খুবই সুন্দর ও বাস্তবমুখী একটা আলোচনা এবং উপকারী সিদ্ধান্ত। ধন্যবাদ ও শুভকামনা রইলো নিরন্তর।
@SEE.BHOLA.CHANNEL4 ай бұрын
আসসালামুয়ালাইকুম স্যার। যদি দয়া করে জানাতেন তাহলে আমি খুব উপকৃত হইতাম। প্রশ্নটা হল একজন ব্যক্তি দুইটা বিয়ে করছে প্রথম স্ত্রীর অত্যাচারের সে দ্বিতীয় স্ত্রীর সাথে জীবনযাপন করছে এবং ওই লোকের বাড়িতে তার প্রথম স্ত্রী থাকে এবং তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সে বাড়াবাড়িতে থাকে কিন্তু তার বাড়ি সে বিক্রি করে দিছে দ্বিতীয় স্ত্রীর মেয়েদের কাছে। এবং সে প্রথম স্ত্রীকে তালাক দিয়েছে এবং প্রথম স্ত্রীর তিন ছেলে মেয়ে আছে তারা প্রাপ্তবয়স্ক ও বিবাহিত। এখন আমার প্রশ্নটা হল প্রথম স্ত্রী ওই বাড়ি থেকে যাইতেছে না এখন আইনগত ব্যবস্থা নেওয়ার যায় কিভাবে যদি এই নিয়ে একটা ভিডিও বানাতেন তাহলে আমি খুব উপকৃত হইতাম স্যার। 🙏🙏
@Monmon-mh3li4 ай бұрын
❤ ধন্যবাদ আপনাকে
@m.tarikulislam2 ай бұрын
ঢাকা শহরে ২.৫ কাঠা জমি আছে কিন্তু ওয়ারিশ ২৮ জন, আপনি ২টা পদ্ধতি বলেছেন, এই দুই পদ্ধতির কোনটি ভালো হয় আমাদের জন্য, অনুগ্রহ করে জানাবেন।
@musharaf70352 ай бұрын
স্যার, আমার দাদার সম্পত্তি, আমার বাবা মারা গেছে, এক্ষেত্রে ওয়ারিশ নামাই কি আমার নাম সরাসরি লেখব বা কিভাবে লেখব একটু জানাবেন প্লিজ
@mdesha17522 ай бұрын
স্যার আমি ওয়ারিশ থেকে জায়গা ক্রয় করছি। এখন কি বাবে নামজারি করবো
@Ripanmistry-m6w4 ай бұрын
Cs,Rs,Sa খতিয়ান আমাদের নামে তবে Bs খতিয়ান আমাদের নামে হয় নাই তা হলে নাম জারি করা যাবে কি
@ShohozAin4 ай бұрын
না
@abc.bhoreralo.69152 ай бұрын
বস ওয়ারিস জমি কিনিসি .বাটরা দলিল না থাকার কারনে নামজারি হয় না .এখন আমার কি করণীয়
@yeasin7734Ай бұрын
জমিটা কত বছর আগে কিনেছেন একটু জানাবেন
@MdAl-AminN4 ай бұрын
Kotodin time lage?
@zahurulhaider6720Ай бұрын
জনাব, নিবেদন এই যে মৃত স্বামীর উত্তরাধিকারী সূত্রে প্রাপ্য সম্পত্তিতে জীবিত স্ত্রী অংশীদার হয় কিনা! এ ব্যাপারে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো। ধন্যবাদ
@STTaniaSultana5 ай бұрын
আসসালামু আলাইকুম আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার বাসা গাজীপুরে আপনি কোন কোর্টে আছেন জানাবেন প্লিজ।
@RubelEntertainment1M4 ай бұрын
স্যার আমাদের Sa Rs রেকর্ড আছে Cs রেকর্ড নাই আমরা অনেক দিন যাবৎ জমিতে দখলে আছি এখন তারা Cs রেকর্ড এর রাই অনুযায়ী জমি দখলে নিচ্ছে এখন আমাদের করণীয় কি প্লিজ বলবেন স্যার খুব বিপদে আছি তারা ঘুষ দিয়ে এই কাজ করেছে
স্যার আমার দাদুরা তিন ভাই তারা পৈতৃক সূত্রে একটা জমি পায় পরবর্তীতে সেই জমি তিনভাগ করে নেয়___পরবর্তীতে আমার দাদু মারা গেলে আমার বাবা জমি খারিজ করতে গিয়ে দেখেন আমাদের অংশের জমির রেকর্ড আমার দাদুর এক ভাইয়ের নামে। যদিও জমি আমাদের দখলে।এখন তারা জমি দখলের হুমকি দিচ্ছে। এক্ষেত্রে আমাদের করণীয় কি বলবেন প্লিজ?
@morshadanik9152Ай бұрын
আসসালামু আলাইকুম স্যার। আমার কিছু প্রশ্ন ছিলো?? আমার বাবা-চাচারা ৭ ভাই বোন তার মধ্যে আমার বাবা দেশের বাহিরে থাকেন।এখন আমার চাচারা তাদের ওয়ারিশ সূত্রের জমি খারিজ করতে চাচ্ছে।এখন আমার প্রশ্ন হলো আমার বাবা বাহিরে থাকেন তাহলে কি আমার বাবা সহ যৌথভাবে সবার নামে খারিজ করা যাবে কি?? আরেকটা প্রশ্ন হলো?? যদি যৌথভাবে খারিজ করা না যায় এক ব্যক্তির নামে জমি খারিজ করা হয়।তাহলে ভবিষ্যতে আমার বাবার ওয়ারিশ সূত্রে জমি পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি অথবা জমি বন্টনের সময় আমার বাবা কি জমি কম পাবে বা কেউ কম দিতে পারবে?? যদি দয়া করে জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম।
@ShahidUllah-zg9jy3 ай бұрын
রেকর্ড মূলে ওয়ারিশ সম্পত্তি নামজারি করা লাগবে কিনা? জানালে উপকৃত হবো।
@ShohozAin3 ай бұрын
রেকর্ড কি আপনাদের নামে
@emonkhan203311 күн бұрын
আমার জমি অন্য জন নামজারি করে নেছে।এখন কি করব সার
@sadik29272 ай бұрын
ভাই একটি জমি ৩৮ শতাংশ ঐ খতিয়ানে আমার দাদীর অংশ .৫০০ আর আমার বাবার অংশ .১৬৭ দুইজনই মারা গেছে, তাহলে খারিজ আবেদনের ক্ষেত্রে জমির পরিমান কত লিখব, খতিয়ানের ধারাবাহিক অপশনে (হ্যা) নাকি (না) দিবো, জমির দাতার জায়গায় কার নাম দিবো এবং কি কি কাগজপত্র লাগবে। জানি বিরক্ত হবেন তবু কষ্টকরে জানাবেন please😢
@ShohozAin2 ай бұрын
ডকুমেন্ট না দেখেই বলা যাবে না
@mdraselbhuiyan54Ай бұрын
আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন স্যার,আমার বাবা সম্পদ কিনছে বাবার চাচাতো ভাইয়ের থেকে কিন্তু দুইজনের rs bs এক,এখন আমরা দলিলটা খুজে পাচ্ছি না সম্ভবত ১৯৮০ এর দিকে বা 82 দিনে দলিল হইছে, এখন দলিলটা খুজে পাচ্ছি না কারণ সালটা ঠিক মত বলতে পারতেছে ন আমার বাবা,, কিন্তু কিন্তু বিএস জায়গা আমাদের নামে আছে কিন্তু দলিলটা প্রয়োজন,,দলিল না পাইলে আমার বাবার কিনা সম্পদ ও আমার ফুফাতো ভাইয়ের নিতে চাইবে
@nishatShahrin-ok2cpАй бұрын
সাব রেজিস্ট্রি অফিসে দলিল তল্লাশি দেন পেয়ে যাবেন ইন শা আল্লাহ।
@robinhood5784 ай бұрын
আসসালামু আলাইকুম। আশাকরি ভাল আছেন। আমাদের নামজারির কাগজে উপজেলা দেয়া যাত্রাবাড়ী কিন্তু বর্তমানে অনলাইনে যাত্রাবাড়ী নাই উপজেলা অংশে। ডেমরা আছে। ডেমরা দিয়ে চেক করলে কোনো তথ্য আসে না। উল্লেখ্য, জমি কেনার সময়ে আমাদের জায়গা দক্ষিণ সিটি কর্পোরেশনের অংশ ছিল না। কিন্তু এখন এটি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত। এখন করনীয় কি হতে পারে স্যার?
@ShohozAin4 ай бұрын
সমস্যাটা স্পেসিফিক করে লেখেন সমস্যাটা তো বুঝা যাচ্ছে না
@jamanmia2116Ай бұрын
স্ত্রীর ১ম স্বামী মারা যাওয়ার পর ওই মৃত স্বামীর নিজের ভাইকে বিয়ে করে, এবং তার দ্বিতীয় স্বামী ও মারা যায়, যেহেতু মৃত দুই স্বামী আপন ভাই সেক্ষেত্রে দুই ভাইয়ের কোন একটা জমি আছে, ওইখানে কি ওই জীবিত স্ত্রী দুই জায়গায় অংশ পাবে?
@Learn-bj5gw4 ай бұрын
১৮ বছর না হওয়ায় আমার বোনের নমেনি দেয়া হয়েছে আমার চাচিকে এতে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে হবে কি?
@sayfuzzaman19783 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার, আমি ১৬ বছর আগে জমি কিনে আরএস মিউটেশন করে খাজনা দিয়ে আসছি। এখন অনলাইন মিউটেশন করতে গেলে এস এ খতিয়ারেন একটা গেজেট দেখিয়ে বলছে আমার জমিতে ভিপি আছে। আমি তালিকাটি ও আমার দলিল চেক করে দেখেছি, খতিয়ান (৯৫) ঠিক আছে কিন্তু দাগ নং (৬১১) ঐ লিস্টে নাই। আমার মিউটেশন কি স্বাভাবিক ভাবে হবে?
@ShohozAin3 ай бұрын
ডিপিতে থাকলে তো মিউটেশন সাহেব ভাবে হবে না
@mdsalman87023 күн бұрын
আমার বাবা ওয়ারিস সুত্রে মালিক কিন্ত নামজারি করা নাই, আমার বাবা মারা গেছে, আমরা কিভাবে আমার বাবার ওয়ারিসের জমি এখন আমরা বাবার ওয়ারিষ হিসেভে পাবো
@kokil99593 ай бұрын
আমরা ছয় ভাই দুই বোন। আআমার চার ভাই মিলে আমরা দুই বোন দুই ভাইকে ছাড়া জমির কিছু অংশ ওরা নিজে নিজে বন্টন নামা করে ফেলেছে। এখন আমরা দুই ভাই দুই বোন চাইলে কি ওই দলিলটা বাতিল করতে পারব।
@PabelKhan-tf4kd3 ай бұрын
৬ভাইয়ে ২দাগে বাবার জাগা পায় এখন ৫ভাইয়ে ২দাগে থেকে জাগা বিক্রি করে ১ভাইয়ে জন্য ১দাগে রাখে সে তার ভাগের অংশ নামজারি হবে কি
@ShohozAin3 ай бұрын
বন্টন দলিল কি করা হয়েছিল
@MdRomjan-q2c3 ай бұрын
আসসালামুয়ালাইকুম স্যার আমাদের ছয়জন ওয়ারিশ আছে একজন ওয়ারিশ প্রত্যেক দাগে তাকে অন্য মানুষের কাছে বিক্রি করিয়ে দিয়েছেন এখন আমাদের পাঁচজন ওয়ারিশ কে ভূমি অফিস থেকে দিতেছে না আমরা চাইতেছি পাঁচজন ওয়ারিশ যৌথভাবে নাম জারি করব তারপরও দিতেছেন না এখন আমাদের করণীয় কি সর্বশেষ রেকর্ড আমার বাবার নামে
@ShohozAin3 ай бұрын
বন্টন মামলা করতে হবে
@anikkundu66082 ай бұрын
বন্টননামা বা বাটোয়ারা দলিল করা আছে ৫ জন ওয়ারিশ এর নামে এখন যদি নামজারি করা হয় তাহলে কি ৫ জন কেই আলাদা ভাবে সরকারি ফি পরিশোধ করে নামজারি সম্পন্ন করতে হবে?
@nishatShahrin-ok2cpАй бұрын
একসাথেও করতে পারবেন।এতে খরচ কম হবে। আলাদা আলাদা ভাবেও করতে পারবেন। এতে খরচ বেশি হবে।
@nurulaminshah4 ай бұрын
Thanks
@ShohozAin4 ай бұрын
Welcome
@Comradejdr7195ComradejdrАй бұрын
স্যার আমার আব্বু মারা গিয়েছে,এখন আমার আব্বুর যে পরিমান সম্পত্তি উনি পৈত্রিক সূত্রে পেয়েছেন,সেটি উনার নামে দলিল হয়নি,তবে উনাদের সব ভাইবোনের নামে খতিয়ানে অন্তর্ভুক্ত আছে।এখন আমরা আমার আব্বুর সম্পত্তি ৪ ভাইবোনের নামে কিভাবে নামজারি করবো?উল্লেখ্য এক ভাই বিদেশ তাকে ছাড়া কি যোথ নামজারি করা যাবে? মানে সে কি স্ব স্ব শরীলে উপস্থিত থাকা বাধ্যতামূলক কিনা?
@hanve20 күн бұрын
না। আমার জানা মতে প্রতিনিধিই দিয়েই নামজারি করা যায়। তাই আপনার ভাই না থাকলেও যৌথ নামজারি করতে পারবেন
@zakiasultana52874 ай бұрын
Apner advice fee koto
@MdRipon-kw3wk4 ай бұрын
আসসালামু আলাইকুম স্যর আমি আপনার কাছে একটা পরামর্শ চাই আমার বাবা জমি কিনে বাড়ি কোরেছে ৪৬ বছর কিন্তু দলিল করতে পারেনি জার কাজ থেকে জমি কিনে বাড়ি কোরেছে সে ঐসময় মারা গিয়েছে কেউ কখনো আমাকে কিছু বলে নি কোন দিন কোন জামেলা ও হয়নি এখন আমি দেখলাম খতিয়ানে বাড়ি লেখা আর এস বি আর এস এস এ মালিকের নাম এখন আমি কি বাবে ঐ বাড়ির জমি টা আমার নামে কোরে আনতে পারবো
@jakirhossain3483 ай бұрын
মৃত ব্যাক্তির মালিকানা দলিল না থাকলে কীভাবে ওয়ারিশগন ই-নামজারি করবো প্লিজ স্যার জানাবেন আমার খুব বিপদ
@ShohozAin3 ай бұрын
তাহলে তো হবে না
@sazzadhossain67254 ай бұрын
ওয়ারিশ দের কেউ যদি মৃত হয় সেক্ষেত্রে কি বাকি ওয়ারিশদের নিয়ে মৃত ব্যাক্তির নামে যৌথভাবে নামজারি করা যাবে? যদি না যায় সেক্ষেত্রে করণীয় কি?
@ShohozAin4 ай бұрын
না
@mdrayhan-us8nz28 күн бұрын
আসসালামু আলাইকুম স্যার আমার বাবা ৩ শতক জায়গা কিনেছেন ২০১৮ সালে। আমার বাবা মা উভয়ই ২০১৯ সালে ইন্তেকাল করেন কিন্তু আমরা এখনো খারিজ করি নি। এখন কিভাবে খারিজ করবো বুঝতে পারছি না। কেউ যদি আমাকে একটু বলতেন আমার অনেক উপকার হতো ভাইয়েরা🙏🙏🙏
@shuvoafsar68454 ай бұрын
মৌখিক হেবা নিয়ে আলোচনা করেন
@ShohozAin4 ай бұрын
ওকে
@Obaydulislam31984 ай бұрын
‼️স্যার আমি একজনের কাছে টাকা পাই।সেই ব্যক্তি বর্তমান পলাতক।সে ১০/১২/২০২৩ তারিখে আমাকে কয়েকটি চেক দিয়েছে। ✅ সেই চেকগুলো ব্যাংক থেকে ডিজঅনার করা হয়েছে। কিন্তু এখনো মামলা করা হয়নি,এখন কী মামলা করা সম্ভব❓নাকি মেয়াদ শেষ হয়ে গিয়েছে ❓ দয়া করে উত্তর দিবেন স্যার😔
@MahbobRahman-r7c29 күн бұрын
আমি কিছু জমির নামজারি করতে চাই
@daysdaily2 ай бұрын
দয়া করে একটু দেখুন। আমি একটা জমি কিনতে যাচ্ছে, বাবার ওয়ারিশ সূত্রে ছেলে জমি পাই, ছেলে তার বউকে দান করে , এখন তার বউ এর জমি আমার কাছে বিক্রি করছে ৩৩ শতাংশের কাত ৬ শতাংশ। এখন এই জমি নিলে কি জমির ওয়ারিশ গন অগ্রক্রয় মামলা করতে পারবে? জমি তার বউয়ের নামে জমা খারিজ করা আছে @
@rubelfasal20942 ай бұрын
রবিউল হক মারা গেছে দুইটা বউ মারা গেছে। চার ভাই পাঁচ বোন। জমি নামজারি করতে হলে। এর মধ্যে 4ভাই দুই বোন মারা গেছে। বাকি তিন বোন আছে। আমার প্রশ্ন ওয়ারিশ সনদ কাকে নামে হবে।
@sakilhossen344 ай бұрын
আমাদের বাড়ির পাশে একজনের ৩ টি বউ ছিল।সেই ৩ বউয়ের কোন সন্তান ছিল না।বা তার কোন ভাই চাচা শরিক ছিল না কোথায় থেকে এই জায়গায় এসে বাড়ি করেছিল কেউ জানে না।এখন তারা কেউ বেচে নেই তাদের ২ বউয়ের সম্পত্তি অন্যদের নামে দিয়ে দিছে ১ জনের টা এখনো আছে অন্য লোকেরা দখল করে খাইতাছে রেকর্ড করে। এখন সেই সম্পত্তি কি সরকার পাবে নাকি কি করা হবে জানাবেন প্লিজ।
স্যার আসসালামুয়ালাইকুম। আমি একটা সমস্যা নিয়ে ৫ বছর ভুগতেছি। আমার বাবাকে তাঁর দাদি জমি দিয়েছে। দলিলে আমার বাবার নাম। কিন্তু আর এসসিএস রেকর্ডে আমার দাদার নাম। এখন আমার দাদা আমার বাবাকে নামজারি করে দিতে চাচ্ছেন না। এখন আমার দাদা বলছে আমাকে নামজারি করে দিবে কিন্তু আমার বাবার নামে দলিল। এখন কি আমার নামে জমি রেজিস্ট্রি হবে। কিভাবে সম্ভব একটু জানাবেন।প্লিজ স্যার
@DeshTrading024 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার আমার ফুফু তার ওয়ারিশান সম্পত্তি আমার কাছে বিক্রি করবে। কিন্তু ফুফুর নামে খারিজ করা নাই। এখন আমার প্রশ্ন হলো: ফুফু তার নামে খারিজ করতে কি কি কাগজপত্র লাগবে?? আর আমি কিভাবে ফুফুর কাছ থেকে রেজিষ্ট্রি নিতে পারবো??
@md.arifurrahmanarif35014 ай бұрын
পালিত পুত্রের পরিচয় ও ন্যাশনাল আইডি কার্ডে পিতার নাম পালক পিতার নামে থাকলে হেবা বা দানপত্র গ্রহনযোগ্য হবে কিনা।
@ShakibVaiofficial8083 ай бұрын
জয় বঙ্গবন্ধু জয় বাংলা
@IbrahimIbrahim-bh4bx4 ай бұрын
ওয়ারিশ সম্পত্তি ৬ জন, ছেলে ৩ জন মেয়ে ২ জন মা একজন মোট ৬ জন এদের মধ্যে এক ছেলের অংশ বাদ রেখে বাকি ৫ জন এক সাথে নামজারি করতে পারবে? দয়া করে জানাবেন
@rafiquehawlader4 ай бұрын
হবে
@mdshahiduzzaman807Ай бұрын
ওয়ারিশ সম্পত্তি ১১ জন, ছেলে ৬ জন, মেয়ে ৫ জন মোট ১১ জন এদের মধ্যে ইতিমধ্যে কয়েক জন জমি বিক্রি করেছে এবং কয়েক জন নামজারী করেছে, এখন আমার তিন জন ওয়ারিশ নামজারী করতে পারবো?
@mdjony80934 ай бұрын
বন্টন দলিল করতে না চাইলে কি কোন আইনের সাহায্য পাওয়া যাবে ।
@MdJaman-ur5yd4 ай бұрын
বন্টন নামা দলিল কিভাবে করতে হবে?
@MDmukut-qj3xy3 ай бұрын
বাবামারা গেছে৪ভাই ১ জনে বকেয়া খাজনা দিয়ে নাম জারি করা জাবে কি
@md.al-amin2803Ай бұрын
সাহাম অর্থ কি ?
@KajolMedia144 ай бұрын
মৃত ব্যক্তির সম্পতি সৎ ভাই পাবে কিনা
@shahidurrahman45072 ай бұрын
আসসালামু আলাইকুম ভাই, আমার সমস্যা হলো- ২০০০, ২০০৩,০৪, ০৫ এবং ২০১৬ সালে জমি ক্রয় করেছি। ক্রয়ের সময় খাজনা দেয়া হয়নি। অদ্যবধি জমি খারিজ করা হয় হয়নি। এখন খারিজের আবেদন করেছি, সেই খারিজের আবেদনের কপি ও অন্যান্য কপি ভুমি অফিসে দিতে গিয়ে তহসীলদার কপি চেক করে বলল যে খতিয়ান থেকে অংশ কিনেছি ঐ খতিয়ানের সমস্ত অংশের খাজনা আমাকে দিতে হবে। বললাম দলিলমুলে যতটুকু কিনেছি ততটুকুর খারিজ করে তার খাজনা দিব, পুরা খতিয়ানের খাজনা দিব কেন। তহসীলদার বলল পুরা খতিয়ানের খাজনা দিতে হবে। তাই পরামর্শ চাই
@moniruzzamanrasel95294 ай бұрын
Vai Ami Saudi arb theke apnar Sathe Kotha bolte cai
@mdneowaz5888Ай бұрын
যার যত রকমের সমস্যা আছে আমাকে বলবেন চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য ❤
@Masudrana-zm2ph29 күн бұрын
Apnar Whatsapp number?
@mamuntalukder96724 ай бұрын
দাগে যদি ভিপি থাকে তাহলে করণীয় কি
@ShohozAin4 ай бұрын
প্রশ্নটি স্পিসিফিক করে লিখুন
@mdmobarok93164 ай бұрын
মৃত ব্যক্তি ৬ ছেলে কিন্তু যদি ৫ জন মিলে একজন কে টকিয়ে গোপনে না জানিয়ে দলিল করে তাদের দখলে নিয়া নিলে তাদের দলিল কি বৈধ হবে? আর করণীয় কি সঠিক তথ্য দিয়া সহযোগিতা করেন
@writerjony4 ай бұрын
না। বাটোয়ারা মামলা করতে পারেন
@হৃদয়েরকথামিডিয়া4 ай бұрын
আসসালামু আলাইকুম ভাই কিছুদিন আগে আমি একটি খতিয়ান হতে মিটিশন করেছি।ঔ খতিয়ানে ৮টি দাগে আমার বাপের জমি আছে কিন্তু মিটিশনে আয়ছে ৪টি দাগ। এখন আমার করনীয় কি?
@h.m.siddiqurrahmanshohag12754 ай бұрын
স্যার জমি যার কাছে বিক্রি করা হয়েছে তার দলিলে দাগ নম্বর ওঠে নাই। কিন্তু এখন যে বিক্রি করছে সে আর সংসোদন করে দিবে না কিন্তু টাকা ফের দিয়ে দিতে চায় ক্রেতাকে। ক্রেতাও টাকা নিতে চায়। শুধু টাকা দিয়ে দিলে হবে না দলিলে কোন সংসোদন করতে হবে কি না।
@ShohozAin4 ай бұрын
আপনার প্রশ্নটি স্পষ্ট করে লিখুন প্রশ্নটি বোঝা যাচ্ছে না
@aniruddhabiswas87074 ай бұрын
তহশিলদার আপনাকে দেখা করতে বলছে, তারপর ভূমি অফিস তো আছেই। মাল ছাড়বেন নইলে আবেদন নামঞ্জুর।
@ShohozAin4 ай бұрын
?
@Crypto_kid_red124 ай бұрын
এই চক্রে পড়ে আমার বাবার সম্পত্তি থেকে প্রায় ৭০ কোটি টাকা মতো এখনো আটকে রয়েছে , দোয়া করবেন আমি যেন সঠিক ফয়সালার মাধ্যমে আমার সম্পর্কে কি আমি নিতে পারি
@ShohozAin4 ай бұрын
ওকে
@AulathHussain4 ай бұрын
কেমন আছেন ভালো আছেন
@ShohozAin4 ай бұрын
জি আলহামদুলিল্লাহ
@ProdipDas-d7i3 ай бұрын
একটি দলিল নাকি সব দলিল নামজারী করা জাবে ১১৭০ টাকা দিয়ে।
@ShohozAin3 ай бұрын
প্রশ্নটি স্পষ্ট করে লিখুন
@ProdipDas-d7i3 ай бұрын
@@ShohozAin আমাদের জায়গার দলিল অনেকগুলো আছে সবগুলো দলিল কি একসাথে ১১৭০ টাকা দিয়ে নামজারী করা যাবে নাকি প্রত্যেক টা দলিলের জন্য নামজারী করতে ১১৭০ টাকা গুনতে হবে।
@skrfunnychanel31214 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার! আমি শুনেছি আমার বাবার জন্মের কিছুদিন আগে আমার দাদা মারা গিয়েছে, আর আমার বাবারা তিন ভাই ১. দেব ২.প্রান দেব ৩. গোবিন্দ দেব পরবর্তীতে আমার দুই জ্যাঠা অবিবাহিত অবস্থায় মারা যায়। ফলে আমার পরিবারে আমার বাবা ছাড়া অন্য কোন ওয়ারিশ ছিলনা। অতঃপর আমার বাবা ধর্মান্তরিত হয় ইসলাম ধর্মে (মো,,,, হোসেন) পূর্ব নাম গোবিন্দ দেব এখন কি আমার দাদার স্থাবর ওস্থাবর সম্পত্তি আমার বাবা ভোগ দখল করিতে পারিবে?? আমার বাবা ২০১৫ সালে মারা গেছে এখন কি আমরা আমার দাদার সম্পত্তির মালিক হতে পারব?
@ShohozAin4 ай бұрын
হিন্দু আইন বোঝে এরকম একজন সাথে কথা বলুন
@MARahman-u5z4 ай бұрын
উনি ঢাকা জজকোর্টে আছেন।
@ShohozAin4 ай бұрын
?
@MRoky-lx7on4 ай бұрын
বন্টন নামা দলিল করতে না আসলে। একা নামজারী করতে পারবো
@LcBadshah28 күн бұрын
৪০০০/৫০০০ টাকা ছাড়া নামজারি দেয়না।
@MDalamin-v2z4o4 ай бұрын
ওয়ারিশ সনদের ডেট ১৯/৮/২০১৮ ইং এটাতো মেয়াদ নাই তারা জমি বিক্রি করবো ওয়ারিশন দিছে এই ডেট 😅 তাইলে তো স্যার এটার মেয়াদ নেই এটা দিয়ে কি হবে
@ShohozAin4 ай бұрын
পুনরায় ওয়ারিশান সনদ নেন
@asshahin82474 ай бұрын
সরকারি খরচে কেউ একজন কি নামজারি করতে পেরেছেন জানালে খুশি হবো
@ShohozAin4 ай бұрын
আমার পর্ব দেখে অনেকেই করেছে। আপনার মালিকানা সফল কাগজপত্র ঠিক থাকলে আবেদন করে দেখুন।
@GobindoGobindo-ki9ef2 ай бұрын
স্যার, আমি 6 শতাংশ জমি কিনেছি। জমির মালিক বলেন যে, খারিজ ছাড়া দলিল হবে! সেটা করা যাবে কি না? আবার মুহুরি বলে করা যাবে। এই সম্পর্কে যদি কিছু বলেন স্যার।
@mdhafizulislam7042 ай бұрын
জমি বিক্রেতার নামে নামজারি না থাকলে কিনবেন না,পরে আপনার নামে নামজারি করতে ভোগান্তি হবে,প্রচুর টাকা নষ্ট হবে,জমিও হারাতে পারেন
@anikdas-g5t4 ай бұрын
ভাই আমি একজন বাংলাদেশী নাগরিক।কিন্তু আমার জন্ম হয় ইন্ডিয়াতে আমরা দুই বোন এক ভাই আমার বাবার জায়গা সম্পত্তি ও আছে ।আমার যখন দুই থেকে তিন বছর তখন আমার মা-বাবা মারা যায়। কিন্তু আমার দুই বোন ইন্ডিয়াতে থেকে যায় আমার নিজ বাড়ি। আর আমাকে আমার এক মা বাংলাদেশে নিয়ে আসে। অনেক কষ্ট করে বড় করে তোলে।ইন্ডিয়া থেকে যখন আমাকে বাংলাদেশে নিয়ে আসা হয়।ইন্ডিয়াতে আমার নামে স্ট্যাম্প করে।এখন ইন্ডিয়া থেকে খবর আসছে যে আমাকে যাইতে আমার নামে কিছু জায়গা আছে। এখন আমার কথা হল যেহেতু আমি বাংলাদেশের নাগরিক আমার এনআইডি কার্ড আছে। ইন্ডিয়ার আমার নামের সাথে মা বাবার নামের সাথে আর বাংলাদেশের আমার নাম আমার মা বাবার নামে কোন মেয়ের নাই। এখন আমি যদি পাসপোর্ট করে ইন্ডিয়াতে যেতে চাই আমার কোন সমস্যা হবে কিনা।
@ShohozAin4 ай бұрын
আপনার সমস্যাটি আসলে সামনাসামনি শুনে সিদ্ধান্ত নিতে হবে আপনি সম্ভব হলে আমার চেম্বারে আসতে পারেন মোঃ আমির হামজা লিমন এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। চেম্বার- ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।
@anikdas-g5t4 ай бұрын
@@ShohozAin ভাই আমি তো কক্সবাজার থাকি আমার আসা তো সম্ভব নয়। আর কোন কিছু জানতে চাইলে বলেন।
@mdsharif-nu1xr4 ай бұрын
স্যার পিতার ঠিকানা অন্য জেলায় আর দাদার ঠিকানা অন্য জেলায় দাদা ও পিতা দু জনেই মৃত এখন দাদার সম্পত্তি আমরা ওয়ারিশ কি ভাবে দাবি করব আমার বাবার সন্তান আমরা দাদার সন্তান আমার পিতা এখন কি ভাবে দাবি করব আমার বাবা দাদার সন্তান
@mdsharif-nu1xr4 ай бұрын
স্যার আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে
@ShohozAin4 ай бұрын
আগে ওয়ারিশান সংগ্রহ করতে হবে তারপরে ওআরএস দাবি করেন
@JonyDash454 ай бұрын
ওয়ারিশ কি
@shulthan_shuvo4 ай бұрын
আমার নানা নানির সম্পত্তি, মা+ নানা নানিও মৃত, আমি নাতি হিসেবে মায়ের ওয়ারিশ সনদ+ নানা নানির ওয়ারিশ সনদ+ নানা নানির সম্পত্তির সকল কাগজপত্র নিয়ে এসি ল্যান্ড অফিসে যোগাযোগ করলে, তারা বলতেছে বন্টন দলিল অথবা আদালতের ডিক্রি লাগবে। তাছাড়া নামজারি হবে না
@ShohozAin4 ай бұрын
এখানে আইনগত একটা বিষয় আছে
@shulthan_shuvo4 ай бұрын
@@ShohozAin কি বিষয়
@IbrahimKholil-nj3zz4 ай бұрын
ভাই আপনার সাথে যোগাযোগ করবো কি ভাবে
@ShahidUllah-zg9jy3 ай бұрын
ওয়ারিশ সম্পত্তি নামজারি না করে বিক্রয় করা যাবে কী? জানালে উপকৃত হবো।
@ShohozAin3 ай бұрын
না
@nasir44 ай бұрын
বন্টন দলিল করতে চাচ্ছি, কিন্তু একভাই দেশে থাকলে অন্য ভাই থাকে না। আমি আমার জায়গাও সেল করতে পারছি না। বিপদে আছি। আমার করনীয় কি? ধন্যবাদ
@Md.Mahdi210184 ай бұрын
বাবা মারা গেছে বাবার নামে নামজারি নাই কিন্তু দাদার জমি কিভাবে নামজারি করব।
@ShohozAin4 ай бұрын
সকল কাগজপত্র সংগ্রহ করে অনলাইনে আবেদন করুন
@Md.Mahdi210184 ай бұрын
@@ShohozAin আসসালামুয়ালাইকুম স্যার আমি জানতে চাচ্ছিলাম আমার জমিটার বাবার নামে নামজারি করা নেই এশিয়া থেকে প্রথমে বাবার নামে নামজারি করতে হবে নাকি সরাসরি আমার নামে করতে পারব।