জানিনা ঠিক করছি না ভুল, শর্টস, রিলের যুগে ৫২ মিনিটের ভিডিও দেওয়া নিশ্চয়ই মহাপাপ। ছোট বেলা থেকে উপন্যাস পড়ে বড় হওয়া আমরা, আমাদের মনের দাবি সবকিছুর একটা বিস্তারিত বিবরণ, ট্রাভেল ভিডিও তো শুধু জায়গা দেখানো নয়, একটা গল্প বলা, এটা কম সময়ে, মানে খুব কম সময়ে কিভাবে করা যাবে তার বিদ্যা রপ্ত করার আপ্রাণ চেষ্টায় আছি, সেই বিদ্যা রপ্ত না হওয়া অব্দি এই রকম ভিডিও কিছু কিছু আসতেই থাকবে। আপনাদের আন্তরিক সহযোগিতা প্রার্থনা করছি।
@subratachhatui4256 Жыл бұрын
কোনো অসুবিধা নেই আমাদের
@ananyareader Жыл бұрын
আমরা, আপানার ভিউয়াররা অনেকেই গল্পটাই শুনতে চাই।
@kajuvai Жыл бұрын
আপনার 1 ঘন্টার ভিডিও আমাদের কাছে 10 মিনিটই মনে হয় সুতরাং যদি 10 ঘন্টার ভিডিও একটা একটা করে দিতে পারেন তারপরে মনে হয় আমাদের মন ভরবে
@sayakpal4153 Жыл бұрын
সব কিছু অত অল্পতে স্বাদ মেটে না ..ট্রাভেল ভিডিও তে সব কিছু তাড়াহুড়ো করে দেখে নিলে, তার আর মজা কই, এই যে সময় ধরে ভিডিও দেখছি, নতুন গল্পঃ শুনছি, নতুন জায়গা দেখতে পাচ্ছি এটাই তো পাওনা, সব সময় যুগের সাথে তাল মেলাতে হবে এই মাথার দিব্যি কে দিয়েছে .. আপনারা যেমন ভাবে vlogging করছেন, সেইভাবেই চলুক , একটাই কামনা এই চ্যানেল আরো বড় হয়ে উঠুক, আরো ভ্রমণ এর কাহিনী রচনা হোক .. শিবাজী দা এবং পৃথ্বিজিত দা আরো এগিয়ে চলুক ... ❤
@nipun.bd12423_ Жыл бұрын
Apnar vidio dada 2gonta hole ou problem nai❤❤❤
@bulatbtc0131211 ай бұрын
আমি বাংলাদেশের চট্টগ্রামে থাকি। চট্টগ্রামের বান্দরবনে অনেক এই ধরনের মন্দির আছে। দাদা আশার অনুরোধ রইল। জয় বাংলা।
@sampachatterjee9409 Жыл бұрын
অসাধারন সব প্রাকৃতিক পরিবেশ, তেমনি অসাধারন উপস্থাপনা, অপূর্ব শ্রীলঙ্কা দেশ, এটা নাকি রাবনের দেশ নামে পরিচিত, কিন্তু যা দেখালেন ও যা আলোচনা করলেন আপনারা তার কোন তুলনা হয় না। আমার ইচ্ছে করছে এখনই যাই ঐ দেশে। আপনাদের চোখেই আপাতত দেখি ঐ দেশের সৌর্ন্দয। অসংখ ধন্যবাদ প্রাপ্য আপনাদের, সব কিছু সুন্দর করে দেখানোর জন্য। নমষ্কার শিবাজিদা ও পৃথ্বিজীৎ দা। মানুষ আপনাদের জন্য দেখুক না না দেশের অসাধারন রূপ।
@smarajitchakraborty7673 Жыл бұрын
আহারে কতোই না ভাগ্যবান আপনারা। ধন্য আপনাদের জীবন। আপনাদের চোখ দিয়ে শ্রীলঙ্কার প্রকৃতি দেখছি। মন জুড়িয়ে গেল।
@avijitbanerjee4498 Жыл бұрын
শিবাজী দা আপনার এবং পৃথ্বীজিৎ দার প্রায় সব ভিডিও দেখেছি আমি এবং আমার মা - বাবা। এই ভিডিও টা সেরা হয়ে মনের মণিকোঠায় থেকে যাবে! শব্দ বা বাক্য দিয়ে অনুভূতি বোঝাতে পারছি না! সত্যিই এটাই স্বর্গ ছিলো!! আমি নিজে অনুরোধ করবো প্রতিটি মানুষের অন্তত একবার এই ভিডিও টি দেখা দরকার! কি অদ্ভুত মানসিক শান্তি অনুভব করবেন তাঁরা ৫২ মিনিট দেখার পর!! ❤❤ ভীষণ ভালো থাকুন আপনারা। আর আমাদের প্রত্যাশার পারদ চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে আপনাদের থেকে আরো নতুন কিছু দেখার আশায়! 😊
@PrithwijitOMonerManus Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে আমাদের তরফ থেকে ❤🙏
@ramonarayonoram-7219 Жыл бұрын
সময় নিয়ে ভাববেন না, কারণ প্রতি টি মূহুর্ত এত ভালো লাগলো যে সময়ের কথা মনেই আসেনি। অসাধারণ উপস্থাপনা আপনাদের দুজনেরই। আর বছর চল্লিশ আগের গ্রাম বাংলার অনেক স্মৃতিই ফিরে এল আপনাদের ভিডিও দেখে...
@sudeshnamitrapal9804 Жыл бұрын
Ekdom thik
@amitavoroy489 Жыл бұрын
অসাধারণ episode দেখলাম প্রকৃতি এত সুন্দর হতে পারে কল্পনার বাইরে বিশেষ করে SriLank দেশ
@rupayan____ghosh Жыл бұрын
যতদূর বুঝলাম শ্রীলঙ্কা দেশটা Well Planned এবং Well Maintained! গ্রাম-কে tourist দের কাছে যে অনন্য উপায়ে পরিবেশন করেছে তা নিঃসন্দেহে প্রশংসা যোগ্য! তবে আক্ষেপ একটাই অন্য দেশকে দেখে দীর্ঘ-নিঃশ্বাস ফেলার দিন যে কবে ফুরোবে তা আজও অজানা !
@sayandeepkar7839 Жыл бұрын
Onner desh k niye dirgosash felar ki ache? Amader desh e kom ki ache? Kobe je Amader ei hinnomonota katbe k jane?
@rupayan____ghosh Жыл бұрын
@@sayandeepkar7839 ভুল বুঝেছেন আপনি! দীর্ঘশ্বাস এর কথা তখনই ওঠে যখন দেখা যায় যে আমাদের দেশে এতো কিছু আছে, যা বাইরের মানুষের কল্পনাতীত, কিন্তু দেশের প্রশাসন সেই সম্পদকে আড়ালেই রেখে দিচ্ছে, তাকে বিশ্বের কাছে তুলে ধরছে না! পর্যটন শিল্পে যে বিপুল রোজগার এবং employment হতে পারে সেই নিয়ে রাজ্যের বা দেশের কোনো সরকারই মাথা ঘামায় না! সেটাই আক্ষেপ! না বুঝে মন্তব্য করবেন না।
@debanikgoswami4834 Жыл бұрын
@@sayandeepkar7839 It is not fair to compare India with Srilanka . Tourism is very important for Sri Lankan economy . Indian economy is very diverse .
@sayandeepkar7839 Жыл бұрын
@@debanikgoswami4834 Otai to kotha na dada!! Ar tourism sector eo ki amra pichiye achi? Amar to mone hoy na
@TRAVELLERARUP Жыл бұрын
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌❤
@pinakidey656 Жыл бұрын
Sera sera sera.. ❤❤❤❤❤❤
@soumikdutta691 Жыл бұрын
অসাধারণ প্রাকৃতিক পরিবেশ ও সুন্দর মনোরম সবুজের মাঝে দুই বন্ধুর মন জুড়ানো কথোপকথন মুগ্ধ হই মনের ভাষা হারিয়ে যায় সত্যিই শ্রীলঙ্কার প্রাকৃতিক পরিবেশ ও বৌদ্ধ মন্দিরের মুগ্ধতার অনুভূতির প্রকাশ ভাষায় হয় না ধন্যবাদ শিবাজীদা ও পৃথীদা প্রণাম নেবেন এত প্রাণবন্ত মুহূর্ত উপহার দেয়ার ❤❤❤❤❤❤
@salim.alam. Жыл бұрын
অসাধারণ একটা পোস্ট, দারুণ লাগছে। দক্ষিণ এশিয়ার এ দেশটির পর্যটন শিল্পের বিকাশ অন্য দেশের অনুকরণ করা উচিত । ধন্যবাদ দাদা।
@kousikdas9478 Жыл бұрын
শ্রীলঙ্কা অপরূপ সুন্দর জানতাম কিন্তু স্বর্গীয় সৌন্দর্যের আকর সেটা জানতাম না। অসংখ্য ধন্যবাদ শিবাজীদা ও পৃথ্বীজিৎদা। আরও ভিডিও র অপেক্ষায় ❤❤❤👌👌👌
@mithundeb5660 Жыл бұрын
Srilanka remains to be a Buddhist country and hence a piece of heaven still exists like Bhutan, Taiwan, Japan and Thailand to some extent. Despite political and recent economic turmoil Srilanka kept it intact. Credit
@nalin8182 Жыл бұрын
All the countries you have mentioned are budhist countries 😊
অসাধারণ দৃশ্য। কোনদিন যাওয়ার সম্ভাবনা তো নাই। আপনাদের মাধ্যমে দেখতে পেরে খুব খুশি হলাম ধন্যবাদ
@pritibanerjee31027 ай бұрын
50k per person budget for 10 days😊..including flights, food, tickets everything
@ajoychakravorty3758 Жыл бұрын
Srilanka is my favourite destionation.Ì made a solo trip ( all alone) before Covid.I would love to go there again.
@prianxi Жыл бұрын
খুব খুব ভালো কথা বলেছেন - কোন বিশেষ দলের প্রতি অন্ধ আনুগত্য না দেখিয়ে দেশের প্রতি দায়বদ্ধ থাকলে শুধু টুরিজমের নয় অনেক দিকেই উন্নতি হবে । ❤
@sayandeepkar783910 ай бұрын
Amader desh er tourism onek unnoto Didi Jodi west bengal bad den ta hole India t kom tourist ase na
@SP786Abdul Жыл бұрын
পুরো ভিডিও টা দেখলাম খুব ভালো লাগলো 😊
@ranitadas8509 Жыл бұрын
Darun laglo kotha ta prithibitake swargo banate hoy ❤❤❤
@sanjaykumardatta3767 Жыл бұрын
সত্যি কী অসাধারণ সাজানো গোছানো আর পরিস্কার। কষ্ট হয় আমাদের দেশের শহরগুলোর অবস্থা দেখে। অশোকের ছেলের নাম মহেন্দ্র।
@explorershibaji Жыл бұрын
ধন্যবাদ, হ্যাঁ ঠিক মহেন্দ্র
@sanjusamanta7407 Жыл бұрын
আর মেয়ের নাম সংঘমিত্রা
@poulomighosh2525 Жыл бұрын
1 dolar= 80/-
@MrShankarchat Жыл бұрын
@@explorershibajiকুণাল তাহলে কার নাম ?
@explorershibaji Жыл бұрын
@@MrShankarchat আরেক ছেলের নাম
@jayantasikdar6253 Жыл бұрын
সত্যি শ্রীলঙ্কার শহর এত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে নিজেদের শহরের কথা ভেবে খুব খারাপ লাগছিলো। আর কেভ টেম্পল তো অসাধারণ তার সঙ্গে ওখানকার গ্রাম দেখে সত্যি মনটা ভরে গেল। শ্রী লঙ্কা একবার যেতে পারলে সত্যি খুব লাগবে । তোমাদের জন্যই আজকে শ্রীলঙ্কা দেখতে পারলাম তোমাদেরকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো
@58prad Жыл бұрын
We visited Sri Lanka from 26/10/23 to 03/11/23 . I fully endorse Shibaji's views about the place and a must visit destination. The people are friendly , clean and the traffic is orderly . Recommend all to visit Sri Lanka .
@kakalikoley3769 Жыл бұрын
দারুন একটা ভিডিও দেখলাম ❤❤
@jayantichakraborty5105 Жыл бұрын
Aajker VDO Just Awasome ,Excellent n Fantastic❤❤
@triptighosh5470 Жыл бұрын
সব মিলিয়ে অসাধারণ অসাধারণ অপূর্ব। ২,৩ নম্বর গুহার ভেতরে দৃশ্য অনবদ্য , এত বছরের পুরনো কিন্তু রং এর জেল্লা এখন ও কত সুন্দর রয়েছে। অদ্ভুত সুন্দর। অসংখ্য ধন্যবাদ। পরের পর্ব এর জন্যে অপেক্ষায় রইলাম আমরা সবাই। ভালো থাকবেন।
@TapanDas-ei3lw Жыл бұрын
শ্রীলঙ্কা আমাদের কাছে একটা মিথ আগেও ছিল এখনো আছে,আপনারাই প্রথম এর সৌন্দর্য্য ঐতিহাসিক পর্য্যবেক্ষন জীবনযাপন সবটাই আমাদের কাছে প্রথম বাংলাতে উন্মোচন করলেন। ধন্যবাদ আপনাদের।খুব ভালো লাগছে।
@subratachhatui4256 Жыл бұрын
শ্রীলংকার পর্বগুলো জমে গেছে পুরো। মন ছুয়ে গেল
@sreyasikundu3926 Жыл бұрын
Darun laglo ❤❤❤.... Dekhei jete ichcha korche.😊😊😊
@ajoynath7921 Жыл бұрын
আপনাদের উপস্থাপনা ও বর্ণনা খুবই সুন্দর ।
@soumyasaha6510 Жыл бұрын
আমরা সবাই বলি incredible India, তোমাদের দৌলতে এবার থেকে incredible Srilanka বলা যাবে, অনবদ্য লাগলো আজকের এই সুন্দর পর্ব, বড়ো পর্ব আরো আসুক এটাই চাই, মনে হলো আবারও তোমাদের সাথে একসাথে নৌকাবিহার করলাম। ভালোবাসা নিও দাদা❤❤❤❤❤❤।
@anuradhaghosh800 Жыл бұрын
কি অপূর্ব যে লাগলো..যেমনই কেভ টেম্পলের সৌন্দর্য্য তেমনই শ্রীলঙ্কার গ্রাম্য পরিবেশে মন ভরে গেল..পৃথ্বী দার গান পুরো জমে গেল..অনেক ধন্যবাদ আপনাদের..পরের ভিডিওর অপেক্ষায় রইলাম ❤❤❤❤❤
@karabikarar9897 ай бұрын
ভগবানের সৃষ্টি করা এই প্রকৃতি কতটা সুন্দর ও আকর্ষণীয় তা শ্রীলঙ্কা না দেখলে জানা যাবে না ।❤
@sumitkhanra5666 Жыл бұрын
Kkhn 52 mins katlo bujhtei parlam na sttii…!!!! Darun ❤️
@indranibal1149 Жыл бұрын
Osadharon video...prithwijit dar gaaner fan hoye gechi..
@PrithwijitOMonerManus Жыл бұрын
😊🙏
@nilaykundu492 Жыл бұрын
খুব সুন্দর দৃশ্য উপভোগ করলাম এবং এর সাথে আপনাদের আমাদের দেশের গ্রামের উন্নয়ন না হওয়ার যে কথোবো কোথান গুলো আজকে মন ছুঁয়ে গেলো। অবশ্যই দলপ্রীতি না দেখিয়ে দেশপ্রীতি দেখালে আমাদের দেশের গ্রাম গুলো সকলের কাছে আরো সুন্দর হয়ে ফুটে উঠতো। আবারো বলি অবশ্যই আমাদের দেশের গ্রাম গুলো খুব সুন্দর কিন্তূ প্রচারের আলো একটু পেলে এ রকম ফুটে উঠাতো।
@AsishDassGupta Жыл бұрын
We two senior citizens are also on tour to srilanka from 30.10.23 to 11.11.23. We also started from sigiriya, dambulla cave temple, kandy, Nuwara Eliya, Ella, tissamaharama for yala national park, mirissa, Bentota and finally colombo. Right now at colombo. We fully agree with you regarding tourism development in west bengal as well as whole India 🇮🇳, by the competent authority. The hospitality of the homestay owners and public as a whole is unforgettable. The road conditions in srilanka is really marvelous. Greenery everywhere. Nature with history is something to be remembered life long. This time we missed anuradhapura. Hope to visit next time with jaffna, trincomalee, batticaloa. Shivaji and prithvijit have a safe trip.
@sougata0datta28 Жыл бұрын
Best episode ever, সব থেকে ভালো লাগলো জলবিহার আর গুপি বাঘার রসবোধ ❤❤
@PrithwijitOMonerManus Жыл бұрын
😀🙏
@asishdharaasd7393 Жыл бұрын
অসাধারণ একটি ভিডিও দেখলাম
@dipankarchattopadhyay53417 ай бұрын
মন্ত্রমুগ্ধ...... আহা কি দেখিলাম....
@MrSouravkarmakar Жыл бұрын
এককথায় দারুন ভিডিও মন ভোরে গেলো কি সুন্দর গ্রাম গুলো আমাদের এখানেও এরকম হতে পারে তোমরা ঠিক বলেছো ❤️❤️❤️ খুব সুন্দর শ্রীলঙ্কা এর গ্রাম দেখলাম। গাইড ছেলেটা খুব ভালো 🙏🙏
@MunshiZakir-t3y Жыл бұрын
অনেক আগের থেকে জানি শ্রীলঙ্কা পর্যটন নির্ভর দেশ। তবে এভাবে গ্রাম প্রজন্ম পর্যটন শিল্প পৌছেছে সত্য অপূর্ব। জাতিগত ভাবে এরা অনেক সভ্য।
@hadiod3870 Жыл бұрын
Only 10% of economy coverd by tourism agriculture, IT and textile manufacturing coverd way more percentage than tourism
@newandold-l8r3 ай бұрын
No sri lanka export sea foods and fish too
@infamousmusic5540 Жыл бұрын
অসাধারণ !!! আজকের episode টাতে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। প্রথমে sri lanka শুনে নাক সিঁটকেছিলাম। গতো দুটো এপিসোড আমার মতো নাক উঁচুদের উচিত শিক্ষা দিয়েছে। Sri Lanka এতো আধুনিক,এতো সুন্দর,এতো পরিচ্ছন্ন,এতো civic আমি কল্পনা করতে পারিনি।
@explorershibaji Жыл бұрын
সত্যি কথা বলি, আসার আগে আমারও সাংঘাতিক সন্দেহ ছিল, পৃথ্বীর উৎসাহ ছিল ভালো, আমার তেমন ছিল না, আসার পরে তো পুরো চমকে গেছি।
@gautamgiri7758 Жыл бұрын
I had this same type of experience when I went to Srilanka for tourism. Excellent excellent experience
@kpmukherjee1993 Жыл бұрын
তোমাদের ভ্লগস তো শিল্পের পর্যায়ে। আমরা ২বার করে দেখলাম। ছবির সঙ্গে বুদ্ধিদীপ্ত, পরিশীলিত কথা শিক্ষিতের সম্পদ। তোমরা সত্যিই রাজার জামাই। দুজনকে হার্দিক অভিনন্দন আর শুভ বিজয়ার একরাশ শুভেচ্ছা।
@PrithwijitOMonerManus Жыл бұрын
❤🙏
@shyamalghosh450811 ай бұрын
Amazing vedeo ..great vedeo vlog
@SankarKundu-vm5fk Жыл бұрын
দাদাদের গ্রাম সংক্রান্ত যেসব যুক্তি দিলেন between Indian village আমি সম্পূর্ণ একমত এখানেও ঠিক ঐ রকম হলে পারতো আপনাদের জামা গুলো খুব সুন্দর হয়েছে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ ধন্যবাদ দাদা। ব্যারাকপুর থেকে শংকর
@shampalodh8386 Жыл бұрын
অসাধারণ লাগল ভিডিওটা।অর্থনৈতিক বিপর্যয়কে সামলে নিয়ে দেশটা আবার কী সুন্দর সাবলীল ও স্বাভাবিক হয়ে উঠছে। তিনদিন ধরে ভিডিওটা দেখলাম। একটু একটু করে আচার খাওয়ার মতো।
@amitghosh5170 Жыл бұрын
মনোমুগ্ধকর পরিবেশনা করছেন৷,, আর শ্রীলঙ্কার গ্রামের রাস্তা এতো সুন্দর,, দারুণ লাগলো, আর নদীতে তোলা ভিডিও খুব সুন্দর শিবাজী দা ❤❤❤
@sonalisensarma3038 Жыл бұрын
Apurbo... Just kono katha hobe na....ki sudor uposthapona...❤❤
@jaysankarpramanik2298 Жыл бұрын
অসাধারন লাগলো👍👍
@madhurichakraborty7069 Жыл бұрын
সত্যি বলতে অসাধারণ লাগলো এই ভিডিও টা।যেন ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। দাদারা এবার থেকে এরকম দীর্ঘ ভিডিও চাই pls pls.From Sonarpur.
@kantadas-md2xh Жыл бұрын
অসাধারণ লাগল শ্রীলঙ্কার এই গ্রাম্য প্রকৃতি.আরো অসাধারণ লাগল আপনাদের উপস্থাপনা।খুব ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা রইল। আমরা নিজেরা গেলেও হয়ত এত সুন্দরভাবে,এত কাছ থেকে প্রকৃতিকে এভাবে উপভোগ করতে পারতাম না।
@operation-tutione2618 Жыл бұрын
Dear Shibaji, Da, this episode is more like a award winning documentary on the rustic cultures of Srilanka. Thank you for this masterpiece ❤
@creativesudip7890 Жыл бұрын
তোমার বাড়িতে বসেই বলেছিলাম শ্রীলঙ্কা যেতে চাই। তোমার ভিডিও সেই ইচ্ছে ১০০ গুন বাড়িয়ে দিলো। ফিরে আসার পর যাবো আরও গল্প শুনতে
@kalyanichattoraj5480 Жыл бұрын
Opurbo. Ghore boshe srilanka dekhlam. Thankyou.
@samitchattopadhyay3480 Жыл бұрын
The singing skills of Pritthwijit is fascinating New qualities are revealed in different phases Hats off to him
@rumkipaul1321 Жыл бұрын
আপনাদের সাথে একদমই সহমত। আমাদের দেশও সম্পদশালী কিন্ত---। খুব ভাল একটা পর্ব। আপনাদের জামাদুটি খুব ভাল লাগছে। গুহাগুলি সত্যিই অপূর্ব। গ্রাম্য প্রকৃতি যেনো এই বাংলারই প্রতিফলন। ❤
@ananyareader Жыл бұрын
অসাধারণ লাগছে ভিডিওটা। শ্রীলঙ্কার বিপর্যয়ের পর কেমন আছে দেশটা, দেখার খুব ইচ্ছে ছিলো। আপনি পূরণ করে দিলেন।
@hajuerkhaulom9329 Жыл бұрын
Darun..planning srilanka..thank you..osadharon ..
@debjyotikali1333 Жыл бұрын
Tourism je silpo , Srilanka dakiye diyecha, osadaron laglo.😊
@bonksayan4510 Жыл бұрын
অসাধারণ লাগল শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য ❤
@indra2009 Жыл бұрын
এতবড় economic crises থেকে উঠে এসে আবার এগিয়ে চলেছে ত ভাবা যায় না। আপনার উপস্থাপনার গুনে আরো ভালো লাগলো। পৃথিজীত অসাধারণ
@avishekdey5 Жыл бұрын
What an incredible vlog! ❤️ In my opinion, Explorer Shibaji stands out as the top travel vlog channel, not just in Bengal, but globally.
@PrithwijitOMonerManus Жыл бұрын
❤🙏
@chandranathmajumdar7584 Жыл бұрын
Khub sundar Daarun Daarun assthir vdo ❤❤🎉
@babitadutta87 Жыл бұрын
অসাধারণ সুন্দর লাগল ভিডিও টা (দিদিকে বলো)👍👍👌👌😃😃
@MrSudiptomitra Жыл бұрын
We went there few years back. I agree, its unbelievably clean and tidy. Do try Beruwala, Bentota. Around 4 hours drive from Colombo. Great to see you are covering Sri Lanka :) . And most important - Shirt gulo darun hoyeche :) Aro ekta kotha - Ai video te apnader conversation ekdom Gupi - Bagha aar Shundi r kotha mone koriye dilo (In a positive and appreciative manner of course)
@jaydebdutta4569 Жыл бұрын
আমি জয়দেবদা বলছি শার্টগুলো যেমন হয়েছে প্রকৃতিটা রকম খুব সুন্দর লাগছে অসাধারণ কোন কথা হবে না❤❤❤
@ramagupta6268 Жыл бұрын
সত্যিই কি অসাধারণ এই পর্ব। এই গুহা , জলের ভিতর আপনাদের ঘোরা।সত্যি আমাদের দেশ ও কিন্ত সুন্দর। আমরাই ভাল রাখি না।অপূর্ব লাগল। ভাল থাকবেন ।
@sannitipathak4873 Жыл бұрын
আপনার এই উপন্যাস skip না করে মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম। নৌকা বিহার, গ্রাম দেখা, তাদের traditional লাঞ্চ repeat করে করে দেখলাম। অসাধারণ লাগলো। অনেক অনেক প্রনাম 🙏 আপনাদের।
@pradiptapradhan1054 Жыл бұрын
Ek kotha e Darun...🎉
@arunasishdasgupta6531 Жыл бұрын
নৌকো বিহার, টিপ টিপ বৃষ্টি আর দুই বন্ধুর গল্প. Unplanned Tour গুলোই better হয়. ❤
@kalyanbiswas7514 Жыл бұрын
Have had the great, good fortune of being there in 2019, much before the economic meltdown. While the countryside is no doubt beautiful, the blue and emerald waters washing the island are as magnificent as the ever-smiling faces all around. I haven't travelled very extensively, but nowhere in Europe or in Asia, have I seen such smiles. God willing, I'll be back in Sri Lanka, someday again! A superb vlog, as usual! 🙏🏻 Will be waiting intently, for Sigiriya.
@saikatkghose8501 Жыл бұрын
খুব সুন্দর লাগছে, আমার প্রণাম রইলো, একটা দেশ বুদ্ধের দেশ সুন্দর হয় তার কালচারে জন্যে ,সুন্দর দেশে দুই সুন্দর মানুষের volg আমরা তোমাদের সাথে না যেতে পারে কোনো দুঃখ নাই।। সত্যিই রাবণের মতে পণ্ডিত এই খানে বাস সম্ভব 🙏❤️🙏❤️
@subodhap Жыл бұрын
Buddhas country is India 🇮🇳 my friend. Love from Sri Lanka 🇱🇰
@mrinmoychakraborty5783 Жыл бұрын
Sivaji Da - Durdanto❣️ Srilanka jaoyar iccha aro bere gelo
@vargabsingh8679 Жыл бұрын
Darun darun Prithijit Da. Khub valo laglo 2 line er gaan ta. Jemon jayga ta Sundar temonei aapna jori tao Sundar. R gaan ta viaon
@PrithwijitOMonerManus Жыл бұрын
❤🙏
@niladryranjandas132 Жыл бұрын
সত্যি অসাধারণ এই প্রাকৃতিক শোভা বর্ণনা একমাত্র বিভূতিভূষণ ই করতে পারতেন, কি অদ্ভুত মানসিক শান্তি পাচ্ছি এই প্রাকৃতিক দৃশ্য দেখে আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় 🙏🙏🙏
@sudiptokarati4148 Жыл бұрын
Ekdom ঠিক কাজ করেছেন, 52 মিনিট ই চাই,
@debashishdas9074 Жыл бұрын
So nice to see Lankan people are so cultured n educated. Country is facing economic crisis but people of Srilanka not letting the feel of their pain to visitors and always welcoming with smile. Kudos to them !!!
@amarnathdas5404 Жыл бұрын
What a beautiful place just unbelievable. Sri Lanka is so green,so clean, beautiful place to visit..and cave temple is best. All I am enjoying through your video. Many many thanks to Shivaji ji and Prithijit ji. Stay fit and safe.
@sukumarpaitandi6017 Жыл бұрын
দারুণ দারুণ। ফাটাফাটি। মনে হলো একটা সিনেমা দেখলাম। খুব এনজয় করলাম।
This " uncut" style is welcome. Very nice video. There is a essence of North Bengal /Assam in this Sri Lankan village ❤
@natureblood8927 Жыл бұрын
শ্রীলঙ্কাতে গিয়ে আমাদের ময়নাগুড়ির মেদলার কথা বলা আমাদের কাছে গর্বের ব্যাপার । অশেষ অশেষ ধন্যবাদ দাদা আপনাকে । আমাদের ময়নাগুড়ির মেদলা কে মনে রাখার জন্য।
@savage357 Жыл бұрын
আপনাদের দুজনের বাচনভঙ্গি খুবই সুন্দর 👍
@toufiqurrahman3744 Жыл бұрын
আপনার উপস্থাপনা অসাধারণ, গল্পের ছলে বলেন খুব ভালো লাগে
@abhisekbhattacharyya2878 Жыл бұрын
Tourism sector should be improved in rural Bengal and what Shivaji Sir and Pritthijit Uncle said I agree with them ❤😊.
@abhisekbhattacharyya2878 Жыл бұрын
I have a request Shibaji Sir and Prithhijit uncle that can you two together sing the national anthem of Sri Lanka because you're touring in that country. As you two said you were the countrylovers that's why I said and it would be an honour from you for the country.
@tapashduttachoudhury4904 Жыл бұрын
Mr Shibaji+Mr Prithweejit>> Looks like as Jagai+Madhai by shirt of Srilanka. Natural beauty of journey by road sight, village & lake is uncommon & unbelievable. Cave temple is so nice. Singer- Prithweejit, Pls do not angry to food server ("রেগে গেলেন তো হেরে গেলেন"). Go ahead Anchor- Shibaji & Singer- Prithweejit. Wish your best of luck. Bangladesh. 07/Nov/2023. BST-04.00pm.
@kajalsinha3509 Жыл бұрын
Wonderful photography ndescriptions. My dream country Srilanka. Apnar chokhe dekhe nilam many many thanks
@parimalbose1394 Жыл бұрын
Sambar has been served in the plate itself and not in a seperate bowl because Tamilian likes to have idli, Vada , dosa in the manner we take rice and dal . As you are from India the shop owner thought you would like to have your breakfast in similar manner. You are having king coconut , which tastes sweeter than the green ones .
@pappubiswas786 Жыл бұрын
Dada khub khub valo laglo onek kichu jante parlam
@biplabdasgupta7861 Жыл бұрын
Pritijit Dar Gaan Ta Darunn Laglo Thanks Prithijit.Da.
@skipper2594 Жыл бұрын
every road is clean ,whole land is clean ,,btw add english subtitles plz
@Wbp_Competitive_aspirant Жыл бұрын
আমি নিজে বর্ধমান এর থাকি,, এই শ্রীলঙ্কা এর জায়গা থেকে থেকে অনেক বেশি ভালো দেখতে আমাদের গ্রাম,, ❤
@@pritamdas2899 I totally agree with you. Amar protein Jodi amader charipaash ektu responsibility niye clean rakhle hoyto amader desh tao eirokom porishkar thakbe. Ami kauke trash rastai felle, ba pan er pik jekhane shekhane felle protest Kori. Er jonne onek baje Kotha o shuni, kintu kau ke toh step nite hobe. Tai na? Liked your comment.
@Wbp_Competitive_aspirant Жыл бұрын
@@pritamdas2899 Sobai Jodi Ektu Socheton Hoy,, Jekono Jayga poriskar hote besi din lagbe naa,, bapar ta hocce manosikota drkr ❤️
@skipper2594 Жыл бұрын
Lanka has the most scenic highways in south asia , and that vibe is amazing
@PreetamDas64 Жыл бұрын
আপনাদের ভিডিও দেখে বোঝা যায় কতটা পরিশ্রম ও ভালোবাসা দিয়ে তৈরি করেছেন। এটাই একটু দুঃখ যে যতটা views পাওয়া উচিত ততটা পাওয়া যায় না। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা, এভাবেই এগিয়ে যান।
@MunshiZakir-t3y Жыл бұрын
শার্ট দুইটা সেই হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। পৃথিজীত দাদার শার্টের রং টা আমার কাছে বেশি পছন্দ হয়েছে।
@spc3461 Жыл бұрын
Wow, what a beautiful and informative video! I really enjoyed watching your journey to Sigiriya Rock and Dambulla Cave Temple. You captured the stunning views and the rich history of these places very well. I also liked the music and the narration. Thank you for sharing your experience with us. I hope to visit Sri Lanka someday and see these amazing sites for myself. Keep up the good work, Explorer Shibaji! 😊
@sayaksc3590 Жыл бұрын
Areey Baah Daroon Daroon 👌❤️❤️ Osaadharon episode 🔥🔥 Srilanka series jome gachhe 🔥 Temple Ta Osaadharon 🙏🙏 Apuurbo Gram ar prakritik Soundorjo mon bhorey galo 😍😍 Uff Ki lagchhe Shirt er combination ar Tupi sathe Prithwijit da perfect gaan ta dhorechhe..Porer golper opekkhay thaklam ❤️❤️❤️❤️
@milighosh9489 Жыл бұрын
আপনার content এর ক্রমবর্ধমান উন্নতি প্রশংসনীয়। এই এপিসোডটি দীর্ঘায়ীত করায় একধরনের ঢিমে মেজাজ তৈরী হয়েছে, যেটা ঐ পরিবেশের জন্য একদম উপযুক্ত। খুব উপভোগ্য সিরিজ দেখবো মনে হচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকেই।
@explorershibaji Жыл бұрын
আন্তরিক ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন আর এভাবেই সঙ্গে থাকবেন।
@sharmisthaadhikary208 Жыл бұрын
Khub valo laglo video ta. R upri paoa Prithvidar gaan. Kalo jole ..... 😊😊valo thakun
@santanuchakraborty4678 Жыл бұрын
Osadharon... Answer is mohendra..
@abhishekbose8107 Жыл бұрын
Ashoka's son Mahinda or Mahendra, the pronunciation varies with the regional affiliation converted King Devanampiya Tissa and other nobility in modern-day Sri Lanka to Buddhism. King Tissa built the Mahavira monastery, the altar of Buddhism in modern-day Sri Lanka.