আপনার শিক্ষা,জ্ঞান এবং বিশ্লেষণ করার ক্ষমতা কে নতজানু সহস্র সশ্রদ্ধ প্রণাম...
@gobindaprasadkhatua45511 ай бұрын
কিন্তু সব চটির তলায় বির্ষজন দিয়েছে।
@ArpitaSen-fe8uv14 күн бұрын
গুণীকে সম্মান করতে শিখুন । অশিক্ষার পরিচয় দিয়ে কী লাভ ?
@amarnathchattaraj8293 Жыл бұрын
শ্রাদ্ধ্যাদি অনুষ্ঠানে আহার সম্বন্ধে অনেক যুক্তি সহ অজানা তথ্য জ্ঞান হল। মহাশয়কে প্রণাম জানাই।
@uddalakbhattacharya3700Сағат бұрын
অসামান্য আপনার আলোচনা আচার্য্য ভাদুড়ী মশায়। নমস্কার।
@palashdey508711 ай бұрын
শ্রাদ্ধানুষ্ঠান অংশগ্রহণ সামাজিক লৌকিকতা। মৃতের প্রতি সম্মান প্রদর্শন প্রকৃত উদ্দেশ্য - একান্ত নিজস্ব মতামত।
@TapanDas-hs1lc Жыл бұрын
অসাধারণ !মনের কথা গুলো অতি সুন্দর সহজ-সরল ভাষায় বিশ্লেষন করেছেন! ভগবান আপনার শরীর ভালো রাখুন,সুস্থ রাখুন এই প্রার্থণা! আমার নমস্কার নেবেন!
@mahuamukherjee41755 ай бұрын
অনেক অজানা তথ্যসহ জ্ঞান অর্জন করতে পারলাম । মনের অনেক অন্ধকার দূর করতে পেরে খুব শান্তি লাভ করলাম ।আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই 🙏🙏
@asitsaha450 Жыл бұрын
আমি মাঝে মাঝেই এই ছবিটা পোস্ট করি কারণ কি আমি মনে করি প্রত্যেকটা লোকেরই শ্রাদ্ধ বাড়িতে খাওয়া আর খাওয়ানো দুটোই বন্ধ হওয়া উচিত। মানুষ কে খাওয়ার ব্যাপারটা হলো আনন্দের সময়। দুঃখে মানুষ খাবে বা খাওয়াবে এটা স্বাভাবিক নয়। যে খাচ্ছে আর যে খাওয়াচ্ছে দুজনেরই ভাবা উচিত এই যে খাবার আয়োজন এটা কিসের উদ্দেশ্যে মানুষটা মরে গেছে তাতে কি আমাদের আনন্দ হয়েছে? এই প্রথা বন্ধ হওয়া উচিত,আমি মনে করি প্রত্যেকটা লোকের এটা মেনে নেওয়া যে শ্রাদ্ধ বাড়িতে অথবা মৎস্যমুখীতে আমি খেতে যাবো না আর খাওয়াবোও না। পারলৌকিক অনুষ্ঠানে নিশ্চয়ই যাবো যিনি মারা গেছেন তার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য।
@jogmayananda112 Жыл бұрын
আমি আপনার সাথেই একমত কিন্তু কেউ মারা গেলে দুঃখ হবে কেন মৃত্য উঃ তো এক অবশ্যমভাবী পরিনাম ও সর্ব জনীন।যার শ্রাদ্ধ হয় সে কি পায় তার অজানা কিন্তু যারা করে তারা বড় হয়।ধন্যবাদ
@arupsarkar3345 Жыл бұрын
Sukhe dukhe samakrita labhalabhu jayajau..
@arupsarkar3345 Жыл бұрын
Very wrong we also hv to socialise in our time of sorrow.
@dr.uttamkumarshastriastrol7590 Жыл бұрын
ঠিক বলেছেন
@moulibanerjee5907 Жыл бұрын
Akdom thik
@KUMKUMBHATTACHARYYA-u9kАй бұрын
খুব ভাল লাগল। অনেক অজানা কে জানলাম। আমরা অজ্ঞতার থেকে অনেক কিছু অন্ধের মত মেনে চলি। এইসব এর ওপর আলোকপাত করে আমাদের ঋদ্ধ করেছেন। নমস্কার জানাই আপনাকে।
@kalpanabanerjee719511 ай бұрын
আপনাকে শ্রদ্ধা জানাই । আপনার কথায় অনেক কিছু জানলাম। আমি নিজে শ্রাদ্ধে খাওয়ানোর বিরুদ্ধে। শুধু পারলৌকিক কাজ টুকুই করুক ।
@MdBlue6726 күн бұрын
ইনি তো গোমাংস খাওয়ার পরামর্শ দেন😂😂😂
@bijansarkar66308 ай бұрын
অসাধারণ বিশ্লেষণ, অনেক কিছু না জানা বিষয় জানতে পারলাম ।ভালো থাকবেন সশ্রদ্ধ প্রনাম নেবেন ।
@Ajitkumanr-es1vy Жыл бұрын
মহাশয়ের বিশ্লেষণ যথার্তই সঠিক, আমারও ছোট বেলায় দেখেছি শ্রাদ্ধের দিন রন্ধন প্রক্রিয়া বন্ধ, কেবল শ্রাদ্ধান্তে দই আর চিড়া খাওয়া হতো। আমাদের রাজবংশী সম্প্রদায়ের প্রথা যেটা ছোট বেলায় দেখেছি। শ্রাদ্ধের আড়াই দিনের মাথায় মৎস্য মুখী ভোজন করা হতো। কিন্তু দিন দিন পরিবর্তন লক্ষ্যনীয়। মহাশয়কে আমার নমস্কার।🙏
@subirkumarroy5545 Жыл бұрын
Iam very glad , explained your shradha's matters.Everyone should know about it. With pranam to you.
@sweetrupsa.rohan.36345 ай бұрын
শ্রাদ্ধ্য সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম । অসাধারণ ❤❤❤❤প্রনাম নেবেন ।🙏🏻🙏🏻
@ranjitvalolaglouktiti.bane6980 Жыл бұрын
অতিব সুন্দর এবং অসাধারণ বিশ্লেষণ।
@bidhansingha137810 ай бұрын
Sir Apnake onek onek Dhanyawad apner kache theke sharadha shamandha valo valo Katha jante parlam.🙏🙏 Valo thakben sir.
@ashimadey12910 ай бұрын
আপনার আলোচনা খুব সময়পোযোগী।🙏
@kashinathguha3104 Жыл бұрын
অনেক সমৃদ্ধ হলাম স্যার। খুবই ভালো লাগলো।
@kajalrakshit5879 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম, আমাদের এতো কিছু জানিয়ে জ্ঞান সমৃদ্ধ করার জন্য! 🙏❤️❤️
@triptibhattacharjee2990 Жыл бұрын
অপূর্ব বিশ্লেষণ। আপনার মাধ্যমে অনেক কিছু জানলাম। নমস্কার। ভাল থাকবেন।
@sujoybhattacharya9598 Жыл бұрын
অসাধারণ ! অনেক কিছু জানলাম। সশ্রদ্ধ প্রণাম নেবেন ।
@amitlayek2538 Жыл бұрын
সশ্রদ্ধ প্রণাম আপনাকে, খুব সুন্দর আলোচনা
@kartickadak7892 Жыл бұрын
আপনার কিছু কথায় যুক্তি আছে, আমার মতে শ্রাদ্ধ অনুষ্ঠান নয় হোক শ্রদ্ধা অনুষ্ঠান। অনেক কথায় খটকা লাগলো, যেমন পিতা গত হলে একজন পিতার প্রতিরূপ হিসাবে শ্রাদ্ধ অনুষ্ঠানের পুরোটা সময় একজন ব্রাহ্মণ কে বসে থাকতে হয়, কিন্ত মাতা গত হলে কে বসে থাকবে? শ্রাদ্ধ অনুষ্ঠানে তিন পুরুষ জল পায় যেমন পিতা, পিতামহ, প্রপিতামহ । এখানে মাতা, মাতামহ, প্রমাতামহ কেন জল দেওয়া হবে না? পুরোটাই একটা ঢপের কীর্তন, আসলে ব্রাহ্মণ্যবাদ কে টিকিয়ে রাখার একটা সিস্টেম।
@lailymukherjee92618 ай бұрын
Darun bolechen
@koushik_and_his_life7 ай бұрын
7:52
@sankarchandra36965 ай бұрын
ভালো করে ভিডিও টা দেখে মন্তব্য করুন
@udayan46445 ай бұрын
হিন্দুধর্মে দেবতা, ঋষি ও মৃত পূর্বপুরুষদের (পিতৃকুল ও মাতৃকুল) উদ্দেশ্যে জল নিবেদন করে তাঁদের সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ বলা হয়।
@udayan46445 ай бұрын
নিশ্চয় ই মাকুচাঁদ।
@nilimaroy744 Жыл бұрын
Upnar alochanagulo khub bhalo lage ,upnar modhya amar daduk phire pai
@pradeepbhaduri4053 Жыл бұрын
Khub Bhalo Tathya Dileen Bhalo Laglo Pronam Neben
@diptanilbiswas5657 Жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ। ধন্যবাদ।
@sumitabanerjee1433Ай бұрын
Apurbo byakhya! Ami mugdho holam pronam neben.
@mainakimitra8003 Жыл бұрын
Sir apner asamannyo gan... Amar sorbo andhakar bedurito kore6🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tapashghosh7459 Жыл бұрын
আপনার এই এপিসোড টি মন দিয়ে শুনলাম। বড্ড দীর্ঘ এপিসোড, তথাপিও জানার আগ্রহে শুনলাম। আপনি বিভিন্ন পুরাণ উল্লেখ করে বলেছেন, যারা নিরামিষ খান তাদের তমো গুন কম হয়। অর্থাৎ স্বভাব শান্ত হয়। কিন্তু রোজই কাগজে বা সংবাদ মাধ্যমে দেখেছি যারা নিরিমিষাশী তারা আমিষ ভোজীদের হুমকি দিচ্ছে নিরামিষ খাবার জন্য। আবার দেখেছি অনেক আমিষ ভোজীও শান্ত স্বভাবের হয় আবার রুক্ষ স্বভাবেরও হয়। আরার নিরামিষ যাঁরা খান তাদেরও অনেকে শান্তও হন আবার রুক্ষও হন।
@dipankarsadhukhan54443 ай бұрын
Mahasay, khabarer gunabali bisayti ayauktik nay, tabe apnar Sansayer o yathesta Karan ache mante habe, bisayti holo, akdike khabarer gunagun abang aparti , janmagata o bansagata kichu baisister kichu samannay take to ei ubhay srenir madhye tai ! Asakari apnar sansay kichuta haleo nirasan karte parlam. Namaskar!
@bimalkrishnasamanta72211 ай бұрын
অসাধারণ! 🙏🏻🙏🏻🙏🏻
@milibhattacharya7081 Жыл бұрын
ধন্যবাদ স্যার। অনেক অজানা তথ্য জানতে পারলাম। এখন বরং মানুষ অনেক civilized হয়েছে শ্রাদ্ধে খাওয়ার ব্যাপারে।🙏🙏
Depth of knowledge is amazing. Valo thakun sustha thakun. DHARMA word ta aktu analysis korben pl.
@munnamostafasaikh14985 ай бұрын
Sir your work is very hard.
@madumitamukherjee5468 Жыл бұрын
অনেক কিছু জানতে পারলাম। খুব তথ্যমূলক। 🙏🙏🙏🙏🙏
@truepresentation37 Жыл бұрын
শ্রাদ্ধ ভোজন শ্রাদ্ধ এর সঙ্গে সম্পর্কিত ব্যাক্তিদের মধ্যে হওয়াই বাঞ্ছনীয়। শাস্ত্রে সর্বজনীন শ্রাদ্ধ ভোজনের কোনো নির্দেশিকা নেই। কেননা সর্বজনীন শ্রাদ্ধ ভোজনে যে ব্যাক্তির শ্রাদ্ধ করা হচ্ছে তার সমগ্র জীবনের কৃত কর্মের পাপ পূণ্য ভোজন kari র মধ্যে সংক্রমিত হয়।
@dipalidas56 Жыл бұрын
যিনি এই কথাগুলো বলছেন তিনি তাহলে শ্রদ্ধেয় ডঃ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী মহাশয়ের চেয়ে আরও বড় শাস্ত্রবীদ বা পুরাণবীদ ।
@ratanfarazeefarazee6985 Жыл бұрын
মূসলিমদের মধ্যেও এখন এ কথা বলা হয়।কিন্তু আমি মনে করি।মানূষ বিশেষ করে গরীবদূখিদের খাওয়ালে অবশ্যই পূন্য হয়।আমার একটি স্মৃতি আছে।প্রবীনরা উনাকে চিনবেন।কারন উনি ১৯৫৬/৫৭ সালের দিকে উনি ভারত চলে যান।নাম : ডা:সর্বেশ্বর।আমি তখন মাদারীপুর জিলার বন্দর নগরী চরমুগরিয়া মার্চেন্টস হাই স্কুলে ক্লাস ফাইভে ভর্তী হই।ইংরেজ, মাড়োয়ারী,ইসমাইলিদের পাটের ব্যবসা ছিল।ডক্টর বাবুর বাড়ী শ্রাদ্ধে দাওয়াত পেয়েছিলাম।হাজার হাজার মানূষ কলাপাতায় খেয়েছিল।লুচির সাথে ১০/১২ রকমের নিরামিশ।বড্ড স্বাদের খাবার।আজও ভুলিনি।
@ratanfarazeefarazee6985 Жыл бұрын
যে সময়ের কথা বলছি,তখন ঘি ছিল ৩/৪ টাকা ১ সেরের দাম।দেশ স্বাধীন হবার পরের ৬ মাসও দাম ৬ টাকা ছিল।এখন কেজি ১৬০০ টাকা।তাও খাটি কি না? সন্দেহ আছে।তাও খাই।জেনেশুনে বিষ করেছি পান। --ঢাকা থেকে বলছি।
@truepresentation37 Жыл бұрын
ঘৃত ভক্ষণ ও সর্বজনীন শ্রাদ্ধ ভোজন দুটোই আলাদা।
@soulin8520 Жыл бұрын
রেফারেন্স দিলে ভালো হয় । তবে একটা কথা ঠিক হিন্দুরা তাদের ধর্মগ্রন্থের দাস নয় । সমস্ত ধর্মগ্রন্থ পড়ার পর নিজের বিবেচনা গুরুত্বপূর্ণ ।
@HemantaLaha-r4j24 күн бұрын
Very very respect to sir 🙏🙏🙏🙏
@tapanbanerjee5498 Жыл бұрын
খুবই শিক্ষনিয়l আশা করি প্রত্যেকে এর দ্বারা যথাযথ জ্ঞান অর্জন করবেনl
@barnalidutta57672 ай бұрын
আপনার ভিডিও গুলোতে বার বার ঋদ্ধ হই। প্রণাম নেবেন 🙏🙏🙏
@rupasengupta2951 Жыл бұрын
খুব সুন্দর বিশ্লেষণ ,বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই,ধন্যবাদ 🙏🙏
@sanjuktamondal6511 Жыл бұрын
বৈদিক যুগে মাংস খাওয়ার খুব প্রচলন ছিল। তাই শ্রাদ্ধ ক্রিয়া কর্মে মাংস খাওয়া প্রচলিত ছিল। কিন্তু এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। নিরামিষে সজনে ডাটা, হিং ইত্যাদি ব্যবহার তো হয়ই। যুগে যুগে পরিবর্তন হয়েই যাবে। কিন্তু জানলাম অনেক কিছু। স্বশ্রদ্ধ প্রণাম জানাই।
@moloykumarghosh8466 Жыл бұрын
আপনি যদি Reference দিতেন তবে দাদা আরো ভালো হতো।
@hsferdous4581 Жыл бұрын
Sir,why did Asoka give half Amlaki to vikkus, who met him,as I see in Wiki on Amla
@HarositBiswas-g1y10 ай бұрын
সমাজ সচেতনামূলক আলোচনা।ধন্যবাদ।
@BANGLA1837 Жыл бұрын
Akdom thik Sir.Apnake 🙏🙏🙏janalam.
@BibaeshMondalАй бұрын
Apnar kotha akdom thik
@madhabikaganguly945111 ай бұрын
প্রনাম নেবেন স্যার। অনেক কিছু জানলাম 🙏
@adv.tarakchandraroy69183 ай бұрын
শ্রাদ্ধ সম্পর্কে আজ অনেক কিছু জানলাম। সমস্ত হিন্দুদের জানার প্রয়োজন!
@daliaraymukherjee3892Ай бұрын
প্রণাম স্যার।
@HumayunKabir-lk3gf3 ай бұрын
আপনার অনুষঠান গুলি দেখি রোম থেকে ধন্যবা
@NrisinghaPrasadBhadurii3 ай бұрын
ধন্যবাদ
@sujalkantidey33406 ай бұрын
অনেক কিছু জানা গেলো, অনেক আলো পেলাম।
@csnoorbd9 ай бұрын
Love ❤ YOU , Sir .
@amitchakraborty671 Жыл бұрын
সত্যি আপনার কাছে অনেক কিছু শিক্ষনিয় আছে । আপনি দীর্ঘায়ু হোন আর ঠিক এই ভাবে আমাদের আলোকিত করুন।রোজ রোজ নীতী হীন রাজ নীতির খবরে আমরা তিতি বিরক্ত ।আপনার কথায় একটু হাপছেড়ে বাঁচি দাদা ।।
@theparthapratimbasu Жыл бұрын
If we speak the Bengali translation of the Mantras will it be wrong...as we don't know Sanskrit.... Please Sir, discuss that.
আমার মনে হয় একজন মানুষ চলে গেলে বাড়িতে দুঃখের ছায়া নেমে আসে তখন আত্মীয় স্বজন এসে একত্রে খাওয়া দাওয়া করলে কিছুটা নরমাল হওয়া যায়।
@BithiGanguly76o.-_ Жыл бұрын
বাহ্ অপূর্ব সুন্দর কথা
@daliaraymukherjee3892Ай бұрын
শ্রাদ্ধ এ নিমন্ত্রন ও খাওয়া খাওয়ানো সব বন্ধ হোক।।কেউ খাবেন না।। কারণ কেউ খুশী অবস্থায় খাওয়ায় না। দায়ে পড়ে খাওয়ায়।
@joydebchatterjee3879 Жыл бұрын
আপনার লেখা পড়ে খুব ভালো লাগে আপনাকে সম্মান প্রদর্শন করে তৃপ্তি লাভ করতাম। কিন্তু ক্যা ক্যা ছিঃ ছিঃ মঞ্চে আপনাকে দেখে অন্য রকম চোখে দেখতাম। ভালো লাগতো না।
@bhuter-mukhe-ramnam Жыл бұрын
Same to you.
@arunganguli8814 Жыл бұрын
আমি ব্যক্তিগত ভাবে প্রতিদিন কিছু অন্ন পশুপাখিদের রেখে দেই। কারণ ধর্মে আছে, " শত অন্নং প্রাণী রক্ষারতনং তাজেত। "
@RudraDev-j4e10 ай бұрын
Sir apni asthi visarjan niye kichu bolun
@Meghufunblog Жыл бұрын
ভীষণ ভালো লাগলো
@Sunilbarmon8026 ай бұрын
অসাধারণ
@sayankundu2286 Жыл бұрын
আমার একটি প্রশ্ন ছিল আপনার কাছে। রামায়ণ ও মহাভারতে আমরা ঋষি, মুনি এবং পুরোহিত এই তিন প্রকারের উল্লেখ পাই। এদের মধ্যে পার্থক্য কি? এনারা কি সকলেই ব্রাহ্মণ হতেন?
@MasterUtpal-vw4us10 ай бұрын
জয় মা, জয় মা, জয় মা
@suparnaroy1684 Жыл бұрын
❤❤❤❤অসংখ্য ধন্যবাদ।
@debaprokash11 ай бұрын
৺গঙ্গা স্যার, এবার আপনি ও অন্যান্য সুধীজন সন্দেশখালিতে এসে একবার বিবেকবোধ ও শিক্ষার শ্রাদ্ধের খাওয়াটা খেয়ে যান।
@IndianVloggerPaushali Жыл бұрын
Mrityunjay mantra dhyan ba path korle ki result paoa jay and eta ki daily kora jay... please jodi eta bolen khub bhalo hoy
@TUMPAGAIN-t2m5 ай бұрын
অসংখ্য ধন্যবাদ
@sudiptodas4878 ай бұрын
Is it possible "Grinjan" is actually shallot?
@NikhileshMitra Жыл бұрын
video lenth gulo choto hole aro healpful+ view count o barto
@pratiknandanbose8173 ай бұрын
স্যার ষড়দর্শন নিয়ে kindly একটা video করবেন
@aabhidhaasaha1750 Жыл бұрын
Ekhane ki kora uchit seta nij nij mot Sir ekhane diff puran oMohabharoter je sundor explanation diyechen tate amera somridhyo holam
@shibendubiswas926411 ай бұрын
আমাদের সমাজে প্রচলিত ধর্মীয় আচার অনুষ্ঠান ও সামাজিক আচার অনুষ্ঠান কোনোটাই শাস্ত্র সম্মত নয়, সবটাই মানুষের তৈরি আর এই কারণেই এই সব আচার অনুষ্ঠান দেশ, সমাজ ও ধর্ম ভেদে সব ভিন্ন ভিন্ন।
@Nandakumar1233310 ай бұрын
শাস্ত্র সম্মত নয়, মানুষের তৈরী বলতে কী বোঝাচ্ছেন? শাস্ত্রটাইতো মানুষের তৈরী ।
@asitdutta830 Жыл бұрын
Pranam sir 🙏🙏🙏🙏
@RGTOPPABITRAKHAMARIA11 ай бұрын
নীলকন্ঠ মহাভারতের যে টীকা করেছেন সেই বইটির সম্পূর্ণ নাম এবং প্রকাশনীর নামটা যদি বলেন তাহলে খুব উপকৃত হব।
@uttamnath453812 күн бұрын
সৎ তিনটি লক্ষন।জীবিতে বাক্য পালন,মৃতে ভুরি ভোজন ও গয়ায় পিণ্ড দান।
@indranimanna3654 Жыл бұрын
শ্রাদ্ধ বাড়িতে ভাত খাওয়া বা অন্ন গ্রহণ উচিত নয় , এর কারণটা জানতে ইচ্ছা করে , যদিও আমি কোনরকম ভাবে শ্রাদ্ধ বাড়িতে খাই না , এমন কি নিজের খুব কাছের আত্মীয় স্বজনের বাড়িতেও নয় , তবুও জানতে চাই ।
@indranimanna3654 Жыл бұрын
বহু মহাপুরুষগণই শ্রাদ্ধ বাড়ির অন্ন গ্রহণ করতে নিষেধ করেছেন ।
@babeebaruah2676 Жыл бұрын
অসমীয়া মানুহে দৈ জলপান খায়। শুভ্ৰ খাদ্য উপাদান লাগে বুলি বিশ্বাস ।
@shilparoy99912 ай бұрын
আমি ছোট থেকে দেখেছি নিরামিষ হতো।এই আগের মাসে এক শ্রাদ্ধে গিয়ে দেখলাম mutton করেছে। আমি সত্যি অবাক😮
@swapankumarchakrabarty9559 Жыл бұрын
Ultimately এই topic থেকে আমি দুটো জিনিস pelam. Ayurveda o brahaman নিয়ে alochana. হাজার হাজার বছর আগে medical science মানে Ayur veda. Brahaman মানে সমাজে অতি uchcha position jader ছিলো তাদের শরীর জাতে কোনো ভাবে khati না হয় সেই খাবার বানাতে হবে.
@rajdebsaha Жыл бұрын
ধুর মশাই..শুধু ব্রাহ্মণ ব্রাহ্মণ করেন কেনো বলুন তো...যত সব আদেখলা মাল।
@AloyPaul-ce3ku Жыл бұрын
আপনাকে অসংখ্য প্রনাম।
@pabitrabiswas5681 Жыл бұрын
উচ্চ বর্ণের কোন মহিলার শ্রাদ্ধের সময় দেবী বলে সম্বোধন করা হয় আর নিম্ন বর্ণের মহিলার ক্ষেত্রে দাসী বলা হয়, কেন? এখানেও কি সেই জাতপাতের বিভেদ? যদি এই সম্পর্কে কিছু বলেন।
@03adhirajsahah38 Жыл бұрын
Abar ki, parasite brahmin gulo se vabei rules toiri kare chilo
@r.n.g.8652 Жыл бұрын
🙏🏻
@kobibangla9236 Жыл бұрын
এর উত্তর এরা দেবেন না।
@rajdebsaha Жыл бұрын
বুজরুকি..
@moulibanerjee5907 Жыл бұрын
Dashi der dashi bolbena toh ki moha rani bolbe.. J sonskar e jonmechen seta te triptp thakun.. Poroshrikatorota dhongshokari
@nakshatraroy7442 Жыл бұрын
In our family we did not eat in any Shradha while our parents were still alive.
@arupsarkar3345 Жыл бұрын
Thats wrong if everyone thinks like that there will b few ppl to attend the occasion .
@udg4582 Жыл бұрын
Kanya sontan hoeo ami tarpon kori amr baba ma o sosurmoshai er uddeshye.kintu onekei eta sune chomke othen. Karon ami meye . Meyera ki tarpon korte parena? Sir kindly ei bisoy 1ta vdo deben onurodh roilo.amr pronam neben.
@subratamazumder6230 Жыл бұрын
Apni meye Apni tarpan korte chan Apnar ichhe tai ekhane bicharjo Kar kachhe permission chaichhen?
@ashokeghosh8272 Жыл бұрын
খুব ভালো করেছেন। এর জন্যে কোনো স্যার লাগেনা। মেরুদন্ড শক্ত করুন আর নিজের বিবেককে প্রশ্ন করুন। সঠিক উত্তর পাবেন। তবে আমার পরামর্শ হলো পুর্বপ্রজন্মকে (পিতৃপুরুষ বা মাতৃমহিলা) শ্রদ্ধাপুর্বক স্মরণ অবশ্যই করুন, কিন্তু তর্পণ একমাত্র উপায় নয়। তাঁদের নামে গরীবদের সাহায্য করুন। ব্রাহ্মণ্যতন্ত্রের বাইরে আসুন, সমাজের মঙ্গল হবে।
@manosibanerjee845911 ай бұрын
খুব ভাল লাগল কিছু তথ্য জানলাম 🙏
@manosibanerjee845911 ай бұрын
আপনার ব্যাখ্যা খুব সুন্দর ধরে ধরে বলেছেন পুরাণের কথা খুব ই সুন্দর 🙏
@dibyendupanda4742 Жыл бұрын
These explainatory analysis MIGHT BE CONSIDERED in the EDUCATIONAL matter For the young, when they are entering the time of judgemental, at least SELECTIVE ONES.