সত্যযুগে মেধস মুনির আশ্রমে নাকি কলিযুগে তাহিরপুরে, দুর্গাপূজার সূচনা কোথায়? || Medhosh Munir Ashram

  Рет қаралды 513,725

Salahuddin Sumon

Salahuddin Sumon

2 жыл бұрын

কালিক পুরাণ ও কামাক্ষ্যা পুরাণের কিংবদন্তী মতে, সত্য যুগে শত্রুদের চক্রান্তে রাজ্য হারিয়ে রাজা সুরথ উদভ্রান্ত হয়ে যান। রাজ্য ফিরে পেতে তিনি ছুটে আসে মেধস মুনির আশ্রমে। তার সাথে আসেন সংসার জীবনে অতিষ্ঠ সমাধী বৈশ্যও। তারা অনেক চেষ্টা ও অপেক্ষার পর মেধস মুনির সাথে সাক্ষাতের সুযোগ পান। সব শুনে মেধস মুনি বলেন, সমস্যা থেকে মুক্তি পেতে হলে এখানে দেবী দুর্গার পূজা করতে হবে। মেধস মুনির নির্দেশনা অনুসারে, রাজা সুরথ ও সমাধী বৈশ্য পাশের নদী থেকে মাটি এনে দেবী দূর্গার প্রতীমা গড়ে পূজা করেন। এরপর রাজা সুরথ রাজ্য ফিরে পান, শান্তি আসে সমাধী বৈশ্যর জীবনে। তবে বছরখানেক আগে আমি রাজশাহীর তাহিরপুরের মন্দির নিয়ে ভিডিও তৈরি করি। বলা হয়, তাহিরপুরে রাজা কংস নারায়ণ প্রথম দুর্গাপূজার সূচনা করেন। সেই ভিডিও প্রকাশের পর থেকেই কিছু মানুষ প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তারা দাবি করছিলেন, সত্যযুগে চট্টগ্রামের মেধস মুনির আশ্রমেই সূচনা হয় দূর্গা পূজার। আসলে কোথা হতে দুর্গাপূজার সূচনা, এই প্রশ্নের জট খোলার চেষ্টা করবো এই ভিডিওতে।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
#মেধস_মুনির_আশ্রম #medhosh_munir_ashram #chittagong

Пікірлер: 1 400
@srejonbhowmik9063
@srejonbhowmik9063 2 жыл бұрын
অসাম্প্রদায়িক চিন্তাধারার জন্য আপনাকে ধন্যবাদ । অনেক ইউটিউবার দেখেছি কিন্তু আপনি আসলেই বাংলার আসল ঐতিহ্য তুলে ধরার জন্য চেষ্টা করছেন।বাংলার সংস্কৃতি কোন ধর্মের নয়,বাংলার সংস্কৃতি হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার দ্বারা সৃষ্টি হয়েছে। 🖤🖤
@arnabadhikary9390
@arnabadhikary9390 2 жыл бұрын
ভাই আপনাকে শত কোটি প্রনাম কারন আপনার এক বিশেষ গুন সব ধর্ম কে সমান চোখে দেখার জন্য।দূর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
@nanigopal7268
@nanigopal7268 2 жыл бұрын
আমি চণ্ডিপাঠ করার সময় মেধস মুনির আশ্রমের কথা জেনেছি, কিন্তু কোথায় খুঁজে পাইনি। আপনার সৌজন্যে এ আশ্রমের সন্ধান পেলাম। আপনার এ পরিশ্রমের মূল্য আমি দিতে পারবো না। তবে আপনাকে অশেষ ধন্যবাদ।
@swapandeb9639
@swapandeb9639 2 жыл бұрын
সুমন বাবু আপনি আমার পুত্রবৎ।আপনাকে আমার অনেক ধন্যবাদ৷ আপনি সর্ব ধর্ম কে সন্মানের চোখে দেখে হিন্দু ধর্মের একমহান মন্দিরের সবকিছুকে তুলে প্রচার করেছেন।আপনাকে ঈশ্বর ও আল্লাহ দীর্ঘ জীবন সুস্থতা দান করুন। এই আশ্রম আপনার দয়ায় আমি কলকাতায় থেকে দর্শন করে ধন্য হলাম।
@salimkhan-jm3dj
@salimkhan-jm3dj 2 жыл бұрын
আমাদের বোয়ালখালীর ইতিহাসের সাক্ষি হয়ে আছে এই ঐতিহাসিক মন্দির।ধন্যবাদ সালাহউদ্দিন সুমন ভাই।।।
@amibangali8078
@amibangali8078 2 жыл бұрын
রাজশাহীর তাহিরপুর মন্দির অথবা মেধস মুনির আশ্রম - যেখান থেকেই শুরু হোক, দুর্গাপুজা উৎপত্তিস্থল বর্তমান বাংলাদেশ। জেনে ভালো লাগল।
@asmatali756
@asmatali756 2 жыл бұрын
শান্ত পরিবেশে সবুজের বুক চিরে একটি পরিচ্ছন্ন পথ তার সাথে ধরমীয অনুভূতির ছোযা সত্যি মনোমুগ্ধকর। নদীয়া পঃবঙ্গ
@md.ashikmia3105
@md.ashikmia3105 Жыл бұрын
খুব ভাল লাগলো,, এরকম মন সবার থাকতো তাহলে এ পৃথিবীতে কোনো ধর্ম হিংসা থাকতো না,,, সুমন ভাই আপনাকে ধন্যবাদ
@MdDinislam9648
@MdDinislam9648 2 жыл бұрын
অনেক সুন্দর উপস্থাপনা ...। এভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ
@mdnahidkhandaker6142
@mdnahidkhandaker6142 2 жыл бұрын
USA থেকে দেখছি আমি মুসলিম হলেও এই মন্দিরে যাওয়ার ইছেছ রইলো খুব সুনদর যায়গা
@kingkarsaha4568
@kingkarsaha4568 2 жыл бұрын
সালাউদ্দিন সুমন আপনি একজন মহান আত্মা, একজন মহান মানব,,আপনাকে আমার সম্বর্ধনা, হৃদয় নিংড়ানো ভালোবাসা, আপনি এমনি করে সমগ্র মানব জাতিকে আরও অনেক কিছু উপহার দিন, সমৃদ্ধ করুন নিজকে ও বিশ্বমানবকে, আপনাকে ধন্যবাদ।
@sumanroy2042
@sumanroy2042 2 жыл бұрын
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে দেখছি। সত্যি আপনার কথাবার্তা থেকে আপনার পরিবারের পরিচয় পাওয়া যায়।
@pmukherjee2509
@pmukherjee2509 2 жыл бұрын
পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুভেচ্ছা জানালাম। এত ভালো একটা জিনিস উপহার দেওয়ার জন‍্য । একেই বলে বাংলার সংস্কৃতি । 👍👍👍
@RajuMandal-se2mr
@RajuMandal-se2mr 2 жыл бұрын
আপনি আসলে একজন ভালো মনের মানুষ, তাই যা কিছুই দেখেন সবই ভালো লাগে আপনার কাছে। খুবই ভালো লাগলো। অজস্র ধন্যবাদ। সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন এই কামনা করি।🙏
@TheRipon87
@TheRipon87 2 жыл бұрын
মুগ্ধ হলাম! অনেক গল্প শুনেছি বাস্তবে দেখতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আপনার বচনভঙ্গি তথ্যসূত্র সত্যিই মুগ্ধ করে। বাংলাদেশের এরকম একটা প্রাচীন ঐতিহাসিক স্থান পর্যটন যে আছে অন্য কেউ এভাবে তুলে ধরেনি। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসছি। শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন। লাভ ইউ বাংলাদেশ। পশ্চিমবঙ্গ, দক্ষিণ দিনাজপুর।
@debasismazumdar831
@debasismazumdar831 2 жыл бұрын
ভাষা নেই আপনাকে কৃতজ্ঞতা জানাবার তবে বুঝতে পারছি আপনি মেধস মুনির আশ্রমের সত্যযুগে একজন ছিলেন! আপনার মাধ্যমেই মেধস মুনি আজ আমাদের আলো দেখাচ্ছে পশ্চিমবঙ্গের তথা ভারতের একজন বাংলাভাষী ভারতীয় সনাতন ভাই আপনাকে প্রণাম জানাই
@jahangiralam2430
@jahangiralam2430 2 жыл бұрын
ভাই আপনার সব ভিডিও দেখি,যত দেখি শুধু মুগ্ধতা হয়।
@Sanjay-bv8oi
@Sanjay-bv8oi 2 жыл бұрын
জাতি ,ধর্ম ,বর্ণ নির্বিশেষে
@abhijitkumarsarkar3850
@abhijitkumarsarkar3850 2 жыл бұрын
ভাই সুমন প্রথমে শারদ শুভেচ্ছা জানাই। আপনার ভাষাও চিত্রায়নের অসাধারণ দক্ষতা মুগ্ধ করে। সুন্দর উপস্থাপনা অতুলনীয়। ইউটিউবে অনেক প্রতিবেদন দেখি কিন্তু আপনার ধারে কাছে কেউ নেই । আমি ভারতের বাংলার দর্শক।
@tapaskumar1666
@tapaskumar1666 2 жыл бұрын
কি সুন্দর জায়গা দেখে মুগ্ধ হয়েছি মনে হচ্ছে ছুটে চলে যায় ।সকল বাঙ্গালী বাসী দের জানায় শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ❤️❤️