যবান, সেটা বলে বোঝানো সম্ভব নয়। অনেক অনেক শ্রদ্ধা রইল।
লেখা এবং আবৃত্তি , এতটাই সুন্দর যে, কিছুক্ষনের জন্য কোথায় যেন হারিয়ে গেছিলাম।
@sumondas2933 жыл бұрын
বুকের ভিতরটা কেঁপে উঠলো, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখ দুটো বন্ধ করতেই বাইশটা বছর পরের সেই মূহুর্তটা চোখের সামনে ভেসে উঠলো,,,,
@talukderrajoshree7806 Жыл бұрын
আমার অনির পুরনো ঠিকানার মৃন্ময়ী আমি। বসন্তের মতো সেও এসেছিল আমার জীবনে! জীবনের শেষটায় একসাথে নিশ্বাস ত্যাগের ব্রতে অনি শত মান-অভিমান,,রাগারাগি স্বত্বে ও কখনো ছেড়ে যায়নি আমায়🌺 শেষজীবনটায় রাস্তায় হঠাৎ এমন করুণ দেখা আমাদের হবে না ভাবলে বুকের ভেতর একটা অদ্ভুত আনন্দ হয়🖤
@prantodash1741 Жыл бұрын
তুমি তো কবিতা, আর আমি তোমার কবিতার চরিত্র প্রিয়❤️ শেষ মূহুর্তে তুমি আমি পাশাপাশি বসে এই কমেন্ট টা খুঁজে বের করব🌸
@nandinibhar8152 Жыл бұрын
নিদারুণ প্রেম.. তবু অভিমান..তবু বিচ্ছেদ..
@banikumarichowdhury9454 Жыл бұрын
নন্দিনী, কি অসাধারণ আবৃত্তি করলে। মনে হল আমি পিছিয়ে গেছি হাজার বছর, হৃদয়ের মৃত্তিকা খনন করে তুলে আনলে প্রত্ন - ভালোবাসা।
সত্যিই আপনার ভীষণ সংবেদনশীল কন্ঠ শোনার পরে বুকের ভেতরে হু হু করে ওঠে ❤❤
@nandinibhar81525 жыл бұрын
Thank u sir
@sahebdutta68243 жыл бұрын
লেখাটি অসাধারণ ,অনেক বছর পর কিছু স্মৃতি হটাৎ মনে পড়লো, নানারকমের ব্যস্ততাই কবে যে ফেলে আসা অতীত টি মনের ভিতরে একেবারে লুকিয়ে গিয়েছিলো জানিনা কিন্তু আজ আবার সেগুলি ফুটে উঠলো , তবে আজ একটা কথায় বার বার মনে হচ্ছে ........দেহের ভিতর অন্তরালে মনের মাঝে কারোর বাস, মৃত্যু টা তো ছোটো গল্প বেঁচে থাকাটাই উপন্যাস,
@nandinibhar81523 жыл бұрын
অসাধারণ বললেন 🙏
@maniksarkar4125 жыл бұрын
অনবদ্য সুন্দর ভাবের ছন্দ। এত টুকু সময়ে খুলে গেল যা ছিল বন্ধ।।
@azadulkarim6979 Жыл бұрын
শুধু একটা বার প্রিয় নামে ডাকবে কিগো, দিবে কিগো একটুকু ছুঁয়ে। চমৎকার পরিবেশনায় মুগ্ধ।
@showmitrabiswas96993 жыл бұрын
খুবই সুন্দর আবৃত্তি করেছেন, এক কথায়, অসাধারণ। চমৎকার কণ্ঠের মাধুর্য আপনার।
@souravbiswas20273 жыл бұрын
আমার কন্ঠ থামকে গেলো শুনে আর এমনি এমনি চোখে জল এসে গেলো। ।। কত সুন্দর ভেবে বলা সব যেনো চোখের সামনে ভেসে উঠল। ।। খুবই সুন্দর আবৃত্তি টা। ।। মন ছুঁয়ে গেলো। ।। 😪😪😪😪😑😑😑😑😑
@IcchemotoOfficial5 жыл бұрын
অনবদ্য। কিছুক্ষণের জন্য সময়টা থমকে গেছিল মনে হয়। যেমন লেখা তেমন পরিবেশনা।
মানুষ যখন প্রেমে পড়ে,,তখন মানুষ সাহিত্য পড়তে শুরু করে,,,, আর যখন প্রেমের বিচ্ছেদ হয়,,তখন মানুষ সাহিত্য বুঝতে শুরু করে ❤️❤️😪😪
@jeonruhie27884 жыл бұрын
আমিও আবৃতি করি আবার শুনি তবে আপনার করা আবৃতি হ্রদয় ছুয়ে গেছে ।এতটা সাবলীল ।
@nandinibhar81524 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ 😇😇
@sangitasadhukhan76415 жыл бұрын
সময়টা ফুঁটে উঠলো যেন চোখের সামনে... অসাধারণ!! ❤
@Nandinichowdhury-v4m11 ай бұрын
বুকের মধ্যে অদ্ভুত কষ্ট হলো,,কে জানি আমার জীবনটাও এমন হবে কিনা.. না চাইতেই যেন চোখ থেকে অঝোরে জল পড়ছে,,অসাধারণ আবৃত্তি
@nandinibhar815211 ай бұрын
Thank you thank you thank you so much comment kore nijer moner ktha ta share korar jonno... Khub bhalo theko
@Nandinichowdhury-v4m8 ай бұрын
❤@@nandinibhar8152
@ashrafmasum69173 жыл бұрын
দারুণ আবৃত্তি আর যিনি লিখেছেন তাকে অসংখ্য শ্রদ্ধা ও ধন্যবাদ।
@fakirchandhalder5884 Жыл бұрын
খুব ভালো লাগলো কিন্তু মনের মধ্যে একটা পূরানো স্মৃতি জেগে উঠেছে । ধন্যবাদ।
@m.rakibulislam1276 Жыл бұрын
এই আবৃত্তি আমার খুব ভালো লাগে। প্রায় মধ্যরাত হলো শুনি এই কবিতা। কিন্তু এই কবিতার সাথে আমার জীবনের মিল নেই কারণ আজ থেকে ঠিক দুই বছর আগে তাকে আমি আমার করে নিয়েছি। বাইশ বছর না হাজার বাইশ বছর থাকতে চাই তার সাথে, হোক সেটা এপারে বা ওপারে। দোয়া করি যারা না পাওয়ার বেদনায় কাতর তাদের সবার জীবনে একটা দুর্দান্ত প্রেম আসুক।
@pijushsarkar25925 ай бұрын
ভালো লাগলো শুনে। ভালো থাকবেন।
@arpitade29173 ай бұрын
সব অনুভূতি শব্দবন্ধ কিংবা ভাষায় প্রকাশ করা যায় না, তবে নন্দিনীর স্বর মাধুর্য বরাবরের মতোই প্রাণসঞ্চার করে গেল এই কবিতায় 👏
@SalmaAkter-zf5jw3 жыл бұрын
"বিকেলে ঘুম ভাঙলে অস্থির লাগে।কেন লাগে কে জানে!তখন খুব একজন প্রিয়জনের সাথে কথা বলতে ইচ্ছে হয়।" -
@smtanveerahmeed22183 жыл бұрын
হুম এটা পুরোনো ইচ্ছা
@musafir54903 жыл бұрын
tai bujhi!!
@SalmaAkter-zf5jw3 жыл бұрын
@@musafir5490 জী
@musafir54903 жыл бұрын
@@SalmaAkter-zf5jw bikel hoyeche ekhon??
@SalmaAkter-zf5jw3 жыл бұрын
@@musafir5490 বিকেল পার রাত শুরু
@rabeyajenny46423 жыл бұрын
কি অদ্ভুত কিছু কিছু সময় কিছু কবিতা,কিছু গল্প,কিছু কাহিনি জীবনের সাথে মিলে যায়।
@sampasampan45195 жыл бұрын
কারো যেন অতীত না থাকে। সে যত বিচ্ছিরি অতীত হোক না কেন
@sampadebnath53334 жыл бұрын
একদম ঠিক ...
@স্বপ্নলিপি4 жыл бұрын
kzbin.info/www/bejne/ioHWfIasibRnqpo আমার আবৃত্তি শোনার জন্য অনুরোধ রইল;ভালো লাগলে কমেন্ট এ জানাবেন 😊
@rubaiyasrecitation82724 жыл бұрын
সহমত পোষণ করছি।
@aleyahassan68174 жыл бұрын
অতীত ছারা বর্তমান বা ভবিষ্যৎ এর কোন অর্থ থাকে না। অতীত থাকবেই।।
@soniajebin33424 жыл бұрын
কস্টের অতীত না থাকুক
@MAKBULSARKER3 жыл бұрын
আবৃত্তির কন্ঠ এবং আবেগ প্রকাশের ধরন এক কথায় চমৎকার। আমি মুগ্ধ, মুগ্ধ এবং মুগ্ধ..........
@supriyosinha63993 жыл бұрын
kzbin.info/www/bejne/hZWmlZuMq8dgjdk
@mdalamgirhossain9013 жыл бұрын
ভালোবাসাটা হলো কুড়ানো মানিক।কেউ পাবে আর কেউ দেখবে এটাই কি স্বাভাবিক নয়।যারা দেখে তারা মহান আর যারা পায় তারা ভাগ্যবান।ভালো আছে শুনতেই তো ভালো লাগে।সে খারাপ থাকলে হয়তো আমার ও ভালো নাও লাগতে পারে।তাই আমার স্বার্থের জন্য বলছি কেউ ভালো থাক।
@nandinibhar81523 жыл бұрын
খুব সুন্দর করে বললেন। 🙏
@MeandmikustoryКүн бұрын
আমার জীবনের সাথে কবিতা টা মিলে গেল কিভাবে😢😢😢যখন শুনছিলাম আমার পুরো শরীর কাপছিল আহা জীবন,,,,,,,,
@rumansabrinatumpa3203 жыл бұрын
প্রিয় অনিমেষ, কেমন আছো? ভাবছো, এতোগুলো বছর পর আমি কোথা থেকে! সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে, রাস্তা পার হবার সময়। গায়ে একটা হলুদ পাঞ্জাবী, হাতে বাজারের ব্যাগ। চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা! বেশ সংসারি লাগছিল তোমায়! তবু চিনতে এতোটুকু সময় লাগল না! শুধু বয়সের ছাপে একটু মুড়িয়ে গেছো। কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাড়ি, ঠোটের পাশে ছোট কালো তিল, সেই নেশা লাগানো ঘোলাটে চোখ, সবটা এক আছে! কেবল চুলে পাক ধরেছে খানিকটা! অনি, তোমার মনে পড়ে? তুমি যখন বলতে - চুল দাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে, আমি কি রেগে যেতাম সেটা শুনে? আমি শুধু ভাবি, জীবনের এই ২২টা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে! সবতো ঠিক-ই ছিলো, হঠাত... শেষ যেদিন তোমায় দেখলাম, সেদিন এক বর্ষার সন্ধ্যা! রাস্তাটা মরিচবাতি দিয়ে সাজানো ছিল! দুজনে মুখোমুখি দাড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম, ''আর একসাথে নয়!'' কতোটা সহজে সেদিন এতোটা কঠিন হয়ে সারাজীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমরা? অনিমেষ, সেই সন্ধ্যায় দুজন দুপাশে হেটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম, তুমি আমায় একটাবার আটকাও! কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম- তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছো! ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে কেমন জানি ধূসর হয়ে! আকাশ ভেংগে খুব জোরে বৃষ্টি পড়েছিল সে রাতে! আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম! এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো, আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটারাত! তারপর একদিন বুঝে নিলাম,বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি.... অনি, আমি হাজারবার টের পেয়েছি- "দূরত্ব বাড়ানো সহজ! বিচ্ছেদ সহজ!" জটিল ছিল শুধু তোমার শূণ্যতাটা একেবারে মুছে ফেলা! অনিমেষ,খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয়! সেদিন রাস্তা পার হবার সময় যখন তোমার মুখটা দেখলাম,মুহূর্তেই আমার সমস্ত অতীত চোখের সামনে ওলটপালট হয়ে গেল! সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি! ২২টা বছর আমাদের এতোটা দূরে সরিয়ে দিল কি করে অনিমেষ?? মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয়, পুরাতনে ফিরে যাই! আবার গোধূলীর সময় শহরের শেষ মাথায় বসে জ্যোৎস্নার আলো মাখি! তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্থ হই! আচ্ছা অনি, তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে? তুমি ভালোবাসতে "বুদ্ধদেব গুহ" আর আমি "সমরেশ মজুমদার"!? সেই আঠারো কি কুড়ি বছর বয়স তখন আমার! তারপরেই একদিন বসন্তের মতো জীবনে তুমি এলে! আমার এখন বয়স বেড়েছে অনি! মুখে কুচকোনো চামড়া,চোখের নিচে কালো দাগ, তলপেটের মেদ, মাথায় কমে যাওয়া চুল,শরীরে রোগের বাসা প্রতিমুহূর্তে মনে করিয়ে দেয়- আমি কতোটা মুড়িয়ে গেছি বয়সের তুলনায়! সবাই আমায় সান্ত্বনা দেয়, কিন্তু আমার মন বলে- আমি আর বেশিদিন নেই! অনিমেষ, মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখছি জানো? এখন একএকটা দিন আমার কাছে কেবল স্রষ্টার উপহার! বিধাতার খেলা দেখো অনিমেষ, চলে যাওয়ার আগেই বোধহয় তোমায় দেখিয়ে দিলেন তিনি! অনি, আমরা এখনো এক শহরেই আছি অথচ তাও কতোটা ভীষন দূরে তাইনা? কতোটা পথ হেঁটে গেলে তোমায় ছুঁতে পাবো, তাও জানা নেই! অনি,তুমি ভালো থেকো! যদি কোনদিন পারো, এসে একবার ছুঁয়ে দিও! হোক সেই মুহূর্তে আমার শরীরটাই আর প্রাণ নেই...! 🙂 কতোগুলো বছর তোমার মুখে "মৃন্ময়ী" ডাকটা শুনিনা অনিমেষ! সখ করে দিয়েছিলে তুমি আমায় নামটা ! অনি...আবার একটাবার ডাকবে আমায় সেই নাম ধরে? চোখ বুজার আগে কেবল একটাবার.....??? এই ব্যস্ত শহরে কোন এক ফিকে সন্ধ্যায়, তোমার সেই পুরোনো ঠিকানায় ফিরে আবার একটাবার... ?? -ইতি তোমার 'মৃন্ময়ী'!
@afrojaroz10093 жыл бұрын
#"সেই নেশা লাগানো ঘোলাটে চোখ, সবটা এক আছে" #"আমি আবার নেশাগ্রস্ত হই !" wow .just 💓
অসাধারণ অপূর্ব । এতো সাবলীল এত আবেগপূর্ণ মনটা ছুঁয়ে গেলো। বাকরুদ্ধ করে দেবার মতো কবিতার ভাষা ও আবৃত্তি দুটোই।
@nandinibhar81524 жыл бұрын
Thank u soo much sir.. আশীর্বাদ করবেন প্লিজ।
@Bengalipoetrystation4 жыл бұрын
লেখাটাও যেমন অসাধারণ, তেমন ভাবেই আপনি লেখাটিকে জীবন্ত করে তুলেছেন আপনার কন্ঠে 🙏 আমিতো আপনার কন্ঠের প্রেমে পরে গেলাম❤
@easycookstips85693 жыл бұрын
হৃদয় স্তব্ধ হয়ে রইল, হৃদয়ে এ কোন করুন বীণা বাজালে.... তারপর ও বলি অসাধারণ আবৃত্তি ছিল।
@abdurrashid58675 жыл бұрын
কঠিন বাস্তবতা... এই কঠিন চোঁখে কখনো পানি আসে না আমার তবুও আজ অনুভব করলাম চোঁখের কোনো বিন্দু বিন্দু জ্বল কনা গড়িয়েছে😥
@cathrineanet8174 Жыл бұрын
চোখে জল চলে আসার মতো খুব সুন্দর চমৎকার এভাবেই এগিয়ে যাও আর আরো সুন্দর সুন্দর কাব্য আবেগঘন কথা উপহার দাও প্রাণ ছুঁয়ে গেলো গো
@motiurrahaman79005 жыл бұрын
Speach less it's true or Divine love 💙Which is boarder less, eternal and infinity...Dil ko chu geya... Love you too all for making and presenting this video.. Love you
@kalyanichakraborty17983 ай бұрын
নিঠুর কাব্যিক বেদনা ধারা..... লেখা ও পরিবেশন হৃদয়গ্রাহী। ধন্যবাদ।
@nandinibhar81523 ай бұрын
@@kalyanichakraborty1798 অনেক অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
@Foryou-r8p3 жыл бұрын
দিনে অন্তত দশ বার এর বেশি শুনতে হয় না হলে ভালো লাগেনা,❤️
@ratnamitra90514 жыл бұрын
খুব ভালো লাগল। কলম , কথন এবং আবহ ...অসামান্য মেলবন্ধন হয়েছে
@nandinibhar81524 жыл бұрын
Thank u soooo sooooo much madam.. Plzzz keep blessing me like this way..
@dipankarsaha61214 жыл бұрын
ভাষা নেই আমার। 💗💗💗 কুর্নিশ জানালাম। ❤❤❤
@prithwimitadas96004 жыл бұрын
দুর্দান্ত ম্যাম, মুগ্ধ হলাম শুনে । আমি আপনার পায়ের নখের যোগ্য নই, শুধুমাত্র চেষ্টা করি ।
@nandinibhar81524 жыл бұрын
এ মা, ছি ছি, এতো লজ্জা দেবেন না। আপনি আপনার মতো সুন্দর। চেষ্টাটাই তো আসল। আমিও ওই চেষ্টা টুকুই করি।
@prithwimitadas96004 жыл бұрын
@@nandinibhar8152 ম্যাম, আমি বেসিকালি ছাত্রী, আর কয়েক বছর ধরে লেখালিখি করি কিছু পত্রিকায় । আবৃত্তি এই কবিতারই অনুপ্রেরণা তে । মাথায় আপনার হাত রাখবেন, তাতেই আমি খুশী । তাতেই হবে। আর সাবধানে থাকবেন । খুব খারাপ অবস্থা আজকাল ।
@synthiadas72744 жыл бұрын
Awesome...👌👌💓 Kadiye dile..💓🥺🥺 👍💓👍
@deepagain11123 жыл бұрын
নিজেকে অনুভব করতে পারছিলাম ওই জায়গায়, চোখে জল এনে দিলো কথা গুলো❤️