এই পর্বটার জন্য অপেক্ষায় ছিলাম। আপনার উপস্থাপনায় হৃদয় স্পর্শি অনুভূতি পাই,অনেক ধন্যবাদ সুৃমন ভাই।
@bissosarkar12673 жыл бұрын
ভাইয়া অসংখ্য ধন্যবাদ ❤।আপনার কথা বলার ধরন যতটা সুন্দর, তেমনি নির্মাণশৈলীর উপর দক্ষ জ্ঞানও আমাকে মুগ্ধ করে।কারণ বেশিরভাগ ব্লগারই এইসব পুরাতন সাবেকি নির্মাণ সম্পর্কে তেমন জ্ঞান রাখে না।তবে আপনার জন্য অনেক শুভকামনা।আপনার জন্য যেমন আমারা সবাই সেই পুরোনো দিনের আসল ইতিহাস জানতে পারছি,তেমন ই যারা নির্মাণ করেছেন তাদেরও নির্মাণ কর্মও আপনার মাধ্যমে উঠে এসেছে।মানুষগুলো তাদের ভিটে মাটি সব ফেলে রাতারাতি ঐতিহ্য ফেলে চলে যায়, আর তাদের এই অবস্থার সুযোগও বহু মানুষ নিয়েছে। বহু লোকের মুখে শুনেছি থাল,বাসন,আসবাবপত্র, গহনা বাক্স,দামী মুর্তি সব ফেলে চলে গেছিল রাতারাতি আর কিছু মানুষ সেই সব লুট করে নিয়ে যায়। যারা আবার ফিরে এসেছিল তারা কিছু পায়নি,আর যারা আসেনি তাদের গুলো দখল হয়ে গেছে।আর সেগুলো তারা নিজের নামে চালিয়ে দিচ্ছে, নিজের ঐতিহ্য বলে চালিয়ে দিচ্ছে। আর যে মানুষগুলো বুদ্ধি খরচ করে এই নান্দনিক স্থাপত্য নির্মাণ করেছে তাদের নামও কোথাও নাই,সবই এখন বিকৃত ইতিহাস।তবে আপনি যেভাবে সত্য তুলে ধরেছেন সেগুলো প্রশংসনীয়।তবে একটা মজার কথা বলি যারা খুব সমৃদ্ধ বাড়ি তৈরি করেছিলো সেই আমলে তাদের প্রত্যেক বাড়ি বাস্তুশাস্ত্রর নিয়ম অনুসরণ করে নির্মাণ করা,তাদের বাড়ির ভেতরের বাতাস চলাচল যেন সহজ থেকে সহজতর হয় আর রোগ কম হয় সুস্বাস্থ আবহাওয়া তৈরি হয় সেই জন্য এই বাস্তুশাস্ত্রর নিয়ম অনুসারে তৈরি।।যে নিয়মগুলো প্রায় কয়েক হাজার বছরের পুরনো যেগুলো সেই স্থাপনগুলোতে পরিবর্তন ছাড়াই অনুসরণ করা হয়েছে।তবে আপনার সাথে একমত যে পুরোনো স্থাপত্য নষ্ট করে তার উপর যত চকচক আবরনই দেওয়া হোক না কেন তার সেই রুপ আর থাকে না।।এইসব ভাঙ্গতে দেখলে বুকের মাঝে কেমন জানি হাহাকার করে উঠে।না জানি মানুষ গুলো কি নিদারুণ কষ্ট হয়েছিল প্রতিমূহুর্তে এই বাড়ি ছাড়ার সময়। তাদের বংশধরেরা জানেও না যে তাদের ছিল এক সমৃদ্ধ ইতিহাস।আর যাই এখনো টিকে আছে তাও ইতিহাস বিকৃিতির আড়ালে চলে যাচ্ছে। ধন্যবাদ ভাই
@ramjanali96003 жыл бұрын
Hi
@souravroy33723 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bilolakshadas78483 жыл бұрын
ভাই আমি বিলোলাক্ষ দাস, কলকাতা থেকে লিখছি। রাম পোদ্দার আমার দাদুর বাবা। আমারা ২০১৩ তে একবার গিয়েছিলাম। বাড়িটির বর্তমান পরিস্থিতি দেখে মনটা খারাপ হয়ে গেল। আপনার সাধু প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা। ঈশ্বর আপনার মঙ্গল করুন
@shamsmahamud24513 жыл бұрын
Sottie😳
@chaya74223 жыл бұрын
mittha kotha!
@jitusaha80373 жыл бұрын
Bilolaksha Das,রাম পোদ্দারের ছেলে,মেয়েরা এখনো জীবিত আছে।
@antumondal66783 жыл бұрын
Itihas boye niye cholchen😘
@bilolakshadas78483 жыл бұрын
@@jitusaha8037 না, রাম পোদ্দারের নাতি নাতনি রা কয়েক জন বেছে আছে
@jagadishchandranag62833 жыл бұрын
সালাহউদ্দীন সুমনের মুন্সীগঞ্জের নগর কসবার দুটি পর্বকেই আমার মনে হল যেন " দুটি আবেগের গল্প "। সুমন সাহেব পূরাতন স্মৃতি কথার মাঝে নিজের আবেগী মনকে এমন ভাবে তুলে ধরেছেন যে, নগর কসবার ঐতিহ্যবাহী সুলতানী আমলের ভগ্ন জরাজীর্ণ দালানকোঠা গুলিও যেন কথা বলছে ভগ্ন হৃদয়ে !!
@nahidsultana41583 жыл бұрын
ভাই, মন প্রাণ জুড়িয়ে গেল। খুব সুন্দর এবং খুব ভালো উপস্থাপন আপনার। আল্লাহ আপনাকে আরো উন্নতি দিক। ঠিকই বলেছেন,এক সময় কিছুই থাকেনা। সব কিছু ছেড়ে চলে যেতে হয়। তারপরও মানুষ ক্ষনিকের এই দুনিয়ায় থাকার জন্য কত সুন্দর করে নিজের বাসস্থান গড়ে, জানে বেশি দিন ভোগ করতে পারবে না তবুও করে। সব কিছু ছেড়ে যেতে হবে ভাবলে খুব কষ্ট লাগে। কি যে মায়া। এই মায়াই মানুষকে দুনিয়া ছেড়ে যেতে কষ্ট দেয়।
@asifraihan44633 жыл бұрын
বরাবরের মতই অসাধারণ। ধন্যবাদ প্রাচীন ঐতিহ্য আর ঐতিহাসিক তথ্য গুলো কে সঠিক ভাবে তুলে ধরার জন্য। ইতিহাসের বিকৃতির কারনে অনেকেই ঐতিহাসিক স্থাপত্য গুলার গুরুত্ব বুঝতে পারে না ৷ হয়তবা এই স্থাপত্য গুলাও এক সময় মিশে যাবে কিন্তু আপনার ভিডিও গুলা প্রজন্ম থেকে প্রজন্মের হাতে পৌছে যাবে প্রমান হিসেবে। ইতিহাস সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ খুবই জরুরী।
@asimmukherjee38863 жыл бұрын
অস্তিত্বকে বাঁচিয়ে রাখে পুরনো স্মৃতি। পুরনো ঐতিহ্য আমায় সব সময়ের জন্যই আন্দোলিত করে।ধন্যবাদ,সুমন ভাই। আপনার উপস্থাপনা অনেক অনেক সুন্দর।আমিও পুরনো ঐতিহ্য খুবই পছন্দ করি।হয়তো সময়ের অভাবে কোথাও যেতে পারি না কিন্তু আপনার এই ভিডিও দেখার মাধ্যমে অনেকখানি মানসিক শান্তি পাই,নিজেকে নিয়ে যাই সেই ইতিহাসের কাছে।
@amitguptoshuvo56093 жыл бұрын
সুমন ভাই। আসাধারন। সত্যিই পুরনো আমলের স্হাপনা মনকে অনেক অতীতে নিয়ে ভাবায়, কল্পনায় যেন সেই যুগে ফিরে যাই আমরা এসব স্হাপনার সাথেই। পুরনো বাড়ির গন্ধ গুলোও অসাধারন। সেই গন্ধই মনে করিয়ে দেয় একাল আর সেকাল। এমন ভিডিও আরো করবেন ভাইয়া। শুভকামনা রইলো। ভালো থাকবেন।
@rashedahmed13493 жыл бұрын
ভিডিওটি দেখে মনে হচ্ছে নগর কসবার প্রত্যেকটি পুরাতন বাড়ির দরজা আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। ২য় পর্বটি আরো প্রানবন্ত হয়েছে, ভিডিও চিত্র ধারণ এর সাথে বর্ণনা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সত্যিই অসাধারণ। ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই ।
@abdhfhhffh3 жыл бұрын
আমার মতে আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ KZbin vlogger. আপনাকে কুর্নিশ সুমন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।
@pintumondol85123 жыл бұрын
Ha via
@thebongoboy923 жыл бұрын
বালোবাসা অবিরাম প্রিয় ভাই
@mahbubhasan31723 жыл бұрын
Manush hoye Manush k Kurnish korata thik na. Amio Sumon vai k valobashi
@bantyshil28033 жыл бұрын
Uni akjon mohot manush,,,,unar chokhe sob dhormoi soman.... Love Bangladesh ❤️
@arunnakshatra10033 жыл бұрын
দাদা
@joydiproy72343 жыл бұрын
দেশের ঐতিহ্য কে তুলে দরার জন্য অশেষ ধন্যবাদ সুমন ভাই
@sukantadutta61393 жыл бұрын
আমার বাবার মুখে শুনেছি , আমার ঠাকুরদার বাবা "বিষম্বর দও" তিনি একজন জমিদার ছিলেন। বাংলাদেশের ফরিদপুর জেলার খাসখান্দি তে থাকতেন। দুর্গাপুজো হতো সেই বাড়িতে । এগুলি দেখলে সত্যি ফিরে যেতে ইচ্ছে করে কেমন ছিল সেই সব দিনগুলো দেখতে... আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে এই রকম পুরোনো বাড়ি, কতো ইতিহাস এতো সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেন। কতো সুন্দর ছিল সেই সব দিনগুলো.. এগিয়ে যান দাদা, পাশে আছি সব সময়ে❤ Love from INDIA 🇮🇳
@techaddicted9363 жыл бұрын
এতো ভালোবাসা ও মায়াময় জন্মভূমি ছেড়ে দূরে যেতে তাঁদের কতই না কষ্ট হয়েছে।😭 শুধু মাত্র দেশ ভাগের জন্য।
@mahfuzsayem49073 жыл бұрын
সুমন ভাই ইতিহাস নিয়ে আপনার এ প্রচার, আপনার সুন্দর মনের প্রকাশ, তাই আপনার শুভ কামনা সব সময়।
@soheltraveler3 жыл бұрын
❤❤❤❤
@kaberinahar14593 жыл бұрын
ধন্যবাদ কোন ভূল তথ্য উপস্থাপন না করে সুন্দর করে আমাদের এলাকা ও বসতভিটা উপস্থাপন করার জন্য 😊
@Korban2453 жыл бұрын
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@md.kamrulhasann85003 жыл бұрын
আপনি আর আমাকে আসার অনুমতি দিলেন না!!!!
@kaberinahar14593 жыл бұрын
@@md.kamrulhasann8500 koi dilam na amito bollam chole asen..
@faridjibon58753 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে যতটুকু সম্ভব এখানকার চিত্র তুলে ধরার জন্য । আমাদের অতি প্রিয় ও প্রানের জেলা মুন্সীগঞ্জ যার আদি নাম বিক্রমপুর । মুন্সীগন্জের অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী এলাকা নগর কসবার বেশ কিছু স্থাপনা যা এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে ! দেখলে মনে হয় তারা যেনো জানান দিচ্ছে আমরা তোমাদেরকে অতিত এবং বর্তমানের মধ্যে সেতু বন্ধন করে রেখেছি তোমরা তোমাদের ইতিহাসকে ভূলোনা ! আসলে অনেকটা আবেগ যেনো আঁকড়ে ধরেছিলো তাই কিছু লিখে ফেললাম । সত্যিই আমি গর্বিত আমার প্রিয় জেলার জন্য ।
@mdkhalidhasan96363 жыл бұрын
মনটা জুড়িয়ে যায় ভাই এসব দেখলে। আবার ভিষণ কষ্ট লাগে সেইসব মানুষদের প্রতি যারা একসময় এই বাড়িতে বসবাস করতেন। এই বাড়িতেই ঘোরাফেরা করতেন, কত ইতিহাস ছিল এইসব বাড়িতে! কালের সাক্ষী না থাকায় সব ধুয়ে মুছে গেছে। আফসোস এই বাড়িটি আছে কিন্তু তারা এ দুনিয়ায়তে আর বেঁচে নেই।😥
@Soumyadeep_103 жыл бұрын
অনেক ভালোবাসা নেবেন দাদা ।। কলকাতা থেকে দেখছি আপনার ভিডিও সত্যিই খুব ভালো লাগে
@gamingwithnabil7391 Жыл бұрын
শত শত বছর আগের সব প্রাচীন কালের ঐতিহ্য সব সময় আমাকে কাছে টানে😢😢❤❤
@aprime6503 жыл бұрын
আমি ভারত থেকে আপনার সমস্ত ভিডিও দেখি খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে🙏যখন আপনার ভিডিও দেখতে থাকি সেই সময় টুকু অন্য জগতে হারিয়ে যাই ❤️❤️❤️
@abulkalam15783 жыл бұрын
বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ
@সত্যেরপথে-ন১হ3 жыл бұрын
অনেক সুন্দর লাগলো দাদা.... আপনি সত্যি দাদা একজন অসাম্প্রদায়িক ভালো মনের একজন লোক❤❤❤❤❤🌹🌹🌹🌹
@jerinsvlg60823 жыл бұрын
ইতিহাস ঐতিহ্য কতেই না সুন্দর.. মুগ্ধ লাগে এই সময়ের কথা ভাবলে❤️
@sparvej713 жыл бұрын
বাংলাদেশ সরকারের উচিত এসব পুরাতন স্থাপনা ও ঐতিহ্যগুলো পুরোপুরি ধ্বংস হওয়ার আগেই সংরক্ষনের উদ্যোগ নেওয়া। বাংলার ইতিহাস গৌরব যেন যুগ যুগ সংরক্ষণ করা হয়।
@streetunboxing13 жыл бұрын
সুমন ভাই আপনি কি অপরূপ নগরী দেখালেন। ভাই নগরীর রূপে মুগ্ধ আমি
@nirmalyachatterjee71563 жыл бұрын
Sumon Bhai Egiye Jao Apurba Tomar Video - From Kolkata,India
@musafirsalam61083 жыл бұрын
দোয়া রইল আপনি আরও এগিয়ে যান,আপনার প্রতিবেদন গুলি অনেক সুন্দর হয়,সুমন আপনাকে অনেক অনেক ধন্যবাদ,এভাবে বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য ।
@abdullahrafi82343 жыл бұрын
সত্যি আপনি রহস্যময় একজন মনের মানুষ আপনার কথায় তা প্রকাশ পায়।খুবি চমৎকার উপস্থাপন করেন
@fatemabibi67263 жыл бұрын
বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে তা না দেখলে বিশ্বাস হতো না!
@anisurrahmananis45553 жыл бұрын
চলে আসুন আমাদের গ্রাম নিজ চোখে দেখে যান ভালো লাগবে
@sharifulIslam-yi2uf3 жыл бұрын
আপনি কোথায় আছেন। জানাবেন ইমু ০১৭৮৭৫৩১৪১০
@roseariyanaerceljoyreya81613 жыл бұрын
Hmmmm
@hasibsgaming3 жыл бұрын
@@sharifulIslam-yi2uf togo ki maiya dekhle e no dite mon cay?
@soheltraveler3 жыл бұрын
চলে আসুন, বাংলাদেশে আশার আমন্ত্রন রইল।
@forhadmahmud54603 жыл бұрын
ভাই আপনি এত সুন্দর করে উপস্থাপন করেন জা দেখলেই প্রাণ জুরিয়ে জায়।দোয়া করি আপনি আরো বড় হন।
@sabbirofficial073 жыл бұрын
Amar o bhai❤️❤️❤️
@madumatitv32163 жыл бұрын
xbcText you copy will automatically show herevhhjijj
@nasimakarim75923 жыл бұрын
@@sabbirofficial07 you
@soheltraveler3 жыл бұрын
খুবই ভাল লাগে ভায়ের ভিডিও গুলা।
@aftabjulficar18402 жыл бұрын
সঠিক কথা
@suvachakraborti94623 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভিডিও র মাধ্যমে আমার পূর্ব পুরুষদের বাসস্থান বিস্তৃত ভাবে দেখতে পেলাম। ভালো লাগার সাথে সাথে মন খারাপ ও হলো। আমি রাম পোদ্দারের ব্্শধর।তিনি আমার প্র পিতামহ। 2012 তে আমি নগর কসবা য় গিয়ে ছিলাম। ভেবে ছিলাম আরেকবার দেখব। বাড়ি টা বিস্তৃত ভাবে দেখতে পেলাম না। আর দুভাগ হয়ে গেছে দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। নমস্কার নেবেন।
@mihirnag15903 жыл бұрын
সুমন ভাই, কিছু বলার নাই,,, আমি মুগ্ধ-আমি অভিভূত-আমি নির্বাক,,, অনেক অনেক কুর্নিশ,,, অনেক অনেক ভালোবাসা,,, অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা,,,
@subhankarsarkar55993 жыл бұрын
আপনি যে মানুষ হিসেবে হিন্দু ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী মানুষদের উপর ধর্মীয় অত্যাচারের কষ্ট তে যেভাবে সমব্যথী এবং সেই কষ্ট টা অন্ততপক্ষে ধর্মীয় বেড়াজাল থেকে বেরিয়ে উপলব্ধি করছেন এবং সেটা নির্দ্বিধায় শেয়ার করছেন , আপনার ধর্মীয় সহিষ্ণুতা সত্যি প্রশংসার দাবি রাখে, ভুল টা এড়িয়ে না গিয়ে তা থেকে শিক্ষা নিয়ে আমাদের আবার সম্প্রীতির বাংলায় ফিরতে হবে আপনাদের মত মানুষদের জন্যেই সেই স্মৃতি কালাতিত , সত্য টা না মুছে তা থেকে নিজেদের ভুল গুলো সুদ্রে আবার সম্প্রীতি তৈরি হোক , বেচে থাকুক মানুষ ধর্ম কেনো সম্প্রীতি আনে, সবাই থাকবে বিচিত্রের মধ্যে ঐক্য এইতো আমাদের মনুষ্যত্ব ❤️ ভারত থেকে ।
@Comedyskits123 жыл бұрын
দেখার সাধ জাগে। আবার একটা চমৎকার এপিসোড দেখবো এখন। দেখার আগেই অসংখ্য ধন্যবাদ আপনাকে।
@abdullapatowary3 жыл бұрын
ভাই আপনি ভাগ্যবান।ইতিহাস কে ছুঁয়ে ছুঁয়ে দেখছেন।৬৪ জেলায় প্রতিটি উপজেলায় ছড়িয়ে আছে এমন পুরনো ইতিহাস।
@golamrabbi16333 жыл бұрын
💙💙""প্রকৃতির পথিক''''💙💙 সালাউদ্দিন সুমন ভাই
@tl82003 жыл бұрын
My family came to India during partition of the country, i really feel emotional whenever i see your videos, i dont know where my great grandfathers used to live but non of us knows as a history student and enthusiast i wish i can see my roots are from
@6coma12avijitdas42 жыл бұрын
Mee to my grandpa also came to india during partison
@AdilZaman-cq4qb11 ай бұрын
welcome to visit your root
@AdilZaman-cq4qb11 ай бұрын
@@6coma12avijitdas4 welcome to visit your root
@user_007593 жыл бұрын
দাদা, আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য তুলে ধরার জন্য।
@botanicheavenbyrabiulhaque3 жыл бұрын
Onek sundor apnar video gulo..... khub nostalgick lage.....May Allah bless you.keep it up
@mdrakibulboqso26963 жыл бұрын
মনটা ভড়ে গেল ভিডিওটি দেখে খুবই মনোমুগ্ধকর। ভাই হারিয়ে গেছিলাম এই সুন্দরর্যের মহোনায়। এক দিন রাত এই বাড়িতে না থাকতে পারলে মনে হবে আমি হয়তো প্রিথিবীতে আসছি চলে যাবো কিন্তুু কি যেন একটা না পাওয়া থেকে যাবে। ভাই ধন্যবাদ আপনাকে অনেক এমন সুন্দর একটা অনুভুতি অনুভব করানোর জন্য। আপনার উপস্থাপনার কারনেই হয়তো এমন ভাবে অনুভব করতে পেরেছি।
@theoryoflife14133 жыл бұрын
ঘুরতে চলে আসেন আমাদের এলাকায়
@realpatriot55033 жыл бұрын
সুমন ভাইর উপস্থাপনা অনেক সুন্দর ও শ্রুতিমধুর। আপনি সাংবাদিকতার পাশাপাশি ইউটিউবের মাধ্যমে যেভাবে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে যেভাবে তুলে ধরছেন তা সত্যিই প্রশংসনীয়। আপনাকে সাংবাদিক বলব না ইতিহাসবিদ বলব ভেবে পাইনা।
@naturewhispering40963 жыл бұрын
দাদা আমি কলকাতা থেকে দেখছি আপনি একবার কলকাতায় আসুন এখানে আপনি ব্রিটিশ আমলের বড়ো বড়ো বাড়ি এখনো আছে এবং সেখানে প্রত্যেকটি বাড়িতেই পুরো দিনে কাঠের সিঁড়ি আছে |দাদা বাংলাদেশের এই ইতিহাস দেখে আমার ওখানে যেতে ইচ্ছে করছে | মনে মনে খুব রাগ হচ্ছে যারা বঙ্গভঙ্গ করেছিলো তাদের উপর | এই ইতিহাস এখানেও আছে মানে পশ্চিমবঙ্গে
@naturewhispering40963 жыл бұрын
@জীবন যেখানে যেমন Thank you will definitely come
@mhabaksh30403 жыл бұрын
@Abhijit Das 1947 a shyamaprasad Mukherjee korecilen no mulla
@toslimahmedtushar27943 жыл бұрын
@Abhijit Das বঙ্গভঙ্গ রদ কারা করেছিল? আজ যদি বঙ্গভঙ্গ রদ না হতো তাহলে দেশ ভাগ হতো না, বঙ্গভঙ্গ রদের ফলে মুসলিম জাগরণ এক হয়ে যায়, ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
@mhabaksh30403 жыл бұрын
@Abhijit Das বল্লাল সেন এই অঞ্চলে কৌলিন্য চালু করে বৌদ্ধদের নমশূদ্র জাতে নামিয়ে ৩৩ টা কৌনজ ব্রাহ্মণ পরিবারের মাধ্যমে ৮০০ বছর অত্যচার চালায়৷ অসহ্য হয়ে নমশূদ্র রা মুসলিম হয়েছে কেউ কোরান হাদিস শুনে মুসলমান হয়নি।। আর ইসলাম খ্রিস্টান ইহুদি ধর্ম খুব কট্টরপন্থী তারা ধর্মগ্রন্থের বাইরে কিছু মানতে চাইনা
@arfin97613 жыл бұрын
@Abhijit Das তোর মতো উগ্রবাদী হিন্দুদের জন্য সাধারন হিন্দুদের গালি শুনতে হয়।
@sabinurmollik90743 жыл бұрын
ভাইয়া আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিও গুলি দেখি, আমার খুব ভালো লাগে ❤❤❤
@myworldwithparamita89603 жыл бұрын
Khub valo laglo dada amar dadu Bangladesh e thakten tai aro valo laglo
@RatanChandraDas-y4q Жыл бұрын
আমার মনে হয় বাংলাদেশের যত পুরনো নগর আছে সবথেকে বড় নগর এই নগর কসবা❤।
@upasonadeghosh28263 жыл бұрын
আমার পূর্ব পুরুষ দেশভাগের জন্য পশ্চিমবঙ্গে আসতে বাধ্য হন। কিন্তু আপনার ভিডিওগুলি দেখে পূর্ব পুরুষদের দেশ দেখতে বড় ইচ্ছে করে
@tazriabinta61833 жыл бұрын
ভাইয়া আপনার কন্ঠ টা অসাধারণ। আর উপস্থাপনা অনবদ্য। আপনি আরও এগিয়ে যান। আমরা আপনার পাশে আছি। আপনি এই নিদর্শন গুলো তুলে না ধরলে জানতেই পারতাম না বাংলার এত ইতিহাস রয়েছে। এগিয়ে যান ভাই, দোয়া রইল।
@dipanjandas74893 жыл бұрын
অসাধারন দাদা আবার একটি অসাধারন ব্লগ দেওয়ার জন্যে।❤️
@shahilkhan57233 жыл бұрын
রূপকথার গল্প। অপূর্ব। নস্টালজিক
@thehandofhumanity293 жыл бұрын
😍
@ronghinpohtam6698 Жыл бұрын
আপনার কথা শুনে কবিতা আর গল্প মিশে আছে খুব ভালো লাগে
@mahbuburrahman40283 жыл бұрын
আপনার ভিডিও দেখে মনের অজান্তেই যেন নিজেকে ঐ সময়ের মানুষদের মাঝে ফিল করছি বলে বোঝানো যাবেনা ধন্যবাদ ভাই এমন এপিসোড উপহার দেওয়ার জন্য
@Zahidhossainsikderzahid3 жыл бұрын
ভিডিওটি দেখে ভাল লেগেছে। বাংলাদেশের পুরাতন ও দর্শনিয় স্থান দেখতে পেয়ে খুব ভাল লাগছে।
@dipankardey52643 жыл бұрын
নগর কসবা : পর্ব ২ আমি এই ভিডিওটির অপেক্ষায় ছিলাম
@memoni55653 жыл бұрын
সুমন ভাই আপনার ভিডিও গুলো আমার খুব ভাল লাগে ইউটিউবে গিয়ে সুধু আপনার ভিডিও গুলোই দেখি
@cosmetologistkamalikamitra17153 жыл бұрын
Shootti khub emotional hoye gelam Video ta dekhe shunechilm amr dadu dida rao tader bhite matti rekhe india chole ashen... Khub valo lgalo dekhy
@iftad103 жыл бұрын
আপনার উপস্থাপনা সত্যিই মনোমুগ্ধকর। অনেক ভালো লাগে 💕🌸
@moksedulislam25223 жыл бұрын
আজকের মিউজিকটা মোটামুটি ঠিক আছে। এত সমৃদ্ধময় ঐতিহ্য যা আরও আগে আপনার কাছে আমরা আশা করেছিলাম।
@sreebashbiswas19963 жыл бұрын
আপনার সঙ্গে দেখা করতে আমার খুবই ইচ্ছা আপনার চিন্তা ধারা এবং অনুভূতি আমার সংগে অনেকটা মিল খায় তাই আপনাকে একবার দেখতে চাই ভারতে আসলে আমার বাড়ীতে একবার হলেও আসবেন আমি ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে বলছি
@xiaolina84393 жыл бұрын
অপূর্ব। যা দেখে চোখ জুরিয়ে যায়।সত্যি সত্যি দেখতে ইচ্ছে করছে।এসব পুরোনো বাড়িঘর গুলো।
@arowaeslamontora823 жыл бұрын
অসাধারণ আমি অবাক হয়ে তাকিয়ে দেখছি
@aliisrafil76573 жыл бұрын
নগর কসবা আমার ফুপুর শশুড়বাড়ী । আমরা ছোটবেলায় ১৯৭৮-৭৯ সালে নারায়নগন্জ থেকে হেটে নৌকায় বেড়াতে গিয়ছি । বিশেষ করে পুজার সময় পুজা দেখতে সব চাচাতো ভাইয়েরা মিলে বেড়াতে যেতাম। অনেক পুজো হতো ।অনেক জৌলুস ছিলো তখন ।বাড়ীগুলি এখনো সেরকমই আছে । সরকারের প্রত্নতত্ব বিভাগের দেখবাল করা উচিত।
@skhelalbasir34853 жыл бұрын
আজ থেকে ৫০-৬০বৎসর পূর্বে এই গ্রামে একটিও পাকা বাড়ি ছিলনা।তারও ১০০বৎসর পূর্বে এই অট্টালিকা গুলি, প্রয়োজন অতিরিক্ত। গরীবের রক্ত চোষা অর্থে এই প্রাসাদ গুলো বানিয়ে ছিল।তাই বাড়ি গুলোর এই অবস্থা। গরীবের অভিশাপ।
@NaiemJessore3 жыл бұрын
একসময় হয়ত এগুলো থাকবে না। আপনার ভিডিও গুলো থাকুক। আপনার ভিডিও, অসাধারণ দৃশ্য, উপস্থাপনা দেখেই আমার মনে হচ্ছে আমি সেই সুলতানি আমলে হারিয়ে গেছি🙂
@shovodey32692 жыл бұрын
প্রিয় সুমন ভাই ভিডিওটি দেখে আর আপনার উপস্থাপনা শুনে মনে শুধু একটা কথা সাড়া দেয় একদিন সব ছেরে চলে যেতে হবে শুধু সৃতি গুলো রইয়ে যাবে।
@lubnasmakeover49593 жыл бұрын
ভিডিও দেখে মনটা শান্তি হয়ে গেল
@piyaligupta79643 жыл бұрын
আপনার প্রত্যেক টা প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ।ভালো থাকবেন।সাবধানে থাকবেন
@moniyamazumder47843 жыл бұрын
Onk valo laglo vedio ta dekhe...onk geyeci ai alakai..but amn kore ghure dekha hoy ni...ami kagoji parar meye...ar nogor kosbai boro cacar sasur bari...onk geyeci..donnobad apnak amn akta potibedon tuiri korar jonno...prothom porbe amar mejho jetha keo dekhte pelam...
@wasiqurrahaman45883 жыл бұрын
ভাই আপনার video গুলো বার বার দেখতে ইচ্ছে করে.......অতীতের ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই..... Carry on ভাই, আমরা সর্বদা আপনার সঙ্গে আছি......❤️❤️ from West Bengal, Murshidabad.
@blackman51783 жыл бұрын
প্রাণ টা জুড়িয়ে দিলেন ভাই, আমি শিল্পী মানুষ, ছবি আঁকা নিয়েই আমার জীবন, সত্যি বলতে ও ধরণের বাড়ি দেখলেই মনটা ছুটে চলে যায় আর মনে হয় সামনে বসে এই বাড়ির চিত্র গুলি খাতা বন্দি করে রাখি
@sanjoyghoshvlogs52883 жыл бұрын
Ashadharan dada, khub valo laglo, next videor opekkhai thaklam
@sanjibmandal46423 жыл бұрын
আপনার সব 📹 আমি কোলকাতা থেকে নিয়মিত দেখি।অসাধারণ লাগে আপনার সব presentation 👍 ভালো থাকবেন সুমনদা। নমস্কার নেবেন 🙏
@tahminanoor74643 жыл бұрын
E
@swapnachanda29543 жыл бұрын
বাবা, তুমি কত সুন্দর ভাবে বিষয় গুলো তুলে ধরেছ! এগুলো দেখে খুব আবেগ তাড়িত হয়ে যাচ্ছি!
সুমন ভাই বাংলাদেশের একজন পেশাজীবি সাংবাদিক। দেশ টিভি, সময় টিভিতে কাজ করেছেন। বর্তমানে উনি সময় টিভিতে যুক্ত আছেন সম্ভবত
@krishnasarkar96623 жыл бұрын
সুমন ভাই আমার পছন্দের একজন মানুষ। অনেক সুন্দর করে উপস্থাপন করেন। সুমন দা যখন উপস্থাপনা করেন তখন মনে হয় যেন চোখের সামনে সেই জমিদার আমলের রাজাদের আমলের দিন গুলো কেমন ছিল সেটা ভেসে উঠে। এক সময় কতো ইতিহাস না ছিল আমাদের এই উপমহাদেশে।
@tonatunirghoraghuri36463 жыл бұрын
Vai apnr vdo eto valo lage....onk onk shuvokamona apnr jonno.
@birajmukherjee74233 жыл бұрын
Thank you so much for exploring this historical place.... My humbled request to the great government of Bangladesh please take care of this iconic palace.... History tells everything... 🇮🇳🙏
@pradyotbanerjee79433 жыл бұрын
Wonderful.
@biswajitmishra8223 жыл бұрын
সুন্দর উপস্থাপনা❤️
@syfeesaif3 жыл бұрын
আপনার সব ভিডিও গুলো চমৎকার ❤️❤️❤
@sakhter41423 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে। কতো ইতিহাস, কতো ঐতিহ্য আপনার মাধ্যমে জানতে পারছি। তবে আমার কেনো জানিনা বুক টন টন করে, চোখ ভিজে আসে এইসব স্থাপনা দেখলে।
@theoryoflife14133 жыл бұрын
R8.I am Akash in this video
@kanthiroybarua38273 жыл бұрын
Anabodo oshadharon 👌👌Sumon vai apnake onek dhanyabad janai 🙏🙏 kaler buke harie jawa silpokriti dekar sujog pelam .valo thakben ❤from Assam Gauripur India
@arunbanerjee34493 жыл бұрын
সুমন ভাই আমি তো মুগ্ধ হযে গেলাম আপনার পরিবেশন দেখে ।আশা করি সামনে আরো আরো এরকম ভিডিও দেবেন ।কোলকাতা থেকে
@peoplesrepublicofbanglades46342 жыл бұрын
ভাই ইতিহাসের এই যায়গা গুলায় ইনশাল্লাহ একদিন যাবো...আপনাকে অনেক ধন্যবাদ
@জনপ্রিয়বাংলা-ষ৭জ3 жыл бұрын
জনপ্রিয় প্রতিদিন
@balaramvlogs69713 жыл бұрын
অসাধারণ শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
@sankarroy72563 жыл бұрын
খুব ভালো লাগল আপনার প্রতিবেদন ।ধন্যবাদ
@shimulchandrasaha3 жыл бұрын
এই ভিডিওটা যেমন একদিন অতীত হবে, নগর কসবা তেমন আজ বর্তমানে ইতিহাস । ধন্যবাদ ভাই
@multinationalclips3 жыл бұрын
সুন্দর কথা বলেছেন ভাই।
@jayantibhattacharya3675 Жыл бұрын
Wonderful presentation.Keep on preparing this type of video.
@rehnumasdailyvlog71603 жыл бұрын
eshob puraton kaler bari dekhe ami otit e hariye jai j kemon chilo tokhon kar lokjon der jibon .tader ashbap khuti nati shob jante icche kore.dhonnobad vaiya apnak.
@theoryoflife14133 жыл бұрын
Nagarkasba areay asar invite roilo
@ghanashyammandal25703 жыл бұрын
Ami india theke bolchhi sumon bhai khub valo video kore ,abong kotha gulo guchhiye bole ,ami prai tar video dekhi
@joyroy75953 жыл бұрын
একদম,একদম Uncle আমারও খুবই খারাপ লাগছে সেই মানুষগুলোর জন্য যাঁরা এতকিছু তৈরি করেছিলেন কিন্তু এখন তাদের কোনো অস্তিত্বই নেই!!!!!!!আবার আসুক ফিরে সেই দিন গুলো
অপূর্ব সুন্দর ঐতিহ্য দেখে মন ভরে গেল আবারও দেখার ইচ্ছা করছে কত কিনা আছে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় রইলাম
@পিয়াংকাচৌধুরী3 жыл бұрын
আমি অতন্ত্য খুশি হলাম আপনি এ ধরনের ভিডিও করার জন্য/ ধন্যবাদ দিয়ে ছুট করবনা আপনার জয় হোক ?
@mdsabbirmia3 жыл бұрын
Wow. Nice Video...vai
@TRAVELCHANNELMURSHIDABAD3 жыл бұрын
খুব সুন্দর তুলে ধরলেন
@ganeshdas72243 жыл бұрын
কি জানো মনে হয়।। খুব সুন্দর লাগলো
@sikhamondal97663 жыл бұрын
Tomar sob video gulo dekhe mon jure jai
@Pdas5853 жыл бұрын
Thank you sir second part taratari dayoyar Jonny
@ahsanullahmajumdar15653 жыл бұрын
Am writing from Florida United States your very sincere and inspiring description of ancient heritage of our Munshiganj overwhelmed me with joy May the Almighty Allah bless you all in continued peace and happiness Ahsan Majumdar
@sksaklinmustak41403 жыл бұрын
Love from🇮🇳🇮🇳♥🥰
@biswajitmondal83273 жыл бұрын
Nadia,India Thaka Dakchi. onak Dhonobad Apnaka..
@আমাদেরবাংলাদেশ-খ২প3 жыл бұрын
ভিডিও গুলা দেখতে দেখতে মন হয় নিজেকে মাঝে মাঝে হারি পেলেছি অসাধারণ ধন্যবাদ!!
@sheikheasin77233 жыл бұрын
Onek Balou laglo vedio ta dake bayya apna k donnobad nice video