Sir ami apner ei process ta apply korechi but SCP plugin front aa ar show hocche na sir akhon ata ki ar thik kora jabe???
@shakyasinhaАй бұрын
@@pritamghosh427 পাইথন প্যাকেজ প্রপার ডাউনলোড এবং ইন্সটল করার পর, SCP প্লাগিন ইনস্টল করেছো। এক্ষেত্রে মেনু টুলবারে অর্থাৎ একদম ওপরে অতি অবশ্যই SCP অপশন এনাবেল থাকবে। SCP আইকন অর্থাৎ "SCP Dock" যদি না খুঁজে পাওয়া যায়, সেই ক্ষেত্রে মেনু টুলবারে "View" অপশনে ক্লিক করো - তারপর "Toolbar" - তারপর "SCP Working Toolbar" অপশনের চেক বক্সে ক্লিক করো।
@disharoy6908Ай бұрын
Sir setup option double click korar por oo open hocche na
@shakyasinhaАй бұрын
@@disharoy6908 অবশ্যই আসবে, যথাযথভাবে ডবল ক্লিক হয়নি সম্ভবত। যদি না আসে সেক্ষেত্রে, "Setup" শর্টকাট key এর ওপর রাইট ক্লিক করে, Run as Administrator অপশনে ক্লিক করো। তাহলেও অপশন গুলি আসবে।
@bhoboghurebangikАй бұрын
sir supervised classification download hoyeche kintu sir etate scp r last e classification er settings er ta hcche na
@shakyasinhaАй бұрын
@@bhoboghurebangik সুপারভাইসড ক্লাসিফিকেশন ডাউনলোড হয়েছে, এর অর্থ বুঝলাম না। নতুন SCP তে, Band processing এর মধ্যে Classification অপশন আছে।
@bristibiswas11262 күн бұрын
Sir , c drive a setup option e show korche na
@shakyasinhaКүн бұрын
@@bristibiswas1126 যথাযথ ভাবে QGIS ইনস্টল থাকলে, অতি অবশ্যই C- ড্রাইভে সেট-আপ এর শর্টকাট কি থাকবে। যদি আপডেটেড SCP প্লাগিনে এ সমস্যা হয়, তবেই এই প্রসেসটি সম্পাদন করো, নচেৎ নয়। সে ক্ষেত্রে হুবহু স্টেপ গুলো ফলো করো।
@bristibiswas1126Күн бұрын
@shakyasinha ok sir
@Kolkatakonya21 сағат бұрын
Sir amr to install a6e thik moto tao kno set up option as6e na ektu bolben please 😭🙏🏻@@shakyasinha
@Instrumental.music.001Ай бұрын
Sir bolchi C windows গিয়ে setup a click করার পর কোনো কিছু তো আসছে না
@shakyasinhaАй бұрын
অবশ্যই আসবে। QGIS সফটওয়্যার যেন ওপেন না থাকে এবং ইন্টারনেট সংযোগ যথাযথ করে তারপর Setup শর্টকাট key এর ওপর রাইট ক্লিক করে, Run as Administrator অপশনে ক্লিক করো। তাহলেও অপশন গুলি আসবে। এর পরেও যদি না এসে থাকে, তার কিছু কারণ থাকতে পারে যেমন : 1. অ্যান্টিভাইরাস সেট আপ ফাইল ব্লক করতে পারে, সে ক্ষেত্রে সেটা আনব্লক করতে হবে তথা পারমিশন দিতে হবে। 2. কম্পিউটারের অপারেটিং সিস্টেম যদি পুরনো হয়, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। 3. শর্টকাট কি কোরাপ্ট হতে পারে, যথাযথ qgis ইনস্টল না হওয়ার কারণে।
@SwastikawondersАй бұрын
Sir amar qgis e scp 8.5 version show korche ami install korchi scp but show korchena installed dekhacche but tarpor remotior sensor update dekhacche r scp o show korchena ki korbo sir please bolun please 🙏
@shakyasinhaАй бұрын
@@Swastikawonders প্রথমে SCP প্লাগিন uninstall করো, তারপর QGIS ক্লোজ করো। তারপর এই E নম্বর "পাইথন এরর" ভিডিওতে যে স্টেপ গুলি রয়েছে, পরপর সেগুলি সম্পূর্ণ ফলো করো। পাইথন প্যাকেজ ডাউনলোড ও ইনস্টল হবে। এরপর QGIS ওপেন করো, তারপর SCP 8.5 ভার্সন ইন্সটল করো। আর কোনো প্রব্লেম হবে না। এবং SCP অপশন ও এনাবল হয়ে যাবে। তবে পাইথন প্যাকেজ ডাউনলোড ও ইন্সটল হতে কমপক্ষে 2 GB নেট এবং প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগবে।
@SwastikawondersАй бұрын
@shakyasinha thank you sir
@helpingalways494113 күн бұрын
তবুও হচ্ছে না, প্লিজ আর একটা বিকল্প পদ্ধতি বলুন 🙏🙏
@shakyasinha8 күн бұрын
@@helpingalways4941 আর কোন বিকল্প সহজ পদ্ধতি আমার জানা নেই। পাইথন ল্যাঙ্গুয়েজ যারা জানেন, তারা সাহায্য করতে পারবেন।
@mukulgayen94127 күн бұрын
Setup এ ডাবল ক্লিক করার পর Windows cannot find দেখাচ্ছে,, সেক্ষেত্রে কী করবো স্যার?? Please help me.
@shakyasinha26 күн бұрын
@@mukulgayen941 QGIS সফটওয়্যার যেন ওপেন না থাকে এবং ইন্টারনেট সংযোগ যথাযথ করে তারপর Setup শর্টকাট key এর ওপর রাইট ক্লিক করে, Run as Administrator অপশনে ক্লিক করো। তাহলেও অপশন গুলি আসবে।
@mukulgayen94126 күн бұрын
@shakyasinha ok Sir... Thank You 🥰
@mukulgayen9419 күн бұрын
Sir, download করার জন্য তো কোনো download site এর লিস্ট আসছে না। তাহলে কী করবো ? বলুন please.
@shakyasinha8 күн бұрын
@@mukulgayen941 তুমি যেহেতু পুরাতন ভার্সনের QGIS (3.10) ব্যবহার করছো, সেই ক্ষেত্রে পুরাতন ভার্সনের SCP প্লাগিনস (যেমন 7.0.0 বা 7.10.11) ব্যবহার করো। plugins.qgis.org/plugins/SemiAutomaticClassificationPlugin/#plugin-versions এখানে ক্লিক করে, ভার্সন অপশনে ক্লিক করো, পুরাতন সমস্ত ভার্সন দেখতে পাবে। সেখান থেকে 7.10.11 টা ডাওনলোড করে, ইন্সটল করে নাও।
@mukulgayen9416 күн бұрын
@@shakyasinha Thank You sir 🥰
@mukulgayen9419 күн бұрын
Qgis 3.10.0 তে কি এটা আপডেট করা যাবে??
@shakyasinha8 күн бұрын
@@mukulgayen941 তোমার যদি SCP প্লাগিন এ সমস্যা হয়, সেই ক্ষেত্রেই আপডেট করো; নচেৎ নয়। তবে QGIS 3.10 ভার্সন যদি ব্যবহার করে থাকো; সেই ক্ষেত্রে SCP 7.10.11 ভার্সন ব্যবহার করো। সার্চ ইঞ্জিন গুগলে লেখো "Semi automatic classification plugin 7.10.11" , প্রথম লিংকে ক্লিক করো। ডাউনলোড অপশন পাবে, ডাউনলোড করে নাও। প্লাগিন্সটি ZIP ফাইল হিসাবে ডাওনলোড হবে। তারপর QGIS সফটওয়্যারে, Plugin এ ক্লিক করো, তারপর Manage and Install Plugin এ ক্লিক করে, Install from Zip অপশনে ক্লিক করো। ডানদিকে browse অপশনে ক্লিক করে, ডাউনলোড হওয়া ZIP ফাইলটি সিলেক্ট করো, এবং install করো। পুরাতন ভার্সন QGIS এর ক্ষেত্রে, পুরাতন ভার্সন SCP প্লাগিন ব্যবহার করা উচিত। কারণ QGIS এর ভার্সনের উপর ডিপেন্ড করেই, SCP প্লাগিন কে ডেভেলপ করা হয়।