আপনার চ্যানেল প্রথম দেখার পর কেমন করবেন তা নিয়ে সন্দিহান ছিলাম। কিন্তু যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। নিরপেক্ষতা বজায় রেখে সত্যকে তুলে আনার চেষ্টা আজকাল খুব কম দেখা যায়। ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রতি আপনার যে ভালবাসা তা আমার ভালো লাগে। প্রতিটা ভিডিওর জন্য আপনি অনেক কষ্ট করছেন। আপনার সাফল্য কামনা করি।
@anupamgoswami54414 жыл бұрын
৬০ বছর আগে আমার এক শিক্ষয়িত্রী আমাকে এই পুঠিয়ার গল্প শোনাতেন তিনি ছিলেন ঐ রাজবাড়ীর মেয়ে। আজ এই ভিডিও দেখে মন ভরে গেল। আপনাকে অনেক ধন্যবাদ।
সুমন বাবু এরকম অপূর্ব স্থাপনা আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।🙏 টেরাকোটার কাজের জন্য বিখ্যাত আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর আসুন ও প্রাচীন বাংলার পুরনো অপূর্ব সব স্থাপনা দেখে যান।
@Jbandhava4 жыл бұрын
অপূর্ব । ধন্যবাদ দাদা। ইসলামী স্থাপত্য ছড়িয়ে আছে এ বাংলায় , আর ওখানে দেখছি হিন্দু রাজা রানীর প্রত্ন সম্পদ এর প্রাচুর্য । মুগ্ধ হলাম আর আপনার ফ্যান হয়ে গেলাম । আনেক আনেক শুভেচ্ছা।
@MasudRana-ql9uj4 жыл бұрын
এখানে প্রায় দুই কোটি হিন্দুও আছে।বাংলাদেশ বিশ্বের তৃতীয় হিন্দু সংখ্যাগরিষ্ট দেশ।
@russ81564 жыл бұрын
Masud 🤣
@tasinab42993 жыл бұрын
@Suvam Kayasth you are right bro.Love from Bangladesh
@magedbatul32062 жыл бұрын
@মদিনার গোলাম Tv ❤️❤️
@samirplayz4907 Жыл бұрын
Dada In Bangladesh we have nearly 30 million Hindus, it’s 3rd largest in the world
@saidhusen87614 жыл бұрын
আপনিই সেই একমাত্র ইউটিউবার যার বল্গ দেখার জন্য অপেক্ষায় থাকি,আপনার উপস্থাপনা এবং তথ্য উপাত্তগুলো মনোমুগ্ধকর, এগিয়ে যান, শুভ কামনা সসসময়❤❤❤❤❤
@May-Queen044 жыл бұрын
Right you are.....
@jamalhasan88533 жыл бұрын
I admire him for using more Bengali words than many Benglish loving Bangladeshi vloggers
@TravellerRocky3 жыл бұрын
From Rajshahi 🖤 Visit My KZbin channel
@অসমীয়ালৰা-ট২দ3 жыл бұрын
Right ✅
@biswajitnath3010 Жыл бұрын
অনবদ্য উপস্থাপনা, অবিভক্ত বাংলার ইতিহাসকে পুনরুজ্জীবিত করার জন্য ধন্যবাদ।🙏🙏🙏❤️❤️❤️
@RajuMandal-se2mr4 жыл бұрын
খুবই সুন্দর লেগেছে। আপনাকে অশেষ ধন্যবাদ ও অনেক অনেক শুভেচ্ছা রইলো। সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। "ভারতবর্ষ থেকে"
@mdmilonuddin67334 жыл бұрын
বিশ্বনাথ দাস অপূর্ব, অসাধারণ, অনবদ্য, তুলনাহীন যতই বলি কম বলা হয়ে যায় 🙂 ওনার কথা বলার ধরণ এবং বাকশৈলী এতই সমৃদ্ধ যে, কথা বলে দেখে বোঝা যায় উনি একজন জ্ঞানী মানুষ।
@মেট্রিকফেলডাক্তার2 жыл бұрын
উনি একজন টিভি রিপোর্টার সাংবাদিক,,
@ramaprasadchakraborty7644 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ । এমন সুন্দর মনোমুগ্ধকর নিদর্শন তুলে ধরার জন্য । বলার কথা এই --- সরকার আর একটু যত্নবান হলে এই অমূল্য ঐতিহ্যগুলো বর্তমান বাংলাদেশের সম্পদ হয়ে দীর্ঘদিন ৺বেচে থাকবে । (কলকাতা)
@krishihatbazar99282 жыл бұрын
পুঠিয়া রাজবাড়ী কে নিয়ে সুন্দর ভিডিও বানানোর জন্য ধন্যবাদ
@sandipbasu37954 жыл бұрын
কোন্ দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল.... .....সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে... সুমন ভাই, তোমার অসাধারন ভিডিও গুলো দেখতে দেখতে স্বদেশীয়ানার উপরে চেপে বসে বাঙালীয়ানা। কন্ঠ রোধ হয়, চোখে জল আসে - তবু মোহাবিষ্ঠ হয়ে দেখি। বার বার দেখি।
@SalahuddinSumon4 жыл бұрын
অনেক অনেক ভালোবাসা দাদা❤️
@sandipbasu37954 жыл бұрын
@@SalahuddinSumon 💐
@sudipbiswas8016 Жыл бұрын
রাজবাড়ির কত গুলি মন্দির ও শিব মন্দির দেখে আমার মন ভরে গেলো রাজশাহীর রাজবাড়ি ইতিহাস যেনে খুব খুশি হয়েছি পোড়া মাটির কারোকাজ এতো সুন্দর, আপনার এই প্রতিবেদন একটি খুব ভালো গালো মন ভাই আপনাকে ধন্যবাদ আমি ভারত থেকে সুদিপ।
@mithunhalder36514 жыл бұрын
অসাধারন ভাষাশৈলী ও সুন্দর উপস্থাপনায় এক অপূর্ব সমন্বয়।এক সময় বাংলাদেশের হিন্দুদের গৌরব ময় ইতিহাস ছিল। খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। From kolkata, India.
@yasirarafath11564 жыл бұрын
নিজ দেশে এতো সুন্দর ঐতিহাসিক নিদর্শন আছে জানতামই না।।। আপনাকে অনেক ধন্যবাদ।
@MASTER-sj6zy3 жыл бұрын
এরকম হাজার হাজার আছে ভাই। সরকারের অবহেলায় পড়ে আছে সব
@minhajulislam66934 жыл бұрын
এই প্রজন্মকে প্রাচীন এই সভ্যতার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আপনি অন্যতম একজন মাধ্যম। কি ভাষাশৈলী আপনার!! অসাধারণ... সকল ভিডিও গুলো এতো সুন্দর করে তুলে ধরার জন্য আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখেন...❤
@rajdipdas22983 жыл бұрын
সবচেয়ে আমার ঐ মানুষটিকে ভালো লাগলো তিনি আবেগের বসে ,,,কেঁদে ফেলেছেন,, সত্যি বাংলাদেশটাকে যদি আগের মতো করে ফিরে পেতাম 😭😢😭
@zumbabaura7035 Жыл бұрын
- সব সময় দেশ এক থাকলে হবে ? সময়ের সাথে সবকিছুর ই পরিবর্তন দরকার।
@subratamondal16704 жыл бұрын
আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিও খুব ভালো লাগে।আমার বাংলাদেশ ইচ্ছে আছে।
@masudhasan69904 жыл бұрын
ইন্ডিয়া কোথায় থাকেন??
@TravellerRocky3 жыл бұрын
From Rajshahi 🖤 Visit My KZbin channel
@debaroy69343 жыл бұрын
Asben dada am Bangladeshi
@subratamondal16703 жыл бұрын
@@masudhasan6990 I live in Calcutta.
@nightwing31083 жыл бұрын
@@ranadear8983 mane ?
@sarkarsilajit4 жыл бұрын
I'm a fan of your videos. দারুন লাগলো দাদা আপনার ভিডিও। আমার কোন ধারনায় ছিলনা যে রাজশাহীর পুঠিয়া তে এত ঐতিহাসিক নিদর্শন আছে। Love ❤️ from Kolkata,India 🇮🇳
@MasudRana-ql9uj4 жыл бұрын
বাংলাদেশে আরো অনেক কিছুই আছে যেটা আপনারা জানেন না। এখানে হিন্দুদের পাচটা শক্তিপিঠ আছে।আনুষ্ঠানিক প্রথম দূর্গা পুজার সুরুও হয় রাজশাহীর তাহিরপুরে রাজা কংসনারায়ণ এর বাড়িতে(মতান্তরে)।বাংলাদেশে প্রায় ৩৪ হাজার দূর্গা মন্ডপ হয়েছিল ২০১৯ সালে সুধু ঢাকা শহরেই প্রায় তিনশো।পুরান ঢাকার শাখারি বাজারে কালি পুজার জন্য বিখ্যাত। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মাধ্যমিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে স্বরস্বতী পূজা হয়।এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বরস্বতী মূর্তি বিশ্বের সবচাইতে বৃহৎ স্বরস্বতী মূর্তি হয়েছিল। বাংলাদেশের প্রায় প্রত্যেক টি শহর, বন্দর প্রায় গ্রামে দূর্গা পূজা হয়।এবং সেটা পশ্চিমবঙ্গের মতোই জাঁকজমকপূর্ণ ভাবে। বাংলাদেশের বাগেরহাটের সিকদার বাড়িতে যে দূর্গা পুজো হয় সেখানে ২০০+ মূর্তি থাকে।এবং সেখানে গ্লারী করে মহাভারতের ইতিহাস তুলে ধরা হয়।
@shakhawathossain75373 жыл бұрын
Hi
@jasimuddin63903 жыл бұрын
@@shakhawathossain7537 00
@archowdhuryabir5093 жыл бұрын
@@MasudRana-ql9uj actually 5 ta noi bangladesh e 7 ta shaktipith ache
@samibangladeshi17213 жыл бұрын
তোমরা বাংলাদেশ সম্পর্কে জানোই বা কি
@ideabd8702 жыл бұрын
আমি বাংলার ঐতিহ্যকে ভালোবাসি।এই ঐতিহ্যগুলো হলো আমার আবেগ।মসজিদ দেখার জন্য যেমন বাগেরহাট ষাটগম্বুজ,বগুড়ার খেরুয়া মসজিদে ছুটেগেছি। ঠিক সে ভাবেই রাজশাহীতে পুঠিয়া রাজবাড়ি,শিবমন্দির এবং বগুড়ার মহাস্থানগড়,বেহুলার বাসরঘরে ছুটেগেছি। কোনো ধর্মের টানে যাইনি ঐতিহ্যের প্রতি আবেগ ভালোবাসার জন্য গিয়েছি❤
@amitbhowmick70572 жыл бұрын
আপনার বিবরণ অপূর্ব। আমরা এপার বাংলার বাসিন্দা। আপনি এত সুন্দর ভাবে বাংলাদেশের গ্ৰাম গুলি চিত্রায়িত করেছেন তা অনবদ্য। সাথে সাথে সুন্দর করে ঐতিহাসিক স্থান এবং মন্দির দেখিয়েছেন তা অনন্য। আপনার এই ধর্মনিরপেক্ষ ভাবনা কে কুর্নিশ জানাই। এরকম ভাবনা যদি সবার থাকতো তবে আমাদের এই উপমহাদেশে অনেক শান্তি বিরাজ করতো।
@ashiskarmakar40904 жыл бұрын
*মুরুব্বির আবেগজড়িত কন্ঠে বুঝিয়ে বলা কথাগুলো শুনে সত্যি শরীরের পশম দাঁড়িয়ে গেছে* ❤❤ *অসংখ্য ধন্যবাদ সালাহউদ্দীন সুমন ভাইকে এতো সুন্দর করে উপস্থাপনা করার জন্য*
@sudiptaroy54103 жыл бұрын
বিশ্বনাথ বাবু কে অসংখ্য ধন্যবাদ । উনার কাছ থেকে এই ইতিহাস বাংলাদেশ সরকারের উচিত লিপিবদ্ধ করে সংরক্ষণের ব্যবস্থা করা । " ভারত থেকে বলছি"
@nirmalsaha47944 жыл бұрын
অতি মূল্যবান প্রত্নতত্ত্ব বিষয় দেখার সুযোগে অংশগ্রহণ করলাম কলকাতা থেকে । ধন্যবাদ ভাই ! দয়াকরে ইতিহাস বজায় রাখুন - এই নিবেদন সকল বাংলাদেশের জনগণের কাছে ।
@mavinhasan41454 жыл бұрын
ভিডিওটা খুব সুন্দর হয়েছে। ভালো হওয়ার পিছনে সবচেয়ে বেশি ক্রেডিট আজকের গাইডের। তার বচনভঙ্গি,মার্জিত ভাষা আর কথা বলার সৃজনশীলতা দেখে মনে হচ্ছে খুবই উচ্চ শিক্ষিত কেও কথা বলছে
@jamalhasan88533 жыл бұрын
Salahuddin Sumon may be one of the few Bangladeshi vloggers who speak Bangla, not Benglish
@anindyasarker34912 жыл бұрын
ঠিক বলেছেন !
@hmripon664 жыл бұрын
ভালো একজন গাইড এর কারণে ভিডিও টা আরো অনেক বেশি সুন্দর হয়েছে সুমন ভাই।
@swapansarkar11044 жыл бұрын
ভাই ধন্যবাদ তোমাকে, সুন্দর ভাবে প্রাচীন বাংলার ঐতিহ্যমন্দিত ইতিহাসকে তুলে ধরার জন্য।আমি গর্বিত যে তোমাদের মতো কিছু সাংবাদিক রয়েছে জন্য আমরা প্রাচীন বাংলার ইতিহাস কে জানতে পাচ্ছি।
@palashmandal81463 жыл бұрын
ধন্যবাদ বন্ধু, বাংলাদেশের মধ্যে এত সুন্দর সৃষ্টি স্থাপনা আছে জানা ছিলনা, সৃষ্টির সূচনা, আর সময়ের তাড়না কি তা জানা গেল। কষ্টের হলেও সময়কে আমরা তো মানতে বাধ্য, thank you year thank you, এত সুন্দর সৃষ্টি তুলে ধরার জন্য।
@Abdurrahim-eu4de3 жыл бұрын
অসাধারণ। আমার বাড়ীও পুঠিয়াতে। শৈশব কাটলো ওখানে। রানীর ঘটে বসলে মনটা জুড়িয়ে যায়।
@abhisheksen97834 жыл бұрын
কত কষ্টই না হয়েছে এত সুন্দর সব মন্দির ও প্রাসাদ ছেড়ে আসতে আমাদের পূর্বপুুষদের 😞🇧🇩❤️ কিন্তু তাও দেখে ভালো লাগে যে সুমন দার মতন কিছু ইতিহাস প্রেমী মানুষ এখনও এই সব সম্পদ গুলির মূল্য মানুষের হৃদয়ে উজ্জ্বল করে রাখছেন❤️ Great Job Dada🙏❤️🙏 -Abhishek🇮🇳
@mdzakirhossen58183 жыл бұрын
কি আর করার আছে দাদা,,,দেশ ভাগ হওয়ার সময়ই চার ভাগের দুই ভাগ হিন্দুরা ভারত চলে গেছে,,, আবার ১৯৭১ সালেও দুই ভাগের এক ভাগ ভারতে চলে গেছে,,,বাকি আছে আর এক ভাগ,,নীজের জন্ম ভূমি ছেড়ে চলে যাওয়া সত্যিই খুব কষ্টের,,
@stxfdt1240 Жыл бұрын
@@mdzakirhossen5818 dher fat
@BMandal-rj8rn3 жыл бұрын
ভারত( পশ্চিম বঙ্গ - মুর্শিদাবাদ) থেকে আপনার ভিডিও গুলো দেখি, মন ছুঁয়ে যাওয়া তথ্য ও উপস্থাপনা এক কথায় অপূর্ব । তবে একটা অনুরোধ পরের ভিডিও তে এই রকম রাজ বংশের বংশধরেরা বর্তমানে কোথায় আছেন এবং কি ভাবে জীবন নির্ধারণ করেছেন এটা জানাবেন ।
@Manikjui-03064 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳আমি ভারত থেকে বলছি, আপনার ভিডিও গুলি খুব সুন্দর ❤️❤️❤️❤️, আমার ও আমার দেশ ভারতের পক্ষ থেকে আপনার জন্য রইলো বুক ভরা অসংখ্য ভালবাসা
@feeling85903 жыл бұрын
আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর ইতিহাস লুকায়িত আছে বাংলাদেশ। আপনি এই ইতিহাস গুলো তুলে না ধরলে হয়তো জানতাম না, অপরূপ বাংলার সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, মন মাতানো, চোখ জুড়ানো ইতিহাস, আমার দেখা অনেক সুন্দর এই ভিডিওটা
@arunnakshatra10034 жыл бұрын
হে ধরিত্রী মাতা দেশ মাতা তোমাকে শতকোটি প্রণাম 🙏 মাগো আমার এই দেশে তে জন্ম যেনো এই দেশে তে মরি । প্রাণের দেশ আমাদের এই বাংলাদেশ 🇧🇩
@ytguypro4 жыл бұрын
@@nasrinhakim8071 banan thik koro😂
@showdeepdey48304 жыл бұрын
@@nasrinhakim8071 tumi jodi India shomporke kisu jano taile unar jonno Bang shom jana kothin kichu noy
ঐতিহাসিক স্হান গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
@rokonkhan95704 жыл бұрын
অনেক আগে একবার গিয়েছেলাম,,,,আবার দেখা হয়ে গেলো,,,কিন্তু এইবার সব থেকে ভাল করে দেখলাম,,,
@nahidsultana41584 жыл бұрын
খুবই সুন্দর। আমি এখানে গিয়েছিলাম ২০১২ সালে। আমার খুব ভালো লেগেছে এই পুঠিয়া রাজবাড়ি। মন্দির টা দারুন। তখন অবশ্য রাজবাড়ীতে কিছু সংস্কার কাজ চলছিল।
@rickygomes31713 жыл бұрын
আমিও গিয়েছিলাম পুঠিয়া রাজবাড়ী দেখতে অনেক সুন্দর জায়গা.. পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল
@ashikamin60484 жыл бұрын
অসাধারণ। পুঠিয়ার এই ইতিহাস ও তার স্মৃতিচিহ্ন অনেকটা অন্তরালে। এগুলোকে আরো গুরুত্ব দিয়ে সংরক্ষণ ও প্রসার প্রয়োজন। আপনাকে ধন্যবাদ।
@santanumukherjee98654 жыл бұрын
আপনার প্রতিটি উপস্থাপনা অসাধারণ। বাংলার গৌরবময় ঐতিহ্য আপনি যে ভাবে তুলে ধরছেন তা অতুলনীয়। 👌👌
@subhankarbiswas85562 жыл бұрын
আপনার ভ্লগ গুলো যতোই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, বিশেষ করে বাংলার এই প্রাচীন ঐতিহ্য গুল। ভারত বর্ষ থেকে আপনার একজন ভিউয়ার , অসংখ্য ধন্যবাদ দাদা, ভাল থাকবেন সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি 🙏❤️
@anindobiswas92713 жыл бұрын
সুমন ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো নাহ।রাজবাড়ি গিয়েছি এবার বাট এতো কিছু দেখা বা জানার সুযোগ হয় নি।এমন ভাবে খুবই কম লোক তুলে ধরেন ইতিহাসের ইতি কথা।ভালোবাসা অবিরাম।💗💗
@bijoymandal85634 жыл бұрын
হ্নদয়ের গভীর থেকে আপনাকে ভালোবাসা জানাই। এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য। আপনি না থাকলে এত ইতিহাস জানতেই পারতাম না।।
@ghumakkarsc94454 жыл бұрын
আপনার ভিডিও গুলি মন দিয়ে দেখি, এই বঙ্গদেশের প্রাচীন ইতিহাস সম্পর্কে অনেক তথ্য জানতে পারি। অনেক ধন্যবাদ, পশ্চিমবঙ্গ থেকে🙏
@ganapatiroy35984 жыл бұрын
অসাধারণ! খুব ভালো লাগলো। এগুলি দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ।
@sumanbhadra1914 жыл бұрын
দুই বছর আগে গিয়েছিলাম,, অনেক সুন্দর জায়গা।
@anirbansarkar51693 жыл бұрын
আপনার অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ এর বিভিন্ন পুরাতাত্বিক নিদর্শন তুলে ধরার ঐকান্তিক প্রচেষ্টা দারুণ অভিনন্দন যোগ্য। আমি ভারত থেকে বলছি। দেশভাগের পর আমার পূর্ব পুরুষেরা ভারতে চলে আসেন। আপনি এরকম আরোও বাংলাদেশ এর বিভিন্ন পুরাতাত্বিক নিদর্শন তুলে ধরার কাজে এগিয়ে চলুন। শুভেচ্ছা রইল।
@thekingofpop43934 жыл бұрын
Amazing Bangladesh. Love from India.
@suranjitdas49302 жыл бұрын
এক কথায় অসাধারণ একটি ভিডিও দেখলাম। খুব ভালো লাগল।
@souravdatta22723 жыл бұрын
বাংলার আদি ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ
@tonmoybarua87644 жыл бұрын
অভিনন্দন আপনাকে। ধন্যবাদ আপনাকে পুরনো ঐতিহ্যকে বিশদ ভাবে তুলা ধরার জন্য। আবার শুভ কামনা।
@dolonmukhopadhyay89944 жыл бұрын
অসাধারণ!👏👏 অসামান্য স্থাপত্য... সমৃদ্ধ হলাম।
@SalahuddinSumon4 жыл бұрын
অনেক ধন্যবাদ, দিদি
@strangesanyal30564 жыл бұрын
Tumi jabey naki?
@quaziraushan72294 жыл бұрын
@@SalahuddinSumonyour mob. no pls.
@dipubiswas30604 жыл бұрын
সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুরোনে এই ইতিহাস তুলে ধরার জন্য
@joynalabedinkhan86873 жыл бұрын
সুমন আপনার তৈরীকরা ভিডিওতে পুঠিয়ার ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শনগুলো দেখে খুব ভাল লাগল। এই ভিডিওর মাধ্যমে নাহলে আমাদের অনেকের পক্ষেই দেখা সমভব হতনা এই অমূল্য নিদর্শনগুলো। এগুলো আগের অবসথায় যেমন ছিল তেমনকরে সংরকখন করা একান্ত আবশ্যক। ভিডিওর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
@Jonaki9994 жыл бұрын
অসাধারন একটি ভিডিও খুব ভালো লাগলো। সুমন ভাইয়ের সমস্ত ভিডিও গুলো আমার খুব ভালো লাগে। ধন্যবাদ সুমন ভাইকে।
@gaurangabandyopadhyay53882 жыл бұрын
সুমন বাবু,আপনি এক ব্যতিক্রমী সাংবাদিক ।আপনার চিন্তা,চেতনা এক ভিন্ন ধারণা আপনার প্রতি জন্ম নেয়।আগে মানুষ তারপর ধরম।বাংলাদেশ সরকারের এক ব্যরথতা আপনার এই প্রচারের মাধ্যমে জানা গেল ।আপনার সমৃদ্ধি ও সাফল্য কামনা করি ।
@arunnakshatra10034 жыл бұрын
আমি গর্বিত আমি বাংলাদেশী হিন্দু 🇧🇩🕉🚩 আমি গর্বিত আমি গোপালগঞ্জ বাসি 🙏 মাতৃ ভিটা কত যেন মূল্যবান সেটা আমরা বাংলাদেশীরা বুঝি ।
@md.basheerhussain92814 жыл бұрын
👍🙏🙏
@monaharsarkar54744 жыл бұрын
ভালো থেকো ভাই...
@tushar2.0884 жыл бұрын
আমরা গর্বিত আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি।যেখানে হিন্দু-মুসলিম ভাই ভাই।
@breakingnewsaie65124 жыл бұрын
আমি গর্বিত আমি বাংলাদেশি
@petsheaven37814 жыл бұрын
গোপালগঞ্জ থাকো কোথায়?
@sandipdeysarkar16783 жыл бұрын
Bah. Khub sundor. Khub bhalo laglo dekhe. Ami India, Kolkata theke
@nandanghosh90164 жыл бұрын
Excellent. Historical. Video Beautiful. Trample carry on Brother Sumon from Kolkata
@DipenMandalVentriloquist3 жыл бұрын
পশ্চিমবঙ্গ, ভারত থেকে দেখছি।যত দেখছি বিশ্মিত হচ্ছি।
@bibekpaul5133 жыл бұрын
আমি 2010 সালে এখানে এসে এই চমৎকার স্থাপনা ঘুরে দেখেছিলাম।
@aparajitaendow76212 жыл бұрын
Beautiful videos. One of the best channels on history, culture, and heritage!
@amader-durgapur-puthia3 жыл бұрын
ধন্যবাদ আপনাকে ভাই, আমাদের পুঠিয়া রাজবাড়ীকে সুন্দর ভাবে তুলে ধরার জন্য।
@dipumondol52943 жыл бұрын
Vaiya tomr video gula dkla mood thik hoiya jai 🤗🤗
@indraamin51954 жыл бұрын
সুমন দাদা আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আপনার এই ভিডিওটি খুব সুন্দর লেগেছে দয়াকরে বাংলাদেশ শিকদারবাড়ির দুর্গাপুজো তুলে ধরবেন
@palashdaspalash51763 жыл бұрын
দাদা পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফের পানি পড়া খান মন ও শরীর ভালো থাকবে শিকদার বাড়ির দুর্গা পূজা দেখে কি করবেন আপনারাতো মোল্লাদের দালাল কাপুরুষ জাতি দুই টাকার মাল খোর l
@beautifullife0003 жыл бұрын
@@palashdaspalash5176 Right
@kushaldebnathamit2 жыл бұрын
@@palashdaspalash5176 দাদা সকলে এক রকম নয়।
@জীবন-ল৪ঝ3 жыл бұрын
অভিভূত হয়ে গেলাম। সুন্দর ভিডিও
@debdulalbiswas5363 жыл бұрын
খুব ভালো লাগলো । দারুন উপাস্থপনা ।ধন্যবাদ । রাজবাড়ির বংশধরেরা এখন কোথায় কি অবস্থায় আছেন ? তাদের সম্পর্কে কিছু জানালে ভাল লাগবে ।
@niharbasu60043 жыл бұрын
আপনার ভিডিওতে অনেক কিছুই জানতে পারলাম। প্রাচীণ ইতিহাস আমাকে ভীষণ ভাবে টানে। তাই আপনার ভিডিওতে আমার জানার ইচ্ছাকে আরো বাড়িয়ে তোলে। বিশেষ করে আপনার বাচনভংগী। খুবই এনজয় করি। অনেক অজানা ইতিহাসকে জানতে পারি। ধন্যবাদ।
@amitavabhatt3434 жыл бұрын
A very informative video. You and others like you should impress upon the Government to preserve these monuments as they are a part of the history of undivided Bengal.
@SalahuddinSumon4 жыл бұрын
Thx ❤️
@deepumandal24173 жыл бұрын
ইন্ডিয়া থেকে বলছি সমান দাদা আপনার সব ভিডিও আমি দেখি খুব ভালো লাগে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য ধন্যবাদ
@md.hasibuddin38094 жыл бұрын
পৌরানিক মন্দির টি সম্পুর্ন দিনাজপুরের কান্তজির মন্দিরের আদলে বানানো । খুব সুন্দর জায়গা এটি
@NahidMalithaVlogs3 жыл бұрын
Dui tai nij cokhe dekhesi
@kushalsen80093 жыл бұрын
খুব ভালো লাগলো,অজানা তথ্যগুলো জানতে পারলাম,শুভকামনা রইলো।❤️❤️
@nazibhossainnaquib33334 жыл бұрын
Love from Dhaka, Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩💗💝. I love Bangladesh
@samratislam2824 жыл бұрын
আপনার জন্য শুভকামনা রইলো। দেশের ঐতিহ্য তুলে ধরার জন্য ধন্যবাদ। ❤❤❤
@chondonmojumder23654 жыл бұрын
প্রথম কমেন্ট, আপনার এপিসোড গুলো আমার অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে, এবং আপনার টিমকে,
@gourratandebnath72564 жыл бұрын
সুমন ভাই... আমি ত্রিপুরা থেকে বলছি... আপনার video এর জন্য অপেক্ষায় থাকি... খুবই ভাল লাগে আপনার presentation
@anantaislam11904 жыл бұрын
এিপুরা কোন। যায়গা থেকে
@monojroy29974 жыл бұрын
আপনার উপস্থাপনা দারুন 😍 🇮🇳🇮🇳
@prasunroy18273 жыл бұрын
I really astonished to see Shiva linga of Puthia Rajbari many thanks to Suman Bhai watching from India
@ashikulislamsky95964 жыл бұрын
ধন্যবাদ ভাই আপনার জন্যই বাংলাদেশকে নতুন করে চেনা হচ্ছে 🖤 খুবই ভালো উদ্দেশ্যে 🖤
@sahriaralam62704 жыл бұрын
ড্রোনশট অনেক সুন্দর হয়েছে ভাই। আপনার যাদুকরি ধারাভাষ্য সাথে নান্দনিক ভিডিও চিত্র সবমিলিয়ে অসাধারণ।
@shonalidigontojl.8484 жыл бұрын
Mind blowing palace and scenery .Your vlogs are enjoyable. Thanks for sharing with us.
@DilipDas-rm9tq4 жыл бұрын
মনেহল আমিও সব ঘুরে দেখেছি, খুব ভালো লাগলো। ধন্যবাদ🙏💕
@MyBengaliLifestyleintheUK3 жыл бұрын
Wow!!!!!!!!!Absolutely amazing upload, thank you for sharing this video of historic site and stay blessed.
@sandipdeb99163 жыл бұрын
বড়দা আমি ভারত থেকে খুবই সুন্দর লাগলো আপনি এতো করে আমাদের কে দেখানোর জন্য চেষ্টা করেন ভগবান মঙ্গল করেন যেনো আপনাকে
@tarifiqbal4 жыл бұрын
আমি ঢাকায় থাকি, কিন্তু আমার বাড়ি ষষ্ঠীতলা, রাজশাহী। এবং এই কারনেই আমি গর্বিত।
@ferdousalom39953 жыл бұрын
জীবনে যেতে পারব কিনা জানিনা। ভিডিও গুলো দেখে মন জুড়াই । এত সুন্দর উপস্থাপনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
@gourratandebnath72564 жыл бұрын
অসাধারন একটা স্ক্রিপ্ট... খুবই ভাল লেগেছে... অসাধারন সুমন ভাই... তুমি সেরা...
@ramenmukherjee18494 жыл бұрын
Oshadharon, bishesh kore drone shot gulo r eta dekhe r o valo laglo j Bangladesh Sarkar amader hindu der mandir gulo ki sundor vabe sangrakshan kor6e, worth the watch
@upscreading3394 жыл бұрын
আমি জীবনে একবার হলেও আপনার সঙ্গে বাংলাদেশ ঘুরে দেখতে চাই। ভারত থেকে ভালোবাসা রইলো 🙏🙏🙏
@abbasquick90113 жыл бұрын
wr
@abbasquick90113 жыл бұрын
Ewewrwrwrww
@abbasquick90113 жыл бұрын
E
@abbasquick90113 жыл бұрын
D
@abbasquick90113 жыл бұрын
Wwrwwwwr
@puspamajumder54104 жыл бұрын
সুমন ভাই তোমাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর ঐতিহাসিক প্রাচুর্য দেখানোর জন্য
প্রাচীন স্থাপত্যের প্রতি তেমন বিশেষ কোন আগ্রহ ছিলো না। আপনার ভিডিও গুলো দেখার পরে ভীষণ রকমের টান অনুভব করি। শুধু ভাবি যে এবার দেশে গেলে বাংলাটাকে আরো ভালোভাবে জানার চেষ্টা করবো। আমার দেশ ত আমারি অহংকার।
@SalahuddinSumon4 жыл бұрын
ভালো থাকবেন❤️
@amalkumardas99934 жыл бұрын
খুব ভালো লাগলো। আপনার অনেক প্রচেস্টায় এই দুর্লভ রাজবাড়ী দেখতে পেলাম। আপনাকে লখনৌ ভারত থেকে অনেক ধন্যবাদ।
@labibatasfiyajeba14054 жыл бұрын
Smart presentation and smart Biswanath.. thanks for uploading the video. . .
@bappydevnath62743 жыл бұрын
Apnar video gulo khub e sundor...Apnar Uposthapona mono mughdhokor . ❤️❤️❤️ Shuvomaomona janai 🥀🥀
@VIDYABHARATIstudyWIN-pc7ye4 жыл бұрын
বাংলার গর্ব হবে তখনি, যখন অবিভক্ত বাংলার কথা হবে।
@rdbarman52242 жыл бұрын
বাংলাদেশে এখনো এই মন্দির অখ্যাত অবস্থায় আছে। ভালো লাগলো
@Rainbow-uy8jc2 жыл бұрын
আমরা তো ভাই মন্দির ভেংগে দেখতে যাই না মন্দিরের আগে কি ছিলো। তাই এখনো বহু মন্দির অখ্যাত আছে। অনেকে তো আবার মুসলিম প্রতিষ্ঠিত কিছু পেলেই সেটা কিভাবে মন্দির করা যায় সেই চেষ্টায় থাকে
@abubakar.siddiquesarkar70254 жыл бұрын
আপনি যেহেতু প্রফেশনাল সাংবাদিক হিসেবে কাজ শুরু করেছেন তাই উপস্থাপনা খুবই চমৎকার, আরো সাফল্যতা কামনা করছি।
@SalahuddinSumon4 жыл бұрын
অনেক ধন্যবাদ, ভাই
@Funnyjishuroyy28942 жыл бұрын
সুমন ভাই, আমিও কিছুদিন আগে এই জায়গা গুলোতে ঘুরতে গিয়েছিলাম। তবে এতো এতো তথ্য আমার একেবারেই অজানা ছিল। আসলে আপনাকে শুধু মাত্র ধন্যবাদ দিয়ে ছোট করবো না, মন থেকে ভালোবাসা আর শুভ কামনা রইল।
@arnabjisit4 жыл бұрын
ধন্যবাদ ভাই | আপনার চোখ দিয়ে পূর্বপুরুষ এর জায়গা নিজের মতন করে ঘুরে দেখলাম.. ভালো থাকবেন|