অবহেলায় বড়ো হওয়া, কাজের ছেলে হিসেবে সমাজে বড়ো হওয়া, জীবনে যে স্কুলের বারান্দায় যায়নি, বেওয়ারিশ সন্তান হিসেবে বড়ো একটা ছেলের সমাজ নিয়ে কতো বড়ো চিন্তা। বাহ বাহ সবুজ, স্যালুট ভাই আপনাকে
@imran89482 жыл бұрын
এই মায়ের সাহসকে সেলুট জানাই। এই ভাইয়ের শেষের কথাগুলো কলিজা কেঁপে উঠলো এতটা কষ্ট বয়ে বেড়ানো কঠিন। এরপরও বলব তুমি সাহসী তুমি জয়ী হবে
@armanahmed83022 жыл бұрын
সবাৰ আগে সবুজেৰ জীৱণ গল্প ছোছিয়াল মেডিয়াৰ সামনে বলাৰ সাহসটাকে সেলুট সেলুট সেলুট সেলুট এবং সেলুট জানাই । তাৰপৰ ওৰ যদিও বিদ্যালয়েৰ তেমন কোনো শিক্ষা নাই কিন্তু তাৰ গল্প বলাৰ ভঙ্গিমাতে আধ্যাত্মিক গুণবিশিষ্ট পাণ্ডিত্বেৰ প্ৰকাশ বিৰাজমান ৰয়েছে । তাৰ জন্য আবাৰ একবাৰ অন্তৰেৰ অন্তস্থল থেকে ধন্যবাদ ও সেলুট । আল্লাহু হাফিজুন ।
@amjadhossain98182 жыл бұрын
আপনি আসাম থেকে দেখছেন
@shotershondan69042 жыл бұрын
মানুষ মাত্রই ভুল কেউ ভুলের উর্ধে নয়,সেলুট আপনার মা নানু কে,আপনার রক্ষনা বেক্ষন সঠিক ভাবে পালন করার জন্য।
@jesminaktar65502 жыл бұрын
এই ছেলে তো বাবার পরিচয় জানে,অবশ্যই আইন এর মাধ্যমে স্বীকৃতি আদায় করা উচিৎ। দেশে এতো মানবাধিকার কর্মী আছে,তারা এখন কোথায়?
@naharmamtaz50792 жыл бұрын
বিপদে পড়লে রক্তের সম্পর্কের মানুষগুলোই লাত্থি মারে( আমাদের দেশে) । সেখানে মানবাধিকারকর্মী।
@mohammadsohel84872 жыл бұрын
Right
@aminurrashid72522 жыл бұрын
তারা এখন ইঁদুরের গর্তে। তারা হিজাব এর বিরুদ্ধে।
@sudiphalder59212 жыл бұрын
Tu ki taka dibe bara dek chudde basto manbadikar 🤣🤣😂😂😂🤣😂😂😂 panu dekche ar korche😂😂😂😂
@mdasraful..65272 жыл бұрын
Right
@johiruddin18882 жыл бұрын
হায়রে হাসি, তার পিছনে কি যে যন্ত্রণা। আল্লাহ, সুবহানাল্লাহ
@skjannatislam932052 жыл бұрын
আমি ওর হাসি গুলো সহ্য করতে পারিনি, এই হাসি গুলো দেখে বেশি কেঁদেছি! কত কষ্টের এই হাসি গুলো, আল্লাহ ভাইটাকে ভাল রাখুন! 😢😢
@sjmanik63282 жыл бұрын
আমি একজন সামরিক বাহিনী সদস্য হিসেবে স্যালুট জানাই ভাই ,,,, মানবাধিকার সংগঠন অধিকারের কাছে বিচার চাই,,,,,,!?
@joshimjoshim78752 жыл бұрын
সহমত
@mdshorifkhan70972 жыл бұрын
জনাব Sj Manik মানবাধিকার সংগঠনের তো এসব ছোট খাটো বিষয় নিয়ে মাথা ব্যাথা নেই,ওনারা তো পরীমনি,বুবলি,অপুর মত সুন্দরীদের সাথে নটকে ভিজি থাকেন। 😡😡
@mosharofhossin12542 жыл бұрын
সহমত পোসন করলাম
@lailaruna43722 жыл бұрын
@@joshimjoshim7875 00
@mad-polapan2 жыл бұрын
@Bake laver
@mohammadsohel84872 жыл бұрын
কী বলবো ভাষা হারিয়ে ফেলেছি, স্তব্ধ হয়ে গেছি তবে এটা বলতে পারি আজকের এই গল্পটি যারা শুনবে, তারা কোনদিন কাউকে পিতৃ পরিচয়হীন সন্তান বলে কাউকে গালি দেবেনা। স্যালুট জানাই সবুজ ভাই আপনার এই সৎ সাহসকে আল্লাহ আপনার মঙ্গল করুক (আমিন)
@zalalahmed65212 жыл бұрын
কেদে ফেললাম চাপা কষ্টটা শুনে,,,ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থার, রাষ্ট্র ব্যবস্থার।
@montazulhaque14462 жыл бұрын
কেউ কি আছেন, সবুজের ঘটনা জন্য আইনি লড়াই করে ওর মা বাবাকে এক করে শরিয়তের দৃস্টিতে আনতে সাহায্যে এগিয়ে আসবে?
@halimabegum76272 жыл бұрын
কি দরকার এমন মানুষরুপী জানোয়ারের? যে ছেলে তার বাবার হাত ধরে হাঁটতে শেখেনি সে কেমন বাবা কিসের বাবা?এরকম নরপিশাচ, সমাজের কীট কখনও সঠিক বাবা হতে পারে না। আললাহর আরশ কাঁপবে এ ছেলের আহাজারিতে।যখন সময় ছিল তখন সমাজ কি করলো? একটা জীবন দশ হাজার টাকার বিনিময়ে শেষ করে দিল।এ ছেলের কথাই ঠিক, সমাজ কি করেছে, রাষ্ট্র কি করেছে আমার জন্য। এ ছেলে যত কথা বলেছে সব সঠিক। কলিজায় লাগার মতো।আললাহ একজন আছেন। দোয়াকরি বাবা তোমাকে আল্লাহ সুস্থ ভাবে বেঁচে রাখুক। হায়াত দরাজ করুক। বাকী জীবন ভালো কাটুক। কারো যদি মন,সামথ্য থেকে থাকে কিবরিয়া ভাইয়ের মাধ্যমে সাহায্য করতে পারলে বাকীটা জীবন ভালো ভাবে কাটাতে পারবেন। ফী আমানিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে।
@anarkoly92312 жыл бұрын
আইনজীবী সমিতির সাহায্য নিন।ডি এন এ টেষ্ট করান। আপনার ন্যয্য অধিকার আদায় করেন। নষ্ট সমাজকে চমকে দিন।
@asmaKhan-pb5uj2 жыл бұрын
সত্যি খুব কষ্টের কাহিনি। আল্লাহ্ তাআলা ওনার হক আদায় করার তৌফিক দান করুন
@ইসলামেরপথ-দ৯ষ2 жыл бұрын
Amin
@rainforest14842 жыл бұрын
ছেলেটার বুকে সীমাহীন কষ্ট। এ এক অন্য রকম কষ্ট। সব থাকার পর ও কিছু না থাকার কষ্ট যে নিদারুন ছেলেটার মুখের দিকে তাকালে বোঝা যায়। ওর তো কোন দোষ ছিল না। আল্লাহ যেন ওর এই একটি মাত্র চাওয়া পুরন হয়ে যায়।
@viralTukTuki2 жыл бұрын
১০মিনিটের আবেগ মাগো, ৫ মিনিটের সুখ. কে তুমি মা দেখতে দিলেনা, এই পৃথিবীর মুখ. . জোর করে তো আসিনি গো তোমার শরিলে আমি. পৃথিবীতে নাকি সন্তান হয়, মায়ের কাছে দামী. . তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকিই মা গো, কি বলবে খোদার কাছে ঠিক করে রাখো . আমি তো মা বেঁচে গেছি,বেঁচে গেলো মান, নয়তো সবাই বলতো মোরে অবৈধ সন্তান একটু আবেগ সুখ পেতে আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে আবার আমায় ছুঁড়ে ফেলে দিলে, . তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মা গো সেদিন তুমি মৃত্যু যন্ত্রণা কেমন
@mojiburrahmanmojumder57222 жыл бұрын
সবুজ এর পিতৃপরিচয়ের বিষয়ে ফেনীর মানবাধিকার সংস্থা/কর্মীদের ব্যবস্থা নিতে বা তাকে সহায়তার জন্য বিশেষ অনুরোধ করছি।
@HabiburRahman-tb1em2 жыл бұрын
স্যালুট ভাই আপনি সাহস করে আমাদের সামনে গল্প টা বলার জন্য আমরা জাতি হিসেবে লজ্জিত ভাই আমাদের কে ক্ষমা কর🙏
@mddewanur13862 жыл бұрын
কথাগুলো শুনে খুব কষ্ট পেলাম। আল্লাহ পাক যেন সবুজকে সুস্থ রাখুক। দোয়া ও শুভ কামনা রইলো।
@imran95162 жыл бұрын
সবুজ ভাইয়ের প্রত্যেক টা কথা হৃদয়ের আঘাত করছে কি বলে সবুজ ভাইকে সান্তনা দিবো ভাষা জানা নাই আল্লাহ আপনি সবুজ ভাইয়ের কষ্টগুলো ধৈর্য ধারণ করার শক্তি দান করুন আমিন
@ahmednadir3182 жыл бұрын
খুবই হৃদয়বিদারক এবং অসাধারণ এপিসোড
@rejurome56732 жыл бұрын
কিবরিয়া ভাই, এত ভাষা হারা কষ্টের কথা আপনি কিভাবে সামনা-সামনি বসে শুনছেন!! আমাদের তো দূর থেকে শুনেই কষ্ট লাগছে, আমাদের সমাজ ব্যবস্থা আসলেই কতটা নিষ্ঠুর...!!
@mitukhan1362 жыл бұрын
আমাদের গ্রামে এমন একটি গল্প আছে সেই ছেলেটি এখন আমাদের হাইস্কুলের শিক্ষক।
@solaimanhossain70012 жыл бұрын
আমি সেলুট জানাচ্ছি সবুজ ভাই কে। তার সাহসিকতার জন্য,,, স্রস্টা নিশ্চয়ই আপনার মঙ্গল করবেন ইনশাআল্লাহ
@kusumbegam72852 жыл бұрын
সবুজ ভাইয়ার জিবন কাহিনি শুনে চোখ দিয়ে পানি চলে আসলো,,,, অনেক অনেক দোয়া রইলো ভাইয়া টার জন্য
@mrsahathathossain64462 жыл бұрын
ওর হাসির মাজে কি যে কষ্ট লুকিয়ে আছে তা বাসায় বুঝানো যাবে না আল্লাহ ওনাকে ধর্য দান করুক
@sobuzbangla49842 жыл бұрын
আমিন।
@kakhalida30662 жыл бұрын
Sotti ai cheletar mone onek kosto 😭😭😭
@azizulhaque50972 жыл бұрын
ধর্য ⁉️
@user-fh5xt8hh5y2 жыл бұрын
অবশ্যই ঠিক বলেছো,আমাদের তথাকথিত শিক্ষিত মানুষ রাও এভাবে সোচ্চার দাবি জানাতে পারে নাই ।তুমি পেরেছো।তোমার মত সৎ মানুষের সংখ্যা খুবই কম ভাই ।তুমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখ। তোমার নানু অনুভূতিশীল মানুষ ।লজ্জা তোমার না।লজ্জা এই সমাজের ।তোমার মা তোমাকে ভালোবাসেন।তাকে কস্ট দিও না নিজেও কষ্ট পেও না।মাথা উঁচু করে বাঁচো।আল্লাহ তোমার সঙ্গে আছেন।স্থির হও।তিঁনি ই পথ দেখাবেন।
@abdullahsaki10462 жыл бұрын
এরকম বাচ্চা দের জন্য আমাদের কাজ করা উচিত।এদের সাথে কখনো বাজে কথা বলা উচিত নয়
@md.khalidhossain23082 жыл бұрын
কষ্টকে সয়ে নেওয়ার শিক্ষা নিতে চাইলে তা ননেওয়ের আছে এই সবুজের কাছে। সবুজের আজকের সৎ সাহস যেন আমাদের সমাজকে পরিবর্তনের সুচনা হয়।
@RezaulKarim-mx8zz Жыл бұрын
কথা গুলো সত্যি। আমি শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না।
@dhbadsha42642 жыл бұрын
সত্যিই জীবন টা অদ্ভুত, এই ভাইয়ের কথা গুলো শুনে খুবই খারাপ লাগছে 😭🙏 আল্লাহ পাক যেন এই ভাই কে নেক হায়াত দান করেন, আর আমরা যেন এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করি 🤲❤️
@rahimabegumzinu97622 жыл бұрын
যার জন্য মা এখনো আর বিয়ে করেনি, কত মহৎ মা। বাবা ওকে বুকে জড়িয়ে ধরে বলা দরকার, তুই আমার ছেলে। 10 হাজার টাকা সব সমাধান না। মা ও ছেলের বুকের চাপানো কষ্ট নিয়ে বেঁচে আছে। আল্লাহ প্রত্যেক মানুষকে সৎ ও ভালো পথে চলার তৌফিক দান করুক। ধন্যবাদ।
@AminulIslam-ho1sw2 жыл бұрын
যার কষ্ট সে-ই বুঝে কষ্ট আমরা কেউ কেউ হয়তো কিছুটা অনুভব করতে পারি! ভাইটার মনে কি কষ্ট তা কিছুটা হলেও অনুভব করতে পারছি। আল্লাহ যেন তাকে বাকি জীবনটা সুখের করে দেয়।
@shortvideoclips49202 жыл бұрын
ধন্যবাদ ভাই আপনাকে আপনার জীবন কাহিনি শুনে খুব কষ্ট লাগল চোখে পানি এসে গেল আল্লাহ যেন আপনাকে সঠিক বিচার পাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে এই প্রার্থনা করি ভাই আপনার জন্য এবং গ্রামের যে বিচারক ছিলেন তাদের সবাইকে যেন আইনের মাধ্যমে এনে এদের সবার বিচার করা হয় 😭😭😭
@smnasir62392 жыл бұрын
এই ভাইটি কতো কষ্ট বুকে নিয়ে বেড়াচ্ছে 😥আজ একটু হলেও বুকটা হালকা হয়েছে, ভাইটির জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। মহান আল্লাহ্ তায়ালা সব সময় আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ 🤲😥❤️
@lailirozario49522 жыл бұрын
সবুজের যে বাবা তার উচিত, এখনও সময় আছে। সবুজ ও তার মাকে সমন্মান দিয়ে মেনে নিক। সমাজের কাছে আবেদন ওর বাবাকে ধড়ে ওদের পরিচয় ফিরিয়ে দিন
@Abishacreation93932 жыл бұрын
অসাধারণ আপনার কথা গুলো আসলেই জীবন বৈচিত্র্যময় 😰
@mohammadnurulislam75642 жыл бұрын
সবুজের কোন দোষ নেই,আমরা অনেকেই সবুজের সাহায্যে এগিয়ে আসব এবং আমরা সবুজের পাশে থাকব। নিশ্চয়ই আল্লাহ্ সবুজকে দুনিয়া ও আখেরাতে অতি উত্তম পুরষ্কার দান করবেন। আমীন।
@daughterdiary2 жыл бұрын
সবুজের ঠিকানা একটু কেউ দিতে পারবেন
@anarkoly92312 жыл бұрын
আপনার নম্বর দিলে, ওরা আপনাকে পাবে।
@mdshoeb90162 жыл бұрын
সবুজ তোমাকে স্যালুট। তুমি একজন ভাল হুজুরের কাছে যেয়ে পরামর্শ নাও। জীবনটা অনেক সুন্দর হবে।
@sasahas33032 жыл бұрын
রাইট
@mdtoufikrohomenmdtoufikroh55192 жыл бұрын
হে আল্লাহ এই ভাইটি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুণ এবং হেপাজত করুন.... আমিন
@diptideb91675 ай бұрын
তোমার শেষের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সত্যি রাষ্ট্র, সমাজ তোমার মত সন্তানের দায়িত্ব নেওয়া খুবই জরুরি।
@nahee2.02 жыл бұрын
বাবা তোমাকে সান্তনা দেয়ার ভাষা নাই।তোমার কস্টের সময় যে দাঁতের শব্দ করলে তা আমার বুকের বাম পার্শে প্রচন্ড ভাবে আঘাত করেছে।।।
@akhterrokeya85722 жыл бұрын
ঠিক এমনই কষ্ট আৱ বেদনা আমাৰ অন্তৱেও হলো।
@almonayem17682 жыл бұрын
thik bolechen apu
@MstSathiraniАй бұрын
আমার ও
@kismatara95762 жыл бұрын
আহারে কষ্ট! কত সামান্য ব্যাপার নিয়ে আমরা আহাজারি করি।অথচ পাহাড়সম কষ্ট বুকে চেপে সবুজের মত মানুষগুলো বেঁচে আছে।মহান আল্লাহতালা ছেলটার ছোট চাওয়াটাকে পুরন করুন, তার বাকি জীবনটুকু শান্তিতে রাখুন।
@fairoozmallick79052 жыл бұрын
বুকটা ভেঙে যাচ্ছে।এত কষ্ট! আল্লাহ রহমত দান করুন। আল্লাহ এই মানুষটা সব কষ্ট শেষ করেদেন । এইটুকু দোয়া ছাড়া হয়তো কিছুই করতে পারবো না!!
@rinaAkther11902 жыл бұрын
ছেলেটা অনেক বিনয়ী, আল্লাহ তোমাকে হেফাজত করবে ইন শা আল্লাহ
@saifuddinjahangir39762 жыл бұрын
Right
@saf3272 жыл бұрын
ভাই, শুধু এইটুকু বিশ্বাস রাখেন এই অনুষ্ঠানের পর বাংলাদেশে আপনার অনেক ভাই জন্ম নিয়েছে। যারা আপনার জন্য দূর থেকে দোয়া করবে। আপনি অনেক বড় হোন। শুধু দেশের না পুরো পৃথিবীর হাজারো শিশুর আলোর মশাল হয়ে এগিয়ে যান। Kabir ঢাকা।
@Village-Eye2 жыл бұрын
সেলুট ভাই আপনাকে, আপনি যে কথাগুলো বল্লেন, এ কথাগুলো যাদের বলার কথা তারা কখনও বলেনা, বলবেওনা কোনো দিন। সেলুট আপনাকে।
@ishaquemiya72842 жыл бұрын
আল্লাহর রাসুলুল্লাহ তাদেরকে স্বীকৃতি দিয়েছে আমরা বা আমাদের সমাজ ও রাষ্ট্র কেন স্বীকৃতি দিবে না? তার জন্য আমার সহানুভূতি রহিল।কিবরিয়া ভাই এই অসাধারণ এপিসোডের জন্য আপনাকে সালাম ও ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম।
@sharafattd53632 жыл бұрын
অনেক কাঁদলাম এই ভাইয়ের জন্য, আল্লাহ এই ভাইকে সুখ শান্তি দিন।
@aburayhanmizan2 жыл бұрын
'বিনয়' এমন একটা গুণ যা মানুষকে শুধু উপরেই নিয়ে যায়। হাফেজ তাকরিম তার উৎকৃষ্ট উদাহরণ। ❤️❤️
@faizahmed70632 жыл бұрын
এখানে তাকরিমের সাথে কোন বিষয় তুলনা করলেন।
@rejurome56732 жыл бұрын
@@faizahmed7063 ভাই, সন্মান জোর করে আদায় করে নিতে চায় বলেই...!
@faizahmed70632 жыл бұрын
@DWIP SHIKHA আরে বেয়াদব আগে লেখা শিখ। গল্প বুজ তারপরে কমেন্ট করিস।
@AnwarHossain-hp4pl2 жыл бұрын
Kisher modde ki dukailen bai?
@gopabagchi5732 жыл бұрын
আপনার মা যে সাহসিকতার নজির রেখেছেন তার কোনো তুলনা হয়না ,সে কিন্তু সমাজের নানা আঘাত সহ্য করে আপনাকে পৃথিবীতে নিয়ে আসেছেনটই অনুরোধ করবো মায়ের প্রতি কোনো অভিমান না করে তার পাশে থাকুন ।
@motalebsumon78862 жыл бұрын
সবার কাছে একটি অনুরোদ সবাই তার সাথে ভালো ব্যবহার করবেন। আর তার থেকে মালামাল কিনবেন। সে আজ থেকে পুরো বাংলাদেশের সবুজ
@souraviqbal2 жыл бұрын
ভাই, আল্লাহ তোমায় ভাল রাখুক, যেকোন উছিলায় তোমার উন্নতি হোক। মানসিক দুরাবস্থা দূর হোক, ইহকালীন-পরকালীন মুক্তি ও প্রশান্তি কামনা করছি! অনেক দোয়া!!!
@atmmohidurrahman24172 жыл бұрын
আহারে! এই কাহিনীটা শুনতে শুনতে অনেক কেঁদেছি। দুনিয়াটা কত যে নিষ্ঠুর তাই বুঝলাম এই ঘটনা থেকে। আল্লাহ মহান, তিনি সব দেখেন সব শুনেন, নিশ্চয়ই তিনি হক বিচার করবেন।
@mdsoroarhossen68992 жыл бұрын
বাস্তবতা বড়ই নিষ্ঠুর তারপর ও সৎ পথে আসেন এই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ আপনার মঙ্গল করুণ,,,,,,
@esrafilvai2349 Жыл бұрын
ঘরের আগুন দেখা যায়। মনের আগুন দেখা যায়না।কত যন্ত্রণা কত ব্যথা বুজানোর ভাষা নাই।
@mohamedsaifur81572 жыл бұрын
কিবরিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানায় এই ধরনের একটা পর্ব রাখার জন্য
@norjahan7942 жыл бұрын
বাবা তোমার জয় হোক তুমি সাহসী তোমাকে সেলুয়ে ট তুমি জয়ী তুমি সাহসী ধন্যবাদ তোমাকে জীবনে অনেক বড় হও আল্লাহ তোমার মঙ্গল করুক ধিক্কার জানাই এই সমাজের দিককার জানাই যে তোমাকে জন্ম দিয়েছে তাকে।
@mohiburhosen5282 жыл бұрын
আমি অন্তর থেকে এই ভাইকে স্যালোট জানাই,সে এতো ভদ্র, নম্র, শান্ত, তার মানবিক আচরণ, নৈতিকতা নিয়ম নিতি অসাধারণ সুন্দর মনের মানুষ। সামাজিক ও রাষ্টিও ভাবে তাহাকে সহায়তা ও সহযোগিতা প্রয়োজন মনে করি।
@sajibmahbub95682 жыл бұрын
আলহামদুলিল্লাহ, আল্লাহ সবুজ ভাই সফল করুন(আমিন)
@جوسينجوسين2 жыл бұрын
হে আল্লাহ আপনি এই ভাই টি কে ধৈর্য শক্তি দান করুন তার মনের সকল দুঃখ কষ্ট ভুলার ক্ষমতা দান করুন হে আল্লাহ আপনি এই নিষ্ঠুর সমাজের মানুষ কে হেদায়েত করুন অনেক অনেক দোয়া রইলো আমাদের এই লক্ষি ভাইটির জন্য
@mdrabbisadiazaman8302 жыл бұрын
ভাই আমার কিছু বলার নাই শুধু বলবো আপনি আপনার মাকে আকরে ধরে এই প্রীথিবীতে বেচে থাকুন আর যে বাবা আপনার পরিচয় দিতে পারেনা তার বিচার একদিন মহান আল্লাহ তায়ালা করবেই করবে আবারো বলছি ভাই আপনি বেচে থাকুন যতদিন আল্লাহ আপনার হায়াত রেখেছেন
@greennature17002 жыл бұрын
দাদা,এরকম গল্পগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাই।
@mohammadnurulislam75642 жыл бұрын
কাদতেঁ কাদতেঁ চোখের পানি শেষ হয়ে গেছে সে এখন আর কাদতে পারে না। আল্লাহ্ এই অসহায়কে হেফাজত করুন। আমীন।
@riktamaitra68822 жыл бұрын
ছেলেটা লেখা পড়া জানে না কিন্তু সুন্দর ভাবে গুছিয়ে কথা গুলো বলেছে। ছেলেটার কথা গুলো শুনে খুব খারাপ লেগেছে। খুবই দুঃখজনক।
@mdsujonmdsujon9982 жыл бұрын
স্থাবদ্ব হয়ে গেলাম রে ভাই আল্লাহ পাক তোকে জেনো সুন্দর জীবন ধারন করার তৌফিক দান করুন আমিন।
@mohammadnurulislam75642 жыл бұрын
প্রতিটা বাক্যের মধ্যেই কষ্ট,কতটা কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করেছেন। আল্লাহ্ ওনাকে ধর্য ধারন করার শক্তি দিন। আমীন।
@احداكجعلن2 жыл бұрын
লেখার মতন বাসা হারিয়ে ফেলেছি শুধু কেঁদেছি আল্লাহকে ধৈর্যশীল করুক
@ashikshagor37712 жыл бұрын
অত্যন্ত দুঃখজনক ঘটনা 😢😢😢 সত্যি একটা মানুষের জীবনে এত হাসি কিভাবে হাসতে পারে আমার বুঝে আসেনা। সত্যিই অতি দুঃখে মানুষ হাসে তার নমুনা এই ভাইটি। আপনাকে স্যালুট জানাই। 🙋♂️🙋♂️❤️
@বন্ধনএগ্রো2 жыл бұрын
কতটা চাপা কষ্ট, বন্ঞনা, অবহেলা আর না পাওয়া যে জমে আছে এই ভাইটির বুকে তা হাজারো আগ্নেয়গিরিকেও জ্বালিয়ে দিতে সক্ষম। আল্লাহ্ আপনার সহায় হোন দোয়া রইলো।
@mohammedshiplo97402 жыл бұрын
আল্লাহ পাক সবুজ ভাইয়ের জীবন থেকে দুক্ষ কষ্ট মুছে দিয়ে পরিপূর্ণ ও সুন্দর সুস্থ জীবন দান করুন আমিন। আর সবুজের বাবার প্রতি দোয়া রইলো আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন আমিন।
@Swarna_222 Жыл бұрын
যে ভাই আজকে জিবনের গল্প শেয়ার করলেন তাকে অনেক ধন্যবাদ। এই মানুসগুলোর গল্পও সবার জানা উচিত। বাংলাদেশের মানুষ বলতে কেবল গুলশান বনানির শিক্ষিত ধনী মানুসদের বোঝায় না। বরং সিংহভাগকে রিপ্রেসেন্ট করা এই ভাইয়ের জিবনের কথা সবার জানা উচিত, এরাও যে নাগরিক সুবিধার অধিকারী সেটা সমাজের মনে রাখা উচিত।
@aoualytvlog2 жыл бұрын
আমি ভাবি আমার জিবন গল্পটা রিদয়বিদাইক কিন্তু কিছু মানুষের জিবন গল্প শুনলে মনে আমি অনেক ভালো আছি
@zakariazuyel47402 жыл бұрын
আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফকরে দিক যেন আর কোন ভাইবোন কে এরকম পরিস্থিতিতে পড়তে না হয় দোয়া করি
@Ayanmahmud901232 жыл бұрын
সবুজ ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইল। আল্লাহ আপনার সহায় হউক-আমিন।
@montazulhaque14462 жыл бұрын
খুব মায়াবী ভাষায় কথা গুলো বলেছিলেন ভাই,আল্লাহ ভাই কে কোন দায়িত্ববান লোকের হাতে তুলে দাও।
@anwarulkarim7992 жыл бұрын
অসাধারন ॥ সহস্র সালাম সবুজকে !
@TAWHiDTechBD2 жыл бұрын
সাহসী গল্প। ধন্যবাদ এই ছেলে এবং কিবরিয়া ভাই কে।
@md.jakerhossainchowdary7832 жыл бұрын
গরীব হয়ে জননী জন্ম দিয়েছে বলে ধনীর কাছেই হেরে গেলেন দুটি জীবন। তুমি মা'কে ভালবাসা দিয়েই শুরু কর জীবন,আললাহর ভালবাসা তোমার জন্য থাকবে দোয়া করি।
@mdshahadat76142 жыл бұрын
আল্লাহ সুবহানু তায়ালা যেনো ভাইটির নেক হায়াত দান করেন, আমিন
@mst.wahidaakhtar57762 жыл бұрын
তোমার মা, নানু উনাদেরকে স্যালুট জানাই, আল্লাহ এই ছেলেটিকে আর তার মা কে সমাজে সম্মানীত অবস্হায় অধিষ্ঠিত করুক,
@mdasraful..65272 жыл бұрын
হাঁসির পিছনে অনেক বড় পাহাড় সমান কষ্ট নিয়ে কথা গুলো বলছে হায়রে মানুষ হায় সমাজ হায় রে রাষ্ট্র কী দিলো এই সবুজ কে কিছুই দেয় নি। আল্লাহ্ তুমি আমার ভাই সবুজ কে সর্য এবং ধর্য ধরার তাউফিক দেন আমিন।আল্লাহ্ তুমি সবুজ ভাইকে সব সময় ভালো রেখো আমিন 💖💖
@smrashed792 жыл бұрын
সমাজ কিভাবে মাত্র 10 হাজার টাকায় এর মীমাংসা বা শালিস করলো? আমাদের সমাজের পূর্ন চিত্র এই episode দেখা গেলো। ধিক আমাদের সমাজ ব্যাবস্থা। স্যালুট সবুজ ভাই। তার ওই জন্মদাতার উপযুক্ত বিচার দাবী করছি।
@AminulIslam-ci3pf2 жыл бұрын
আল্লাহ তুমি এই ভাইকে ধৈর্য্য ধারণে তৌফিক দাও।
@জীবনযুদ্ধ-র৪চ2 жыл бұрын
ওর বাসা আমার বাসা পাশাপাশি। কাহিনী গুলো অনেক সত্য। আমরা ঢাকয় এক বাড়িতে থাকি
@daughterdiary2 жыл бұрын
ভাইয়া দয়া করে নাম্বার টা দেন
@pinkorbiswas97712 жыл бұрын
খুবই হৃদয়বিদারক এই ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল
@azadulbangal79002 жыл бұрын
কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি দোয়া রইলো ভাই
@diptideb91675 ай бұрын
জীবন যুদ্ধে তুমি জয়ী হও এই প্রার্থনা করি
@jahidmahmud72665 ай бұрын
এই ভাইয়ের প্রতি অনেকে ভালবাসা রইলো
@mohammadnurulislam75642 жыл бұрын
কিবরিয়া এই ছেলে যদি ওর বাবাকে চিনে থাকে ওর বাবা যদি ওকে স্বিকৃতী না দেয় সবুজ মামলা করবে কিনা যদি মামলা করতে ইচ্ছুক তাহলে আমি ওর মামলার খরছ বহন করতে আগ্রহ প্রকাশ করছি। ( আমি একজন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান ) ধন্যবাদ।
@mdafsarfeni97762 жыл бұрын
ধন্যবাদ
@mdafsarfeni9776 Жыл бұрын
আমি মোঃ আনোয়ার হোসেন সবুজ
@dewanmd.mojiborrahmansumon76156 ай бұрын
ছেলেটার সর্বশেষ আপডেট দয়া করে জানাবেন কি।
@sayedovi285 ай бұрын
@@dewanmd.mojiborrahmansumon7615 তিনি এখন মায়ের কাছে আছেন।
@AbuTaher-fw9pp2 жыл бұрын
যে রব এই ধারা সৃষ্টি করেছেন সেই রবের আইন যদি প্রতিষ্ঠিতি করতে পারি ইনশা আল্লাহ সোনার বাংলা ইতিহাসের পাতায় অনন্য হয়ে থাকবে
@mainashah55412 жыл бұрын
সবুজ , তোমার পাশে আছি । আমার এত সাহস নাই ! সাহস থাকলে বলতাম , " ঈশা " ! কিবরিয়া ভাই আধুনিক মানুষ হয়ে উঠেছে দেখে ভাল লাগল।
@madilshad2 жыл бұрын
কথা বলার ধরণ টা ও সেই।
@cdbdjjfjff71542 жыл бұрын
তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে! এই সমাজ রাষ্ট্র ভাংতে হবে নতুন সমাজ আনতে হবে।
@raizuddinahmed72102 жыл бұрын
Really speechless... His statement What society do for me What my country do for me??? A question of no answer but valid..... M speechless the way he told his pathetic story....
@abulahad4892 жыл бұрын
কি লিখবো আমার সেই ভাষা জানা নেই। আল্লাপাক তোমাকে ভালো রাখুক।
@motaherhossain50852 жыл бұрын
আল্লাহ আপনিই পারেন সঠিক বুঝদান করতে। দোষ তো এই ছেলের না। সবই আল্লাহ লিলাখেলা।
@mohammadshahamran99512 жыл бұрын
ওহ, আমার খুব কষ্ট হচ্ছে ভাই যতই কথা গুলা শুনতেছি ততই চোখ বেয়ে পানি পরতেছে। আল্লাহ তোমার প্রতি সহায় হোন।
@ShahadatShowrovOfficial2 жыл бұрын
- নোয়াখালী লক্ষ্মীপুর থেকে সাথে আছি -
@krishnadeb72292 жыл бұрын
সবুজ আপনি অনেক ভাগ্যবান যে আপনার পাশে মা আছেন ও আপনি একজন সৎ মানুষ !
@ajejuleslam373510 ай бұрын
ওনেক ওনেক দোয়া রইল ভাই মনে সাহস রাখতে হবে এই সমাজের মানুষ ওনেক নিসটুর সব বুলে সামনে এগিয়ে জান
@tazlimaakter73372 жыл бұрын
ভাইয়া আপনার জন্য লক্ষ লক্ষ শুকরিয়া আল্লাহর কাছে দোয়া করি আপনি একজন মানুষের মতো মানুষ হতে পারবেন এসব দুঃখ কষ্ট মনে আনবেন না
@asmaKhan-pb5uj2 жыл бұрын
আল্লাহ পাকের কাছ থেকে কিভাবে বাচবে এই লোক (বাবা)
@sadiatabassumrija94692 жыл бұрын
apnr jnno onk doya roilovai...allah amdr towfik dan koruk oshohay manus der pashe daranor.
@engr.hussain61012 жыл бұрын
Heart touching word ...Allah give him sabor and guide him correct way...