Рет қаралды 3,865
নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী ১৮৩৪ সালে হোমনাবাদ পরগনায় বর্তমানে লাকসামের পশ্চিমগাঁও জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জমিদার আহমেদ আলী মায়ের নাম আরাফান্নেসা চৌধুরানী। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র নারীর নবাব ও নারী শিক্ষার পথিকৃৎ। তৎকালীন সময়ে আরেক জমিদার সৈয়দ আহমদ গাজীর সাথে ১৮৬০ সালে তার বিয়ে হয়। তবে তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। কথিত আছে বিয়ের ১৭ বছর পরে তিনি জানতে পারেন তার স্বামীর আরেকজন স্ত্রী আছে। ১৮৭৩ সালে তার বাবা মারা যাওয়ার পর তিনি পশ্চিমগাঁওয়ের জমিদারী লাভ করেন। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী রানী ভিক্টোরিয়ার দেওয়া বেগম উপাধি দুবার প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে ১৮৮৯ সালে রানী তাকে নবাব উপাধিতে ভূষিত করেন। তিনি ব্যক্তিগতভাবে নারীদের জন্য বিদ্যালয় স্থাপন করেন। তাছাড়াও তিনি স্কুল, মসজিদ, রাস্তাঘাট, পুকুর নির্মাণ করেন। ১৯০৩ সালের ২৩শে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
#nawabfaizunnesa #নওয়াবফয়জুন্নেসা #cumilla #নারী_নবাব #history