অনেকে কিছু কমন প্রশ্ন করেছেন, একসাথে উত্তর দিলাম এখানেঃ ১। একবার ভ্যাকসিন নিলে কতদিন পর্যন্ত প্রোটেকশন দেয়? উত্তরঃ ৬ মাস থেকে দুই বছর। ভ্যাকসিন নেয়ার পর থেকে ৬ মাসের মধ্যে আবার কামড়/আচড় খেলে আবার ভ্যাকসিন নেয়ার প্রয়োজন, তবে এ অবস্থায় হাস্পাতালে গিয়ে আপনার আগের ইতিহাস এবং বরতমান কন্ডিশন সম্পর্কে কথা বলে নিশ্চিত হয়ে নিতে পারেন। ২। অনেক আগে একবার কামড়/আচড় খেয়েছেন এখন ভ্যাকসিন নিবেন কিনা? উত্তরঃ কামড়/আচড় দেয়া প্রাণী ২/৩ সপ্তাহের মধ্যে মারা গিয়ে থাকে তাহলে ভালো এখনও ভ্যাকসিন নিয়ে নিলে। আর যদি সেই প্রাণী আপনাকে কামড়/আচড় দেয়ার পরে বেঁচে থাকে ২/৩ সপ্তাহের বেশি তাহলে সে ভাইরাস আক্রান্ত ছিল না। এক্ষেত্রে আপনার ভ্যাকসিন নেয়ার প্রয়োজন নেই। যদি আপনি না জানেন সে প্রাণী পরে আর কতদিন বেঁচে ছিল সেক্ষেত্রে আপনার যায়গায় আমি হলে আমি এখনই ভ্যাকসিন নিয়ে নিতাম। ৩। পোষা প্রাণী রেগুলার আচড়/কামড় দেয়, এক্ষেত্রে কি করনীয়? উত্তরঃ পশু হাস্পাতালে গিয়ে আপনার প্রাণীকে ভ্যাকসিন দিয়ে আনুন রেগুলার। এতদিন যারা আচড় কামড় খেয়েছেন কিন্তু আপনার পোষা প্রাণীতে ভ্যাকসিন দেয়া ছিল না তাদের জন্য ভয়ের কিছু নেই যদি এখন আপনার প্রাণী থাকে কারণ- আপনার প্রাণীর শরীরে ভাইরাস থাকলে সে ২ সপ্তাহের বেশি বেঁচে থাকত না। ধন্যবাদ।
@apurborokshit99858 ай бұрын
ধন্যবাদ ভাই । দুই সপ্তাহ বা তার বেশি প্রাণীটি বেচে থাকলে কি এইটা নিশ্চিত যে তার কামড়/আচড়ে ভ্যাক্সিনের প্রয়োজন নেই ? (আমার ২ মাস প্রায় হতে চলেছে আচড় খেয়েছি এজন্যে চিন্তিত)
@Crazybrothers-ss5lv8 ай бұрын
স্যার আমার একটা প্রশ্ন আমাদের গ্রামের একজন মুরুব্বি আছে কুকুর বা বিরাল এ কামর দিলে ওনি একটি ঔষধ দেয় আর কালো বেগুন আরো কিছু খাবার খেনে নিসেধ করেন এটা কি ঠিক মানে রেবিস বাইরাস কি মারতে সক্ষম হবে এটায়,,?
@ShohelKhan-hj1fv8 ай бұрын
আসসালামুয়ালাইকুম স্যার 😊 মানুষ বিষ খেলে মারা যায় কেন বিষয়ে কি এমন আছে যা মানুষকে মেরে ফেলে ? বিষ নিয়ে একটা ভিডিও বানান সার ❤❤
@bangladeshpuresoul91828 ай бұрын
ভাইয়া, প্লিজ প্রশ্নটার উত্তর দিবেন। আমার এলাকায় কুকুর বেশি। তাই আমি চাইতেছি আগে থেকে র্যাবিস ভ্যাকসিন নেওয়ার জন্য। এখন আগে থেকে ভ্যাকসিন নিলে কিছু হবে কিনা বা এর নিয়মটা কী?
@m.n.nabila83988 ай бұрын
😊😊😊😊
@mdmuktarhossain77968 ай бұрын
সত্যি ভাই, আপনার পরিক্ষা-নিরিক্ষা মাধ্যমে আমরা সাধারণ মানুষেরা অনেক উপকৃত হচ্ছি মহান আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।
@nayeemhosanfahim8438 ай бұрын
আমি মনে করি আমাদের দেশে টাকার পিছনে দৌড়ানো ডাক্তারদের চেয়ে এসব ইউটিউবাররা অনেক ভালো। ধন্যবাদ ভাই এভাবে সারা জীবন আমাদের মত সাধারন মানুষের পাশে থাকার চেষ্টা করবেন ❤️
@dinislam-yy6ih8 ай бұрын
উনি বিজ্ঞানি।কোনো ইউটিবার নয়।
@ahmedzubaerrivan52697 ай бұрын
Vai doctor re 1000taka diye apni full virus er course shikhte parben? 🙂 Doctor er ki drkar porse apnk explain kra? Tar osudh Likha drkar osudh likhbe ..kivabe stop kra jay seita blbe.. KZbinr income krtese apnr time niye video Dekha thk..
@bdbusiness78966 ай бұрын
@@ahmedzubaerrivan5269it is the duty of the doctor to explain what is actually going on
@parthabiswas81146 ай бұрын
আপনার ভেতরে পারিবারিক শিক্ষা নাই।
@Ayrinrema5 ай бұрын
@@ahmedzubaerrivan5269Doctorder income halal na...ata ki janen?
@the_shuvo_sarkar8 ай бұрын
আপনি যখন খুব ছোটভাবে শুরু করেছিলেন ঠিক তখন থেকেই আপনার ভিডিও দেখি। শুভ কামনা। You deserve more.
@parthabiswas81146 ай бұрын
ছ্যার আপনি একজন মনোবিজ্ঞেনি,একজন অসাধারন মানুষ,যুগ যুগ বেচে থাকেন,বেচে থাকেন হাজার বছর এই আশিরবাদ রইলো।
@skbosebose2545Ай бұрын
Bal
@mamin76808 ай бұрын
বাংলাদেশের ডাক্তারদের হাজার টাকা দিলেও আপনার মত করে কেউ এভাবে বুঝাবে না I ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না ।অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো স্যার I
@mehedi.hasan.sourov8 ай бұрын
Oto time nai onader kace
@Dip19750__8 ай бұрын
Right
@shadekulislam5438 ай бұрын
Sagoler moto kotha..dr er kaj treatment deya....kamor deyar 10 din por dr er kase gele kaj hobe naki?? Somoy moto jete hobe
@MRN-o1-x8p8 ай бұрын
ঠিক ❤❤
@passenger90308 ай бұрын
ভাই ডাক্তারের যতটুকু বোঝানো প্রয়োজন ঠিক ততটাই বুঝাবে, এগুলো বুঝে আপনি কি করবেন, আপনাকে কুকুর কামর দিলে সাথে সাথে হসপিটাল এ যাবেন ভ্যাক্সিন নিবেন।
@Shuvo52358 ай бұрын
Eye Comfort অপশনটি On করে দিলে মোবাইলের ক্ষতিকর নীল আলোর পরিমাণ কমে যাবে...যেটা আপনার চোখের জন্য ভাল
@gamingwithmahi91068 ай бұрын
এতে ক্ষতি আগের চেয়ে একটু কম হয়। তা ছারা আাহামরি কিছু হয় না।
@masteryachieving45728 ай бұрын
Etey kono benefit e hoy na. Just ghum schedule disrupt hoy na. Nothing else. Know it first.
@gurushafin8668 ай бұрын
Use twilight
@Shuvo52358 ай бұрын
@@masteryachieving4572 মোবাইলের নীল আলো আমাদের চোখের জন্য বেশি ক্ষতিকর... কারণ মোবাইলের ক্ষতিকর নীল আলো দেখার ফলে আমাদের চোখের রেটিনা কোষ ক্ষতিগ্রস্থ হয়। আর চোখের রেটিনা কোষ ক্ষতিগ্রস্থ হলে সর্বপ্রথম যে সমস্যাটি হবে সেটি হচ্ছে, দূরের জিনিস ঝাপসা দেখা অথবা দূরের জিনিস কম দেখা।
@Shuvo52358 ай бұрын
@@masteryachieving4572 লাল + সবুজ + নীল = সাদা মোবাইলের সাদা আলোর মধ্যেও তিন ভাগের একভাগ নীল রয়েছে
@barrazahmedkajol77488 ай бұрын
সাব্বির ভাইকে আল্লাহ সুস্থ রাখুন। ❤
@MdRezaulKarim-ih2um7 ай бұрын
মহান আল্লাহ তায়ালা এই পৃথিবীর সবাই কে হেফাজত করুন, সুস্থতা দান করুন। সুস্থতা মহান আল্লাহ তায়ালার অনেক বড় নিয়ামত।
@Sueltech018 ай бұрын
আল্লাহ এইসব ভয়ঙ্কর ভাইরাস থেকে আমাদের সবাইকে রক্ষা করেন( আমিন) আপনি সবকিছুর মালিক
@shariarsakib990Ай бұрын
ameen
@JoyantajanaАй бұрын
BAL
@souvikprofileАй бұрын
কখনও কুকুর বেড়াল (মূলত আমাদের চার পাশে এরা বেশি থাকে) এদের কামড় খেলে সঙ্গে সঙ্গে ভ্যাকসিন টা নিয়ে নিতে হবে। তাহলে আর বিপদ নেই। ভ্যাকসিন এ যেমন ১০০% বিপদ মুক্ত হয় তেমনি ভ্যাকসিন না নিলে আর ভাইরাস আক্রমণ যদি হয়ে থাকে (জানা যায়না হবে কিনা) আন্দাজে ধরে নিতে হবে বিপদ হতে পারে। তো যদি হয়ে থাকে তাহলে মৃত্যু ও অনিবার্য
@shariarsakib990Ай бұрын
@@Joyantajana nijer ta chira khao
@Sumon-1y8 ай бұрын
সাব্বির ভাইয়ের বুঝানোর ক্ষমতা অসাধারণ ।
@shk19568 ай бұрын
আর একটু ধীর-লয়ে বল্লে, আরও ভালো লাগবে। ধন্যবাদ।
@nasimasharmin66808 ай бұрын
আপনার ও আপনার বাবা মায়ের জন্য দোয়া করি
@MDSumon-u9s4l8 ай бұрын
ডাঃ হিসেবে আপনি অনন্য। কারন অনেক জটিল বিষয় গুলো সাধারণ মানুষের কাছে অত্যন্ত সহজ ও সরল ভাবে উপস্থাপন করেন। আপনাকে অনেক ধন্যবাদ।
@glossytown93298 ай бұрын
উনি ডাক্তার নন, একজন গবেষক...
@abduljabber63138 ай бұрын
দুমিনিটের ভিডিও দেখারও ধৈর্য হয় না আমার,কিন্তু আপনি এতো সুন্দর বুঝিয়ে বলেন যে এতো বড় ভিডিও বিরক্ত লাগে না
@MdAnamul-uf9ql8 ай бұрын
আলহামদুলিল্লাহ আপনার বোঝানোর ক্ষমতা এত বেশি আপনার কথা শুনে আমি লাইক দিতে বুলে যাই 🎉🎉
@ismailhossen41448 ай бұрын
খুব দামি পরামর্শ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক
@MdBillal-fp8dd8 ай бұрын
দশক ধরে দৃষ্টি আকর্ষণ করে বলছি, উনি যে অভিজ্ঞতা দিয়েছেন এটা অন্য ডাক্তারকে লাখ টাকা দিলেও এইভাবে বুঝে নেওয়া অসম্ভব না তাই ওনাকে ভিজিটের বদলে একটা লাইক দিন 🧠👍
@md.solaimanhossen71798 ай бұрын
সাব্বির ভাইয়ের ভিডিও এর অপেক্ষায় কে কে থাকেন লাইক দেন
@adnanuddinkhan93128 ай бұрын
Ami
@SMRaj-e7y8 ай бұрын
Ami
@mamunulislam28845 ай бұрын
স্যার আমি রেবিসে আক্রান্ত কিন্তু আমি পানি খেতে পারি ৬ মাস আগে আমাকে বিড়াল কামড় দেয় কিন্তু আমি ক্ষত স্থানে সাবান দিয়ে কিছুটা দুই ঠিক ছয়মাস পর আমি বুঝতে পারি উপ সর্গ দেখায় এখন আমার ট্রিটমেন্ট চলতেছে কিন্তু আমি পানি খেতে পারি এতে সমস্যা হয় না, সবার কাছে দোয়া চাই
*mamunulislam* আপনারা এত বেখালি হন কি করে? কুকুর,বিড়াল,শিয়াল কামড় দিলে এন্টি রেভিস ইনজেকশন নেওয়া লাগে। কি বলবো আপনাদের....?যারা নিজেকেই ভালোবাসে না!
@hparman3691Ай бұрын
@@mamunulislam2884 ভাই আপনি কি সুস্থ?
@nibeditabarai5150Ай бұрын
Dada kemon acho akhon @@mdashadul9606
@T.A.1238 ай бұрын
স্যার একটা ভিডিওতে কয়েকটা বিষয়ে আলোচনা করার অনুরোধ রইলো। ১) গরমকালে ঠান্ডা, গরম, স্বাভাবিক পানি খাওয়ার প্রভাব। ২) শীতকালে গরম, ঠান্ডা, স্বাভাবিক পানি খাওয়র প্রভাব। ৩) স্বাভাবিক কালে স্বাভাবিক, ঠান্ডা, গরম পানি খওয়া।
আমাক আজ থেকে প্রায় 8-9 বছর আগে কুকুর কামড়ে ছিল(এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয় নাই)। এখন vaccine নিওয়া লাগবে কি ।।।। Please জানাবেন 🙏🙏
@rawkathossan57138 ай бұрын
সাব্বির আহমেদ ভাই, বাজারে vita protein নামে নতুন একটা পন্য এসেছে। যার বিজ্ঞাপন করছেন আমাদের দেশের জনপ্রিয় KZbinr ((তাওহিদ আফ্রিদী)) যেটি শরীরের দ্রুত ওজন বাড়ায় এবং মোটা বানায়। তো এই মেডিসিন টি সম্পর্কে জানতে চাচ্ছি এটা সেবনে মানব দেহের জন্য কতটা উপকারী হবে বা কোন সাইড ইফেক্ট আছে কিনা। অনুগ্রহ করে এই বিষয়ে একটা ভিডিও দিবেন অবশ্যই
@MasjideAqsa6908 ай бұрын
আমাক 8-9 বছর আগে কুকুরে কামড়ে ছিল এখন কি vaccine নেওয়া লাগবে!
@khanenayatkhan99358 ай бұрын
এক কথায় কুকুর বেড়াল ধারে কাছে না রাখাই ভালো,, তাদের পরিবেশে তারা থাকবে,, কি দরকার এগুলো নিয়ে ডলাডলি করার 🙄
@Shuvo52358 ай бұрын
মোবাইলের ক্ষতিকারক আলো থেকে নিজের চোখকে বাচাতে মোবাইলের Eye Comfort অপশনটি On করে দিন...
@AlaminHossain-hx5do8 ай бұрын
ডাক্তার স্যার,, আপনার কথা গুলো শুনতে অনেক ভালো লাগে
@yakubmondol26708 ай бұрын
জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। উপকৃত হলাম। কয়েকমাস আগে আমাকে বিড়ালে আচর দিয়েছিলো,আমি বিষয়টি হালকা ভাবে নিয়েছিলাম। তাই কোন পদক্ষেপ নেইনি। এখন ভ্যাক্সিন টা নিয়ে নিবো ইনশাআল্লাহ
@sadikahsan24926 ай бұрын
কয়েকমাস আগে? 😳
@sagorahmedtuhin54432 ай бұрын
Tar por ki vaxine niye silen
@saralranjanbiswas68214 ай бұрын
খুব সুন্দর , দারুন । এমনভাবে একটি বাচ্চাও এই সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে যাবে । ভালো থাকবেন ।
@aminulphatan16862 ай бұрын
কিছু কিছু মানুষের কথার মাধুর্য অন্য আরেক জনের প্রশান্তির কারণ।। আল্লাহ আপনাকে নেক প্রতিদান দান করুক।।।।।।।
@abumusa47238 ай бұрын
❝এতো সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ! আপনার জন্য দোয়া আর ভালোবাসা অভিরাম ইনশাল্লাহ!!❞❤
মাশাল্লাহ আপনি খুব সহজ ও সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
@mdzia81165 ай бұрын
মানুষ কে ভালো বাঁশতেয় হবে অমানুষ কে নয় ?আমার বাসা কুষ্টিয়াই থাকি মালায়সিয়াতে?শেখানো জানানো মহোত মানুষের রো কাজ?আল্লাহ্ আপনাকে অবোসসৌয় ভালো রাখবে?আমার জন্য দুয়া চাই সবারই কাছে
@sarminvloghaterkaj38458 ай бұрын
আলহামদুলিল্লাহ এত সুন্দর করে বুঝিয়েছেন যা ভাষায় প্রকাশ করা যাবে না❤ খুব সুন্দর
@Shuvo52358 ай бұрын
মোবাইলের নীল আলো আমাদের চোখের জন্য বেশি ক্ষতিকর... কারণ মোবাইলের ক্ষতিকর নীল আলো দেখার ফলে আমাদের চোখের রেটিনা কোষ ক্ষতিগ্রস্থ হয়। আর চোখের রেটিনা কোষ ক্ষতিগ্রস্থ হলে সর্বপ্রথম যে সমস্যাটি হবে সেটি হচ্ছে, দূরের জিনিস ঝাপসা দেখা অথবা দূরের জিনিস কম দেখা।
@TomChoch8 ай бұрын
But phone e to nil alo chara onno alo ace..
@Shuvo52358 ай бұрын
@@TomChoch লাল + সবুজ + নীল = সাদা মোবাইলের সাদা আলোর মধ্যেও তিন ভাগের একভাগ নীল রয়েছে
@Shuvo52358 ай бұрын
@@TomChoch আলো এক প্রকার তঙ্গ বা ঢেউ....যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম সেই আলো আমাদের চোখের জন্য তত বেশি ক্ষতিকারক...অন্য সকল আলোর চেয়ে বেগুনী এবং নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম...তাই বেগুনী এবং নীল এই দুইটি আলোই আমাদের চোখের জন্য বেশি ক্ষতিকর।
@TomChoch8 ай бұрын
@@Shuvo5235 oh thanks
@Humayraislam-t3z8 ай бұрын
ভাইয়া আমার গর্ভাবস্থায় হেপাটাইটিস বি ধরা পরছে, আমার থেকে আমার বাবুর ও হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বাবুরে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমার হাসবেন্ড এর ও hepatitis b negative আসছে। সে ও ভ্যাকসিন নিচ্ছে। আর আনার রক্তে জিবাণু গুলো মৃত অবস্থায় আছে। সব ধরণের টেস্ট করেছি সব টেস্ট ভালো আসছে আলহামদুলিল্লাহ। ডক্টর বলছে ৬মাস পর টেস্ট করানোর জন্য। এই ভাইরাস সম্পর্কে একটা ভিডিও দিয়েন প্লিজ।
@sharifsorkar45928 ай бұрын
আস্সালামু আলাইকুম ভাই, হেপাটাইটিস বি ভাইরাস সম্বন্ধে ভিডিও চাই।
@faisutoonsworld67863 ай бұрын
Sir amk goto kal rat 10:30/11 tqr modde kukur kamor diyece ami aj 12 aktu age vaccine dici ate ki kono pblm hobe amr j khane kamor diyece oi khan diye onk blood ber hoice😢😢 aktu reply diyen plzz...😢😢😢
@kazishaikulislam70698 ай бұрын
খুবই প্রয়োজনীয় একটি জিনিস শিখতে পারলাম। ধন্যবাদ!
@adnannori42278 ай бұрын
অনেক দিন পর,,স্যার এতদিত অপেক্ষা করেছি আপনার ভিডিওর জন্য।
@Pirtho8 ай бұрын
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আপনার জন্য দোয়া রইল 🎉
@MdAsaduzzamanSujan8 ай бұрын
আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দেক।।।আমিন।।।
@yasirarafath43207 ай бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে সহজ করে বিস্তারিত বুঝিয়ে দেয়ার জন্য। আপনার জন্য অনেক দোয়া রইলো।
@abusayed79682 ай бұрын
আপনি বাংলাদেশের একটা সম্পদ । সালাম রইল আপনার প্রতি।
@robotbikershafin3258 ай бұрын
ইন্না-লিল্লাহ ইয়া আল্লাহ পাক আপনি আমাদের কে ক্ষমা করুন হেফাজত করুন আমিন
@arifulislam808388 ай бұрын
গুরুত্বপূর্ণ কথাবার্তা। ধন্যবাদ সাব্বির ভাই।❤
@newsofthetime22248 ай бұрын
কথা গুলো অনেক সুন্দর করে বলছেন।বুজতে সমস্যা হয়নি।❤
@TahmidMediakhulna7 күн бұрын
ভালো লাগলো। আপনার সালাম দেওয়াটা আমাকে মুগ্ধ করেছে।
@fanclubzone-s2b8 ай бұрын
আপনার মত সন্তান যেন প্রতিটা ঘরে ঘরে থাকে
@user-dt7qf1me1v8 ай бұрын
অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কতামূ্লক ভিডিওটি দেয়ার জন্য
@asferoje2458 ай бұрын
খুবই জ্ঞানমূলক ও গুরুত্বপূর্ণ ভিডিও
@mbahaduri60368 ай бұрын
ডাক্তার ভাই আপনাকে অনেক ধন্যবাদ, ভালো একটা ধারণা পাইলাম, নতুন অভিজ্ঞতা হলো, ফেসবুক এবং ইউটিউবে, আপনার ভিডিও সামনে আসলে কখনো স্কিপ করি না সহজে,
@RazibGazi-cy1gu3 ай бұрын
আপনার বুঝানোর ক্ষমতা অনেক মাশাআল্লাহ
@sarkarazad7778 ай бұрын
Best youtuber in Bangladesh ❤️❤️
@adifas98488 ай бұрын
খুব ভালো ভিডিও...... আমাদের বিল্ডিং এর নিচে কয়েকজন পশুপ্রেমী প্রতিবেশি রাস্তার কুকুরদের রোজ খাবার খাওয়ায় । ফলে এদের সংখ্যা অনেক বেড়েছে সাথে শক্তিও। অথচ এই কুকুরদের ভ্যাকসিন দেয়া বা পরিস্কার করে না। ফলে আসতে যেতে সবাইকে আক্রমন করার চেষ্টা করে, বাচ্চাকে এখন নিচে খেলতেও দিতে পারিনা
@PrivatePdf8 ай бұрын
ঐসব পশুপ্রেমীদের বিরুদ্ধে মামলা করুন।
@knowledgeable_feed8 ай бұрын
Na tader bolo ঔষধ দিতে 😢
@orna12218 ай бұрын
আপনি দেন। তারা খাবার ও দিবে ভ্যাক্সিন ও দিবে?
@knowledgeable_feed8 ай бұрын
@@PrivatePdf তাহলে এক কাজ করুন মানুষ নামে পশুদের বিরুদ্ধে মামলা করুন
@ShohanMehedi8 ай бұрын
বোকাচন্দ্র @@orna1221
@mohitlalbanik77898 ай бұрын
Very good advice & presentation.Thanks Doctor.
@ahritibaivab30077 ай бұрын
খুব সুন্দর বুঝিয়েছেন ডাক্তারবাবু।
@najuoakter912Ай бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া,,আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগলো,,এতো সুন্দর করে বুজানোর জন্য,, আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুক আমিন ❤❤
@tamimaaktermim42438 ай бұрын
মাশাআল্লাহ আপনে মানুষ কে বুঝানোর মত ক্ষমতা দিয়েছে আল্লাহ ❤❤❤❤
@sumonuddin14337 ай бұрын
আসসালামুআলাইকুম। স্যার ভাইরাসের উপস্হিতি আছে কিনা তা কি প্যাথলজী পরীক্ষা করতে হবে জানাবেন।
@sirajulsalekin8 ай бұрын
Onek informative video bhai. Thank you❤
@Mahfuzur188 ай бұрын
ভাইয়া, দেহে Rabies প্রবেশ করার নাই তাও আগে থেকে টিকা নিয়ে রাখলে সমস্যা হবে কী?
@asifsushan78758 ай бұрын
Same, want to know
@shantofakhruli8 ай бұрын
May ALLAH bless you & increase your knowledge more. You are providing very important informations for people
@HimelAhmed-kn6uz8 ай бұрын
ডাক্তার সাহেব আপনার জন্য দোয়া ও শুভকামনা রইর
@সাইদ8 ай бұрын
আমাকে কামর দিয়েছিলো, আমি ৪ টি ভেক্সিন নিয়েছি কিছু website এ দেখলাম ৫ টি নেওয়া লাগে, আমি ৪ টি নিয়েছি আমার কি সমস্যা হতে পারে? বিড়াল টি বেছে আছে ২ মাস হয়ে গেছে।
@LGRIFATYT8 ай бұрын
Bhai apni q8 aro ekta vaccine nen naila oi virus a dhorba 🙂🙂
@Monk3y-D-luffy--h3re2 ай бұрын
Bhai chinta korien na. Osusto pranir kamor khele rog hbe r osusto prani Ra 7 din bche akrnto howar por. Kintu apnr cat ekhno thik ase tai tension nibn na. Allah k Biswas Koren
@Bunny.444ytАй бұрын
@@Monk3y-D-luffy--h3revai amakeo kamor diyechilo biral ta kintu amar biral ta akhono sustho ase
@Bunny.444ytАй бұрын
@@Monk3y-D-luffy--h3re1 mash age
@Monk3y-D-luffy--h3reАй бұрын
@@Bunny.444yt thle kichu hbe na . Jei biral ba kukur rabies a akrnto hoy tara apnke kamranor 7 din por mara jbe ..jdi Bache thke thle mone krben biral susto ase. Tai chinta krben na. R posha prani Ra achor ba kmrale khoto jayga ta Kapor kacha Saban diye valo Kore dhuben thle 99% jibanu mara jbe .
@cricketkhelaoriginal8 ай бұрын
হাপানি, শাস কষ্ট, যক্ষা নিয়ে আপনার থেকে একটি ভিডিও পাওয়ার ইচ্ছা পোষন করছি। এতে আমার অনেক উপকার হতো। কমেন্টে লাইক দিয়ে ভায়ের দৃষ্টিতে দেওয়ার জন্য পাঠকের সাহায্য চাচ্ছি।
@mdobaydullah017 ай бұрын
ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন। আমাদের এব্যাপারে আরো সচেতন হওয়া উচিত।
@mdromjanislamnoyon74747 ай бұрын
ভাই চোখ ভালো রাখার উপায় হিসেবে একটা ভিডিও বানান 💟
@FreeKabir-s5q8 ай бұрын
8:57 নিজেকে এখন আর একা মনে হচ্ছে না । আমাকেও বাঁচানোর জন্য আল্লাহর পর কেউ আছে ! 🙂🖤🤲
@RajinAhmad-w9z8 ай бұрын
আল্লাহর পরে রক্ষা করার আর কেউ নেই।আল্লাহ তায়ালা যদি immune system (রোগ প্রতিরোধ ব্যবস্থা) কে হুকুম না দেন তাহলে তাদের কিছুই করার নেই।সবকিছু এককভাবে নিয়ন্ত্রন করেন মহান আল্লাহ তায়ালা।
@md.robiulislam63588 ай бұрын
আপনাকে আমাকে বাঁচানোর জন্য আল্লাহ্ ছাড়া আর কেউ নেই। আল্লাহ এক তার কোনো শরিক নেই। আমরা ভুলেও শিরক করবো না ইনশা আল্লাহ
@mimusfiqalam-tm6gv8 ай бұрын
হুরো
@FreeKabir-s5q8 ай бұрын
@@md.robiulislam6358 ভাই আপনি আমার কথা না বুঝেই comment করেছেন। Wallahi আল্লাহ্ এক এবং একমাত্র রক্ষাকারী। আমি এইজন্য প্রথমে আল্লাহ্ তায়ালার নাম উল্লেখ করেছি । এখানে শরীরের antivirus or antibody হলো উসিলা। তাই দয়া করে না বুঝেই comment করে কাউকে বিব্রত না করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ 🖤🤝
@FreeKabir-s5q8 ай бұрын
@@mimusfiqalam-tm6gv ?
@mouahmed24818 ай бұрын
Ya Allah apni maf koren.,😢
@mahmud_comedy8 ай бұрын
কে কে ভাই ভিডিও দেখেন
@KhandakerRubel2 ай бұрын
আপনি আসলেই একজন ভাল মানুষ
@Eventtutorialtips8 ай бұрын
দোয়া আর ভালোবাসা রইলো ভাই, দীর্ঘায়ু কামনা করছি
@MdJobayedHasan-b3f5 ай бұрын
একজন ব্যাক্তি না জেনে কুকুরে খাওয়া ফল খেয়ে ফেলেছে। তার এখনও লক্ষণ প্রকাশ পায় নাই। তারপর তার সাথে একজন সুস্থ ব্যাক্তি বেড়াতে গিয়ে একসাথে খাবার খেয়েছে। এক্ষেত্রে কী সুস্থ ব্যাক্তি আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে Tell me please 🥺 😥 as soon as possible
@rimonrabbil51405 ай бұрын
অবশ্যই জলাতঙ্ক হবার সম্ভাবনা রয়েছে ,তাড়াতাড়ি টিকা দিতে হবে । দেরি করবেন না , একবার লক্ষন প্রকাশ পেলে সব শেষ
@rajuahamed50085 ай бұрын
@@rimonrabbil5140লক্ষণ কতদিনে প্রকাশ পায়?
@shayaneelnath56375 ай бұрын
@@rajuahamed5008 koyek maas theke 10-12 yrs er modhye jekono din aste pare
@eman987548 ай бұрын
বিড়ালের কামুরে কি এই ভাইরাস ছরাই । আমি ত অনেক কামড়, খামছি খাইচি ভাই বিড়াল ত পবিত্র ❤
@qexplore10808 ай бұрын
বিড়ালরে যদি আক্রান্ত কুকুর কামড় দেয় তাহলে ঐ বিড়ালের কামড় থেকেও এই ভাইরাস ছড়াবে
@saymyname558 ай бұрын
😂
@mni89218 ай бұрын
Emon na bhai, Biral pobitro, but ekhane infected pranirer kotha bola hocche,. Tai, biral keno, jekunu praniou jodi infected hoy, tar kamor teke rabbies hote pare. Tai, please emon misinformation spread korben na. Jodi kunu prani kamor dey, obosshoi anti-rabies vaccine neua dorkar. Paye kamor diley ei virus brain e pouchate 10-12 years time niye ney. Brain er jotho pashe kamor ta hobe, brain e totho tara tari pouchabe. Ekbar brain e pouche gele ar kunu upay nei. Aro details e dekhar jonno the institue of human anatomics er ei video dekhte paren. kzbin.info/www/bejne/gmO9h6KhoJpnf9k
@Motostationbangladesh8 ай бұрын
Tumi j malu seta bujte parsi, fazil
@eman987548 ай бұрын
Tui je maloi Bujar baki nai?hindustan? B@@Motostationbangladesh
@Onthu1236 ай бұрын
স্যার আপনার মত ডাক্তার প্রতিটা দেশেই খুব দরকার, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চায় না ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম
@dearshuvro7 ай бұрын
আমাদের বিজ্ঞানের David Attenborough আপনি, ভাই। একদম সেরা এবং দরকারি। থ্যাংকিউ।
@ZayanZihad3 ай бұрын
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষেরই চুলকানি , স্কেবিস, খোসপাঁচড়া রোগ দেখা যাচ্ছে । কেনো এমন হচ্ছে এর প্রতিকার কি । কিভাবে তাড়াতাড়ি এই রোগ থেকে মুক্ত হবো । এই সম্পর্কে খুব তাড়াতাড়ি একটা ভিডিও চাই 🙏
@MahdiMahimTravelsАй бұрын
অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার জন্য এই বোনের দোয়া, এবং শুভকামনা।
@luckyalam75153 ай бұрын
খুব সুন্দর একটা সতর্ক মূলক ভিডিও। ইনফরমেশন গুলো ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
@YousufRaj49218 ай бұрын
মাশাআল্লহ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। খুব সুন্দর করে বুঝিয়ে ছেন। ❤
@KadirDrawingGallery8 ай бұрын
মাশাআল্লাহ ,অনেক ইনফরমেটিভ ভিডিও।ধন্যবাদ ভই এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।আপনি অনেক দুর যাবেন
@tabassumakterbristy45148 ай бұрын
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য,, এই ভিডিও টা করার জন্য।।
@sakhawathosain26397 ай бұрын
ওয়ালাইমুসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ... প্রিয় ভাই,, আপনার জন্য অন্তর থেকে অনেক ভালবাসা রইলো। এবং মহান আল্লাহ তা'য়ালার কাছে দোয়া করি যে তিনি আপনাকে অনেক বড় করেন, দুনিয়া ও আখেরাতে সফল করেন.. ❤️❤️❤️💝❤️❤️❤️
@BorhanUllah-n2t8 ай бұрын
Keep up this great work...Thanks for such information..lots of love ..
@carryblogs7 ай бұрын
@sabbirahmedewuki, আপনার ভিডিওগুলোকে উপকারীতার দিক দিয়ে বিচার করলে ১০০%। কিন্তু পরিবারটা এখনো বেশি বিস্তৃতি লাভ করেনি, ইনশাআল্লাহ হবে একদিন। বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের কাতারে দেখতে চাই। ❤❤ Best wishes for you.
@Md.MizanurRohomanMizan8 ай бұрын
বাংলাদেশের ডাক্তারদের হাজার টাকা দিলেও আপনার মত করে কেউ এভাবে বুঝাবে না I ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না ।অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো স্যার I ভালো থাকেন ভাই
@MdNazmul-m9h3 ай бұрын
স্যার আমার একটা প্রশ্ন ভাইরাস কত সময় পর্যন্ত বাইরে পরিবেশে থাকতে পারে।আর রাবিশ ভাইরাস সুস্থতকের মধ্যে কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে মানুষের শরীরে। প্লিজ বলেন স্যার
@russia42086 ай бұрын
অসংখ্য ধন্যবাদ ভাই ❤।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন❤