স্কুলে থাকতে আনন্দমেলা পুজো বার্ষিকীতে গল্পটা পড়েছিলাম। গল্পের নামটা হচ্ছিল শিবার ফিরে আসা। গল্পটা শুনতে শুনতে আবার গল্পের সংলাপগুলো মনে পড়ে যাচ্ছে। এত ভালো লেগেছিল উপন্যাসটা! আজ নতুন করে আবার সেই ছোটবেলার দিনগুলোই ফিরে যাচ্ছি যেন শুনতে-শুনতে। ধন্যবাদ রেডিও মিলন।
@shururgolpo4337 ай бұрын
আমার মতি নন্দীর উপন্যাসগুলো অসাধারণ লাগে। মনে হয় এ যেন টানটান উত্তেজনার কোনো সিনেমা। তার লেখা কোনি আমার প্রিয় একটি সিনেমা❤❤
@8bitGhost69yt7 ай бұрын
এখনো কনিকে ভুলতে পারিনি 🎉🎉❤❤❤
@sujitdas87057 ай бұрын
অসংখ্য ধন্যবাদ রেডিও মিলন, এই গল্পটি কে উপস্থাপন করার জন্য 🙏। আমার মতে বাংলা সাহিত্যের অন্যতম সেরা গল্প এটি। কি অসাধারণ লেখনী! মতি নন্দী বাবু সত্যিকারের ক্রীড়াপ্রেমী ছিলেন, যা তার উপন্যাস গুলো থেকেই বোঝা যায়। এই গল্পে কি অসাধা রণ ভাবে তিনি একটা গরিব পরিবারের সংগ্রাম, আর সাফল্যের কাহিনী ফুটিয়ে তুলেছেন। ভারতবর্ষের ক্রীড়াবিদদের ইতিহাস দেখলেই জানা যায় এইরকম অনেকেই অনেক কষ্ট করে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমার মনে পরে যেদিন আমি প্রথম এ ই উপন্যাস পড়েছিলাম, সেইদিন থেকেই ভাবতাম যদি কোনোদিন এর উপর একটা দুর্দান্ত সিনেমা তৈরী হয়। কিন্তু দুর্ভাগা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিছুই করতে পারেনি। ওদিকে যারা গল্প টি পড়েছেন তারা জানেন কি অসাধারণ স্ক্রিপ্ট মতি নন্দী বাবু গল্পের মাধ্যমে তৈরী করে গেছিলেন। যাই হোক, অন্তত রেডিও মিলন এই অসাধারণ গল্পটির সঠিক মূল্যায়ন করলো। অনেক অডিও প্লাটফর্ম আছে, কোথাও শুনিনি এই গল্প টা( হয়তো সব প্লাটফর্ম আমি সাবস্ক্রাইব ও করিনি )। কিন্ত তাও কিছু drawback আছে, যেমন সাধুর ভয়েস টা আরেকটু লোমোহর্ষক হতে পারতো,আরেকটু chill to the spine, হলে দারুন লাগতো। কিন্তু সব বাদ দিয়েও বলতে হচ্ছে রেডিও মিলন টীম " you are doing a wonderful job, hats off to you guys, " just carry on. ❤️❤️❤️❤️❤️❤️
@bristyroy56547 ай бұрын
2nd part er apekhha 👍 Osadharon Osadharon Osadharon 🎉 Sayan Da r jini golpo path koreche 👌👌
@tapas1986257 ай бұрын
এককথায় অনবদ্য ,❤❤❤❤ দারুন ।। কিছু বলার ভাষা নেই মতি নন্দির লেখা , মির দার চ্যানেল স্ট্রাইকার আর রেডিও মিলনের শিবা কোন কথা হবে না। উফফফ ফাটাফাটি।।।❤❤❤❤❤❤❤❤❤❤❤
@akashbanerjee85547 ай бұрын
Thank you radio milan team..sesh ta sunte sunte chokhe jol chole elo..kothay ekta siba, ekta koni amader sobar moddhei kothao ache..
@manimalasikdar70057 ай бұрын
দারুন গল্পও। দারুন গল্প পরের গুলোর জন্য অপেক্ষায় থাকলাম।। আপনাদের অভিনয় সব সময় সুন্দর। ধন্যবাদ
@rakibsarker47427 ай бұрын
অসাধারণ গল্প, অসাধারণ আপনাদের উপস্থাপনা বা পরিবেশন। দারুন গল্প বাছাই করেছেন চালিয়ে যান। 🙏❤️
@bikramghosh64317 ай бұрын
ONE OF THE BEST STORY OF MOTI NANDI. AND THANK YOU TO "RADIO MILAN".
@anu41386 ай бұрын
wow.. what a brilliant story and apnader acting ! seshe chokhe jol chole elo. Jara shoneni, tara jane na je ki miss korlo! Thank you Radio Milan. Thank you Moti Nandi Sir.
@Dora123507 ай бұрын
শিবার চরিত্রে থাকা মানুষটির কন্ঠস্বর মনমুগ্ধকর যেন প্রেমে পড়ার মতো ♥️🤭
@nabonitadey8567 ай бұрын
কি গল্পও শোনালেন ,ফাটাফাটি লাগলো গল্পটা।যেমন গল্পও তেমনি উপস্থাপনা,আমার কাছে তো অসাধারণ 🍁🍂অনবদ্য হয়েছে।👍👍✍️✍️☘️🌿✍️✍️
Onek din por abar shihoron. The Great writer and The Great Team Radio Milan.
@Rising2sun7 ай бұрын
অ...... সাধারণ.....❤❤❤❤❤❤
@nanditapal75637 ай бұрын
সত্যি মতি নন্দী অতুলনীয়। আর রেডিও মিলন জিন্দাবাদ। সায়নরূপী শিবা দ্য রক! ❤
@ranisimun51237 ай бұрын
Khub valo laagchhe golpo ta sunte😊ki valo 👍👍👍👍
@tardarbari7 ай бұрын
আমার জীবনে (21/05/24) দিনটি খুব ভয়ানক ছিল, কুকুরের সাথে বাইক নিয়ে এ্যক্সিডেন্ট করেছিলাম, এত দিন বেডরেস্টো ছিলাম। আজকে 7 টা নাগাদ একটা ছোট অপারেশন হলো, এখন বাড়িতে আছি আর শুয়ে শুয়ে শিবা শুনছি, যন্ত্রণায় ঘুম আসছে না কিন্তু এবার শিবা শুনতে শুনতে হয়তো ঘুমিয়ে পড়ব।
@arijitsarkar88767 ай бұрын
Moti Nondir golpo sondhe prokaser kono jaygayi rakhe na apnader uposthapona niya notun kore bolar kono kichhu nei background music soho ekek jon pathok er acting golpo take jake bole next level a niya jachhe .... Probol bhabe utsahito part 2 er jonno Thanks team Radio Milon
@sudesnabanerjee88076 ай бұрын
Khub bhalo selection, darun lage Moti Nandy r lekha. Thank you ❤
@mrityunjoychakraborty24297 ай бұрын
অসাধারণ উপস্থাপনা। অনেক দিন পরে সায়ন বাবুর অভিনয় শুনতে ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ।
@prasunbiswas49807 ай бұрын
Darun laglo. Waiting for next
@SankhadeepGhosh-xg7em7 ай бұрын
খুব সুন্দর লেগেছে উপস্থাপনা টা ❤ পরের part এর জন্য অপেক্ষায় রইলাম ❤
@Graphic_Designer-sunny7 ай бұрын
পরের পার্ট খুঁজে পাচ্ছি না। 😢
@subhajittheboss7 ай бұрын
Mati Nandir galpo gulo ekta alada uttejona dey❤❤r radio Milan er paribeshona anobodya
পার্ট ২ তারাতারি নিয়ে আসুন, নাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু ।
@IndrajitGhosh-e9k7 ай бұрын
Aamar aathma bolche: "E ki kaando etho dekchi fatiye diye cho guru Radio Milan jake bole goal kore jaal chire deoya. Maahiri bolchi." Sadhur r Debur bhasa te bollam bole please don't mind Radio Milan. All the best. Regards and Love from Old Kkkkk... kaanta lover.
@miraseal69417 ай бұрын
রেডিও মিলন আমি শেয়ার করেছি
@chinmoymahanta33297 ай бұрын
❤
@dipankarnath34057 ай бұрын
শিবা র পর মতি নন্দীর স্ট্পার অবশ্যই চাই।
@RajuSaha-k8o7 ай бұрын
Sotty choto belar katha mone pore gelo.
@sambhuadak90447 ай бұрын
Very nice story
@kajalbhattacharya10697 ай бұрын
Shibar vumikaay sayon--- durdhorso
@sanjibmoulik58037 ай бұрын
এই গল্পটা যতদূর মনে হয় প্রথমে "খেলার আসর" পত্রিকার শারদীয়া সংখ্যায় প্রকাশিত হয়েছিল।