আপনাদের সব ভিডীওর কথাগুলো যদি সব মানুষ শুনত! আমি তো এমন অনেক কাউন্সিলরদেরও দেখেছি যারা পরিবার,শান্তি বিনাশের দিকে আরো ইন্ধন দিচ্ছে। তবুও আলহামদুলিল্লাহ অবশেষে ইয়াহিয়া আমিন স্যার আর তাঁর টিমকে পেয়েছি, যাদের থেকে আমি সত্যিকারের সমাধানের আলো খুঁজে পাই। মহান রব আপনাদের এর বিনিময়ে উপযুক্ত প্রতিদান দিন।
@muhammodhimel92222 жыл бұрын
জা-যাকাল্লাহ খাইরান।খুবই গুরত্বপূর্ণ আলোচনা করেছেন।যতোটুকু বুঝতে পেরেছি ভালো মানুষ হওয়ার চর্চা আমাদের করা এখন মৌলিক কাজ।রাসূল সাঃ এর সেই উক্তি সেই পুরুষ উত্তম যে স্ত্রীর কাছে উত্তম-সেই স্ত্রী উত্তম যে স্বামীর কাছে উত্তম।
@mahfuzurrahman15702 жыл бұрын
@@captainjaicob5812 ভাই আপনি ওই যুগে জন্ম নিয়েছিলেন? ওই যুগটা ছিলো অন্ধকারের যুগ যেটা দুনিয়াতে আর কখনো আসবে না আর আপনি বিবি আয়েশার কথা বলতেছেন! নবিজী ২৫ বছর বয়সে ৪৫ বছর বয়সী বিবি খাদিজাকে বিয়ে করেছেন,সে কেনো এই তরুণ বয়সে তাকে বিয়ে করবে!আর সে যুগে বিবাহের কোন দরকার ই ছিলো না আপনি আপনার দৈহিক চাহিদা যেখানে সেখানে মিটাতে পারতেন।আর সেই সময় নবীজী বিবাহের প্রথা চালু করে গেছেন।আর নবীজীর কোন বিবির ই তার প্রতি কোন অভিযোগ ছিলো না।মুখে বলা অনেক সহজ ভাই ওই যুগে নিজেকে রেখে একটু চিন্তা করবেন।মাথা ঘুরানো ছাড়া কিছু পাবেন না
@fatinnoorismayil36742 жыл бұрын
@@captainjaicob5812 kzbin.info/www/bejne/inqtd2ibfpmJmdE কেয়ামতের ময়দানে আল্লাহ তায়ালার সামনে একত্রিত হওয়ার সেই দিন দেখা হবে ইনশাআল্লাহ। একমাত্র বিচারের দিনের মালিক আপনার মতো নিচু বুদ্ধির ব্যাক্তির জন্য কোন্ স্হানটি নির্বাচন করে দেন দেখবো ইনশাআল্লাহ। সময় ফুরিয়ে যাচ্ছে,যেমন ফুরিয়ে গেছে মিশরের যাদুঘরে রাখা ফেরাউনের।ড.মরিস বুকাইলকে নিয়ে করা ভিডিও গুলো দেখুন। আল্লাহ তায়ালা চাইলে হেদায়েতের পথে আসতেও পারেন।
@ZakirHossain-vk4sn2 жыл бұрын
দুই বিয়ের সু্যোগ করে দিলে আমার মনে হয় স্বামী পাপাচার থেকে বেঁচে যেতে পারে।
@Arafat-wl5sz2 жыл бұрын
এটা সবাই বোঝেনা। বুঝবে যেদিন হঠাৎ করে তার মৃত্যু উপস্থিত হবে তার বউ ক্ষমা করার আগেই।
@mickjohnas73152 жыл бұрын
@Dilruba Sultana Hira বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে আপনাদের সমস্যা হয় না।অথচ কোনো ছেলে কোরান এবং সুন্নাহ অনুযায়ী একাধিক স্ত্রী রাখে তাতে সমস্যা তাই না?
@masudranabahadur2 жыл бұрын
“তুমি গতকালের মাকে সন্মান করো নি, তাই আজকের মা সিদ্ধান্ত নিয়েছে সে আর মা হবে না!” অসাধারণ কথা😱
@skhossain41162 жыл бұрын
@@treasures_of_ilm01 You understand that but not every woman will understand that, That's the difference. We want more women like you.
@kawshikrahman63252 жыл бұрын
@@treasures_of_ilm01 You have my respect sister ❤️
@saddirbhai46252 жыл бұрын
Shit women empowerment
@saddirbhai46252 жыл бұрын
Phyoudo Women empowerment gang ra Mohilader House Wife Hoya Ke Barbar Kore Nichu Kore Dekhacche...Tai manush palla dite wife hote chay na
@saddirbhai46252 жыл бұрын
আইসেন আমার জ্ঞান মারানী...simp
@niajmorshed82452 жыл бұрын
এই পডকাস্টটা যে পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে, তা সত্যিই প্রশংসনীয়। জাস্ট একটা কথা বলার আছে, ইয়াহিয়া স্যার, আপনার গেস্ট যখন কথা বলবেন, প্লিজ কথা শেষ করতে দিবেন। মাঝখানে কথা বললে ফ্লো নষ্ট হয়ে যায়।
@marjanakter1872 жыл бұрын
মাশা-আল্লাহ।।একদম সময়োপযোগী আলোচনা।আরো চাই এমন! আল্লাহ আপনার কাজে বরকত দিন😊
@ami83962 жыл бұрын
অনেক অনেক বেশি শেয়ার হওয়া প্রয়োজন এই পডকাস্ট টি । তাহলে অনেক গুলো সংসার টিকে থাকবে আজীবন । অনেক ধন্যবাদ লাইফস্প্রিং কে।
@tasnianajiba60902 жыл бұрын
Dr Munmum jahan Mam এর চিন্তাধারা , বুঝানোর ধরন , যুক্তি এককথায় অসাধারণ ! Yahia Sir এর " তুমি গতকালকের মাকে সম্মান করনি তাই আজকের মা সিদ্ধান্ত নিয়েছে সে আর মা হবে না " এটি এক লাইনের একটি কথা তবে এর মধ্যে আছে গভীর চিন্তার খরাক ।
@atikullahashik94862 жыл бұрын
হ্যাঁ তবে চিন্তার গভীরতা আরো প্রয়োজন ড. মুনমুন জারা সাহেবার
@رَّبِّزِدْنِىعِلْمًا-و1ج2 жыл бұрын
@@atikullahashik9486 apni nije kon desher phd ? Joggotai oner payer juta r shoman o hobennae, lojja korena negetive comment korte?
@atikullahashik94862 жыл бұрын
@@رَّبِّزِدْنِىعِلْمًا-و1ج লজ্জা না থাকলেও কিংবা নেগেটিভ না বুঝালেও। যারা শিখতে চায় কিংবা শেখার পরিপূর্ণ মনমানসিকতা যাদের ভেতরে রাখতে চায়, তাদের কাছে এটা পজিটিভ কমেন্ট। কেননা- দীর্ঘ একটা আলোচনা শোনার পর এক লাইন মন্তব্য করা কিংবা কয়েকটা পয়েন্টে কথার গভীরতা কম পাওয়া, এটা বলা দোষের কিছু না। বা যার ব্যপারে বলা হবে তাকেও নিচু করা না। বরং আপনার মতো জ্ঞানী মানুষের কাছে একজন কমেন্টকারী হিসেবে প্রত্যাশা করতে পারি এভাবে - আলোচনার কোথায় পেলেন কথার গভীরতা কিছুটা কম? আপনার মতো গভীর জ্ঞানীর ব্যপারে অবাক না হয়েও বলতে হয়, পি.এইচ.ডি-র ডিগ্রি চাওয়া কিংবা লজ্জার কথা বলে সাধারণ একজন কমেন্টকারীকে তুচ্ছ ভেবে নিজেকে লজ্জিত করছেন নয় কি?
@sazzadahmadtanvir26882 жыл бұрын
আপনার কমন সেন্স এর অভাব আছে . নেগেটিভ কথা বলে নাই. বলছে উনার চিন্তার গভীরতা আরো প্রয়োজন তা আপনি আবার পুরা ভিডিওটা দেখলে নিজেই বুঝবেন যদি তা বুঝার মতো চিন্তার গভীরতা আপনার আসলেই থেকে থাকে
@yousufali32672 жыл бұрын
পুরো ভিডিওটা খুব মনেযোগ দিয়ে দেখলাম ... ইসলাম ধর্মের পূর্ণ অনুশীলন ব্যতীত শান্তি সম্ভব নয়... Allah help us
@mdliton65432 жыл бұрын
হুম ভাই
@mohammadsayeed25242 жыл бұрын
আসলে ইসলামী শরিয়ার কোনো বিকল্প দেখিনা আল্লাহর দিনটা একদম বেলেন্সড
@mdibrahimhowlader481 Жыл бұрын
Right bro Islam purnoggo jibonbidhan I am proud to be a Muslim ❤️
@hotpotatoes9165 Жыл бұрын
@DoodleDoo Жыл бұрын
beshi nari thakle valo hoy karon every purush 4 times marriage korle we need 4x women population.
@graphicsandarts4578 Жыл бұрын
ড:মুনমুন কে অসংখ্য ধন্যবাদ, আমি উনার একজন গুনমুগ্ধ ভক্ত,উনার অনেক গুলো আলোচনা আমার জীবন এর অনেক বড় বড় সমস্যার সমাধান দিয়েছে,আবারও ড: ইয়াহিয়া আমিন ভাইয়াকে ধন্যবাদ এমন এবং আলোচনা আমাদেরকে দেওয়ার জন্য
@arafathossain5352 жыл бұрын
I really loved the background that was used in the last Podcast with Sadman Bhai! This white color really gets in the eye! Just a suggestion! Really love the podcast! thank you !!!
@arifulakash62392 жыл бұрын
Agreed
@raufirrahman32142 жыл бұрын
Agreed
@beyondhope4humanity2 жыл бұрын
I don't understand how these videos don't have million views, that target resolving the most common issues in our society today! Keep going with such podcasts, they are gems!
@nusratjahan70882 жыл бұрын
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা অজান্তেই এমন অনেক কিছুই মাইন্ড সেট করি যা দিনশেষে আমাদের জীবনকে জটিল করে তুলছে।
@atikullahashik94862 жыл бұрын
জি
@InUnityWeStand12 жыл бұрын
এর জন্যই আল্লাহর বিধান শ্রেষ্ঠ বিধান।
@captainjaicob58122 жыл бұрын
জারা লিভটুগেথার বা লিভ ইন রিলেশন কে ঘ্রিনা করে তাদের কাছে আমার প্রশ্ন : আমাদের মহান নবি (স)। উনার মা বাবার কুরান,হাদিস,সরিয়া আয়িন অনুযায়ী বিয়ে হইনি তাই বলে কি উনাদের সম্পর্ক বইধ??? এছাড়াও নবি মুহাম্মদ এর সাথে খাদিযার বিয়া,আদম এর সাথে হাওয়া বিয়া এগুলো কুরান,হাদিস,সরিয়া আয়িন অনুযায়ী হইনি তাই বলে কি উনাদের সম্পর্ক বইধ??? আর নবি মুহাম্মদ বিয়ে ছাড়াই দাসি মারিয়া কিবতেয়ার সাথে লিভটুগেথার বা লিভ ইন রিলেশনসনসিন করে ইব্রাহিম এর জন্ম হইছিল
@touchoftastebysharminkhale33502 жыл бұрын
অসম্ভব সুন্দর আলোচনা। ভালো মানুষ হবার চেষ্টা করতেই হবে আমাদের সবাইকে। পরিবার থেকে, বন্ধু থেকে সব মিলায়ে জেগে উঠতে হবে। ধন্যবাদ
@nayeefachowdhury Жыл бұрын
চমৎকার লেগেছে বিশ্লেষণ। এতগুলো ইমপর্ট্যন্ট পয়েন্টে আলোচনা হয়েছে, সবগুলোর সাথে রিলেট করতে পেরেছি। আমারও কমেন্ট করতে ইচ্ছে করেছিলো অনেকগুলো পয়েন্টে। আজ শুধু একটা মন্তব্যই করি। আমার বাচ্চা যখন পাঁচ বছর বয়সী, তখন একজন আমাকে বলেছিলেন (তিনি বাংলাদেশে, আমি প্রবাসী), "বাচ্চাকে স্কুলে আনা-নেওয়ার জন্যই কি এত মেধা নিয়ে জন্মেছিলে!" ভদ্রলোকের শব্দচয়ন লক্ষ্য করুন - উনার কাছে "stay-at-home motherhood" = "বাচ্চাকে স্কুলে আনা-নেওয়া"। এছাড়া আমি তখন প্রবাসী, কোন সাপোর্ট নেই এবং আম্মার বাচ্চার বয়স মাত্র পাঁচ - এগুলো নাহয় ইকুয়েশনের মধ্যে না-ই আনলাম। এই হল মাতৃত্ব নিয়ে মেজরিটির mindset.
I'm greatly thankful to Dr. Yahia Amin sir and Dr Munmun Jahan mam for arrangeing such a podcast.We hope we'll get more videos on the real solution of this type of social problems .We also must say the rules of islam and quotes of Hazrat Muhammad(SM) are much beneficial for solving these types of problems in our society.Please keep going .
@phoneprofile29882 жыл бұрын
Both needs a shoulder to cry.
@abu-vai-sunny-vai Жыл бұрын
Problem came when we abandoned Islamic education/culture for Western education/culture. They march for women's rights without knowing what are these rights. Final outcome is, they divorce their husbands for freedom but they eventually stuck with only fans. However, I see my neighbors they are super happy though sometimes they have fight with their partners. So come to the basic.
@sheikhasif38112 жыл бұрын
খুবই উচ্চ লেভেলের কথাবার্তা। ❤️
@ImranKhan-bi7kn2 жыл бұрын
It is difficult to explain how good this podcast is. Superb. Keep this good work. This generation needs this type of discussion.
@hotpotatoes9165 Жыл бұрын
@iqbalprodhan842 жыл бұрын
প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলাম, অনেক কিছু বুঝলাম শিখলাম 👈
@zakariyarazi82472 жыл бұрын
ডাক্তার সাহেব, সেইরকম একটা আলোচনা উপহার দিলেন। অনেক ধন্যবাদ। অনেক কিছু জানলাম অনেক উপকার হলো।
@villagefishingwithbrothers81722 жыл бұрын
একমাত্র পরিবারই হচ্ছে একজন মানুষের সব থেকে নিরাপদ জায়গা । পরিবারের মানুষগুলোর উচিৎ সবার খেয়াল রাখা এবং নিজেদের মধ্যে সময় দেওয়া । সমাজ আগেও ছিলো এখনও আছে । একমাত্র পরিবারই পারে সব সমস্যার সমাধান করতে।
@najibullah89022 жыл бұрын
ভালো মানুষের সাথে থাকলে তখন ভালো জীবন সুন্দর হয় ঠিক খারাপ সাথে থাকলে তার জীবন অসুন্দর হয়। কিন্তু যার চরিত্র খারাপ হয় সে ইচ্ছে মত করে যাবে হোক ছেলে হোক মেয়ে। তবে দূর্বলতা সুযোগ নিয়ে তখন এসব কাজ করে।যার মনে শয়তানি পরিণত হবে তখন তারা সন্তানের চিন্তা ভাবনা না করে এসব কাজ করে।কিন্তু তাদের জীবন পশু চাইতেও খারাপ যাই যদিও তারা সুখের জন্য এতো কিছু করে।আল্লাহ এসব থেকে হেফাজত করুক।
@riazulalam671 Жыл бұрын
পর্দার বিধান তো মানা হচ্ছে না।। আপনাকে অনেক ভালোবাসি ভাই,আল্লাহ তায়াল জন্য। একটু খেয়াল কইরেন, এগুলো।।
@joynabbanu3382 жыл бұрын
আমার সালাম জানবেন আপনারা। অনেক গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী বিষয় নিয়ে আলোচনা করছেন,সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কে। এই ধরনের অনেক অভিজ্ঞতা আমার কাছে আছে। আমিও পারিবারিক ভাবে কাউন্সিলিং করছি। আপনাদের আলোচনা মধ্যে প্রথমে একজন লোকের কথা চলছিল, সেই লোকটা, যিনি অনেক নারীভুগী,তার এই অবস্থায় তার স্ত্রীর অবস্থা কী করেছেন এবং কী করা উচিৎ? সেটা নিয়ে সম্পূর্ণভাবে, পরিপূর্ণ আলোচনা করুন। আমি, এক লাইনে বলতে চাই ছি, যে-একজন নারী মানে সে মানুষ, মা, ধরিত্রীপুরে রাণী, ভালো মানুষের সৃষ্টি কারীনী।মা, মেয়ে, ছেলে ইত্যাদি বিষয়ে ভালো মা হিসাবে মেয়েদের কে সুশিক্ষা দিতে হবে।পাশাপাশি ছেলে -মেয়ে উভয় কে ই ঘর হতে শুরু করে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি পর্যন্ত আত্ম সম্মান বোধের বিষয়ে জ্ঞান চর্চা করা উচিৎ। আর আমাদের শিক্ষা মন্ত্রনালয় হতে শুরু করে সব ধরনের শিক্ষক শিক্ষিকা গণদেরও জানতে হবে আত্ম সম্মান বোধ সম্পর্কে। যে আত্ম সম্মান বোধ মানে কী ও কেনো? সব মিলিয়ে বিশাল একটা গঠন মূলক কাজ করতে হবে। যে -যে-ই ধর্মের বা বিধানের ই হোন না কেনো,তা সম্পর্কেও বিশেষ ভাবে জানতে হবে। শোনা কথা,বা পূর্ব পুরুষদের বলা কথায় বিশেষ ভাবে আলোচনা না করে আমরা সবাই, সবাইকে বলি এবং আন্তরিক ভাবে সমাজের সকল অসংগতি নিয়ে আলোচনা করি। ইনশাআল্লাহুল আ'জীজ। আল্লাহ তা'য়ালা আমাদের সবাই কে হেফাজত করবেন ই। আপনাদের সর্বাঙ্গিন মঙ্গল কামনায় রইলাম সর্বদা। আমাদের সমাজের বেশির ভাগ মানুষ ই টাকা পয়সা,ভোগ বিলাসী, প্রতিযোগীতা মূলক উপলব্ধি তে বাস করছি। আল্লাহ তা'য়ালা আমাদেরকে সত্য ও শান্তি তে থাকতে সাহায্য করুন। ধন্যবাদ আপনাদের এই আয়োজনের জন্য। সঠিক শিক্ষা কী এবং কেনো,এটার উপকারীতা,সংসার কী এবং কেনো এটার উপকারীতা,তারপর প্রকৃত মানুষ কী এবং এরা কেমন, শান্তি ও সুখ সমৃদ্ধি কী, এ গুলো কিভাবে আমাদের জীবন গড়াতে সাহায্য করে??? ইত্যাদি বিষয়ে আলাদা আলাদা করে আলোচনা গুলো করুন। 🤲🤲🤲🤲❤❤🌹🌹
@gazimuhammadabdullahmahmud51582 жыл бұрын
Really good quality audio. Previous dark background was better.
@sadiaahmed46752 жыл бұрын
বারো বছর আগে আমি শুনলে খুব ভালো হত। কিন্তু এখনো অনেক উপকার হলো
@mdibrahimhowlader481 Жыл бұрын
তুমি গতকালকের মা'কে সন্মান করনাই। তাই আজকের মা সে সিদ্ধান্ত নিয়েছে সে আর মা হবে না। দারুন ছিল podcast টা yahia amin sir এর podcast মানে অসাধারন 🖤🖤🖤
@runasdailykitchenvlog252 жыл бұрын
অসাধারন ! একটা সময় মনে করেন স্বামীরা যে আমাকে ছেড়ে আর যাবে না, তখনও সে আর ভালো হতে পারেনা,খারাপ সভাবের লোকটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে চান।সবোপরি অসাধারন আলোচনা,ধন্যবাদ।
@farhanaeva10082 жыл бұрын
Din seshe honesty is the best policy..Follow Islam…be a good muslim ..this the key to have a happy life in here life and hereafter life ..Thank you so much for this great conversation .!!! Always love your lecture !!
@shopnilkhan82762 жыл бұрын
why one have to follow islam to be happy in life? why don'tany other philosophy or religion?
@sadifibtesam21542 жыл бұрын
@@shopnilkhan8276 we can literally have a lifetime long conversation following it but never reach an agreement, because every human being is different than others
@seekeroflight37652 жыл бұрын
The best solution has been given who has created both Male and Female in their journey of Earthly life. I appreciate your ominous understanding. Zazak Allah Khairan.
@mahedihasan-jo3ss2 жыл бұрын
বর্তমান সমাজের প্রেক্ষাপটে আপনার আলোচনাগুলো অনেক গুরুত্বপূর্ণ।
@yahiaamin2 жыл бұрын
Glad you liked it
@nazmunnahar-yu8cz2 жыл бұрын
Thanks a lot to both of you for discussing one of the crucial issues of the society. But I think you should discuss how to get a healthy relation among this toxic people and the society. Both of you are quite good thinker and this is why some people like me are looking for the solutions to take ourselves to the right, ethical and at a time healthy life. Thanks again and gratitude.
@mohuyamoonwara19082 жыл бұрын
I'm just totally speechless.. দুজন জ্ঞানী ব্যক্তি এবং আমার অনেক পছন্দের মানুষ।এত সুন্দরভাবে বর্তমান সমাজের চিত্র, ভালো মন্দ সবকিছু আলোচনা করলেন,অনেক অনেক অনেক কিছু শেখার আছে এই এক ঘণ্টার পডকাস্টে।সবার আগে মানুষ হতে হবে।নৈতিকতা শিক্ষাটা পরিবার থেকে শেখানো শুরু করা উচিত।তবেই যদি ধীরে ধীরে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে সরে আসতে কারি আমরা, না হলে আমার মনে হয় এই মানবসমাজের অধঃপতন অনিবার্য।
@yahiaamin2 жыл бұрын
Thanks For Watching.
@bdmusic8309 Жыл бұрын
নৈতিক শিক্ষা পরিবার থেকে পেলেও পার্টনার থেকে যদি শারীরীক মানসিক চাহিদা পূরন না হয় তখনই পরকিয়ায় জড়ায় সবাই।
@brightislam81862 жыл бұрын
this podcast has a very bright future.keep it up sir, we are with you.
@Moonlight-r5b5m2 жыл бұрын
দারুণ লেগেছে আলোচনাটা ............ অনেক অনেক ভালো লেগেছে, খুবই কন্সট্রাক্টিভ আলোচনা। কিন্তু Positive Masculinity ত demand driven, অর্থাৎ চাহিদা না থাকলে তৈরি হবে কিভাবে? আর এই Positive Masculinity এর সরাসরি উপকারভোগী যারা তারাই ত এই চাহিদা সৃষ্টি করবে, মেয়েরা না চাইলে এটা কোনদিনই আসবেনা।
@alap57572 жыл бұрын
Prolly one of the best podcasts I've listened to till now.
@nakbocha2 жыл бұрын
The kind of podcast is truly needed in our country
@mainulislam87562 жыл бұрын
সুন্দর একটি আলোচনা করার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই। মানুষ মনে হয় নিজেই জানে না সে কি চায়। যে কারণে ভুল গুলো করছেন।আমাদের উচ্চ শিক্ষিত লোকেরা ছেলে মেয়েদের ভুল পথে চালিত করছেন ভুল শিক্ষা দান করছেন। পারিবারিক ভাবে একে অপরকে সমীহ করা মা ও বাবার সঙ্গে ভালো ব্যবহার করা সঠিক শিক্ষা দান করা উচিত। ছেলে মেয়েদের সহজ মেলামেশা পরকীয়া প্রেমের কারণ। মেয়ে দের খামখেয়ালি ও সহযোগিতায় এ ধরনের ঘটনা ঘটেছে। একটা সংসার ভেঙেফেলার জন্য সহযোগিতা না করে সঠিক উপদেশ দিয়ে সংসার জোরালাগানোর সহযোগিতা করা সকলেরই উচিত। স্বাধীনতার নামে ভালো জীবন গুলো শেষ হয়ে যাবে। কিছুটা ইসলামের শিক্ষা অনুযায়ী ছেলে মেয়ে কে মানুষ করা উচিত। যে কারণে মানুষের জীবন থেকে ভালবাসা হারিয়ে গেছে। একটা ছেলে বা মেয়ে যখন শারীরিক বা মানসিক সহযোগিতা না পাওয়ার কারণে তখন ছেলে বা মেয়ে পরকীয়া প্রেমে জরিয়েপরছে । সংসারে ছেলে মেয়ে দুজন দুজনকে ভালবেসে একে অপরকে সমীহ করা উচিত।
@rumanaakhtar5234 Жыл бұрын
খাদিজা রাদিআল্লাহু তাআ'লা আনহার কথা দারুণভাবে বললেন। এই জায়গায় এসে কিছু নিতে পারলাম আমি। অনেক অনেক ধন্যবাদ।
@chyafrin Жыл бұрын
অনেক সুন্দর,,,আলোচনা,,,সবার,,,, জন্য,,, খুব,,উপযোগি,, আলোচনা শুকরিয়া,, জানাই,, আপনাদের,কে,, এই,,,, কথা,,,গুলি,তুলে, ধরেছেন তাই
@saminarahman30542 жыл бұрын
অনেক ধন্যবাদ একটা জীবন ঘনিস্ট আলোচনা জন্য। 🍀
@samirsakir9202 жыл бұрын
Bro honestly speaking, i love your podcasts. please don't stop making these kinda videos. A lot to learn.
@mohammadshafayath53182 жыл бұрын
Dr. Munmun jahan দারুন বলেছেন। Amazing😍
@ashrafulrahaman51452 жыл бұрын
Full video dekhlam single second o skip na kore.. onk kichu shikhte parlam jante parlam. Dhonnobad 🙂
@tasrikbinjewel64132 жыл бұрын
এইটা অন্য লেভেলের ❤️❤️❤️
@md.nafiulislamshambir32922 жыл бұрын
wow!!!!!!!!!!!! Actually just one podcast episode is enough to change your entire perspective, Too good🥺🥺🥺🥺
@malihakhatun93192 жыл бұрын
মুনমুন ম্যাম এর বক্তব্য যুক্তিপূর্ণ বাচনভঙ্গি অসাধারণ, অপরদিকে ইয়াহিয়া সাহেবের শব্দ চয়ন খুবই আপত্তিকর।বক্তব্যও নেতিবাচক। একজন মনোবিজ্ঞানীর কাছ থেকে এটা আশা করা যায় না।
@mehrinmehnaz97512 жыл бұрын
আপনাদের each and every point of views খুবই যৌক্তিক। ভাল লাগে
@sabihasultana40692 жыл бұрын
অনেক সুন্দর আলোচনা। অনেক মূল্যবান কথাগুলি। ডঃ মুনমুনের কথাগুলি অনেক গুছানো। ধন্যবাদ দুজনকেই
@atikullahashik94862 жыл бұрын
জি
@rafiaruma3683 Жыл бұрын
অতি বাস্তব ও সত্যি কথা বলেছেন ম্যাডাম। আমি বড় হয়েছি এমন ই একজন বাবার ঘরে। তাই আজ ও এই ট্রমা থেকে বের হয়ে আসতে পারছি না।আজ আমি মধ্য বয়সী একজন নারী। পুরুষদের আজ ও এমনটাই দেখছি।
@farhanaafrinmou59752 жыл бұрын
ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর টপিক নিয়ে এরকম পডকাস্ট করার জন্য। এগিয়ে যেতে থাকুন, দোয়া রইলো । একটি সামান্য ফিডব্যাক, বিবেচনা করে দেখবেন, কালো ব্যাকগ্রাউন্ডটাই ভালো লাগছিল। চোখে লাগছে সাদাটা। যেহেতু লং টাইম দেখতে হবে চোখের আরাম হলে ভালো হয়। ❤️❤️
@nejumsultana70202 жыл бұрын
স্ত্রী থাকা সত্বেও অন্যনারী আসক্ত পুরুষ আর স্বামী থাকা সত্বেও পুরুষ আসক্ত নারী উভয়ই ভয়ংকর।।
@atikullahashik94862 жыл бұрын
জি
@bulbulshak63319 күн бұрын
সহমত
@abdulmomen52452 жыл бұрын
আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক ❤️ আল্লাহ আপনাকে কবুল করুক ❤️❤️❤️
এখানে পুরুষ বক্তা, নারী শ্রোতা। মানুষের মন অসীম সাগরের মতো। তা বুঝতে গেলে কেবল ডিগ্রী দিয়ে হয় না। আরও অভিজ্ঞতা, গভীরতা, মন মানসিকতার মুক্ত মনে চর্চার দরকার। ইয়াহিয়া সাহেবের বক্তব্য ভালো লাগলো।
@mohammadamimulahsan42972 жыл бұрын
Indeed you guys critically analyzed the thoughts and facts of male female relations from both inner and outside perspective. Good job. I wish your success. Religious values and Ikhlas should be incorporated in your analysis.
@MdAshrafurRahman2 жыл бұрын
It will help the youth to take proper decision at right time.
@ummekulsum91272 жыл бұрын
I am agree with you. Religious values are very important. They should have knowledge about Deen & Dunia very well beside their regular education & career. If someone is mentally sick ( seriously) that is deferent.
@mohammadamimulahsan42972 жыл бұрын
@@ummekulsum9127 Thank you very much!
@Mahadi.H2 жыл бұрын
Alhumdulillah, ami jemon ceyecilam thik temon ey details e discussion hocce , last 2 year wait kore cilam , at last start hoice 😍😍
@cinemaghor742 жыл бұрын
প্রবাসী দের মানসিক স্বাস্থ্য নিয়ে একটা ভিডিও করলে খুব উপকৃত হতাম।🙏🙏🙏 আর আপনার কাজগুলো আল্লাহ্ কবুল করুক। ❤🌹🥀 ধন্যবাদ ভাই🥀🌹❤
@msttania40852 жыл бұрын
৫৭:৩০ সেকেন্ড এ ড.মুনমুন আপু যা বললেন সেটা একদম কঠিন বাস্তবতা।
@shahriqrahman22402 жыл бұрын
After Trinomial podcast this is the podcast that gives me goosebumps. Thank you for this wonderful podcast
@ritas4102 жыл бұрын
Better than trinomial podcasts
@casualsadi31442 жыл бұрын
both are good in their own way.. but this is good for boosting your Iman and will remind you that dunia is nothing !!! Akhirah is the ultimate destination...
@shopnilkhan82762 жыл бұрын
@@ritas410 it has high potential but here you will get perspectives of two not three, that's what it lacks
@Akter-u3b15 күн бұрын
কিছু ক্ষেত্রে মিল পেলাম, কিছু অস্পষ্ট ধারনা স্বচ্ছ হলো,অনেক প্রশ্নের উত্তর পেলাম। ধন্যবাদ। সেইম সিচুয়েশন....😢
@yahiaamin14 күн бұрын
Thanks for watching!
@lifewithislam81102 жыл бұрын
এই চ্যানেলের পাশাপাশি পডকাস্টের জন্য আলাদা একটা চ্যানেল হলে ভালো হতো
@ShahAlam-gf2pr Жыл бұрын
অনেক মনোযোগ দিয়ে শুনলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। কত সুন্দরভাবে বুঝালেন। ইনশাআল্লাহ আমি একজন উত্তম পুরুষ হব।
@relishbee1872 жыл бұрын
Thank you for this much needed discussion! Its an eye opener.
@hridaykhan65182 жыл бұрын
সুন্দর উপস্থাপন, বাচনভঙ্গী ছিল অসাধারন, ❤️
@জগাখিচুড়ি-ব৫ত2 жыл бұрын
আল্লাহ আপনার ভালো করুক স্যার। মন থেকে দোয়া রইলো।
@tashinausjahan74952 жыл бұрын
Thank you so much for this wonderful podcast!!! It was much needed.
@ashequeyamin74542 жыл бұрын
Wonderful discussion. Many core issues are brought in the light with superb professionalism. Many thanks for tie effort, sincerity, and good intention to serve the society. May Allah bless you all.
@TheMoralCompass.2 жыл бұрын
আগের ভিডিওর ব্যগ্রাউন্ড লাইটিং টা সুন্দর ছিল। গেস্ট দের পরিচয় টা দিলে ভাল হয় শুরুতে
@jaimapopy2992 жыл бұрын
পুরো আলোচনা মনোযোগ দিয়ে শুনেছি। আমি নিজেও চাকুরীজীবি যদিও সংসার সামলে চাকরী করা অনেক ঝামেলা কিন্তু ইকোনোমিক্যালি সলভেন্ট হলে মানসিক ভাবে অনেক ভালো থাকা যায়। এটা আসলে ফ্যান্টাসীর বিষয় না হলেও প্রয়োজনএর তাগিদে করতে হয়
@apu67972 жыл бұрын
আপনার ধারণা ভুল। আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভালোবাসুন তাহলেই আপনার ধারণা বদলে যাবে।
@noobieexplorer46972 жыл бұрын
Best wishes for your life
@bulbulshak63319 күн бұрын
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা অসাধারণ আলহামদুলিল্লাহ্
@yahiaamin18 күн бұрын
অসংখ্য ধন্যবাদ!
@Saurov352 жыл бұрын
এটা ১৯২২ সাল হোক বা ২০২২ সাল হোক। একজন মানুষ হিসেবে আমাদের নৈতিকতা চর্চা করতে হবে৷
@rahatamin18732 жыл бұрын
মানে অদ্ভুত। সবকিছুর ছেলের দোষ।
@arafatjewel75492 жыл бұрын
বেশ ভালো লেগেছে। বাট ইয়াহিয়া ভাইকে সাজেস্ট করবো কথার মাঝে ইন্টারেপশনটা কম করতে, এতে পডকাস্ট আরও বেশি ফ্রুটফুল হবে। ❤️
@501292 жыл бұрын
jazakumullah khair dr yahia amin and dr munmun jahan.
@safwansakib31162 жыл бұрын
That's a very profound podcast 🖤
@md.redwanullahbhuiyan33182 жыл бұрын
wow.....Apnara amazing...Asa kori somazer chinta babna kisu change hobe.
@mailloader2 жыл бұрын
অসাধারণ কথা😱 আল্লাহ আপনার কাজে বরকত দিন😊
@fatechan96072 жыл бұрын
if i could only hear dr. munmun talk, for forever
@arifulakash62392 жыл бұрын
She's married 🥴
@mdkawsarislamyeasin40402 жыл бұрын
সময়ের কারনে লাইভ দেখতে না পারলেও পরে ফুল ভিডীও দেখি। আসলেই অনেক কিছু বুঝা যায়। 🙂
@shahadathossain46862 жыл бұрын
আমার ব্যক্তিগত ধারনা সংসার ভাঙ্গার প্রধান কয়েকটি কারণ আছে এর মধ্যে ১টি স্বামী- স্ত্রীদের চরিত্র ঠিক না থাকার কারণে। ২ টি হল ছেলে মেয়ে উভয় ফ্রি মিক্সিং। ৩ টি হলো হাতে অ্যান্ড্রয়েড ফোন। সব থেকে বেশি ক্ষতি করছে হাতের ফোনটা। 😭
@JafarMohammed-tb3xh Жыл бұрын
আল্লাহ তাআলার ভয় না থাকলে যা ইচ্ছে তা করতে পারে।আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক আমীন।
@mdalauddinallo4799 Жыл бұрын
ইসলামী মূল্যবোধ ও রাসুলের সুন্নাহ্ বেরিয়ে যাওয়া সমস্যার কারণ।
@Nafiz132 жыл бұрын
Bhaiya, Black background is better than white one. You two look Like Brother and Sister. Fantastic PodCast.
@NatureofWorld4k2 жыл бұрын
Very very important podcast.You can't ignore this podcast. ❤️
@monirhossain1077 Жыл бұрын
Thanks to Yahia nhai & Munmun apa.
@501292 жыл бұрын
সচেতনতার জন্য এই জিনিসগুলো দেখে পরে নিজের মধ্যে প্যানিক অ্যাটাক কাজ করে আর মনে হয় "ভবিষ্যতে যদি আমার সাথেও এমনটা হয়, তখন?"
@fariaakter851 Жыл бұрын
Great discussion 👍
@saodabintenewaz522 Жыл бұрын
খুবই সুন্দর podecast 😍🥰🤩❤😮😊too much helpful . Thanks to u two.
@afsanabakir20182 жыл бұрын
ভালো লাগলো। গুরুত্বপূর্ণ আলোচনা।
@sayemaali2388 Жыл бұрын
সুন্দর একটি আলোচনা করার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই।
@maimoonakhan72032 жыл бұрын
স্যার, 'মা শূন্য পৃথিবী' শুনে এ পর্যন্ত তিনজনকে পেয়েছি (আমি সহ) যারা এমন ভেবেছে যেন এটা 'তোমার মা না থাকলে জীবন কত দুর্বিষহ হত/হবে' এ বিষয়ে পডক্যাস্টটি করা হয়েছে (সুষমা রেজা ম্যামের সাথে যে পডক্যাস্টটি)। এবং পডক্যাস্টটি শুনতে গিয়ে মনে হল প্রথম যেই টাইমস্ট্যাম্প টা ছিল সেটা টাইটেল হলে ভালো হতঃ 'মাতৃত্ব সমস্যা নাকি সমাধান?' স্যার, এটা সেরা টাইটেল না ও হতে পারে, ভুল হলে মাফ করবেন, তবে বিষয়টা নিয়ে একটু ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি। আপনার বইয়ের জন্য অসংখ্য শুভকামনা, এবং খুবই আগ্রহী, উৎফুল্ল হয়ে আছি, কবে নামবে বইটা!!!!! 'মহান রব আপনাদের এর বিনিময়ে উপযুক্ত প্রতিদান দিন।'
@annikaandersson8912 жыл бұрын
Dr. Mnnmun khub deep analysis kora kotha bolechen. Same dr. Yahiya... Agiye jan. Allah apnader shohay houk. Ei analysis er upor kaj kora onek joruri hoye geche. Jibone eka thaka eto tao shohoj noy. But etai try korchi. Mrittur cheye valo vabe bachte try kora valo.
@aalavimahinkhan39562 жыл бұрын
Damn! This was eye opening! Brother yahiya amin and mumun apu! Thanks for this incredible episode!!
@md.shakilkhan92502 жыл бұрын
ভালো লেগেছে, আসলেই আমাদেরকে সমস্যার মূলে যেতে হবে। আমার মনে হয় নারীদের অধিকার নিশ্চিতে পুরুষদের কাউন্সিলিং দরকার। আর আপনারা সত্যজিৎ রায়ের ‘ফেলুদা'র ড. মুন্সীর ডায়েরীর’ মতো যেভাবে পেশেন্টদের কেস হিস্ট্রি ব্যাখ্যা করেন, পেশেন্টতো আর পাবেন না! 😄 আর বাচ্চার কান্না শুনলাম মনে হয়!! 😀
@yeamimkhan69802 жыл бұрын
Very well organized and thoughtful discussion, thank you so very much.
@shuvokhan2872 Жыл бұрын
খুব গুরুত্বপূর্ণ আলোচনা অনেক কিছু জানলাম
@innocentkidsf Жыл бұрын
dr Munmun valo kotha bolen, good listener
@mirfakhruzzaman2 жыл бұрын
Loved today's discussion...I don't want to be a sheep...and I don't want to be a fox either...i guess I'll try to find the the balance between the two and be a better human being