কোটদারের কিছু টা আগে সুন্দর একটা হনুমান মন্দির আছে । ল্যান্স ডাউন শহর আমার খুব ভালো লেগেছিল। আমি ওখান থেকে শ্রীনগর ও পৌড়ী গিয়েছিলাম।আমি দিল্লি থেকে টানা গাড়ি নিয়ে গিয়েছিলাম। আমি যখন ল্যান্স ডাউনে ছিলাম তখন বৃষ্টি পেয়েছিলাম অনেক কিছু দেখার আছে। আবার নতুন করে ফিরে পেলাম ল্যান্স ডাউন কে আপনার এই সুন্দর ভিডিও টির মাধ্যমে।একলাখে । পৌঁছে গেছেন অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল শিবাজী বাবু আরো এইভাবে এগিয়ে যান। অনেক ধন্যবাদ আপনাকে। সুস্থ ও সাবধানে থাকবেন।
@BasudevBhattacharya3 жыл бұрын
এভাবেই বাঙালি এতকাল নতুন নতুন জায়গায় বেড়াতে গেছে। চরম বাস্তবতার মধ্যে দিয়ে যাত্রাপথের অভিজ্ঞতা সঞ্চয় করেছে। কষ্ট হয়তো হয় কিছুটা তবে আনন্দপ্রাপ্তি তুলনায় অনেক অনেক বেশি। এ অনেকটা সময় দিয়ে অনেক কষ্টে ছোটোবেলার সেই "সিঁড়ি ভাঙা অঙ্ক" মেলানোর মতো আনন্দ পাওয়া। এক লাখ বন্ধুর মতো আমিও প্রত্যাশী আরও সুন্দর সুন্দর উপস্থাপনার জন্য। অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা।
@sudeshnabanerjee1613 Жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার landsdown সম্পর্কে কোন ধারনাই ছিল না। এত সুন্দর জায়গা মে আছে তা জানতাম না। খুব খুব ভালো লাগলো। ভাল থাকবেন দাদা।
@amitavasikdar57993 жыл бұрын
সত্যি বলতে এই জায়গাটার নাম কোনোদিন গোচরে আসেনি, আজকে প্রাকৃতিক দৃশ্য ও নানাধরণের বিবরণ দেখে জ্ঞাতো হলো... অচেনা অজানা শহর আজকে দেখলাম... ফাটাফাটি... স্যার
@pompadutta41123 жыл бұрын
ল্যান্সডাউন প্রবেশ করার পাহাড়ি পথটা দারুণ লাগল। আপনার খুব ধকল গেল। কিন্তু আমরা গৃহবন্দী অবস্থায় দারুন মানসভ্রমণ করছি।
@ashokghosh12033 жыл бұрын
Presentation er gune sadharan byapar gulow asadharan hoye uthechhe ................ sabash.......... chalie jao.................
@tnglotech3 жыл бұрын
একটা কথা বলছি এতো সুন্দর চ্যানেল, এতো সুন্দর ভাবে বোঝানো, নিজে গেলেও হয়তো এতো ভালো জানতে পারতাম না, ♥️👌
@explorershibaji3 жыл бұрын
❤️❤️
@ashimkumarghosal25493 жыл бұрын
দীর্ঘ দিনের গৃহবন্দী জীবনে তোমার উপস্থাপনা গুলো️ ঠিক যেন ঐ ল্যান্সডাউনের হিমেল হাওয়ার মতো, বড়ো refreshing, খুব ভালো লাগলো।
@sanjuktabagchi24043 жыл бұрын
১ লাখ হবার জন্য অনেক শুভেচছা পাঠালাম দাদা কি ভালো লাগছে ভিডিও গুলো দাদা ল্যাসডাউন খুব সুনদর জায়গা আমার খুব ভালো লেগেছিল।
@explorershibaji3 жыл бұрын
ধন্যবাদ!😊
@somamajumdar52333 жыл бұрын
নমস্কার । আপনার এই পর্বের সবকটি ভিডিও ই তার নিজস্ব স্বকীয়তায় উজ্জ্বল। আপনার বর্ননা, দৃশ্যাবলী চয়ন কোন কিছু নিয়েই কিছু বলার নেই। শুধু একটা অনুরোধ না করে পারছিনা -- এত বড় ভ্রমণে একজন সঙ্গী থাকলে বোধ হয় ভালো হত। অনেক জায়গায় আপনার বিদ্ধস্ত অবস্থা টা চোখে পড়েছে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুস্থ থাকাটা আমাদের সবারই একান্ত কাম্য।🙏
@abdulalim1563 жыл бұрын
শরতের এইদিনে কদম ফুলের শুভেচ্ছা। পাহাড়ের মাঝে সাদা মেঘের ভেসে বেড়ানোর দৃশ্য দেখে মন উতলা হয়ে উঠে! নিজের অজান্তেই কত ভাবনা খেলা করে!! আর এসব কিছুর পেছনের কারিগর শিবাজি!! আষাঢ়ের বর্ষনে আর কত ভিজাবো বলুনতো? পরক্ষনেই মন আবার বলে ওঠে এই ভিজানো তো নিরন্তর ভালোবাসার। যে ভালবাসা স্লাইস পাউরুটি,অমলেট কিংবা কলা যতই খাইনা কেন এই ক্ষুধা মিটবার নয়!! খুউব ভালো থাকবেন।
@indra20093 жыл бұрын
Badrinath যাবার পথে পিপলকটি বলে এ রকম একটা জায়গা আছে। দারুন উপস্থাপনা। সুন্দর নৈসর্গিক দৃশ্য।
আপনার সাথে অজানা এক নতুন স্বর্গে এলাম আপনার সহযোগীতায়।অসংখ্য ধন্যবাদ আপনাকে,খুব খুব খুব ভাল থাকবেন।
@niranjankarati85873 жыл бұрын
Lansdown khub valo laglo thank you sibaji da
@debjanimukherjee36563 жыл бұрын
ব্লগটা ভালো লাগলো। আপনার বাচন ভঙ্গী খুবই সুন্দর । উপস্থাপনা অসাধারণ। আপনার ব্লগ দেখতে আমার মেয়েও খুব ভালোবাসে । আমার মত আমার মেয়েও আপনার ব্লগের অপেক্ষা করে থাকে ।
খুব সুন্দর লাগলো। আমরা তো জানতাম না এই জায়গাটা এতো সুন্দর। অনেক ধন্যবাদ। যেখানে যাবে সেখানে যাব।
@somaroybanerjee33463 жыл бұрын
Khub sundor lagchche ei series ta . Very informative. Waiting for more videos
@bappa19883 жыл бұрын
আপনার এতোগুলো ভ্লগের মধ্যে এই প্রথম আপনাকে এতটা বিধ্বস্ত দেখলাম। বোঝাই যাচ্ছে কতটা ধকল যাচ্ছে আপনার ওপর দিয়ে, এবং আপনি তা হাসিমুখে সয়ে নিচ্ছেন। কুর্নিশ জানাই আপনাকে 🙏🙏🙏
তোমার এপিসোড গুলি এতটাই আকর্ষণীয় হচ্ছে , একটা শেষ করেই পরেরটার জন্য অপেক্ষা শুরু ---- তোমার স্ট্যামিনাকে স্যালুট --- কি জার্নী ভাই -- বাস, টোটো , শেয়ার ট্যাক্সি . . . . অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম ল্যান্সডাউন দেখব বলে --- সত্যিই তোমার দৌলতে ঘরে বসেই বিশ্বদর্শন 👌
@debjaniray39533 жыл бұрын
ak kathay opurbo !! jamon sundor prokriti tamon😊 sundor apnar narration, porer porbo tar oppekhay ...
@nandinibasu30203 жыл бұрын
একলাখের সীমা অতিক্রম করতে চলেছেন , আগাম অভিনন্দন রইলো । আরো অনেক অনেক বড় হোক আমাদের এই পরিবার । 🌷🌷🌷🌷🌷
@explorershibaji3 жыл бұрын
😊😊❤️❤️ ধন্যবাদ নন্দিনী দেবী, আপনারা সঙ্গে আছেন এটাই পরম পাওনা, এভাবেই সঙ্গে থাকবেন।
@ranartube3 жыл бұрын
Next er wait korchhi.. completely new place. Thanks for your effort.
@sayandas61483 жыл бұрын
Khub valo lagecha...new akta jayga...onak kichu new jana jabe asa kori
@becarindam3 жыл бұрын
Khubh bhalo lage Shibaji Da apnar video gulo..keep it up
@debjaniadhikary74183 жыл бұрын
Khub bhalo laglo.ei jaiga tar bapare khub ekta jantam na .wait kore roilam porer video er jonno. 😊👌
@souvikghosh8103 жыл бұрын
Darun darun hoyeche apnar video amar khub bhalo lage.
@dibakarsaha82053 жыл бұрын
অগ্ৰিম একলাখির শুভেচ্ছা ।।।।।।।। ভালো থাকবেন।।।।। আরো আরো video. ওর আপেক্ষায় রহিলাম ।।।।।।
@kabirmondal94133 жыл бұрын
খুব ভালো লাগছিল ব্লক টি দেখতে । শিবাজী দা আপনার ভিডিও গুলি অসাধারণ লাগে।
@shellychatterjee17943 жыл бұрын
Congralations for 100k khub bhalo lagche vlog gulo bhalo thakben
@sompaul1003 жыл бұрын
Vison sundor.....sokal er opekkhyay roilam
@tapojyotibhattacharjee46943 жыл бұрын
আপনার এই ভিডিওটি দেখে আমাদের ২০১৬ সালের Lansdowne ভ্রমণের কথা মনে পড়ে গেলো। তাই অনেক ধন্যবাদ। খুবই সুন্দর ছিমছাম শৈলশহর। Kotdwar থেকে Lansdowne যাবার পথে ছোট্ট শহর দুগাদ্দার কাছে Camp Advait (Riverside camp) এ ছিলাম। খুব ভালো লেগেছিল।
@sanjibmajumdar60593 жыл бұрын
nice video... very nice explain all the details of tour.. what a hardworking for all our viewers give as nice video.. Fr-Mumbai
Onek porisrom kore ekta vlog banachen tar jonne big kudos to you 👍 ami follow korchi apnar ei trip series ta...valo uposthapona hoyeche🙏
@diptichakraborty98943 жыл бұрын
Khub bhalo laglo, mone holo jeno ami oi jaiga te pauche gachi. Well done👍👍👍👍
@ananya_chatterjee3 жыл бұрын
Apnar video dekhlei mon valo hoye jay.....mone hoy beriye pori.
@shantanubhowmik22653 жыл бұрын
অসাধারন লাগছে আপনার এবারের vdoগুলি, মনে হচ্ছে যেন নিজেই বেরাচ্ছি। দীর্ঘদিন ঘরবন্দী, তারমধ্যে এগুলি দেখে দমকা বাতাস পাচ্ছি
@riteshnayak55273 жыл бұрын
দাদা আপনার journey করার planning অতুলনীয় সাথে lansdowne 💞💞💞👍
@fmhira55883 жыл бұрын
অনেক কষ্ট করছেন আমাদের কথা ভেবে, যা নিজে দেখছেন, আমাদেরকেও তা দেখাতে চাইছেন, প্রকৃতির এই অপার সৌন্দর্য ঈশ্বরের আশীর্বাদ, আমরা সকলে যেন তা প্রাণ ভরে উপভোগ করতে পারি তারই আপ্রাণ প্রচেষ্টার সাধুবাদ প্রাপ্য দাদা আপনার, সাবধানে থাকবেন, সুস্থ থাকবন,নিজেকে সুরক্ষিত ও নিরাপদ রাখবেন, শুভেচ্ছা নিরন্তর
ফেলুদার গল্প পড়তে পড়তে বা সিনেমা দেখতে দেখতে যেমন ফেলুদার সাথে আমরাও ট্যুর করি তেমন তোমার ভিডিও গুলো দেখতে দেখতে মনে হয় তোমার সাথেই ঘুরছি
@sanghamitrasamanta70133 жыл бұрын
Darun video. Enjoyed a lot Thank you very much
@ratnajitbiswas20373 жыл бұрын
Dada osadharon & hard working , chalie jao , Tomar kaj amar khub valo lage .
@abhijitguharoy50423 жыл бұрын
খুব ভাল লাগল দাদা এই ছোট্ট শৈল শহর। 👌👌👌👌
@sarmisthabandyopadhyay25193 жыл бұрын
Khub sundor rastata.. r eto sundor kore describe koren mne hoi ami nijer chokhe dekhchi jaigata.. thank you so much.
@manirulalam70103 жыл бұрын
চারিদিকে সবুজের সমারোহ মন জুড়িয়ে গেলো সাথে কুয়াশার চাদরে ঢাকা অদ্ভূদ শিহরণ সৃষ্টি করেছে।সাবলীল উপস্থাপনায় ভিডিওটি অনন্য মাত্রায় পৌঁছে গেছে। বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ।
@dorabanerjee26363 жыл бұрын
অপূর্ব !! এতো সুন্দর উপস্থাপনা..এইবার ল্যান্স ডাউন যেতেই হবে ।
@anujitcoomar54113 жыл бұрын
সুন্দর দৃশ্য.... বেশ ভালো লাগলো...👍
@subirkumardas7163 жыл бұрын
100k er jonno advance Subhechha roilo Shibaji da, r 200k er advance subhokamona korchi
@anidas85293 жыл бұрын
KZbin e emon anek video ache jegulo purota dekhtei icche korena..skip kore kore dekhte hoe..othocho apnar ek ekta video je kotobar dekhi ta bole bojhate parbo.. Thankyou eto sundor sundor video amader sathe share korar jonno..porer video r opekhae roilam
@TheVoyger3 жыл бұрын
Just too good ... I didn't know about this place. Thanks
@debidasdutta28443 жыл бұрын
অপূর্ব প্রাকৃতিক দৃশ্য , কিছু বলার নেই
@debdutta62903 жыл бұрын
ওঃ অসাধারণ। ঠিক এই ভাবেই লম্বা ভ্রমণ প্রতিবার তুলে ধরুন দেখতে খুবই ভালো লাগছে।
@manabdutta97283 жыл бұрын
খুব ভালো লাগলো ল্যানসডাউন জায়গা টা ভালই হবে। পরের ভিডিওর অপেক্ষা । এতটাই অভুক্ত ছিলেন যে কলার সংখ্যা একবার 4টে আর একবার 3টে বলেছেন। ( মজা ) মাফ করবেন।
@prabidgolui39743 жыл бұрын
Relentless efforts for good video, all the best, carry on, লক্ষের লক্ষ্য পূরণ হবেই,👍🏻
@tanimachatterjee39493 жыл бұрын
Sir apner j kota video dekhachi sob kotai apurbo. Apni khub bhalo bhave information dhen. Kau berate gele tar kon problem hobe na. Apnk anek anek dhonnobad. Bhalo thakben.
@snkarroychoudhury91283 жыл бұрын
Very very beautiful sightseeing and video vlogging, Lansdown is lovely city, I liked it very much
@bappaadakk9333 жыл бұрын
Dada khub valo lagche .aro kichu jaiga dekhte pabo
Next Video এর অপেক্ষায় রইলাম.... অনেক ভালোবাসা রইলো...🙏🏻❤️❤️❤️
@shyamalkanta54183 жыл бұрын
অনেক ভাল লাগলো,মজা পেলাম।বাংলাদেশ থেকে এসব সুন্দর জায়গায় হয়ত যাওয়া হবে না কোনেদিন,আপনার সুবাদে তা সম্ভব হচ্ছে।ভাল থাকবেন পরবর্তী ভিডিও'র অপেক্ষায়,ধন্যবাদ।
@subhadipmajumder28783 жыл бұрын
আগামী দিনে 1lac subscriber হতে চলেছে শিবাজী দা। আগাম অভিনন্দন
Apni aaj prachur porisrom korechen. Energy level ta apner Fatafati. Vdo darun hochhe. Apner songe amarao aachi. Chalun.
@shimadatta71463 жыл бұрын
Shibaji da aapner video khub sundar hoy
@jababhattacharjee27733 жыл бұрын
Khub valo laglo Dada.
@utpalkumardatta68143 жыл бұрын
অনবদ্য উপস্থাপন, মন্ত্রমুগ্ধ ধন্যবাদ।
@anitaroychowdhury22673 жыл бұрын
Asadharon. Specially Lansdowne jawar rasta.Jongole ghera rasta chole gache dur bohudur.Apner vedio dekhe mone hochhilo hariye jai.Landowne ke dekha r jonno wait korchi. Ma asushtho tai comment korte deri hoye galo. Bhalo thakben.
@sumanbetal8293 жыл бұрын
Darun apner bachonvangi ebong viedeo quality.
@ayan1963 жыл бұрын
khub enjoy korchhe ....
@monti88tube3 жыл бұрын
Darun lagche video gulo. Porer tar opekkhay thaklam. Uttarakhand er hidden gem gulo beriye asche video gulor modhye diye.
@kaustubhchakraborti55333 жыл бұрын
New place very nice on road economical journey 👌
@elomeloAninda3 жыл бұрын
Darrun laglo... Lansdowne er porer video er opekkhay thaklam..notun jayga dekhte valo lagche
@singerbalaram70323 жыл бұрын
১লক্ষের লখ্যপুরণের অগ্রিম শুভেচ্ছা রইলো।অসাধারণ videography আর চমৎকার উপস্থাপনার জন্য ধন্যবাদ।
@arpitachanda50423 жыл бұрын
Stti Lansdowne a jawar rasata awesome . Ha apner khub e hectic journey hyche but rastar dupaser scenic beauty sob kosto muchiye diyeche. Ami jantam e na ei spot tar Kotha.. bes chimcham...khub enjoy korlam..onk suvecchaa roilo
@TOPTRAVELVLOG3 жыл бұрын
খুবই সুন্দর লাগলো ভিডিও টি. Wonderful place. Nice creation. Great work.
@sonalichaki74373 жыл бұрын
২০০৮ সালে আমরা Lansdowne গিয়েছিলাম। Delhi থেকে রাতের ট্রেন এ Kotdwar গিয়ে, গাড়িতে Lansdowne পৌঁছাই। সেই স্মৃতি আবার সতেজ হয়ে উঠলো এই ভিডিও দেখে। Lansdowne mall এর কাছে একটা ছোট কিন্তু ethnic bakery ছিল । আমরা Lansdowne থেকে Pauri হয়ে এক রাত স্বপ্নের মতো সুন্দর Khirsu তে থেকেছিলাম। ফেরার পথে Srinagar হয়ে Rishikesh এ নেমে আসি।
@ayanbhattacharya24083 жыл бұрын
অতি সুন্দর ভিডিও, তেমনি ধারাভাষ্য। শুভেচ্ছা রইল।
@tulijuthikasaha19963 жыл бұрын
ল্যান্সডাউন কেআমাদের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ। এই জায়গাটা অনেকেরই অজানা।আপনার জন্য জানতে আর চিনতে পারব আমারা। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
@chandranathbanerjee66203 жыл бұрын
Ki ar bolbo , asadharan lagcje .mone hochhe amio apnaar sange ghurchi
@anirbanroychoudhury13413 жыл бұрын
খুব সুন্দর ভিডিও, দারুণ লাগলো। সারাদিন এত ধকলের পরেও ওই শেষ অংশটুকু রেকর্ড করার জন্য যে কতটা ইচ্ছা শক্তি থাকা দরকার বেশ বুঝতে পারছি। আপনার এনার্জি কে কুর্নিশ।