যাক দেশের ছেলে দেশে রয়ে গেলো মেধা পাচার হয়নি।ধন্যবাদ আদর,সোহাগ, ভালোবাসা। Go ahead.
@my_thoughts_242 ай бұрын
@@BurhanUddin-gl5xc right 🙂🤌
@ginasworld611910 ай бұрын
How humble Shohag bhai is! No room of his own in his own office!! So much to learn from him. May Allah bless him more and more.
@PiratesOfPirates6 ай бұрын
আমি সোহাগ ভাই এর প্রথম আলোচনা শুনেছিলাম ২০১৪ সালে। উনি কতটা বিনয়ী তা এই ভিডিও থেকেই বুঝা যাচ্ছে। ভাই অফিস দেখাচ্ছে নিজের হাতে দরজা খুলে। উনি চাইলেই পারতো কেও একজন দরজা গুলো খুলে দেখাক আর উনি পেছন থেকে ইন্ট্রো দিতে। অথচ এত বড় একজন মানুষ উনি নিজেই সব করলেন। আর আমাদের দেশের দুই টাকার এক কর্মকর্তা চলতে গেলে ২০ জন চামচা নিয়ে সাথে সাথে ঘুরে বেড়ান।সোহাগ ভাই কথা বললেই মুখ দিয়ে কি সুন্দর হাসি বের হতে থাকে। আল্লাহ মানুষ টাকে কবুল নিছেন।
@yasinarafat465610 ай бұрын
সম্পূর্ণ ভিডিওটা দেখলাম আর চিন্তা করতেছি আজকের এই সোহাগ ভাই হওয়ার জন্য কতটুকু পরিশ্রম করতে হয়েছে। সত্যিই অসাধারণ।❤❤❤
@mostafijurrobin86710 ай бұрын
সোহাগ ভাই একজন পছন্দের মানুষ। আল্লাহ ভাইকে অনেক বড় করুন। মহিরুহ করুন যেনো অগুনিত মানুষ সেই মহিরুহে নিচে নিজেদের আশ্রয় পায়।
@AnasAzam12310 ай бұрын
Great 👍
@Acc-db9jh10 ай бұрын
Ellah hui akbut
@masudrana509810 ай бұрын
ইসলাম একটা মানুষকে কতইনা সুন্দর করে তোলে। কতটা নিরহংকারী! মাশাআল্লাহ কিবরিয়া ভাইয়া অনেক ভালো একজন মানুষ, আমাদের কাছে এমন সুন্দর ব্যাপারগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ
@sanoar.iammuslim58888 ай бұрын
একজন সাধারণ দিন পালনকারী মানুষ এত সুন্দর ব্যবহার না জানি হযরত মুহাম্মদ (সা.)কত সুন্দর ব্যবহার ছিল সুবহানাল্লাহ
@windofchange72236 ай бұрын
উনি কিন্তু দিনের বিপরীতে ছিলো।
@ImtiazAhmedShiam3 ай бұрын
@@windofchange7223 দিনের বিপরীত থেকে যারা দিনে ফিরে আসবে নিশ্চয় আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন
@ratultate00Ай бұрын
@@sanoar.iammuslim5888 দ্বীন হবে
@AARaiyan11 күн бұрын
@@windofchange7223 chilo...
@Oxygen8.1510 ай бұрын
মাথা ঘুরে যাইতেছে। একটা মানুষ কিভাবে এতো কিছু সামলায়। শুভ কামনা হইলো❤️❤️
@jakiamoshtaq10 ай бұрын
Say masha'allah
@Fatema-jj7ck10 ай бұрын
উনি নাস্তিক থেকে ইসলাম ধর্মে এসেছেন। অনেক শক্তি শালী মানুষ মাশাআল্লাহ।
@knowtheunknown919410 ай бұрын
ভাই একটা মানুষ না, ওনারা পাঁচজন পার্টনার। একা কোনো মানুষ কখনো এতো বড় পর্যায়ে যেতে পারে না।
@emonahmed479310 ай бұрын
এই ক্ষমতা পুরুষদের আললাহ- দিয়েছেন- আমাদের বির পুরুষ রা- অর্ধেক পৃথিবী শাসন করেছেন, হয়তো আপনি যানেন নাহ।
@pieceofsuccess434510 ай бұрын
আমি কিছুই বুঝতে পারলাম না বাংলাদেশ ইউনিভার্সিটিতে গেলেই অধিকাংশ ছাত্র নাস্তিক হয়ে যায় তার মানে বাংলাদেশর শিক্ষা বেবস্থায় সমস্যা আছে। আমাদের ভারতের ইউনিভার্সিটিতে গেলেই অধিকাংশ ছাত্র ধর্মের প্রতি অনুপ্রাণিত হয় আর বাংলাদেশ একটি মুসলিম দেশ হয়েও তার বিপরীত ।
@jakiamoshtaq10 ай бұрын
এক জীবনে একটা মানুষ কত কী করতে পারে🥺 মাশাআল্লাহ। আল্লাহ তাআলা স্যারকে দুনিয়া ও আখেরাতে ভরপুর কামিয়াব করুক। স্যার ও স্যারের ফ্যামিলি মেম্বারদের জন্য অশেষ দোআ ও ভালোবাসা। আল্লাহ তাআলা স্যারকে হায়াতে ত্বয়্যিবা ও সুস্বাস্থ্য দান করুন 😭। হায়াতে বরকত দিন। সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত রাখুন।🤲 স্যার এর প্রতিটি কাজের ডেপ্থ এ গেলেই বুঝা যায় স্যার নিজের জন্য কিছুই করছেনন। প্রতিটি কাজ করে যাচ্ছেন মানুষের উপকারের জন্য। এভাবে অপরকে নিয়ে নিজের দেশকে নিয়ে ভাবতে আর কাউকে দেখিনি। স্যার স্বদেশের উপকারে কতটা আত্মত্যাগ করেছেন। চাইলেই উনি অন্যদের মতো বাইরে কোথাও সেটেল হতে পারতন। প্রতিনিয়ত মানুষের উপকারের জন্য নতুন নতুন উদ্যোগ নিয়ে যাচ্ছেন, কতগুলো মানুষের জীবনে পজিটিভ ইমপেক্ট রাখছেন। এতকিছু করার পর নতুন আরেক প্রজেক্ট, উদ্যোক্তা প্রজেক্ট "অরন্য" শুরু করতে যাচ্ছেন। উদ্যোক্তারা এমনিতেই স্যার এর বিভিন্ন আলোচনা থেকে উপকৃত হচ্ছে। এখন সাথে গাইডেন্স ও পেতে যাচ্ছে। I'm so excited and serious about this project. স্যার এর জন্য যে দোআ ই করিনা কেন কম হবে... আল্লাহ তাআলা স্যারকে জান্নাতের উঁচু থেকে উচ্চতর স্থান দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ তায়ালা স্যার এর হায়াত বাড়িয়ে দিন😭 আমীন।
@mdabdulla813110 ай бұрын
MashaAllah vhai apnake Allah sustho ta evong di-nyer khedmod korer tofiq dan korun Amin🤲
@MahmudHasan-056mf10 ай бұрын
আলহামদুলিল্লাহ!!! খুব গর্ববোধ হয় যে সোহাগ ভাই আমার এলাকার এবং আমরা একই স্কুলে পড়েছি। আমার মনে পড়ে আমাদের হেডস্যার বাবু জোতিষ চন্দ্র সাহা সোহাগ ভাইয়ের ছবি তার অফিসে বাঁধাই করে টাঙ্গিয়ে রেখেছিলেন এবং আমাদের দেখিয়ে খুবই গর্ব করে বলতেন তার মত হওয়ার জন্য।
@zakia237210 ай бұрын
Hmnm...ager episode e sohag vai bolsilo jyotish sir er kotha
@muslimabegum581510 ай бұрын
অনেক তৃপ্তি পেলাম অনুষ্ঠান শেষে। আল্লাহ পাক আমাদের সবাই কে হেদায়েত দান করুন। দুনিয়ার পাশাপাশি আখেরাতকে প্রাধান্য দিয়ে যেনো কাজ করতে পারি। আ মীন। দুইজন মেধাবী মানুষের সমন্বিত অনুষ্ঠান। অসাধারণ। দোয়া ও শুভকামনা রইলো।
@afridisharker398910 ай бұрын
এই বিনয়গুলো আমাদের দেশের আলেমদের মাঝে আরও থাকা জরুরি ❤❤
@technorobiul10 ай бұрын
খুব ভালো লাগে যখন দেখি মোটিভেশন আমাদের বাড়ির পাশের সোহাগ ভাই থেকেই পাওয়া যায় । সবচেয়ে ভাল লাগে যখন দেখি বড় কোন ব্যবসায়ী আল্লাহকে প্রচুর ভয় পায় । শুভকামনা ভাই আপনার জন্য ।
অনেক অনেক ধন্যবাদ RJ kebria ভাই কে। এতো সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। অনেক কিছু দেখলাম এবং জানতে পারলাম। আমি রকমারির একজন ফ্যান। সোহাগ স্যার এর জন্য দোয়া আর শুভকামনা রইলো।
@rafiasultanaafifa18 ай бұрын
সত্যি আল্লাহ যদি কাউকে কিছু দান করেন সেটা এতো এতো বেশি দান করেন যে ভাষায় প্রকাশ করার মতো না। যেমন - আমাদের সোহাগ ভাইয়া।
@jakiamoshtaq10 ай бұрын
কিছুদিন যাবত রকমারি অফিস পুরোটা দেখার খুব ইচ্ছে হচ্ছিল। আলহামদুলিল্লাহ কিভাবে তা কয়েকদিনের মধ্যেই দেখার সুযোগ হয়েগেলো😊
@Allinone-dy9kw3 ай бұрын
কিভাবে গিয়েছেন?
@labannyaalmazi113910 ай бұрын
নাটক নয়,সিনেমা নয় এমনকি খবরও নয় তারপরও মন্ত্রমুগ্ধের মত শুনলাম।কিছু বুঝলাম কিছু বুঝলাম না তারপরও দেখলাম, শুনলাম।ছেলেদুটোর জন্য অনেক অনেক দোয়া রইল।
@সুবহেসাদিক-ড৮ম10 ай бұрын
আলহামদুলিল্লাহ, আরেকটি অসাধারণ কনটেন্ট। সোহাগ ভাইয়ের বিনয় বরাবরই মুগ্ধ করে। কিবরিয়া ভাইয়া আপনার উপস্থাপন ও মননশীল কনটেন্ট নান্দনিক। জাজাকাল্লাহ খায়রান ❤
@AssasainRAI8 ай бұрын
একজন বিশাল হৃদয়ের মানুষ,, কি সুন্দর কথা বলে!!
@XSiamSarkar11 күн бұрын
তার নিজের কোনো বসার জায়গা নাই, কথা টা শুনে খুবই অবাক হলাম❤
@mdashrafulislam199410 ай бұрын
ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছেন সোহাগ ভাই। মা শা আল্লাহ ❤, দোয়া রইল।
@muhammedenamulhoque647210 ай бұрын
অসাধারণ, সোহাগ ভাইয়ের সকল চাওয়া স্বপ্ন দেশ জাতি ও মুসলিম উম্মহ পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। আল্লাহ তার সাথে আছেন। দোয়া রইল ভাই ও কিবরিয়া ভাইয়ের জন্য
@adibatahsinblogs346610 ай бұрын
সোহাগ ভাইকে দেখলেই মনটা ভালো হয়ে যায়।খুব শান্তি একজন মানুষ
@TawfikurRahman-q6n3 ай бұрын
জি খুবই শান্ত মানুষ
@mdibrahimakungi428510 ай бұрын
খুবই অসাধারণ এবং চিন্তাশীল মানুষ সোহাগ ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা রইল ❤❤❤
@rubysfashion529510 ай бұрын
তিন টা প্রশ্নের জবাব এর অপেক্ষায় দেড় বছর,
@mdibrahimakungi428510 ай бұрын
@@rubysfashion5295 আমিও ভাই
@shahadatbe10 ай бұрын
আস্সালামুআলাইকুম, সোহাগ ভাই আমি আপনার একজন “অন্যরকম” ভক্ত; তাই আপনার জন্য একটা অন্যরকম পরামর্শ ,” আপনার এই অন্যরকম প্রমোশনাল এ্যাকশনটা,লটারীর আওতায় পড়ে কি না তাতে আমার সন্দেহ হচ্ছে; তাই একজন বিজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে এর বাস্তবায়ন করা শ্রেয় বলে মনে করছি,পাছে আপনার এত সুন্দর একটা ব্যাবসা কুলষিত না হয়ে যায়।”
@JahangirHossain-mt7uw10 ай бұрын
সত্যিই এই বিশাল কর্ম যজ্ঞ দেখে অবাক, মুগ্ধ হলাম। ধন্যবাদ কিবরিয়া ভাই আপনার মাধ্যমে সোহাগ ভাইএর এই বিশাল কর্মকান্ড আমাদেরকে জানানোর জন্য।
@আসময়752410 ай бұрын
ধন্যবাদ, ভাইয়া এই ভালো মানুষটাকে সবার সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সোহাগ ভাইয়ের কথা শুনলে অনেক কিছু শেখা হয়।
@ismatara22468 ай бұрын
প্রায় দুই মাস পরে এই এপিসোডটি দুদিন বসে দেখলাম, আলহামদুলিল্লাহ। এর চাইতে আর কোন বেশী কিছু বলতে পারলাম না। একটা কথা অনেকেই ভূলে যায় যে বাংলাদেশের মানুষ যে শুধু বাংলাদেশেই বসবাস করে না সারা বিশ্বজুরে বসবাস করে, সোহাগ এটা তার ব্যবসার কৌশলে সেটা প্রয়োগ করেছেন।প্রতিটি উদ্দোগতার এই কথাটি মাথায় রেখে যদি ব্যবসা করে তাহলে অনেক সাফল্য অর্জন করতে পারবে।আমি যুক্তরাস্ট্রে বসে বই মেলার বইগুলো পরতে পারব এটা তিরিশ বছর আগে চিন্তাও করতে পারিনি। দেশ ছাডার পরে অনেক কিছুর সাথে বই মেলা ছিল একটা অনেক মিস করি।অসংখ্য ধন্যবাদ আমার এই দুই বিনয়ী আল্লাহ সুবহানুতালার প্রতি অনুগত ব্র্যান্ডিং বাংলাদেশ ভাই সোহাগ আর কিবরীয়াকে। অনেক অনেক দোয়া বাংলাদেশকে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দোগ নেয়ার জন্য।
@TravelTubeRana25 күн бұрын
আসসালামুআলাইকুম, আমিও আপনাদের ব্যাচমেট, ১৯৯৮। মন্ত্রমুদ্ধের মত সোহাগ ভাইয়ের কথাগুলো শুনছিলাম । ভিডিও দেখতে দেখতে বারবার সময় দেখেছি যে ভিডিওটার আর কত মিনিট বাকি আছে, আফসোস হচ্ছিল কেন ভিডিওটা আরো লম্বা সময়ের জন্য্য হলো না??
@Fahim_is_a_isseghuri10 ай бұрын
পরিশ্রমী আর যোগ্য মানুষের মূল্য আল্লাহ অবশ্যই দেন
@jahidsajeeb205610 ай бұрын
আমার পছন্দের মানুষের তালিকায় টপে থাকা একজন মানুষ সোহাগ ভাই।
@ramjanmolla439310 ай бұрын
I'm currently watching this video from Arambagh. In Sha Allah I will meet Mahamudul Islam Sohag Bhai at his office. Both individuals have had a significant impact in our lives. Thank you
@MukhterHossainMaruf10 ай бұрын
প্রিয় দুইজন মানুষ, আল্লাহ্ ভালো রাখুন
@sharafattd536310 ай бұрын
এক কথায় অসাধারণ,কিবরিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ সোহাগ ভাইকে আমাদের মাজে নিয়ে আসার জন্য। সোহাগ ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি।
@Qaf2013610 ай бұрын
অসাধারন, রকমারির অফিস টুর অসাধারন লাগলো, সাথে সোহাগ ভাইয়া এর চিন্তাশীলতাও🥰
@AtorTime10 ай бұрын
মাশা আল্লাহ্। খুবই ভালো লাগলো আরজে কিবরিয়া এবং সোহাগ ভাই। দুজনেই খুব ভালো মানুষ
@saruwarkhanshuvo110 ай бұрын
সোহাগ ভাই,যদি ৩ টা থেকে অন্তত একটারও উওর দিত ভিডিওটা ধারুন ভাইরল হতো।আর সোহাগ স্যারের কাছ থেকে উওরগুলো শুনার জন্য আমি অনেক আগ্রহী,.. ❤
@JasminAkhter-fz3nk10 ай бұрын
প্রশ্ন গুলো কি কি ছিলো ?
@saruwarkhanshuvo110 ай бұрын
@@JasminAkhter-fz3nk এই ভিডিওটা দেখুন,তাহলেই বুঝতে পারবেন।যে ৩ টা প্রশ্নের উওর খুজতে গিয়ে মাহমুদুল হাসান সোহাগ ভাই নাস্তিক থেকে আস্তিক এবং হুজুর/আলেম টাইপ হয়া গেল এত বড় একজন ইন্জিনিয়ার+উদোক্তা।
@sakhawathossain746510 ай бұрын
3ta proshno ki chilo vai ?
@saruwarkhanshuvo110 ай бұрын
@@sakhawathossain7465 আপনি ইউটিউবে চার্জ বারে গিয়ে সার্চ দেন,'যে তিন প্রশ্ন সোহাগ ভাইকে নাস্তিক থেকে আস্তিক বানিয়ে দিয়েছে।তখন একটা ভিডিও পাবেন, কিবরিয়া বাইয়ের সাথে সুহাগ বাইয়ের ঐটাতে বলা হয়েছে।
@saruwarkhanshuvo110 ай бұрын
@Mymuna573 2.টাকার যে মুদ্রা স্ফিতি হয়,মান কমে ঐটা কোথায় যায়?যেহেতু মুদ্রা স্ফীতিতে আমাদের লস হচ্ছে তাহলে লাভটা কার হচ্ছে?...
@ferdousiferdosirahman5 ай бұрын
অসংখ্য ধন্যবাদ সোহাগ ভাই কে, অন্যতম ও গুরুত্বপূর্ণ কারণ বই মেলায় যারা যেতে পারে না তারা খুব সহজে মেলার বই হাতে তুলে দেন রকমারি ডটকম।
@rabeyakhatun287910 ай бұрын
অসাধারণ একটা ঝটিকা সফর ছিলো রকমারি অফিসে। খুব সুন্দর লেগেছে অফিসটা। আর সোহাগ ভাইয়ের জন্য অনেক দোয়া রইলো।
@OmarFaruk-zt8mo10 ай бұрын
এই অনুষ্ঠান টি খুবই মনোযোগ দিয়ে শুনেছি অনেক কিছু আলোচনায় পেলাম দু'জন কে অনেক ধন্যবাদ জনাব, আর জে কিবরিয়া ও জনাব, মোঃ সোহাগ সাহেব দুজনেই চমৎকার হাস্যউজ্জল আলোচনা কে অনেক সমৃদ্ধ করেছেন সবার জন্য শুভকামনা রইল ।
@shafiqulislam380210 ай бұрын
মাশাল্লাহ আল্লাহ তায়া’লা মাহমুদুল হাসান সোহাগ ভাই কে নেক হায়াত দান করুক উনার সকল উদ্যোগে বারাকা দিক। হেদায়েতের উপর অটল রাখুক। আল্লাহর জন্য ভালোবাসি ভাইকে। আল্লাহ তায়া’লা উনাকে আরো সম্মানিত করুক।উম্মার খেদমতে আরো বেশি কাজ করার তৌফিক দিক। আমীন।
@tawhidultuhin460410 ай бұрын
Sohag vai khub valo moner abong khub valo akjon manus.ami khub kach theke unak dekhechi.allah unak nek haiyat dan korun.
@mahbuburrahman827110 ай бұрын
পুরো ভিডিও টা মনযোগ দিয়ে দেখলাম। অনেক কিছু শিখলাম। সোহাগ ভাইয়া মানে অন্যরকম কিছুর অবতারণা। সাথে যদি কিবরিয়া ভাইয়া থাকেন, তাহলে টেস্ট আরো বেড়ে যায়।
@rakibentertainment227710 ай бұрын
পুরো ভিডিও টা দেখলাম জাস্ট অসাধারণ ছিলো।
@naziatabassum758710 ай бұрын
Mashallah,Onek shundor ekta program dekhlam .Koto valo vabona manusher jonno !!! Allah tader Dujon kei Aro beshi shommanito Korun .Ammen
@Sharminlopa-v4n10 ай бұрын
উনাদের মতো মানুষকে দেখে দেশকে নিয়ে আশাবাদী হই। ভালো থেকো বাংলাদেশ।
@fakrunneharchowdhury639910 ай бұрын
Subhanallah very knowledgeable person Soohagh bhai thanks Kibrya bhai for a beautiful program!! May Allah keep you all safe happy and healthy. Ameen
@IrtifabinMir3 ай бұрын
সোহাগ ভাইয়ার মতো মানুষ আজকাল সত্যিই বিরল। একদম নিরহংকার একজন মানুষ
@AshikMs-y4i10 ай бұрын
এই টপিকের অপেক্ষায় ছিলাম ধন্যবাদ RJ
@MDNayon-10 ай бұрын
আমি অনেক খুঁজেছি পাইনি আসা করি তিন টি কথা আজ শুনবো ধন্যবাদ কিবরিয়া ভাই ও সোহাগ ভাই ♥️💚🇧🇩 আমার প্রিয় দুইজন মানুষ
@seoksamia10 ай бұрын
তিনি সত্যিই সাধারণ কিন্তু অনেক অসাধারণ। কিবরিয়া ভাইকে ধন্যবাদ এরকম একটা ভিডিও আনার জন্য।
@omarfaruk591910 ай бұрын
এই একটা মানুষের ভিডিও দেখতে আমার কোনো মনোযোগ নষ্ট হয় না। সোহাগ ভাই অনেক ভালো লাগে আপনাকে। একদিন সাক্ষাৎ করার ইচ্ছা আছে। কিবরিয়া ভাইকেও অনেক অনেক ধন্যবাদ পজিটিভ এবং শিক্ষামূলক কন্টেন্ট করার জন্য। শুভ কামনা দুই ভাইয়ের জন্যই। জাজাকাল্লাহ খাইরান
@Unity71official10 ай бұрын
দেখতেই ভালোলাগে। মাঝে মাঝে সোহাগ ভাইয়ের ভিডিও দিবেন।কত কিছু জানতে পারলাম❤
@alaminmiah8810 ай бұрын
মাশাল্লাহ, সোহাগ ভাইয়ের জন্য দোয়া সবসময় থাকবে থাকবে, তিনি আমাদের জামালপুরের জন্য গর্বের
@nifazuddin141010 ай бұрын
Thank you so much kibria vhai for this episode.Sohag vhai is a wonderful personality...
@aromasworld2869 ай бұрын
ভালো জিনিস, ভালো মানুষ বাংলাদেশে টেকা অনেক কঠিন, আল্লাহ পাক সোহাগ ভাইকে সব খারাপ নজর থেকে হেফাজত করুন, প্রচার বেশি হলেও ভয় হয় , মানুষ টা ইসলাম, শিক্ষা, জ্ঞান এর সমন্বয়ে একজন বিনয়ী, পরিশ্রমী, নিরহংকার মানুষ
@nazmulhodha-q2g8 ай бұрын
অনেক দিনের ইচ্ছা ছিল রকমারি ডট কমের অফিস দেখা, আজকে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ কিবরিয়া ভাই ও সোহাগ ভাই কে। আল্লাহ্ আপনাদের হেফাজত করুন।
@a_no_nymas_782910 ай бұрын
আমার অন্যতম প্রিয় মানুষ❤
@mdhasanmahmudkhanjuned16288 ай бұрын
যারা আল্লাহকে ভালবাসে ও তাঁর রাসূল (সঃ) কে ভালবাসে তাদেরকে ভালবাসি
@md.mizanurrahman763610 ай бұрын
ইসলাম একটা মানুষকে কতইনা সুন্দর করে তোলে। কতটা নিরহংকারী! মাশাআল্লাহ
@labluKhan-zu4jf10 ай бұрын
আমাদের জামালপুরের গর্ব। দুআ ও শুভ কামনা রইল প্রিয় ভাইয়ের জন্য।
@aburaihan255210 ай бұрын
আমার দেখা একজন অসাধারণ বিনয়ী মানুষ!!!
@shimutahcin410810 ай бұрын
Mahmudul Hasan bhai amder jonne IDOL. MashaaAllah,,,,Allah Neek Hayat Dan korun Bhaia k....
@raselhaque942910 ай бұрын
আসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। খুব ভালো ছিল প্রোগ্রাম। সোহাগ ভাই অফিসটা অনন্ত সুন্দর একটা অফিস। আমার কাছে মনে হয়েছে 5S আরেকটু সতর্ক হলে ভালো হয়।
@shaikhfoysal442610 ай бұрын
Video is awesome. I think you missed the fire sefty protocol. They should have a fire sefty protocol or drill. Thanks
@mdabdurrahmanrakib797910 ай бұрын
মাশা আল্লাহ। শুভ কামনা দুজনের জন্যই। ❤❤❤❤
@idealtvbd304310 ай бұрын
সোহাগ ভাই অন্যতম পছন্দের মানুষ। আল্লাহ ভাইকে অনেক বড় মানুষ করুন। বেহেশতে এক কাতারে থাকতে চাই -ইনশাআল্লাহ...
@sobujbro42426 ай бұрын
Shohagh vai er hasita mane asolei❤❤
@rakibhasan-oc3gx10 ай бұрын
মাশাআল্লাহ কত সুন্দর।। আল্লাহ এই মানুষ টাকে আমাদের মাঝে আরো অনেক দিন বাচিয়ে রাখুক
@RahabarTv2410 ай бұрын
Alham dulillah
@mdsoaibe81952 ай бұрын
মাশাআল্লাহ ,ভাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও কতোটা বিনয়ী 💝, আর আমরা মাএ কয়েক টাকার মালিক হয়ে কতো অহংকার করি!!😢 আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী হবার তৌফিক দান করুক আমীন।
@shimutahcin410810 ай бұрын
MashaaAllah Shohagh bhai er kotha joto shuni totoi Mughdho hoi
@mysteryguy-ll1qc10 ай бұрын
Alhamduliullah kebria bhai session ta khub valo chilo. SOHAG bhai is powerhouse of wisdom.1-2 ta video diye unar theke shb value pawa possible na.Unake niye akta series of session kora gele onno topic gulo niye onek manush er upokar hoto ete.
@aflaha00910 ай бұрын
Shohag vai er oi 3ta proshner uttor khujte giye, unar joto video paisi, khuje khuje dekhsi. Masha-allah osadharon medhabi, respectful ekjn manush. unar kotha joto shuni, toto kolponar jogote hariye jai. amader desher medhabi manush gulo chup chap arale thaken. ami mone kori aral vengge samne asha uchit kotha bola uchit, knowledge shear kora uchit. tahole hoyto ghumiye thaka muslim bangali, jege uthte parbe...
@জাহিদুলইসলাম-দ৮চ9 ай бұрын
এই ১ ঘন্টা মনে হলো অন্য জগতে চলে গেছিলাম। ধন্যবাদ কিবরিয়া ভাই এবং সোহাগ ভাই।
@jh_sohan7510 ай бұрын
সোহাগ ভাইয়ের ইন্টারভিউ সারাদিন হলে সারাদিনই শুনতে পারবো,এক সেকেন্ডের জন্যও বোরিং লাগেনা। আর ইন শা আল্লাহ, সোহাগ ভাইয়ের থেকে তিনটা প্রশ্নের উত্তর জানবো একদিন.... অনেক দোয়া রইলো সোহাগ ভাইয়ের জন্য। ❤❤
@FaisalalmahmudFarhad-fr8jb10 ай бұрын
ইনশাআল্লাহ শুধুমাত্র এই তিন প্রশ্নের উত্তরের জন্য, নিজের হেদায়েতের জন্য হলেও সোহাগ ভাইয়ের চ্যলেঞ্জ জয় করবো।
@salauddin85319 ай бұрын
Mashallah.. Kub moja pailam bai
@ashfaqchowdhury944010 ай бұрын
সুহাগ স্যার কতটা অমায়িক! ১ হাজার কোটি টাকার মালিক উনি, অতচ একজন অথিতিকে নিজে দরজা খুলে হেটে হেটে সারা অফিস দেখাচ্ছেন।
@IslamBlog-us6ge10 ай бұрын
সোহাগ ভাই খুব অচিরেই নোবেল বিজয়ী হবেন। অসাধারণ প্রতিভার অধিকারী।
@mahiburRahman-i5zАй бұрын
নোবেল পেতে হলে জা য়ো নিস্ট হওয়া লাগে।
@raihansiddique874210 ай бұрын
রকমারি এবং সোহাগ ভাই এর জন্য শুভকামনা রইল। আরজে কিবরিয়া ভাইকে ধন্যবাদ এত সুন্দরভাবে অনুষ্ঠানটি উপস্থাপন করার জন্য। ❤❤🎉🎉
@delrubataher758910 ай бұрын
অনেক অনেক শুভকামনা রইল ।কোরনার সময় থেকে তোমাদের বই পড়া শুরু করি ,খুব ভাল লাগে ভাল বই পড়তে ,মা হিসাবে মন থেকে দোয়া করি নেক হায়াত দান করুন রব্বুলআলআমিন
@wahab80510 ай бұрын
অত্যন্ত গুনি মানুষের সাধারন আলোচনা দেখে মনটা প্রশস্ত হয়ে গেল।দোয়া রইল ভাইয়ার জন্য।
@shafinehtesham895710 ай бұрын
Watching this all the way from Sydney !!Love Shohag bhai !! What a talent - but soo simple !!! Such an inspiration !! May Allah reward him for all his good deeds !!
@H.R-1510 ай бұрын
মা'শা আল্লাহ, খুব আগ্রহ নিয়ে পুরো ভিডিওটা দেখালাম,অনেক ভালো লাগলো, খুবি আশাবাদী ছিলাম আজকে হয়তো ঐ তিনটি প্রশ্নের উত্তর শুনতে পারবো
@shakhaoathossain711010 ай бұрын
অসাধারন, সোহাগ ভাই আমার পছন্দের মানুষ
@zobairmithun10 ай бұрын
mashaAllah.সোহাগ ভাই আরও সফল হোন।
@RahabarTv2410 ай бұрын
Amin
@AsifIqbal-iw5oc10 ай бұрын
ইংলিশ থ্যারাপি বইটা অনেক ভালো আমি নিজে এই বই দেখে ইংরেজি পড়াই ধব্যবাদ সাইফুল ভাই ধন্যবাদ রকমারি
@asislam2410 ай бұрын
Akto pic Dita parben.toba Ami kintam
@AsifIqbal-iw5oc10 ай бұрын
@@asislam24 rokomarite English therapy lekhen cole asbe
@md.nayeemislam969210 ай бұрын
Vai,,library ta dekhe mone hocce dhuke r ber na hoi,,,❤❤❤❤
@tosm876410 ай бұрын
এত্ত বড় প্রতিষ্ঠান ❤ দোয়া রইলো প্রিয় ভাইয়ার জন্য।
@RakibIslam-gy4wc9 ай бұрын
Ato Kichu kivabe somvob Vai ..Mashalallah 😊😊😊
@azamqaderiofficial672410 ай бұрын
একটা প্রবাদ আছে,, ভাল প্রশ্ন জ্ঞানের চাবি। দেখুন কোটি কোটি মানুষ সোহাগ স্যারের ৩টি প্রশ্নের সামনে শিশুর মত!!
@md.abulkhair824410 ай бұрын
সত্যি সত্যি সত্যিকারের অগ্নি নির্বাপণ বিশেষজ্ঞ/ টিম তো দেখলাম না,যেভাবে ডাক্তার আছে তার চাইতেও বেশিভাবে যেটা থাকা দরকার।
@brhandwriting10 ай бұрын
Thumbnail টা এইভাবে দিলে ভালো হতো - যিনি অফিসে বসার জন্য আলাদা চেয়ার রাখেন না ।